হ্যা ভাই পোস্ট যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড না হয় তাহলে তা ডিলেট করে দেওয়াটাই ভালো,, আমার মতো যারা এই ফরমে নতুন তাদের প্রথম কাজ হলো সিনিয়র ভাইয়া কি পোস্ট করছে তা ভালোভাবে বুজে পড়া এবং তাদের নিদর্শন অনুযায়ী কাজ করা। আমার মনে হয় যারা নতুন তাদের কাজ হলো এলটকয়েন ফরমে সময় দেওয়া। আপনি এই ফরমে যত বেশি সময় দিবেন এবং ফরম নিয়া ঘাটাঘাটি করবেন আপনি ততো বেশি জানতে পারবেন তো যারা নতুন তাদের কাজ ফরমে সময় দেওয়া। আপনাদের কোনো সাহায্য লাগলে সিনিয়র ভাইয়ারা আছেন আপনাদের সব সময় সাহায্য করবেন। ধন্যবাদ