Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 24, 2020, 09:37:44 AM

Title: বিটকয়েন বনাম YFI
Post by: Nostoman on October 24, 2020, 09:37:44 AM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Malam90 on October 24, 2020, 09:49:54 AM
YFI এর দাম বিটকয়েনের থেকে বেশি হলেও মার্কেটক্যাপ এবং জনপ্রিয়তায় বীটকয়েনের সমকক্ষ দ্বিতীয়টি নেই ক্রিপ্টোজগতে। জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে আছে Ethereum, তৃতীয়তে আছে Ripple, চতুর্থ স্থানে USDT এবং পঞ্চম স্থানে আছে BNB যদিও মার্কেটক্যাপ অনুযায়ী BCH, Link তার আগে আছে।
YFI জনপ্রিয়তায় তৃতীয় আছে এখানে আমার দ্বিমত। এটার দাম বেশি হলেও এটা কিন্তু জনপ্রিয়তায় শীর্ষ ১৫ টা কয়েনের মধ্যেও আসবেনা।  আর হা, এদের নিজস্ব ওয়ালেট নেই, তার মানে এটা কোন কয়েন না এটা টোকেন। সুতারং ফিউচার নিয়ে আমি শঙ্কিত।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Nostoman on October 24, 2020, 10:07:03 AM
YFI এর দাম বিটকয়েনের থেকে বেশি হলেও মার্কেটক্যাপ এবং জনপ্রিয়তায় বীটকয়েনের সমকক্ষ দ্বিতীয়টি নেই ক্রিপ্টোজগতে। জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে আছে Ethereum, তৃতীয়তে আছে Ripple, চতুর্থ স্থানে USDT এবং পঞ্চম স্থানে আছে BNB যদিও মার্কেটক্যাপ অনুযায়ী BCH, Link তার আগে আছে।
YFI জনপ্রিয়তায় তৃতীয় আছে এখানে আমার দ্বিমত। এটার দাম বেশি হলেও এটা কিন্তু জনপ্রিয়তায় শীর্ষ ১৫ টা কয়েনের মধ্যেও আসবেনা।  আর হা, এদের নিজস্ব ওয়ালেট নেই, তার মানে এটা কোন কয়েন না এটা টোকেন। সুতারং ফিউচার নিয়ে আমি শঙ্কিত।
তৃতীয় অবস্থানে রয়েছে এটা আমার টাইপিং এর ভুল হয়েছে।
দেখুন ঠিক করে দিয়েছি। কিছু কিছু লেখা টাইপিং করতে ভুল হয়ে যায়। এটা কোন বড় বিষয় হিসেবে আমি দেখিনা। ধন্যবাদ
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Rubel007 on October 24, 2020, 10:19:12 AM
YFI এর দাম বিটকয়েনের থেকে বেশি হলেও মার্কেটক্যাপ এবং জনপ্রিয়তায় বীটকয়েনের সমকক্ষ দ্বিতীয়টি নেই ক্রিপ্টোজগতে। জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে আছে Ethereum, তৃতীয়তে আছে Ripple, চতুর্থ স্থানে USDT এবং পঞ্চম স্থানে আছে BNB যদিও মার্কেটক্যাপ অনুযায়ী BCH, Link তার আগে আছে।
YFI জনপ্রিয়তায় তৃতীয় আছে এখানে আমার দ্বিমত। এটার দাম বেশি হলেও এটা কিন্তু জনপ্রিয়তায় শীর্ষ ১৫ টা কয়েনের মধ্যেও আসবেনা।  আর হা, এদের নিজস্ব ওয়ালেট নেই, তার মানে এটা কোন কয়েন না এটা টোকেন। সুতারং ফিউচার নিয়ে আমি শঙ্কিত।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন এর উপরে এখন পর্যন্ত কেউ যাইতে পারে নাই তাই আমি ওয়াইফাই এর চেয়ে বিটকয়েন কে এগিয়ে রাখছি ।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: mahid on October 25, 2020, 04:09:10 AM
