Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on October 20, 2020, 04:01:41 PM
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
-
ExCore Finance বাউন্টি নিয়ে আলোচনা
আজকে নতুন বাউন্টি পোস্ট হয়েছে বাউন্টি ডিটেকটিভের। ExCore Finance
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=174862.0
বাউন্টি বাজেট ২৪০ ExCore টোকেন যার আইসিও বা আইইও ভেল্যু হচ্ছে ৩০,০০০ ডলার।
বাউন্টি চলবে মাত্র ৪ উইক।
এখানে টুইটার, টেলিগ্রাম, আর্টিকেল এবং ভিডিও ক্যাম্পেইন আছে। যে যার মত পছন্দের ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন।
টেলিগ্রামে নিবে মাত্র ৩০০ জন, টুইটারে নিবে ৬০০ জন। যারা দুটিতেই জয়েন করে ঠিকমত কাজ করবেন তারা ৩০-৫০ ডলারের মত পেমেন্ট পাবেন বলে আশা করছি।
এই প্রজেক্টের আরো বিস্তারিত আলোচনায় আপনারও অংশ নেন।
-
আমি ম্যানেজার এর সাথে কথা বলেছি । সে ভালো প্রজেক্ট আনার চেষ্টা করে । তবে এই প্রজেক্টটি বর্তমান অনেক ভালো প্রজেক্ট। সবাই কাজ করতে থাকুন। আমি নিজেও জয়েন করেছি।
-
বর্তমানে বাউন্টি ডিটেকটিভের অনেকগুলো ভালো ভালো বাউন্টি চলছে আপনারা সবাই বাউন্টি গুলোতে অ্যাড হন।
-
আমি শুধুমাত্র টেলিগ্রামে জয়েন হয়েছি। আমার টুইটার একাউন্ট সাসপেন্ড হয়েছে। তাই এই যাত্রা য় আমি টুইটার অ্যাকাউন্টে অ্যাড হতে পারলাম না।
-
এখানে বাউন্টি ডিটেক্টিব ছাড়া অন্য ম্যনেজাররা বাউন্টি আনছেন না তেমন। অন্য ম্যনেজারাও যদি আনতো তাহলে ভালো হতো। ম্যনেজারদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা উচিৎ
-
আমিও জয়েন করেছি। ধন্যবাদ এমন একটা টপিক খোলার জন্য। এতে নতুনদের জন্য সুবিধা হবে। অনেকেই বুঝেনা কিভাবে কাজ করতে হবে বা কোনটা ভালো ক্যাম্পেইন হবে।
-
আমি আশা করছি এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হবে আলোচনার। কারন আমরা যারা কাজ করি, তারা এই বিষয়টা নিয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমার মনে হয় এই টপিক থেকে আমরা সবাই অনেক তথ্য সংগ্রহ করতে পারব যা আমাদের কাজের জন্য সহায়ক হবে।
-
ExCore Finance বাউন্টি প্রজেক্টা আমার কাছে ভালো মনে হচ্ছে, মাত্র চার সপ্তাহের বাউন্টি প্রজেক্ট। টুইটার ও টেলিগ্রমে পর্টিসিপেন্ট লিমিটেশন করে দিয়েছ; টুইটারে মাত্র ৬০০ জন ও টেলিগ্রামে মাত্র ৩০০ জন। আমি ইতো মধ্যে টুইটারে জয়েন করেছি, টেলিগ্রামে ও জয়েন করার ইচ্ছা ছিল; কিন্তু টেলিগ্রামে শর্ত দিয়েছে টেলিগ্রাম নেম এ শুধু একটি প্রজেক্টের নাম থাকবে অর্থাৎ তাদের টেলিগ্রাম প্রজেক্টে জয়েন করলে আর অন্য কোন প্রজেক্টের টেলিগ্রামে জয়েন করা যাবে না; তাই আপাতত টেলিগ্রাম ক্যাম্পেইন এ জয়েন করবো না।
-
ExCore Finance বাউন্টি প্রজেক্টা আমার কাছে ভালো মনে হচ্ছে, মাত্র চার সপ্তাহের বাউন্টি প্রজেক্ট। টুইটার ও টেলিগ্রমে পর্টিসিপেন্ট লিমিটেশন করে দিয়েছ; টুইটারে মাত্র ৬০০ জন ও টেলিগ্রামে মাত্র ৩০০ জন। আমি ইতো মধ্যে টুইটারে জয়েন করেছি, টেলিগ্রামে ও জয়েন করার ইচ্ছা ছিল; কিন্তু টেলিগ্রামে শর্ত দিয়েছে টেলিগ্রাম নেম এ শুধু একটি প্রজেক্টের নাম থাকবে অর্থাৎ তাদের টেলিগ্রাম প্রজেক্টে জয়েন করলে আর অন্য কোন প্রজেক্টের টেলিগ্রামে জয়েন করা যাবে না; তাই আপাতত টেলিগ্রাম ক্যাম্পেইন এ জয়েন করবো না।
ভাই টেলিগ্রামে যে শর্ত দিয়েছে তাতে অনেকেই টেলিগ্রামে জয়েন হতে পারবেনা। কেননা অনেকেই অন্যান্য টেলিগ্রাম ক্যাম্পেইনে অ্যাড আছে। একটিতে অ্যাড হলে এই প্রজেক্টটি অ্যাড হওয়া যাবে না।
-
ExCore Finance বাউন্টি প্রজেক্টা আমার কাছে ভালো মনে হচ্ছে, মাত্র চার সপ্তাহের বাউন্টি প্রজেক্ট। টুইটার ও টেলিগ্রমে পর্টিসিপেন্ট লিমিটেশন করে দিয়েছ; টুইটারে মাত্র ৬০০ জন ও টেলিগ্রামে মাত্র ৩০০ জন। আমি ইতো মধ্যে টুইটারে জয়েন করেছি, টেলিগ্রামে ও জয়েন করার ইচ্ছা ছিল; কিন্তু টেলিগ্রামে শর্ত দিয়েছে টেলিগ্রাম নেম এ শুধু একটি প্রজেক্টের নাম থাকবে অর্থাৎ তাদের টেলিগ্রাম প্রজেক্টে জয়েন করলে আর অন্য কোন প্রজেক্টের টেলিগ্রামে জয়েন করা যাবে না; তাই আপাতত টেলিগ্রাম ক্যাম্পেইন এ জয়েন করবো না।
ভাই টেলিগ্রামে যে শর্ত দিয়েছে তাতে অনেকেই টেলিগ্রামে জয়েন হতে পারবেনা। কেননা অনেকেই অন্যান্য টেলিগ্রাম ক্যাম্পেইনে অ্যাড আছে। একটিতে অ্যাড হলে এই প্রজেক্টটি অ্যাড হওয়া যাবে না।
আমি বিষয়টা অবগত ছিলাম না এই টপিকের মাধ্যমে সেটা জানতে পেরে আমি খুবই উপকৃত হলাম সবাইকে আপনাকে ধন্যবাদ।
-
বর্তমানে বাউন্টি ডিটেকটিভে অনেক ভালো ভালো কাজ চলছে আপনারা যারা এখনো বাউন্টি ডিটেকটিভ এ কাজগুলোতে জয়েন হন নি তারা দ্রুত সেই কাজগুলো তে জয়েন হয়ে কাজ করতে শুরু করুন আর এখন কাজ করলে কমবেশি পেমেন্ট পাবেন মাস্ট।
-
ধন্যবাদ আমরা অনেকেই আছি নতুন বাউন্টি আসলে খেয়াল করি ১ সপ্তাহ পরে গিয়ে। সে ক্ষেত্রে আমরা অনেক পরে জয়েন্ট করি এবং সর্ব শেষ রেজাল্ট হয় লিমিট শেষ হয়ে যায় আর আমরা যোগদান করার যোগ্যতা হারিয়ে ফেলি। সে জন্য আমি মনে করি আপনার পোষ্ট টি থেকে অনেকই দ্রুত যোগদান করতে পারবে ধন্যবাদ।
-
ExCore Finance বাউন্টি প্রজেক্টা আমার কাছে ভালো মনে হচ্ছে, মাত্র চার সপ্তাহের বাউন্টি প্রজেক্ট। টুইটার ও টেলিগ্রমে পর্টিসিপেন্ট লিমিটেশন করে দিয়েছ; টুইটারে মাত্র ৬০০ জন ও টেলিগ্রামে মাত্র ৩০০ জন। আমি ইতো মধ্যে টুইটারে জয়েন করেছি, টেলিগ্রামে ও জয়েন করার ইচ্ছা ছিল; কিন্তু টেলিগ্রামে শর্ত দিয়েছে টেলিগ্রাম নেম এ শুধু একটি প্রজেক্টের নাম থাকবে অর্থাৎ তাদের টেলিগ্রাম প্রজেক্টে জয়েন করলে আর অন্য কোন প্রজেক্টের টেলিগ্রামে জয়েন করা যাবে না; তাই আপাতত টেলিগ্রাম ক্যাম্পেইন এ জয়েন করবো না।
ভাই টেলিগ্রামে যে শর্ত দিয়েছে তাতে অনেকেই টেলিগ্রামে জয়েন হতে পারবেনা। কেননা অনেকেই অন্যান্য টেলিগ্রাম ক্যাম্পেইনে অ্যাড আছে। একটিতে অ্যাড হলে এই প্রজেক্টটি অ্যাড হওয়া যাবে না।
টেলিগ্রাম বাউন্টি মূলত দুই প্রকার। টেলিগ্রাম গ্রুপে জয়েন আরেকটা হচ্ছে টেলিগ্রাম এ্যামব্যাসেডর। এই প্রজেক্টের টা হচ্ছে টেলিগ্রাম এ্যামব্যাসেডর। একই সাথে একাধিক এ্যামব্যাসেডার আগে করা যেত কিন্তু এখন আর করা যায়না। এটার জন্য নামের পাশে তাদের প্রজেক্টের নাম এবং এভাটর লাগাতে হয় পাশাপাশি সপ্তাহে অন্তত মিনিমাম পোস্ট করতে হয় বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড টেলিগ্রাম গ্রুপে।
-
এখানে বাউন্টি ডিটেক্টিব ছাড়া অন্য ম্যনেজাররা বাউন্টি আনছেন না তেমন। অন্য ম্যনেজারাও যদি আনতো তাহলে ভালো হতো। ম্যনেজারদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা উচিৎ
দাদা ভাই আপনি তো ফোরামে অনেক পুরাতন একজন মেম্বার আপনি ইচ্ছে করলে ভালো ভালো ম্যানেজারের সাথে আলাপ করে প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন। বিটকয়েন্টক এ আপনার অভিজ্ঞতা আছে আমি আপনার প্রজেক্টে অংশগ্রহণ করেছিলাম। ট্রিপ প্রটোকল আপনার সাকসেসফুল বাউন্টি প্রজেক্ট এতে আমি কিছু প্রফিট পেয়েছিলাম।
-
এখানে বাউন্টি ডিটেক্টিব ছাড়া অন্য ম্যনেজাররা বাউন্টি আনছেন না তেমন। অন্য ম্যনেজারাও যদি আনতো তাহলে ভালো হতো। ম্যনেজারদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা উচিৎ
দাদা ভাই আপনি তো ফোরামে অনেক পুরাতন একজন মেম্বার আপনি ইচ্ছে করলে ভালো ভালো ম্যানেজারের সাথে আলাপ করে প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন। বিটকয়েন্টক এ আপনার অভিজ্ঞতা আছে আমি আপনার প্রজেক্টে অংশগ্রহণ করেছিলাম। ট্রিপ প্রটোকল আপনার সাকসেসফুল বাউন্টি প্রজেক্ট এতে আমি কিছু প্রফিট পেয়েছিলাম।
দাদা ভাই যদি চেস্টা করে তাহরে নতুন বাউন্টি আনতে পারবে তাই আমাদের সবার রিকোয়েস্ট থাকবে দ্রুত তিনি এই কাজ টি শুরু করবেন।
-
খুবেই ইফেকটিভি একটি পোস্ট হয়েছে। যে টা সকলের উপকারে আসবে। আমি আন্তরিক ভাবে যিনি পোস্ট করেছে তাকে ধন্যবাদ জানায়।
-
ExCore finance এ জয়েন করতে কি কোন রেঙ্ক প্রয়োজন? নাকি নতুন ইউজাররা জানাতে পারবে।
-
ExCore Finance বাউন্টি নিয়ে আলোচনা
আজকে নতুন বাউন্টি পোস্ট হয়েছে বাউন্টি ডিটেকটিভের। ExCore Finance
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=174862.0
বাউন্টি বাজেট ২৪০ ExCore টোকেন যার আইসিও বা আইইও ভেল্যু হচ্ছে ৩০,০০০ ডলার।
বাউন্টি চলবে মাত্র ৪ উইক।
এখানে টুইটার, টেলিগ্রাম, আর্টিকেল এবং ভিডিও ক্যাম্পেইন আছে। যে যার মত পছন্দের ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন।
টেলিগ্রামে নিবে মাত্র ৩০০ জন, টুইটারে নিবে ৬০০ জন। যারা দুটিতেই জয়েন করে ঠিকমত কাজ করবেন তারা ৩০-৫০ ডলারের মত পেমেন্ট পাবেন বলে আশা করছি।
এই প্রজেক্টের আরো বিস্তারিত আলোচনায় আপনারও অংশ নেন।
হ্যাঁ এই বাউন্টি টা অনেক ভালো। যারা এখনো জয়েন করেন নি তারা খুব দ্রুত জয়েন করে নেন। যেহেতু পার্টিসিপেট সংখ্যা সীমিত।
-
ExCore finance এ জয়েন করতে কি কোন রেঙ্ক প্রয়োজন? নাকি নতুন ইউজাররা জানাতে পারবে।
মিনিমাম জুনিয়র মেম্বার না হলে অধিকাংশ বাউন্টিতে একসেপ্ট করেনা। তাই জুনিয়র মেম্বার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন। অথবা আপনার টুইটার একাউন্টে ফলোয়ার যদি ৫০০+ হয় তাহলে জয়েন করুন, ম্যানেজার একসেপ্ট করলে করবে না হয় রিজেক্ট করবে।
-
ExCore Finance বাউন্টি নিয়ে আলোচনা
আজকে নতুন বাউন্টি পোস্ট হয়েছে বাউন্টি ডিটেকটিভের। ExCore Finance
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=174862.0
বাউন্টি বাজেট ২৪০ ExCore টোকেন যার আইসিও বা আইইও ভেল্যু হচ্ছে ৩০,০০০ ডলার।
বাউন্টি চলবে মাত্র ৪ উইক।
এখানে টুইটার, টেলিগ্রাম, আর্টিকেল এবং ভিডিও ক্যাম্পেইন আছে। যে যার মত পছন্দের ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন।
টেলিগ্রামে নিবে মাত্র ৩০০ জন, টুইটারে নিবে ৬০০ জন। যারা দুটিতেই জয়েন করে ঠিকমত কাজ করবেন তারা ৩০-৫০ ডলারের মত পেমেন্ট পাবেন বলে আশা করছি।
এই প্রজেক্টের আরো বিস্তারিত আলোচনায় আপনারও অংশ নেন।
ভাইয়া আপনি অনেক ভাল একটি উদ্যোগ নিয়েছেন। যেসকল বাউন্টি গুলা নতুন আছে সেইসকল বাউন্টি গুলোর লিংক আপনি শেয়ার করছেন এতে থেকে অনেক নতুন ইউজার রা উপকৃত হবে। আপনি অনেক বুদ্ধিমান এর একটি কাজ করেছেন।আমি যদি কারমা দিতে পারতাম তাহলে আপনাকে একটি প্লাস কারমা দিতাম এত সুন্দর একটা পোস্ট করার জন্য। আপনি চালিয়ে যান এভাবে সব সময় আপনি বাউন্টি গুলোর লিংক দিয়ে দিবেন তাতে করে অনেক ইউজাররা জয়েন হতে পারব। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।এই রকম পোস্ট করলে আমার মনে হয়না নতুন ইউজারদের কোন সমস্যা হবে।
-
ExCore finance এ জয়েন করতে কি কোন রেঙ্ক প্রয়োজন? নাকি নতুন ইউজাররা জানাতে পারবে।
জয়েন করতে কোন লিংক প্রয়োজন হয় না।তবে কিছু ক্ষেত্রে রেংক প্রয়োজন হয় যেমন আপনি যদি সিগনেচার জয়েন হতে চান তাহলে আপনার প্রয়োজন হবে। মিনিমাম মেম্বার হতে হবে। আশা করি বুঝতে পারছেনসিগনেচার ছাড়া বাকি সব গুলো তে জয়েন হতে কোন রেঙ্ক এর প্রয়োজন নেই
-
BTCBAM বাউন্টি নিয়ে আলোচনা
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=175003.0
বাউন্টি বাজেট: ১০০০০ ডলার।
বাউন্টি চলবে মাত্র ৪ সপ্তাহ।
প্রজেক্টটা বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পর্কিত।
আমার জানামতে ক্রিপ্টোকারেন্সি মাইনিং রিলেটেড বাউন্টি সাকসেস হয়না। আগেও কয়েকটা করেছিলাম, সব ফেইলড। সিগনেচারও করেছিলাম বিটকয়েনটকে। সুতারং আমার মতে মাইনিং রিলেটেড বাউন্টি ভেলূূলেস। আপনাদের মতামত কি?
