Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on September 12, 2020, 01:57:51 PM
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
-
আমিও ইদানিং লক্ষ্য করছি এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। দাম এমন হারে বৃদ্ধি পেতে শুরু করেছে, আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আপনারা এর দাম যদি লক্ষ করে থাকেন তাহলে দেখতে পাবেন গত কয়েকদিনে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তাই আমার এই মুহূর্তে এই বিষয় নিয়ে কি বলা উচিত তা জানি না।
Cmc: https://coinmarketcap.com/currencies/yearn-finance/
-
আমিও ইদানিং লক্ষ্য করছি এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। দাম এমন হারে বৃদ্ধি পেতে শুরু করেছে, আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আপনারা এর দাম যদি লক্ষ করে থাকেন তাহলে দেখতে পাবেন গত কয়েকদিনে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তাই আমার এই মুহূর্তে এই বিষয় নিয়ে কি বলা উচিত তা জানি না।
Cmc: https://coinmarketcap.com/currencies/yearn-finance/
শুনা যাচ্ছে এটা নাকি কয়েনবেইসে এড হবে, যদি তাই ই হয় তাহলে আরো অনেকদুর যাবে। আসলে ক্রিপ্টো কখন কি করে দেয় বলা মুশকিল। আমার মতে টপ ১০০ কয়েনগুলির রেগুলার আপডেট জানা থাকলে হয়তো সুযোগগুলো মিস হতো না।
-
আমিও ইদানিং লক্ষ্য করছি এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। দাম এমন হারে বৃদ্ধি পেতে শুরু করেছে, আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আপনারা এর দাম যদি লক্ষ করে থাকেন তাহলে দেখতে পাবেন গত কয়েকদিনে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তাই আমার এই মুহূর্তে এই বিষয় নিয়ে কি বলা উচিত তা জানি না।
Cmc: https://coinmarketcap.com/currencies/yearn-finance/
শুনা যাচ্ছে এটা নাকি কয়েনবেইসে এড হবে, যদি তাই ই হয় তাহলে আরো অনেকদুর যাবে। আসলে ক্রিপ্টো কখন কি করে দেয় বলা মুশকিল। আমার মতে টপ ১০০ কয়েনগুলির রেগুলার আপডেট জানা থাকলে হয়তো সুযোগগুলো মিস হতো না।
কয়েনবেস এ add করলে অনেক জনপ্রিয় হবে। আরও bitcoin এর মতো লেনদেন হবে। আর এই কয়েন এর নিজস্ব ওয়ালেট আছে কিনা। সেটা জানি জানি না। তবে নিজস্ব ওয়ালেট থাকে তাহলে ভাল হবে।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
YFI সম্পর্কে তেমন কোন ধারণা নেই আমার কিন্তু আপনার এই পোস্টটি পড়ে জানলাম। এইYFI জনপ্রিয়তা আসলে কারো কাছে কিছু শুনিনি। এই কয়েনটি আসলে কি করলে বিট কয়েনের মতো সবার কাছে পরিচিত হবে একটু দয়া করে বলবেন।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
YFI সম্পর্কে তেমন কোন ধারণা নেই আমার কিন্তু আপনার এই পোস্টটি পড়ে জানলাম। এইYFI জনপ্রিয়তা আসলে কারো কাছে কিছু শুনিনি। এই কয়েনটি আসলে কি করলে বিট কয়েনের মতো সবার কাছে পরিচিত হবে একটু দয়া করে বলবেন।
কয়েনবেস এ add করা হলে আমাদের দেশে বেশি পরিচিতি পাবে। কারণ আমাদের দেশের সেসব ইউজার রয়েছে তারা কয়েনবেস এর মাধ্যমে লেনদেন করে থাকেন। তবে কয়েনটি ভাল ভাল এক্সচেঞ্জ এ লিস্ট রয়েছে। আরও প্রচার প্রচারণার প্রয়োজন রয়েছে। তাহলে সম্ভব হবে।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
YFI এটি একটি ভালো কয়েন ইহার দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর চেয়ে মূল্য অনেক বেশি। গত কয়েকদিনে YFI এর দাম তিনগুণ বৃদ্ধি পাচ্ছে।
-
YFI একটা ভালো প্লাটফর্ম বা একটা কয়েন। কিন্তু এই কয়েন সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। কিন্তু বিটকয়েন সম্পর্কে সকলেই জানে। এবং সারা বিশ্বে বিটকয়েন এর জনপ্রিয়তা অপরিসীম। আর বিটকয়েন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এক নাম্বার পজিশনে রয়েছে। তাই বিটকয়েন সকল কয়েনের রাজা।
-
৭৩৯$ এর একটি কয়েন এর দাম এত রাতারাতি $৪০k হয়ে যাবে। সেটা আমার কল্পনার বাইরে ছিল। july, 21 এর দাম ছিল ৭৩৯$। তবে এখন কিছুটা কমেছে। এখন এর দাম $35k রয়েছে।
-