YFI এর দাম বিটকয়েনের থেকে বেশি হলেও মার্কেটক্যাপ এবং জনপ্রিয়তায় বীটকয়েনের সমকক্ষ দ্বিতীয়টি নেই ক্রিপ্টোজগতে। জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে আছে Ethereum, তৃতীয়তে আছে Ripple, চতুর্থ স্থানে USDT এবং পঞ্চম স্থানে আছে BNB যদিও মার্কেটক্যাপ অনুযায়ী BCH, Link তার আগে আছে।
YFI জনপ্রিয়তায় তৃতীয় আছে এখানে আমার দ্বিমত। এটার দাম বেশি হলেও এটা কিন্তু জনপ্রিয়তায় শীর্ষ ১৫ টা কয়েনের মধ্যেও আসবেনা।  আর হা, এদের নিজস্ব ওয়ালেট নেই, তার মানে এটা কোন কয়েন না এটা টোকেন। সুতারং ফিউচার নিয়ে আমি শঙ্কিত।
তৃতীয় অবস্থানে রয়েছে এটা আমার টাইপিং এর ভুল হয়েছে।
দেখুন ঠিক করে দিয়েছি। কিছু কিছু লেখা টাইপিং করতে ভুল হয়ে যায়। এটা কোন বড় বিষয় হিসেবে আমি দেখিনা। ধন্যবাদ
এটা কোন ব্যাপার না। কিছু কিছু জিনিস ভুল হয়ে যায় হঠাৎ করে। আমি মনে করি কিছু কিছু জিনিস আপনা কে বুঝে নিতে হবে। যদি সেটা গুরত্বপুর্ণ হয় না বুঝেন তাহলে সেটা জানাতে হবে। সাধারন বিষয় হলে আমার মনে হয় কোন সমস্যা হবে না।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: ranaprime on October 25, 2020, 03:20:36 PM
আমি মনে করি YFI কোন দিন বিটকয়েন কে বিট করতে পারবেনা। হতে পারে তার প্রাইস বেশি। কিন্তু একসেপটেন্স বেশি বিটকয়েনের।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Blue_sea on October 25, 2020, 05:30:26 PM
আমি মনে করি YFI কোন দিন বিটকয়েন কে বিট করতে পারবেনা। হতে পারে তার প্রাইস বেশি। কিন্তু একসেপটেন্স বেশি বিটকয়েনের।
আপনার কথা ঠিক আপনার কথায় যুক্তি আছে আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Nostoman on October 25, 2020, 05:33:30 PM
আমি মনে করি YFI কোন দিন বিটকয়েন কে বিট করতে পারবেনা। হতে পারে তার প্রাইস বেশি। কিন্তু একসেপটেন্স বেশি বিটকয়েনের।
আপনার কথা ঠিক আপনার কথায় যুক্তি আছে আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি।
আপনি এ ধরনের পোস্ট করবেন না। পরবর্তী সময় আপনাকে সুযোগ দেওয়া হবে না। Poor কোয়ালিটি পোস্ট করলে আপনার পোষ্ট দিলে দেয়া হবে। সতর্ক হোন।অন্যথায় অন্য মেম্বার দের কাছ থেকে নেগেটিভ কারমা পেতে পারেন ‌। তাই আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়বার লোক্যালিটি পোস্ট করবেন না। ফোরামের রুলস গুলো মেনে চলেন।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: ranaprime on October 28, 2020, 04:49:00 AM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
খুবই যুক্তি সম্পন্ন কথা। বর্তমানে ইথার প্রাইস তো বেশি না। বিটকয়েনের চেয়ে খুব কম। আর সেই ইথার প্লাটফরমে এসে কোন কোন বিটকয়েন কে পেছনে রাখবে তা হতেই পারে না।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Crypto_Somrat on October 28, 2020, 07:50:44 PM
আমি মনে করি YFI কোন দিন বিটকয়েন কে বিট করতে পারবেনা। হতে পারে তার প্রাইস বেশি। কিন্তু একসেপটেন্স বেশি বিটকয়েনের।