-
এখন এই ফোরামে যেগুলো বাউন্টি চলতেছে সব বাউন্টি গুলো ভালো সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনারা কাজ করতে পারেন পেমেন্ট পাবেন আশা করা যায়।
-
@Malam90 আপনার এই উদ্দ্যোগটির জন্য সকলের পক্ষে স্বাগতম জানাই । আর একটি বিষয় লক্ষ্য করছি যে, অনেকে মাল্টিপল একাউন্ট ব্যবহার করে এবং সব ফোরাম থেকে ব্যান খায়। তাই সকল নতুন ব্যবহারকারীদেরকে একটি কথাই বলব, "চোরের দশদিন, গেরস্তের একদিনই যথেষ্ট"। তাই সকলে বেশি লোভ না করে, একে অন্যকে সহযোগিতা করি। আর আমি হয়তো Reddit নিয়ে এখানে একটি পোষ্ট করবো যেমন: কারমা কেমন করে বৃদ্ধি করবেন এবং কেমন করে কাজ করবেন। (যদিও এটি খুবই কম বাউন্টিতে থাকে, তবে এখান থেকে অন্য ক্যাম্পেইন থেকে ভালো টোকেন পাওয়া যায়)
-
Malam90 আপনার এই গুরুত্বপূর্ণ ও মহৎ উদ্যোগের জন্য আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। আমি মনে করি ফোরামে আপনার এই উদ্যোগটির জন্য আমাদের সবারই বিশেষ করে নতুন ইউজারদের জন্য অনেক কাজে আসবে। Excore বাউন্টি প্রজেক্টিং আমার কাছেও অনেক ভালো একটি প্রজেক্ট মনে হচ্ছে তাই এ প্রজেক্টে আমি অ্যাড হয়েছি। আশা করছি প্রজেক্ট কি সাকসেস হবে।
-
ExCore finance এ জয়েন করতে কি কোন রেঙ্ক প্রয়োজন? নাকি নতুন ইউজাররা জানাতে পারবে।
বাউন্টি ডিটেকটিভ সিগনেচার ব্যতীত সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন গুলোতে যুনিয়র মেম্বের না হলে প্রবলেম নাই। আপনি জয়েন হতে পারবেন।
-
@Malam90 আপনার এই উদ্দ্যোগটির জন্য সকলের পক্ষে স্বাগতম জানাই । আর একটি বিষয় লক্ষ্য করছি যে, অনেকে মাল্টিপল একাউন্ট ব্যবহার করে এবং সব ফোরাম থেকে ব্যান খায়। তাই সকল নতুন ব্যবহারকারীদেরকে একটি কথাই বলব, "চোরের দশদিন, গেরস্তের একদিনই যথেষ্ট"। তাই সকলে বেশি লোভ না করে, একে অন্যকে সহযোগিতা করি। আর আমি হয়তো Reddit নিয়ে এখানে একটি পোষ্ট করবো যেমন: কারমা কেমন করে বৃদ্ধি করবেন এবং কেমন করে কাজ করবেন। (যদিও এটি খুবই কম বাউন্টিতে থাকে, তবে এখান থেকে অন্য ক্যাম্পেইন থেকে ভালো টোকেন পাওয়া যায়)
যারা ডাবল আইডি ব্যবহার করেছে তাদের সতর্ক করে দেয়া হয়েছে, কপি পেস্টও সতর্ক করে দেয়া হয়েছে। তারা নিজেরা ভুল বুঝতে পেরেছে। আশা করি সামনের দিনগুলোতে তারা আর এমনটি করবে না।
আপনি আমাদের বাংলাবোর্ডে একটিভ থাকুন। আপনার পোস্ট কোয়ালিটি অনেক ভালো। জুনিয়র, সিনিয়র সবাই উপকৃত হবে। +১ কারমা।
-
বাউন্টি সম্পর্কে যারা জানেনা তারা এমনি আজেবাজে পোস্ট করে কারণ অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্টগুলোতে কমেন্ট করতেছে। বাউন্টি সম্পর্কে যদি না জানে তাহলে পোষ্ট কেমনে দেয়।
-
কেউ কি ক্লিনটেক্স বাউন্টি সম্পর্কে কিছু বলতে পারবেন? এটি প্রায় অনেক দিন ধরে চলতেছে কিন্তু এই প্রজেক্ট সমপর্কে কিছু জানি না। অভিজ্ঞদের মতামত চাচ্ছি।
-
কেউ কি ক্লিনটেক্স বাউন্টি সম্পর্কে কিছু বলতে পারবেন? এটি প্রায় অনেক দিন ধরে চলতেছে কিন্তু এই প্রজেক্ট সমপর্কে কিছু জানি না। অভিজ্ঞদের মতামত চাচ্ছি।
Clintex বাউন্টি ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এটা তাদের থ্রেডে বলাই আছে। তারা টোকেন সেন্ড করবে মেইন টোকেন সেল এর ৬ মাস পরে। অর্থাৎ এমন লম্বা সময় পরে দেখা যায় প্রজেক্ট ডেড হয়ে যায়। আমি দেখা মতে যতগুলো প্রজেক্ট এত লম্বা সময় পরে পেমেন্ট দিতে চেয়েছে তারা পরে হয় ডেড হয়ে গেছে অথবা চিটিং করে আর দেয়নি।
https://www.altcoinstalks.com/index.php?topic=165835
-
KingSwap বাউন্টি সম্পর্কে যদি কেউ কিছু জানেন তাহলে জানান।
-
KingSwap বাউন্টি সম্পর্কে যদি কেউ কিছু জানেন তাহলে জানান।
কিংসোয়াপ বাউন্টি তো এই ফোরামে পাবলিশ হয়নি। তাহলে এটা নিয়ে আলোচনা করা ঠিক হবে বলে মনে করছিনা। কারণ ওই বাউন্টির লিংক এখানে শেয়ার করা যায়না। শুধুমাত্র এই ফোরামে যেসব বাউন্টি পাবলিশ হবে সেগুলো নিয়ে আলোচনাই বেশি কার্যকরী হবে বলে মনে করছি।
-
কেউ কি ক্লিনটেক্স বাউন্টি সম্পর্কে কিছু বলতে পারবেন? এটি প্রায় অনেক দিন ধরে চলতেছে কিন্তু এই প্রজেক্ট সমপর্কে কিছু জানি না। অভিজ্ঞদের মতামত চাচ্ছি।
Clintex বাউন্টি ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এটা তাদের থ্রেডে বলাই আছে। তারা টোকেন সেন্ড করবে মেইন টোকেন সেল এর ৬ মাস পরে। অর্থাৎ এমন লম্বা সময় পরে দেখা যায় প্রজেক্ট ডেড হয়ে যায়। আমি দেখা মতে যতগুলো প্রজেক্ট এত লম্বা সময় পরে পেমেন্ট দিতে চেয়েছে তারা পরে হয় ডেড হয়ে গেছে অথবা চিটিং করে আর দেয়নি।
https://www.altcoinstalks.com/index.php?topic=165835
আমি খুবই অনুপ্রানিত যে আপনি আমার প্রশ্নে সারা দিয়েছেন। আপনারা এই সেক্টারে অনেক অভিজ্ঞ তাই আপনাদের সাথে থেকে কিছু শিখতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব।
-
KingSwap বাউন্টি সম্পর্কে যদি কেউ কিছু জানেন তাহলে জানান।
কিংসোয়াপ বাউন্টি তো এই ফোরামে পাবলিশ হয়নি। তাহলে এটা নিয়ে আলোচনা করা ঠিক হবে বলে মনে করছিনা। কারণ ওই বাউন্টির লিংক এখানে শেয়ার করা যায়না। শুধুমাত্র এই ফোরামে যেসব বাউন্টি পাবলিশ হবে সেগুলো নিয়ে আলোচনাই বেশি কার্যকরী হবে বলে মনে করছি।
আপনা কে ধন্যবাদ গুরুত্বপুর্ণ তথ্য প্রদানের জন্য ।
-
KingSwap বাউন্টি সম্পর্কে যদি কেউ কিছু জানেন তাহলে জানান।
KingSwap বাউন্টি টি চার সপ্তাহ চলবে, এখন ৩য় সপ্তাহ চলছে। বাউন্টি তে বাজেট 500,000 KING টোকেন। টুইটার, লিংকডিনসহ সাতটি ক্যাটাগরিতে বাউন্টি বিভক্ত। বিস্তারিত https://bitcointalk.org/index.php?topic=5280797.0
-
এই পোস্টটি move ফরওয়ার্ড করে অন্য সেকশনে পাঠিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। অনেক চেষ্টার পর পোস্টটি আবার ফিরিয়ে এনেছি। সেটিং এ ঝামেলা হয়েছিল।
-
KingSwap বাউন্টি সম্পর্কে যদি কেউ কিছু জানেন তাহলে জানান।
KingSwap বাউন্টি টি চার সপ্তাহ চলবে, এখন ৩য় সপ্তাহ চলছে। বাউন্টি তে বাজেট 500,000 KING টোকেন। টুইটার, লিংকডিনসহ সাতটি ক্যাটাগরিতে বাউন্টি বিভক্ত। বিস্তারিত No links to other forumsindex.php?topic=5280797.0
এখানে বিটকয়েন ফোরামের কোন লিংক সরাসরি সাপোর্ট করবে না। তাই আপনি লিঙ্ক শর্ট করে পোস্ট করতে পারেন। তবে বিটকয়েন ফোরামের কোন লিংক এখানে না দেওয়াই ভালো। তবে কোন রিপোর্ট দেওয়ার সময় পিক তুলে বা স্ক্রিনশট দিয়ে দিলেই যথেষ্ট।
-
KingSwap বাউন্টি সম্পর্কে যদি কেউ কিছু জানেন তাহলে জানান।
KingSwap বাউন্টি টি চার সপ্তাহ চলবে, এখন ৩য় সপ্তাহ চলছে। বাউন্টি তে বাজেট 500,000 KING টোকেন। টুইটার, লিংকডিনসহ সাতটি ক্যাটাগরিতে বাউন্টি বিভক্ত। বিস্তারিত No links to other forumsindex.php?topic=5280797.0
এখানে বিটকয়েন ফোরামের কোন লিংক সরাসরি সাপোর্ট করবে না। তাই আপনি লিঙ্ক শর্ট করে পোস্ট করতে পারেন। তবে বিটকয়েন ফোরামের কোন লিংক এখানে না দেওয়াই ভালো। তবে কোন রিপোর্ট দেওয়ার সময় পিক তুলে বা স্ক্রিনশট দিয়ে দিলেই যথেষ্ট।
হা ঠিকই বলেছেন ভাই। যেহেতু বিটকয়েনটকের লিংক শেয়ার করা যায়না এখানে তাই আলোচনা করলেও লিংক এর শেষের এমন 5280797.0 ডিজিটগুলো দিয়ে অথবা স্ক্রিনশর্ট তুলে আপলোড করেও আলোচনা করা যায়। ধন্যবান টপিটটাকে পুনরায় অনেক কষ্ট করে ফিরিয়ে আনার জন্য। এতে বাউন্টি নিয়ে সবাই অনেক উপকৃত হবে পাশাপাশি যত্রতত্র বাউন্টি নিয়ে আলোচনাও কমে যাবে।
-
কেউ কি ক্লিনটেক্স বাউন্টি সম্পর্কে কিছু বলতে পারবেন? এটি প্রায় অনেক দিন ধরে চলতেছে কিন্তু এই প্রজেক্ট সমপর্কে কিছু জানি না। অভিজ্ঞদের মতামত চাচ্ছি।
Clintex বাউন্টি ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এটা তাদের থ্রেডে বলাই আছে। তারা টোকেন সেন্ড করবে মেইন টোকেন সেল এর ৬ মাস পরে। অর্থাৎ এমন লম্বা সময় পরে দেখা যায় প্রজেক্ট ডেড হয়ে যায়। আমি দেখা মতে যতগুলো প্রজেক্ট এত লম্বা সময় পরে পেমেন্ট দিতে চেয়েছে তারা পরে হয় ডেড হয়ে গেছে অথবা চিটিং করে আর দেয়নি।
https://www.altcoinstalks.com/index.php?topic=165835
আমি খুবই অনুপ্রানিত যে আপনি আমার প্রশ্নে সারা দিয়েছেন। আপনারা এই সেক্টারে অনেক অভিজ্ঞ তাই আপনাদের সাথে থেকে কিছু শিখতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব।
কোন কারো কমেন্টের কোয়েট করলে অবশ্যই একেবারে শেষে/ নিচে যাবেন এবং দেখবেন [/quote] এর নিচে গিয়ে তারপর কমেন্ট করবেন। নতুবা আপনার কমেন্টও কোয়েটের মধ্যে চলে যাচ্ছে যা ভালো দেখা যায়না। চাইলে এখনই ঠিক করে নিতে পারেন কমেন্টটি ইডিট করে।
-
ExCore Finance বাউন্টি নিয়ে আলোচনা
আজকে নতুন বাউন্টি পোস্ট হয়েছে বাউন্টি ডিটেকটিভের। ExCore Finance