YFI এর দাম শুনলে অবাক হয়ে যাই যে কারনে সেটা হল এর দাম নিয়ে। একটি YFI এর দাম বর্তমানে 36000 ডলার যে কেউ এটি শুনে অবাক হবেন এটাই স্বাভাবিক। কিন্তু এটাই সত্য এর দাম কিছু দিন আছে ছিল মাত্র 670 এর কাছা কাছি কিন্তু রাতা রাতি এর আমূল পরিবর্তন ঘটে যার কারনে এর দাম বিটকয়েনের দামের তিন গুন বেশি হয়েছে।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
দামের বড়াই করবেন নাকো, দাম দিয়ে কি হয়, দামের মাঝে পাবেন নাকো কয়েনের পরিচয়। জি, দাম দিয়ে বিটকয়েনের সাথে কারো তুলনা হয়না। কত কয়েন আসলো গেলো, সাময়িক দাম নিয়ে আবার হারিয়ে গেছে। যেমন রাশিয়ান ওয়েল নামে একটা কয়েন ছিলো যেটার দাম ছিলো বিটকয়েনের দামের দ্বিগুন অথচ সেটা এখন নাই হয়ে গেছে। তাই সাময়িক ভুংচাং টোকেনের দাম দিয়ে বিটকয়েনের তুলনা করা বোকামি ছাড়া কিছুই না। YFI নাম ডেফি কয়েনের যেভাবে দাম বাড়তেছে তাতে যে কোন সময় এটা ব্লাস্ট হতে পারে। তাই সতর্ক হয়ে বিনিয়োগ করা উচিৎ।
-
বিটকয়েনের সাথে কোনো কিছুর তুলনা হয় না। দাম বেশি থাকলেই সেইটা ভালো হয় না। বিটকয়েন হলো জনপ্রিয় একটা কয়েন আর ক্রিপ্টোকারেন্সির মাথা। বিটকয়েন এর চেয়ে ভালো কিছু এখনো হয়নাই আর ভবিষ্যৎ এও হবে না
-
বিটকয়েনের সাথে কোনো কিছুর তুলনা হয় না। দাম বেশি থাকলেই সেইটা ভালো হয় না। বিটকয়েন হলো জনপ্রিয় একটা কয়েন আর ক্রিপ্টোকারেন্সির মাথা। বিটকয়েন এর চেয়ে ভালো কিছু এখনো হয়নাই আর ভবিষ্যৎ এও হবে না
একদম সত্য কথা। বিটকয়েন হচ্ছে রাজার রাজা, ক্রিপ্টোর রাজা। তাই কোন সাময়িক কয়েনের সাথে এর তুলনা করা ঠিক নয়। এ যাবৎ কালে বিটকয়েনের সমান কোন কয়েন আসেনি আর ভবিষ্যতে আসবে কিনা সেটা ভবিষ্যতে বলা যাবে।
-
বিটকয়েনের সাথে কোনো কিছুর তুলনা হয় না। দাম বেশি থাকলেই সেইটা ভালো হয় না। বিটকয়েন হলো জনপ্রিয় একটা কয়েন আর ক্রিপ্টোকারেন্সির মাথা। বিটকয়েন এর চেয়ে ভালো কিছু এখনো হয়নাই আর ভবিষ্যৎ এও হবে না
একদম সত্য কথা। বিটকয়েন হচ্ছে রাজার রাজা, ক্রিপ্টোর রাজা। তাই কোন সাময়িক কয়েনের সাথে এর তুলনা করা ঠিক নয়। এ যাবৎ কালে বিটকয়েনের সমান কোন কয়েন আসেনি আর ভবিষ্যতে আসবে কিনা সেটা ভবিষ্যতে বলা যাবে।
ভবিষ্যতেও আসবে না। কারন বাপ সব সময় বাপই থাকে। ছেলে মেয়ে যতই বড়, শিক্ষিত, শক্তিশালী হোক না কেনো বাপের চাইতে কখনই হতে পারে না। বিটকয়েন হলো তেমনই ক্রিপ্টোকারেন্সির বাপ।
-
যতদুর জানি এটি খুব শিগরই কয়েনবেজে এড হবে। আর তা যদি হয় তা হলে এটি তে মানুষের আস্থা ব্যাপক হারে বেড়ে যাবে। এর দাম তখন এর কয়েকগুন বেড়ে যেতে পারে বা তার চেয়েও বেশি হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি বিটকয়েন কে পেছনে ফেলে দিবে।
-
যতদুর জানি এটি খুব শিগরই কয়েনবেজে এড হবে। আর তা যদি হয় তা হলে এটি তে মানুষের আস্থা ব্যাপক হারে বেড়ে যাবে। এর দাম তখন এর কয়েকগুন বেড়ে যেতে পারে বা তার চেয়েও বেশি হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি বিটকয়েন কে পেছনে ফেলে দিবে।
কয়েনবেজে লিস্ট হতে হলে কয়েনটিকে আরো ডেভেলপ করতে হবে। BNB এর মতো টোকেন এখনো কয়েনবেজে লিস্ট হতে পারেনি। তবে দেখা জাক কি হয়
-
সল্প সময়ের মধ্যে হঠাৎ করে নতুন একটি কয়েন বিটকয়েন কে পেছনে ফেলে দিল সেটি হল YFI. শোনা যাচ্ছে এটি কয়েনবেজে এড হবে তা হলে অবশ্যই বলতে হবে এটি বিটকয়েনের চেয়ে ভাল ।
-
সল্প সময়ের মধ্যে হঠাৎ করে নতুন একটি কয়েন বিটকয়েন কে পেছনে ফেলে দিল সেটি হল YFI. শোনা যাচ্ছে এটি কয়েনবেজে এড হবে তা হলে অবশ্যই বলতে হবে এটি বিটকয়েনের চেয়ে ভাল ।
কখনই না। এটা একটা বাবল এবং আমার দৃড় বিশ্বাস কিছুদিন পরে এটা ব্লাস্ট হবে তখন বিনিয়োগকারীরা হতাশায় ডুববে। আর বিটকয়েনের চেযে কিভাবে এটা ভালো কয়েন হয়? কোন যুক্তিতে? হয় তাদের নিজস্ব ব্লকচেইন এর ভিত্তিতে, নতুবা ব্যবহারের ভিত্তিতে, নতুবা জনপ্রিয়তার ভিত্তিতে, নতুবা মার্কেটক্যাপের ভিত্তিতে। কোন ক্যাটাগরিতেই এটা বিটকয়েনের চেয়ে এগিয়ে নয়। শুধু মাত্র সাময়িক দামে একটু বেশি। মনে রাখবেন, যত গর্জে তত বর্ষে না।
-
