Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on July 02, 2020, 04:03:48 PM
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
-
আমি মনে করি বিটকয়েনের দামের সাথে ইথিরিয়াম এর দাম কিছু টা বাড়া কমা নির্ভর করে।সে জন্য বিটকয়েনের দাম যদি 12000 ডলার পার হয় তাহলে ইথিরিয়াম 300 ক্রস করবে বলে আমি মনে করছি।
-
সবকিছুই এখন নির্ভর করবে বিটকয়েনের বুল রানের উপর । কারণ বিটকয়েন মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনও বৃদ্ধি পায়। আর বিটকয়েনের মূল্য যখনই হ্রাস পায়, তখনই ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনও লাল হয়, থুককু অল্টকয়েনের মূল্য হ্রাস পায়। ;D ;D আর একেকজন বিশ্লেষক যেভাবে বিটকয়েনের মূল্য নিয়ে মতামত দিচ্ছে, এতে মনে হয় একটু সময় লাগবে। কারণ বিটকয়েনের হালভিং হলেও এর মূল্য যে কারেকশন হওয়া দরকার এখনো সেটি হয়নি। তাই আশা করি, এই কারেকশনটি হলে বিটকয়েনের বুল রান শুরু হবে এবং ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনের মূল্য বৃদ্ধি দেখা যাবে।
-
Btc/ ETH কোনোকিছুরি দাম সেরকমভাবে বাড়তেছে না। যদিও কিছুটা বাড়ে কিন্তু দাম টিকে থাকে না আবার কমে যায়। তাই এই বছরে ETH এর দাম বেশি আশা করা যায় না। সর্বোচ্চ হলে ৩০০ ডলার হতে পারে।
-
আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাস যাবত বিটকয়েনের দাম ১০০০০ ডলার ও ইথারিয়ামের দাম ৩০০ ডলারের নীচে আবস্থান করছে; কোন ক্রমেই এটি অতিক্রম করতে পারছে না। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি স্থিতিশীল থাকলেও বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রার্দুরভাব জনিত মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি থমকে গেছে। এইসব বিবেচনায় আমার মনেহয় আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম বড়জোর ৩০০-৩৫০ ডলার হতে পারে।
-
যদি কোভিড-১৯ পরিস্থিতি সাভাবিক হয়ে যায় তাহলে আমার মতে আমরা ইথারিয়ামের পাম্প দেখতে পারব। এই ক্ষেত্রে ইথারিয়ামের প্রাইস মিনিমাম 400$+ হবে। আর যদি এই পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে মনে হয়না আমরা কোনো পাম্পম দেখব। কারন দিনশেষে এই সবকিছুর দাম ই বিশ্ব অর্থনীতির উপর নির্ভর করে।
-
এইসব বিবেচনায় আমার মনেহয় আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম বড়জোর ৩০০-৩৫০ ডলার হতে পারে।
যদি ইথিরিয়াম ২.০ এই বছরের শেষে পাবলিশ করা শুরু করে , তাহলে এর থেকে ভালো মূল্যে উন্নিত হতে পারে। এই বছর অর্থ্যাৎ ২০২০ সালের শেষের দিকে অবশ্য ইথিরিয়াম ২.০ এর প্রথম পর্যায় চালু করার কথা রয়েছে, যেটি আনুমানিক একেবারেই হবে এমন না। সকলের অবগতির জন্য বলে রাখি, ইথিরিয়াম ২.০ হলো স্টকিং বা Proof of Stake (POS) সিস্টেমে চলবে এবং এখন যেটি চলতেছে সেটি হলো Proof of Work (POW) সিস্টেমে। আর ইথিরিয়াম ২.০ যদি সফলভাবে লঞ্চ হয়, তাহলে আশা করা যায় ইথিরিয়াম পূর্ববর্তী সর্বোচ্চ মূল্যকে অতিক্রম করতে পারে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
আমার মনে হয়না কোন টেকনিক বা বিশ্লেষণ কাজে লাগবে যেটা পূর্বেও অনেকে করেছিল মার্কেট সম্পর্কে কিন্তু বাস্তবে তার কোন প্রতিফলন দেখিনি। তাই আমি যদি বলি 2020 সালের শেষে ইথার 1500 ডলার হবে সেটাও সম্ভব আবার 100ডলার হবে সেটাও সম্ভব। মার্কেট খুবই অস্থিতিশীল অবস্থায় আছে বর্তমানে তাই আমি সবসময় মনে করি এই মার্কেটৈ যখন যা দাম থাকে সেই মোতাবেক প্ল্যান করা ভালো।
ধন্যবাদ.
-
Bes kicudin dhore bises kore covid-19 ar karone bisshow orthoniti sthobir howar karone crypto market stable hoye ase. Ai situation shavabik na howa porjonto market stable hoye thakbe. Tobe bivinno researcher tader experience theke bolece j 2020 porjonto ether ar price $300 ar moddhe simaboddho thakbe. Amio tai mone kore.
