Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on August 18, 2020, 10:26:03 AM
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
গ্রেট, আপনার মতো যদি এখন মোডারেটর টা সর্বদা মনিটরিং করেন তাহলে স্কামিং, স্পামিং হবে না। গত কিছুদিন যাবত দেখেছি মোডারেটরা তেমন এক্টিভ ছিলো না। তাই এরকম স্পামিং হয়ছে।
-
এই ফোরামে যারা একবারেই নতুন তারা যদি কোন পোষ্ট ভালো করে না বুঝেন তা হলে নিচের পোষ্ট গুলো ভালো করে পড়বে আর ত বুঝে বুঝে উওর দেওয়ার চেষ্টা করবেন।না বুঝে কোন কিছু পোষ্ট করবেন না তাহলে -karma
-
হ্যাঁ নষ্ট ম্যান মডারেটর আপনি ঠিকই বলেছেন সব সময় পোস্টগুলো মনিটরিং করা উচিত। যেন কোন ব্যক্তি কোনভাবে স্পামিং করতে না পারে যত মডারেটর একটিভ থাকবে । অনেক স্পামিং কম হবে আর যদি স্প্যামিং করে তাহলে আইডি তে নেগেটিভ কারমা দেওয়া হবে। আর নতুন ইউজার ভাইয়েরা ভালো আছি, উপকার হলো, বুঝতে পারছি, এ ধরনের পোস্ট করবেন না। তাহলে এ ধরনের ব্যবস্থা মডারেটররা ডিলিট করে দেবে।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
অবশ্যই ভাই আপনার নির্দেশনাগুলো মনে থাকবে। ফোরামে যদি আমরা সবাই সচেতন হই তাহলে ফোরাম একদিন অনেক উন্নতি লাভ করবে।
-
আমাদের মতো যারা নতুন ইউজার আছেন সবার জন্য এটা ভালো সাজেশন আশা করি সবাই মানার চেষ্টা করবো।
এই ফোরামে যারা নতুন, কেও না বুজে উত্তর দিনেন নাহ , যদি না বোঝেন নিচে ভালো ভাবে পরে তার পর উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই এবং আমিও।
এটা নতুন দের জন্য খুবি ভালো একটা সাজেশন আশা করি বুজতে পারছেন।
-
আমাদের মতো যারা নতুন ইউজার আছেন সবার জন্য এটা ভালো সাজেশন আশা করি সবাই মানার চেষ্টা করবো।
এই ফোরামে যারা নতুন, কেও না বুজে উত্তর দিনেন নাহ , যদি না বোঝেন নিচে ভালো ভাবে পরে তার পর উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই এবং আমিও।
এটা নতুন দের জন্য খুবি ভালো একটা সাজেশন আশা করি বুজতে পারছেন।
হ্যাঁ আপনি সুন্দর কথা বলেছেন। তাই আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি অনেক সময় পোস্ট গুলো সুন্দর ভাবে বুঝাতে পারেন না। তাই আপনি পোস্ট গুলো সুন্দর ভাবে বোঝাতে চেষ্টা করুন। এবং পোস্ট গুলো সুন্দর ভাবে লেখার চেষ্টা করুন। আপনি এগিয়ে যান আপনি এই ফোরামে নতুন আমি সেটা বুঝতে পারছি। কিন্তু আপনি লিখুন এবং আপনার লেখার ভাষা গুলোর পরিবর্তন করুন। আপনার লেখার ভাষা অনেকেই বুঝতে পারেনা। ইতিমধ্যে অনেকে রিপোর্ট দিয়েছে।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
গ্রেট, আপনার মতো যদি এখন মোডারেটর টা সর্বদা মনিটরিং করেন তাহলে স্কামিং, স্পামিং হবে না। গত কিছুদিন যাবত দেখেছি মোডারেটরা তেমন এক্টিভ ছিলো না। তাই এরকম স্পামিং হয়ছে।