দামের দূরুত্বে YFI এগিয়ে আছে কয়েক গুন বেশি বিটকয়েনের থেকে। কিন্তু নির্ভরতার দিক থেকে অবশ্যই বিটকয়েন এগিয়ে। এটি বলার অপেক্ষা রাখেনা। বিটকয়েন বিশ্বের সর্বস্তরের মানুষের পরিচিত একটি ক্রিপ্টোকারেন্সি। এটির গ্রহন যোগ্যতা সবার কাছে অন্যরকম। তাই আমি মনে করি বিটকয়েন ই ভাল।
-
যতদুর জানি এটি খুব শিগরই কয়েনবেজে এড হবে। আর তা যদি হয় তা হলে এটি তে মানুষের আস্থা ব্যাপক হারে বেড়ে যাবে। এর দাম তখন এর কয়েকগুন বেড়ে যেতে পারে বা তার চেয়েও বেশি হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি বিটকয়েন কে পেছনে ফেলে দিবে।
YFI কয়েনবেজে তালিকাভূক্ত হোক বা এর দাম বর্তমানে যত বেশিই হোক ক্রিপ্টোজগতে এখনও বিটকয়েনই সেরা। YFI এর দাম গত জুলাই মাসেও ছিল ৭০০ ডলারের মতো , সেটা অতি অল্প সময়ে ৪০০০০ ডলারের ও বেশী হয়ে যায়; আজও প্রায় ২৫ হাজার ডলারের মত। আমি মনেকরি YFI এর এই দাম বৃদ্ধি স্বাভবিক না, যে কোন সময় ধস নামতে পারে। অন্যদিকে বিটকয়েন একটা স্থিতিশীল ও জনপ্রিয় , বিশ্বস্ত মুদ্রা।
-
দামের দূরুত্বে YFI এগিয়ে আছে কয়েক গুন বেশি বিটকয়েনের থেকে। কিন্তু নির্ভরতার দিক থেকে অবশ্যই বিটকয়েন এগিয়ে। এটি বলার অপেক্ষা রাখেনা। বিটকয়েন বিশ্বের সর্বস্তরের মানুষের পরিচিত একটি ক্রিপ্টোকারেন্সি। এটির গ্রহন যোগ্যতা সবার কাছে অন্যরকম। তাই আমি মনে করি বিটকয়েন ই ভাল।
যারা ত্রিপ্টোদে কাজ করে তাদের মতামত নেন তাহলে দেখবেন শতকরা ৯৯ শতাংশ লোকই বলবে বিটকয়েন সেরা, বিটকয়েন সবার কাছে গ্রহণযোগ্য। তাই YFI এর মত নতুন কয়েন মার্কেটে এসে খেলা দেখালেই মনে করা যাবেনা এটা অমুক কয়েনের চেয়ে ভালো বরং লং টার্মে তাদের পারফরমেন্স দেখে বিবেচনা করতে হবে।
-
দামের দূরুত্বে YFI এগিয়ে আছে কয়েক গুন বেশি বিটকয়েনের থেকে। কিন্তু নির্ভরতার দিক থেকে অবশ্যই বিটকয়েন এগিয়ে। এটি বলার অপেক্ষা রাখেনা। বিটকয়েন বিশ্বের সর্বস্তরের মানুষের পরিচিত একটি ক্রিপ্টোকারেন্সি। এটির গ্রহন যোগ্যতা সবার কাছে অন্যরকম। তাই আমি মনে করি বিটকয়েন ই ভাল।
যারা ত্রিপ্টোদে কাজ করে তাদের মতামত নেন তাহলে দেখবেন শতকরা ৯৯ শতাংশ লোকই বলবে বিটকয়েন সেরা, বিটকয়েন সবার কাছে গ্রহণযোগ্য। তাই YFI এর মত নতুন কয়েন মার্কেটে এসে খেলা দেখালেই মনে করা যাবেনা এটা অমুক কয়েনের চেয়ে ভালো বরং লং টার্মে তাদের পারফরমেন্স দেখে বিবেচনা করতে হবে।
YFI এর দাম কমতে শুরু করেছে এবং এর জনপ্রিয়তা হারাচ্ছে। তাই আমি মনে করি yfi বাজারে রাজত্ব করতে পারবেনা। বিটকয়েন এর যোগ্য আসলে কোন কয়েন হয় না।
-
দামের দূরুত্বে YFI এগিয়ে আছে কয়েক গুন বেশি বিটকয়েনের থেকে। কিন্তু নির্ভরতার দিক থেকে অবশ্যই বিটকয়েন এগিয়ে। এটি বলার অপেক্ষা রাখেনা। বিটকয়েন বিশ্বের সর্বস্তরের মানুষের পরিচিত একটি ক্রিপ্টোকারেন্সি। এটির গ্রহন যোগ্যতা সবার কাছে অন্যরকম। তাই আমি মনে করি বিটকয়েন ই ভাল।
যারা ত্রিপ্টোদে কাজ করে তাদের মতামত নেন তাহলে দেখবেন শতকরা ৯৯ শতাংশ লোকই বলবে বিটকয়েন সেরা, বিটকয়েন সবার কাছে গ্রহণযোগ্য। তাই YFI এর মত নতুন কয়েন মার্কেটে এসে খেলা দেখালেই মনে করা যাবেনা এটা অমুক কয়েনের চেয়ে ভালো বরং লং টার্মে তাদের পারফরমেন্স দেখে বিবেচনা করতে হবে।
YFI এর দাম কমতে শুরু করেছে এবং এর জনপ্রিয়তা হারাচ্ছে। তাই আমি মনে করি yfi বাজারে রাজত্ব করতে পারবেনা। বিটকয়েন এর যোগ্য আসলে কোন কয়েন হয় না।
হা, দাম কমতেছে এবং ফিউচারে আরো কমবে বলে আমি দৃঢ় বিশ্বাসী। তাই যারা বিনিয়োগ করতেছে এখানে তাদের সতর্ক হওয়া উচিৎ নতুবা সামনে আফসোস করা ছাড়া উপায় থাকবেনা। এটা হচ্ছে একদিনে গেইনার হওয়ার মত ব্যাপার ছিলো। যারা শুরুতে বিনিয়োগ করেছে তারা গেইনার এখন যারা কিনেছেন তাদের জন্য হতাশা।
-
YFI বর্তমানে মার্কেটের একটি জনপ্রিয় কয়েন। এর দাম কিছুদিন আগে লক্ষ করলে দেখা যাবে অনেকটাই কম ছিল কিন্তু বর্তমানে এর দাম শুনলে সবাই অবাক হবে। প্রায় 3600 ডলারের কাছাকাছি কিন্তু এর দাম দিন দিন বেড়েই চলছে।
-
এই কয়েনটি কিছুদিন আগেও এর মার্কেট ভালো ছিল কিন্তু বর্তমানে এই কয়েনের মূল্য বিটকয়েন থেকে ছাড়িয়ে গেছে।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
