Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: Nostoman on November 03, 2020, 06:30:20 AMQuote from: ALEX FARID on November 03, 2020, 06:17:28 AMবিটকয়েন ১৪ হাজার পর্জন্ত উঠে এখন আবার কমতেছে। আর এখন এভাবেই কমতে থাকবে ১০ হাজারেও জাইতে পারে। আর বিটকয়েন কথা মার সাথে সাথে আল্টকয়েনগুলা পাম্প হবে। পরবর্তী পৃথিবীতে বিটকয়েন সুন্দর একটা অবস্থান তৈরি করে নিতে পারবে। তবে কিছু প্রজেক্ট এর সিইও ও বিশেষজ্ঞরা ধারণা করছেন সে সময়টা অতি সন্নিকটে। তবে ভবিষ্যৎবাণী করাটা ঠিক হবে না। আমেরিকার নির্বাচন কয়েনের দাম এর উপর কিছুটা হলেও প্রভাব ফেলবে। এটাই বিশেষজ্ঞগণ ধারণা করছেন। তবে এ বিষয়ে আমি তাদের সাথে খুব একটা একমত না। কারণ বিটকয়েন পৃথিবীব্যাপী বিভিন্ন ইউজারগন ব্যবহার করে থাকেন। তাই এর জনপ্রিয়তা কখনই কমবে না। তাই ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে।হ্যা আমেরিকার নির্বাচনের কারনে বিটকয়েনের উপর প্রভাব পরতে পারে কারন ২ পার্থির মধ্যে হাড্ডা হাড্ডি চলছে। ডোনাল টার্ম যদি জয়ী না হয় তাহলে বিটকয়েনের উপরে কিছুটা প্রভাব পরতে পারে
Quote from: ALEX FARID on November 03, 2020, 06:17:28 AMবিটকয়েন ১৪ হাজার পর্জন্ত উঠে এখন আবার কমতেছে। আর এখন এভাবেই কমতে থাকবে ১০ হাজারেও জাইতে পারে। আর বিটকয়েন কথা মার সাথে সাথে আল্টকয়েনগুলা পাম্প হবে। পরবর্তী পৃথিবীতে বিটকয়েন সুন্দর একটা অবস্থান তৈরি করে নিতে পারবে। তবে কিছু প্রজেক্ট এর সিইও ও বিশেষজ্ঞরা ধারণা করছেন সে সময়টা অতি সন্নিকটে। তবে ভবিষ্যৎবাণী করাটা ঠিক হবে না। আমেরিকার নির্বাচন কয়েনের দাম এর উপর কিছুটা হলেও প্রভাব ফেলবে। এটাই বিশেষজ্ঞগণ ধারণা করছেন। তবে এ বিষয়ে আমি তাদের সাথে খুব একটা একমত না। কারণ বিটকয়েন পৃথিবীব্যাপী বিভিন্ন ইউজারগন ব্যবহার করে থাকেন। তাই এর জনপ্রিয়তা কখনই কমবে না। তাই ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে।
বিটকয়েন ১৪ হাজার পর্জন্ত উঠে এখন আবার কমতেছে। আর এখন এভাবেই কমতে থাকবে ১০ হাজারেও জাইতে পারে। আর বিটকয়েন কথা মার সাথে সাথে আল্টকয়েনগুলা পাম্প হবে।
Quote from: Nostoman on October 20, 2020, 04:20:32 PMবিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ? আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন? বিটকয়েন এখন বিশ্ব অর্থনিতীতে একটা সুপরিচিত নাম। বিটকয়েন তার অবস্থান অত্যন্ত পাকাপোক্ত করে ফেলেছে। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের লেনদেন বিটকয়েনের মাধ্যমে সম্পন্ন করছে। আমি মনেকরি বিটকয়েন আরো অনেক ভালো অবস্থান তৈরি করবে। আমি মনেকরি বিটকয়েনের নিখুঁত প্রযুক্তি ব্যবহারের কারণে ভবিষ্যতে এটি বিশ্ব অর্থ ব্যবস্থায় আরো শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে। এর মূল্য ২০২১ সালে ২০০০০$+ হবে বলে আমি মনেকরি । আমি বিটকয়েনকে আরো ভালো অবস্থানে দেখতে চাই কারন বিটকয়েনের অবস্থা ভালো হলে অন্য সকল কয়েন বা টোকেন এর অবস্থা ভালো হয়। এবং এটা আমাদের বাউন্টিতে ভালো প্রভাব ফেলে। আর আমি বিটকয়েনের একজন ইনভেস্টর। আমি ২০১৮ সাল থেকে বিটকয়েনে ইনভেস্ট করছি।
বিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ? আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?