-
এইসব বিবেচনায় আমার মনেহয় আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম বড়জোর ৩০০-৩৫০ ডলার হতে পারে।
যদি ইথিরিয়াম ২.০ এই বছরের শেষে পাবলিশ করা শুরু করে , তাহলে এর থেকে ভালো মূল্যে উন্নিত হতে পারে। এই বছর অর্থ্যাৎ ২০২০ সালের শেষের দিকে অবশ্য ইথিরিয়াম ২.০ এর প্রথম পর্যায় চালু করার কথা রয়েছে, যেটি আনুমানিক একেবারেই হবে এমন না। সকলের অবগতির জন্য বলে রাখি, ইথিরিয়াম ২.০ হলো স্টকিং বা Proof of Stake (POS) সিস্টেমে চলবে এবং এখন যেটি চলতেছে সেটি হলো Proof of Work (POW) সিস্টেমে। আর ইথিরিয়াম ২.০ যদি সফলভাবে লঞ্চ হয়, তাহলে আশা করা যায় ইথিরিয়াম পূর্ববর্তী সর্বোচ্চ মূল্যকে অতিক্রম করতে পারে।
চমৎকার মতামত দিয়েছেন আপনি। ইতিমধ্যে ইথারিয়াম 2.0 এর প্রভাবে ৩২৫ ডলারে পৌছেছে দাম। এবং আশা করা যাচ্ছে ৩৫০-৪০০ ডলার যেতে পারে দাম আগামী কয়েক সপ্তাহেই। Proof of Stake (POS) চালু হলে এতে ইথারিয়াম হোল্ডাররা উপকৃত হবেন বিশেষকরে যাদের বেশি পরিমানে ইথার হোল্ড থাকবে এবং এটার প্রভাবে ইথারের দাম ১০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে আবারো।
-
Bes kicudin dhore bises kore covid-19 ar karone bisshow orthoniti sthobir howar karone crypto market stable hoye ase. Ai situation shavabik na howa porjonto market stable hoye thakbe. Tobe bivinno researcher tader experience theke bolece j 2020 porjonto ether ar price $300 ar moddhe simaboddho thakbe. Amio tai mone kore.
সবার বোঝার সুবিধাথে আপনি এই রকম পোস্ট না করে বাংলায় লিখুন। আশা করি বুঝতে পেরেছেন।
-
এইসব বিবেচনায় আমার মনেহয় আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম বড়জোর ৩০০-৩৫০ ডলার হতে পারে।
যদি ইথিরিয়াম ২.০ এই বছরের শেষে পাবলিশ করা শুরু করে , তাহলে এর থেকে ভালো মূল্যে উন্নিত হতে পারে। এই বছর অর্থ্যাৎ ২০২০ সালের শেষের দিকে অবশ্য ইথিরিয়াম ২.০ এর প্রথম পর্যায় চালু করার কথা রয়েছে, যেটি আনুমানিক একেবারেই হবে এমন না। সকলের অবগতির জন্য বলে রাখি, ইথিরিয়াম ২.০ হলো স্টকিং বা Proof of Stake (POS) সিস্টেমে চলবে এবং এখন যেটি চলতেছে সেটি হলো Proof of Work (POW) সিস্টেমে। আর ইথিরিয়াম ২.০ যদি সফলভাবে লঞ্চ হয়, তাহলে আশা করা যায় ইথিরিয়াম পূর্ববর্তী সর্বোচ্চ মূল্যকে অতিক্রম করতে পারে।
ইথিরিমামের দাম ৮০০ থেকে ১০০০ ডলার হতে পারে। ২.০ ও ডেফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিস্টেম পরিবর্তন হওয়ায় অনেক সুবিধা হবে। তবে এখন গ্যাস ফি অনেক বেড়েছে। ২.০ আসার পর গ্যাস ফি কেমন হবে তা জানি না।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
বর্তমানে মহামারি বিশ্বজুরে যে তান্ডব চালাচ্ছে তা বিশ্ব অর্থনীতি এক কঠিন সময় পার করছে। সবকিছু বলতে গেলে বলা যায় স্থির হয়ে আছে ফলে মানুষের কর্ম নেই মানুষ বেকার হয়ে যাচ্ছে। অর্থনীতির চাকা প্রায় বন্ধ। এমত অবস্থায়ও ক্রিপ্টোকারেন্সি বেশ চাঙ্গা ভাব নিয়ে আছে। সেই দিক থেকে বলতে গেলে ইথিরিয়ামের দাম চারশত ডলার হতে পারে।
-
যেহেতু ইথার ২.০ আপডেট আছে এবং এই আপডেট নিয়ে সবাই অনেক বেশি আশাবাদী। ধারণা করা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই টেস্ট নেট চালু হবে। তাই সব দিক বিবেচনায় আমি বলতে পারি ২০২০ সালের শেষ দিকে আমরা কমপক্ষে ৬৫০$ পার ইথার করে পাবো।
-
যেহেতু ইথার ২.০ আপডেট আছে এবং এই আপডেট নিয়ে সবাই অনেক বেশি আশাবাদী। ধারণা করা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই টেস্ট নেট চালু হবে। তাই সব দিক বিবেচনায় আমি বলতে পারি ২০২০ সালের শেষ দিকে আমরা কমপক্ষে ৬৫০$ পার ইথার করে পাবো।
প্রথমত, এখন যেটা দেখতেছেন সেটি শুধুমাত্র একটি হাইপ বলা যায় এবং বিটকয়েনের বৃদ্ধির কারণে ইথিরিয়ামও বৃদ্ধি পাচ্ছে। আর বিটকয়েন যদি ডাম্প/হ্রাস পায়, তাহলে ইথিরিয়ামও কিছুটা হলেও ডাম্প করতে পারে । কারণ সাতোশি অনুযায়ী মূল্য ঠিক রাখতে হয়। এই বছরের শেষে যদি বিটকয়েনে ভালো ধরনের পাম্প/উর্ধ্বগতি দেখা যায়, তাহলে আপনার বলা মূল্য কিংবা এর চেয়েও বেশি মূল্য দেখা যেতে পারে।
-