জি ভাইয়া আমিও আপনার সাথে একমত, বিটকয়েন হলো সর্বপ্রথম পিয়ার টু পিয়ার পেমেন্ট পদ্ধতি যাতে ব্লকচেইন থিওরি ব্যাবহার করা হয়। বিটকয়েন সকল কয়েনের রাজা এটা আমাদের সবার জানা তাই আমি মনে করি ওয়াই এফ আই টোকেন এর দাম বর্তমানে বেশি হলেও বেশিদিন বিটকয়েন এর উপরে থাকতে পারবে না। সর্বাধিক জনপ্রিয় কয়েন হচ্ছে এই বিটকয়েন। এই বিটকয়েন কে বিট করে মার্কেটে টিকে থাকা অনেক টাফ।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: ranaprime on October 29, 2020, 02:18:33 AM
বিটকয়েন একটি কয়েন যা কিনা বিশ্বব্যাপি সমাদৃত। অন্যদিকে YFI সামান্য কিছু মানুষের মাঝে একসেপটবল। সব বড় ব্যাপার হচ্ছে আজ বিটকয়েন কে সবাই মূল্যায়ণ করে। পৃথিবীর সব জায়গায় এর সর্বোচ্চ গ্রহন যোগ্যতা আছে। কিন্তু YFI এর প্রাইস বেশি হলেও একে চেনে এই ধরনের মানুষ ‍খুজে পাওয়া কঠিন।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Psycho on November 02, 2020, 09:55:50 AM
ক্রিপ্টোকারেন্সি এর সবগুলো কয়েনের প্রাইস অস্থিতিশীল। কোন কয়েন এর প্রাইস স্থিতিশীল নয়। কয়েনের প্রাইস সব সময় ওঠানামা করবে এটাই তাদের ধর্ম। তবে বর্তমানে YFI এবং বিটকয়েনের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা গিয়েছে। বিটকয়েন হল সারা বিশ্বের মধ্যে এক নাম্বারের একটি কয়েন। বিটকয়েন এর জনপ্রিয়তা বহু। YFI কয়েনটি মার্কেটে এসে অল্প সময়ে বিস্তার লাভ করে নিয়েছে।YFI কয়েনটি মার্কেটে এসে 31 ডোলারে buy-sell চলে। তার তিন মাস পরে yfi কয়েনটি 43 হাজার ডলারে ভাই সেল শুরু হয়। তারপর এই কয়েনটি ভালো রকমের একটি ডাম্প খায়। ডাম্প খেয়ে এখন সে 10000 ডলার বাই সেল শুরু হয়েছে। তাই ক্রিপ্টোকারেন্সি কখন কি হয় বলা যায় না।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Zero0 on November 02, 2020, 01:43:07 PM
YFI এর দাম বিটকয়েনের থেকে বেশি হলেও মার্কেটক্যাপ এবং জনপ্রিয়তায় বীটকয়েনের সমকক্ষ দ্বিতীয়টি নেই ক্রিপ্টোজগতে। জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে আছে Ethereum, তৃতীয়তে আছে Ripple, চতুর্থ স্থানে USDT এবং পঞ্চম স্থানে আছে BNB যদিও মার্কেটক্যাপ অনুযায়ী BCH, Link তার আগে আছে।
YFI জনপ্রিয়তায় তৃতীয় আছে এখানে আমার দ্বিমত। এটার দাম বেশি হলেও এটা কিন্তু জনপ্রিয়তায় শীর্ষ ১৫ টা কয়েনের মধ্যেও আসবেনা।  আর হা, এদের নিজস্ব ওয়ালেট নেই, তার মানে এটা কোন কয়েন না এটা টোকেন। সুতারং ফিউচার নিয়ে আমি শঙ্কিত।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন এর উপরে এখন পর্যন্ত কেউ যাইতে পারে নাই তাই আমি ওয়াইফাই এর চেয়ে বিটকয়েন কে এগিয়ে রাখছি ।
ভাই আমি তো এই জগতে নতুন তবুও আমি বিটকয়েন কে সাপোর্ট করব আমার মতে বিটকয়েন ই সেরা বিটকয়েন সকল গানের রাজা। ওয়াই এফ আই কয়েন সাময়িকভাবে বিটকয়েনের উপরে গেলেও আমার মতে বিটকয়েন ই উপরে থাকবে। বিটকয়েন কে টপকে মার্কেটে টিকে থাকা খুব টাফ ব্যাপার।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Triedboy on November 18, 2020, 08:02:30 PM