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=174862.0
বাউন্টি বাজেট ২৪০ ExCore টোকেন যার আইসিও বা আইইও ভেল্যু হচ্ছে ৩০,০০০ ডলার।
বাউন্টি চলবে মাত্র ৪ উইক।
এখানে টুইটার, টেলিগ্রাম, আর্টিকেল এবং ভিডিও ক্যাম্পেইন আছে। যে যার মত পছন্দের ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন।
টেলিগ্রামে নিবে মাত্র ৩০০ জন, টুইটারে নিবে ৬০০ জন। যারা দুটিতেই জয়েন করে ঠিকমত কাজ করবেন তারা ৩০-৫০ ডলারের মত পেমেন্ট পাবেন বলে আশা করছি।
এই প্রজেক্টের আরো বিস্তারিত আলোচনায় আপনারও অংশ নেন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি পোস্ট দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই থেকে অনেক উপকৃত হব
-
YFI CREDItS বাউন্টি নিয়ে আলোচনা।
মাত্র ১০০ পাটিসিপেন্ট নিবে এই প্রজেক্টে। টোকেন কয়েনটিগার একচেঞ্জে লিস্টেড। কেউ করতে চাইলে দ্রুত জয়েন করুন বিটকয়েনটক ফোরামে।
ফেসবুক, টুইটার ও টেলিগ্রামে মাত্র ১০০ জন পাটিসিপেন্ট করে নিবে। আশা করি টোকেনটা ভালো হবে। তাদের সাপ্লাই মাত্র ৭৫০০০ টোকেন। এর মধ্যে শুধুমাত্র ৪০% বা মাত্র ৩০০০০ টোকেন তারা বিভিন্ন একচেঞ্জে লিস্ট হওয়ার পরে ট্রেডিং এর জন্য। তাদের সিওই বলছে তারা এটাকে ২০ ডলার উপনীত করতে চেষ্টা করে যাচ্ছে।
লিংক: topic=5284156.0
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
খুবই ইফেকটিভ একটি পোস্ট। আমি মনে করি এটা সবার জন্য কাজে লাগবে বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই ভাল।
-
ExCore Finance বাউন্টি নিয়ে আলোচনা
আজকে নতুন বাউন্টি পোস্ট হয়েছে বাউন্টি ডিটেকটিভের। ExCore Finance
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=174862.0
বাউন্টি বাজেট ২৪০ ExCore টোকেন যার আইসিও বা আইইও ভেল্যু হচ্ছে ৩০,০০০ ডলার।
বাউন্টি চলবে মাত্র ৪ উইক।
এখানে টুইটার, টেলিগ্রাম, আর্টিকেল এবং ভিডিও ক্যাম্পেইন আছে। যে যার মত পছন্দের ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন।
টেলিগ্রামে নিবে মাত্র ৩০০ জন, টুইটারে নিবে ৬০০ জন। যারা দুটিতেই জয়েন করে ঠিকমত কাজ করবেন তারা ৩০-৫০ ডলারের মত পেমেন্ট পাবেন বলে আশা করছি।
এই প্রজেক্টের আরো বিস্তারিত আলোচনায় আপনারও অংশ নেন।
প্রজেক্টটা অনেক ভালো লেগেছিলো কিন্তু টিম মনে হয় স্কাম করলো। হঠাৎ করে তারা তাদের টেলিগ্রাম ও টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। প্রাইস ও ড্রপ করেছে। সাম্ভাব্য স্কাম প্রজেক্ট এখন এটা। ম্যানেজার আপডেট ম্যাসেজ দিছে।
(https://i.imgur.com/dromH9l.png)
-
ধন্যবাদ আমরা অনেকেই আছি নতুন বাউন্টি আসলে খেয়াল করি ১ সপ্তাহ পরে গিয়ে। সে ক্ষেত্রে আমরা অনেক পরে জয়েন্ট করি এবং সর্ব শেষ রেজাল্ট হয় লিমিট শেষ হয়ে যায় আর আমরা যোগদান করার যোগ্যতা হারিয়ে ফেলি। সে জন্য আমি মনে করি আপনার পোষ্ট টি থেকে অনেকই দ্রুত যোগদান করতে পারবে ধন্যবাদ।
আপনার পোস্টগুলো ভাল হয়। আপনি ইমুতে একটিভ থাকবেন । আপনি অনেক সিনিয়র ফোরামে। কারণ আপনার অনেক আগে আইডি করা। কিন্তু আপনি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছেন না। এটা আপনার জন্য একটা ভালো বিষয়। কারণ ফোরাম তাড়াহুড়ার জায়গা না। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।+1
-
এখানে বাউন্টি ডিটেক্টিব ছাড়া অন্য ম্যনেজাররা বাউন্টি আনছেন না তেমন। অন্য ম্যনেজারাও যদি আনতো তাহলে ভালো হতো। ম্যনেজারদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা উচিৎ
আমি ইতোমধ্যেই 3 জন ম্যানেজারের সাথে কথা বলেছি। তারা সবাই বিটকয়েন ফোরামে বাউন্টি চালাচ্ছেন। তবে এখানে তারা আসতে রাজি নয়। কিন্তু একজন ম্যানেজার ইতিমধ্যেই রাজি হয়েছেন। সেখানে আসবে কিন্তু ভালো প্রজেক্ট হলে আসবে। তবে আমাদের ফোরামের এডমিন যদি উন্নতির চিন্তা না করে তাহলে হবে না। বর্তমানে বাউন্টি চালানোর জন্য কোন ফি নেওয়া হয় না। ভাই এটা বাউন্টি ম্যানেজারদের জন্য বিশাল ছাড়। তবে কিছু ম্যানেজার বুঝতে চায় না। ফোরামের উন্নয়ন ও উন্নতি হবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। সব সেকশনে যদি কাজ গুলো চালু হয়, ফোরাম উন্নত হবে।
-
বাউন্টি ডিটেকটিভের একটি বাউন্টিতে দেখলাম নোটিস দিছে। কাজ আপতত বন্ধ রাখতে বলছে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই বিষয়ে যদি আপনি জেনে থাকেন তাহলে জানাবেন।
-
বাউন্টি ডিটেকটিভের একটি বাউন্টিতে দেখলাম নোটিস দিছে। কাজ আপতত বন্ধ রাখতে বলছে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই বিষয়ে যদি আপনি জেনে থাকেন তাহলে জানাবেন।
কয়েকটি কমেন্ট আগে আমি এটার আপডেট দিছি ভাই। লিংকটি চেক করে দেখুন দয়া করে= https://www.altcoinstalks.com/index.php?topic=174887.msg957051#msg957051
-
বাউন্টি ডিটেকটিভের একটি বাউন্টিতে দেখলাম নোটিস দিছে। কাজ আপতত বন্ধ রাখতে বলছে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই বিষয়ে যদি আপনি জেনে থাকেন তাহলে জানাবেন।
কয়েকটি কমেন্ট আগে আমি এটার আপডেট দিছি ভাই। লিংকটি চেক করে দেখুন দয়া করে= https://www.altcoinstalks.com/index.php?topic=174887.msg957051#msg957051
বাউন্টি ডিটেকটিভ এর প্রজেক্ট নিয়ে আসে।সে অনুযায়ী এ প্রজেক্ট এর বাজেট অনেক বেশি ছিল। তাই আমি প্রথমে ভেবেছিলাম যে ফুজিকি হয়তো বাজেট কমিয়ে দেবে। কিন্তু তার পরিবর্তে তারা প্রজেক্টিভ বন্ধ করার সিদ্ধান্ত নিল। প্রজেক্ট স্কাম নয়। তবে বাউন্টি মনে হয় চালাবে না।
-
YFI CREDItS বাউন্টি নিয়ে আলোচনা।
মাত্র ১০০ পাটিসিপেন্ট নিবে এই প্রজেক্টে। টোকেন কয়েনটিগার একচেঞ্জে লিস্টেড। কেউ করতে চাইলে দ্রুত জয়েন করুন বিটকয়েনটক ফোরামে।
ফেসবুক, টুইটার ও টেলিগ্রামে মাত্র ১০০ জন পাটিসিপেন্ট করে নিবে। আশা করি টোকেনটা ভালো হবে। তাদের সাপ্লাই মাত্র ৭৫০০০ টোকেন। এর মধ্যে শুধুমাত্র ৪০% বা মাত্র ৩০০০০ টোকেন তারা বিভিন্ন একচেঞ্জে লিস্ট হওয়ার পরে ট্রেডিং এর জন্য। তাদের সিওই বলছে তারা এটাকে ২০ ডলার উপনীত করতে চেষ্টা করে যাচ্ছে।
লিংক: topic=5284156.0
প্রজেক্টটি আমাদের ফোরামের নয়। প্রজেক্ট টি বিটকয়েন ফোরামের। তবে আমি প্রজেক্টটি দেখেছি। প্রকল্পটি ভালো, তাই যারা বিটকয়েন ফোরামে আছেন। তারা জয়েন করুন। ভালো কিছু পাবেন বলে আশা করা যায়।
-
KingSwap বাউন্টি সম্পর্কে যদি কেউ কিছু জানেন তাহলে জানান।
KingSwap বাউন্টি টি চার সপ্তাহ চলবে, এখন ৩য় সপ্তাহ চলছে। বাউন্টি তে বাজেট 500,000 KING টোকেন। টুইটার, লিংকডিনসহ সাতটি ক্যাটাগরিতে বাউন্টি বিভক্ত। বিস্তারিত No links to other forumsindex.php?topic=5280797.0
এ প্রজেক্ট এর ম্যানেজারের রেপুটেশন অনেক ভাল ছিল। কিন্তু পরপর অনেকগুলো প্রজেক্ট স্কাম হওয়ায় বর্তমানে তার জনপ্রিয়তা একটু কম।তবে অনেকদিন পর সে একটি প্রজেক্ট এর প্রচারণা এনেছে। তাই প্রজেক্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। তবে তাকে এই ফোরামে দাওয়াত দিয়েছি। সেখানে আসতে পারে বলে আশা করছি। কোন ম্যানেজারের কোন প্রজেক্ট কখন সাকসেস হয়ে যায়, সেটা ভবিষ্যদ্বাণী করে বলা যায় না। তবে ব্যতিক্রমধর্মী কিছু ম্যানেজার থাকে। যারা টাকার পিছনে ঘুরে।
-
Excore bounty campaign বাউন্টি ডিটেকটিভ এর অনেক ভালো একটি প্রজেক্ট । কোন প্রজেক্ট সাকসেস হবে তা বলা মুশকিল। তবে আমার মনে হয় এ প্রজেক্টে সাকসেস হতে পারে। প্রজেক্টে আমিও টুইটারে জয়েন করেছি। জারা এ প্রজেক্ট জয়েন করেছে আশা করি তারা সবাই ভালো একটি পেমেন্ট পাবেন।
-
Excore bounty campaign বাউন্টি ডিটেকটিভ এর অনেক ভালো একটি প্রজেক্ট । কোন প্রজেক্ট সাকসেস হবে তা বলা মুশকিল। তবে আমার মনে হয় এ প্রজেক্টে সাকসেস হতে পারে। প্রজেক্টে আমিও টুইটারে জয়েন করেছি। জারা এ প্রজেক্ট জয়েন করেছে আশা করি তারা সবাই ভালো একটি পেমেন্ট পাবেন।
বাউন্টি ডিটেকটিভের এনাউন্সমেন্ট যদি দেখে থাকেন, তাহলে দেখতে পাবেন প্রজেক্টটি বন্ধ করে দিয়েছে। প্রযুক্তি পুনরায় চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্ভবত টিম প্রকল্পটির প্রচারণা চালাবে না। আপনি হয়তো খবরটা দেখেননি। তবে আপনি মাঝে মাঝে ইন একটিভ হয়ে যান। থাকে নিয়মিত একটিভ থাকুন। পরমের সাথেই থাকুন। ধন্যবাদ
-
Excore bounty campaign বাউন্টি ডিটেকটিভ এর অনেক ভালো একটি প্রজেক্ট । কোন প্রজেক্ট সাকসেস হবে তা বলা মুশকিল। তবে আমার মনে হয় এ প্রজেক্টে সাকসেস হতে পারে। প্রজেক্টে আমিও টুইটারে জয়েন করেছি। জারা এ প্রজেক্ট জয়েন করেছে আশা করি তারা সবাই ভালো একটি পেমেন্ট পাবেন।
অলরেডি তো প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। এখন কয়েক সপ্তাহ যে কাজ করা হল তার কি হবে?
