আমরা সবাই পোষ্টের পরিমাণ বাড়ানোর জন্য হুমরি খেয়ে না বুঝে পোস্ট করে থাকি কিন্তু আসলেই কি তা কনস্ট্রাক্টিভ হয়। প্রতিনিয়ত বিটকয়েন ও আলট কয়েন নিয়ে হাজার হাজার তথ্যবহুল শিরোনাম বের হয় যা আমরা খুব কম পরিমাণে জানি। ঐ সকল তথ্য আমরা নিয়ে এসে এখানে উপস্থাপনা করতে পারি। অনেকে ছবি, ভিডিও লিংক, সোর্স লিংক আনতে পারেন না তারা কখনও কি ভেবেছেন নিচের ছবিতে দেখানো ফাংশনগুলোর কাজ কি?
একটু মাথা খাটান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কনস্ট্রাক্টিভ পোস্ট কিভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।

আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই 'কনস্ট্রাক্টিভ ' শব্দের অর্থই জানে না, অথচ তারা অনায়েসে লোকাল বোর্ডসহ গ্লোবাল সেকশনেও পোস্ট করে থাকে। তারা কিন্তু নিজেরাও জানে না যে তাদের পোস্ট গুলো কনস্ট্রাক্টিভ হচ্ছে না, তাদের পোস্ট গুলো ইনফরমেটিভ হচ্ছে না। তাদের লক্ষ্য একটাই, পোস্ট করতে হবে, র্যাংক আপ করতে হবে। মুলত তাদের জন্যই ফোরামের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে।
আমি মনে করি যে আমাদের সকলেরই উচিৎ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পোস্ট করা, তাতে পোস্টের আকার ছোট হলেও তো সমস্যা নেই।