Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 20, 2020, 04:28:07 PM
-
ব্লকচেইন এর সাথে কোন প্রযুক্তির তুলনা হয় না। কারণ ব্লকচেইন প্রযুক্তি অনেক উন্নত। বাজারে যেসব কয়েন শীর্ষস্থানীয় অবস্থা রয়েছে সব কয়েন ব্লকচেইন এর সদস্য। তাই মানুষ ব্লকচেইন সবচেয়ে বেশি বিশ্বাস করে। তবে মানুষের নতুন প্রযুক্তি বা প্রকল্প গুলোর প্রতি আগ্রহ রয়েছে। বেশিরভাগ মানুষ ব্লকচেইন প্ল্যাটফর্ম গুলোতে বিনিয়োগ ও কাজ করতে আগ্রহী। তাই ব্লকচেইন উন্নত প্রযুক্তি হিসেবে রয়ে যাবে। তবে বর্তমানে Defi বাজারে আকর্ষণ সৃষ্টি করেছে। Defi ও বাজারে স্থিতিশীলতা অর্জন করবে। তবে এর কোন অথরিটি আছে কিনা সেটা আমি আজও জানতে পারিনি। সবাই মন্তব্য করুন । প্রাসঙ্গিক আলোচনা করবেন।
-
ব্লকচেইন এর সাথে কোন প্রযুক্তির তুলনা হয় না। কারণ ব্লকচেইন প্রযুক্তি অনেক উন্নত। বাজারে যেসব কয়েন শীর্ষস্থানীয় অবস্থা রয়েছে সব কয়েন ব্লকচেইন এর সদস্য। তাই মানুষ ব্লকচেইন সবচেয়ে বেশি বিশ্বাস করে। তবে মানুষের নতুন প্রযুক্তি বা প্রকল্প গুলোর প্রতি আগ্রহ রয়েছে। বেশিরভাগ মানুষ ব্লকচেইন প্ল্যাটফর্ম গুলোতে বিনিয়োগ ও কাজ করতে আগ্রহী। তাই ব্লকচেইন উন্নত প্রযুক্তি হিসেবে রয়ে যাবে। তবে বর্তমানে Defi বাজারে আকর্ষণ সৃষ্টি করেছে। Defi ও বাজারে স্থিতিশীলতা অর্জন করবে। তবে এর কোন অথরিটি আছে কিনা সেটা আমি আজও জানতে পারিনি। সবাই মন্তব্য করুন । প্রাসঙ্গিক আলোচনা করবেন।
Defi নতুন প্রযুক্তি হিসেবে এসে আকর্ষণ সৃষ্টি করলেও Defi চলে ব্লকচেইনের উপরে নির্ভর করেও। ব্লকচেইনের কনো বিকল্প নেই। এর মতো সুন্দর সিকিয়র প্রযুক্তির মতো প্রযুক্তু আর হবে বলে আমি মনে করি না। ভবিষ্যতের দিন গুলো হবে ব্লকচেইন নির্ভর। সবকিছুই চলবে ব্লকচেইনের উপর ভিত্তি করে।
-
হাঁ ভাই আপনার কথাই সত্ত কারণ DEFI এরচেয়ে ব্লকচেইন বেশি শক্তিশালী। এই ব্লকচেইন প্রতি মানুষের বিশ্বাস অনেক বেশি।ডেফি এর তুলনায় ব্লকচেইন অধিকাংশই ভালো।
-
ব্লক চেইন পুরাতন প্ল্যাটফর্ম আর ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স নতুন একটি সমুদ্রের ফেনার মতো হাইপ। বিটকয়েন ব্লকচেইন পক্ষান্তরে ফিনান্স ইথেরিয়াম ভিত্তিক প্ল্যাটফর্ম।
-
ব্লকচেইন এর উপর আর কোন নতুন প্রযুক্তি এখনই হবে না। অদুর ভবিষ্যতে কি হবে বলা মুশকিল। কিন্তু ব্লকচেইন যে একটি বিশ্বস্ত ও নিরাপদ মাধ্যম মানুষ তা বুঝে গেছে। ডেফি নতুন আসছে কিছু দিন যাক তারপর বুঝা যাবে কি হয়।
-
ব্লক চেইন পুরাতন প্ল্যাটফর্ম আর ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স নতুন একটি সমুদ্রের ফেনার মতো হাইপ। বিটকয়েন ব্লকচেইন পক্ষান্তরে ফিনান্স ইথেরিয়াম ভিত্তিক প্ল্যাটফর্ম।
আপনি ঠিক বলেছেন। এটি কিছুদিন একটু দেখাবে তারপর শেষ। তাই আমি মনে করি ব্লকচেইন দা বেস্ট।
-
ব্লকচেইন ও DeFi এ দুটোর মধ্যে DeFi প্রথমাবস্থায় অনেকটা এগিয়ে গেলেও কিন্তু বর্তমানে ব্লকচেইন সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে।
-
