Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on August 21, 2020, 12:30:01 PM
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
-
আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা যে কেউ ট্রাফিক বানানোর সময় একটু ভাল করে খেয়াল করে বানাবেন। আসলে আপনি কি লিখেছেন সেটা ভালো করে দেখে নিবেন। বিটকয়েনের দাম আগস্টের মধ্যে 13000 ডলার হবে এটা সিওর আছে। তবে আগস্টের মধ্যে 130k কখনোই হবে না।
-
বর্তমানে ১১৮০০ ডলারে অবস্থান করতেছে। মার্কেটে যদি আর কারেকশন না হয় তাহলে ১৩০০০ ডলারে যাওয়া সম্ভব। এখন দেখতে হবে মার্কেট কোনদিকে মুভ করে কারণ গত কয়েকমাস কিন্তু পজিটিভ ট্রেন্ডে আছে। যদি সেটা বজায় থাকে তাহলে আপট্রেন্ড হবে শিওর।
-
আগস্টের মধ্যে বিটকয়েনের দাম 13 হাজার হতে পারে ।13k হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে নির্দিষ্ট করে কিছু আগাম বলা যায়না ।
-
হা সম্ভাবনা আছে। বর্তমানে প্রাইস করেকশনে আছে। এটা ঠিক হলে অচিরেই আমরা একটা পাম্প দেখতে পারবো বলে আশা করি। বুল রানের জন্য আমাদের ১৩ কে টাচ করতেই হবে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
বিটকয়েনের দাম এখনও ১২k$ এর কাছাকাছি। আমি যা দেখলাম বিটকয়েন মার্কেট এখন অনেকটাই স্থির যদি আরেকটি শক্তিশালী আপট্রেন্ড পাওয়া যায় তাহলে এই বছরেই দাম বেড়ে ১৩k$ হয়ে যেতে পারে। এখন দেখা যাক মার্কেট কোন দিকে আগায়।
-
ক্রিপ্টো মার্কেট সব সময় উঠা নামা করে এটা আমরা সবাই জানি কিন্তু বিটকয়েন এখন 12k$ মুভ করেছে কিন্তু আমি আশঅ করি 2021 এর প্রথমে বিটকয়েন দাম 15k$ পাড় হয়ে যাবে বলে আমি আশা করি।
-
আগস্ট তো শেষের দিকে তবে এর দাম বৃদ্ধির প্রবণতা দেখছি না. তবে আমি মনে করি এই বছরের শেষের দিকে দাম বৃদ্ধি পাওয়ার প্রবণতা রয়েছে। তাই ভালো দামের জন্য অপেক্ষা করুন।
-
যেহেতু আগস্ট মাস শেষের দিকে এবং বিটকয়েনের দাম ততটা বাড়ছে না এবং বিটকয়েনের স্বাভাবিক বাজার রয়েছে। তবে আশা করা যায় যে বিটকয়েনের দাম 2020 সালের মধ্যে অবশ্যই 17 থেকে 18 হাজার ডলারে পৌঁছে যাবে।
-
আমি মনে করেছিলাম হয়তো আগস্টের শেষের দিকে বিটকয়েনের দাম 13 ডলার ছাড়িয়ে যাবে কিন্তু তা হলোনা। বিটকয়েনের দাম বাড়তি নিয়ে হঠাৎ করে আবার তুমি গিয়েছে কিন্তু 2021 সালের প্রথমদিকে অবশ্যই বিটকয়েনের দাম বাড়বে বলে আমার বিশ্বাস।
-
বিটিসি এর দাম সঠিক ভাবে বলা যায় না। যে কোনো সময় আপ ডাউন করতে পারে। তবে আগস্ট ভারবে কিনা সেটা বলতে পারি না কিন্তু ২০২১ সালে বিটিসি এর দাম অবশ্যই মারবে।
-
আগস্ট শেষে এখন অক্টোবর এসছে কিন্তু বিটিসির দাম আর বাড়েনি আমি মনে করি এব বছর আর মনে হয় বাড়বেনা । কাজেই যারা এগুলো হোল্ড করে রেখেছেন তারা আরো কিছুদিন হোল্ড করুন।
-