মডারেটর তখন তো একটিভ থাকবে যখন অন্য মেম্বাররা একটিভ থাকবে। অনেক দিন যাবৎ ফোরামে আমরা মাত্র ২-৩ জন একটিভ ছিলাম। এখন অনেকে একটিভ হয়েছেন এজন্য বাংলা বোর্ডটা সচল হয়েছে, প্রাণ ফিরে পেয়েছে। আর নিজেই যদি স্পাম না করি তাহলে তো হয়। যিনি স্পাম করবেন তার আইডি ব্যান হয়ে যাবে সেটা জেনেও যদি কেউ স্পাম করে তাহলে করুক। মডারেটর যতটুকু পারেন মনিটরিং করবেন, এক সময় ফোরাম আইডি নষ্ট করে দিবে।
-
হ্যা, আমরা সবাই যদি স্পামিং না করি, তাহলে এখানে মডারেটর মনিটরিং করে কারো আইডির কিছু করতে পারবে না। তাই আমি মনে করি সবাই স্পামিং করবে না। তবে স্পামিং গুলো অবশ্যই মেনে নেওয়া হবে না। এবং একসময় কিন্তু স্প্যামিংয়ের কারণে অনেক আইডি বাদ দিয়ে দেওয়া হবে। তাই সবাই সাবধান হয়ে যান।
-
নষ্টম্যান মডারেটর আপনাকে ধন্যবাদ। আমি মনেকরি আপনার এই পোস্টটা বাংলা বোর্ড কে আরো সুন্দর করে তুলবে। আগে একটা সময় দেখতাম বাংলা বোর্ডে আনেকে হাই, হ্যালো, কেমন আছিস, বাড়ী যাবি কিনা, ইথার-বিটিসি সেল বাই ইত্যাদি অপ্রাসংগিক বিষয় লিখে পোস্ট করতো। মড়ারেটর হিসেবে আপনার সঠিক তত্ত্বাবধানের কারণে ইদানিং এ ধরণের পোস্ট আমার চোখে পড়ে না। আমি নিজেও মনেপ্রানে বিশ্বাস করি এই ফোরামে ক্রিপোকারেন্সি ও এক্সচেঞ্জ রিলেটেড ছাড়া অন্য কোন বিষয়ে পোস্ট করা উচিত নয়।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
হ্যা আপনার কারণে আমাদের বাংলা বোর্ডে স্প্যামিং অনেক কমে গেছে। যারা নতুন তাদের আগে ফোরাম সম্পর্কে ভালো করে জানা উচিৎ। হুট করে একাউন্ট করেই চোখ বুজে পোষ্ট করতে থাকলে রেজাল্ট ভালো আসবেনা। সবাই সম্প্রতি ঘটে যাওয়া বিষয়, নতুন আপডেট খবর বা তথ্যবহুল পোষ্ট করবেন। তাতে করে সবার উপকারে আসবে। সবার জন্য শুভকামনা রইলো।
-
গ্রেড পয়েন্ট, ফোরামে এমনই নিয়ম করা উচিত যাতে আজেবাজে পোস্ট কাউন্ট না হয়। সবাই অ্যাক্টিভিটি বা আইডির রেঙ্ক বাড়ানোর জন্য পোস্ট করে থাকে। কঠিন নিয়ম যদি না করা হয় তবে ফোরামে স্পামিং বেড়ে যাবে সবাই আজেবাজে খারাপ খারাপ পোস্ট দিবে। মডারেটর নষ্ট ম্যান ভাইয়ের কাছে আবেদন আপনি সবসময় পোস্ট গুলো চেক করবেন যাতে কোনো ব্যক্তি স্পামিং করতে না পারে।
-
গ্রেড পয়েন্ট, ফোরামে এমনই নিয়ম করা উচিত যাতে আজেবাজে পোস্ট কাউন্ট না হয়। সবাই অ্যাক্টিভিটি বা আইডির রেঙ্ক বাড়ানোর জন্য পোস্ট করে থাকে। কঠিন নিয়ম যদি না করা হয় তবে ফোরামে স্পামিং বেড়ে যাবে সবাই আজেবাজে খারাপ খারাপ পোস্ট দিবে। মডারেটর নষ্ট ম্যান ভাইয়ের কাছে আবেদন আপনি সবসময় পোস্ট গুলো চেক করবেন যাতে কোনো ব্যক্তি স্পামিং করতে না পারে।