আমি মনে করি yfi বাজারে রাজত্ব করতে পারবেনা। কারণ yfi এর দাম কমতে শুরু করেছে।YFI এর দাম গত জুলাই মাসেও ছিল ৭০০ ডলারের মতো , সেটা অতি অল্প সময়ে ৪০০০০ ডলারের ও বেশী হয়ে যায়; আজও প্রায় ২৫ হাজার ডলারের মত।
-
একচুয়ালি আমার মতে বিটকয়েন সকল কয়েনের রাজা। এই বিটকয়েন সারা বিশ্বের মানুষ ব্যবহার করে থাকে। এই বিটকয়েন কে পিছে ফেলে আজ বলতো কোন কয়েন উঠতে পারেনি। আমার কাছে YFI বিটকয়েন এর গুরুত্ব অনেক বেশি।
-
YFI এর মার্কেট প্রাইস কয়েক মাস আগেও দেখেছি অনেকটাই কম। কিন্তু বর্তমানে দেখা যায় তিন বিটকয়েনের সমান এক YFI । আর আমরা তো জানি সকল কয়েনের রাজা হল বিটকয়েন। যেহেতু এখন পর্যন্ত কোন কয়েন বিটকয়েনের থেকে এগিয়ে যেতে পারেনি আমার মনে হয় বিটকয়েন এর দাম এর থেকেও বেশি হবে।
-
এই কয়েনটি কিছুদিন আগেও এর মার্কেট ভালো ছিল কিন্তু বর্তমানে এই কয়েনের মূল্য বিটকয়েন থেকে ছাড়িয়ে গেছে।
বিটকয়েন থেকে এই কয়েনটি যতই ছাড়িয়ে যাক আমার মন বলছে হয়তো কিছুদিনের মধ্যেই এর থেকে ছাড়িয়ে যাবে বিটকয়েনের দাম।তো আজ পর্যন্ত কোনো কয়েন বিটকয়েনের থেকে উপরে উঠে যেতে পারেনি।
-
YFI বিটকয়েনের চেয়েও দামি এটা ঠিক। গতকিছু দিন হল এই কয়েন টি বাজারে এসেছে। আসার সাথে সাথে এর দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি এই কয়েন অনেক ভালে তবে যদি বলি বিটকয়েনের চেয়ে ভাল তখন আমার এ বিষয়ে একটু দ্বিমত আছে। কারন বিটকয়েন হল বিনিয়োগকারীদের একটি নির্ভরযোগ্য স্থান
-
খারাপ না। তবে বিটকয়েনের মত এতটা গ্রহন যোগ্যতা নেই এই কয়েনের। যদিও বিটকয়েন দামের দিক থেকে কম কিন্তু নির্ভরতার ক্ষেত্রে অনেক বেশি।
-
আমি এই কয়েন টা নিয়ে একটু উদগ্রিব ছিলাম। কখন কিভাবে এটি বাজারে আসল। কোন বাউন্টি তো পাই নি। এখন পর্যন্ত এটি নিয়ে আমার কৌতুহল আছে। তাই যদি কেউ এই বিষয়ে জানেন তাহলে প্লিজ জানাবেন।
-
বিটকয়েন এর চেয়ে এর দাম বৃদ্ধির হার অনেক বেশি কিন্তু বিটকয়েনের সমান হতে অনেক সময় লাগবে ।
-
আমি এই কয়েন টা নিয়ে একটু উদগ্রিব ছিলাম। কখন কিভাবে এটি বাজারে আসল। কোন বাউন্টি তো পাই নি। এখন পর্যন্ত এটি নিয়ে আমার কৌতুহল আছে। তাই যদি কেউ এই বিষয়ে জানেন তাহলে প্লিজ জানাবেন।
বাউন্টি আমরাও পাইনি। হঠাৎ দেখলাম কয়েনমার্কেটক্যাপে লিস্ট হয়ে দাম দেখাচ্ছে ১৪০০০ ডলার। কয়েকদিন পর্যবেক্ষণ করতে লাগলাম দেখি দাম বাড়তে বাড়তে ৪০০০০ ডলার ছাড়িয়ে গেলো। আবার কমতে কমতে আজকে দেখলাম ১৪৭৫০ ডলারের মত দাম আছে। কয়েনটা পুরাই হাইপ। যারা বেশি দামে কিনেছে তাদের মাথায় হাত এখন।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
আসলে ক্রিপ্টো বাজারে কখন কি হয় তা সঠিকভাবে বলা মুশকিল সাম্প্রতিক ওয়াই এফ আই এর মূল্য বাড়লেও আমার মনে হয় এটির দাম আবার কমে যাবে, বিটকয়েন তার নিজের স্থান সবার ওপরে পাকা করে নিয়েছে তাই বিটকয়েন সবার উপরে থাকবে।
-
দামের দিক থেকে বিটকয়েনের চেয়ে বেশি কিন্তু গ্রহন যোগ্যতার দিক থেকে বিটকয়েন অনেক এগিয়ে। আশা করি বুঝতে পেড়েছেন আমি যা বলতে চেয়েছি।
-
YFI বিটকয়েন এর থেকে ভাল কিনা সেটা সঠিকভাবে বলতে পারবোনা। কিন্তু হঠাৎ করে এই কয়েনটি প্রাইজে এত বেড়ে গেছে সেটা ধারনার বাহিরে। তো লক্ষ করলে দেখা যায় এর প্রাইস কিছুদিন আগেও অনেকটা কম ছিল। কিন্তু এই কয়েনটি জনপ্রিয়তা এভাবে বেড়ে যাবে সেটা কেউ কল্পনা করতে পারেনি।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
ভাইয়া ক্রিপ্টো মার্কেট সব সময় পরিবর্তনশীল। কখন কি হয় বলা মুশকিল। বর্তমানে হঠাৎ করে ওয়াই এফ আই এই টোকেন টা অনেক এগিয়ে গেছে। কিন্তু বিটকয়েন সব গানের রাজা এটা আমরা সবাই জানি। ক্রিপ্টো মার্কেটে রাজ করতে এসেছে এই বিটকয়েন। সাময়িকভাবে কিছু কয়েন বিটকয়েন কে ছাড়িয়ে গেলেও আমি মনে করি বিটকয়েন কে টপকে মার্কেটে টিকে থাকা খুব টাফ ব্যাপার।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