আগষ্ট তো শেষ আমি মনে করি এ বছরে আর 13 কে যাওয়ার সম্ভনা অনেক কম । কারন হিসাবে সবাই যেটা মনে করছেন সেটা হচ্ছে যে। সামনে আমেরিকার নির্বাচন যেটা ইফেক্ট পড়তে পারে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
বিটিসি এর দাম কিছুদিন আগে লক্ষ্য করলে দেখা যায় অনেকটাই ভারতে যাচ্ছিল। কিন্তু কিসের কারণে যে পুনরায় সেই কমেছে। সবাই ধারণা করেছিল এই বছরের আগস্ট এর দিকে বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে। আসলে মার্কেট কোন সময় কোন দিকে যায় বলাটা অনেক কষ্টকর। সবশেষে আমি বলতে চাই যে 2021 সালে হান্ডেট পার্সেন্ট বিটিসি এর দাম 20000 ডলার পেরিয়ে যাবে।
-
বিটিসি এর দাম কিছুদিন আগে লক্ষ্য করলে দেখা যায় অনেকটাই ভারতে যাচ্ছিল। কিন্তু কিসের কারণে যে পুনরায় সেই কমেছে। সবাই ধারণা করেছিল এই বছরের আগস্ট এর দিকে বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে। আসলে মার্কেট কোন সময় কোন দিকে যায় বলাটা অনেক কষ্টকর। সবশেষে আমি বলতে চাই যে 2021 সালে হান্ডেট পার্সেন্ট বিটিসি এর দাম 20000 ডলার পেরিয়ে যাবে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
2021 সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বিটিসি 12k ডলার টাচ করতে পারে। কারণ এখন বিদেশি স্থির অবস্থায় আছে।
-
আগস্টে বিটকয়েনের দাম 13000 ডলারের টাচ করেছিল। এখন দেখা যাক নভেম্বরে বিটকয়েনের দাম কতটা বাড়ে। তবে আমার মনে হয় নভেম্বর মাসে বিটকয়েনের দাম 15 হাজার ডলার হতে পারে।
-
কিছুদিন আগেও বিটকয়েন 13 হাজার ডলারে ছিল কিন্তু বর্তমান দাম এখন কম যার কারণে এসে দাঁড়িয়েছে 10800 ডলারে। তাই বলতে পারি যে বিটকয়েনের দাম অবশ্যই অবশ্যই পারবে। 2021 সালের প্রথমদিকে বিটকয়েনের দাম 20 থেকে 30 হাজার ডলারে উঠে যাবে।
-
আগস্ট শেষ হয়ে এখন অক্টোবর শুরু হয়েছে এবং তাও শেষের দিকে চলে এসেছে এবং বিটিসির দাম তেমন কোন পরিবর্তন দেখা যায় নি। কাজেই আমার মনে হয়ে এ বছর তেমন কোন পরিবর্তন হবে বলে মনে হয় না। তবে এই বছরের একবারে শেষের দিকে কিছু একটা হতে পারে।
-
অনেকদিন হয়ে গেল স্থির অবস্থায় আছে আগস্ট কি ভাই সেপ্টেম্বর শেষ হয়েও অক্টোবর শেষ হতে চলল তবুও বিটকয়েন 13k হতে পারল না এখন অক্টোবর শেষের দিকে তবুও বিটকয়েন 11.6k তেই আছেন,,, সঠিক করে বলা মুশকিল যে কখন বিটকয়েনের দাম বৃদ্ধিপাবে কখন হ্রাস পাবে তবে আশা করি বিটকয়েন খুব তাড়াতাড়ি 13k হয়ে যাবে। সিনিয়র ভাইয়েরা কিছু জানলে অবশ্যই জানাবেন,,
-
আগস্ট তো শেষ! কিছু খারাপ নিউজের জন্য মাঝখানে একটু ধ্বস নেমেছিলো। প্রাইস যেহেতু বর্তমানে স্টেবল আশা করছি আগামী নভেম্বরের মাঝেই ১২কে$ টাচ করবে।
-
আগস্ট শেষ হয়ে এখন অক্টোবর শেষের দিকে কিন্তু বিটিসির দাম ঠিক আগের মতই সেই রকম কোনো পরিবর্তন দেখা যায়নি আমার ধারণা আগামী 21 সালের আগে আর কোনো পরিবর্তন হবে না।