আমি মনে করিযে বিটকয়েন হচ্ছে সকল কয়েনের রাজা।তোর যদিও কোন কয়েন বিটকয়েন এর উপরে উঠে আমি দেখেছি এর উপর দিয়ে গিয়ে বেশিদিন থাকতে পারেনি। আমি মনে করি এই YFI এটিও পারবে না।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Triedboy on November 18, 2020, 08:04:26 PM
বিটকয়েন একটি কয়েন যা কিনা বিশ্বব্যাপি সমাদৃত। অন্যদিকে YFI সামান্য কিছু মানুষের মাঝে একসেপটবল। সব বড় ব্যাপার হচ্ছে আজ বিটকয়েন কে সবাই মূল্যায়ণ করে। পৃথিবীর সব জায়গায় এর সর্বোচ্চ গ্রহন যোগ্যতা আছে। কিন্তু YFI এর প্রাইস বেশি হলেও একে চেনে এই ধরনের মানুষ ‍খুজে পাওয়া কঠিন।

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন।তার কারণ হচ্ছে যে এই কয়েনটি খুব একটা বেশি পরিচিত লাভ করতে পারিনি এখনো।কিন্তু বিটকয়েন সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় করেন। জনপ্রিয়তা আসলে বিশ্বব্যাপী।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Magepai on November 19, 2020, 01:58:26 AM
আসুন আমরা যারা কি প্রকার ইন্সিদে কাজ করে থাকি এটা সবাই জানি যে যেকোন সময় যেকোন কয়েন পাম্প করতে পারে। এরকম ঘটনা অহরহ ঘটছে ক্রিপ্টোকারেন্সি চলাকালীন। আমরা আরো জানি যে আজ পর্যন্ত এমন কোনো টোকেন নাই যে বিটকয়েন এর উপরে গিয়ে থাকতে পারে। আসলে বিটকয়েন কোন দিনও থাকতে দেবেনা। তার কারণ হচ্ছে বিটকয়েন হচ্ছে সকল কয়েনের রাজা।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Chita76 on November 19, 2020, 02:09:25 AM
বিটকয়েন সকল কয়েন এ রাজা এবং বিটকয়েন পৃথিবীর প্রায় সকল দেশের পরিচিতি রয়েছে। বিটকয়েনের দাম অনেক তাই বিটকয়েন থাকবেই।


কিন্তু ওয়াই এফ আই কয়েন এর দাম বিটকয়েন এর চেয়ে সামান্য কিছু পরিমাণ বেশি দাম বেশি থাকলে কি হবে কিন্তু কয়েন বেশি জনপ্রিয় না এ কারণেই ওয়াইফাই বিটকয়েন এর সাথে তুলনা করে বেশিদিন থাকতে পারবে না।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Kangaro45 on November 19, 2020, 06:01:56 PM
বিট কয়েনের সাথে অন্য কোন কিছুর তুলনা হয়না YFI মূলত একটি টোকেন কখনো কয়েন হতে পারে না ।এর নিজস্ব কোন ওয়ালেট নেই। দাম বিটকয়েনের  চেয়ে বেশি হলেও তা ক্ষণস্থায়ী এটির ডাম্পিং নিশ্চিত। জনপ্রিয়তা বিটকয়েন এর আশেপাশে নেই। বিটকয়েন হচ্ছে কয়েন মার্কেট এর রাজা বিটকয়েনের তুলনা শুধু বিটকয়েন।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: ranaprime on November 19, 2020, 07:13:30 PM
বিটকযেন এব ওয়াই এফ আই দুটি খুবই পরিচিত একটি নাম। তবে বিটকয়েনের নাম তো সারা পৃথিবী ব্যাপি। এটি বর্তমানে সবার এক নম্বর চয়েজে আছে। অন্যদিকে ওয়াই এফ আই যা স্বল্প সময় হয়েছে মার্কেটে অবস্থান করছে এর মধ্যেই নিজেকে পৃথিবীব্যাপি জানান দিয়েছে যে তারও অনেক ভ্যালু আছে। কিছু দিন আগে এর দাম ছিল 43000 হাজার ডলার যা ছিল ক্রিপ্টোজগতের রাজা বিটকয়েনের থেকেও অনেক বেশি।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: shawonngp on November 19, 2020, 07:16:09 PM