ভাইয়া ক্রিপ্টো মার্কেট সব সময় পরিবর্তনশীল। কখন কি হয় বলা মুশকিল। বর্তমানে হঠাৎ করে ওয়াই এফ আই এই টোকেন টা অনেক এগিয়ে গেছে। কিন্তু বিটকয়েন সব গানের রাজা এটা আমরা সবাই জানি। ক্রিপ্টো মার্কেটে রাজ করতে এসেছে এই বিটকয়েন। সাময়িকভাবে কিছু কয়েন বিটকয়েন কে ছাড়িয়ে গেলেও আমি মনে করি বিটকয়েন কে টপকে মার্কেটে টিকে থাকা খুব টাফ ব্যাপার।
আপনার কথাটা ঠিক আছে আগে অনেক সময় লক্ষ করা গেছে কিছু কিছু কয়েন বিটকয়েনের থেকেও এগিয়ে গেলেও তা বেশিদিন উপরে গিয়ে থাকতে পারেনি। আমার মনে হয় এই কয়েনটি থাকতে পারবে না। পরেও ক্রিপ্টোকারেন্সি কোন কয়েন কোন দিকে যায় সেটা আসলে বলা যায়না। অনেক সময় দেখা গেছে অনেক পচা টোকেন গুলো বৃদ্ধি পেয়ে এরকম হয় যে সেটা ধরাছোঁয়ার বাইরে।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
এটা সত্যি অবাক করার মত। তবে এটি এখন স্বাভাবিক হয়ে গেছে। ডেফি প্রজেক্ট গুলোর প্রতি মানুষের ব্যাপক চাহিদা বেড়ে গেছে। যার ফলে বিটকয়েন বা অন্যান্য কয়েনের প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমেছিল তা আবার বৃদ্ধি পেয়েছে।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
আপনি ঠিকই বলেছেন হঠাৎ করেই প্রজেক্টি বুম হয়ে গেল। যখন প্রজেক্টি বাজারে সারে ফেলেছে বা জানতে পারলাম তখন দেখি এর দাম তুঙ্গে তখন আর কোন মত পরিস্থিতি নেই। বেশ কিছু দিন আগে এর প্রাইস খুবই কম ছিল। বর্তমানে বিটকয়েনের চেয়ে দামি কয়েন হয়ে গেছে মার্কেটে। তবে আমি বিট কয়েন কে বেশি ভালবাসি। আমি মনে করি বিটকয়েনই ভাল।
-
YFI নামের এই টোকেন এর মূল্য যতই বেশি হোক না কেন তবু আমি মনে করি বিটকয়েনের জনপ্রিয়তা সবথেকে বেশি। এবং আমি আরো মনে করি এটি বিটকয়েন এর উপরে গিয়ে খুব একটা বেশি দিন থাকতে পারবে না। পর্যন্ত কোন কয়েন কে বিটকয়েন এর উপর দিয়ে এগিয়ে থাকতে দেখি নি।
-
বিটকয়েন কিপটে কারেন্সি জগতে কয়েনের রাজা। যদিও ওয়াই এফ আই কয়েনের মূল্য বিটকয়েন এর চেয়ে বেশি। আমার কাছে মনে হয় এটা খুব কম সময়ের জন্য। আমার বিশ্বাস বিটকয়েনের বরাবর কেউ হতে পারবে না।
-
বিটকয়েনের সাথে কোনো কিছুর তুলনা হয় না। দাম বেশি থাকলেই সেইটা ভালো হয় না। বিটকয়েন হলো জনপ্রিয় একটা কয়েন আর ক্রিপ্টোকারেন্সির মাথা। বিটকয়েন এর চেয়ে ভালো কিছু এখনো হয়নাই আর ভবিষ্যৎ এও হবে না
একদম সত্য কথা। বিটকয়েন হচ্ছে রাজার রাজা, ক্রিপ্টোর রাজা। তাই কোন সাময়িক কয়েনের সাথে এর তুলনা করা ঠিক নয়। এ যাবৎ কালে বিটকয়েনের সমান কোন কয়েন আসেনি আর ভবিষ্যতে আসবে কিনা সেটা ভবিষ্যতে বলা যাবে।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত কারণ বিটকয়েন কে সকল কয়েনের রাজা বলা হয়|ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন অনেক বেশি জনপ্রিয়|
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
আমি আসলে সত্যি করে বলতে পারবোনা কোনটি সবথেকে ভালো। কিন্তু আমার কাছে বিটকয়েন সবথেকে জনপ্রিয়।
-
YFI কখনোই বিটকয়েনের থেকে ভাল হতে পারেনা কারন বিটকয়েক এক্তা প্রধান পেয়ার বলা জেতে পারে জেটার মাদ্ধ্যমে অন্য সকল প্রকার টোকেন বা কয়েন পরিচালিত হয়ে থাকে। তাই ভুল্ভাল কোনো টোকেন এ ইনভেস্ট না করাই ভালো।
-
YFI একটি জনপ্রিয় কয়েকটি । কিন্তু বিটকয়েন এর সাথে তুলনা করে YFI অনেক পিছিয়ে। বিটকয়েন হলো একটি জনপ্রিয় ব্লকচেইন প্ল্যাটফর্ম। এটি সারা বিশ্বে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে সারাবিশ্বে যতগুলা কয়েন রয়েছে তারমধ্যে বিটকয়েন অন্যতম। সকল কয়েন মার্কেট এ এর অবস্থান প্রথম। তাই আমি বলবো বিটকয়েন এর সাথে কোন কয়েন এর তুলনা হয়না।
-
YFI একটা ভালো প্লাটফর্ম বা একটা কয়েন। কিন্তু এই কয়েন সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। কিন্তু বিটকয়েন সম্পর্কে সকলেই জানে। এবং সারা বিশ্বে বিটকয়েন এর জনপ্রিয়তা অপরিসীম। আর বিটকয়েন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এক নাম্বার পজিশনে রয়েছে। তাই বিটকয়েন সকল কয়েনের রাজা।
ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি মতামত দিয়েছেন এবং আপনার মতামত থেকে অনেক কিছু শিখতে পারলাম। এবং ওয়াই এফ আই এইটুকুন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম ধন্যবাদ
