Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Altcoin1998$ on January 04, 2021, 06:25:45 AM

Title: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Altcoin1998$ on January 04, 2021, 06:25:45 AM
আমরা সবাই পোষ্টের পরিমাণ বাড়ানোর জন্য হুমরি খেয়ে না বুঝে পোস্ট করে থাকি কিন্তু আসলেই কি তা কনস্ট্রাক্টিভ হয়। প্রতিনিয়ত বিটকয়েন ও আলট কয়েন নিয়ে হাজার হাজার তথ্যবহুল শিরোনাম বের হয় যা আমরা খুব কম পরিমাণে জানি। ঐ সকল তথ্য আমরা নিয়ে এসে এখানে উপস্থাপনা করতে পারি। অনেকে ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক আনতে পারেন না তারা কখনও কি ভেবেছেন নিচের ছবিতে দেখানো ফাংশনগুলোর কাজ কি?
একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কনস্ট্রাক্টিভ পোস্ট কিভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।
(https://i.imgur.com/MwFqddg.jpg)
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Cristiano on January 04, 2021, 07:01:24 AM
কনস্ট্রাক্টিভ পোস্ট যদি সবাই করতে পারত তাহলে আমাদের এই বাংলা সেকশনে বেশি পরিমাণে স্পামিং হতো না।  আমাদের এই বাংলা সেকশনে কনস্ট্রাক্টিভ পোস্ট এর পরিমাণ খুবই কম।হাতেগোনা কিছু সিনিয়র মেম্বার বাদ দিয়ে আর কেউ কনস্ট্রাক্টিভ পোস্ট করে না। প্রতিনিয়ত আলোট কয়েন এবং বিটকয়েন নিয়ে নতুন খবর তৈরি হচ্ছে সেই খবরগুলো যদি এই ফোরামে জানানো হতো তাহলে সবাই সবকিছু সম্পর্কে জানতে পারত।সবাই যদি কনস্ট্রাক্টিভ পোস্ট করে তাহলে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারব। অজানা সব তথ্য এখান থেকে জানতে পারবো। আমরা সবাই চাই সবাই যেন কনস্ট্রাক্টিভ পোস্ট তৌরি করে। আমরা পোস্ট করার আগে কিছু Symbol দেখতে পাই। সেইগুলো বেশিরভাগ ইউজার ব্যবহার করতে জানেনা। সেই সিম্বল গুলোর ব্যবহার নিয়ম-নীতিগুলো জানানো হলে আমার মনে হয় সবাই কনস্ট্রাক্টিভ পোস্ট তৈরী করতে পারবে।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Nostoman on January 04, 2021, 08:13:43 AM
ফোরামে কিছু কীটপতঙ্গ ডুকছে। এগুলো নির্মূল করতে হবে। তাহলে বাংলা সেকশন পরিষ্কার হবে। তারা শুধু বাংলা সেকশন নয়, অন্যান্য সেকশন এগিয়েও নোংড়া পোস্ট করে। Shitpost‌ হয়, কোন কনস্ট্রাক্টিভ পোস্ট নেই। এদের শিক্ষা-দীক্ষার অভাব রয়েছে। নতুন ইউজার যারা ফোরামে নিয়ে আসেন, তাঁরা নিজ দায়িত্বে ভালোভাবে বুঝিয়ে দেবেন। আবোল তাবোল পোস্ট করা থেকে বিরত থাকতে বলবেন। ১২+ কিছু পোলাপান ডুকছে, যারা যারে তারে পিএম দিয়ে উল্টা পাল্টা কথা বলে। তাদের সতর্ক হওয়া উচিত।

এডমিন এর বক্তব্য, এই বিভাগটি সেই বিভাগটি যা লড়াই করছে এবং সর্বাধিক .... এবং এখনও পর্যন্ত জারি করে
আপনি দয়া করে নাটকটি বন্ধ করতে পারেন এবং একে অপরের সাথে সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করতে পারেন ....
আমি সবার কথা বলছি, সুন্দর থাকুন! এটা কঠিন নয়.
ইতিবাচক স্টাফ লেখার দিকে মনোনিবেশ করুন, বিনা কারণে নেতিবাচক কর্ম বিতরণ করবেন না - আমি প্রদত্ত প্রতিটি কর্ম ট্র্যাক করি
নাটকীয়তা করো না, শীতল হও ...