হ্যাঁ আমি সবসময় মনিটরিং করি। কেউ যদি আজেবাজে পোস্ট করে তাহলে অবশ্যই রিপোর্ট দিবেন। রিপোর্ট দিলে আমি অবশ্যই সেটা পুনরায় চেক করব।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
আমরা খুবই আনন্দিত আপনার মত একজন একটিভ মডারেটর পেয়ে। এটি আমাদের বাংলা বোর্ড তথা পুরো ফোরামের জন্য ভাল। ফোরামের যে কোন বিষয়ে আপনার দিক নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের সবার মঙ্গলের জন্য স্পামিং থেকে সবাই কে দুরে থাকতে হবে। তাহলে ভবিষ্যতে অনেক দুর পর্যন্ত এগোনো যাবে।
-
হ্যাঁ নষ্ট ম্যান মডারেটর আপনি ঠিকই বলেছেন সব সময় পোস্টগুলো মনিটরিং করা উচিত। যেন কোন ব্যক্তি কোনভাবে স্পামিং করতে না পারে যত মডারেটর একটিভ থাকবে । অনেক স্পামিং কম হবে আর যদি স্প্যামিং করে তাহলে আইডি তে নেগেটিভ কারমা দেওয়া হবে। আর নতুন ইউজার ভাইয়েরা ভালো আছি, উপকার হলো, বুঝতে পারছি, এ ধরনের পোস্ট করবেন না। তাহলে এ ধরনের ব্যবস্থা মডারেটররা ডিলিট করে দেবে।
ঠিক বলেছেন আপনি মোডারেটর ভাইয়ের উচিত সবসময় পোস্টগুলো মনিটরিং করা। তাহলে কেউ কোনদিন স্পামিং করতে পারবে না। অনেকেই আছে যারা না বুঝে শুনে পোস্ট করে। যদি স্পামিং না হয় তাহলে এক সময় ফোরামটি অনেক এগিয়ে যাবে।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বাংলা সেকশন মডারেটর অনেক পরিশ্রমী এবং অনেক একটিভ একজন মডারেটর। আজ এই বাংলা সেকশন মডারেটরের কারণে বাংলা ফোরাম অনেকটাই এগিয়ে যাচ্ছে।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বাংলা সেকশন মডারেটর অনেক পরিশ্রমী এবং অনেক একটিভ একজন মডারেটর। আজ এই বাংলা সেকশন মডারেটরের কারণে বাংলা ফোরাম অনেকটাই এগিয়ে যাচ্ছে।
হ্যাঁ ভাই এটা মানতে হবে যে নষ্ট ম্যান মডারেটর স্যার সৎ ও অ্যাক্টিভ একজন মডারেটর। তিনি সবসময় পোস্টগুলো মনিটরিং করেন তার এই বাংলা সেকশনে স্পামিং করার মতো সুযোগ নাই। তিনি সব পোস্ট গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করেন এবং পোস্টগুলি মান সম্মত কিনা তা যাচাই করে। এরকম মনিটরিং করার কারণে বাংলা সেকশনে স্পামিং করার সুযোগ পাচ্ছে না।
-
আপনার পোস্টটি পরে অনেক কিছু বুঝতে পারলাম যে তাই আপনাকে অনেক ধন্যবাদ
-
মডারেটর নষ্ট ম্যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাই আপনারা বেশি বেশি অ্যাক্টিভ থাকুন যাতে কেউ স্পামিং না করতে পারে এবং ক্রিপ্টো সম্পর্কে সবাই যেন আপনাদের কাছ থেকে ধারণা নিতে পারে। নতুন ইউজারদের বলব আপনারা পোস্ট দেয়ার আগে অন্যের পোস্ট গুলো বেশি বেশি পড়ুন এবং পোস্ট করার সময় আপনার পোস্টটি দু একবার দেখে নিন ভুল থাকলে সংশোধন করে তারপর পোস্ট করুন। তা না করে যদি উল্টাপাল্টা ও প্রাসঙ্গিক আলোচনা করেন তাহলে মডারেটররা আপনার পোস্ট ডিলিট করে দেবে অথবা - carma দেবে।