-
Yfi কয়েনটি ইদানিং এর দাম বৃদ্ধি পাচ্ছে তবে মাঝে মাঝে একেবারেই নিম্নশ্রেণিতে নেমে যায়। তবে বিটকয়েন ধীরে ধীরে বৃদ্ধি পেলেও এর দাম নিম্নশ্রেণিতে আস্তে অনেকটা সময় লাগে তাই আমার মনে হয় Yfi এরচেয়ে বিটকয়েন অনেক সুবিধাজনক একটি করেন এবং একটি ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে ভালো একটি কয়েন।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
দামের বড়াই করবেন নাকো, দাম দিয়ে কি হয়, দামের মাঝে পাবেন নাকো কয়েনের পরিচয়। জি, দাম দিয়ে বিটকয়েনের সাথে কারো তুলনা হয়না। কত কয়েন আসলো গেলো, সাময়িক দাম নিয়ে আবার হারিয়ে গেছে। যেমন রাশিয়ান ওয়েল নামে একটা কয়েন ছিলো যেটার দাম ছিলো বিটকয়েনের দামের দ্বিগুন অথচ সেটা এখন নাই হয়ে গেছে। তাই সাময়িক ভুংচাং টোকেনের দাম দিয়ে বিটকয়েনের তুলনা করা বোকামি ছাড়া কিছুই না। YFI নাম ডেফি কয়েনের যেভাবে দাম বাড়তেছে তাতে যে কোন সময় এটা ব্লাস্ট হতে পারে। তাই সতর্ক হয়ে বিনিয়োগ করা উচিৎ।
।
মালাম ভাই আপনি ঠিকই বলেছেন শুধু দাম দিয়ে কোন কিছুর জনপ্রিয়তা যাচাই হয় না। বিটকয়েন হচ্ছে কয়েন মার্কেট এর রাজা এর সাথে কোন টোকেন এর তুলনা হয় না কেননা ওয়াই এফ আই একটি টোকেন এর দাম যাই হোক। এর দাম স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। বিটকয়েন কয়েন মার্কেট এর রাজা রাজার মতই থাকবে।
-
আমার কাছে মনে হয় এটা বিটকয়েন এর চেয়ে ভালো হবে। গত এক মাসে এ কয়েনের মূল্য ছিল 10 হাজার ডলার।। একমাস পর তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 24 হাজার ডলারে।
-
বিটকয়েনের সাথে কোনো কিছুর তুলনা হয় না। দাম বেশি থাকলেই সেইটা ভালো হয় না। বিটকয়েন হলো জনপ্রিয় একটা কয়েন আর ক্রিপ্টোকারেন্সির মাথা। বিটকয়েন এর চেয়ে ভালো কিছু এখনো হয়নাই আর ভবিষ্যৎ এও হবে না
একদম সত্য কথা। বিটকয়েন হচ্ছে রাজার রাজা, ক্রিপ্টোর রাজা। তাই কোন সাময়িক কয়েনের সাথে এর তুলনা করা ঠিক নয়। এ যাবৎ কালে বিটকয়েনের সমান কোন কয়েন আসেনি আর ভবিষ্যতে আসবে কিনা সেটা ভবিষ্যতে বলা যাবে।
আপনার কথায় আমি একমত কারণ বিটকয়েন আসলেই ক্রিপ্টোকারেন্সির রাজা তাই আমার মনে হয় কোন সাময়িক কয়েনের সাথে তুলনা করা এটা আসলেই কোনো ভাবে সঠিক হবে না ।
-
YFI কোন দিন আমি বলবো না যে বিটকয়েনের চেয়ে ভাল। কারন বিটকয়েন সারাবিশ্বে ট্রেড করে সব একচেঞ্জে এর লিস্ট আছে সেক্ষেত্রে YFI কয়েন টি কে অনেকেই চেনে না যদি দাম বেশি না হত তাহলে তো প্রশ্নই আসে না। সাপলাই কম তাই দামে এগিয়ে গিয়েছে। বিটকয়েন বেস্ট এর উপর কোন কয়েন আসবেনা।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন হুট করে এমন একটা টোকেন যে এত দ্রুত দাম বেড়ে গিয়ে দাঁড়াবে কেউ কখনো কল্পনাও আজকে দেখলাম YFI এর দাম 30 হাজার 800 ডলার তো বুঝতেই পারছেন এক YFI সমান1.55 বিটকয়েন ভবিষ্যতে এর দাম আরো কত বৃদ্ধি পাবে সে সম্পর্কে আমার কোন ধারণা নেই
-
আমি মনে করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কয়েন হচ্ছে বিটকয়েন।বিটকয়েন কে ছাড়িয়ে যদি কোন কয়েন উপরে চলে যায় অথবা বিটকয়েনের জায়গাটি দখল করতে চায় তাহলে সেটি স্থায়ী হবে না অস্থায়ী হবে। বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি রাজা বলা হয়। বিটকয়েনের অবস্থান বর্তমানে অনেকটাই ভালো। এটি খুবই দ্রুত পাম্প করে বিটকয়েন কে ছাড়িয়ে গেছে আবার ডাম্প করতে বেশি সময় লাগবে না। বিটকয়েনের জনপ্রিয়তা সারাবিশ্বেই রয়েছে কিন্তু ওয়াই এফ আই টোকন কিছুদিনের মধ্যে মার্কেটে ভালো অবস্থানে অবস্থান করেছে।
-
বিতক্যেন এখন যে পজিশনে আছে তাতে করে বলা যায় যে YFI কখনোই বিটকয়েনের থেকে ভালো অবস্থান তৈরি করতে পারবেনা এবং আমাদের এইসব টোকেন বা কয়েনে বেশি ইনভেস্ট করা ঠিক না , কারন অনেক সময় বেশি প্রফিট দিলেও বেশিরভাগ সময় ই এগুয়ালা থেকে লাভের চেয়ে লস বেশি হয়ে থাকে।
-
তবে market এ জা চলছে তাতে করে সেইরকম মনে হয় এত্ত তারাতারি এর মান কি ভাবে বিটকয়েন এর মানকেও ছারিয়ে গেল? তবে সুনা জাচ্ছে এই কয়েন নাকি আরও ভালো ভালো জায়গায় লিস্ট করবে জেমন কয়েনবেস। তাদের টিম ও অনেক ভালো মনে হয়।
