Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 20, 2020, 04:20:32 PM

Title: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Nostoman on October 20, 2020, 04:20:32 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Chita76 on October 20, 2020, 04:23:23 PM
বিটকয়েন সম্পর্কে আমাদের যে মতামত বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি নাম্বার ওয়ান। পৃথিবীতে প্রায় সব দেশেই বিটকয়েনের প্রচলন রয়েছে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Coin63@ on October 20, 2020, 04:24:20 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিটকয়েনের দাম বাড়বে এটাই আমাদের সবার কাম্য। 2021 সালে বিটকয়েনের দাম 15000 ডলারের মত থাকলে আমরা সবাই এটাকে একটি সম্মানযোগ্য লেভেলে আছে বলে মনে করব। তবে অনেকেই মনে করেন 2021 সালে বিটকয়েন আবার লাভ করবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: sky20 on October 20, 2020, 04:30:16 PM
বিটকয়েন সম্পর্কে আমার ধারণা বরাবর আগের মতই আছে। আমি বড় পারি এই বিষয়ে পজিটিভ। আমি আশাকরি 2021 সালে এটি সর্বোচ্চ পর্যায়ে উঠবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: JISAN on October 20, 2020, 04:38:27 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিটকয়েন ধীরে ধীরে   আবার পাম্প হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ১২ কে এর কাছাকাছি হয়েছে ১২ কে এর উপরেও উঠেছিল। এটি ১৫ কে ক্রস করার পসেভিলিটি রয়েছে। আমি ০.২৫ btc হোল্ড করেছি গতকাল থেকে আজ পর্জন্ত ১২০$+ বেড়েছি। আশা করি ভালো প্রফিট পাবো।   
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Coin63@ on October 20, 2020, 06:55:44 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিটকয়েন ধীরে ধীরে   আবার পাম্প হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ১২ কে এর কাছাকাছি হয়েছে ১২ কে এর উপরেও উঠেছিল। এটি ১৫ কে ক্রস করার পসেভিলিটি রয়েছে। আমি ০.২৫ btc হোল্ড করেছি গতকাল থেকে আজ পর্জন্ত ১২০$+ বেড়েছি। আশা করি ভালো প্রফিট পাবো।   
আপনি ভালো সময় ইনভেস্ট করেছেন। হোল্ড করুন অবশ্যই ভালো কিছু সামনে আপনার জন্য অপেক্ষা করছে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Blue_sea on October 20, 2020, 07:47:08 PM
সারা বিশ্বে এই মহামারীর কারণে বিটকয়েনের দাম অনেকটাই কমেছে 2021 সালে বিটকয়েনের দাম বাড়বে যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন তারা ধৈর্য ধরুন করুন তাহলে সামনে ভালো কিছু পাবেন আশা করছি।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: sky20 on October 20, 2020, 07:49:17 PM
যারা এখন বিটকয়েন হোল্ড করে রাখবে তারা কিছুদিনের মধ্যেই এর দ্বিগুণ অথবা তারও অধিক প্রফিট করতে পারবে বিভিন্ন এনালিস্টরা যে ধারণা দিয়েছে তাতে বিট কয়েনের দাম আগামীতে 50 হাজার ডলারে উন্নীত হতে পারে কাজেই হোল্ড করে রাখুন প্রফিট করা যাবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Rubel007 on October 22, 2020, 04:54:18 PM
বিটকয়েনে সম্পর্কে আমার মতামত হল যে এটি খুব স্বল্প সময়ে অনেক দুর চলে যাবে যা সাধারন বিনিয়োগকারীদের হাতে থাকবে না। কাজেই এখন হল বিটকয়েনে বাই করার সময়।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: mahid on October 22, 2020, 06:14:30 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
2021 সালে আমি বিটকয়েন কে অনেক উপরে দেখতে চাই। বিটকয়েন বর্তমানে 13000 ডলারের কাছে আছে আগামী বছর এটি কে আমি 40000 হাজারের মধ্যে দেখতে চাই। আমি কিছু বিটকয়েন হোল্ড করে রেখেছি।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Fawpac2 on October 22, 2020, 07:40:53 PM
বিটকয়েন দিন দিন উন্নতির পথে যাচ্ছে। আজকে বিটকয়েন যে হারে বৃদ্ধি করতে শুরু করেছে তাতে অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন 15000 হাজার ডলারের মধ্যে অবস্থান করবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Rubel007 on October 23, 2020, 01:23:22 AM
সারা বিশ্বে এই মহামারীর কারণে বিটকয়েনের দাম অনেকটাই কমেছে 2021 সালে বিটকয়েনের দাম বাড়বে যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন তারা ধৈর্য ধরুন করুন তাহলে সামনে ভালো কিছু পাবেন আশা করছি।
জি আমি আপনার কথায় একমত। এখানে ধৌর্য একটি বড় বিষয় যা না থাকলে সাকসেস পাওয়া সম্ভব নয়।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Psycho on October 31, 2020, 11:13:46 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটকয়েন।আমার মনে হয় 2021 সালে বিটকয়েন 15 হাজার ডলার ছাড়িয়ে যাবে। বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে এখন বারা শুরু করে দিয়েছে। যারা হোল্ড করতে পছন্দ করেন তাদেরকে আমি বলব আপনারা সবাই বিটকয়েন হোল্ড করে রাখুন তাহলে ভালো পরিমাণের প্রফেট পাবেন।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Crypto_Somrat on October 31, 2020, 11:45:02 AM
বিটকয়েনে সম্পর্কে আমার মতামত হল যে এটি খুব স্বল্প সময়ে অনেক দুর চলে যাবে যা সাধারন বিনিয়োগকারীদের হাতে থাকবে না। কাজেই এখন হল বিটকয়েনে বাই করার সময়।
জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন, এখনই বিটকয়েন বাই করার সময়, কারণ বিটকয়েন হচ্ছে ক্রিপ্টো জগতের নাম্বার ওয়ান কয়েন এটা আমাদের সবার জানা। বিটকয়েন এর দাম এখন অনেক কম, ধারণা করা যাচ্ছে খুব দ্রুতই এই বিটকয়েন ১৫ হাজার ডলার কে স্পর্শ করবে তাই এই বিটকয়েন এখন বাই করে হোল্ড করে রাখলে অবশ্যই ভালো একটা প্রফিট পাওয়া যাবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: JISAN on October 31, 2020, 01:28:42 PM
বিটকতেন এখন অনেক পাম্প হচ্ছে অন্য টোকেন ও কয়েনের চেয়ে অনেক বেশি। তবে এটি সর্বোচ্চ ১৫,০০০ পর্যন্ত যেতে পারে। এর বেশি যাবে না। আর কমতে শুরু করলে ১২,০০০ এ যেতে পারে। 