Yfi er rate to dhora chowar bahire chole geche
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: sky20 on November 19, 2020, 07:27:50 PM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
আপনি খুবই যুক্তি দিয়ে কথা বলেছেন। এখানে একটি বিষয় হল যে দাম যতই বেশি হোক সেটি ব্যাপার না। ব্যাপার হল যে আপনার গ্রহন যোগ্যতা কেমন। বাজারে নিমিটেড সাপলাই দিয়ে আপনি টোকেনের কৃত্রিম ভাবে দাম বাড়াতে পারেন কিন্তু বৈশয়িকভাবে করা সহজ নয়। কাজেই বিটকয়েন সবার সেরা সবার উপরেই থাকবে।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Apower$ on November 21, 2020, 11:00:40 AM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ

আপনি একদম ঠিক বলেছেন ভাই আপনার সাথে আমি সহমত পোষণ করছি। আমি এই ফোরামে একদম নতুন একটা ইউজার তাই আমার বিটকয়েন বনাম YFI সম্পর্কে কোন ধারণা ছিল না। আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Kangaro45 on November 21, 2020, 12:17:34 PM
বিটকয়েন হচ্ছে সকল কয়েনের রাজা। ওয়াই এফ আই হচ্ছে একটি টোকেন। এটি কোন কয়েন নয়। কিছু সময়ের জন্য ওয়াই এফ আই এর দাম বিটকয়েন এর চেয়ে বেশি হতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে নয় ।বিটকয়েন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও বেশি লেনদেনকারী কয়েন। তাই আমি মনে করি বিটকয়েন এর সাথে ওয়াই এফ আই টোকেন এর কোন তুলনা হয় না।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Apower$ on November 21, 2020, 12:23:13 PM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ

আপনি একদম ঠিক বলেছেন ভাই আপনার সাথে আমি সহমত পোষণ করছি। আমি এই ফোরামে একদম নতুন একটা ইউজার তাই আমার বিটকয়েন বনাম YFI সম্পর্কে কোন ধারণা ছিল না। আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Halkpro on November 21, 2020, 12:39:21 PM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
পৃথিবীতে যত টোকেন/কয়েন আসুক না কেনো বিটকয়েন  ইথেরিয়াম এর মতো আর কোনো কয়েন হবে না।  কারন বিটকয়েনে তাদের নিজেস্ব প্লাটফর্ম রয়েছে।
আর  YFI শুধু একটা টোকেন এটা বিটকয়েন ইথেরিয়াম এর মতো অন্য সব কাজে ব্যবহার করা যাবে না। যদি করা যেতো তা হলে আমি বিটকয়েনের সাথে এটার পাথ্যর্ক করতাম না।  YFI এর যতই দাম হোক না কেনো এটা দীর্ঘ মেয়াদি নয় এটার কাজ এক সময় শেষ হয়ে যাবে। তাই আমার মনে হয় বিটকয়েনই বেস্।             
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Ronald on November 22, 2020, 06:56:44 PM
দুটি কয়েনের নাম অনেক বেশি। বিটকয়েন গ্রহন যোগ্যতার দিকে থেকে অনেক উপরে অন্যদিকে ্ওয়াই এফ আই দামের দিক থেকে অনেক উপরে ছিল এখন আর ্নেই্। সার্বিক দিক থেকে বিটকয়েন ই বেস্ট।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: AGM on November 24, 2020, 07:45:02 AM