-
Excore bounty campaign বাউন্টি ডিটেকটিভ এর অনেক ভালো একটি প্রজেক্ট । কোন প্রজেক্ট সাকসেস হবে তা বলা মুশকিল। তবে আমার মনে হয় এ প্রজেক্টে সাকসেস হতে পারে। প্রজেক্টে আমিও টুইটারে জয়েন করেছি। জারা এ প্রজেক্ট জয়েন করেছে আশা করি তারা সবাই ভালো একটি পেমেন্ট পাবেন।
বাউন্টিতে আমিও জয়েন করেছিলাম। বাউন্টি ডিটেকটিভ আপডেট দিয়ে বাউন্টিটা আপাতত স্টপ করে দিয়েছে। কাজ করে কি করবেন? টুইটার ফর্ম তো অফ করে দিছে আর কাজ করে তো কোন লাভ নেই যদি প্রজেক্ট পেমেন্টে না করে। তাদের টুইটার অফ, ওয়েবসাইটও দেখলাম আগের অবস্থানে নেই। তাই ঝামেলা মনে করে ম্যানেজার আগেই সতর্ক করে অফ করেছে।
-
ExCore Finance বাউন্টি প্রজেক্টা আমার কাছে ভালো মনে হচ্ছে, মাত্র চার সপ্তাহের বাউন্টি প্রজেক্ট। টুইটার ও টেলিগ্রমে পর্টিসিপেন্ট লিমিটেশন করে দিয়েছ; টুইটারে মাত্র ৬০০ জন ও টেলিগ্রামে মাত্র ৩০০ জন। আমি ইতো মধ্যে টুইটারে জয়েন করেছি, টেলিগ্রামে ও জয়েন করার ইচ্ছা ছিল; কিন্তু টেলিগ্রামে শর্ত দিয়েছে টেলিগ্রাম নেম এ শুধু একটি প্রজেক্টের নাম থাকবে অর্থাৎ তাদের টেলিগ্রাম প্রজেক্টে জয়েন করলে আর অন্য কোন প্রজেক্টের টেলিগ্রামে জয়েন করা যাবে না; তাই আপাতত টেলিগ্রাম ক্যাম্পেইন এ জয়েন করবো না।
ভাই টেলিগ্রামে যে শর্ত দিয়েছে তাতে অনেকেই টেলিগ্রামে জয়েন হতে পারবেনা। কেননা অনেকেই অন্যান্য টেলিগ্রাম ক্যাম্পেইনে অ্যাড আছে। একটিতে অ্যাড হলে এই প্রজেক্টটি অ্যাড হওয়া যাবে না।
হ্যাঁ ব্রো আপনি একদম ঠিক বলেছেন যে শর্তাবলী দিয়েছে সেটা আমার বোধহয় অনেকেই এই ক্যাম্পেইনটি করতে পারবে না। এই ক্যাম্পেইনটি করতে চাইলে শুধু টেলিগ্রাম দিয়ে শুধু এই ক্যাম্পেইনটি করা যাবে অন্যগুলো করা যাবে না।
-
হ্যা ভাই কি আর বাউন্টি নিয়ে আলোচনা করব কারণ ওয়েবসাইট দেখে মনে হয় সব ভালো কিন্তু সাকসেস হয় তারা পেমেন্ট করে না যার কারনে খারাপ লাগে যেমন ক্লিপস প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু লাস্টে কেওয়াইসি নিয়ে ঝামেলা করে তারা তালবাহানা শুরু করে পালিয়ে গেছে যার কারনে খারাপ লাগে কাজ করতে ইচ্ছে করেনা। বাউন্টির ওয়েবসাইট দেখি ভালোই লাগে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।
-
Excore bounty campaign বাউন্টি ডিটেকটিভ এর অনেক ভালো একটি প্রজেক্ট । কোন প্রজেক্ট সাকসেস হবে তা বলা মুশকিল। তবে আমার মনে হয় এ প্রজেক্টে সাকসেস হতে পারে। প্রজেক্টে আমিও টুইটারে জয়েন করেছি। জারা এ প্রজেক্ট জয়েন করেছে আশা করি তারা সবাই ভালো একটি পেমেন্ট পাবেন।
বাউন্টিতে আমিও জয়েন করেছিলাম। বাউন্টি ডিটেকটিভ আপডেট দিয়ে বাউন্টিটা আপাতত স্টপ করে দিয়েছে। কাজ করে কি করবেন? টুইটার ফর্ম তো অফ করে দিছে আর কাজ করে তো কোন লাভ নেই যদি প্রজেক্ট পেমেন্টে না করে। তাদের টুইটার অফ, ওয়েবসাইটও দেখলাম আগের অবস্থানে নেই। তাই ঝামেলা মনে করে ম্যানেজার আগেই সতর্ক করে অফ করেছে।
আমি মনে করি ম্যানেজার খুব ভাল কাজ করেছেন। এটা আমাদের জন্য ভাল হয়েছে। ম্যানেজার কিছু না বললে অযথা আমাদের কাজ করতে হত।
-
Excore bounty campaign বাউন্টি ডিটেকটিভ এর অনেক ভালো একটি প্রজেক্ট । কোন প্রজেক্ট সাকসেস হবে তা বলা মুশকিল। তবে আমার মনে হয় এ প্রজেক্টে সাকসেস হতে পারে। প্রজেক্টে আমিও টুইটারে জয়েন করেছি। জারা এ প্রজেক্ট জয়েন করেছে আশা করি তারা সবাই ভালো একটি পেমেন্ট পাবেন।
বাউন্টিতে আমিও জয়েন করেছিলাম। বাউন্টি ডিটেকটিভ আপডেট দিয়ে বাউন্টিটা আপাতত স্টপ করে দিয়েছে। কাজ করে কি করবেন? টুইটার ফর্ম তো অফ করে দিছে আর কাজ করে তো কোন লাভ নেই যদি প্রজেক্ট পেমেন্টে না করে। তাদের টুইটার অফ, ওয়েবসাইটও দেখলাম আগের অবস্থানে নেই। তাই ঝামেলা মনে করে ম্যানেজার আগেই সতর্ক করে অফ করেছে।
আমার মনে হয় বাউন্টি টা আর চলবে না। বেশ কিছুদিন হয়ে গেল কোন নিউজ আসছেনা । আর সম্ভবত মনে হয় চালু হবে না। তবে প্রজেক্ট খুব ভাল হত যদি চলত।
-
এখানে বাউন্টি ডিটেক্টিব ছাড়া অন্য ম্যনেজাররা বাউন্টি আনছেন না তেমন। অন্য ম্যনেজারাও যদি আনতো তাহলে ভালো হতো। ম্যনেজারদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা উচিৎ
আমি ইতোমধ্যেই 3 জন ম্যানেজারের সাথে কথা বলেছি। তারা সবাই বিটকয়েন ফোরামে বাউন্টি চালাচ্ছেন। তবে এখানে তারা আসতে রাজি নয়। কিন্তু একজন ম্যানেজার ইতিমধ্যেই রাজি হয়েছেন। সেখানে আসবে কিন্তু ভালো প্রজেক্ট হলে আসবে। তবে আমাদের ফোরামের এডমিন যদি উন্নতির চিন্তা না করে তাহলে হবে না। বর্তমানে বাউন্টি চালানোর জন্য কোন ফি নেওয়া হয় না। ভাই এটা বাউন্টি ম্যানেজারদের জন্য বিশাল ছাড়। তবে কিছু ম্যানেজার বুঝতে চায় না। ফোরামের উন্নয়ন ও উন্নতি হবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। সব সেকশনে যদি কাজ গুলো চালু হয়, ফোরাম উন্নত হবে।
আগে একসময় এডমিন ফি চাইতো। তখন কয়েকজনকে রাজিও করিয়েছিলাম কিন্তু যখন তারা পোস্ট করতে গিয়ে দেখলো ফি চায় তখন তারা সেই যে চলে গেলো আর কখনো এখানে আসেনি। তাই আমিও একমত যে এডমিন কে আরো লিবারেল হতে হবে ফোরামে হিউজ ট্রাফিক আনতে হলে, ফোরামটাকে টপে নিয়ে যাইতে হলে। খুব তাড়াতাড়ি হয়তো নতুন আরেকজনকে আনতে পারবো। বলছে দ্রুত সে এখানে বাউন্টি আনবে।
-
এখানে বাউন্টি ডিটেক্টিব ছাড়া অন্য ম্যনেজাররা বাউন্টি আনছেন না তেমন। অন্য ম্যনেজারাও যদি আনতো তাহলে ভালো হতো। ম্যনেজারদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা উচিৎ
আমি ইতোমধ্যেই 3 জন ম্যানেজারের সাথে কথা বলেছি। তারা সবাই বিটকয়েন ফোরামে বাউন্টি চালাচ্ছেন। তবে এখানে তারা আসতে রাজি নয়। কিন্তু একজন ম্যানেজার ইতিমধ্যেই রাজি হয়েছেন। সেখানে আসবে কিন্তু ভালো প্রজেক্ট হলে আসবে। তবে আমাদের ফোরামের এডমিন যদি উন্নতির চিন্তা না করে তাহলে হবে না। বর্তমানে বাউন্টি চালানোর জন্য কোন ফি নেওয়া হয় না। ভাই এটা বাউন্টি ম্যানেজারদের জন্য বিশাল ছাড়। তবে কিছু ম্যানেজার বুঝতে চায় না। ফোরামের উন্নয়ন ও উন্নতি হবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। সব সেকশনে যদি কাজ গুলো চালু হয়, ফোরাম উন্নত হবে।
আগে একসময় এডমিন ফি চাইতো। তখন কয়েকজনকে রাজিও করিয়েছিলাম কিন্তু যখন তারা পোস্ট করতে গিয়ে দেখলো ফি চায় তখন তারা সেই যে চলে গেলো আর কখনো এখানে আসেনি। তাই আমিও একমত যে এডমিন কে আরো লিবারেল হতে হবে ফোরামে হিউজ ট্রাফিক আনতে হলে, ফোরামটাকে টপে নিয়ে যাইতে হলে। খুব তাড়াতাড়ি হয়তো নতুন আরেকজনকে আনতে পারবো। বলছে দ্রুত সে এখানে বাউন্টি আনবে।
আপনার প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেলো। আপনি আসলে এই ফোরাম নিয়ে অনেক কষ্ট করেন। অনেক ভাবেন। বাংলা বোর্ডেের সবচেয়ে এক্টিভ ও হেল্পফুল মোডারেটর এর পরে আপনাকেই আমি দেখি
-
Excore bounty campaign বাউন্টি ডিটেকটিভ এর অনেক ভালো একটি প্রজেক্ট । কোন প্রজেক্ট সাকসেস হবে তা বলা মুশকিল। তবে আমার মনে হয় এ প্রজেক্টে সাকসেস হতে পারে। প্রজেক্টে আমিও টুইটারে জয়েন করেছি। জারা এ প্রজেক্ট জয়েন করেছে আশা করি তারা সবাই ভালো একটি পেমেন্ট পাবেন।
Excore bounty campaign প্রজেক্টটিতে আমিও জয়েন করেছি, এক সপ্তাহ কাজও করেছি। তাদের টুইটার অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেয়ায় এবং সিইও তাদের টেলিগ্রামের হ্যান্ডেলটি মুছে ফেলায় বাউন্টি ডিটেকটিভ নোটিশ দিয়ে প্রজেক্টি আপাতত বন্ধ রেখেছে। বাউন্টি ডিটেকটিভ এখন আগের চেয়ে বেশী সচেতন, তাই সামনে ভালো কিছু হলে তারা আবার প্রজেক্টটি চালু করবে বলে আমার বিশ্বাস।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
আমাদের ফোরামে কি কোন ভাল পজেক্ট আসতে পারে আগামি 2 মাসের মধ্যে। এ ব্যাপারে সিনিয়রা কি কোন নিউজ পেয়েছেন?