যেহেতু ইথার ২.০ আপডেট আছে এবং এই আপডেট নিয়ে সবাই অনেক বেশি আশাবাদী। ধারণা করা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই টেস্ট নেট চালু হবে। তাই সব দিক বিবেচনায় আমি বলতে পারি ২০২০ সালের শেষ দিকে আমরা কমপক্ষে ৬৫০$ পার ইথার করে পাবো।
প্রথমত, এখন যেটা দেখতেছেন সেটি শুধুমাত্র একটি হাইপ বলা যায় এবং বিটকয়েনের বৃদ্ধির কারণে ইথিরিয়ামও বৃদ্ধি পাচ্ছে। আর বিটকয়েন যদি ডাম্প/হ্রাস পায়, তাহলে ইথিরিয়ামও কিছুটা হলেও ডাম্প করতে পারে । কারণ সাতোশি অনুযায়ী মূল্য ঠিক রাখতে হয়। এই বছরের শেষে যদি বিটকয়েনে ভালো ধরনের পাম্প/উর্ধ্বগতি দেখা যায়, তাহলে আপনার বলা মূল্য কিংবা এর চেয়েও বেশি মূল্য দেখা যেতে পারে।
হা এই জন্যই বলেছি কমপক্ষে। বিটিসি যেভাবে রিকভার করেছে ইথার কিন্তু সেভাবে করতে পারেনি। যেহেতু ইথার ২.০ নিয়ে সবাই পজিটিভ আমরা ভালো কিছু দেখার অপেক্ষায় থাকলাম।
-
বিটিসি দাম 12000+ইথার এর দাম 300+হবে বলে আমি আশা করি।
-
ইথেরিয়াম 2020 সালে 500+হতে পারে। এবং বিটিসি 16000 প্লাস হতে পারে।
-
২০২০ সালের মধ্যে ইথারের দাম পূর্বের মতই হবে কারণ করোনার ভয়াবহতার মধ্যেই বিটিসি এবং ইথার এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে আশা করি আরো বাড়বে।
-
বিটিসি দাম 12000+ইথার এর দাম 300+হবে বলে আমি আশা করি।
ইথারের দাম বর্তমানে 393 ডলার এবং আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই ৫০০ ডলারে পৌছাতে পারে। যেহেতু ২.০ সামনে আসন্ন, তাই দাম বাড়াটা স্বাভাবিক। এছাড়া বিটিসি তার সর্বচ্চ দাম ২০০০০ ডলার হতে বর্তমানে প্রায় ১২০০০ ডলার যা প্রায় ৬০% রিকভার করেছে প্রাইচ কিন্তু ইথার ১৪০০ ডলার ছিলো সর্বচ্চ পয়েন্ট আর বর্তমানে ৩৯৩ ডলার যা সর্বচ্চ দামের প্রায় ৩০%। অর্থাৎ ইথার কিন্তু সেভাবে রিকভার করেনি। সুতারং ইথারের দাম এ সময়ে অন্তত ৬০০ ডলার হওয়া যুক্তিযুক্ত।
-
সঠিক ভাবে কিছু বলা অসম্ভব করান ক্রিপ্টোকারেন্সির মার্কেট সব সময় উঠা নামা করে কোন সমায় দেখা গেছে দাম বেড়েছে আবার কোনো সময় দেখা যাচ্ছে দাম কুমে গেছে।কিন্ত করনা মহামারীর কারনে এখন মার্কেট কিছু টা কুমে গিয়াছিল কিন্তু এখন মার্কেট আসতে আসতে অনেক ভালোর দিকে যাচ্ছে।ইথারিয়ামের দাম 2020 সালের শেষের দিকে 300$ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি।
-
2020 সালের মধ্যে ইথেরিয়াম এর দাম কত হবে সেটা বলা মুশকিল। তবে 2020 সালে ইথেরিয়াম 450 টাচ করেছিল।সে তুলনায় বলতে গেলে 2020 সালে ইথেরিয়ামের দাম পনেরশো থেকে 2000 ডলার এর মধ্যে থাকবে বলে আশা করা যায়।
-
যেহুতো নতুন আমি এই ফোরামে তাই কিছু ভালো ভাবে বলতে পারছি না। তবে কিছুটা হলেও বাড়বে আগের থেকে আশাবাদি ২০২০ সালে
-
2020 সালের শেষে ETH এর দাম কতটা বাড়বে তা বলা খুবই মুশকিল । কারণ মার্কেট অস্থিতিশীল ।তবে বিটকয়েনের দাম যদি বৃদ্ধি পায় তাহলে ETH এর দামও বৃদ্ধি পেতে পারে। ধারণা করা যায় এ বছরের শেষের দিকে 300 ছাড়িয়ে যেতে পারে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
সঠিকভাবে কিছু বলাও অসম্ভব ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় উঠানামা করে কোন সময় দেখা গেছে দাম বেড়েছে আবার কোন সময় দেখা গেছে দাম কমে গেছে। কিন্তু করণা মহামারীর কারণে এখন মার্কেট কিছুটা কমে গিয়েছিল কিন্তু এখন মার্কেটে আস্তে আস্তে অনেক ভালো হচ্ছে। 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম এর দাম 350 ডলার হতে পারে। মনে করি এটা।
-
বর্তমানে করোনা পরিস্থিতিতে বিটকয়েনের দাম কমেছে l আবার দাম উঠানামা করছে কিন্তু এর মানে এই না যে অবস্থার উন্নতি হলে এর দাম কমবেl আমার পূর্ণ বিশ্বাস আছে যে করো না পরিস্থিতি স্বাভাবিক হলে বিটকয়েনের দাম তাড়াতাড়ি বৃদ্ধি পাবে l ধন্যবাদ সবাইকে
-
ইথেরিয়াম এর দাম যেভাবে বাড়াতে যা ছিল আমি ভেবেছিলাম হয়তো খুব তাড়াতাড়িএর প্রাইস প্রায় এক হাজার ডলারের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু হঠাৎ করে আবার থমকে দাড়িয়েছে। এখন তো প্রায় 2020 সাল শেষের দিকে তবুও আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আবার ইথার এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে গেছে।
-