 
আমি আপনাকে প্রতিদিন কোনও না কোনও বিষয়ে একটি বিষয় তৈরি করার পরামর্শ দিচ্ছি, যেখানে প্রত্যেকে অন্যদের যে তথ্য দিয়ে অবদান রাখার চেষ্টা করে না ...
উদাহরণ
দিন 1: বিটকয়েন
দিন 2: ইথেরিয়াম
ইত্যাদি ...
সবাই সবার প্রতি সহানুভূতিশীল আচরণ করুন। নতুন টপিক তৈরি করুন। প্রতিনিয়ত পুরনো টপিকে আলোচনা বন্ধ করুন। সবাই একে অপরকে ভালো থাকতে সাহায্য করুন। আমি মনে করি কেউ কারো বিরুদ্ধে লাগা উচিত নয়। সবাই বুঝতে চেষ্টা করুন।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: LeziT on January 04, 2021, 08:41:35 AM
ফোরামে কিছু কীটপতঙ্গ ডুকছে। এগুলো নির্মূল করতে হবে। তাহলে বাংলা সেকশন পরিষ্কার হবে। তারা শুধু বাংলা সেকশন নয়, অন্যান্য সেকশন এগিয়েও নোংড়া পোস্ট করে। Shitpost‌ হয়, কোন কনস্ট্রাক্টিভ পোস্ট নেই। এদের শিক্ষা-দীক্ষার অভাব রয়েছে। নতুন ইউজার যারা ফোরামে নিয়ে আসেন, তাঁরা নিজ দায়িত্বে ভালোভাবে বুঝিয়ে দেবেন। আবোল তাবোল পোস্ট করা থেকে বিরত থাকতে বলবেন। ১২+ কিছু পোলাপান ডুকছে, যারা যারে তারে পিএম দিয়ে উল্টা পাল্টা কথা বলে। তাদের সতর্ক হওয়া উচিত।

এডমিন এর বক্তব্য, এই বিভাগটি সেই বিভাগটি যা লড়াই করছে এবং সর্বাধিক .... এবং এখনও পর্যন্ত জারি করে
আপনি দয়া করে নাটকটি বন্ধ করতে পারেন এবং একে অপরের সাথে সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করতে পারেন ....
আমি সবার কথা বলছি, সুন্দর থাকুন! এটা কঠিন নয়.
ইতিবাচক স্টাফ লেখার দিকে মনোনিবেশ করুন, বিনা কারণে নেতিবাচক কর্ম বিতরণ করবেন না - আমি প্রদত্ত প্রতিটি কর্ম ট্র্যাক করি
নাটকীয়তা করো না, শীতল হও ...
 
আমি আপনাকে প্রতিদিন কোনও না কোনও বিষয়ে একটি বিষয় তৈরি করার পরামর্শ দিচ্ছি, যেখানে প্রত্যেকে অন্যদের যে তথ্য দিয়ে অবদান রাখার চেষ্টা করে না ...
উদাহরণ
দিন 1: বিটকয়েন
দিন 2: ইথেরিয়াম
ইত্যাদি ...
সবাই সবার প্রতি সহানুভূতিশীল আচরণ করুন। নতুন টপিক তৈরি করুন। প্রতিনিয়ত পুরনো টপিকে আলোচনা বন্ধ করুন। সবাই একে অপরকে ভালো থাকতে সাহায্য করুন। আমি মনে করি কেউ কারো বিরুদ্ধে লাগা উচিত নয়। সবাই বুঝতে চেষ্টা করুন।
ফোরামে কিছু কীটপতঙ্গ থেকে থাকলে তাদেরকে নির্মূল করা হোক। কারণ তাদের জন্য অন্যদের সমস্যা সৃষ্টি হবে। পুরো ফোরাম টাই কীটপতঙ্গের উৎপত্তিস্থল করে তুলবে। এদের নির্মল করলে বাংলা সেকশন ভালো এবং পরিষ্কার থাকবে। যারা বাংলা সেকশন নষ্ট করছে এবং বাকিগুলো সেকশন নষ্ট ধান্দায় রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হোক।কারণ বাংলাদেশী মানুষ হয়ে যদি অন্য কোন সেকশনে তথ্যবহুল ইনফরমেটিভ এবং কনস্ট্রাক্টিভ পোস্ট না করে তাহলে তাদের জন্য আমাদেরকে সিনিয়র ভাইদের মান-সম্মান হারাতে হবে।আর ইতোমধ্যে কিছুদিন যাবত বাংলা সেকশন অনেকটাই এগিয়ে গিয়েছে অন্য সকল সেকশন এর তুলনায়। আমরা সবাই জানি মডারেটরকে মেসেজ দেওয়ার অপশন রয়েছে তবে সেটা তথ্যবহুল মেসেজ দিতে হবে। তারপরও আমাদের এই বাংলা সেকশনে বাংলাদেশি ভাইদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে যেখানে যার কোন সমস্যা হলে বলতে পারে।