-
আপনার নেওয়া পদক্ষেপটি নিঃসন্দেহে অনেক ভালো একটি পদক্ষেপ।কারণ আমাদের এই ফোরামের অনেক নতুন মেম্বার আছে যারা বাউন্টি সম্পর্কে ভাল বোঝে বা জানে না। এই পোস্টে বাউন্টি সম্পর্কে আলোচনা করা হলে ফোরামের নতুন যারা আছেন তারা অনেক কিছু শিখতে পারবে।
-
আপনি একদম ঠিক কাজ করেছেন। নতুন মেম্বার রা নতুন এসে নতুন করে অনেক টপিক তৈরি করে বাউন্টি নিয়ে। বাউন্টি নিয়ে যেন আর কোন টপিক না খোলা হয়। এমন একটা উদ্দেশ্য নেয়ার জন্য অনেক ধন্যবাদ। যারা বাউন্টি সম্পর্কে বুঝি না তারা আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারবো।
-
আপনি একদম ঠিক কাজ করেছেন। নতুন মেম্বার রা নতুন এসে নতুন করে অনেক টপিক তৈরি করে বাউন্টি নিয়ে। বাউন্টি নিয়ে যেন আর কোন টপিক না খোলা হয়। এমন একটা উদ্দেশ্য নেয়ার জন্য অনেক ধন্যবাদ। যারা বাউন্টি সম্পর্কে বুঝি না তারা আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারবো।
বাউন্টি ইনফরমেশন নিয়ে যে সব তথ্য বা প্রতিদিন টপিক খোলা হত। এখন এটি একটি স্বচ্ছতার ভিতরে এসেছে। এই পোস্টের মাধ্যমে সবাই নতুন প্রজেক্ট সম্পর্কে ধারণা পায়। আমি ধন্যবাদ যানাচ্ছি পোস্ট দাতা কে। এত সুন্দর একটি পোস্ট করার জন্য।
-
AmePay Siganture
উইকলি পেমেন্ট সিগনেচার আনছে Small Rabbit. যারা যারা করতে চান জয়েন করেন। প্রতি পোস্ট হিসেবে টোকেন পাবেন।
https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
নতুন একজন ম্যানেজার কে আনলাম ফোরামে। আশা করি ভালো হবে আমাদের ফোরামের জন্য।
-
AmePay Siganture
উইকলি পেমেন্ট সিগনেচার আনছে Small Rabbit. যারা যারা করতে চান জয়েন করেন। প্রতি পোস্ট হিসেবে টোকেন পাবেন।
https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
নতুন একজন ম্যানেজার কে আনলাম ফোরামে। আশা করি ভালো হবে আমাদের ফোরামের জন্য।
আপনা কে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ফোরামে কিছু নতুন ম্যনেজার দরকার ছিল। যারা আসলে আমাদের ফোরামে কাজের গতি অনেক বেড়ে যাবে। আরও কিছু ম্যানেজার আসার প্রকিয়াধিন আছে। যারা সিনিয়র আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
আমাদের ফোরামে কি কোন ভাল পজেক্ট আসতে পারে আগামি 2 মাসের মধ্যে। এ ব্যাপারে সিনিয়রা কি কোন নিউজ পেয়েছেন?
বর্তমানে AMEPAY রয়েছে। যা একটা ভালো সিগনেচার ক্যামম্পেইন।
-
আমি AMEPAY বাউন্টি প্রজেক্টে অলরেডি জয়েন হয়ে নিয়েছি। এটা মোটামুটি ভালো হওয়ার কথা। তবে কতটা ভালো হবে সেটা এখনও সিওর বলা যাচ্ছে না। টিমের সততা এবং রোড ম্যাপ দেখে বোঝা যায় প্রজেক্ট ভালই হবে। এই ক্যাম্পেইনে সিগনেচার চলেছিল তারা বিটিসি পেমেন্ট করেছে।
-
আমি AMEPAY বাউন্টি প্রজেক্টে অলরেডি জয়েন হয়ে নিয়েছি। এটা মোটামুটি ভালো হওয়ার কথা। তবে কতটা ভালো হবে সেটা এখনও সিওর বলা যাচ্ছে না। টিমের সততা এবং রোড ম্যাপ দেখে বোঝা যায় প্রজেক্ট ভালই হবে। এই ক্যাম্পেইনে সিগনেচার চলেছিল তারা বিটিসি পেমেন্ট করেছে।
আমরা ভবিষ্যত সম্পর্কে সিউরিটি দিতে পারিনা তবে তাদের রোড ম্যাপ, একটিভনেস, ট্রাস্ট দেখে বলা যায় প্রজেক্টটা মোটামুটি ভালোই হবে আশা করা যায়। এছাড়া সাপ্তাহিক পেমেন্ট পাবেন সপ্তাহ শেষে যা এখন শুধুমাত্র বিটিসি পেমেন্ট সিগনেচারে ছাড়া দেয়না। এটাও ছিলো ম্যানেজারের কাছে আমার প্রস্তাব, উনি টিমের সাথে আলাপ করে আমাকে তারপর কনফার্ম করেছেন। মডারেটর ভাইকেও ধন্যবাদ, তিনিও হেল্প করেছেন এ ব্যাপারে।
-
AmePay Siganture
উইকলি পেমেন্ট সিগনেচার আনছে Small Rabbit. যারা যারা করতে চান জয়েন করেন। প্রতি পোস্ট হিসেবে টোকেন পাবেন।
https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
নতুন একজন ম্যানেজার কে আনলাম ফোরামে। আশা করি ভালো হবে আমাদের ফোরামের জন্য।
প্রজেক্টটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই প্রকল্পের প্রথম রাউন্ড করেছে। দ্বিতীয় রাউন্ড আমাদের ফোরামে চলছে। তবে টোকেন পেমেন্ট করা হবে বিটিসি নয়। কবে যে প্রজেক্ট বিটিসি দিয়ে প্রচারণা চালায়, সেটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি।
-
আমি AMEPAY বাউন্টি প্রজেক্টে অলরেডি জয়েন হয়ে নিয়েছি। এটা মোটামুটি ভালো হওয়ার কথা। তবে কতটা ভালো হবে সেটা এখনও সিওর বলা যাচ্ছে না। টিমের সততা এবং রোড ম্যাপ দেখে বোঝা যায় প্রজেক্ট ভালই হবে। এই ক্যাম্পেইনে সিগনেচার চলেছিল তারা বিটিসি পেমেন্ট করেছে।
আমরা ভবিষ্যত সম্পর্কে সিউরিটি দিতে পারিনা তবে তাদের রোড ম্যাপ, একটিভনেস, ট্রাস্ট দেখে বলা যায় প্রজেক্টটা মোটামুটি ভালোই হবে আশা করা যায়। এছাড়া সাপ্তাহিক পেমেন্ট পাবেন সপ্তাহ শেষে যা এখন শুধুমাত্র বিটিসি পেমেন্ট সিগনেচারে ছাড়া দেয়না। এটাও ছিলো ম্যানেজারের কাছে আমার প্রস্তাব, উনি টিমের সাথে আলাপ করে আমাকে তারপর কনফার্ম করেছেন। মডারেটর ভাইকেও ধন্যবাদ, তিনিও হেল্প করেছেন এ ব্যাপারে।
তাকে ইতিমধ্যেই এজেন্সির rank দিয়েছি। যাই হোক আরো কিছু বিষয় রয়েছে, এগুলো বলা ঠিক হবে না। তবে এই প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে আমি নিশ্চিত নই। কোন প্রজেক্ট সম্পর্কে সিওর হয়ে কিছু বলা যায় না। কারণ টিম পরবর্তীতে প্রতিশ্রুতি নাও রাখতে পারে। তবে আমি আশাবাদী একটি ভালো হবে।
-
AmePay Siganture
উইকলি পেমেন্ট সিগনেচার আনছে Small Rabbit. যারা যারা করতে চান জয়েন করেন। প্রতি পোস্ট হিসেবে টোকেন পাবেন।
https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
নতুন একজন ম্যানেজার কে আনলাম ফোরামে। আশা করি ভালো হবে আমাদের ফোরামের জন্য।
প্রজেক্টটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই প্রকল্পের প্রথম রাউন্ড করেছে। দ্বিতীয় রাউন্ড আমাদের ফোরামে চলছে। তবে টোকেন পেমেন্ট করা হবে বিটিসি নয়। কবে যে প্রজেক্ট বিটিসি দিয়ে প্রচারণা চালায়, সেটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি।
ম্যানেজারকে বলেছিলাম বিটিসি পেমেন্ট বাউন্টিটা অলটকয়েনটকেও পোস্ট করতে। বললো টিম নাকি চাচ্ছেনা অন্য ফোরামে পোস্ট করতে। তাই আর সম্ভব হয়নি।
হা বিটিসি পেমেন্ট দিয়ে চালাতে পারলে সে প্রজেক্ট এর প্রতি বড় বড় র্যাংকধারীদের ট্রাস্ট পায় যা ইনভেস্টরদের মনেও প্রজেক্টটার প্রতি আগ্রহ ও বিশ্বাস জম্মাতে সাহায্য করে যা প্রজেক্টের সফলতার পিছনে সহায়ক হিসেবে কাজ করে।
-
AmePay Siganture
উইকলি পেমেন্ট সিগনেচার আনছে Small Rabbit. যারা যারা করতে চান জয়েন করেন। প্রতি পোস্ট হিসেবে টোকেন পাবেন।
https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
নতুন একজন ম্যানেজার কে আনলাম ফোরামে। আশা করি ভালো হবে আমাদের ফোরামের জন্য।
প্রজেক্টটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই প্রকল্পের প্রথম রাউন্ড করেছে। দ্বিতীয় রাউন্ড আমাদের ফোরামে চলছে। তবে টোকেন পেমেন্ট করা হবে বিটিসি নয়। কবে যে প্রজেক্ট বিটিসি দিয়ে প্রচারণা চালায়, সেটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি।
ম্যানেজারকে বিটিসি পেমেন্ট বাউন্টিটা অলটকয়েনটকেও পোস্ট করতে। বললো টিম নাকি চাচ্ছেনা অন্য ফোরামে পোস্ট করতে। তাই আর সম্ভব হয়নি।
হা বিটিসি পেমেন্ট দিয়ে চালাতে পারলে সে প্রজেক্ট এর প্রতি বড় বড় র্যাংকধারীদের ট্রাস্ট পায় যা ইনভেস্টরদের মনেও প্রজেক্টটার প্রতি আগ্রহ ও বিশ্বাস জম্মাতে সাহায্য করে যা প্রজেক্টের সফলতার পিছনে সহায়ক হিসেবে কাজ করে।
তবে প্রকল্পটিতে বাংলাদেশ ও ইন্ডিয়ান অনেক লোক আছে।clipx এ বাংলাদেশ ও ইন্ডিয়ান লোক ছিল। তাই মূলত প্রজেক্টটা scam হয়েছে। তবে তবে এই প্রজেক্টটা অনেক ভালো। কারণ ম্যানেজমেন্ট সাকসেস হওয়ার আগে অনেক খরচ করছে। কবে ওয়েবসাইটে যে এক্সচেঞ্জের কথা বলা হয়েছে সেই এক্সচেঞ্জে এই টোকেন লিস্ট হলে প্রজেক্ট অবশ্যই মরে যাবে। Coinsbit আমি তাদের ওয়েবসাইটে দেখেছি। এই এক্সচেঞ্জের list এ প্রজেক্ট ধ্বংস হয়ে যাবে। কিছু exchange আছে যেগুলোতে টোকেন লিস্ট হলে প্রজেক্ট মরে যাওয়ার সম্ভাবনা বেশি।
-
AmePay Siganture
উইকলি পেমেন্ট সিগনেচার আনছে Small Rabbit. যারা যারা করতে চান জয়েন করেন। প্রতি পোস্ট হিসেবে টোকেন পাবেন।
https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
নতুন একজন ম্যানেজার কে আনলাম ফোরামে। আশা করি ভালো হবে আমাদের ফোরামের জন্য।
প্রজেক্টটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই প্রকল্পের প্রথম রাউন্ড করেছে। দ্বিতীয় রাউন্ড আমাদের ফোরামে চলছে। তবে টোকেন পেমেন্ট করা হবে বিটিসি নয়। কবে যে প্রজেক্ট বিটিসি দিয়ে প্রচারণা চালায়, সেটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি।
ম্যানেজারকে বিটিসি পেমেন্ট বাউন্টিটা অলটকয়েনটকেও পোস্ট করতে। বললো টিম নাকি চাচ্ছেনা অন্য ফোরামে পোস্ট করতে। তাই আর সম্ভব হয়নি।
হা বিটিসি পেমেন্ট দিয়ে চালাতে পারলে সে প্রজেক্ট এর প্রতি বড় বড় র্যাংকধারীদের ট্রাস্ট পায় যা ইনভেস্টরদের মনেও প্রজেক্টটার প্রতি আগ্রহ ও বিশ্বাস জম্মাতে সাহায্য করে যা প্রজেক্টের সফলতার পিছনে সহায়ক হিসেবে কাজ করে।
তবে প্রকল্পটিতে বাংলাদেশ ও ইন্ডিয়ান অনেক লোক আছে।clipx এ বাংলাদেশ ও ইন্ডিয়ান লোক ছিল। তাই মূলত প্রজেক্টটা scam হয়েছে। তবে তবে এই প্রজেক্টটা অনেক ভালো। কারণ ম্যানেজমেন্ট সাকসেস হওয়ার আগে অনেক খরচ করছে। কবে ওয়েবসাইটে যে এক্সচেঞ্জের কথা বলা হয়েছে সেই এক্সচেঞ্জে এই টোকেন লিস্ট হলে প্রজেক্ট অবশ্যই মরে যাবে। Coinsbit আমি তাদের ওয়েবসাইটে দেখেছি। এই এক্সচেঞ্জের list এ প্রজেক্ট ধ্বংস হয়ে যাবে। কিছু exchange আছে যেগুলোতে টোকেন লিস্ট হলে প্রজেক্ট মরে যাওয়ার সম্ভাবনা বেশি।
সেটাও সত্য। যে কোন প্রজেক্টের সাকসেস এর পেছনে ভালো একচেঞ্জে লিস্ট করাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হা, ম্যানেজমেন্ট এ বাংলাদেশী আছে সেটাও সত্য। আমি প্রথমে প্রজেক্টাকে স্কাম বলেছিলাম, তবে টিম যেহেতু প্রথম থেকে খরচ করতেছে সাকসেস করার পেছনে সেক্ষেত্রে স্কাম না হয়ে সফল হওয়ার পসিবিলিটি আছে তবে ভালো একচেঞ্জে লিস্ট করতে হবে তাদের।