বর্তমান অবস্থা দেখে মনে হয় খুব একটা দাম পরিবর্তন হবে না। তবে আশা করা যায় যদি আমেরিকার নির্বাচন এ ডোনাল্ড ট্রাম্প হারে তা হলে কিছু পরিবর্তন আসতে পারে যদিও এর সাথে ক্রিপ্টোকারেন্সির কোন সম্পর্ক নেই।
-
ক্রিপ্টোকারেন্সি আগামী ভবিষ্যৎ বলা খুবই মুশকিল ,কেউ বলতে পারবেনা যে ইথেরিয়াম এর দাম কত হতে পারে। তবে আন্দাজ করা যায় এর দাম 500 ডলারের কাছে যেতে পারে।
-
আমার বিশ্বাস 2020 সালের শেষের দিকে ইথার এর দাম 500 ডলার ছাড়িয়ে যাবে। ভবিষ্যতে ইথারের প্রাইস অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে।
-
2020 সালের শেষের দিকে ইথেরিয়াম 500 ডলার থেকে 600 ডলারের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর চেয়ে বাড়তেও পারে এবং এসেছে একটু কমতেও পারে তবে আমার মনে হয় এই রেঞ্জের মধ্যেই থাকবে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
বর্তমানে ইথার এর দাম 342 ডলার আছে আমি আশা করি 2020 সালের শেষের দিকে এটি দাম বৃদ্ধি পেয়ে 400 ডলারের কাছাকাছি হবে।
-
2020 সালের শেষের দিকে ইথারের দাম 1000 এ উন্নিত হতে পারে। ইথারের দাম এখন 412 তে আাছে।
-
এখন বর্তমানে সারা বিশ্বেই কোন না কোন ক্রাইসিস চলছে এই মহামারীর কারণে।2020 সালের শেষ নাগাদ ইথারের দাম বাড়বে কিনা জানিনা কিন্তু 2021 সালের ইথারের দাম অবশ্যই বাড়বে আমি মনে করি।
-
বিশ্ব জুড়ে যখন করোনা প্রভাব বিস্তারলাভ করে তখন ক্রিপ্টোকারেন্সির সব মুদ্রার দাম একেবারে কমে গিয়েছিলো। বর্তমানে সকল মুদ্রাই তার প্রভাব কাটিয়ে তাদের আগের অবস্থানেে ফিরে এসেছে। আজকে ইথেরিয়ামের দাম ৪১৫ $ এখন ইথেরিয়ামের দাম যেহারে বৃদ্ধি পাচ্ছে এই ভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে ২০২০ এর শেষের দিকে এর দাম আমার মনে হয় ৫০০$ এ দাড়াবে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
ইথারের দাম বর্তমানে কিছুটা নিম্নমুখী থাকলেও আগামী 2020 সাল নাগাদ এর দাম 400 অথবা সাড়ে 400 টাকা হতে পারে
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
ইথারের দাম বর্তমানে কিছুটা নিম্নমুখী থাকলেও আগামী 2020 সাল নাগাদ এর দাম 400 অথবা সাড়ে 400 টাকা হতে পারে
ভাই কি কমেন্ট করলেন কিছুই তো বুঝলাম না। বর্তমানে ইথারের দাম নিম্নমুখি কোথায়? ইথারের দাম তো আবার বেড়ে ৪১০ ডলার। তাহলে ২০২০ সাল নাগাদ ৪০০ ডলার হবে কিভাবে বললেন। কমেন্ট করার আগে দয়া করে কয়েনমার্কেটক্যাপে একটু দেখে তারপর কমেন্ট করবেন। ভুলভাল তথ্য দিয়ে কমেন্ট করলে সেটার নেগেটিভ প্রভাব পড়ে। আমরা আশা করছি আগামী ২ মাসে ইথারের দাম ৫০০ ডলার ছাড়িয়ে যাবে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
সারা বিশ্ব জুড়ে কোভিড-১৯ এর থাবায় সকল অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পরেছে। এই করোনা ভাইরাসের সংক্রমণের জন্য বিশ্ব অর্থনীতিকে রেকর্ড পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
তবে হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি মোটামুটি ভাবে তার মার্কট ধরে রাখতে সক্ষম হয়েছে। যে টুকু ডাম্পিং হয়েছিল তা মোটামুটি ভাবে রিকভারি করতে পেরেছে।
কিছু দিন আগে বিটকয়েনের দাম অনেকটা কমে গিয়েছিল,তবে তা বর্তমানে প্রায় রিকোভার করেছে। এবং ধিরে ধিরে বিটকয়েনের মূল্য বাড়বে বলে আমার মনে হয়।
আর যদি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায় তাহলে তার সাথে সাথে ইথারের দামও অবশ্যই বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ২০২০ সালের শেষ নাগাদ ইথারিয়ামের দাম হয়তোবা ৩৩০-৩২০ ডলারে গিয়ে দাঁড়াবে বলে আমি মনে করি।
তবে এ ক্ষেত্রে অবশ্যই বিটকয়েনের দাম পাম্প হতে হবে।
-
2020 সালের শেষের দিকে ইথেরিয়াম 500 ডলার থেকে 600 ডলারের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর চেয়ে বাড়তেও পারে এবং এসেছে একটু কমতেও পারে তবে আমার মনে হয় এই রেঞ্জের মধ্যেই থাকবে।
আমার নিজস্ব মতামত হল ইথার এর দাম আগামী 2020 সালের শেষ নাগাদ 450 ডলার
-
বর্তমানে ইথারিয়াম এর প্রাইস 412 ডলারের উপরে দেখলাম। তো আমি মনে করি 2020 সালের শেষের দিকে 500 ডলার হবে।
-
