YFI বিটকয়েন এর থেকে ভাল কিনা সেটা সঠিকভাবে বলতে পারবোনা। কিন্তু হঠাৎ করে এই কয়েনটি প্রাইজে এত বেড়ে গেছে সেটা ধারনার বাহিরে। তো লক্ষ করলে দেখা যায় এর প্রাইস কিছুদিন আগেও অনেকটা কম ছিল। কিন্তু এই কয়েনটি জনপ্রিয়তা এভাবে বেড়ে যাবে সেটা কেউ কল্পনা করতে পারেনি।