-
মডারেটরকে অনেক ধন্যবাদ যে উনি সব সময়ই এই ফরমটি মনিটরিং এর মধ্যে রেখেছেন আর উনি যা বলেছেন যারা স্ক্যামি়ং করবে তাদের অবশ্যই মাইনাস কারমা মানে নেগেটিভ কারমা দেয়া হবে এবং যারা ভালো পোস্ট করবে তাদেরকে তাদের পোস্টের জন্য পজিটিভ কারমা দেয়া হবে।
-
হ্যাঁ অবশ্যই কেউ যদি ফোরাম রিলেটেড এবং রুলস না মেনে এবং মানসম্মত পোস্ট না করে তাহলে অবশ্যই তাকে নেগেটিভ কারমা দেওয়া উচিত। এবং ভালো মানসম্মত পোস্ট হলে তাকে অবশ্যই অবশ্যই পজেটিভ কারমা দেবেন।
-
মডারেটর কে আমি ধন্যবাদ জানাই যে উনি প্রত্যেকটি কাজ ই অত্যন্ত গুরত্ব দিয়ে করে থাকে। আমাদের মধ্যে যারা কাজ করছে বা যে পোস্ট দিচ্ছে উনি সব দেখতে পারে। উনার সার্বক্ষনিক তদারকি ফোরাম কে অনেক দুর এগিয়ে নিয়েছে।
-
মডারেটর নষ্ট ম্যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাই আপনারা বেশি বেশি অ্যাক্টিভ থাকুন যাতে কেউ স্পামিং না করতে পারে এবং ক্রিপ্টো সম্পর্কে সবাই যেন আপনাদের কাছ থেকে ধারণা নিতে পারে। নতুন ইউজারদের বলব আপনারা পোস্ট দেয়ার আগে অন্যের পোস্ট গুলো বেশি বেশি পড়ুন এবং পোস্ট করার সময় আপনার পোস্টটি দু একবার দেখে নিন ভুল থাকলে সংশোধন করে তারপর পোস্ট করুন। তা না করে যদি উল্টাপাল্টা ও প্রাসঙ্গিক আলোচনা করেন তাহলে মডারেটররা আপনার পোস্ট ডিলিট করে দেবে অথবা - carma দেবে।
মাইনাস কারমা এখনো আমরা আমাদের বাংলা বোর্ডে এখনও কাউকে দেয়নি। অনেককে সতর্ক করে দেই যাতে দ্রুত তারা শুধরে নিয়ে ভালো ভাবে কাজ করতে পারে। যারা শুধরে নেয় তারা গেইনার হবে, নতুবা ফোরামের অন্যবোর্ডের সিনিয়র মেম্বারদের চোখে পড়লে তারা রিপোর্ট করলে তখন তারা নেগেটিভ কারমা দিবে। আমরা চাইনা কারো ফিউচার খারাপ হোক, আমরা এই বাংলা বোর্ডকে সচল রাখার জন্য কাজ করছি দীর্ঘদিন ধরে। সকলের সহযোগীতা কাম্য।+১ কারমা।
-
হ্যা ভাই পোস্ট যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড না হয় তাহলে তা ডিলেট করে দেওয়াটাই ভালো,, আমার মতো যারা এই ফরমে নতুন তাদের প্রথম কাজ হলো সিনিয়র ভাইয়া কি পোস্ট করছে তা ভালোভাবে বুজে পড়া এবং তাদের নিদর্শন অনুযায়ী কাজ করা। আমার মনে হয় যারা নতুন তাদের কাজ হলো এলটকয়েন ফরমে সময় দেওয়া। আপনি এই ফরমে যত বেশি সময় দিবেন এবং ফরম নিয়া ঘাটাঘাটি করবেন আপনি ততো বেশি জানতে পারবেন তো যারা নতুন তাদের কাজ ফরমে সময় দেওয়া। আপনাদের কোনো সাহায্য লাগলে সিনিয়র ভাইয়ারা আছেন আপনাদের সব সময় সাহায্য করবেন। ধন্যবাদ
-