এখন বলে ইনফরমেটিভ এবং কনস্ট্রাক্টিভ পোস্ট নিয়ে। বর্তমানে সবাই ভেবে থাকে বড় করে পোস্ট করলেই সেটা ইনফরমেটিভ এবং কনস্ট্রাক্টিভ পোস্ট হয়। যদি এটা কেউ ভেবে থাকেন তাহলে সে ধারনাটা ভুল।কারণ বর্তমানে কনস্ট্রাক্টিভ পোস্ট করতে বেশি লেখার প্রয়োজন নেই অল্প কিছু ইনফরমেটিভ তথ্যবহুল কথা লিখলেই চলে। কোন বিষয় সম্পর্কে জানতে চাইলে অথবা বলতে চাইলে সেই বিষয়ের উপর সারসংক্ষেপ অথবা সারমর্ম আকারে লিখলেই সেটাই কনস্ট্রাক্টিভ পোস্ট হিসেবে ধরা হবে।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Princeraju on January 04, 2021, 10:52:35 AM
আমাদের এই ফোরামে অনেক নতুন ইউজার রয়েছে এবং বেশ কিছু সিনিয়র ইউজার রয়েছে যারা সবসময়ই স্কামিং করছে। তারা যে কোন প্রশ্নের উত্তর পেয়েও তারপরে বলছে আসলে আমি বুঝতে পারিনি আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম। তারা শুধু চিন্তা করে কিভাবে একটিভিটি বাড়ানো যায়। অতএব এই চিন্তা ভাবনা বাদ দিয়ে আসুন কিভাবে আমাদের এই বাংলা সেকশনটা স্কামিং মুক্ত করা যায়।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Altcoin1998$ on January 04, 2021, 10:54:34 AM
কেউ যদি তার পোস্টে কোন মূল্যবান ছবি অথবা কোন স্ক্রীনশট এড করতে চান তাহলে নিচের অপশনটিতে ক্লিক করে ইমগুর বা অন্য কোন উৎস থেকে স্ক্রীনশটএ লিঙ্ক এনে
(https://i.imgur.com/rrcH8UC.jpg)

উপরের অপশনটিতে ক্লিক করে মাঝখানে লিকে না দিলে ছবি এড হয়ে যাবে।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Altcoin1998$ on January 04, 2021, 10:57:39 AM
পোস্টে অনেক সময় বহি উৎস থেকে লিংক আনলে সাপোর্ট করেনা। সে ক্ষেত্রে আপনি সোর্স লিংক কিভাবে এড করবেন? এ ক্ষেত্রে নিচের অপশনটিতে ক্লিক করে মাঝখানে লিংক বসিয়ে দিলে অবশ্যই সাপোর্ট করবে।
(https://i.imgur.com/9F0lkxh.jpg)
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Altcoin1998$ on January 04, 2021, 11:00:15 AM
অনেক সময় পোস্টে ভিডিও লিংক সংযোজনের দরকার পড়ে সে ক্ষেত্রে আপনারা ভিডিও লিংক কপি করে নিচের অপশনটিতে ক্লিক করে মাঝখানে বসিয়ে দিলেই আপনার পোস্টে ভিডিও সাপোর্ট করবে।
(https://i.imgur.com/hPuaCcD.jpg)
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: johnson on January 04, 2021, 12:29:30 PM
 কনস্ট্রাক্টিভ মূলত পোস্ট বড় বা ছোট কোন কিছুই কে বুঝায় না। আপনার একটি পোস্ট যদি তথ্য সম্মৃদ্ধ হয় এবং সেই পোস্টের সুন্দর পুর্নাঙ্গ একটি অর্থ থাকে তাহলেই আমরা সাধাারনত বুঝি যে এটি একটি  কনস্ট্রাক্টিভ পোস্ট।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Btceth01 on January 04, 2021, 12:34:55 PM
আসলে কনস্ট্রাক্টিভ পোস্ট বলতে ঐ সমস্ত পোস্ট কে বোঝায় যে সমস্ত পোস্ট পড়ে মানুষ যেন ভালো কিছু গ্রহণ করতে পারে। অনেক সময় দেখতে পাই অনেকেই অনেক বড় বড় পোস্ট করে সেখানে শিক্ষণীয় কিছু থাকেনা।আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক পোস্ট এর মান ছোট হলেও সেখানে শিক্ষণীয় অনেক কিছু থাকে। তাই আমরা কনস্ট্রাক্টিভ পোস্ট বলতে ওটাকেই বুঝি যে পোস্ট থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করা যায়।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Goldlife on January 05, 2021, 05:42:44 PM
