Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আসলে আমার মনে হয় যে ভালো বাউন্টি গুলো আমরা না খুঁজে সব বাউন্টিতে এয়ার হওয়া প্রয়োজন। কোন সময় কোন বাউন্টি ভালো হয় সেটা বোঝা যায় না অতএব আমি বলবো যে আমাদের উচিত সব বাড়িতে অ্যড হওয়া।
Quote from: Magepai on November 13, 2020, 02:01:28 AMআসলে আমার মনে হয় যে ভালো বাউন্টি গুলো আমরা না খুঁজে সব বাউন্টিতে এয়ার হওয়া প্রয়োজন। কোন সময় কোন বাউন্টি ভালো হয় সেটা বোঝা যায় না অতএব আমি বলবো যে আমাদের উচিত সব বাড়িতে অ্যড হওয়া।বাউন্টি থেকে ইনকাম করতে হলে কষ্ট করতে হবে। বাউন্টিতে সময় দিতে হবে। আর জতগুলা বাউন্টি পোস্ট হবে সব গুলাতে জয়েন করে কাজ করতে হবে। শুধু জেগুলা টিম ফেক আর হয়িটপেপার কপি ধরা না পারে।
Quote from: ALEX FARID on November 13, 2020, 05:18:37 AMQuote from: Magepai on November 13, 2020, 02:01:28 AMআসলে আমার মনে হয় যে ভালো বাউন্টি গুলো আমরা না খুঁজে সব বাউন্টিতে এয়ার হওয়া প্রয়োজন। কোন সময় কোন বাউন্টি ভালো হয় সেটা বোঝা যায় না অতএব আমি বলবো যে আমাদের উচিত সব বাড়িতে অ্যড হওয়া।বাউন্টি থেকে ইনকাম করতে হলে কষ্ট করতে হবে। বাউন্টিতে সময় দিতে হবে। আর জতগুলা বাউন্টি পোস্ট হবে সব গুলাতে জয়েন করে কাজ করতে হবে। শুধু জেগুলা টিম ফেক আর হয়িটপেপার কপি ধরা না পারে।হ্যা এভারেজে সব বাউন্টি ই করতে হবে তাহলেই কিছু পাওয়ার আশা থাকবে। বেচে বেচে করলে দেখা যায় যে ওটা পরে টার্গেট ফিলাপ না হলে তখম হতাশ হওয়া লাগে। তাই সব করলে এর মধ্যে কিছু ভালো পাওয়ার আসা থাকে। আপনার সাথে আমি একমত পোষণ করছি।
আমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।
Quote from: Malam90 on October 20, 2020, 04:01:41 PMআমাদের অনেক বাংলাদেশী ভাইয়েরা দেখি বাউন্টি কিভাবে করতে হয়, কিভাবে জয়েন করতে হয় ঠিক জানেন না বলে বাউন্টি থ্রেডে গিয়ে আজে বাজে পোস্ট করে থাকেন যা খুবই দৃষ্টিকটু। নতুন অবস্থায় এটা হওয়া স্বাভাবিক। তাই বাউন্টি নিয়ে নিয়মিত বিস্তারিত আলোচনার জন্য এই টপিটটা খোলা হলো। এখানে নতুন পুরাতন সবাই আলোচনা করবেন কোন বাউন্টির খুঁটিনাটি নিয়ে। এতে নতুনরাও বাউন্টির অজানা তথ্যও জানতে পারবেন এবং সঠিকভাবে বাউন্টি করে লাভবান হবেন।এখন থেকে শুধুমাত্র এই পোস্টেই বাউন্টি নিয়ে আলোচনা করবেন। অন্য কোথাও অযথা আলোচনা করে স্পাম করবেন না।এখন কোনো বাউন্টি ভালো হবে ভাই যদি একটু বলতেন ভাই। আর বিটকয়েন এর মত করে কি আল্টকয়েনে কাজ করা জায় নাকি অন্য ভাবে কাজ করা লাগে একটু বললে ভালো হয় ভাই।।
বর্তমানে ফোরামে কিছু বাউন্টি চলছে তার অধিকাংশই অনেক ভালো সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনারা জয়েন হয়ে কাজ করতে পারেন পেমেন্ট পাওয়ার আশায থাকবো।
Quote from: Power420 on November 14, 2020, 03:00:17 AMবর্তমানে ফোরামে কিছু বাউন্টি চলছে তার অধিকাংশই অনেক ভালো সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনারা জয়েন হয়ে কাজ করতে পারেন পেমেন্ট পাওয়ার আশায থাকবো।বর্তমানে বিটফূরী একটি বাউন্টি চলছে। এই বাউন্টি সম্পর্কে আপনার ধারনা কি? যে কেউ যদি জানেন তাহলে শেয়ার করবেন।
Altcointalk ফোরামে বর্তমানে বিটকয়েনের মতো অনেক ভালো ভালো ক্যাম্পেইন চলছে। যেমন ভিন্টেক্স বি এন বি বিটফুরি ইত্যাদি।এসব ক্যাম্পেইনে সিগনেচার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এতে করে ভালো পেমেন্ট পেতে পারি।
দিন যাচেছ জুয়ার বাউন্টিগুলো বেশি আসছে। আর এই প্রজেক্ট সাকসেস করতে হলে জুয়া খেলা বেশি খলতে হবে। তা নাহলে সাকসেস হবে না। তাই আমি চেস্টা করি জুয়োর বাউন্টিতে এড না হতে। কিন্তু অনেক সময দেখি কোন না কোন কারনে হত হয়। তবে এগুলো এভয়েড করা ভাল।