হ্যা ভাই পোস্ট যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড না হয় তাহলে তা ডিলেট করে দেওয়াটাই ভালো,, আমার মতো যারা এই ফরমে নতুন তাদের প্রথম কাজ হলো সিনিয়র ভাইয়া কি পোস্ট করছে তা ভালোভাবে বুজে পড়া এবং তাদের নিদর্শন অনুযায়ী কাজ করা। আমার মনে হয় যারা নতুন তাদের কাজ হলো এলটকয়েন ফরমে সময় দেওয়া। আপনি এই ফরমে যত বেশি সময় দিবেন এবং ফরম নিয়া ঘাটাঘাটি করবেন আপনি ততো বেশি জানতে পারবেন তো যারা নতুন তাদের কাজ ফরমে সময় দেওয়া। আপনাদের কোনো সাহায্য লাগলে সিনিয়র ভাইয়ারা আছেন আপনাদের সব সময় সাহায্য করবেন। ধন্যবাদ
আমি 2018 সালের সেপ্টেম্বর মাসে আমার এই আইডি ওপেন করি। কিন্তু আজও আমি লিজেন্ডারি লিজেন্ডারি মেম্বার হতে পারিনি। এই ফোরামে অনেক মেম্বার আছে যারা অল্প কিছুদিনের মধ্যেই হাবিজাবি পোস্ট করে লিজেন্ডারি মেম্বার হয়ে গেছে। নতুন ইউজার রা মনে করে পোস্ট করলেই অ্যাক্টিভিটি বাড়বে তাই তারা না ভেবে হাবিজাবি পোস্ট করতে শুরু করে।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
আবারও সতর্ক করে দেওয়ার জন্য ধন্যবাদ।
আমরা যারা নতুন আছি আমাদের সকলেরই উচিৎ ফোরামে নতুন হিসেবে জেনে বুঝে ক্রিপ্টো,এক্সচেঞ্জ রিলেটেড পোস্ট করা। আর মডারেটর ভাইদের রিকুয়েষ্ট করবো যেন আপনারা সব সময় এক্টিভ থাকেন এবং সব সময় ফোরাম মনিটরিং করেন। তাতে করে ফোরামে স্পামিং হবে না,আর স্পামিং হলেও তা ধরা পরবে। তাহলে আমাদের ফোরামটা খুব তারাতারিই উন্নতির দিকে এগিয়ে যাবে।
ধধন্যবাদ।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
ক্রিপ্টেকারেন্সি তে কাজ করবেন আর আপনার পোস্ট এই রিলেটেড হবে না তা হতে পারে না। এর জন্য চরম শাস্তি হওয়া উচিত বরে আমি মনে করি।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
ক্রিপ্টেকারেন্সি তে কাজ করবেন আর আপনার পোস্ট এই রিলেটেড হবে না তা হতে পারে না। এর জন্য চরম শাস্তি হওয়া উচিত বরে আমি মনে করি।
ফোরামে নিয়মিত গাইড দেয়া সিনিয়রদের দায়িত্ব তাই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড পোষ্ট না হলে প্রথমে বুঝিয়ে বলবেন তারপর না হলে একশন নেবেন।
-
আমরা সবাই যথাযথ চেষ্টা করব যেন আমাদের পোস্ট অবশ্যই ক্রিপ্টোকান্সি রিলেটেড হয়। অযথা এবং অপ্রাসংঙ্গিক কথা বার্তা এই থ্রেডে বলা এক ধরনের অপরাধ তাই সবাই চেস্টা করাব গঠনমলূক সমালোচনা।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
জি ভাইয়া আমরা চেষ্টা করব ক্রিপ্টোকারেন্সি বা এক্সচেঞ্জ রিলেটেড বিষয় নিয়ে পোস্ট করার বা রিপ্লে দেয়ার। আমাদের মত নতুনদের ক্রিপ্টো জগত সম্পর্কে তেমন কোনো ধারনাই নেই, তবুও সিনিয়র ভাইদের পোস্ট মনোযোগ দিয়ে পড়ে যতোটুকু শিখতে পারা যায়, আর নিজের এই ছোট অভিজ্ঞতা থেকে যেমন হোক পোস্ট করবো। তারপরেও ভুলক্রমে ভুল হলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
