ব্লক চেইন পুরাতন প্ল্যাটফর্ম আর ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স নতুন একটি সমুদ্রের ফেনার মতো হাইপ। বিটকয়েন ব্লকচেইন পক্ষান্তরে ফিনান্স ইথেরিয়াম ভিত্তিক প্ল্যাটফর্ম।
আমি আপনার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। কারণ ব্লকচেইন ও ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করেই ডিফাই চলে। যদি ডিফাই এর সংক্ষিপত সংজ্ঞা বলা যায়, তাহলে ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন ব্যবহার করে আমরা যতগুলো লেনদেন বা কার্য় সম্পাদন করে থাকি সকল বিষয়গুলো ডিফাই এর মধ্যে পড়ে। উদাহরণ হিসেবে বলব, আমরা বাস্তবজীবনে যেমন ব্যাংক থেকে টাকা ধার/লোন নেই , সেই বিষয়টি যখন ব্লকচেইন ব্যবহার করে ব্যাংকের মতো তৃতীয় কোনো মাধ্যম ছাড়াই যখন ধার/লোন নেয়া এবং তা আবার ফেরত দেয়ার কাজ করা হয়, সেটি ডিফাই ।
বিটকয়েন ব্লকচেইনের মূল্য উদ্দেশ্য কিন্তু এসমার্ট কন্ট্রাক তৈরি ছিল না, সেটি ছিল ডিসেন্ট্রালাইজভাবে পিটুপি ( পিপল/পার্সোন টু পিপল/পার্সোন) লেনদেন করা। আর ইথিরিয়ামের মূল্য উদ্দেশ্য ছিল এসমার্ট কন্ট্রাক সুবিধা প্রদানের মাধ্যমে বিভিন্ন কাজ প্রজেক্টের কাজ সম্পাদন করা। তাই ইথিরিয়ামে ডিফাই বেশি জনপ্রিয়।