যেহেতু ইথার ২.০ আপডেট আছে এবং এই আপডেট নিয়ে সবাই অনেক বেশি আশাবাদী। ধারণা করা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই টেস্ট নেট চালু হবে। তাই সব দিক বিবেচনায় আমি বলতে পারি ২০২০ সালের শেষ দিকে আমরা কমপক্ষে ৬৫০$ পার ইথার করে পাবো।
প্রথমত, এখন যেটা দেখতেছেন সেটি শুধুমাত্র একটি হাইপ বলা যায় এবং বিটকয়েনের বৃদ্ধির কারণে ইথিরিয়ামও বৃদ্ধি পাচ্ছে। আর বিটকয়েন যদি ডাম্প/হ্রাস পায়, তাহলে ইথিরিয়ামও কিছুটা হলেও ডাম্প করতে পারে । কারণ সাতোশি অনুযায়ী মূল্য ঠিক রাখতে হয়। এই বছরের শেষে যদি বিটকয়েনে ভালো ধরনের পাম্প/উর্ধ্বগতি দেখা যায়, তাহলে আপনার বলা মূল্য কিংবা এর চেয়েও বেশি মূল্য দেখা যেতে পারে।
ভাই আমারও ঠিক সেটাই মনে হয় যে যদি বিটকয়েন এর প্রাইস 2020 সাল নাগাদ বড় ধরনের পাম্প করে তাহলে অবশ্যই ইথেরিয়াম এর প্রাইস বাড়বে।
-
সর্বশেষ তথ্য অনুযায়ী আমার মনে হয় এই বছরের শেষ নাগাদ এটি 700-800 পর্যন্ত গড়াতে পারে।
-
আজকে ইথারের দাম আছে 408 ডলার। বর্তমানে ইথারের মুভমেন্ট হচ্ছে না। তাই খুব একটা দাম বাড়ার সম্ভাবনা নেই ইথারের এ বছর।
-
2020 সালের শেষ নাগাদ আমি মনে করি ইথারের দাম 700-800 ডলারে উঠতে পারে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
এ বছর এর শেষের দিকে অর্থাৎ 2020 সালের শেষের দিকে ইথারের দাম 500 ডলার হতে পারে।
-
এখন বর্তমানে সারাবিশ্বে কোভিড ১৯ এর কারণে সারা বিশ্ব এখন হুমকির মাঝে আমার মনে হয় যদি ২০২০ সালের শেষ দিকে বিটকয়েন পাম্প মারে তাহলে ইথেরিয়াম এর দাম আরো বেড়ে যাবে এবং কি আমার মনে হয় ৪০০ ডলারের মত হয়ে যাবে। তবে ২০২১ সালের মধ্যে দাম বেড়ে যাবে ইনশাআল্লাহ আমার মনে হয়
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
2020 সালে ইথার খুব একটিা ভাল অবস্থানে যেতে পারবে না। যদি 2.0 ভার্সন চালু হয় তবেই সম্ভব।
-
আমার মনে হয় এটি ৬০০ ডলারে গিয়ে দাড়াবে। Eth2.0 যা একটি বড় ভুমিকা পালন করবে। Eth প্লাটফর্ম সম্পর্কে সবার ই মোটামুটি জানা। এটি ক্রমশ আপডেট হচ্ছে। সব কিছু মিলিয়ে ৬০০+ ডলার আশা করা যায় এই বছর শেষে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
2020 সালে ইথার খুব একটিা ভাল অবস্থানে যেতে পারবে না। যদি 2.0 ভার্সন চালু হয় তবেই সম্ভব।
ভাই আপনার কথার কিছুই বুঝলাম না। 2020 সাল তো প্রায় শেষ হয়ে গেল। ইথার 2020 সালে আর কিভাবে ভালো অবস্থান করবে। ২.০ ভার্সন চালু হবে 2021 সালে।
-
বর্তমানে ইথেরিয়াম এর দাম আর কবে বাড়বে 2020 সাল তো শেষের দিকেই। আমার মনে হয় না 2020 সালে ইথিরিয়াম এর দাম বাড়বে। ইথেরিয়াম2020 সালে খুব একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারেনি। আর হয়তো পারবেওনা 2020 সালে।
-
2020 সাল পুরাটাই করোনাকালীন সময়। এ সময়ে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থায় একদম খারাপ সে অবস্থায় আমাদের বিটকয়েন সাইট টিকে রয়েছে। করোনাকালীন সময়ে বিটকয়েনের অবস্থা মোটামুটি ভালোর দিকেই ছিল।
বিটকয়েনের দাম যদি 2020 সালের শেষের দিকে 13 হাজার ডলার হয় তাহলে ইথেরিয়াম এর দাম স্পর্শ করবে 400 ডলার হবে বলে আশা করা যাচ্ছে।
-
2020 সালের শেষের দিকে আমার মনে হচ্ছে ইথেরিয়াম এর এর প্রাইস 500 ডলার পার হয়ে যাবে।
-
আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাস যাবত বিটকয়েনের দাম ১০০০০ ডলার ও ইথারিয়ামের দাম ৩০০ ডলারের নীচে আবস্থান করছে; কোন ক্রমেই এটি অতিক্রম করতে পারছে না। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি স্থিতিশীল থাকলেও বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রার্দুরভাব জনিত মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি থমকে গেছে। এইসব বিবেচনায় আমার মনেহয় আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম বড়জোর ৩০০-৩৫০ ডলার হতে পারে।
আপনার পোষ্টটি পড়ে সবকিছু আমার ধারণা হয়েছে বিটকয়েন ও ইথারিয়াম এর ভবিষ্যৎ সম্পর্কে। কিন্তু 2021 সালে প্রথমে বিটকয়েনের দাম 16 হাজার ডলার ফিরে যাবে আমার মনে হয়। আর ইথারিয়াম এর প্রাইস 2021 সালের মধ্যে পাঁচশো ডলার ছাড়িয়ে যাবে এটা আমার বিশ্বাস।
-
বর্তমানে ইথেরিয়াম এর দাম আগের তুলনায় অনেক বেশি। তবে আমার মনে হয় এই 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম এর দাম 700 ডলার এর মধ্যে অবস্থান করতে পারে।
-
আমার মনে হয় 2020 সাল নাগাদ ইথেরিয়াম এর প্রাইস 500 ডলার হবে। কিন্তু বিটকয়েনের দাম যে হারে বাড়ছে কিন্তু ইথেরিয়াম এর প্রাইস কিন্তু সে হারে বাড়ছে না।
-
এখন বর্তমানে সারাবিশ্বে কোভিড ১৯ এর কারণে সারা বিশ্ব এখন হুমকির মাঝে আমার মনে হয় যদি ২০২০ সালের শেষ দিকে বিটকয়েন পাম্প মারে তাহলে ইথেরিয়াম এর দাম আরো বেড়ে যাবে এবং কি আমার মনে হয় ৪০০ ডলারের মত হয়ে যাবে। তবে ২০২১ সালের মধ্যে দাম বেড়ে যাবে ইনশাআল্লাহ আমার মনে হয়
আমরা লক্ষ্য করেছি যে নোবেল করোনাভাইরাস এর কারণে কিন্তু কিপটো মার্কেটের উপর কোন প্রভাব পড়েনি। এবং কি অনেকের ধারণা ছিল যে আমেরিকার নির্বাচনের সময় হয়তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটু নেমে যাবে কিন্তু তার উল্টোটা হয়েছে।বিটকয়েনের প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে তো ইথেরিয়াম এর দাম খুব তাড়াতাড়ি 500 ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
আজকের ইথারের দাম 518 ডলার সেই হিসেবে ইথারের দাম 2020 সালের শেষে হতে পারে 800-900 ডলার। এটি আমার ধারনা ধেকে বলছি। তবে এর চেয়ে বেশি হওয়ার আশঙ্কাও আছে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
আমরা জানি ইথেরিয়ামের দাম বিটকয়েনের সাথে ওঠা-নামা করে। যেহেতু এখন বিটকয়েনের দাম দ্বিগুণ হারে বাড়ছে তাই আমার মনে হয় ইথেরিয়াম এর দাম অনেক বেড়ে যাবে। বিটকয়েনের দাম যদি মার্কেটে 12000 ডলার হয় তাহলে ইথেরিয়াম এর দাম 3000 ডলার ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ।
-
আমি মনে করি বিটকয়েনের দামের সাথে ইথিরিয়াম এর দাম কিছু টা বাড়া কমা নির্ভর করে।সে জন্য বিটকয়েনের দাম যদি 12000 ডলার পার হয় তাহলে ইথিরিয়াম 300 ক্রস করবে বলে আমি মনে করছি।
বিটকয়েনের সাথে বেশির ভাগ অল্টকয়েনের মিল রয়েছে বলা যায়। আমরা দেখেছি যে যখন বিটকেয়েনের দাম বাড়ে তখন অল্ট কয়েনেরও দাম বাড়ে। আবার যখন বিটকয়েনের দাম কমে তখন অল্ট কয়েনেরও দাম কমে সেক্ষেত্রে অবশ্যই এটির সাথে প্রত্যক্ষভাবে মিল না থাকলেও পরোক্ষভাবে কিন্তু মিল আছে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
বিশ্বজুরে করোনা মহামারি এখনও শেষ হয়নি। এর ইফেক্ট এখনো চলছে। এমত অবস্থায় ইথারের দাম কত টুকু বৃদ্ধি পেতে পারে তা নিয়ে বলা খুব মুশিকিল। বর্তমানে ইথার এখন 460 ডলারের কাছাকাছি আছে তবে স্বাভাবিকভাবে এটির দাম 2020 সালের মধ্যে 800 ডলারের কাছে যাওয়ার কথা।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
অনেকদিন হল ইথার এর দাম তেমন বাড়ে নি। 2017 সালের পর ইথার এর দাম কোন দিন 600 ডলার পেরতে পারেনি। তাই আমি মনে করি এটি দীর্ঘ সময় এটি স্ট্যাবল পর্যায়ে অছে। তবে যারা ইথারিায়ামের ভক্ত আছেন তারা অবশ্যই বিশ্বাস করেন যে এর পাইস আজ হোক আর কাল হোক বাড়বেই। এ নিয়ে কোন সন্দেহ নেই।
-
আমি মনে করি বিটকয়েনের দামের সাথে ইথিরিয়াম এর দাম কিছু টা বাড়া কমা নির্ভর করে।সে জন্য বিটকয়েনের দাম যদি 12000 ডলার পার হয় তাহলে ইথিরিয়াম 300 ক্রস করবে বলে আমি মনে করছি।
ইথিরিয়ামের দাম এখন ৪৫০ ডলারের মত, আপনার প্রেডকশন অনুযায়ী ৩০০ ডলার ক্রস করেছে। বর্তমানে ভালো একটি টাচে আছে মার্কেট। মনে করা হচ্ছে ইথিরিয়াম খুব দ্রুতই ১০০০ ডলার স্পর্শ করবে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
ইথেরিয়াম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়েন। জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন এর পরেই এই ইথিরিয়াম এর অবস্থান। আমার মনে হয় বিটকয়েনের দাম বৃদ্ধি বা কম এর সাথে ইথেরিয়াম এরো পারস্পারিক সম্পর্ক রয়েছে। মার্কেটে এখন অনেক উন্নতির দিকে। তাই আশা করা যাচ্ছে ভবিষ্যতে ইথিরিয়াম আরো এগিয়ে যাবে।
-
আমি মনে করি বিটকয়েনের দামের সাথে ইথিরিয়াম এর দাম কিছু টা বাড়া কমা নির্ভর করে।সে জন্য বিটকয়েনের দাম যদি 12000 ডলার পার হয় তাহলে ইথিরিয়াম 300 ক্রস করবে বলে আমি মনে করছি।
ইথিরিয়ামের দাম এখন ৪৫০ ডলারের মত, আপনার প্রেডকশন অনুযায়ী ৩০০ ডলার ক্রস করেছে। বর্তমানে ভালো একটি টাচে আছে মার্কেট। মনে করা হচ্ছে ইথিরিয়াম খুব দ্রুতই ১০০০ ডলার স্পর্শ করবে।