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: kulkhan on October 31, 2020, 02:25:50 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিটকয়েন এখন বিশ্ব অর্থনিতীতে একটা সুপরিচিত নাম। বিটকয়েন তার অবস্থান অত্যন্ত পাকাপোক্ত করে ফেলেছে। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের লেনদেন বিটকয়েনের মাধ্যমে সম্পন্ন করছে। আমি মনেকরি বিটকয়েন আরো অনেক ভালো অবস্থান তৈরি করবে। আমি মনেকরি বিটকয়েনের নিখুঁত প্রযুক্তি ব্যবহারের কারণে ভবিষ্যতে এটি বিশ্ব অর্থ ব্যবস্থায় আরো শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম  হবে। এর মূল্য ২০২১ সালে ২০০০০$+ হবে বলে আমি মনেকরি । আমি বিটকয়েনকে আরো ভালো অবস্থানে দেখতে চাই কারন বিটকয়েনের অবস্থা ভালো হলে অন্য সকল কয়েন বা টোকেন এর অবস্থা ভালো হয়। এবং এটা আমাদের বাউন্টিতে ভালো প্রভাব ফেলে। আর আমি বিটকয়েনের একজন ইনভেস্টর। আমি ২০১৮ সাল থেকে বিটকয়েনে ইনভেস্ট করছি।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Rafiq on October 31, 2020, 03:59:48 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত মুদ্রা হচ্ছে বিটকয়েন; এটিকে ক্রিপ্টো জগতের রাজাও বলা হয়। ইতোমধ্যে বিশ্বের অনেক উন্নত দেশ বিটকয়েনকে গ্রহন করেছে। এছাড়াও পেপালের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানও বিটকয়েনকে গ্রহন করায় এর গ্রহনযোগ্যতা ও  চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস বিটকয়েন ২০২০ সালের শেষ নাগাদ ১৫০০০ ডলার এবং ২০২১ সালের মধ্যে বিটকয়েন ২০১৭ সালের মতো ২০০০০ ডলার ছাড়িয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতে বিটকয়েনকে আমি আরো উচ্চতায় দেথতে চাই। ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে  বিটকয়েনে আমার অল্প পরিমাণে বিনিয়োগ আছে। ধন্যবাদ আপনাকে
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Crypto_Somrat on October 31, 2020, 05:47:47 PM
বিটকতেন এখন অনেক পাম্প হচ্ছে অন্য টোকেন ও কয়েনের চেয়ে অনেক বেশি। তবে এটি সর্বোচ্চ ১৫,০০০ পর্যন্ত যেতে পারে। এর বেশি যাবে না। আর কমতে শুরু করলে ১২,০০০ এ যেতে পারে।
ভাইয়া ক্রিপ্টোকারেন্সি তে কখন কি হয় তা বলা যায় না। আপনি বলেছেন বিটকয়েনের দাম সর্বোচ্চ 15,000 পর্যন্ত যেতে পারে, এর বেশি যাবে না। "এর বেশি যাবে না" এটা গ্রান্টি দিয়ে বলা যাবে না, 2017 সালে যখন 20,000 কে স্পর্শ করেছিল, তাহলে এখনো আবার বিটকয়েন তার আগের পর্যায়ে যেতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। এই ক্রিপ্টো জগতে কোন কিছুই গ্রান্টি দিয়ে বলা যাবে না।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Crypto_Somrat on October 31, 2020, 05:55:09 PM
বিটকয়েন দিন দিন উন্নতির পথে যাচ্ছে। আজকে বিটকয়েন যে হারে বৃদ্ধি করতে শুরু করেছে তাতে অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন 15000 হাজার ডলারের মধ্যে অবস্থান করবে।
জি ভাইয়া আমিও আপনার সাথে একমত, বিটকয়েন এখন যেভাবে পাম্প করা শুরু করেছে তাতে অল্প কিছুদিনের মধ্যেই 15,000 ডলারকে স্পর্শ করবে। এবং কি ধারনা করা যাচ্ছে যে বিটকয়েন আবার তার আগের অবস্থানে পৌঁছাবে, 2017 সালে বিটকয়েন একবার 20,000 ডলার কে ছাড়িয়ে গিয়েছিল এটা আমাদের সবারই জানা।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Blue_sea on November 01, 2020, 03:10:03 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিটকয়েন বর্তমানে সোনার চেয়েও দামি। মানুষ এখন আর সোনা কিনে না। তারা বিটকয়েন কেনায় ব্যস্ত। প্রতিদিন তাড়া টিভি চ্যানেলে এর দাম শুনতে ব্যাস্ত থাকে। কাজেই বোঝাই যায় যে এই কয়েনটির প্রতি মানুষের কেমন আগ্রহ বাড়ছে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: sky20 on November 03, 2020, 05:31:16 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
আমি বেশি কিছু চাই না। বিটকয়েন আগে সর্বোচ্চ যে প্রাইস ছিল সেই প্রাইসে আসলেও হবে। সেই প্রাইস টা রিকভার করলেই আমি ব্যেক্তিগত ভাবে খুশি।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Crypto_Somrat on November 03, 2020, 06:12:16 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিটকয়েন 2021 সালের মধ্যে 15 হাজার ডলারে স্পর্শ করবে বলে আমার ধারণা।
আমি চাই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি জগতে সবার উপরে আছে সবার উপরে থাক।
কিন্তু ক্রিপ্টোকারেন্সি হলো এমন একটা জগত এখানে কখন কি হয় ঠিক করে বলা মুশকিল।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: JISAN on November 03, 2020, 06:17:28 AM
বিটকয়েন ১৪ হাজার পর্জন্ত উঠে এখন আবার কমতেছে। আর এখন এভাবেই কমতে থাকবে ১০ হাজারেও জাইতে পারে। আর বিটকয়েন কথা মার সাথে সাথে আল্টকয়েনগুলা পাম্প হবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Nostoman on November 03, 2020, 06:30:20 AM
বিটকয়েন ১৪ হাজার পর্জন্ত উঠে এখন আবার কমতেছে। আর এখন এভাবেই কমতে থাকবে ১০ হাজারেও জাইতে পারে। আর বিটকয়েন কথা মার সাথে সাথে আল্টকয়েনগুলা পাম্প হবে।
পরবর্তী পৃথিবীতে বিটকয়েন সুন্দর একটা অবস্থান তৈরি করে নিতে পারবে। তবে কিছু প্রজেক্ট এর সিইও ও বিশেষজ্ঞরা ধারণা করছেন সে সময়টা অতি সন্নিকটে। তবে ভবিষ্যৎবাণী করাটা ঠিক হবে না। আমেরিকার নির্বাচন কয়েনের দাম এর উপর কিছুটা হলেও প্রভাব ফেলবে। এটাই বিশেষজ্ঞগণ ধারণা করছেন। তবে এ বিষয়ে আমি তাদের সাথে খুব একটা একমত না। কারণ বিটকয়েন পৃথিবীব্যাপী বিভিন্ন ইউজারগন ব্যবহার করে থাকেন। তাই এর জনপ্রিয়তা কখনই কমবে না। তাই ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: JISAN on November 03, 2020, 07:01:02 AM
বিটকয়েন ১৪ হাজার পর্জন্ত উঠে এখন আবার কমতেছে। আর এখন এভাবেই কমতে থাকবে ১০ হাজারেও জাইতে পারে। আর বিটকয়েন কথা মার সাথে সাথে আল্টকয়েনগুলা পাম্প হবে।
পরবর্তী পৃথিবীতে বিটকয়েন সুন্দর একটা অবস্থান তৈরি করে নিতে পারবে। তবে কিছু প্রজেক্ট এর সিইও ও বিশেষজ্ঞরা ধারণা করছেন সে সময়টা অতি সন্নিকটে। তবে ভবিষ্যৎবাণী করাটা ঠিক হবে না। আমেরিকার নির্বাচন কয়েনের দাম এর উপর কিছুটা হলেও প্রভাব ফেলবে। এটাই বিশেষজ্ঞগণ ধারণা করছেন। তবে এ বিষয়ে আমি তাদের সাথে খুব একটা একমত না। কারণ বিটকয়েন পৃথিবীব্যাপী বিভিন্ন ইউজারগন ব্যবহার করে থাকেন। তাই এর জনপ্রিয়তা কখনই কমবে না। তাই ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে।
হ্যা আমেরিকার নির্বাচনের কারনে বিটকয়েনের উপর প্রভাব পরতে পারে কারন ২ পার্থির মধ্যে হাড্ডা হাড্ডি চলছে। ডোনাল টার্ম যদি জয়ী না হয় তাহলে বিটকয়েনের উপরে কিছুটা প্রভাব পরতে পারে
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Nusrat on November 03, 2020, 12:02:07 PM