YFI মার্কেটে ্এসে যে কান্ড ঘটিয়ে দিয়েছিল তাতে সবার চোখ যে উপরে ওঠেছিল তাতে কোন সন্দেহ নাই। মার্কেটে কিছুদিনের মধ্যে এসে বিটকয়েন কি বিটকরে 3 গুন বেশি হয়ে যাওয়া সামান্য কেন ব্যাপার না। সেখান থেকেই ডেফির এত নাম। বিটকয়েন আবার এত দাম হয়নি কিন্তু বিটকয়েনে যে পরিচিতি সেটা YFI এর চেয়ে হাজার গুন বেশি। আজ কে YFI এর দাম পড়ে গেছে কিন্তু বিটকয়েন ঠিকই বুল রান শুরু করেছে। কাজেই বিটকয়েনই সবার সেরা বলতেই হবে।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Review Master on November 24, 2020, 08:07:58 AM
YFI মার্কেটে ্এসে যে কান্ড ঘটিয়ে দিয়েছিল তাতে সবার চোখ যে উপরে ওঠেছিল তাতে কোন সন্দেহ নাই। মার্কেটে কিছুদিনের মধ্যে এসে বিটকয়েন কি বিটকরে 3 গুন বেশি হয়ে যাওয়া সামান্য কেন ব্যাপার না। সেখান থেকেই ডেফির এত নাম।

ডিফাই এর নাম আগে থেকে ছিল এবং YFI এর হাইপ তৈরি করে নাই। মূলত Compound টোকেনটি মার্কেটে আসার পর এই হাইপটি শুরু হয়েছে। এখন অনেকে যদি ভেবে থাকেন যে, Compound এর তো মূল্য অত বেশি ছিল না, তাহলে কেমন করে ডিফাই এর হাইপ তৈরি করলো। তাহলে উত্তর হলো এই যে, Compound এর পূর্বে যেসব ডিফাই কয়েন ছিল, তাদের কন্ট্রাকে তেমন ক্রিপ্টো ডিপোজিট ছিল না। কিন্তু Compound মার্কেটে আসার পর , তাদের কন্ট্রাকে পূর্ববর্তী প্রজেক্টগুলোর তুলনায় কয়েকগুণ ক্রিপ্টো ডিপোজিট হয়। আর এটি থেকে ডিফাই এর হাইপ শুরু হয়। আর YFI এর এমন মূল্য বৃদ্ধির পেছনে uniswap এক্সচেঞ্জটির অবদান অনেক। কারণ uniswap এ লিকুইডিটিতে YFI এর সাপ্লাই কম এবং ETH এর সাপ্লাই বৃদ্ধি পেয়েছিল । আর এইজন্যই YFI মূল্য এতটা বৃদ্ধি পায়।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Jaya60 on December 19, 2020, 11:08:15 PM
বিটকয়েনের দাম এই কয়েকদিনের মধ্যেই বাড়তে বাড়তে 24 হাজার ডলারে গিয়ে পৌঁছেছে। আমরা বিটকয়েন কি সকল গানের রাজা হিসেবে কিন্তু জেনে থাকি। আরো শুনেছি বিটকয়েন এর ওপর দিয়ে গিয়ে আজ পর্যন্ত কোন কয়েন টিকে থাকতে পারেনি। তাহলে হঠাৎ করে কেন YFI এই টোকেন এর প্রাইস এত বেশি হয়েছিল হঠাৎ করে। এদিকটা যদি কেউ সঠিকভাবে আলোচনা করতেন তাহলে অনেক খুশি হতাম। কারো জানা থাকলে দয়া করে একটি নতুন টপিক তৈরি করুন এই নিয়ে।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Markuri33 on December 20, 2020, 11:54:14 PM
আসলে আমি একটা বিষয় ক্লিয়ার হতে চাই।আমরা তো সবাই জানি বিটকয়েন হচ্ছে সবথেকে জনপ্রিয় একটি কয়েন এবং প্রাইসের দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি কয়েন। বিটকয়েনের প্রাইজের ওপরে কয়েন নাকি আজ পর্যন্ত গিয়ে থাকতে পারে নাই তাহলে কেমন করে YFI টোকেন বিটকয়েনের ওপর দিয়ে গিয়ে এখন পর্যন্ত টিকে রয়েছে।
আপনাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে বিটকয়েনের থেকে যে বেশি হয়েছে প্রাইস এটি কি টিকে থাকতে পারবে??