Quote from: Nostoman on October 20, 2020, 04:20:32 PMবিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ? আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন? ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত মুদ্রা হচ্ছে বিটকয়েন; এটিকে ক্রিপ্টো জগতের রাজাও বলা হয়। ইতোমধ্যে বিশ্বের অনেক উন্নত দেশ বিটকয়েনকে গ্রহন করেছে। এছাড়াও পেপালের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানও বিটকয়েনকে গ্রহন করায় এর গ্রহনযোগ্যতা ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস বিটকয়েন ২০২০ সালের শেষ নাগাদ ১৫০০০ ডলার এবং ২০২১ সালের মধ্যে বিটকয়েন ২০১৭ সালের মতো ২০০০০ ডলার ছাড়িয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতে বিটকয়েনকে আমি আরো উচ্চতায় দেথতে চাই। ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে বিটকয়েনে আমার অল্প পরিমাণে বিনিয়োগ আছে। ধন্যবাদ আপনাকে
Quote from: ALEX FARID on October 31, 2020, 01:28:42 PMবিটকতেন এখন অনেক পাম্প হচ্ছে অন্য টোকেন ও কয়েনের চেয়ে অনেক বেশি। তবে এটি সর্বোচ্চ ১৫,০০০ পর্যন্ত যেতে পারে। এর বেশি যাবে না। আর কমতে শুরু করলে ১২,০০০ এ যেতে পারে। ভাইয়া ক্রিপ্টোকারেন্সি তে কখন কি হয় তা বলা যায় না। আপনি বলেছেন বিটকয়েনের দাম সর্বোচ্চ 15,000 পর্যন্ত যেতে পারে, এর বেশি যাবে না। "এর বেশি যাবে না" এটা গ্রান্টি দিয়ে বলা যাবে না, 2017 সালে যখন 20,000 কে স্পর্শ করেছিল, তাহলে এখনো আবার বিটকয়েন তার আগের পর্যায়ে যেতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। এই ক্রিপ্টো জগতে কোন কিছুই গ্রান্টি দিয়ে বলা যাবে না।
বিটকতেন এখন অনেক পাম্প হচ্ছে অন্য টোকেন ও কয়েনের চেয়ে অনেক বেশি। তবে এটি সর্বোচ্চ ১৫,০০০ পর্যন্ত যেতে পারে। এর বেশি যাবে না। আর কমতে শুরু করলে ১২,০০০ এ যেতে পারে।
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা এবং সকল মুদ্রার রাজা আমি আশা করি 2021 সালে বিটকয়েনের দাম 20 থেকে 25 ডলারে পৌঁছাবে দিন দিন বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সেজন্য 2021 সালে বিটকয়েনের দাম 20 থেকে 30 হাজার ডলারে পৌঁছানো স্বাভাবিক বর্তমান সময়ের সকল কয়েন মার্কেট গুলো সকল কয়েনের দাম খুবই পাম্প করছে এজন্য আশা করা যায় 2021 সালে সকল কয়েনের দামি খুবই ভাল দামে পাম্প করবে না আমি কোন বিটকয়েন বিনিয়োগ করি নি
Quote from: Nostoman on October 20, 2020, 04:20:32 PMবিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ? আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?একচুয়ালি ক্রিপ্টোকারেন্সি তে কোন কিছু অনুমান করে বলা ঠিক না। 2021 সালে বিটকয়েনের দাম কত হবে সেটা কিন্তু সঠিক বলা বড় মুশকিল। তবে 2020 সালে মার্কেট অনুযায়ী বলা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম 20 হাজার এর উপরে থাকবে। বর্তমানে আমি 3400+ ডলার বিটকয়েন হোল্ড করেছি।
Quote from: Nostoman on October 20, 2020, 04:20:32 PMবিটকয়েন সম্পর্কে 2021 সালে আপনার ভবিষ্যৎ বাণী কি ? ভবিষ্যতে বিটকয়েন আপনি কোন পর্যায়ে দেখতে পছন্দ করেন ? আপনি বিটকয়েন এ কি বিনিয়োগ করেছেন?আগামি দিনে বিটকয়েন মানুষ যোটা ধারনাও করতে পারবে না। বিটকয়েন সেই মাত্রায় পৌছে যাবে আমার বিশ্বাস। আমি সামান্য বিটকয়েন হোল্ড করেছি। যদি সম্ভব হয় তাহলে আগামিতেও করব।