-
আমি ম্যানেজার এর সাথে কথা বলেছি । সে ভালো প্রজেক্ট আনার চেষ্টা করে । তবে এই প্রজেক্টটি বর্তমান অনেক ভালো প্রজেক্ট। সবাই কাজ করতে থাকুন। আমি নিজেও জয়েন করেছি।
নতুন এক ম্যনেজার সিগনেচার এনেছে। অনেক ভালো লাগে এখন মোটামুটি সবাই এক্টিভ বাংলা বোর্ডটাও এখন দেখতে ভালো লাগে।
-
আমি ম্যানেজার এর সাথে কথা বলেছি । সে ভালো প্রজেক্ট আনার চেষ্টা করে । তবে এই প্রজেক্টটি বর্তমান অনেক ভালো প্রজেক্ট। সবাই কাজ করতে থাকুন। আমি নিজেও জয়েন করেছি।
নতুন এক ম্যনেজার সিগনেচার এনেছে। অনেক ভালো লাগে এখন মোটামুটি সবাই এক্টিভ বাংলা বোর্ডটাও এখন দেখতে ভালো লাগে।
হ্যাঁ আমি নতুন ম্যানেজারকে ইতোমধ্যেই এজেন্সি দিয়েছি। আমি তাকে দাওয়াত দিয়েছিলাম ফোরামে আসার জন্য। সেইসাথে মালাম ভাইও তাকে দাওয়াত দিয়েছে। ভাই malam ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রচারণাটি সফল হোক এটাই কামনা করছি।
-
আমি ম্যানেজার এর সাথে কথা বলেছি । সে ভালো প্রজেক্ট আনার চেষ্টা করে । তবে এই প্রজেক্টটি বর্তমান অনেক ভালো প্রজেক্ট। সবাই কাজ করতে থাকুন। আমি নিজেও জয়েন করেছি।
নতুন এক ম্যনেজার সিগনেচার এনেছে। অনেক ভালো লাগে এখন মোটামুটি সবাই এক্টিভ বাংলা বোর্ডটাও এখন দেখতে ভালো লাগে।
হ্যাঁ আমি নতুন ম্যানেজারকে ইতোমধ্যেই এজেন্সি দিয়েছি। আমি তাকে দাওয়াত দিয়েছিলাম ফোরামে আসার জন্য। সেইসাথে মালাম ভাইও তাকে দাওয়াত দিয়েছে। ভাই malam ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রচারণাটি সফল হোক এটাই কামনা করছি।
আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। আপনারা অনেক এক্টিভ ও হেল্পফুল এবংং ফোরামের সবার জন্য ভাবেন ফোরাম নিয়ে ভাবেন। এভাবে বাউন্টি ম্যনেজারদের ইনভাইট করে এখানে আনা উচিৎ। একবার ম্যনেজাররা আসতে শুরু করলে এই ফোরাম অনেক জনপ্রিয় হয়ে যাবে
-
বাউন্টি ডিটেকটিভের নতুন সিগনেচার ক্যাম্পেইন
HEX Signature Campaign
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=177448.0
মাত্র ৫ জন লিজেন্ডারী, ৭জন হিরো, ৮ জন সিনিয়র মেম্বার এবং ৪ জন ফুল মেম্বার নিবে।
যারা করতে চান তারা দ্রুত জয়েন করতে পারেন।
কযেনমার্কেটক্যাপে আছে এটা।
আগেও আমরা করেছিলাম এটার বাউন্টি। খুবই ভালো প্রজেক্ট ছিলো এটা।
-
বর্তমানে বাউন্টি ডিটেকটিভে অনেক ভালো ভালো কাজ চলছে আপনারা যারা এখনো বাউন্টি ডিটেকটিভ এ কাজগুলোতে জয়েন হন নি তারা দ্রুত সেই কাজগুলো তে জয়েন হয়ে কাজ করতে শুরু করুন আর এখন কাজ করলে কমবেশি পেমেন্ট পাবেন মাস্ট।
অনেক ক্যাম্পেইন আনতেছে এটা সত্যি কিন্তু ভালো কোন পেমেন্ট পাওয়া যাচ্ছে না কারন এতা বেশী পার্টিসিপেন্ট এখন বেড়ে গেছে দিন শেষে পজেক্ট সাকসেস হলেও আমাদের তেমন কোন উপকার হয়না। তবে একটা সত্যি যে দুর্দিনে সেই একমাত্র অনেক ক্যাম্পিইন এনেছিল। সেজন্য তাকে ধন্যবাদ দিতে পারি।
-
বর্তমানে বাউন্টি ডিটেকটিভে অনেক ভালো ভালো কাজ চলছে আপনারা যারা এখনো বাউন্টি ডিটেকটিভ এ কাজগুলোতে জয়েন হন নি তারা দ্রুত সেই কাজগুলো তে জয়েন হয়ে কাজ করতে শুরু করুন আর এখন কাজ করলে কমবেশি পেমেন্ট পাবেন মাস্ট।
অনেক ক্যাম্পেইন আনতেছে এটা সত্যি কিন্তু ভালো কোন পেমেন্ট পাওয়া যাচ্ছে না কারন এতা বেশী পার্টিসিপেন্ট এখন বেড়ে গেছে দিন শেষে পজেক্ট সাকসেস হলেও আমাদের তেমন কোন উপকার হয়না। তবে একটা সত্যি যে দুর্দিনে সেই একমাত্র অনেক ক্যাম্পিইন এনেছিল। সেজন্য তাকে ধন্যবাদ দিতে পারি।
এটাতে যদি অলটকয়েনটকে একসেপ্ট হন তাহলে পার স্টেকসে ৩ ডলারের মত পাবেন। যা অন্য অনেক প্রজেক্টের তুলনায় অনেক অনেক ভালো আর যেহেতু এটা মার্কেটক্যাপে আছে। আগে আমরা এটার বাউন্টি করেছিলাম। মাত্র ৬০ ডলারে সেল করেছিলাম। পরে সেটার দাম ৬০০ ডলারে উঠেছিলো। এখনো সেগুলো থাকলে ৩০০ ডলার দাম থাকতো বর্তমান রেটে। জয়েন করেছেন, এখন ওয়েট করেন একসেপ্ট করলে কাজ করবেন। আমার কথা হয়েছে-ম্যানেজার আজকে শিট আপডেট করবে।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন করে এই টপিক টা খোলার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যারা নতুন আছি তারা নতুন বাউন্টি নিয়ে খুব কমই অবগত হই। আমরা খুব ভালো ভাবে বুঝে উঠতে পারিনা যে কোন বাউন্টি গুলো ভালো, কোন গুলো সাকসেস হবে। তবে আশা করি এর পরবর্তী সময়ে আমাদের নতুনদের আর কোন বিড়ম্বনার মধ্যে পরতে হবে না।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
ধন্যবাদ ভাইয়া এমন গুরুত্বপূর্ণ পোষ্ট শেয়ার করার জন্য। আসলে নতুনদের মনে বাউন্টি নিয়ে অনেক প্রশ্ন থাকে। নতুনদের বাউন্টি নিয়ে জানার আগ্রহ টাও অনেক বেশি। তাই তারা বাউন্টি কিভাবে করে সেটা জানার জন্য বিভিন্ন পোস্টে বাউন্টি নিয়ে প্রশ্ন করে থাকে। আমি মনে করি আপনার এই পোস্ট থেকে, নতুনদের মন থেকে বাউন্টি নিয়ে সকল প্রশ্ন সমাধান হয়ে যাবে।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
ভাই আমি আপনার সাথে পুরাপুরি একমত আমি নতুন এ কাজ শিখতেছি। শেখা অবস্থায় আমরা যারা নতুন আছি তাদের একটু একটু ভুল হতেই পারে। এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনাদের ভালো ভালো পোস্ট গুলো আমাদের প্রয়োজন আছে।
-
ধন্যবাদ আপনাকে এমন পোস্ট করার জন্য আগে জানতামইনা যে বাউন্টি কিভাবে করতে হয় ইনশাল্লাহ আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম এবং বাউন্টি এর অজানা তথ্য জানতে পারলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া এমন গুরুত্বপূর্ণ ট্রপিক করবেন
-
InterFinex বাউন্টিতে জয়েন করুন
বাউন্টি ডিউরেশন: ৪ সপ্তাহ
বাজেট: ৪২ মিলিয়ন টোকেন
কাজ করতে পারবেন: সিগনেচার, ফেসবুক, টুইটার ও কনটেন্ট
প্রজেক্টটি মোটামুটি ভালো আছে। কেউ চাইলে জয়েন করে কাজ করতে পারেন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=178241.0
-
InterFinex বাউন্টিতে জয়েন করুন
বাউন্টি ডিউরেশন: ৪ সপ্তাহ
বাজেট: ৪২ মিলিয়ন টোকেন
কাজ করতে পারবেন: সিগনেচার, ফেসবুক, টুইটার ও কনটেন্ট
প্রজেক্টটি মোটামুটি ভালো আছে। কেউ চাইলে জয়েন করে কাজ করতে পারেন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=178241.0
বাউন্টিটাতে মাত্র ১-২ জন জয়েন করেছে দেখলাম। বাকিরাও জয়েন করে ফেলেন যেহেতু পাটিসিপেন্ট লিমিডেট। তাই পরে আসলে লিমিট শেষ হয়ে যেতে পারে।
-
InterFinex বাউন্টিতে জয়েন করুন
বাউন্টি ডিউরেশন: ১২ সপ্তাহ
বাজেট: ৪২ মিলিয়ন টোকেন
কাজ করতে পারবেন: সিগনেচার, ফেসবুক, টুইটার ও কনটেন্ট
প্রজেক্টটি মোটামুটি ভালো আছে। কেউ চাইলে জয়েন করে কাজ করতে পারেন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=178241.0
বাউন্টি ডিউরেশন: ৪ সপ্তাহ
Bounty Campaign Dates: 09/11 November - 06/12 December, lasts 4 weeks.
-
InterFinex বাউন্টিতে জয়েন করুন
বাউন্টি ডিউরেশন: ৪ সপ্তাহ
বাজেট: ৪২ মিলিয়ন টোকেন
কাজ করতে পারবেন: সিগনেচার, ফেসবুক, টুইটার ও কনটেন্ট
প্রজেক্টটি মোটামুটি ভালো আছে। কেউ চাইলে জয়েন করে কাজ করতে পারেন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=178241.0
বাউন্টি ডিউরেশন: ৪ সপ্তাহ
Bounty Campaign Dates: 09/11 November - 06/12 December, lasts 4 weeks.
কারেকশান করে দিছি। ওটা ছিলো UniCap বাউন্টির ডিউরেশন ১২ সপ্তাহ। ধন্যবাদ সঠিক তথ্য দিয়ে হেল্প করার জন্য।
-
Bounty করার জন্য karma কি দরকার? কারণ আমি একটি Bounty দেখেছি যে প্রচারে যোগদানের জন্য তার karma থাকা দরকার।
-
Bounty করার জন্য karma কি দরকার? কারণ আমি একটি Bounty দেখেছি যে প্রচারে যোগদানের জন্য তার karma থাকা দরকার।
বাউন্টির জন্য কারমা দরকার হয়না। সিগনেচারের জন্য সামনে দরকার হতে পারে। হা, সম্প্রতি একটি সিগনেচারে মিনিমাম ১০০ কারমা ছিলো রিকায়মেন্ট। তখন মডারেটর ভাই, আমি সহ আমাদের কেউ জয়েন করতে পারেনি ১০০ কারমা না থাকার কারণে। তবে ভালো পোস্ট করতে থাকুন। ভালো পোস্ট করলে কারমা পাবেন।
-
নতুন প্রজেক্ট সম্পর্কে আপনার ধারনা কেমন? এই সম্পর্কে যদি একটু শেয়ার করতেন। তাহেলে উপকৃত হতাম।
-
আপডেট: https://www.altcoinstalks.com/index.php?topic=177207.msg975137#msg975137
Bounty link: https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
-
আপডেট: https://www.altcoinstalks.com/index.php?topic=177207.msg975137#msg975137
হ্যা, এমিপে সিগনেচার স্টপ করে দিছি অলটকয়েনটকের জন্য। টিম অনেক কিপ্টা আছে। তারা হয়তো মনে করছে এখান থেকে তাদের তেমন ট্রাফিক যাচ্ছেনা যারা কারণে তাদের ইনভেস্টর ও বাড়ছেনা। যাই হোক যারা এমিপে সিগনেচার করতেছেন তারা সিগনেচার কোড এভাটর এখন রিমুভ করে নতুন একটা লাগাতে পারেন।
-
Bounty করার জন্য karma কি দরকার? কারণ আমি একটি Bounty দেখেছি যে প্রচারে যোগদানের জন্য তার karma থাকা দরকার।
বাউন্টি করতে কারমার প্রয়োজন নেই; তবে কোন কোন বাউন্টিতে সিগনেচার ক্যাম্পেইন এ যোগদানের শর্ত হিসেবে কারমা চায়, যার প্রবণতা ভবিষ্যতে আরো বাড়তে পারে। এছাড়াও আমি মনেকরি (+)কারমা দিয়ে ফোরাম আইডি এর মান বৃদ্ধি পায় আর (-)কারমা দিয়ে মান হ্রাস পায়। কারণ আপনার পোস্ট যদি ভালো মানের হয় তখন সবাই সন্তোষ্ট হয়ে আপনাকে (+) করমা দিবেন।
-
Bounty করার জন্য karma কি দরকার? কারণ আমি একটি Bounty দেখেছি যে প্রচারে যোগদানের জন্য তার karma থাকা দরকার।
আসলে নিয়ম সবসময় পরিবর্তনশীল। তাই বাউন্টির জন্য কারমাও চাইতে পারে টিম চাইলে কারন এখন যেই পরিমান পার্টিসিপেন্ট আসতেছে বাউন্টি করার জন্য তাতে একটু হার্ড রুল করতেও পারে অসম্ভব কিছু না তাই সবার উচিত ভালো ভালো পোস্ট করে কারমা বাড়ানো।
-
বর্তমানে পেমেন্ট পাওয়া যাবে এই ধরনের বাউন্টি কতগুলো আছে। তাদের মধ্যে কোনটি সবচেয়ে ভাল করবে বলে আপনি মনে করেন ?