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Bitrab on December 20, 2020, 11:59:24 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে সেরা মুদ্রা। তাই আমি মনে করি বিটকয়েন বিনিয়োগের জন্য অনেক বেশি ভালো। বর্তমানে YFI এর দাম বিটকয়েন থেকে তিনগুণ বেশি। তাই আমি মনে করি বিটকয়েন এর জনপ্রিয়তার পাশাপাশি YFI এর মূল্য বেশি। তবে বিটকয়েন সর্বশেষ্ঠ মুদ্রা।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Cz Rock on December 21, 2020, 01:09:51 AM
YFI এর চাইতে বিটকয়েনের দাম 3 গুন। এর জন্যই কয়েনের রাজা বলা হয় বিটকয়েন কি। বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে তেমনি YFI এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Cz Rock on December 21, 2020, 01:14:05 AM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
পৃথিবীতে যত টোকেন/কয়েন আসুক না কেনো বিটকয়েন  ইথেরিয়াম এর মতো আর কোনো কয়েন হবে না।  কারন বিটকয়েনে তাদের নিজেস্ব প্লাটফর্ম রয়েছে।
আর  YFI শুধু একটা টোকেন এটা বিটকয়েন ইথেরিয়াম এর মতো অন্য সব কাজে ব্যবহার করা যাবে না। যদি করা যেতো তা হলে আমি বিটকয়েনের সাথে এটার পাথ্যর্ক করতাম না।  YFI এর যতই দাম হোক না কেনো এটা দীর্ঘ মেয়াদি নয় এটার কাজ এক সময় শেষ হয়ে যাবে। তাই আমার মনে হয় বিটকয়েনই বেস্।             
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন, বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেরা মুদ্রা। বিটকয়েনের জনপ্রিয়তাও যেমন বেশি তেমনি বিটকয়েনের দাম বেশি।YFI এর চাইতে বিটকয়েনের দাম তিনগুণ। এমন একটি সুন্দর পোষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Cz Rock on December 21, 2020, 02:06:28 AM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
পৃথিবীতে যত টোকেন/কয়েন আসুক না কেনো বিটকয়েন  ইথেরিয়াম এর মতো আর কোনো কয়েন হবে না।  কারন বিটকয়েনে তাদের নিজেস্ব প্লাটফর্ম রয়েছে।
আর  YFI শুধু একটা টোকেন এটা বিটকয়েন ইথেরিয়াম এর মতো অন্য সব কাজে ব্যবহার করা যাবে না। যদি করা যেতো তা হলে আমি বিটকয়েনের সাথে এটার পাথ্যর্ক করতাম না।  YFI এর যতই দাম হোক না কেনো এটা দীর্ঘ মেয়াদি নয় এটার কাজ এক সময় শেষ হয়ে যাবে। তাই আমার মনে হয় বিটকয়েনই বেস্।             
বিটকয়েনের সাথেYFI এর তুলনা করা যায় না। কয়েনের রাজা বলা হয় বিটকয়েন কি। আর বিটকয়েন এর জনপ্রিয়তা অনেক বেশি। দিন দিন বিটকয়েনের দাম বেড়ে চলেছে।YFI এর ভবিষ্যৎ কেমন হবে সেটা বলাই বাহুল্য। এই কয়েন এর জনপ্রিয়তা বিট কয়েনের মতো নয়।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Irfan12@ on December 21, 2020, 02:45:47 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বিটকয়েন হলো সর্ব প্রথম স্থান এর মুদ্রা ক্রিপ্টোকারেন্সি যত কয়েন আছে তার মধ্যে বিজ্ঞান হল এক নাম্বার অবস্থানে অবস্থান করছে আর ইথেরিয়াম হচ্ছে দুই নম্বর স্থানে রয়েছে YFI  ইথেরিয়াম প্লাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে সে ক্ষেত্রে মুদ্রাটি কখনোই বিটকয়েনের আগে যেতে পারবেনা
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Mahindra on December 26, 2020, 03:06:01 PM