ব্লকচেইন হচ্ছে অনেকগুলো ব্লককে চেইন আকারে যুক্তকারী। এই প্রযুক্তি সর্বপ্রথম উদ্ভব হয় বিটকয়েন আবিষ্কারের মাধ্যমে যা ছিলো প্রযুক্তির এক চরম উৎকষ। এই প্রযুক্তির মাধ্যমে বিশ্ব দেখলো কিভাবে মাত্র কয়েক সেকন্ডের মধ্যে স্বল্প ফিতে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের গ্রাহকের কাছে অর্থ ট্রান্সফার করা যায়। এখানে লাগেনা কোন মধ্যস্বত্ত্বভোগী। শুধুমাত্র সেন্ডার ও রিসিভার দুজনেই ট্রানজেকশন নিয়ন্ত্রণ করতে পারে যা আগে ছিলো ভাবাও অবান্তর। এই প্রযুক্তির সফল প্রয়োগের পর বিশ্বের ব্যাংকিং সেক্টর সহ অন্যান্য সেক্টর এটাকে কাজে লাগাতে শুরু করেছে। ব্যাংকিং সেক্টরে ইতিমধ্যে এটার সফল প্রয়োগ শুরু হয়েছে। বাংলাদেশেও কার্যক্রম চলছে।
ডেফি হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফাইনান্স হচ্ছে ব্লকচেইনের এমন একটি আর্থিক সফটওয়্যার যা ইথারিয়াম প্লাটফর্মের উপর তৈরি যেটা ডিজিটাল সম্পদ, আর্থিক স্মার্ট চুক্তি এবং প্রটোকলকে বুঝায়। এখানে কোন বিনিয়োগকারীর তথ্য প্রকাশ হয়না। সম্পূর্ণ নিজের ওয়ালেটের সাথে কান্টেক্ট করে লেনদেন করা যায়।
দুটির পর্যালোচনা থেকে বুঝা যায় ব্লকচেইন হচ্ছে প্রযুক্তির রাজা এবং ডেফিও হচ্ছে সেটার একটি অংশ। সকল নতুন প্রযুক্তির মূলে আছে ব্লকচেইন। অর্থাৎ ব্লকচেইনকে সবাই অনুসরণ করে, ব্লকচেইন কারো অনুসরণ করেনা।
-
নষ্ট মন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন টি হল ব্লকচেইন কি? ব্লকচেইন দ্বারা কি করা হয়? যদি সময় পান তাহলে প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। আসলে ব্লকচেইন সম্পর্কে আমার কোন ধারণা নেই।
-
ব্লক চেইন পুরাতন প্ল্যাটফর্ম আর ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স নতুন একটি সমুদ্রের ফেনার মতো হাইপ। বিটকয়েন ব্লকচেইন পক্ষান্তরে ফিনান্স ইথেরিয়াম ভিত্তিক প্ল্যাটফর্ম।
আমি আপনার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। কারণ ব্লকচেইন ও ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করেই ডিফাই চলে। যদি ডিফাই এর সংক্ষিপত সংজ্ঞা বলা যায়, তাহলে ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন ব্যবহার করে আমরা যতগুলো লেনদেন বা কার্য় সম্পাদন করে থাকি সকল বিষয়গুলো ডিফাই এর মধ্যে পড়ে। উদাহরণ হিসেবে বলব, আমরা বাস্তবজীবনে যেমন ব্যাংক থেকে টাকা ধার/লোন নেই , সেই বিষয়টি যখন ব্লকচেইন ব্যবহার করে ব্যাংকের মতো তৃতীয় কোনো মাধ্যম ছাড়াই যখন ধার/লোন নেয়া এবং তা আবার ফেরত দেয়ার কাজ করা হয়, সেটি ডিফাই ।
বিটকয়েন ব্লকচেইনের মূল্য উদ্দেশ্য কিন্তু এসমার্ট কন্ট্রাক তৈরি ছিল না, সেটি ছিল ডিসেন্ট্রালাইজভাবে পিটুপি ( পিপল/পার্সোন টু পিপল/পার্সোন) লেনদেন করা। আর ইথিরিয়ামের মূল্য উদ্দেশ্য ছিল এসমার্ট কন্ট্রাক সুবিধা প্রদানের মাধ্যমে বিভিন্ন কাজ প্রজেক্টের কাজ সম্পাদন করা। তাই ইথিরিয়ামে ডিফাই বেশি জনপ্রিয়।
-
এই মুহুর্তে ব্লকচেইন ও ডেফি দুটি যোদ্ধা আমি মনে করি। সেক্ষেত্রে আমি মনে করি ব্লকচেইনই টিকে থাকবে।
-
ব্লকচেইন প্রযুক্তি সবচাইতে উন্নত। ব্লকচেইন প্রযুক্তির সাথে কারো তুলনা হয়না। ব্লকচেইন ও DeFi এরমধ্যে ব্লগচেইনকে আমি সাপোর্ট করি। ব্লকচেইন ও DeFi যুদ্ধ ময়দানে DeFi , অনেক পিছিয়ে আছে।