-
আমার কাছে ওয়াই এফ আই কে বিটকয়েনের চেয়ে ভাল মনে হয়নি। এর পেছনে বেশ কিছু কারনও আছে। তাদের মধ্যে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপুর্ণ সেটি হল যে বিটকয়েন বিশ্বসেরা এবং এর কোন নিয়ন্ত্রক নেই। কো্ন টিম নেই। এটির এর নিজের গতিতে চলতে পারে। কিন্তু YFI ভিন্ন। এর রাতারতি দাম বাড়ার একমাত্র কারন হল যে কয়েন সংখ্য অনেক কম।
-
ওয়াই এফ আই কি বিট কয়েনের মতো কোনো সাইট নাকি। বিটকয়েন সম্পর্কে আমি যতটুকু জানি কিন্তু ওয়াই এফ আই সম্পর্কে কিছু জানি না।আলোচনা করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি।
-
ওয়াই এফ আই কি বিট কয়েনের মতো কোনো সাইট নাকি। বিটকয়েন সম্পর্কে আমি যতটুকু জানি কিন্তু ওয়াই এফ আই সম্পর্কে কিছু জানি না।আলোচনা করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি।
YFI এটা আলাদা একটি সাইট হঠাৎ করেই এর প্রাইস অনেক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এতটা যে বৃদ্ধি পাবে সবার কল্পনার বাহিরে। আবার কিন্তু এর প্রাইস আস্তে আস্তে কমে যাচ্ছে।ই টোকেন এর সাপ্লাই অনেক কম ছিল যে কারণে মানুষের চাহিদা ছিল অনেক তার জন্য হয়তো প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছিল। আসলেই আপনি নতুন এসেছেন তাই বিটকয়েন সম্পর্কে ভালভাবে জানেন না। বিটকয়েনের সাথে আসলে কাউকে তুলনা করা যায় না বিটকয়েন হচ্ছে শ্রেষ্ঠ কয়েন।
-
ওয়াই এফ আই টোকন কিছুদিনের মধ্যেই ভালো রকমের জনপ্রিয়তা লাভ করে নিয়েছে। বর্তমানে ওয়াই এফ আই টোকন বিটকয়েন এর উপরে চলে গিয়েছিল। যার কিছুদিন আগে বিটকয়েন এর চেয়ে অনেক বেশি প্রাইজ ছিল। এক ওয়াই এফ আই এর প্রাইজ ছিল 43 হাজার ডলার যা বর্তমান বিটকয়েন এর চেয়ে দ্বিগুণ। আমি মনে করি বিটকয়েন কে কখনো কোন কয়েন ছাড়িয়ে যেতে পারবেনা। যদিও যেতে পারে তাহলে সেটা স্থিতিশীল নয়।যে কোন কয়েন কয়েন বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারে। এই কয়েনটি বিটকয়েন এর চেয়ে কখনো ভালো হবে না। এটা আমি মনে করি।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
YFI টোকেন এর হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছিল আবার হঠাৎ করেই অনেক নিচে নেমে গিয়েছে। কিছুদিন বিনিয়োগকারীরা এর উপর অনেক ঝুঁকেছিল বলে এর বাই সেল অনেক বেশি হচ্ছিল বিদায় হঠাৎ করে অনেক দাম বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বিটকয়েন এমন নয় বিটকয়েন জন্ম থেকেই ক্রিপ্টোকারেন্সির রাজা। ক্রিপ্টোকারেন্সি মার্কেট শাসন করে যাচ্ছে এই বিটকয়েন। তাই YFI কখনোই বিটকয়েন এর চেয়ে ভালো হতে পারে না।
-
ভাই YFI যদি বিটকয়েনের থেকে এতটাই ভাল মুদ্রা হতো তাহলে অবশ্যই এই মুদ্রাটি সর্ব প্রথম স্থানে থাকা উচিত ছিল ক্রিপ্টোকারেন্সি মুদ্রাটি একেবারে নতুন মুদ্রা হওয়ায় এখনই বলা মুশকিল যে এটি বিটকয়েন এর থেকে ভালো মুদ্রা হবে কিনা তবে আমি মনে করি বিটকয়েনে সবথেকে ভালো মুদ্রা তবে আপনার টপিকের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
-
আমি মনে করি এটা কোনদিনই সম্ভব হবে না যে বিটকয়েন এর চেয়ে ভাল কোন কয়েন ক্রিপ্টোকারেন্সি জগতে আছে কারণ হলো ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা যেটা শুধু সারাবিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে তাই মনে করি yfi বিটকয়েন এর চেয়ে ভালো হবে না।
-
আমি মনে করি এটা কোনদিনই সম্ভব হবে না যে বিটকয়েন এর চেয়ে ভাল কোন কয়েন ক্রিপ্টোকারেন্সি জগতে আছে কারণ হলো ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা যেটা শুধু সারাবিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে তাই মনে করি yfi বিটকয়েন এর চেয়ে ভালো হবে না।
-
ইদানিং মার্কেটে লক্ষ্য করলে দেখা যায় বিটকয়েনের দাম কিন্তু আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে বর্তমানে বিটকয়েনের দাম 34 হাজার ডলার অতিক্রম করেছে কিন্তু yfi টোকেনটি হুট করে একবার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এখন কিন্তু বিটকয়েন এর চেয়ে অনেকটা নিম্নে চলে গিয়েছে বর্তমানে yfi টোকেন এর দাম 25 হাজার ডলারের উপরে তাই আমি মনে করি Yfi এর চেয়ে দ্বিগুণ ভালো হলো বিটকয়েন।