বিটকয়েন আগে যে পরিস্থিতিতে ছিল আর এখন যেমন আছে এমন থাকলে তাহলে আমরা কিভাবে ভালো ইনকাম উপার্জন করবো। আমি মনে করি বিটকয়েন সব কয়েনের রাজা। এখন বিটকয়েনের যে দাম আছে তার চেয়ে আরো বাড়লে অনেক ভালো হয়। কেননা সবাই বিটকয়েন কি বেশি পছন্দ করে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: JISAN on November 03, 2020, 12:18:51 PM
বিটকয়েন আগে যে পরিস্থিতিতে ছিল আর এখন যেমন আছে এমন থাকলে তাহলে আমরা কিভাবে ভালো ইনকাম উপার্জন করবো। আমি মনে করি বিটকয়েন সব কয়েনের রাজা। এখন বিটকয়েনের যে দাম আছে তার চেয়ে আরো বাড়লে অনেক ভালো হয়। কেননা সবাই বিটকয়েন কি বেশি পছন্দ করে।
বাড়বে তবে সময় নিবে। কমবে বাড়বে তাহলেই ট্রেডাররা প্রফিট পাবে না৷ ৩৫০০ ডলারেও নামছিলো বিটকয়েন। তাই বলে যে বসে আছে তা না। আবার ১৪ হাজারে উঠছিল।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Crypto_Somrat on November 04, 2020, 04:31:57 AM
বিটকয়েন সম্পর্কে আমি বলব, বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের নাম্বার ওয়ান কয়েন এটা আমাদের সবার জানা। আমি মনে করি এই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি জগতে রাজ করতে এসেছে। এর জনপ্রিয়তা দিন দিন যেভাবে বাড়ছে তাতে ধারণা করা যাচ্ছে 2021 সালের মধ্যে বিটকয়েনের দাম আবার তার রেকর্ড পর্যায়ে পৌঁছাবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Greatwall on November 04, 2020, 04:35:56 AM
বিটকয়েন হলো সকল কয়েনের রাজা। আমি বিশ্বাস করি বিটকয়েন পৃথিবী যে পর্যন্ত বেঁচে থাকবে বিটকয়েন ততদিন রাজত্ব করে যাবে। এবং এটি জনপ্রিয়তার দিক থেকেও অনেক এগিয়ে অন্য সকল কয়েন থেকে। আমার মনে হয় 2030 সালের ভিতর বিটকয়েনের প্রাইস 30 হাজার ডলার ছাড়িয়ে যাবে।

এই ফোরামে আমি বেশ কিছুদিন হয়েছে ঢুকেছি। তাই পর্যন্ত আমি বিটকয়েন এ কোন বিনিয়োগ করিনি কিন্তু ভবিষ্যতে আশা আছে করব।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: salukhe on November 04, 2020, 06:15:59 AM
বিটকয়েন প্রথম ছিলো প্রথমি থাকবে। অন্য কোনো কয়েক বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারবে না। কেননা বিটকয়েন বিশ্বের মধ্যে একটা বেশি প্রচালিত কয়েন।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Nostoman on November 04, 2020, 06:45:49 AM
বিটকয়েন ১৪ হাজার পর্জন্ত উঠে এখন আবার কমতেছে। আর এখন এভাবেই কমতে থাকবে ১০ হাজারেও জাইতে পারে। আর বিটকয়েন কথা মার সাথে সাথে আল্টকয়েনগুলা পাম্প হবে।
পরবর্তী পৃথিবীতে বিটকয়েন সুন্দর একটা অবস্থান তৈরি করে নিতে পারবে। তবে কিছু প্রজেক্ট এর সিইও ও বিশেষজ্ঞরা ধারণা করছেন সে সময়টা অতি সন্নিকটে। তবে ভবিষ্যৎবাণী করাটা ঠিক হবে না। আমেরিকার নির্বাচন কয়েনের দাম এর উপর কিছুটা হলেও প্রভাব ফেলবে। এটাই বিশেষজ্ঞগণ ধারণা করছেন। তবে এ বিষয়ে আমি তাদের সাথে খুব একটা একমত না। কারণ বিটকয়েন পৃথিবীব্যাপী বিভিন্ন ইউজারগন ব্যবহার করে থাকেন। তাই এর জনপ্রিয়তা কখনই কমবে না। তাই ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে।
হ্যা আমেরিকার নির্বাচনের কারনে বিটকয়েনের উপর প্রভাব পরতে পারে কারন ২ পার্থির মধ্যে হাড্ডা হাড্ডি চলছে। ডোনাল টার্ম যদি জয়ী না হয় তাহলে বিটকয়েনের উপরে কিছুটা প্রভাব পরতে পারে
ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত না হলে বিটকয়েন এর উপর কি ধরনের প্রভাব পড়বে, সেটা জানা নেই। তবে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছিল বিটকয়েনের ভালো অবস্থান তৈরি করবে। কিন্তু সে তার প্রতিশ্রুতি রাখেনি। এবারও নির্বাচনের আগে একই কথা বলেছে। কোন প্রেসিডেন্ট কি ধরনের কাজ করবে সেটা আগে থেকে ভবিষ্যদ্বাণী করা মুশকিল বা উচিত নয়। তাই নির্বাচনের পরে দেখা যাবে কি ধরনের কাজ করে। তবে বিটকয়েন সারাবিশ্ব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, নির্দিষ্ট কোন দেশের মধ্যে সীমাবদ্ধ নয়।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Nostoman on November 04, 2020, 06:49:29 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিটকয়েন এখন বিশ্ব অর্থনিতীতে একটা সুপরিচিত নাম। বিটকয়েন তার অবস্থান অত্যন্ত পাকাপোক্ত করে ফেলেছে। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের লেনদেন বিটকয়েনের মাধ্যমে সম্পন্ন করছে। আমি মনেকরি বিটকয়েন আরো অনেক ভালো অবস্থান তৈরি করবে। আমি মনেকরি বিটকয়েনের নিখুঁত প্রযুক্তি ব্যবহারের কারণে ভবিষ্যতে এটি বিশ্ব অর্থ ব্যবস্থায় আরো শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম  হবে। এর মূল্য ২০২১ সালে ২০০০০$+ হবে বলে আমি মনেকরি । আমি বিটকয়েনকে আরো ভালো অবস্থানে দেখতে চাই কারন বিটকয়েনের অবস্থা ভালো হলে অন্য সকল কয়েন বা টোকেন এর অবস্থা ভালো হয়। এবং এটা আমাদের বাউন্টিতে ভালো প্রভাব ফেলে। আর আমি বিটকয়েনের একজন ইনভেস্টর। আমি ২০১৮ সাল থেকে বিটকয়েনে ইনভেস্ট করছি।
2021 সালের পর নতুন চমক আশা করছি। ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। বিটকয়েন হোল্ড করেছে তাদের জন্য ভালো খবর আসতে পারে।তাই যারা বিটকয়েন দাঁড়িয়ে রয়েছেন তারা অবশ্যই বিক্রয় গুলো ধরে রাখবেন। আমি আমার বিটকয়েন গুলো দুই বছর যাবত ধরে রেখেছি। আমি আরো অনেক সময় ধরে রাখতে চাই। যদিও এই বছর বিটকয়েনের বাজার অনেকটা উত্তেজিত। বিটকয়েন বিশ্ব অর্থনীতিতে ভূমিকা রাখছে বলে আমি মনে করি। বাংলাদেশের ভবিষ্যতের অর্থনীতির চাকা সচল রাখতে বিটকয়েন ভূমিকা রাখবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Nostoman on November 04, 2020, 06:51:54 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত মুদ্রা হচ্ছে বিটকয়েন; এটিকে ক্রিপ্টো জগতের রাজাও বলা হয়। ইতোমধ্যে বিশ্বের অনেক উন্নত দেশ বিটকয়েনকে গ্রহন করেছে। এছাড়াও পেপালের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানও বিটকয়েনকে গ্রহন করায় এর গ্রহনযোগ্যতা ও  চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস বিটকয়েন ২০২০ সালের শেষ নাগাদ ১৫০০০ ডলার এবং ২০২১ সালের মধ্যে বিটকয়েন ২০১৭ সালের মতো ২০০০০ ডলার ছাড়িয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতে বিটকয়েনকে আমি আরো উচ্চতায় দেথতে চাই। ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে  বিটকয়েনে আমার অল্প পরিমাণে বিনিয়োগ আছে। ধন্যবাদ আপনাকে
USDT একটি স্টাবল মুদ্রা। তবে এই মুদ্রা যে কোন মানুষ এক্সচেঞ্জ করে, এবং সেটা বিটকয়েনের সাথে। আমি নিজেও আমার ডলার গুলি বিটকয়েনে কনভার্ট করে রাখি। কারণ ভবিষ্যতে যেহেতু ভালো সম্ভাবনা রয়েছে, সেহেতু কলার গুলি বিটকয়েনের রাখা ভালো। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে লাভবান হওয়া সম্ভব।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Nostoman on November 04, 2020, 06:55:52 AM
বিটকতেন এখন অনেক পাম্প হচ্ছে অন্য টোকেন ও কয়েনের চেয়ে অনেক বেশি। তবে এটি সর্বোচ্চ ১৫,০০০ পর্যন্ত যেতে পারে। এর বেশি যাবে না। আর কমতে শুরু করলে ১২,০০০ এ যেতে পারে।
ভাইয়া ক্রিপ্টোকারেন্সি তে কখন কি হয় তা বলা যায় না। আপনি বলেছেন বিটকয়েনের দাম সর্বোচ্চ 15,000 পর্যন্ত যেতে পারে, এর বেশি যাবে না। "এর বেশি যাবে না" এটা গ্রান্টি দিয়ে বলা যাবে না, 2017 সালে যখন 20,000 কে স্পর্শ করেছিল, তাহলে এখনো আবার বিটকয়েন তার আগের পর্যায়ে যেতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। এই ক্রিপ্টো জগতে কোন কিছুই গ্রান্টি দিয়ে বলা যাবে না।
2017 সাল ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে ভালো সময় ছিল। কারণ 2017 সালে বিটকয়েনের দাম বেশি ছিল। আবার সেসময়ের প্রজেক্ট গুলো বেশি পরিমাণ সাকসেসফুল হত। যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট বা উপার্জনের সাইটের সাথে জড়িত ছিল, তারা অনেক বেশি পরিমাণ লাভবান হয়েছে। বর্তমানে কিন্তু সে তুলনায় উপার্জন করা সম্ভব না। কারণ 2018 সালে ও 2019 সালে বিটকয়েনের দামের অনেক পরিবর্তন হয়েছে। আবার অনেক কয়েনের দাম এর অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তনকে স্বাগত জানানো উচিত, উদ্দেশ্যে পরিবর্তন রোধে নিম্নমুখী হয় তাহলে কষ্ট হয়। যারা বিনিয়োগ করেছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়।তাই 2021 সালে বিটকয়েন এর দাম বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Herry on November 07, 2020, 06:20:41 AM
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা এবং সকল মুদ্রার রাজা আমি আশা করি 2021 সালে বিটকয়েনের দাম 20 থেকে 25 ডলারে পৌঁছাবে দিন দিন বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সেজন্য 2021 সালে বিটকয়েনের দাম 20 থেকে 30 হাজার ডলারে পৌঁছানো স্বাভাবিক বর্তমান সময়ের সকল কয়েন মার্কেট গুলো সকল কয়েনের দাম খুবই পাম্প করছে এজন্য আশা করা যায় 2021 সালে সকল কয়েনের দামি খুবই ভাল দামে পাম্প করবে না আমি কোন বিটকয়েন বিনিয়োগ করি নি
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Monster5 on November 07, 2020, 06:32:30 AM
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা এবং সকল মুদ্রার রাজা আমি আশা করি 2021 সালে বিটকয়েনের দাম 20 থেকে 25 ডলারে পৌঁছাবে দিন দিন বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সেজন্য 2021 সালে বিটকয়েনের দাম 20 থেকে 30 হাজার ডলারে পৌঁছানো স্বাভাবিক বর্তমান সময়ের সকল কয়েন মার্কেট গুলো সকল কয়েনের দাম খুবই পাম্প করছে এজন্য আশা করা যায় 2021 সালে সকল কয়েনের দামি খুবই ভাল দামে পাম্প করবে না আমি কোন বিটকয়েন বিনিয়োগ করি নি
ঠিক বলেছেন ভাই বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে দেখা যায় ২০২১ সালে বিটকয়েন সবোচ্ছ দামে পৌছাবে।  বিটকয়েনের দাম বৃদ্ধির মুল কারণ হচ্ছে USA নির্বাচনের কারণে বিটকয়েনের দাম দিন দিন এতো বৃদ্বি পাচ্ছে।  এই ভাবে বৃদ্ধি পেলে ২০২১ সালে বিটকয়েনের দাম ২০ থেকে ২৫  হাজার ডলারে পৌছে যাবে এতে কোনো সন্দেহ নেই।       
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: mahid on November 07, 2020, 07:14:24 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
2021 সারে বিটকয়েনের দাম আমার মতে 30000 ডলার হবে। এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনাও আছে। কাজেই যে যত পারেন এটি হোল্ড করুন। এক সময় ছিল যখন বিটকেযনে দাম কয়েক ডলার ছিল তখন আমরা অনেকেই গুরুত্ব দেয়নি এমনও সময় আসবে যা হবে আমাদের জন্য বেদনার এই বিটকয়েন সংক্ষন না করার জন্য।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Papusha20 on November 08, 2020, 03:26:03 AM
বিটকয়েন বর্তমান মোটামুটি অবস্থা ভালো ভবিষ্যতে 2021 সালে বিটকয়েনের দাম 20 থেকে 30 হাজার ডলারের মধ্যে থাকবে বলা যেতে পারে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Rain075 on November 08, 2020, 06:30:38 AM
বর্তমানে বিটকয়েনের দাম দেখে মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম মোটামুটি ভালোই থাকবে।তবে ক্রিপ্টোকারেন্সি তে কোন কিছু সিওর দিয়ে বলা ঠিক নয়। আমি অনেকগুলো বিটকয়েন ডলার হোল্ড করে রেখেছি। তবে বিটকয়েনের দাম 20,000 ডলার হলে আমি আমার ডলার সেল করে দেব।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Pitter on November 12, 2020, 06:45:13 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিটকয়েন 2020 সালের শেষে 20000-25000 ডলার হতে পারে আর তা যদি না হয় তাহলে অবশ্যই 2021 সালে এর প্রতিফলন হবে। আমরা যারা বিটকয়েন হোল্ডার আছি তারা সেই দিন টির জন্য অপেক্ষা করছি।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Btceth01 on November 12, 2020, 03:34:33 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
একচুয়ালি ক্রিপ্টোকারেন্সি তে কোন কিছু অনুমান করে বলা ঠিক না। 2021 সালে বিটকয়েনের দাম কত হবে সেটা কিন্তু সঠিক বলা বড় মুশকিল। তবে 2020 সালে মার্কেট অনুযায়ী বলা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম 20 হাজার এর উপরে থাকবে। বর্তমানে আমি 3400+ ডলার বিটকয়েন হোল্ড করেছি।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Halkpro on November 12, 2020, 03:48:42 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
একচুয়ালি ক্রিপ্টোকারেন্সি তে কোন কিছু অনুমান করে বলা ঠিক না। 2021 সালে বিটকয়েনের দাম কত হবে সেটা কিন্তু সঠিক বলা বড় মুশকিল। তবে 2020 সালে মার্কেট অনুযায়ী বলা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম 20 হাজার এর উপরে থাকবে। বর্তমানে আমি 3400+ ডলার বিটকয়েন হোল্ড করেছি।
আপনি ভালো কথা বলেছেন।  বিট কয়েনের ভবিষ্যৎ বানী বলাটা ঠিক না তাও যতটুকু এক্সপেরিয়েন্স হয়েছে তা থেকে বলতে পারি ২০২১ সালের প্রথম দিকে ২০০০০+ করবে কারন এখন অনেক ট্রেডার আছে যারা বিটকয়েন হোল্ড করে রেখেছে। তাই আমার মনে হয় যারা ট্রেড করে তাদের কিছু পরিমান বিটিসি হোল্ড করা উচি।   
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: babu10 on November 12, 2020, 04:58:44 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?

আমার মতামততো সোজা :D :D 2021 সালে বিটকয়েনকে অন্ততপক্ষে 25কে ডলারে দেখতে চাই এবং সেইসাথে আরো অনেক দেশের সরকার এটাকে মেনে নিয়ে তাদের জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে এই প্রত্যাশা করি। তাতে সবারই লাভ হবে বলে মনে করি।

ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: sky20 on November 12, 2020, 06:39:54 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
আগামি দিনে বিটকয়েন মানুষ যোটা ধারনাও করতে পারবে না। বিটকয়েন সেই মাত্রায় পৌছে যাবে আমার বিশ্বাস। আমি সামান্য বিটকয়েন হোল্ড করেছি। যদি সম্ভব হয় তাহলে আগামিতেও করব।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: AGM on November 12, 2020, 07:20:13 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
আগামি দিনে বিটকয়েন মানুষ যোটা ধারনাও করতে পারবে না। বিটকয়েন সেই মাত্রায় পৌছে যাবে আমার বিশ্বাস। আমি সামান্য বিটকয়েন হোল্ড করেছি। যদি সম্ভব হয় তাহলে আগামিতেও করব।
আপনার কথা ঠিক আছে আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি। সামনে বিটকয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Blue_sea on November 12, 2020, 07:35:24 PM
বিটকয়েন সম্পর্কে আমার মতামত বারবার ই ভাল। পৃথিবীর সবচেয়ে ভাল যে কয়েন সেটি হল বিটকয়েন। এটি কে বাদ দিয়ে আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সির কথা ভাবাই যায় না।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Triedboy on November 18, 2020, 07:16:17 PM
বিটকয়েন হচ্ছে সমস্ত কয়েনের রাজা। সম্পূর্ণ কয়েনগুলি বিটকয়েনের ওপর নির্ভর করে।বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে অন্য সকল কয়েন গুলির দাম আস্তে আস্তে বাড়তে থাকে। অতএব বিটকয়েন কে ছাড়া কিছু কল্পনা করা যায় না।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Ak600 on November 18, 2020, 07:18:28 PM
সারা বিশ্বে এই মহামারীর কারণে বিটকয়েনের দাম অনেকটাই কমেছে 2021 সালে বিটকয়েনের দাম বাড়বে যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন তারা ধৈর্য ধরুন করুন তাহলে সামনে ভালো কিছু পাবেন আশা করছি।
জি ভাই ধৈর্য ধরে বসে আছি একদিন সেরা জিনিসটাই পাব ইনশাল্লাহ দোয়া করবেন
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Magepai on November 20, 2020, 12:59:45 AM
প্রথমে আসলে আমি বলব যে আমি ফোরামে এসেছি মাত্র দুই মাস হয়েছে এ পর্যন্ত আমি বিটকয়েন কোন বিনিয়োগ করিনি। আর বিটকয়েনের বর্তমানে অবস্থা দেখে বলা যায় 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 25000 ডলার হবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Apower$ on November 21, 2020, 08:49:49 AM
বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। বর্তমানে মার্কেটে বিটকয়েন এর অবস্থা সর্বস্তরে। আমরা আশা করি 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 25000 ডলার হবে ইনশাল্লাহ।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Linda78 on November 21, 2020, 09:42:29 AM
বিটকয়েন সম্পর্কে আমাদের যে মতামত বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি নাম্বার ওয়ান। পৃথিবীতে প্রায় সব দেশেই বিটকয়েনের প্রচলন রয়েছে।
বর্তমানে বিটকয়েনের অবস্থা খুবই ভালো।আমরা আশা রাখতে পারি 2021 সালের মধ্যে বিটকয়েন অবস্থা আরও উন্নত হবে কারো আশা করি 3000 প্লাস হয়ে যাবে 1 বিটিসি ।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Linda78 on November 21, 2020, 10:05:20 AM
বিটকয়েন সম্পর্কে আমাদের যে মতামত বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি নাম্বার ওয়ান। পৃথিবীতে প্রায় সব দেশেই বিটকয়েনের প্রচলন রয়েছে।
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নাম্বার ওয়ান তিনি হাইলি পজিশন ধরে রাখতে পেরেছে। ভবিষ্যতে তাদের অবস্থান টা আরো শক্তিশালী হবে মনে হয় 2025 সালের ভিতর 50000 পার করবে।একসময় তাদের পজিশনটা অনেক খারাপ ছিল কিন্তু বর্তমানে তাদের অবস্থা অনেক ভালো।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Kangaro45 on November 21, 2020, 10:06:08 AM
বিটকয়েন হচ্ছে সকল সকল কয়েনের রাজা। সারা পৃথিবী জুড়ে সবচেয়ে জনপ্রিয় কয়েন হলো বিটকয়েন জনপ্রিয়তার দিক থেকে এর আশেপাশে কোন কয়েন নেই দামের দিক থেকেও বিটকয়েন সবচেয়ে বেশি বর্তমানে বিটকয়েনের দাম প্রায় 19 হাজার ডলার।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Cz Rock on December 18, 2020, 04:51:30 PM
বর্তমানে বিটকয়েনের দাম 19 হাজার ডলারের চাইতে বেশি। কয়েনের রাজা বলা হয় বিটকয়েন কি। সারাবিশ্বে বিটকয়েন জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় বিটকয়েনের দাম 25000 থেকে 30 হাজার ডলারে অবস্থান করবে 2021 সালের শেষ দিকে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Casual on December 18, 2020, 04:56:41 PM
বর্তমানে বিটকয়েন প্রাইস দাঁড়িয়েছে 23 হাজার ডলারের কাছাকাছি কিন্তু আরো কিছু বেশি ছিল এখন একটু কমেছে। 2021 সালের মধ্যে আমি বিটকয়েনের প্রায় 30 হাজার ডলার দেখতে চাই।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Casual on December 18, 2020, 04:57:58 PM
প্রথমে আসলে আমি বলব যে আমি ফোরামে এসেছি মাত্র দুই মাস হয়েছে এ পর্যন্ত আমি বিটকয়েন কোন বিনিয়োগ করিনি। আর বিটকয়েনের বর্তমানে অবস্থা দেখে বলা যায় 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 25000 ডলার হবে।

আসলে ভাই আপনি যদি বর্তমানে মার্কেটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন বর্তমানে প্রায় 25 হাজার ডলারের কাছে গিয়েছিল।তারপরও কিন্তু এখনো 2020 সাল শেষ হয়নি 2020 সালের শেষের দিকে বিটকয়েন প্রাইস 25000 ডলার হবে। এবং 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রায় 30 হাজার ডলার ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Princeraju on December 18, 2020, 07:20:56 PM
বিটকয়েন জনপ্রিয় একটি মুদ্রা হিসেবে সারা পৃথিবীব্যাপী পরিচিত।তাই আমি মনে করি বিটকয়েন সারা পৃথিবীব্যাপী অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করবে।বিটকয়েন ভবিষ্যতের জন্য অনেক উপকারী ও বিনিয়োগের জন্য অন্যতম একটি মুদ্রা।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: kulkhan on December 18, 2020, 07:28:46 PM
আমি বিটকয়েনে বিনিয়োগ করেছি। আমি ২০১৬ সাল থেকে বিটকয়েনের সাথে যুক্ত আছি। বিটকয়েন সর্ব কালের সকল রেকর্ড ভেঙে $২২৫০০+ এ পৌঁছে গেছে। আমি মনেকরি বিটকয়েনের মূল্য ২০২১ সালে ৩৫০০০$ এ পৌঁছে যেতে পারে। কারন বিটকয়েনের জনপ্রিয়তা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সবাই এখন বিটকয়েনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছে। আমি মনে প্রানে বিশ্বাস করি আগামীর বিশ্ব অর্থনিতী বিটকয়েন নির্ভর হয়ে উঠবে। কারন পৃথিবীর অনেক দেশ এটাকে বৈধতা দিতে শুরু করেছে। আমি কিছু পরিমান বিটকয়েন হোল্ড করেছি আশাবাদী আমি এটা ১০০০০০$ এ বিক্রি করতে পারব।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Jaya60 on December 18, 2020, 10:51:33 PM
বিটকয়েনের বর্তমান প্রাইজ দেখে মনে হচ্ছে 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস অবশ্যই 30 হাজার ডলার হবে।এবং সকল রেকর্ড ভেঙে দিয়ে দেখা গিয়েছে 2020 সালে বিটকয়েনের প্রায় সর্বোচ্চ বেশি হয়েছে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Jaya60 on December 18, 2020, 10:53:57 PM
আমি বিটকয়েনে বিনিয়োগ করেছি। আমি ২০১৬ সাল থেকে বিটকয়েনের সাথে যুক্ত আছি। বিটকয়েন সর্ব কালের সকল রেকর্ড ভেঙে $২২৫০০+ এ পৌঁছে গেছে। আমি মনেকরি বিটকয়েনের মূল্য ২০২১ সালে ৩৫০০০$ এ পৌঁছে যেতে পারে। কারন বিটকয়েনের জনপ্রিয়তা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সবাই এখন বিটকয়েনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছে। আমি মনে প্রানে বিশ্বাস করি আগামীর বিশ্ব অর্থনিতী বিটকয়েন নির্ভর হয়ে উঠবে। কারন পৃথিবীর অনেক দেশ এটাকে বৈধতা দিতে শুরু করেছে। আমি কিছু পরিমান বিটকয়েন হোল্ড করেছি আশাবাদী আমি এটা ১০০০০০$ এ বিক্রি করতে পারব।

বর্তমান বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে তুলনা করলে 2021 সালের মধ্যে অবশ্যই 30 হাজার ডলার ছাড়িযে যাবে।এখন যদি বর্তমানে আসলেই হোল্ড করে রাখা যায় তাহলে একটু দীর্ঘসময় রাখতে হবে তাহলে দেখা যাবে এটি অবশ্যই 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে তখন বিক্রি করলে দেখা যাবে অনেক প্রফিট পাওয়া গেছে।তাই কেউ যদি এখন বিটকয়েন হোল্ড করে রাখতে চায় তাহলে আমি বলব দীর্ঘসময় রাখুন অবশ্যই প্রফিট পাবেন।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Mahindra on December 29, 2020, 04:43:14 PM
ভাই আমি 2020 সালের শেষের দিকে বিটকয়েনের প্রাইস দেখে সত্যিই অবাক হয়ে গেছি বর্তমানে বিটকয়েন প্রাইস এত বৃদ্ধি পেয়েছে যেটা থেকে সকলেই অবাক হবে বর্তমানে বিটকয়েন প্রাইস মার্কেট 27 হাজার ডলার এর উপরে সবাই মনে করে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 30 হাজার ডলার পৌঁছাবে আর 2021 সালে 35 হাজার ডলার থেকে 40 হাজার ডলার স্পর্শ করবে এটা আমরা ভবিষ্যতে বিটকয়েনের কাছ থেকে আশা করতে পারি।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Laxmi Sharma on December 29, 2020, 04:56:46 PM
নতুন বছর এখনো শুরু হয়নি বিটকয়েনের দাম 26 হাজার 600 ডলারের উপরে অবস্থান করছে। বর্তমানে বিটকয়েন এর দাম যে হারে পাম্প করতে শুরু করেছে আমি আশাবাদী বিটকয়েন নতুন বছরে 30 হাজার ডলার কে স্পর্শ করবে। আমরা চাই আগামী বছর বিটকয়েন কে আমরা আরো ভালো পজিশনে দেখি। আমার এখন সামর্থ্য নেই তবে যখন সামর্থ্য হবে আমার ইচ্ছা রয়েছে আমি বিটকয়েন এ বিনিয়োগ করব।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Emon khan on December 29, 2020, 05:29:12 PM
বর্তমানে বাংলাদেশে বিটকয়েনের দাম 26 হাজার 600 ডলারের মতো। 2020 সালে বিটকয়েনের দাম অনেক ভালো আমি আশা করি 2021 সালে বিটকয়েনের দাম 30 হাজার ডলারের মত হবে। বিটকয়েনের পজিশন অনেক ভালো আমরা চাই আগামী বছর বিটকয়েন কে আরো ভালো পজিশনে দেখি এবং এই বিটকয়েন এ কাজ করে আমরা সফলতা অর্জন করতে চাই। তাই আমি বলতে চাই সামনে বিটকয়েনের দাম আরো বাড়বে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Markuri33 on December 29, 2020, 11:38:32 PM
বিটকয়েনের প্রাইস যেভাবে ওঠানামা করছে তা দেখে কেউ সঠিকভাবে ধারণা করতে পারছেনা বিটকয়েনের প্রাইস আসলে কোন দিকে যাবে। বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ উঠেছিল 28 হাজার ডলারের কিছুটা উপরে। বর্তমানে যেহেতু একটু কম রয়েছে তারপরও আমি বলব বিটকয়েনের প্রাইস আবারো বৃদ্ধি পাবে। বিটকয়েন হয়তো 30 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Angel jara on December 30, 2020, 03:03:20 AM
এই ফোরামের নতুন সদস্য হওয়ার কারণে সঠিকভাবে সঠিক মন্তব্য দিতে চেষ্টা করুন। যদি সঠিক মন্তব্য দিতে না পারি, সঠিক তথ্য হয়নি তাহলে আমার পোস্টটি ক্ষমার দৃষ্টিতে দেখবে। পরবর্তীতে সঠিক মন্তব্য করার চেষ্টা করব। বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি। সারাবিশ্বে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা খুব বেশি। বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মূল্য 26 হাজার ডলার। ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা ও দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: saidul2105 on December 30, 2020, 06:09:40 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
ভাই ২০২০ সালের প্রায় শেষ সময়ে অবস্থান করছি আমরা।  বিটকয়েন ২০২০ সালের শেষের দিকে এসে যে ভাবে পাম্প করলো তাতে বিষয়টা কে পুরোই মিরাকেল বলে মনে হচ্ছে।  বিটকয়েন ইতোমধ্যে ২৭০০০ ডলার পার করে গেছে যা পুরনো সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড হয়ে গেছে।  ২০২১ সালে বিটকয়েনের ৩৫০০০-৪০০০০ ডলার হিট করার সম্ভাবনা টা খুব বেশি  ।                                 
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Damrai5$ on December 30, 2020, 07:09:52 AM
বিটকয়েনের প্রাইস যেভাবে ওঠানামা করছে তা দেখে কেউ সঠিকভাবে ধারণা করতে পারছেনা বিটকয়েনের প্রাইস আসলে কোন দিকে যাবে। বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ উঠেছিল 28 হাজার ডলারের কিছুটা উপরে। বর্তমানে যেহেতু একটু কম রয়েছে তারপরও আমি বলব বিটকয়েনের প্রাইস আবারো বৃদ্ধি পাবে। বিটকয়েন হয়তো 30 হাজার ডলার অতিক্রম করবে।
হ্যাঁ ভাই আসলে আপনার কথা ঠিক আছে। বর্তমানে দেখা যাচ্ছে কয়েনের প্রাইস আবারো বৃদ্ধি পাইতেছে। হয়তো এই একদিনের মধ্যেই 30 হাজার ডলারে যেতে পারে যেভাবে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে বিটকয়েনের প্রাইস। বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার দেখা গেছে সকল ইনভেস্টর এরমধ্যে বিনিয়োগ করছে যার ফলে আরও বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন প্রাইস।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Milon626 on December 30, 2020, 07:52:19 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
ক্রিপ্টোর সর্বকালের সেরা কয়েন হলো বিটকয়েন। বিটকয়েনকে সকল কয়েনের রাজা হিসেবেই আমরা জানি।  ইতোমধ্যে বিটকয়েন পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড করে ফেলেছে।  ২০২০ সাল শেষ হওয়ার আগেই বিটকয়েন ২৭০০০ ডলার পার করে গেছে।  তাই ২০২১ সালে বিটকয়েনের দাম ৩৫০০০-৪০০০০ ডলার আমরা আশা করতেই পারি।                                   
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Rony on December 30, 2020, 07:57:35 AM
বর্তমান সময়ে বিটকয়েনের দাম 25 হাজার ডলার ছাড়িয়ে গেছে। আশা করছি বিট কয়েনের দাম বৃদ্ধি পায়ে 30 হাজার ডলার হবে তাড়াতাড়ি। বিটকয়েনের দাম 2021 সালের মাঝামাঝি 30 হাজার ডলার হবে। বর্তমান সময়ে কয়েনের বাজারে শীর্ষস্থান দখল করে নিয়েছে বিট কয়েন।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Tamsialu$$ on January 05, 2021, 12:42:36 AM
বর্তমানে বিটকয়েনের প্রাইস 30 হাজার ডলারের একটু উপরে। 2020 সালে বিটকয়েনের পূর্বের রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ছিল। আবার 2021 সাল পড়ার পরপরই বিটকয়েনের প্রাইস 34 হাজার ডলার হয়েছে। এখন যদিও কিছুটা কমেছে তার পরেও বিটকয়েনের প্রাইস 40 হাজার ডলার ছাড়াবে 2021 সালের মাঝামাঝি দিকেই।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Mahindra on January 05, 2021, 03:03:20 AM
নতুন বছরের 2021 সালে বিটকয়েনের দাম দিন দিন বাড়তে শুরু করেছে পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে 2021 সালে আমার মনে হয় 2021 সালে সর্বনিম্ন বিটকয়েনের দাম 20 হাজার ডলারে থাকলে আমরা সকলে তাকে সম্মানযোগ্য বলে আশা করব।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Goldlife on January 05, 2021, 12:50:44 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বর্তমান সময়ে বিটকয়েনের দাম 30 হাজার ডলার ছাড়িয়ে গেছে। আশা করছি বিট কয়েনের দাম বৃদ্ধি পায়ে 40 হাজার ডলার হবে তাড়াতাড়ি। বিটকয়েনের দাম 2021 সালের মাঝামাঝি 50হাজার ডলার হবে। বর্তমান সময়ে কয়েনের বাজারে শীর্ষস্থান দখল করে নিয়েছে বিট কয়েন।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Ridoy Ahmed Santo on January 05, 2021, 02:00:54 PM
2021 সালে বিটকয়েনের দাম বাড়তে বাড়তে 31 হাজার ডলার হয়ে গেছে ।আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম সামনে আরো বাড়বে। যাদের কাছে এখন বিটকয়েন আছে তারা  কিন্তু এখন খুব লাভবান হতে পারবে এখনই তাদের অনেক বড় একটি সুযোগ।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Najmul on January 23, 2021, 02:19:52 PM
বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সির জগতে এক নাম্বার কয়েন। বিটকয়েন কে কয়েনের রাজা বলা হয়। বিটকয়েনের যত দিন যাচ্ছে ততই তার দাম বেড়ে চলছে। এই বিটকয়েন একদিন সোনার স্থান দখল করবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Azharul on January 23, 2021, 03:11:01 PM
বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সির জগতে এক নাম্বার কয়েন।বর্তমান সময়ে বিটকয়েনের দাম 30 হাজার ডলার ছাড়িয়ে গেছে।আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম সামনে আরো বাড়বে।বর্তমান সময়ে কয়েনের বাজারে শীর্ষস্থান দখল করে নিয়েছে বিট কয়েন।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Mental on January 23, 2021, 04:03:59 PM
সিনিয়র ভাই আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।কিন্তু কোন কিছু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে বিটকয়েন এক সময় পাগলা ঘোড়ার মত দৌড়ায় আবার একদম কমেও যায়।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Mental on January 23, 2021, 04:29:52 PM
সিনিয়র ভাই আমি জানি এখানে আমার এই পোস্টটি করা উচিত হয়নি তারপরও করতে হলো আমি জানিনা বলে। সিনিয়র ভাই আমি নিউ টপিক তৈরি করব কিভাবে আমি জানিনা।যদি সিনিয়র ভাইরা একটু বলে দেন তাহলে হয়তো আমি সামনে থেকে ভালো টপিক তৈরি করতে পারব।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Herry on January 23, 2021, 05:29:16 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বর্তমানে বিটকয়েনের দাম অনেক ডাম্প করেছে। গত সাত দিনে বিটকয়েনের দাম 15 শতাংশ কমে গেছে। আমরা দেখেছিলাম যে 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম 41 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল। আমি মনে করি বিটকয়েনের দাম আবারও বৃদ্ধি পাবে। হ্যাঁ আমি কিছু বিদেশি বিনিয়োগ করে রেখেছি। আশাকরি লাভবান হতে পারব
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Mj joy on January 23, 2021, 05:37:55 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
ভাই আমি তো নতুন তাই বেশি কিছু সাজিয়ে গুছিয়ে বলতে পারব না।তবে সিনিয়র ভাইয়েরা বলছে 2021 সালের মাঝের দিকে নাকি বিটকয়েন আরো পাম্প করবে। আমিও সেটাই আশা করছি। এখনো কোনো বিনিয়োগ করতে পারি নাই তবে আশা করছি সামনে করব। আপনাদের মত সিনিয়র ভাইদের সাহায্য এবং কাজ যদি ভালো করতে পারি অবশ্যই বিনিয়োগ করতে পারব।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Criminal on January 23, 2021, 05:58:20 PM
বর্তমানে বিটকয়েন কিন্তু ক্রিপ্টোকারেন্সি তে অনেকটাই ভালো অবস্থানে আছে। কিছুদিন আগে দেখতে পেরেছিলাম বিট কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সম্প্রতি কিছু সময় দেখা যাচ্ছে বিট কয়েনের মূল্য আবার নিচের দিকে আসছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেহেতু সব সময় ওঠানামা করে। তাই এটা বলাই যায় যে 2021 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েন 50 হাজার ডলার স্পর্শ করতে পারে না
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Azharul on February 01, 2021, 02:49:22 AM
বর্তমান সময়ে বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সির জগতে এক নাম্বার কয়েন। এ পর্যন্ত বিটকয়েনের দাম 30 হাজার ডলার ছাড়িয়ে গেছে। আমার মনে হয় বিটকয়েনের দাম সামনে 40 থেকে 50 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Acifix on February 06, 2021, 05:04:03 AM
 বিটকয়েন সম্পর্কে আমার মতামত হলো বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির  জগতে নাম্বার কয়েন ।। এখন  বর্তমানে বিটকয়েনের দাম 34 হাজার ডলার এবং আরো  কিছুদিন পর বিটকয়েনের দাম আরো উন্নতি হবে বলে আশা করা যায়।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Dark Knight on February 06, 2021, 02:10:59 PM
বিটকয়েন সম্পর্কে আমাদের যে মতামত বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি নাম্বার ওয়ান। পৃথিবীতে প্রায় সব দেশেই বিটকয়েনের প্রচলন রয়েছে।
ক্রিপ্টোকারেন্সি জগতে বর্তমানে সবথেকে জনপ্রিয় কয়েন হল বিটকয়েন। এই বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। যার বাস্তবে কোন রূপ নেই। এটি শুধু অনলাইনের মাধ্যমে লেনদেন করা যায়। যে কেউ চাইলেই বিটকয়েন নিয়ন্ত্রণ করতে পারে না।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Acifix on February 06, 2021, 02:47:23 PM
 ক্রিপ্টোকারেন্সি জগতে সবথেকে জনপ্রিয় কয়েনগুলো বিটকয়েন।য়েন। এখন বর্তমানে বিটকয়েনের দাম 34 হাজার।। আর কিছুদিন পর বিটকয়েনের দাম 50 হাজার  ডলার হবে বলে আশা করা যায়।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: AlviNess on February 08, 2021, 05:10:00 PM
2021 সাল হবে বিটকয়েন এর জন্য দেখার মত একটি বছর। অর্থাৎ বিটকয়েনের স্বর্ণযুগ বললেও ভুল হবে না এই 2021 সাল কে। কারণ 2021 সালের প্রত্যেকটা মুহূর্ত নতুন নতুন রেকর্ডে ভরপুর। প্রতিনিয়তই বিটকয়েন নতুন নতুন রেকর্ড গড়ছে। কেমন মনে হয় বিটকয়েন 2021 সালে তার সর্বোচ্চ চূড়া পৌঁছাবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Batch18-19 on February 12, 2021, 03:43:57 PM
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি অন্যতম সেরা একটি কয়েন। ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েন সব সময় প্রথম স্থান দখল করে থাকে। আমি বিটকয়েন কে সব সময় সব কয়েন এর উপরে দেখতে চাই। আমি চাই একদিন বিট কয়েনের মূল্য 1 লাখ ডলারের পৌঁছে যাক।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Newron on February 18, 2021, 02:31:02 PM
বিটকয়েন হল একটি কারেন্সি। বর্তমানে এই কারেন্সির জনপ্রিয়তা ব্যাপক।সবাই যাওয়ার সাথে সাথে এর জনপ্রিয়তা এবং এর দাম ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সময় যাওয়ার সাথে সাথে এর দাম আরো বাড়বে বিটকয়েনের দাম যখন এক লক্ষ ডলার হবে তখন বিটকয়েন এর আসল রূপ দেখা যাবে। আর ওই সময় এই বিটকয়েন নিয়ে ক্রাইম ব্যাপক পরিমাণ হবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Lukamaxin on February 18, 2021, 07:39:17 PM
বিটকয়েন সম্পর্কে আর কি বলব বলা আর না বলা সবই প্রকাশ পাচ্ছে। কারন এর দাম হু হু করে বেড়ে যাচ্ছে। চোখ খুললেই দেখা যায় যে বহু দুর চলে গেছে বা যাচ্ছে। ভবিষ্যতে এর উত্থান আরও হবে। যা সারা পৃথিবীতে এক নিদর্শন হয়ে থাকবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: EKRA13 on February 18, 2021, 07:51:19 PM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?


ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সঠিকভাবে কোন ভবিষৎবাণী করা যায় না।দিনদিন বিটকয়েনের দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে ।ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। এই কয়েক মাস আগে কেউ ধারণা করেনি বিটকয়েনের দাম এতটা হবে ।আমার ধারণা বিটকয়েন 80 হাজার ডলার অতিক্রম করতে পারে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Ogma on February 19, 2021, 06:55:53 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
বিটকয়েন সম্পর্কে আমার মতামত হলো এটি ক্রিপ্টোকারেন্সি মারকেট ক্যাপ এর সবচেয়ে ব্যয়বহুল একটি কয়েন । এটি সব সময় টেবিলের প্রথম স্থানে অবস্থান করে । বিটকয়েনে ইনভেস্ট করতে হলে অনেক বেশি অর্থের প্রয়োজন । ছোট এবং মাঝারি মানের শঙ্কা ইনভেস্ট করে বেশি লাভবান হতে পারবে না
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: bmw1 on February 19, 2021, 02:58:56 PM
বিটকয়েন সম্পর্কে আমার মতামত হলো আমার জানামতে 2018 সালে বিজ্ঞানের মূল্য ছিল অনেক কম যেমন 2k + এখন দেখা যাচ্ছে 2018 সাল 19 সাল এবং 20 সালের শেষের দিক দিয়ে বিটকয়েনের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছিল যেমন 35k+ হয়েছিল এতে দেখা গেছে 2018 চেয়ে 2020-a অনেক বেশি দাম হয়েছে বিটকয়েনের এখন বিটকয়েনের দাম প্রায় 52k+ ডলার দাম হয়েছে তাই বলা যেতে পারে বিটকয়েনের দাম ভবিষ্যতে আরো অনেক বৃদ্ধি পাবে এবং এর জনপ্রিয়তা আরো আরো আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Lovepro Max on February 20, 2021, 07:09:50 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
এখনতো 2021 সাল ।এ সালে বিটকয়েনের দাম সবথেকে বেশি আগের তুলনায়। বর্তমানে বিটকয়েনের দাম 55 হাজার 570 ডলার। বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন 60000 ডলার হিট করবে। বর্তমানে বিটকয়েনের দাম অনেক বেশি সেজন্য আমি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেনি।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Alvida on February 20, 2021, 09:25:28 AM
বিটকয়েন হলো সকল কয়েনের রাজা এবং বিটকয়েন হল সকল কয়েন এর মধ্যে সেরা একটি কয়েন।দিন দিন বিটকয়েনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। এবং বিটকয়েনের বিনিয়োগকারীরা অনেক লাভবান হচ্ছে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Acifix on February 21, 2021, 02:14:06 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন হলো রাজা। বিটকয়েনের দাম এখন অনেক উঠানামা করছে। 2021 সালের শেষের দিকে বিটকয়েন 50 হাজার ডলার হবে। সেটা এখনো ভালো ভাবে বলা যাচ্ছে না।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Sonjoy on February 21, 2021, 06:35:10 AM
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ?  আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
আমরা যেটা কল্পনাও করতে পারেনি বিটকয়েন সেটাই প্রমাণ করে দিচ্ছে এর প্রমাণ হলো 2021 সালের দিকে বিটকয়েন যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং পেয়েছে তা দেখে আমাদের মাথা ঘুরে যাওয়ার মত অবস্থা হয়েছে যদি কিছু বিটকয়েন যদি হোল্ড করে রাখতাম তাহলে আজকে অনেক অনেক প্রফিতাবল হতে পারতাম বলে আমরা মনে করছি যদিও 1000 ডলারের মতো ইনভেস্ট করেছিলাম এ থেকে অনেক অনেক বেশী প্রফিট পেয়েছি যেটি আমরা কল্পনাও করতে পারিনি এবং সেটি পেয়ে এখন আমি স্বাবলম্বী হতে পেরেছি বলে মনে করছি এবং ক্রিপ্টোকারেন্সি আমার জীবনকে বদলে দিয়েছে অনেক অনেক আশা করছি আপনারা সবাই যদি এখানে কাজ করে থাকেন তাহলে অনেক সুন্দরভাবে এখানে কাজ করতে থাকুন এবং কোনমতে হাল ছাড়া যাবেনা দেখবেন জীবনের সফলতা আসবেই আসবে ক্রিপ্টোকারেন্সি জগতে জগতে যারা প্রথম থেকে আছে তারা অবশ্য অবশ্যই অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আপনার একটু লক্ষ করলেই দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে এবং ফোরামের জন্য কাজ করে যাবেন বাংলা ফরমেট জন্য আমরা যেন বাংলা ফোরাম কে আরো বেশি বৃদ্ধি এবং শক্তিশালী করে গড়ে তুলতে পারি
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Tubelight on March 22, 2021, 06:00:28 AM
বর্তমানে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো একটি অবস্থানে আছে। বর্তমানে বিট কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পাচ্ছে। যদি পেট কাজের মূল্য এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে খুব শীঘ্রই বিটকয়েন 1 লাখ ডলার স্পর্শ করবে।
Title: Re: বিটকয়েন সম্পর্কে আপনার মতামত কি
Post by: Acifix on March 22, 2021, 08:27:16 AM
বর্তমানে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো পজিশনে রয়েছে। বিট কয়েনের মূল্য বর্তমানে অনেক বৃদ্ধি পাচ্ছে। যদি বিট কয়েনের মূল্য এরকম ভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে আরো অনেক উপরে চলে যাবে।