-
আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা যে কেউ ট্রাফিক বানানোর সময় একটু ভাল করে খেয়াল করে বানাবেন। আসলে আপনি কি লিখেছেন সেটা ভালো করে দেখে নিবেন। বিটকয়েনের দাম আগস্টের মধ্যে 13000 ডলার হবে এটা সিওর আছে। তবে আগস্টের মধ্যে 130k কখনোই হবে না।
এই সব ছোট ছোট বিষয় আসরে বড় বড় ভুল। কাজেই আমাদের এই সব খুটিনাটি বিষয় গুলো সাবধানতার সাথে দেখতে হবে।
-
মার্কেট আগস্টে 13 হাজার ডলারে টাচ করেনি। কিন্তু বর্তমানে মার্কেট একটু উপরের দিকে উঠতে চলেছে বর্তমান বিটকয়েনের দাম 12211$। তবে এই মাসের মধ্যে মনে হয় বিটকয়েনের দাম 13 হাজার ডলারে টাচ করতে পারে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
আগস্ট এ না হলেও অক্টেবরের শেষ দিকে এখন কিন্তু বিটকয়েনের দাম বাড়া শুরু হয়েছে। তাই সবাইকে হোল্ড করার পরামর্শ দিই। যে যা পারেন হোল্ড করেন।
-
বিটিসি আগস্ট 13 হাজার ডলার এ পা রাখতে না পারলেও। বর্তমানে কিন্তু 13 হাজার ডলারের কাছাকাছি আছে। হয়তো খুব শিগগিরই 13 হাজার ডলার পেরিয়ে যাবে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
বিটিসি এর দাম কিছুদিন আগে লক্ষ্য করলে দেখা যায় অনেকটাই ভারতে যাচ্ছিল। কিন্তু কিসের কারণে যে পুনরায় সেই কমেছে। সবাই ধারণা করেছিল এই বছরের আগস্ট এর দিকে বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে। আসলে মার্কেট কোন সময় কোন দিকে যায় বলাটা অনেক কষ্টকর। সবশেষে আমি বলতে চাই যে 2021 সালে হান্ডেট পার্সেন্ট বিটিসি এর দাম 20000 ডলার পেরিয়ে যাবে।
আপনার সাথে আমি একমত পোষণ করছি। বর্তমানে যে হারে বিটকয়েনের দাম বেড়ে চলছে তাতে মনে হয় 2021 সালের প্রথমেই এটি ধরনের পাম্প করবে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
বিটিসি এর দাম কিছুদিন আগে লক্ষ্য করলে দেখা যায় অনেকটাই ভারতে যাচ্ছিল। কিন্তু কিসের কারণে যে পুনরায় সেই কমেছে। সবাই ধারণা করেছিল এই বছরের আগস্ট এর দিকে বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে। আসলে মার্কেট কোন সময় কোন দিকে যায় বলাটা অনেক কষ্টকর। সবশেষে আমি বলতে চাই যে 2021 সালে হান্ডেট পার্সেন্ট বিটিসি এর দাম 20000 ডলার পেরিয়ে যাবে।
আপনার সাথে আমি একমত পোষণ করছি। বর্তমানে যে হারে বিটকয়েনের দাম বেড়ে চলছে তাতে মনে হয় 2021 সালের প্রথমেই এটি ধরনের পাম্প করবে।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বর্তমানে ইথেরিয়াম এর প্রাইস অনেক বেড়ে গেছে। এখন দেখলাম ইথেরিয়াম এর প্রাইস 412 ডোলারে রয়েছে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
ভাই আগস্ট না করলেও নভেম্বরের শেষের দিকে বিটিসি 13000 ছাড়িয়েছে। ইথেরিয়াম ইতিমধ্যে 400 ডলার অতিক্রম করেছে। এটা আসলে ছোট ধরনের ভুলরান।