 আপনার সাথে একমত পোষণ করছি।
কনস্ট্রাক্টিভ পোস্ট যদি সবাই করতে পারত তাহলে আমাদের এই বাংলা সেকশনে বেশি পরিমাণে স্পামিং হতো না।  আমাদের এই বাংলা সেকশনে কনস্ট্রাক্টিভ পোস্ট এর পরিমাণ খুবই কম।হাতেগোনা কিছু সিনিয়র মেম্বার বাদ দিয়ে আর কেউ কনস্ট্রাক্টিভ পোস্ট করে না। প্রতিনিয়ত আলোট কয়েন এবং বিটকয়েন নিয়ে নতুন খবর তৈরি হচ্ছে সেই খবরগুলো যদি এই ফোরামে জানানো হতো তাহলে সবাই সবকিছু সম্পর্কে জানতে পারত।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Markuri33 on January 06, 2021, 12:47:47 AM
আমরা অনেকেই রয়েছি তাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে বড় করে পোস্ট করলেই হয়তো বা কনস্ট্রাক্টিভ পোস্ট হয়। অনেকেই আছে যারা তিন থেকে চার লাইন লিখছে কিন্তু তার ভিতরে তথ্যবহুল অনেক বিষয় থাকে যেগুলো পড়ে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা পাওয়া যায়। কনস্ট্রাক্টিভ পোস্ট বলতে বুঝায় আপনি যে পোস্ট করবেন তার ভিতরে যেন নতুন নতুন জ্ঞান মূলক কিছু সম্পর্কে থাকে।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: saidul2105 on January 06, 2021, 03:58:56 AM
আমরা সবাই পোষ্টের পরিমাণ বাড়ানোর জন্য হুমরি খেয়ে না বুঝে পোস্ট করে থাকি কিন্তু আসলেই কি তা কনস্ট্রাক্টিভ হয়। প্রতিনিয়ত বিটকয়েন ও আলট কয়েন নিয়ে হাজার হাজার তথ্যবহুল শিরোনাম বের হয় যা আমরা খুব কম পরিমাণে জানি। ঐ সকল তথ্য আমরা নিয়ে এসে এখানে উপস্থাপনা করতে পারি। অনেকে ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক আনতে পারেন না তারা কখনও কি ভেবেছেন নিচের ছবিতে দেখানো ফাংশনগুলোর কাজ কি?
একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কনস্ট্রাক্টিভ পোস্ট কিভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।
(https://i.imgur.com/MwFqddg.jpg)
আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই 'কনস্ট্রাক্টিভ '   শব্দের অর্থই জানে না, অথচ তারা অনায়েসে    লোকাল বোর্ডসহ গ্লোবাল সেকশনেও পোস্ট করে থাকে।  তারা কিন্তু নিজেরাও জানে না যে তাদের পোস্ট গুলো কনস্ট্রাক্টিভ হচ্ছে না, তাদের পোস্ট গুলো ইনফরমেটিভ হচ্ছে না।  তাদের লক্ষ্য একটাই, পোস্ট করতে হবে, র‍্যাংক আপ করতে হবে।  মুলত তাদের জন্যই ফোরামের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে। 
আমি মনে করি যে আমাদের সকলেরই উচিৎ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পোস্ট করা, তাতে পোস্টের আকার ছোট হলেও তো সমস্যা নেই।                                                     
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Riktakhanom on January 06, 2021, 04:43:39 AM
আমাদের সকলকে তথ্য বহুল পোস্ট করতে হবে অযথা পোস্ট করে স্ক্যামিং করার কোনো কারণ নেই. এরা সাধারণত ফোরাম কে নষ্ট করে. কনস্ট্রাক্টিভ পোস্ট বলতে হেল্পফুল পোস্ট করতে হবে. যেই পোস্ট থেকে অন্যরা কিছুটা শিক্ষা নিতে পারে। অযথা বড় পোস্ট করে যেটার মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় নেই ওই পোস্ট এর কোনো মূল্য নেই.