-
বাউন্টি করতে কি কারমা প্রয়োজন আছে কিনা। আর কারমা না থাকলে কি বাউন্টি করা যাবে কিনা।
-
বর্তমানে বাহনটির অনেকগুলো কাজে চলছে এখন আমার মনে হয় Yficg বাউন্টির কাজটি অনেক ভালো হবে আমার মনে হচ্ছে আর বেশি বেশি করে বাউন্টি করবেন বাউন্টি করলে কিছু না কিছু প্রেমের অবশ্যই পাবেন তাই বাউন্টি করা ছাড়বেন না।
-
ইউনিকেপ বাউন্টি সম্পর্কে জানতে চাই?
-
Bounty করার জন্য karma কি দরকার? কারণ আমি একটি Bounty দেখেছি যে প্রচারে যোগদানের জন্য তার karma থাকা দরকার।
আমার জানামতে বাউন্টিতে যোগদান করার জন্য কার মার কোন প্রয়োজন নেই l কোন কোন সিগনেচারে জয়েন করার জন্য জেনারেল রুলে কারমা কথা উল্লেখ করে l তবে এ সংখ্যা খুবই সীমিত l তবে বেশিরভাগ সিগনেচার ক্যাম্পেইনে যোগ করার জন্য এর রেংকিং কে প্রাধান্য দিয়ে থাকে l
-
আসলে আমার মনে হয় যে ভালো বাউন্টি গুলো আমরা না খুঁজে সব বাউন্টিতে এয়ার হওয়া প্রয়োজন। কোন সময় কোন বাউন্টি ভালো হয় সেটা বোঝা যায় না অতএব আমি বলবো যে আমাদের উচিত সব বাড়িতে অ্যড হওয়া।
-
ইউনিকেপ বাউন্টি সম্পর্কে জানতে চাই?
Unicap বাউন্টি এই ফোরামে পোস্ট করার আগেই বিটকয়েনটক থেকে পাটিসিপেন্ট লিমিট শেষ হয়ে গেছে তাই নতুন পাটিসিপেন্ট এখন নেবে না। আমি তাদের টেলিগ্রামে কথা বলে জানতে পেরেছি যে তারা ১ম সপ্তাহের পর অলটকয়েনটকের জন্য পাটিসিপেন্ট নেওয়ার জন্য লিমিট বাড়াবে। সে জন্য অপেক্ষা করতে হবে।
-
ইউনিকেপ বাউন্টি সম্পর্কে জানতে চাই?
Unicap বাউন্টি এই ফোরামে পোস্ট করার আগেই বিটকয়েনটক থেকে পাটিসিপেন্ট লিমিট শেষ হয়ে গেছে তাই নতুন পাটিসিপেন্ট এখন নেবে না। আমি তাদের টেলিগ্রামে কথা বলে জানতে পেরেছি যে তারা ১ম সপ্তাহের পর অলটকয়েনটকের জন্য পাটিসিপেন্ট নেওয়ার জন্য লিমিট বাড়াবে। সে জন্য অপেক্ষা করতে হবে।
আপনাকে ধন্যবাদ এই ইনফরমেশন টি জানা ছিল না।
-
আসলে আমার মনে হয় যে ভালো বাউন্টি গুলো আমরা না খুঁজে সব বাউন্টিতে এয়ার হওয়া প্রয়োজন। কোন সময় কোন বাউন্টি ভালো হয় সেটা বোঝা যায় না অতএব আমি বলবো যে আমাদের উচিত সব বাড়িতে অ্যড হওয়া।
বাউন্টি থেকে ইনকাম করতে হলে কষ্ট করতে হবে। বাউন্টিতে সময় দিতে হবে। আর জতগুলা বাউন্টি পোস্ট হবে সব গুলাতে জয়েন করে কাজ করতে হবে। শুধু জেগুলা টিম ফেক আর হয়িটপেপার কপি ধরা না পারে।
-
আসলে আমার মনে হয় যে ভালো বাউন্টি গুলো আমরা না খুঁজে সব বাউন্টিতে এয়ার হওয়া প্রয়োজন। কোন সময় কোন বাউন্টি ভালো হয় সেটা বোঝা যায় না অতএব আমি বলবো যে আমাদের উচিত সব বাড়িতে অ্যড হওয়া।
বাউন্টি থেকে ইনকাম করতে হলে কষ্ট করতে হবে। বাউন্টিতে সময় দিতে হবে। আর জতগুলা বাউন্টি পোস্ট হবে সব গুলাতে জয়েন করে কাজ করতে হবে। শুধু জেগুলা টিম ফেক আর হয়িটপেপার কপি ধরা না পারে।
হ্যা এভারেজে সব বাউন্টি ই করতে হবে তাহলেই কিছু পাওয়ার আশা থাকবে। বেচে বেচে করলে দেখা যায় যে ওটা পরে টার্গেট ফিলাপ না হলে তখম হতাশ হওয়া লাগে। তাই সব করলে এর মধ্যে কিছু ভালো পাওয়ার আসা থাকে। আপনার সাথে আমি একমত পোষণ করছি।
-
আসলে আমার মনে হয় যে ভালো বাউন্টি গুলো আমরা না খুঁজে সব বাউন্টিতে এয়ার হওয়া প্রয়োজন। কোন সময় কোন বাউন্টি ভালো হয় সেটা বোঝা যায় না অতএব আমি বলবো যে আমাদের উচিত সব বাড়িতে অ্যড হওয়া।
বাউন্টি থেকে ইনকাম করতে হলে কষ্ট করতে হবে। বাউন্টিতে সময় দিতে হবে। আর জতগুলা বাউন্টি পোস্ট হবে সব গুলাতে জয়েন করে কাজ করতে হবে। শুধু জেগুলা টিম ফেক আর হয়িটপেপার কপি ধরা না পারে।
হ্যা এভারেজে সব বাউন্টি ই করতে হবে তাহলেই কিছু পাওয়ার আশা থাকবে। বেচে বেচে করলে দেখা যায় যে ওটা পরে টার্গেট ফিলাপ না হলে তখম হতাশ হওয়া লাগে। তাই সব করলে এর মধ্যে কিছু ভালো পাওয়ার আসা থাকে। আপনার সাথে আমি একমত পোষণ করছি।
বেছে বেছে ছাড়া তো করতে ভালো লাগেনা। যারা বেছে বেছে করেনা, গড়ে যা পায় তাই করে তারা কোন পেমেন্ট মিস করে না। আমি পারিনা সেটা করতে। আমার প্রজেক্ট পছন্দ না হলে অথবা ম্যানেজার পছন্দ না হলে করতে মন চায়না। আবার অনেক সময় দুএক সপ্তাহ করার পর ম্যানেজারের আচরণ ভালো না হলে, ঠিকমত আপডেট না করলে বাদ দেই আমি। এটা আমার অভ্যাস।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
এখন কোনো বাউন্টি ভালো হবে ভাই যদি একটু বলতেন ভাই। আর বিটকয়েন এর মত করে কি আল্টকয়েনে কাজ করা জায় নাকি অন্য ভাবে কাজ করা লাগে একটু বললে ভালো হয় ভাই।।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
হ্যাঁ স্যার বর্তমানে ফোরামে এখন অনেক ভালো ভালো বাউন্টি চলছে।প্লিজ আপনারা সবাই বাউন্টিতে অ্যাড হয়ে কাজ শুরু করেন আপনারা অবশ্যই অবশ্যই পেমেন্ট পাবেন।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
হ্যা ভাই ঠিক বলেছেন যারা নতুন এ বাউন্টি করতে আসে আসলে তারা কিছু বুঝে না। শুধু মাত্র আইডি খুইলা বসে থাকে তাদের জন্য এই পোস্ট টা খুবই প্রয়োজনীয়। এবং পুরাতনার ও অনেক কিছু শিখতে পারবে আশা করি ।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
এখন কোনো বাউন্টি ভালো হবে ভাই যদি একটু বলতেন ভাই। আর বিটকয়েন এর মত করে কি আল্টকয়েনে কাজ করা জায় নাকি অন্য ভাবে কাজ করা লাগে একটু বললে ভালো হয় ভাই।।
বাউন্টি সেকশনে ( https://www.altcoinstalks.com/index.php?board=22.0 ) নিয়মিত চোখ রাখুন। তাহলে নতুন কোন বাউন্টি আসা মাত্রই পেয়ে যাবেন। আর হা, এখানে আপনি বিটকয়েনটকের মতই বাউন্টি করতে পারবেন এই ফোরামেও। এখন নিয়মিত বাউন্টি আসে এখানে, সিগনেচারও করতে পারবেন। লেগে থাকুন সবি পাবেন এখানে।
-
বর্তমানে ফোরামে কিছু বাউন্টি চলছে তার অধিকাংশই অনেক ভালো সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনারা জয়েন হয়ে কাজ করতে পারেন পেমেন্ট পাওয়ার আশায থাকবো।
-
বর্তমানে ফোরামে কিছু বাউন্টি চলছে তার অধিকাংশই অনেক ভালো সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনারা জয়েন হয়ে কাজ করতে পারেন পেমেন্ট পাওয়ার আশায থাকবো।
বর্তমানে বিটফূরী একটি বাউন্টি চলছে। এই বাউন্টি সম্পর্কে আপনার ধারনা কি? যে কেউ যদি জানেন তাহলে শেয়ার করবেন।
-
বর্তমানে বাউন্টিতে অনেক ভালো ভালো কাজ এসেছে। আপনারা যারা বাউন্টিতে এখনো কাজ শুরু করেননি তারা একটু তাড়াতাড়ি বাউন্টিতে অ্যাড হয়ে কাজ শুরু করুন ইনশাআল্লাহ কিছুদিন পরে পেমেন্ট পেয়ে যাবেন।
-
বর্তমানে ফোরামে কিছু বাউন্টি চলছে তার অধিকাংশই অনেক ভালো সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনারা জয়েন হয়ে কাজ করতে পারেন পেমেন্ট পাওয়ার আশায থাকবো।
বর্তমানে বিটফূরী একটি বাউন্টি চলছে। এই বাউন্টি সম্পর্কে আপনার ধারনা কি? যে কেউ যদি জানেন তাহলে শেয়ার করবেন।
প্রজেক্টটা ভালো কিন্তু এটি বেটিং বা জুয়া রিলেটেড প্রজেক্ট তাই আমি এটা করতেছি না। কেউ হারাম জেনে করলে করতে পারেন আমার আপত্তি নেই। তবে আমি পারসনালি কাউকে বেটিং বা জুয়া রিলেটেড বাউন্টি করতে বলিনা। আমিও চেষ্টা করি না করার তবে শতকরা দুএকটা না পেরে হয়তো করেছি।
-
Altcointalk ফোরামে বর্তমানে বিটকয়েনের মতো অনেক ভালো ভালো ক্যাম্পেইন চলছে। যেমন ভিন্টেক্স বি এন বি বিটফুরি ইত্যাদি।এসব ক্যাম্পেইনে সিগনেচার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এতে করে ভালো পেমেন্ট পেতে পারি।
-
Altcointalk ফোরামে বর্তমানে বিটকয়েনের মতো অনেক ভালো ভালো ক্যাম্পেইন চলছে। যেমন ভিন্টেক্স বি এন বি বিটফুরি ইত্যাদি।এসব ক্যাম্পেইনে সিগনেচার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এতে করে ভালো পেমেন্ট পেতে পারি।
আমি বিটফুরিতে জয়েন করতে কিছু সমস্যা ফিল করছি। আপনার মাধ্যমে কি জানতে পারি কি কি করতে হবে জয়েনিং এর জন্য?