-
অলরেডি বিটকয়েন 13000 ডলার ছাড়িয়ে এখন 14000 হাজার ডলার ছুই ছুই অবস্থানে আছে। আশা করি 2020 সালের শেষের দিকে এটি 15000 হাজার অতিক্রম করবে বলে আমার বিশ্বাস।
-
আগস্ট পার হয়ে গেছে আর সেই সময় এটি 13 তে টাচ করতে পারে নাই। এখন অক্টেবরের শেষ সময় যদিও 13 অতিক্রম করেছে। আমার ধারনা আগামি 2 মাসের মধ্যে এটি 15 হাজার ডলার অতিক্রম করবে।
-
আগস্ট শেষ হয়ে এখন অক্টোবর শেষের দিকে কিন্তু বিটিসির দাম ঠিক আগের মতই সেই রকম কোনো পরিবর্তন দেখা যায়নি আমার ধারণা আগামী 21 সালের আগে আর কোনো পরিবর্তন হবে না।
ভাই বর্তমানে কিন্তু বিটিসি দাম বেড়েছে। এবং কি আমি করি 21 সালের মধ্যে বিটিসি পূর্বের অবস্থায় ফিরে যাবে।
-
আগস্ট শেষ হয়ে এখন অক্টোবর শেষের দিকে কিন্তু বিটিসির দাম ঠিক আগের মতই সেই রকম কোনো পরিবর্তন দেখা যায়নি আমার ধারণা আগামী 21 সালের আগে আর কোনো পরিবর্তন হবে না।
ভাই বর্তমানে কিন্তু বিটিসি দাম বেড়েছে। এবং কি আমি করি 21 সালের মধ্যে বিটিসি পূর্বের অবস্থায় ফিরে যাবে।
আমার ধারণা বিটকয়েন পূর্বের অবস্থার চেয়েও বেশি তে চলে যাবে এনালিস্ট এর বিবরণ অনুযায়ী তা 50 হাজারেরও বেশি ডলারে উঠবে।
-
আগস্টের শেষের দিকে মার্কেটের অবস্থা অনেকটাই ভালো ছিল কিন্তু লাস্টের দিকে এসে মার্কেটের অবস্থা একদম নিম্নগতির দিকে চলে গেছে সেখান থেকে আর উঠতে পারছে না। কিন্তু ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে মার্কেটের অবস্থা ভবিষ্যতে অনেকটা ভাল হবে এবং আগের গতিতে ফিরে যাবে।
-
বর্তমানে দেখা যায় বিটকয়েনের দাম ধীরে ধীরে বেশি হচ্ছে। বর্তমানে কিন্তু 13 হাজার ডলারের কাছাকাছি রয়েছে। কিন্তু 2020 সালের শেষের দিকে অবশ্যই বিটকয়েনের প্রাইস 20,000 ডলার এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
বিটিসি বর্তমানে 14000 হাজার ডলার। আগামী ডিসেম্বর এ এর দাম 15000 হাডার ডলার হতে পারে।
-
আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা যে কেউ ট্রাফিক বানানোর সময় একটু ভাল করে খেয়াল করে বানাবেন। আসলে আপনি কি লিখেছেন সেটা ভালো করে দেখে নিবেন। বিটকয়েনের দাম আগস্টের মধ্যে 13000 ডলার হবে এটা সিওর আছে। তবে আগস্টের মধ্যে 130k কখনোই হবে না।
আপনি ঠিক ধরেছেন। আমাদের ছোট খাট ভূল অনেক বেশি হয় যা অমার্জনীয়। তাই সবাইকে একটু বুঝে শুনে পোস্ট দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
-
এই টপিকটা এখন লক করে দেওয়া যেতে পারে কারণ আগষ্ট শেষ এখন নভেম্বর চলতেছে। তাই এটা এখন অফ টপিক বলা যেতে পারে।
-
আগস্টে বিটকয়েনের দাম 13000 টাচ না করলেও অক্টোবর মাসে বিটকয়েনের দাম 14 হাজার ডলারে অবস্থান করেছিল। দেখা যাক নভেম্বর মাসে বিটকয়েনের দাম কত হয়?