আমরা অনেক সুন্দর সুন্দর তথ্য আপনাদের মাধ্যমে পেয়ে থাকি যেটা আমাদের জন্য অনেক প্রয়োজনিয়। আমি ব্যক্তিগত ভাবে সবসময় প্রাসঙ্গিক এবং ক্রিপ্টো রিলেটেড পোস্ট করার চেষ্টা করি। আর আমি এখানে এসেছি কিছু শিখতে এবং এটার মাধ্যমে নিজের অর্থনৈতিক সচ্ছলতা আনতে। আমরা সবাই চেষ্টা করব স্পামিং এড়িয়ে চলার জন্য, কারন এতে আমাদের ফোরামের ভবিষ্যৎ নষ্ট হবে। আর সিনিয়র দের প্রতি অনুরোধ থাকবে আমরা জুনিয়ররা ভালো পোস্ট করলে আপনারা কারমা দিতে কুন্ঠা বোধ করবেন না। ভালো পোস্টের সৃকৃতি পেলে আরো ভালো পোস্ট করতে আগ্রহী হবে সবাই।
-
ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে যদি আলোচনা ক্রিাপ্টোরিলেটেড না হয়। তবে আমি মনে করি এটি দু:খ জনক। আপনার নিজের স্বার্থে হলেও এটি করা উচিত। এই বিষয় টা সবার জানা উচিত।
-
আমি সব সময় লক্ষ করি আমাদের এই ফোরামের মডারেটর তিনি অনেক নিষ্ঠাবান। সবথেকে বেশি ভালো লাগে আমার যদি কারো ভুল হয় এ ফোরামে তাহলে তাকে সুযোগ দেওয়া হয় যেন পরবর্তীতে এরকম কাজ না করে। এরকম মডারেটর অন্য ফোরামে আমি কখনো দেখিনি।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
আপনি একদম ঠিক ডিসিশন নিসেন। কিন্তু ভাই আমি একটি সাজেশন দিতে চাই যদি ভালো লাগে তাহলে বলবে। ভিত্তিহীন পোস্ট করলে আগেই নেগেটিভ কারমা দেওয়ার দরকার নাই। তাকে যদি একবার সতর্ক করে দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হবে। আমি এই সাজেশন চাই আপনাকে দিতে চাইছি। তবে আপনার মত মডারেটর পেয়ে আমরা অনেক ভাগ্যবান কারণ আপনি সব সময় ফোরামটা মনিটরিং করেন। সব সময় ছোটদের উপকার করেন। আশা করছি এভাবে সব সময় পাশে থাকবেন।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
গ্রেট, আপনার মতো যদি এখন মোডারেটর টা সর্বদা মনিটরিং করেন তাহলে স্কামিং, স্পামিং হবে না। গত কিছুদিন যাবত দেখেছি মোডারেটরা তেমন এক্টিভ ছিলো না। তাই এরকম স্পামিং হয়ছে।
আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আপনি এত ভালোভাবে বুঝিয়ে না দিলে আমি বুঝতে পারতাম না। কারন আমি এই ফোরামে খুবই নতুন।
-
আপনাদের পোস্ট যদি ক্রিপোকারেন্সি, এক্সচেঞ্জ রিলেটেড না হয়। তাহলে পোস্ট ডিলেট করা হবে। এখানে কেউ spamming করবেন না। ভিত্তিহীন পোস্ট দিলে -karma দিবেন। আর পোস্ট ভাল হলে +কারমা দিবেন। আমি সব সময় মনিটরিং করি। তাই সবাই সর্তক হউন।
গ্রেট, আপনার মতো যদি এখন মোডারেটর টা সর্বদা মনিটরিং করেন তাহলে স্কামিং, স্পামিং হবে না। গত কিছুদিন যাবত দেখেছি মোডারেটরা তেমন এক্টিভ ছিলো না। তাই এরকম স্পামিং হয়ছে।
আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আপনি এত ভালোভাবে বুঝিয়ে না দিলে আমি বুঝতে পারতাম না। কারন আমি এই ফোরামে খুবই নতুন।
ফোরামে নতুন হলে চুপ করে ছিনিয়ার বাই গুলোর পোস্ট গুলো পড়ুন। তাহলে অনেক কিছু শিখতে পারবেন। অযথা কমেন্ট করবেন না অযথা কমেন্ট করলে মডারেটর ভাই ডিলিট দিতে বাধ্য থাকবে। কারণ তিনি বলেছেন ধন্যবাদ অনেক উপকার হলো এরকম পোস্ট করা থেকে বিরত থাকতে। সব সময় ক্রিপ্টো রিলেটেড নিয়ে আলোচনা করুন। আপনিতো নতুন আপনারা আলোচনা করতে হবে না। আপনি সিনিয়র ভাই গুলার পোস্ট গুলো পড়ুন।
-
এই ফোরামে যারা একবারেই নতুন তারা যদি কোন পোষ্ট ভালো করে না বুঝেন তা হলে নিচের পোষ্ট গুলো ভালো করে পড়বে আর ত বুঝে বুঝে উওর দেওয়ার চেষ্টা করবেন।না বুঝে কোন কিছু পোষ্ট করবেন না তাহলে -karma
না বুঝে পোস্ট করলে সেটা দৃস্টিকটু লাগে। পড়তে গেলে বোঝা যায় যে পোস্ট দাতার জ্ঞানের পরিধি। এটা ঠিক যে যারা নতুন তাদের একটু প্রবলেম হবেই। তবে চেস্টা থাকতে হবে যে কোন ভাবেই যেন অগোছালো কিছু না করি। না পারলে না দিবেন তবে না জেনে পোস্ট দেওয়া উচিত না।
-
অনেক ভালো লাগলো ভাই। আমি তো এখন কারমা দিতে পারবো না। যখন দেওয়া যাবে তখন ভালো ভালো কমেন্টে + কারমা দিবো। আপনার মতো একজন একটিভ মোডেরেটর পেয়ে ফোরাম যেমন গর্বিতত। তেমনি আমরা বাঙালীরা আরো বেশি গর্বিত।
-
এই ফোরামে যারা একবারেই নতুন তারা যদি কোন পোষ্ট ভালো করে না বুঝেন তা হলে নিচের পোষ্ট গুলো ভালো করে পড়বে আর ত বুঝে বুঝে উওর দেওয়ার চেষ্টা করবেন।না বুঝে কোন কিছু পোষ্ট করবেন না তাহলে -karma
নতুনদের বিরুদ্ধে প্রথমেই একসন নেওয়া যাবে না তাহলে নতুন কেও এখানে আসতে সাহস করবে না।ভয় পাবে তাই নতুনদের বুঝাতে হবে ফুম মেম্বার পর্জন্ত তাদের সাবধান করা হবে তারপরেও যদি না সোনে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
-
আপনার কথার সাথে সহমত পোষণ করছি। ধন্যবাদ আপনাকে । নতুনদের জন্য আরেকটা কথা বলতে চাই যে তারা কোন পোস্ট যদি ব্যতিক্রম হয় তাহলে তাদের দ্বিতীয়বার বোঝানোর জন্য একটু চেষ্টা করবেন কারণ তারাতো নতুন তাদেরকে একটু বুঝিয়ে বললে ভালো হয় ধন্যবাদ আপনাকে নষ্ট ম্যান মডারেটর
-
আপনার কথার সাথে সহমত পোষণ করছি। ধন্যবাদ আপনাকে । নতুনদের জন্য আরেকটা কথা বলতে চাই যে তারা কোন পোস্ট যদি ব্যতিক্রম হয় তাহলে তাদের দ্বিতীয়বার বোঝানোর জন্য একটু চেষ্টা করবেন কারণ তারাতো নতুন তাদেরকে একটু বুঝিয়ে বললে ভালো হয় ধন্যবাদ আপনাকে নষ্ট ম্যান মডারেটর
নতুনদের ১ বার না ফুল মেম্বার পর্জন্ত বোঝানো হবে। তার পরেও যদি সে ভূল করতেই থাকে তাহলে তাকে -কারমা দেওয়া হবে। কারন নতুন রা ভূল করবে এটাই সাভাবিক।