-
Yfi কখনো বিটকয়েন এর চেয়ে ভালো হতে পারে না। বিটকয়েন মুদ্রাটির সমতুল্য কোন মুদ্রা এখনও নেই ভবিষ্যতেও হবে না। কারণ সারা পৃথিবীব্যাপী লেনদেন ও বাণিজ্যের জন্য সর্বশেষ্ঠ মুদ্রা।
-
বিটকয়েন এবং YFI দুটিই কয়েনই অনেক হাই প্রাইসের কয়েন যা ক্রিপ্টোামার্কেটে অনেক পরিচিত। YFI এর দাম শুনেত প্র্রথম দিকে কেউ বিশ্বাস করতে চাইনি। কিন্তু পরবর্তিতে এর খোজ খবর নিয়ে জানা যায় যে হ্যা এটিও নুতন একটি কয়েন ডেফির আন্ডারে। তবে যে যাই বলুক বিটকয়েন ক্রিপ্টোজগতে সবসময় এগিয়ে থাকেবে। একে পেছনে ফেলানোর সাহস কারও নেই।
-
YFi এবং বিটকয়েন দুটি কয় নয় অনেক হাই প্রাইস এর কয়েন নামে পরিচিত। প্রথমদিকে কেউ বিশ্বাস করতে চাইনি কিন্তু প্রবর্তিতে এর খোঁজ খবর নিয়ে জানা যায় যে এটি নতুন একটি কয়েন জেফ এর আন্ডারে তবে আমার জানামতে বিটকয়েন এবং ওয়াইফাই দুটি করে নয় অনেক ভালো।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
আপনার কথায় আমি একমত কারণ এই প্রজেক্টে আমি কিছুদিন যাবৎ দেখতেছি একটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে মানুষের প্রতি আস্থা অর্জন করেছে।
-
আমরা অনেকেই জানিনা YFI আসলে কি এর দাম কেমন। তাই আমরা না জেনে উল্টাপাল্টা কমেন্ট করে থাকি। এক YFI সমান 4 বিট কয়েন।YFi এবং বিটকয়েন দুটি কয় নয় অনেক হাই প্রাইস এর কয়েন নামে পরিচিত।
-
YFI এর প্রাইস হঠাৎ করেই বিটকয়েন থেকে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছিল।কিন্তু যত কয়েন থাকুক না কেন বিটকয়েন এর উপরে গিয়ে বেশিদিন থাকতে পারবে না কারণ বিটকয়েন হচ্ছে সকল কয়েন এর রাজা। বর্তমানে বিটকয়েনের প্রাইস YFI এর থেকে অনেক বেশি। বিটকয়েনের সাথে কারো তুলনাকরা যাবে না কারণ বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মধ্যে সব থেকে মূল্যবান কয়েন।
-
আমরা অনেকেই জানিনা YFI আসলে কি এর দাম কেমন। তাই আমরা না জেনে উল্টাপাল্টা কমেন্ট করে থাকি। এক YFI সমান 4 বিট কয়েন।YFi এবং বিটকয়েন দুটি কয় নয় অনেক হাই প্রাইস এর কয়েন নামে পরিচিত।
এই পোষ্টের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। একটা কথা বুঝতে পেরেছি আপনি আসলে মার্কেট দেখেননি বেশ কিছুদিন আগে YFI এর প্রাইস 40 হাজার ডলারের উপরে ছিল। কিন্তু বর্তমানে এর প্রাইস কম রয়েছে। আগে মার্কেট ক্যাপ থেকে সম্পূর্ণ বিষয়ে জানুন তারপর পোস্ট করুন।
-
আপনাদের মত সিনিয়র ভাইদের কাছে থেকে এই ধরনের পোস্ট কোনদিনও আশা করিনি।YFI কিভাবে বিটকয়েন এর চেয়ে ভালো হয়।বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি অন্যতম সেরা একটি কয়েন। এটা কোনদিনই সম্ভব নয় যে ওয়াই এফ আই কয়েন বিটকয়েন এর চেয়ে ভালো।
-
বর্তমানে বিটকয়েন যে পর্যায়ে আছে তাকে কোনদিনও কোন কয়েন পিছনে ফেলে যেতে পারবেনা। কারণ বিজ্ঞানের একটি ভার্চুয়াল মুদ্রা। YFI হয়তো অতীতে বিটকয়েন থেকে দাম বেড়েছিল কিন্তু বর্তমানে বিটকয়েনের চে অনেক কমে গেছে। আর কোন মুদ্রা নেই যে বিটকয়েনকে ছাড়িয়ে যেতে পারে।
-
সম্প্রতি হুট করে একটি প্রজেক্ট বুম হয়ে গেলো
। অনেকের সিলেবাসের বাইরে থাকা সত্তেও দুর্দান্তভাবে YFI এগিয়ে যাচ্ছে। এখন ১ yfi সমান প্রায় ৪ বিটকয়েন। ভাবা যায়? হ্যা এমনটাই চলছে মার্কেটে। তো আপনার মন্তব্য কি YFI এর ব্যাপারে?
এটা কি আসলেই সত্যিই যদি সত্যি হয়ে থাকে এ সম্পর্কে বিস্তারিত যদি আলোচনা জেনে থাকেন তাহলে এখানে শেয়ার করবেন তাহলে আমরা ভালভাবে জানতে পারবো এবং এই সম্পর্কে বুঝতে পারবো আমার বিশ্বাস হচ্ছে না এই পোস্টটি করেছে 4 বিটকয়েন সমান 1Yfi.
তাই যদি কোন ব্যক্তি এই সম্পর্কে বিস্তারিত জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখানে আলোচনা করবেন যাতে করে আমাদের উপকারে আসে এবং জুনিয়র মেম্বাররা এখান থেকে এ সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারে ধন্যবাদ