আজ কয়েন মার্কেট ক্যাপ ভিজিট করে দেখলাম ইথেরিয়াম এর দাম 453 ডলার এ অবস্থান করছে। নিঃসন্দেহে ইথিরিয়াম এখন ভালোর দিকে এগোচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি অনেক দিন থেকেই উন্নতির দিকে। তাই আশাই করা যাচ্ছে খুব দ্রুত ইথেরিয়াম 1000 ডলার কে স্পর্শ করবে।
-
আমি মনে করি বিটকয়েনের দামের সাথে ইথিরিয়াম এর দাম কিছু টা বাড়া কমা নির্ভর করে।সে জন্য বিটকয়েনের দাম যদি 12000 ডলার পার হয় তাহলে ইথিরিয়াম 300 ক্রস করবে বলে আমি মনে করছি।
ইথিরিয়ামের দাম এখন ৪৫০ ডলারের মত, আপনার প্রেডকশন অনুযায়ী ৩০০ ডলার ক্রস করেছে। বর্তমানে ভালো একটি টাচে আছে মার্কেট। মনে করা হচ্ছে ইথিরিয়াম খুব দ্রুতই ১০০০ ডলার স্পর্শ করবে।
আজ কয়েন মার্কেট ক্যাপ ভিজিট করে দেখলাম ইথেরিয়াম এর দাম 453 ডলার এ অবস্থান করছে। নিঃসন্দেহে ইথিরিয়াম এখন ভালোর দিকে এগোচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি অনেক দিন থেকেই উন্নতির দিকে। তাই আশাই করা যাচ্ছে খুব দ্রুত ইথেরিয়াম 1000 ডলার কে স্পর্শ করবে।
ইথেরিয়াম এর পজিশন এখন মোটামুটি অনেক ভালো। ইথেরিয়াম এর প্রাইস এখন 450 ডলার এর উপরে অবস্থান করছে। ইথেরিয়াম এর দাম এখন ঊর্ধ্বমুখী। তাই আমার ধারনা খুব দ্রুত ইথেরিয়াম 1000 ডলার কে স্পর্শ করলেও করতে পারে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
আমি মনে ইথারের দাম প্রায় 900 ডলারের কাছে পৌছে যাবে।
-
এবার আমরা বড় প্রশ্নে উঠি: ইথেরিয়ামের ETH দাম কোথায় চলেছে? 2020 সালে কি ETH এর দাম বাড়বে? নাকি পরিবর্তে নিচের দিকে ঘুরব? আপনি যেমন কল্পনা করতে পারেন, ক্রিপ্টোকারেন্সিগুলির ভবিষ্যতের বিশ্লেষণ করা কোনও সহজ কাজ নয়। তবে বিশেষজ্ঞরা যা বলছেন তা হল সারের দাম বাড়ার সম্ভাবনা আছে..
-
বর্তমানে ইথিরিয়াম 2.0 তে লাঞ্চ করেছে। অলরেডি থোরিয়ামের প্রাইস 600 ডলারের উপরে গিয়ে অবস্থান করছে। আমি মনে করি 2020 সালের দিকে এই ধরণের প্রাইস 800 থেকে 900 ডলার এর মধ্যে থাকবে।
-
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাবে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে তখনও ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি টিকে আছে। বিটকয়েনও তার কয়েকমাসের আগের মূল্য রিকভার করেছে। ইথারিয়ামের দাম বর্তমানে ২৩০ ডলার। এই পরিস্থিতিতে দাড়িয়ে, আগামী কয়েকমাসে ইথারিয়ামের দাম কত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন? টেকনিক্যাল ও বেসিক উভয় বিশ্লেষণ সহ আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।
আমি মনে ইথারের দাম প্রায় 900 ডলারের কাছে পৌছে যাবে।
হ্যাঁ আপনার সাথে আমি একমত। বর্তমানে যেহেতু ইথেরিয়াম 2.0 তে লাঞ্চ করেছে তবে আর থেকে 900 ডলার এর মধ্যে যাবে। আবার এর উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
-
২০২০ সালে ইথারিয়াম এর দাম মনে হয় ৮০০ ডলারে পৌঁছাবে। কেননা বিটকয়েন এর সাথে সাথেই ইথারিয়াম এর দামও বৃদ্ধি পেতে চলেছে। যেভাবে ইথারিয়াম এর দাম বাড়তে শুরু করেছে ২০২০ সালের মধ্যেই ৮০০ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয় অপেক্ষা শুধু সময়ের।
-
আজকে ইথেরিয়াম এর দাম 610 ডলার যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম এর দাম হবে 700 থেকে 800 ডলার। ইথেরিয়াম হলো সকল মুদ্রার রানী মুদ্রা। সেইজন্য এর চাহিদাও ক্রিপ্টো মার্কেটে অনেক। সকল ইনভেস্টরা দীর্ঘমেয়াদি মুদ্রা হিসেবে ইথেরিয়াম কে সবথেকে বেশি পছন্দ করে। এজন্য এর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
-
এটা জদিও শেষ মাষ চলছে ডিসেম্বর তারপরেও বলা যায় যে এই মাসের মধ্যে ৮০০-৯০০ ডলারে জেতে পারে, কারন হচ্ছে যে বীতক্যেন যে পরিমানে বেরেছে ইঠারিয়াম সেই পরিমানে বারেনি এখনো সেক্ষেত্রে বলাই যায় যে ইথারিয়াম আরো অনেক বারতে চলেছে।
-
ইথেরিয়াম হ'ল বিটকয়েনের পরে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি যার বর্তমান মূলধন ২০ বিলিয়ন ডলার এবং প্রতিদিন প্রায় ১২ বিলিয়ন ডলার ট্রেডিং এর পরিমাণ রয়েছে। আর সবথেকে বড় কথা হল ETH2.0 চালু হওয়া এর ফলে ইথেরিয়াম 600+ হয়ে আছে তাই আমার মনে হয় এ মাসের শেষ নাগাদ 800- 850 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
