Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
পলকাডট যেভাবে ছুটে চলেছে পাগলা ঘোড়ার ন্যায় তাতে সবাই আশাবাদী। আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে ফেলে আজকে ছুয়েছে ৩৮ ডলারে এবং এরই মধ্যে গত প্রায় ৮মাস পরে ইউএসডিটি তার অবস্থান হারালো পলকাডটের কাছে। যদিও গতকাল বিএনবি ৩য় স্থান দখল করলে ৪ এ নেমে যায়। আজকে পলকাডট স্থান দখল করায় নেমে যায় পঞ্চমে।PolkaDot (DOT) কি আগামী মার্চ ২০২১ এর মধ্যে ৫০ ডলার যাবে?
Quote from: Malam90 on February 20, 2021, 09:17:37 AMপলকাডট যেভাবে ছুটে চলেছে পাগলা ঘোড়ার ন্যায় তাতে সবাই আশাবাদী। আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে ফেলে আজকে ছুয়েছে ৩৮ ডলারে এবং এরই মধ্যে গত প্রায় ৮মাস পরে ইউএসডিটি তার অবস্থান হারালো পলকাডটের কাছে। যদিও গতকাল বিএনবি ৩য় স্থান দখল করলে ৪ এ নেমে যায়। আজকে পলকাডট স্থান দখল করায় নেমে যায় পঞ্চমে।PolkaDot (DOT) কি আগামী মার্চ ২০২১ এর মধ্যে ৫০ ডলার যাবে?এই কথা কি আর বলার অপেক্ষা রাখে? পলকা ডটকে আমি ৭ ডলার থেকে ফলো করে এসেছি কিন্তু টাকার অভাবে কিনতে পারিনী তবে দাম বেশী হলেও কিছু কয়েন কিনেছি সামর্থ্য অনুযায়ী এবং নিঃসন্দেহে খুব তারাতারি এটি 50 ডলার অতিক্রম করবে এবং তার হয়তো একলাফে ১০০ ডলারেও চলেযেতে পারে কারণ তাদের পলিসি খুব সুন্দর এবং ব্লকচেইন সিস্টেমও। তাই সবাই ডট কেয়েনের উপর ভরসা করতে পারেন।
পলকা ডট ইজিলি ১০০$ যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর এটা খুব তারাতারিই হবে আশা করা যায়। পুরা মার্কেট এখন ২০১৭ সালের মতন রুপ দারন করছে। সব কিছু উপরের দিকে ছুটে চলছে।