-
দিন যাচেছ জুয়ার বাউন্টিগুলো বেশি আসছে। আর এই প্রজেক্ট সাকসেস করতে হলে জুয়া খেলা বেশি খলতে হবে। তা নাহলে সাকসেস হবে না। তাই আমি চেস্টা করি জুয়োর বাউন্টিতে এড না হতে। কিন্তু অনেক সময দেখি কোন না কোন কারনে হত হয়। তবে এগুলো এভয়েড করা ভাল।
-
দিন যাচেছ জুয়ার বাউন্টিগুলো বেশি আসছে। আর এই প্রজেক্ট সাকসেস করতে হলে জুয়া খেলা বেশি খলতে হবে। তা নাহলে সাকসেস হবে না। তাই আমি চেস্টা করি জুয়োর বাউন্টিতে এড না হতে। কিন্তু অনেক সময দেখি কোন না কোন কারনে হত হয়। তবে এগুলো এভয়েড করা ভাল।
পৃথিবীটায় এখন জুয়া হয়ে গেছে, সব ক্ষেত্রে অনিয়ম আর অনিয়ম। এতো ঝামেলার ভীড়ে নিজেকে ঠিক রাখা কঠিন। তবে যে পারে তার জন্য ভালোবাসা। betfury বাউন্টিতে জয়েন দিবো দিবো করে দিচ্ছিনা, একটা কনফিউশন এ পরে গেলাম।
-
দিন যাচেছ জুয়ার বাউন্টিগুলো বেশি আসছে। আর এই প্রজেক্ট সাকসেস করতে হলে জুয়া খেলা বেশি খলতে হবে। তা নাহলে সাকসেস হবে না। তাই আমি চেস্টা করি জুয়োর বাউন্টিতে এড না হতে। কিন্তু অনেক সময দেখি কোন না কোন কারনে হত হয়। তবে এগুলো এভয়েড করা ভাল।
পৃথিবীটায় এখন জুয়া হয়ে গেছে, সব ক্ষেত্রে অনিয়ম আর অনিয়ম। এতো ঝামেলার ভীড়ে নিজেকে ঠিক রাখা কঠিন। তবে যে পারে তার জন্য ভালোবাসা। betfury বাউন্টিতে জয়েন দিবো দিবো করে দিচ্ছিনা, একটা কনফিউশন এ পরে গেলাম।
আমিও ঠিক সেই অবস্থার মধ্যে আছি। কি করব বুঝে উঠতে পারছি না। তবে এখানে জানা দরকার যে প্রজেক্ট টা কেমন হতে পারে যদি এনালাইসিস করে দেখাতে পারে তবে উপকৃত হব।
-
বর্তমানে বাউন্টি ডিটেকটিভের অনেকগুলো ভালো ভালো বাউন্টি চলছে আপনারা সবাই বাউন্টি গুলোতে অ্যাড হন।
বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে। অ্যাড হতে গেলে রাঙ্ক বাড়াতে হবে। আর যেগুলো তেলেঙ্গনা ভালো চলবে সেগুলোতে নির্দিষ্ট পরিমাণ লোক নিয়ার কথা বলে দেয়। আগে কিভাবে আমি জয়েন হতে পারবো।
-
বাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি SMARTS Bounty আসছে।
প্রজেক্টটা অনেক ভালো।
25,000 SMAT টোকেন যার ভেল্যু ১৮৭৫০০ ডলার। অর্থাঃ ৭.৫ ডলার ফেস ভেল্যু বা আইসিও রেট।
যারা জয়েন করতে চান তারা করতে পারেন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=179262.msg980999#msg980999
-
বাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি SMARTS Bounty আসছে।
প্রজেক্টটা অনেক ভালো।
25,000 SMAT টোকেন যার ভেল্যু ১৮৭৫০০ ডলার। অর্থাঃ ৭.৫ ডলার ফেস ভেল্যু বা আইসিও রেট।
যারা জয়েন করতে চান তারা করতে পারেন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=179262.msg980999#msg980999
হ্যাঁ বর্তমানে এই বাউন্টি প্রজেক্টটা এসেছে। দেখেছি তাতে মনে হচ্ছে বাউন্টি টা অনেক ভালো হবে। আসুন আমরা সবাই-এই বাউন্টি ক্যাম্পেইনে যোগদান করে কাজ করি।
-
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।
এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
আপনি ঠিকই বলেছেন নতুনরা অনেক কিছু শিখে এখানে আসে না। তারা সকল নিয়ম কানুন জানেনা। ফলে তারা অনেক সময় উল্টা পাল্টা পোস্ট বা কমেন্ট করে থাকে। তাদের জন্য আপনার এই দিকনির্দেশনা মূলক পোস্ট অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
বাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি SMARTS Bounty আসছে।
প্রজেক্টটা অনেক ভালো।
25,000 SMAT টোকেন যার ভেল্যু ১৮৭৫০০ ডলার। অর্থাঃ ৭.৫ ডলার ফেস ভেল্যু বা আইসিও রেট।
যারা জয়েন করতে চান তারা করতে পারেন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=179262.msg980999#msg980999
হ্যাঁ বর্তমানে এই বাউন্টি প্রজেক্টটা এসেছে। দেখেছি তাতে মনে হচ্ছে বাউন্টি টা অনেক ভালো হবে। আসুন আমরা সবাই-এই বাউন্টি ক্যাম্পেইনে যোগদান করে কাজ করি।
ভাইয়া বাউন্টিতে জয়েন করলাম। টুইটার ক্যাম্পেইন সম্পর্কে বুঝতে পারলাম কিন্তু টেলিগ্রামে কি বলেছে সেটাই বুঝতে পারছি না। টেলিগ্রামে কি করতে হবে কেউ জেনে থাকলে একটু জানাবেন প্লিজ।
-
আমি নিজেও জয়েন করেছি । আশা করছি ভালো হোক। শেষ কবে বাউন্টি পেমেন্ট পেয়েছি তা আর আমার মনে নেই।
-
MOONDEFI বাউন্টিতে জয়েন করুন
বাউন্টি বাজেটঃ ১০ মিলিয়ন ডলার সম টোকেন
বাউন্টি বিভাজনঃ সিগনেচার, টুইটার, টেলিগ্রাম, রেডিট, মিডিয়াম, ব্লগ ও ইউটিউব
যাদের সিগনেচার খালি আছে তারা সিগনেচার লাগান।
বাউন্টি ডিউরেশনঃ ৮ সপ্তাহ
বাউন্টি লিংকঃ https://www.altcoinstalks.com/index.php?topic=179756.0
-
YFLTD বাউন্টিতে জয়েন করুন
টোটাল বাজেট: ২৫০ YFLTD
বাউন্টি ডিউরেশন: ১২ উইক
Twitter - 30%
Telegram -15%
Youtube - 25%
Article - 20%
Graphics -10%
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=180123.0
-
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমি এই ফোরাম এসেছি নতুন তো আপনারা সিনিয়র ভাইয়েরা যদি আমাদের একটু নতুন নতুন বাউন্টি লিংকগুলো দেন তাহলে আমরা করতে পারব।
-
MOONDEFI বাউন্টিতে জয়েন করুন
বাউন্টি বাজেটঃ ১০ মিলিয়ন ডলার সম টোকেন
বাউন্টি বিভাজনঃ সিগনেচার, টুইটার, টেলিগ্রাম, রেডিট, মিডিয়াম, ব্লগ ও ইউটিউব
যাদের সিগনেচার খালি আছে তারা সিগনেচার লাগান।
বাউন্টি ডিউরেশনঃ ৮ সপ্তাহ
বাউন্টি লিংকঃ https://www.altcoinstalks.com/index.php?topic=179756.0
এই বাউন্টি সম্পর্কে আপনার আইডিয়া কেমন। প্রথমে মনে হয়েছিল যে এটিতে মানুষের চাহিদা অনেক বাড়বে তবে এখন মনে হচ্ছে যে না তেমন কাউকে দেখা যাচ্ছে না। ভাল এবং উপরের র্যাংকধারী যারা আছেন বিটকয়েনটক এর তেমন বড় কোন কাউকে কাজ করতে দেখছি না। কাজেই প্রজেক্ট নিয়ে একটু দিধাদন্ধের মধ্যে পড়ে গেলাম। আপনা কি মনে হয়?
-
MOONDEFI বাউন্টিতে জয়েন করুন
বাউন্টি বাজেটঃ ১০ মিলিয়ন ডলার সম টোকেন
বাউন্টি বিভাজনঃ সিগনেচার, টুইটার, টেলিগ্রাম, রেডিট, মিডিয়াম, ব্লগ ও ইউটিউব
যাদের সিগনেচার খালি আছে তারা সিগনেচার লাগান।
বাউন্টি ডিউরেশনঃ ৮ সপ্তাহ
বাউন্টি লিংকঃ https://www.altcoinstalks.com/index.php?topic=179756.0
এই বাউন্টি সম্পর্কে আপনার আইডিয়া কেমন। প্রথমে মনে হয়েছিল যে এটিতে মানুষের চাহিদা অনেক বাড়বে তবে এখন মনে হচ্ছে যে না তেমন কাউকে দেখা যাচ্ছে না। ভাল এবং উপরের র্যাংকধারী যারা আছেন বিটকয়েনটক এর তেমন বড় কোন কাউকে কাজ করতে দেখছি না। কাজেই প্রজেক্ট নিয়ে একটু দিধাদন্ধের মধ্যে পড়ে গেলাম। আপনা কি মনে হয়?
হা, রানা ভাই আপনার ধারণার সাথে আমিও কিছুটা একমত। এটা হিউজ বাজেটের ক্যাম্পেইন এবং ডেফি প্রজেক্ট। তেমন বড় র্যাংকের কাউকে সিগনেচার করতে দেখছিনা। আমার মনে হয় প্রথম শুরু হলো তো এজন্য। সাধারণত সিগনেচারে শেষের দিকে পাটিসিপেন্ট বাড়ে। লম্বা সময় কেউ সিগনেচার করতে চায় বিশেষ করে বিটকয়েনটকে। যদি লাকে বাাঁধে তাহলে যারা এখন থেকে করতেছে বিশাল এমাউন্ট পাবে। YOUC এই ফোরামে সিগনেচার আনছিলো। অনেক লম্বা দেখে আমি করিনি। যদি অন্তত ১ টা রাউন্ড সিগনেচার করতাম তাহলে বর্তমান রেট অনুযায়ী ১কে ডলার পাইতমা। তখন লম্বা সময় দেখে করিনি।
-
MOONDEFI বাউন্টিতে জয়েন করুন
বাউন্টি বাজেটঃ ১০ মিলিয়ন ডলার সম টোকেন
বাউন্টি বিভাজনঃ সিগনেচার, টুইটার, টেলিগ্রাম, রেডিট, মিডিয়াম, ব্লগ ও ইউটিউব
যাদের সিগনেচার খালি আছে তারা সিগনেচার লাগান।
বাউন্টি ডিউরেশনঃ ৮ সপ্তাহ
বাউন্টি লিংকঃ https://www.altcoinstalks.com/index.php?topic=179756.0
এই বাউন্টি সম্পর্কে আপনার আইডিয়া কেমন। প্রথমে মনে হয়েছিল যে এটিতে মানুষের চাহিদা অনেক বাড়বে তবে এখন মনে হচ্ছে যে না তেমন কাউকে দেখা যাচ্ছে না। ভাল এবং উপরের র্যাংকধারী যারা আছেন বিটকয়েনটক এর তেমন বড় কোন কাউকে কাজ করতে দেখছি না। কাজেই প্রজেক্ট নিয়ে একটু দিধাদন্ধের মধ্যে পড়ে গেলাম। আপনা কি মনে হয়?
হা, রানা ভাই আপনার ধারণার সাথে আমিও কিছুটা একমত। এটা হিউজ বাজেটের ক্যাম্পেইন এবং ডেফি প্রজেক্ট। তেমন বড় র্যাংকের কাউকে সিগনেচার করতে দেখছিনা। আমার মনে হয় প্রথম শুরু হলো তো এজন্য। সাধারণত সিগনেচারে শেষের দিকে পাটিসিপেন্ট বাড়ে। লম্বা সময় কেউ সিগনেচার করতে চায় বিশেষ করে বিটকয়েনটকে। যদি লাকে বাাঁধে তাহলে যারা এখন থেকে করতেছে বিশাল এমাউন্ট পাবে। YOUC এই ফোরামে সিগনেচার আনছিলো। অনেক লম্বা দেখে আমি করিনি। যদি অন্তত ১ টা রাউন্ড সিগনেচার করতাম তাহলে বর্তমান রেট অনুযায়ী ১কে ডলার পাইতমা। তখন লম্বা সময় দেখে করিনি।
ভাই আপনি ঠিক বলেছেন এটির সময় টা অনেক লম্বা হয়েছে। আমি এই প্রজেক্টের ওয়েব সাইটি দেখলাম সেখানে পুরো ইউনিসোয়াপের মত করে বানানো। যাই হোক যেটা বললেন যে সময়ের ব্যাপার আর কিছুদিন গেলে বোঝা যাবে কি হয়। ধন্যবাদ আপনাকে।
-
MOONDEFI বাউন্টিতে জয়েন করুন
বাউন্টি বাজেটঃ ১০ মিলিয়ন ডলার সম টোকেন
বাউন্টি বিভাজনঃ সিগনেচার, টুইটার, টেলিগ্রাম, রেডিট, মিডিয়াম, ব্লগ ও ইউটিউব
যাদের সিগনেচার খালি আছে তারা সিগনেচার লাগান।
বাউন্টি ডিউরেশনঃ ৮ সপ্তাহ
বাউন্টি লিংকঃ https://www.altcoinstalks.com/index.php?topic=179756.0
এই বাউন্টি সম্পর্কে আপনার আইডিয়া কেমন। প্রথমে মনে হয়েছিল যে এটিতে মানুষের চাহিদা অনেক বাড়বে তবে এখন মনে হচ্ছে যে না তেমন কাউকে দেখা যাচ্ছে না। ভাল এবং উপরের র্যাংকধারী যারা আছেন বিটকয়েনটক এর তেমন বড় কোন কাউকে কাজ করতে দেখছি না। কাজেই প্রজেক্ট নিয়ে একটু দিধাদন্ধের মধ্যে পড়ে গেলাম। আপনা কি মনে হয়?
ভাই আপনি ঠিক বলেছেন। এই ক্যাম্পেইনটি মনে হলো যে অনেক ভালো এবং কি মধ্য সবাই উপচে পড়বে। আমি লক্ষ করেছি এখানে কোন বড় বড় আইডি নিয়ে এ ক্যাম্পেইনে আসেনি কেউ। এখন আমি মনে মনে ভাবছি আসলে এটি কেমন হবে ভালো নাকি খারাপ।
-
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমি এই ফোরাম এসেছি নতুন তো আপনারা সিনিয়র ভাইয়েরা যদি আমাদের একটু নতুন নতুন বাউন্টি লিংকগুলো দেন তাহলে আমরা করতে পারব।
আপনি বাউন্টি সেকশনে গিয়ে দেখেন সেখানে নতুন নতুন বাউন্টি রয়েছে। তোমারে মার্কেটের অবস্থা অনেক উন্নত হচ্ছে যার ফলে আমি বলতে পারি এখন প্রায় সব বাউন্টি সাকসেস হবে। আপনি এই ফোরামে নতুন অতএব আপনাকে আমি বলব আপনি সব ক্যাম্পিয়ান এ এড হোন। ভালো ফল পাবেন।