-
ব্লকচাইন ও ডেফি এর মত ব্লকচেইন প্রযুক্তি সবচেয়ে উন্নত এবং এগিয়ে আছে ডেফি ও মোটামুটি ভালো কিন্তু ব্লকচেইন সবচেয়ে এগিয়ে আছে।
-
ব্লকচেইন এর সাথে কোন প্রযুক্তির তুলনা হয় না। কারণ ব্লকচেইন প্রযুক্তি অনেক উন্নত। বাজারে যেসব কয়েন শীর্ষস্থানীয় অবস্থা রয়েছে সব কয়েন ব্লকচেইন এর সদস্য। তাই মানুষ ব্লকচেইন সবচেয়ে বেশি বিশ্বাস করে। তবে মানুষের নতুন প্রযুক্তি বা প্রকল্প গুলোর প্রতি আগ্রহ রয়েছে। বেশিরভাগ মানুষ ব্লকচেইন প্ল্যাটফর্ম গুলোতে বিনিয়োগ ও কাজ করতে আগ্রহী। তাই ব্লকচেইন উন্নত প্রযুক্তি হিসেবে রয়ে যাবে। তবে বর্তমানে Defi বাজারে আকর্ষণ সৃষ্টি করেছে। Defi ও বাজারে স্থিতিশীলতা অর্জন করবে। তবে এর কোন অথরিটি আছে কিনা সেটা আমি আজও জানতে পারিনি। সবাই মন্তব্য করুন । প্রাসঙ্গিক আলোচনা করবেন।
Defi নতুন প্রযুক্তি হিসেবে এসে আকর্ষণ সৃষ্টি করলেও Defi চলে ব্লকচেইনের উপরে নির্ভর করেও। ব্লকচেইনের কনো বিকল্প নেই। এর মতো সুন্দর সিকিয়র প্রযুক্তির মতো প্রযুক্তু আর হবে বলে আমি মনে করি না। ভবিষ্যতের দিন গুলো হবে ব্লকচেইন নির্ভর। সবকিছুই চলবে ব্লকচেইনের উপর ভিত্তি করে।
ব্লকচেইন প্রযুক্তির কোন তুলনা নেই। ব্লকচেইন এর চাইতেDefi অনেক পিছিয়ে আছে। আমি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করার জন্য আপনাকে সাজেস্ট করব। ব্লকচেইন কারো সাথে তুলনা করা যায় না এটি অতুলনীয়।
-
ব্লকচেইন হচ্ছে সবথেকে সেরা প্রযুক্তি। এদের সাথে আসলে কারো তুলনা করা যায় না। আমরা আসলে DeFi এটি কিন্তু এসেছে নতুন এ তারপরও যৌনতার দিক দিয়ে মোটামুটি ভালো এগিয়ে গিয়েছে। তারপরেও লক্ষ করলে দেখা যায় কিন্তু ব্লক চেইন এর উপর নির্ভর করে। সো আমি বলব ব্লকচেইন এর সাথে কোন কিছু তুলনা করার যায়না।
-
ব্লকচেইন এর সাথে কোন প্রযুক্তির তুলনা হয় না। কারণ ব্লকচেইন প্রযুক্তি অনেক উন্নত। বাজারে যেসব কয়েন শীর্ষস্থানীয় অবস্থা রয়েছে সব কয়েন ব্লকচেইন এর সদস্য। তাই মানুষ ব্লকচেইন সবচেয়ে বেশি বিশ্বাস করে। তবে মানুষের নতুন প্রযুক্তি বা প্রকল্প গুলোর প্রতি আগ্রহ রয়েছে। বেশিরভাগ মানুষ ব্লকচেইন প্ল্যাটফর্ম গুলোতে বিনিয়োগ ও কাজ করতে আগ্রহী। তাই ব্লকচেইন উন্নত প্রযুক্তি হিসেবে রয়ে যাবে। তবে বর্তমানে Defi বাজারে আকর্ষণ সৃষ্টি করেছে। Defi ও বাজারে স্থিতিশীলতা অর্জন করবে। তবে এর কোন অথরিটি আছে কিনা সেটা আমি আজও জানতে পারিনি। সবাই মন্তব্য করুন । প্রাসঙ্গিক আলোচনা করবেন।
Defi নতুন প্রযুক্তি হিসেবে এসে আকর্ষণ সৃষ্টি করলেও Defi চলে ব্লকচেইনের উপরে নির্ভর করেও। ব্লকচেইনের কনো বিকল্প নেই। এর মতো সুন্দর সিকিয়র প্রযুক্তির মতো প্রযুক্তু আর হবে বলে আমি মনে করি না। ভবিষ্যতের দিন গুলো হবে ব্লকচেইন নির্ভর। সবকিছুই চলবে ব্লকচেইনের উপর ভিত্তি করে।
হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন ব্লকচেইন প্রযুক্তি কোন তুলনা হয় না। DeFi এর চাইতে ব্লকচেইন প্রযুক্তি আরো উন্নত।ভবিষ্যতে ব্লকচেইন প্রযুক্তি আরও উন্নতির দিকে অগ্রসর হবে।