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Olezka on January 06, 2021, 06:54:36 AM
এটি আসলে ব্যাপক একটি অর্থ। আমরা এটি কে অনেক ভাবে বুঝানোর চেস্টা করি। তবে আমি মনে করি যে এর এটি হবে সহজ এবং বোঝা যায় এমন অর্থ সম্পন্ন বাক্য। যদি আমরা গঠন মুলক আলোচনা করতাম তাহলে আমাদের ফোরাম আরও তাড়াতাড়ি ডেভলোপ করত।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Tamsialu$$ on January 14, 2021, 12:07:38 AM
একদম সঠিক কথা বলেছেন ব্রো তার কারণ হচ্ছে আমরা অনেকেই বুঝে থাকি শুধু বড় পোস্ট করলেই বোধহয় কনস্ট্রাক্টিভ পোস্ট হবে। মূলত তা কিন্তু নয় অনেকেই আমরা অনেক বড় করে পোষ্ট করে থাকে কিন্তু তার ভিতরে তথ্যবহুল কিছুই পায় না সেটাকে আমরা কনস্ট্রাক্টিভ পোস্ট বলি না।অনেক সময় অনেক ইউজার রয়েছে যারা তিন চার লাইন করে লিখে পোস্ট করে কিন্তু তার ভিতর অনেক কিছু বুঝার বিষয় থাকে এবং সেটি পড়ে কিছুটা হলেও নতুন ধারণা পাওয়া যায় মূলত সেটাকে আমরা কনস্ট্রাক্টিভ পোস্ট বলে থাকি।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: XM8 on January 14, 2021, 05:08:26 PM
আমরা সবাই পোষ্টের পরিমাণ বাড়ানোর জন্য হুমরি খেয়ে না বুঝে পোস্ট করে থাকি কিন্তু আসলেই কি তা কনস্ট্রাক্টিভ হয়। প্রতিনিয়ত বিটকয়েন ও আলট কয়েন নিয়ে হাজার হাজার তথ্যবহুল শিরোনাম বের হয় যা আমরা খুব কম পরিমাণে জানি। ঐ সকল তথ্য আমরা নিয়ে এসে এখানে উপস্থাপনা করতে পারি। অনেকে ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক আনতে পারেন না তারা কখনও কি ভেবেছেন নিচের ছবিতে দেখানো ফাংশনগুলোর কাজ কি?
একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কনস্ট্রাক্টিভ পোস্ট কিভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।
(https://i.imgur.com/MwFqddg.jpg)
হানডেট পারসেন্ট সত্য কথা বলেছেন।আমরা সাধারণত কনস্ট্রাক্টিভ পোস্ট বলতে বুঝি যার পোস্ট যত বড় হবে তার পোস্ট তথ্য কনস্ট্রাক্টিভ হবে। বিষয়টা সে রকম না আপনি যদি অল্প আলোচনা করে বেশি তথ্যবহুল বিষয় তুলে ধরতে পারেন তাহলে সেটাই কনস্ট্রাক্টিভ পোস্ট।কিন্তু যখনই আপনি অযথা প্যারাগ্রাফ এর মত বড় মানের পোস্ট করবেন কিন্তু আপনার পোস্ট পড়ে কেউ কোন কিছু বুঝতে পারবে না বা কিছু জানতে পারবে না সেটা কোনভাবেই কনস্ট্রাক্টিভ পোস্ট হতে পারে না।অবশ্যই শুধু আমাদের পোস্ট বড় করার দিকে লক্ষ্য না দিয়ে পোস্টে টপিকের দিকে লক্ষ্য যেতে হবে যে আমি কি ধরনের পোস্ট করলাম এবং আমার এই পোস্টটি আদৌ তথ্য বহুল পোষ্ট হল কিনা।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: NANCY on January 23, 2021, 02:41:44 PM
অনেক ধন্যবাদ ভাই এরকম পোষ্ট করার জন্য।কনস্ট্রাক্টিভ পোস্ট কাকে বলে আমি জানতাম না কিন্তু আপনার এই পোস্টটি পড়ে আমি অনেকটাই উপকৃত হয়েছি এরকম পোস্ট করলে আমরা যারা নতুন সদস্য রয়েছে তাদের জন্য অনেকটাই লাভজনক হবে। কারণ আমরা এরকম পোস্ট থেকেই সব শিখে যাব।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: AlviNess on February 24, 2021, 11:25:09 AM
আমরা সবাই পোষ্টের পরিমাণ বাড়ানোর জন্য হুমরি খেয়ে না বুঝে পোস্ট করে থাকি কিন্তু আসলেই কি তা কনস্ট্রাক্টিভ হয়। প্রতিনিয়ত বিটকয়েন ও আলট কয়েন নিয়ে হাজার হাজার তথ্যবহুল শিরোনাম বের হয় যা আমরা খুব কম পরিমাণে জানি। ঐ সকল তথ্য আমরা নিয়ে এসে এখানে উপস্থাপনা করতে পারি। অনেকে ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক আনতে পারেন না তারা কখনও কি ভেবেছেন নিচের ছবিতে দেখানো ফাংশনগুলোর কাজ কি?
একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কনস্ট্রাক্টিভ পোস্ট কিভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।
(https://i.imgur.com/MwFqddg.jpg)
আপনি একদম ঠিক কথা বলেছেন পোস্ট করার পূর্বে বা যেখানে আমরা পোস্ট করি সেখানে আমরা বিভিন্ন প্রতীক দেখতে পাই আসলে সেই প্রতীকগুলো শুধু দেখার জন্য না। ওই প্রতীকগুলো ইউজ করে পোস্টকে কনস্ট্রাক্টিভ এবং সহজ পোস্টে পরিণত করা হয়। তাই অবশ্যই আমরা ওই প্রতীক গুলো ব্যবহার করে পোস্ট করার চেষ্টা করব।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: bmr on March 02, 2021, 11:12:14 AM
হ্যা একটি পোষ্টের যদি ভাষা এবং অর্থ থাকে এবং তা সবার জন্যে কাজে আসে অর্থাৎ কেউ যদি সেখান থেকে উপকৃত হয় তাহলে ধরে নেওয়া যায় যে সেটি একটি কনস্ট্রাক্টিভ পোস্ট। যার মধ্যে তথ্য সমৃদ্ধ থাকবে।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Milon626 on March 02, 2021, 12:06:31 PM
হুম, সত্যিই আমরা আমাদের পোস্ট বাড়িয়ে র‍্যাংক আপ করার জন্য হুমরি খেয়ে পোস্ট করা শুরু করি যা মোটেও উচিৎ নয়।  আমাদের উচিৎ ফোরাম রিলেটেড কোন বিষয় নিয়ে নতুন তথ্যের আলোকে পোস্ট করে এক্টিভিটি বাড়ানো।  তাহলে যেমন আমাদের পোস্ট বাড়বে তেমনি ফোরামেরও উপকার হবে।                           
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Jaya60 on March 02, 2021, 02:22:52 PM
আমাদের ফোরামে অনেক ইউজার রয়েছে যারা অনেক বড় বড় পোস্ট করছে কিন্তু সে পোস্টের ভিতরে কোন তথ্যবহুল কিছুই খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে আমি দেখেছি আমাদের এই ফোরামে কয়েকজন সিনিয়র ভাই রয়েছে যারা সবসময় অনেক সুন্দর সুন্দর পোস্ট করছে। এবং সেই পোস্টগুলো পড়ে সবাই কিছু না কিছু শিখতে পারছে। আশা করি সবাই চেষ্টা করব ভালো তথ্যবহুল পোস্ট দেওয়ার জন্য এবং নিয়মিত পোস্ট করব সবাই যাতে করে আমাদের এ ফোরামটা কে অনেক এগিয়ে নিয়ে যাওয়া যায়।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Fariwala on March 02, 2021, 06:01:31 PM
আমরা সবাই পোষ্টের পরিমাণ বাড়ানোর জন্য হুমরি খেয়ে না বুঝে পোস্ট করে থাকি কিন্তু আসলেই কি তা কনস্ট্রাক্টিভ হয়। প্রতিনিয়ত বিটকয়েন ও আলট কয়েন নিয়ে হাজার হাজার তথ্যবহুল শিরোনাম বের হয় যা আমরা খুব কম পরিমাণে জানি। ঐ সকল তথ্য আমরা নিয়ে এসে এখানে উপস্থাপনা করতে পারি। অনেকে ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক আনতে পারেন না তারা কখনও কি ভেবেছেন নিচের ছবিতে দেখানো ফাংশনগুলোর কাজ কি?
একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কনস্ট্রাক্টিভ পোস্ট কিভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।
(https://i.imgur.com/MwFqddg.jpg)
আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই 'কনস্ট্রাক্টিভ '   শব্দের অর্থই জানে না, অথচ তারা অনায়েসে    লোকাল বোর্ডসহ গ্লোবাল সেকশনেও পোস্ট করে থাকে।  তারা কিন্তু নিজেরাও জানে না যে তাদের পোস্ট গুলো কনস্ট্রাক্টিভ হচ্ছে না, তাদের পোস্ট গুলো ইনফরমেটিভ হচ্ছে না।  তাদের লক্ষ্য একটাই, পোস্ট করতে হবে, র‍্যাংক আপ করতে হবে।  মুলত তাদের জন্যই ফোরামের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে। 
আমি মনে করি যে আমাদের সকলেরই উচিৎ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পোস্ট করা, তাতে পোস্টের আকার ছোট হলেও তো সমস্যা নেই।                                                   
আমি আপনার সাথে একমত কারণ কিছু কিছু পোলাপান এখন ফোরামে প্রবেশ করেছে যারা কনস্ট্রাক্টিভ এর অর্থই ভালোভাবে জানে না। তারা কি  পোস্ট করতেছে তারাই জানে না ভালোভাবে সেটা ইনফরমেটিভ পোস্ট হবে  কিনা সেদিকে কোন লক্ষই নাই  শুধু পোস্ট করার চিন্তা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে তাদের কিভাবে রংক আপ করা যাবে এবং কিভাবে তাদের একটিভিটি বাড়ানো যাবে সেদিকে লক্ষ কিন্তু ফোরামের তাদের পোস্টের কারণে যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে কোন লক্ষ্য নেই এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ভালভাবে বুঝে শুনে পোস্ট করতে হবে সেক্ষেত্রে তাদেরকে আরো দৃষ্টি করা করতে হবে এবং এদিকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করতে হবে ধন্যবাদ সবাইকে।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Logitech50 on March 02, 2021, 06:43:31 PM
স্যার আপনি সত্যি কথা বলেছেন কারণ কনস্ট্রাক্টিভ পোস্ট বেশি মানুষে দিতে পারেনা। সবাই যদি কনস্ট্রাক্টিভ পোস্ট দিতে পারতো তাহলে ফোরাম অনেক এগিয়ে যেত। ইদানিং বেশি বেশি স্পামিং হচ্ছে সবাই শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করে।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: ExtraPoint on March 03, 2021, 05:22:45 AM
আমরা সবাই পোষ্টের পরিমাণ বাড়ানোর জন্য হুমরি খেয়ে না বুঝে পোস্ট করে থাকি কিন্তু আসলেই কি তা কনস্ট্রাক্টিভ হয়। প্রতিনিয়ত বিটকয়েন ও আলট কয়েন নিয়ে হাজার হাজার তথ্যবহুল শিরোনাম বের হয় যা আমরা খুব কম পরিমাণে জানি। ঐ সকল তথ্য আমরা নিয়ে এসে এখানে উপস্থাপনা করতে পারি। অনেকে ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক আনতে পারেন না তারা কখনও কি ভেবেছেন নিচের ছবিতে দেখানো ফাংশনগুলোর কাজ কি?
একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কনস্ট্রাক্টিভ পোস্ট কিভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।
(https://i.imgur.com/MwFqddg.jpg)
আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই 'কনস্ট্রাক্টিভ '   শব্দের অর্থই জানে না, অথচ তারা অনায়েসে    লোকাল বোর্ডসহ গ্লোবাল সেকশনেও পোস্ট করে থাকে।  তারা কিন্তু নিজেরাও জানে না যে তাদের পোস্ট গুলো কনস্ট্রাক্টিভ হচ্ছে না, তাদের পোস্ট গুলো ইনফরমেটিভ হচ্ছে না।  তাদের লক্ষ্য একটাই, পোস্ট করতে হবে, র‍্যাংক আপ করতে হবে।  মুলত তাদের জন্যই ফোরামের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে। 
আমি মনে করি যে আমাদের সকলেরই উচিৎ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পোস্ট করা, তাতে পোস্টের আকার ছোট হলেও তো সমস্যা নেই।                                                   
নতুন ইউজারদের একটু সমস্যা হয় প্রথম অবস্থায়। তবে তারা ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করে। ফোরামের বড় ভাইয়েরা নতুনদেরকে সাহায্য করলে তার অনেক দূর এগিয়ে যেতে পারবে এমনকি শিখতে পারবে। আপনি যেটা বললেন যে কনস্ট্রাক্টিভ শব্দের অর্থ অনেকেই জানেনা।তবে সবাই তো জানে না সেটাও নয় কনস্ট্রাক্টিভ  শব্দের অর্থ হলো গঠনমূলক।বলেছেন সেটার অর্থ হল তথ্যপূর্ণ বা তথ্যবহুল। তাই আমরা সবাই গঠনমূলক বা তথ্যবহুল পোস্ট করার চেষ্টা করব।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Mj joy on March 03, 2021, 04:22:22 PM
আমরা সবাই পোষ্টের পরিমাণ বাড়ানোর জন্য হুমরি খেয়ে না বুঝে পোস্ট করে থাকি কিন্তু আসলেই কি তা কনস্ট্রাক্টিভ হয়। প্রতিনিয়ত বিটকয়েন ও আলট কয়েন নিয়ে হাজার হাজার তথ্যবহুল শিরোনাম বের হয় যা আমরা খুব কম পরিমাণে জানি। ঐ সকল তথ্য আমরা নিয়ে এসে এখানে উপস্থাপনা করতে পারি। অনেকে ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক আনতে পারেন না তারা কখনও কি ভেবেছেন নিচের ছবিতে দেখানো ফাংশনগুলোর কাজ কি?
একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কনস্ট্রাক্টিভ পোস্ট কিভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।
(https://i.imgur.com/MwFqddg.jpg)
  ভাই আপনি যে পোস্টটি তুলে ধরেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি আসলে নতুন তাই তেমন কিছুই বুঝি না তবে চেষ্টা করতেছি ফোরামের সব সাইট গুলো ভালভাবে দেখে পড়ে বোঝার  জন্য  আমাকে আপনারা সিনিয়র বড় ভাই যারা আছেন একটু সহযোগিতা করবেন দয়া করে । ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক  এগুলো পোষ্টের সাথে দেওয়া এখনো শিখতে পারেনি তবে চেষ্টা করতেছি সিনিয়র ভাইয়ের সহযোগিতা নিয়ে ।
Title: Re: কনস্ট্রাক্টিভ বলতে বড় পোস্টকে বোঝায়না , তথ্যবহুল পোস্ট বোঝায়
Post by: Tubelight on March 21, 2021, 10:57:38 AM
আমরা সবাই পোষ্টের পরিমাণ বাড়ানোর জন্য হুমরি খেয়ে না বুঝে পোস্ট করে থাকি কিন্তু আসলেই কি তা কনস্ট্রাক্টিভ হয়। প্রতিনিয়ত বিটকয়েন ও আলট কয়েন নিয়ে হাজার হাজার তথ্যবহুল শিরোনাম বের হয় যা আমরা খুব কম পরিমাণে জানি। ঐ সকল তথ্য আমরা নিয়ে এসে এখানে উপস্থাপনা করতে পারি। অনেকে ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক আনতে পারেন না তারা কখনও কি ভেবেছেন নিচের ছবিতে দেখানো ফাংশনগুলোর কাজ কি?
একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কনস্ট্রাক্টিভ পোস্ট কিভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।
(https://i.imgur.com/MwFqddg.jpg)
আপনি একদম সঠিক কথা বলেছেন আমরা বাঙালি আমরা যত পোস্ট করব সেই পোষ্টটি কনস্ট্রাক্টিভ পোস্ট হবে।কিন্তু পোস্ট ছোট করে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে যদি পোস্ট করা যায় তাহলে সেই পোষ্টটি মূলত কনস্ট্রাক্টিভ পোস্ট। কিন্তু আমরা সকলে আছি কিভাবে আমাদের পোস্টের সাইজ বড় করতে হয় তা নিয়ে।