-
ইথার আবার ঘুরে দাড়িয়েছে। এখন আমি যখন কমেন্টস করছি ঠিক তখন ইথারিয়াম এর মূল্য ৬১৩$ এটা আরো বাড়তে থাকবে বলে আমি মনেকরি। ইথারের জন্য আরো ভালো সংবাদ হল ইথার ২.০ তে যুক্ত হচ্ছে। এটা হলে ইথারের মূল্য আরো অনেক দূর এগিয়ে যাবে। আমি মনেকরি ২০২০ সালের মধ্যে ইথারিয়াম এর মূল্য ১০০০$ এ পৌঁছে যেতে পারে। আমি আশাকরি এটা এই ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে ১০০০$ স্পর্শ করবে।
-
বর্তমানে ইথারের দাম আছে 612 ডলার যা আগের দিনের চেয়ে 2% বৃদ্ধি পেয়েছে। একথা সত্য যদি কোন কয়েন বুল রান করে তাহলে তার কোন প্রিডিকসন ই কাজে লাগে না। যদি আমার ক্ষেত্রে তাই হয় তাহলে তো কিছু করার নেই। তবে স্বাভাবিকভাবে বলা যায় যে এটি এবছরের শেষের দিকে 700-800 ডলার হতে পারে।
-
অনেকের পোস্টে দেখলাম বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে নাকি ইথেরিয়াম এর এর দাম বাড়ে। যদি দুটি সাথে সম্পর্ক থাকে তাহলে আমার মনে হয় বিটকয়েনের দাম যতটুকু বাড়বে ইথেরিয়াম দাম সে অনুযায়ী বাড়বে।
-
ভাই আপনি অনেক মূল্যবান পোষ্টটি করেছেন আমার মনে হয় 2020 এর শেষের দিকে ইথারিয়াম এর দাম প্রায় $700 ডলারে পৌঁছাবে আর 2021 সালে ইথারিয়াম এর দাম হতে পারে $1000 ডলার থেকে $1500 ডলারের মত। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই পোস্টটি করার জন্য।
-
সবকিছুই এখন নির্ভর করবে বিটকয়েনের বুল রানের উপর । কারণ বিটকয়েন মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনও বৃদ্ধি পায়। আর বিটকয়েনের মূল্য যখনই হ্রাস পায়, তখনই ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনও লাল হয়, থুককু অল্টকয়েনের মূল্য হ্রাস পায়। ;D ;D আর একেকজন বিশ্লেষক যেভাবে বিটকয়েনের মূল্য নিয়ে মতামত দিচ্ছে, এতে মনে হয় একটু সময় লাগবে। কারণ বিটকয়েনের হালভিং হলেও এর মূল্য যে কারেকশন হওয়া দরকার এখনো সেটি হয়নি। তাই আশা করি, এই কারেকশনটি হলে বিটকয়েনের বুল রান শুরু হবে এবং ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনের মূল্য বৃদ্ধি দেখা যাবে।
আপনার বিশ্লেষণটা ছিলো অনেক পারফেক্ট। গত ১১ মে বিটকয়েনের সর্বশেষ হ্যালভিং হওয়ার পরে কিছু কারেকশান হওয়া দরকার ছিলো। এবং সেটা কিছুটা কারেকশান হয়ে আবার পুনঃরায় বুলরান শুরু হয় গত কিছুদিন আগে বুলরান আপাতত হল্ট হয়ে গেছে। এই বুলরানে বিটকয়েনের দাম প্রায় ৯০% বেড়েছে আর হ্যালভিং এর পরে ১১০ শতাংশের মত বেড়েছে। বিটকয়েনের প্রাইস বাড়ার কারণে অনেক অলটকয়েন বিটকয়েন পেয়ারে দাম কমলেও ইথারিয়াম অনেকটা ঠিক স্থান ধরে রেখেছে যার ফলশ্রুতিতে ইথারিয়ামের মূল্য আমাদের প্রত্যাশা অনুযায়ী ৫৫০-৬০০ যা ক্রস করেছে। এছাড়া আরেকটা বিষয় এখানে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে-ইথারিয়াম ২.০ আপগ্রেড হওয়ার অপেক্ষায় ছিলো গত কয়েকমাস। যা বিনিয়োগকারীদের মধ্যে পজিটিভ প্রভাব ফেলেছে। গত পহেলা ডিসেম্বর ২.০ আপগ্রেড হয়েছে তবে সেই আপগ্রেড ফলপ্রসু হতে কয়েক মাস লেগে যাবে। তাই ইথারিয়াম বর্তমান যে অবস্থানে আছে সেখান থেকে আরো সামনে বাড়তে পারে। এখান থেকে একটা জিনিস বুঝলাম-ইথারিয়াম এতদিন সংগ্রাম করছে ২.০ তে আপগ্রেড করার জন্য অথচ Cardano (ADA) আরো ৩ বছর আগেই ২.০ থেকে ৩.০ তে আপগ্রেড হয়েছে। তারাই এখন ৩.০ পাইওনিয়ার।
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যৎবাণী করাটা ঠিক হবে না। কারণ কিপটে কারেন্সির মার্কেট কোন দেশের সরকারের নিয়ন্ত্রণে চলে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেট এটি তার নিজস্ব আওতায় চলে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে যায় সেটা বলা খুব মুশকিল। তবে এনালাইসিস থেকে ধারণা করা যায় কখন কোন দিকে যেতে পারে। আমার মনে হয় 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম এর দাম 1000 ডলার ছাড়িয়ে যাবে। কারণ বর্তমানে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে। এভাবে বৃদ্ধি পেতে থাকলে বেশি সময় লাগবে না 1000 ডলার ছাড়াতে।