Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আগস্ট শেষ হয়ে এখন অক্টোবর শেষের দিকে কিন্তু বিটিসির দাম ঠিক আগের মতই সেই রকম কোনো পরিবর্তন দেখা যায়নি আমার ধারণা আগামী 21 সালের আগে আর কোনো পরিবর্তন হবে না।
Quote from: sky20 on October 19, 2020, 05:35:27 PMআগস্ট শেষ হয়ে এখন অক্টোবর শেষের দিকে কিন্তু বিটিসির দাম ঠিক আগের মতই সেই রকম কোনো পরিবর্তন দেখা যায়নি আমার ধারণা আগামী 21 সালের আগে আর কোনো পরিবর্তন হবে না।ভাই বর্তমানে কিন্তু বিটিসি দাম বেড়েছে। এবং কি আমি করি 21 সালের মধ্যে বিটিসি পূর্বের অবস্থায় ফিরে যাবে।
বেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা যে কেউ ট্রাফিক বানানোর সময় একটু ভাল করে খেয়াল করে বানাবেন। আসলে আপনি কি লিখেছেন সেটা ভালো করে দেখে নিবেন। বিটকয়েনের দাম আগস্টের মধ্যে 13000 ডলার হবে এটা সিওর আছে। তবে আগস্টের মধ্যে 130k কখনোই হবে না।
১৩ কে নয়। অক্টোবরে এসে বিটকয়েন ১৪ কে তে হিট করলো। এটি একটু ভালো খবর। এটি আস্বাস দিচ্ছে যে এটি আবারো সেই ২০১৭ হালের মতো হতে যাচ্ছে। হয়তবে সেই রেকর্ড ও ভাংবে
Quote from: Lutera94 on August 21, 2020, 12:30:01 PMবেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?আগামী আগষ্টে বিটিসি 30000 ডলারের উপরে যাবে।
Quote from: mahid on November 03, 2020, 08:13:45 AMQuote from: Lutera94 on August 21, 2020, 12:30:01 PMবেশ কিছুদিন ধরে বিটিসি স্থির অবস্থায় রয়েছে, এই অবস্থায় মার্কেট কোন দিকে মুভ করে বলা মুশকিল। বর্তমানে 11.8k$ এর আশেপাশে আছে, এখান থেকে যদি আপট্রেন্ডে যায় তাহলে এই মাসে কতদুর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?আগামী আগষ্টে বিটিসি 30000 ডলারের উপরে যাবে। এতদূর যেতে পারবেনা আমার মনে হয়। আগামী আগস্ট 20000 ডলার হতে পারে। এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই।