সবকিছুই এখন নির্ভর করবে বিটকয়েনের বুল রানের উপর । কারণ বিটকয়েন মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনও বৃদ্ধি পায়। আর বিটকয়েনের মূল্য যখনই হ্রাস পায়, তখনই ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনও লাল হয়, থুককু অল্টকয়েনের মূল্য হ্রাস পায়।

আর একেকজন বিশ্লেষক যেভাবে বিটকয়েনের মূল্য নিয়ে মতামত দিচ্ছে, এতে মনে হয় একটু সময় লাগবে। কারণ বিটকয়েনের হালভিং হলেও এর মূল্য যে কারেকশন হওয়া দরকার এখনো সেটি হয়নি। তাই আশা করি, এই কারেকশনটি হলে বিটকয়েনের বুল রান শুরু হবে এবং ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনের মূল্য বৃদ্ধি দেখা যাবে।