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
মার্কেট এনালাইসিসি বিশেষ করে বিটকয়েনের জন্য প্রতিনিয়ত হয়ে থাকে। সারা পৃথিবীতে প্রচুর পরিমান মানুষ এই এনালাইসিস নিয়ে ব্যস্ত থাকে। আমার মতে এটি যদি আপট্রেন্ড ধরে রাখে একাধারে একমাসের মধ্যে 20000 ডলারে গিয়ে থামবে।
-
১৩ কে নয়। অক্টোবরে এসে বিটকয়েন ১৪ কে তে হিট করলো। এটি একটু ভালো খবর। এটি আস্বাস দিচ্ছে যে এটি আবারো সেই ২০১৭ হালের মতো হতে যাচ্ছে। হয়তবে সেই রেকর্ড ও ভাংবে
-
১৩ কে নয়। অক্টোবরে এসে বিটকয়েন ১৪ কে তে হিট করলো। এটি একটু ভালো খবর। এটি আস্বাস দিচ্ছে যে এটি আবারো সেই ২০১৭ হালের মতো হতে যাচ্ছে। হয়তবে সেই রেকর্ড ও ভাংবে
রেকর্ড ভাঙার সম্ভাবনা খুবই কম। তবে আমি মনে করি 2017 সালের মতো হতে যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন কিছুই বলা সঠিক হবে না। কখন কি হয়ে যায় তা বলা খুবই মুশকিল।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
আগামী আগষ্টে বিটিসি 30000 ডলারের উপরে যাবে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
আগামী আগষ্টে বিটিসি 30000 ডলারের উপরে যাবে।
এতদূর যেতে পারবেনা আমার মনে হয়। আগামী আগস্ট 20000 ডলার হতে পারে। এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
আগামী আগষ্টে বিটিসি 30000 ডলারের উপরে যাবে।
এতদূর যেতে পারবেনা আমার মনে হয়। আগামী আগস্ট 20000 ডলার হতে পারে। এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই।
ক্রিপ্টো কারেন্সির ভবিষ্যৎ বলা খুবই কঠিন এটি চাইলে ১ রাতের মধ্যেই ২০,০০০ হতে পারে আশা করি আপনার টার্গেট পুরা হবে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
আগামী আগষ্টে বিটিসি 30000 ডলারের উপরে যাবে।
এতদূর যেতে পারবেনা আমার মনে হয়। আগামী আগস্ট 20000 ডলার হতে পারে। এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই।
ক্রিপ্টো কারেন্সির ভবিষ্যৎ বলা খুবই কঠিন এটি চাইলে ১ রাতের মধ্যেই ২০,০০০ হতে পারে আশা করি আপনার টার্গেট পুরা হবে।
হ্যাঁ আপনি ঠিক বলছেন কিউটো কারেন্সির ভবিষ্যৎ বলা খুবই কঠিন। চাইলে এক রাতের মধ্যেই 20,000 ডলার ছাড়িয়ে যেতে পারে আবার চাইলে এক রাতের মধ্যে 5000 ডলার নেমে আসতে পারে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেউ গণনা করতে পারেনা।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
আগামী আগষ্টে বিটিসি 30000 ডলারের উপরে যাবে।
এতদূর যেতে পারবেনা আমার মনে হয়। আগামী আগস্ট 20000 ডলার হতে পারে। এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই।
ক্রিপ্টো কারেন্সির ভবিষ্যৎ বলা খুবই কঠিন এটি চাইলে ১ রাতের মধ্যেই ২০,০০০ হতে পারে আশা করি আপনার টার্গেট পুরা হবে।
হ্যাঁ আপনি ঠিক বলছেন কিউটো কারেন্সির ভবিষ্যৎ বলা খুবই কঠিন। চাইলে এক রাতের মধ্যেই 20,000 ডলার ছাড়িয়ে যেতে পারে আবার চাইলে এক রাতের মধ্যে 5000 ডলার নেমে আসতে পারে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেউ গণনা করতে পারেনা।
হ্যা ঠিক বলছেন, হোয়েল রা চাইলে বিটিচি কে যে কোন কিছু করতে পারে। হয়তো এক লাফে ২০ হাজার না হয় ৫ হাজার। তবে আমার মনে হচ্ছে আমেরিকা নির্বাচন শেষে বিটিচির উপর একটা এফেক্ট পরবে।
-
বিটকয়েনের সম্পর্কে একেকজনের একেকরকম বক্তব্য ছিল। আসলে কার ওটাই ঠিক হয়নি।অনেকে ধারণা করেছিল রিকার নির্বাচনে বোধহয় বিটকয়েনের দাম কমে যাবে। কিন্তু পুরোপুরি তার উল্টোটা হয়েছে।
-
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
2021 সালে এসে বিট কয়েনের মূল্য অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আগে বিট কয়েনের মূল্য সর্বোচ্চ 20,000 ছিল। কিন্তু বর্তমানে বিট কয়েনের মূল্য প্রায় 60 হাজার ডলার অতিক্রম করেছে। আশা করছি ভবিষ্যতে বিট কয়েনের মূল্য আরো অনেক বৃদ্ধি পাবে।