জি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আসলে এক বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি র জনপ্রিয় একটি কয়েন এটি সকল বিশ্বের কাছে জনপ্রিয় সকল মানুষ বিটকয়েন কি মূল্যায়ন দেয় বিট কয়েনের মতো আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি তে কখনোই অন্য কোন টোকন ভালো হতে পারে না বিটকয়েন এর চেয়ে আর ওয়াই এফ আই টোকেনটি হঠাৎ করে এর দাম অনেক বৃদ্ধি পেয়েছিল কিন্তু বর্তমান অনেক আছে কিন্তু আমি মনে করি বিটকয়েন এর চেয়ে এটি কখনোই জনপ্রিয়তা লাভ করবে না।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Blue_sea on December 26, 2020, 07:00:58 PM
বিটকয়েন বর্তমানে YFI কে পেছনে ফেল দিয়েছে। এখন পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দামের কয়েন হচ্ছে বিটকয়েন। এর উপর কোন কয়েন আর মার্কেটে নেই। তাছাড়া বিটকয়েনের চাহিদা এখন তুঙ্গে। এর দাম আর কমার সম্ভাবনা নেই। বিটকয়েন হচ্ছে ‍ক্রিপ্টোকারেন্সির একমাত্র আস্থার প্রতিক।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Lovepro Max on December 27, 2020, 05:33:03 AM
হ্যাঁ ভাই বাজারে যত মুদ্রায় আসুক এবং সেই মুদ্রার দাম যতই বেশি হোক না কেন কখনো বিটকয়েনের জায়গা নিতে পারবে না বিটকয়েন হলো সকল ক্রিপ্টোকারেন্সি রাজা মুদ্রা এবং এই মুদ্রার জনপ্রিয়তা বিটকয়েনের নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে অন্যদিকে আপনি যে কথা বলেছেন সেই মুদ্রাটি ইথেরিয়াম প্ল্যাটফর্ম ঘরে তৈরি করা হয়েছে যেমন এর কোন নিজস্ব প্লাটফর্ম নেই সেই জন্য আমি মনে করি যে মুদ্রাটি কখনো বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারবে না
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Alvida on January 02, 2021, 07:06:12 AM
আমার মনে হয়YFI এর চেয়ে বিটকয়েন সবচেয়ে ভালো কেননা হঠাৎ করেই ওয়াইফাই অনেক বৃদ্ধি পায় আবার কমে যায় কিন্তু বিটকয়েনের এরকম হয়না।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Cristiano on January 02, 2021, 07:14:14 AM
আমি মনে করি বিটকয়েন এর উপরে কোন কয়েন যেতে পারবেনা। যদিও যেতে পারে তাহলে সেটাই স্থিতিশীল হবে না। অল্প কিছুদিনের জন্য বিটকয়েন এর উপরে যে কোন কয়েন যেতে পারে। যেমনটি ওয়াই এফ আই এর ক্ষেত্রে হয়েছে। ওয়াই এফ আই অল্প কিছুদিনের মধ্যে মার্কেটে ভালো রকমের নাম ফুঁটিয়ে নিয়েছে। ওয়াই এফ আই এর প্রাইস ছিল 31 ডলার। সেখান থেকে এটি 43 হাজার ডলারে চলে গিয়েছিল। যেটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। সবাই কিছুদিন ওয়াইফাই নিয়ে কৌতূহল ছিল।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Emon khan on January 02, 2021, 03:32:20 PM
আসসালামু আলাইকুম বিট কয়েন বনাম YFI সম্পর্কে আমার কোন ধারণা নেই। এটি সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা। যদি কোনো সিনিয়র বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন দয়া করে প্লিজ।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: XM8 on January 02, 2021, 05:22:26 PM
বিটকয়েন এর তুলনায় ওয়াই এফ আইটোকন টির দাম বেশি কিন্তু জনপ্রিয়তার দিক বিবেচনা করলে এই টোকেনটি ক্রিপ্টোকারেন্সি তৃতীয় অবস্থানে আছে।এটা হয়তো আমরা সকলেই জানি প্রথম অবস্থানে আছেন বিটকয়েন এবং দ্বিতীয় অবস্থানে আছে ইথেরিয়াম এবং তৃতীয় অবস্থানে আছে এই ওয়াই এফ আই টোকন টি। কিন্তু এই টোকেন এর নিজস্ব ব্লকচেইন থাকায় এটি ব্যবহারে অনেক নিরাপদ হবে। তবে আমার মনে হয় না যে কোনদিন বিটকয়েন বা ইথেরিয়াম কে ছাড়িয়ে যেতে পারবে।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Mahindra on January 03, 2021, 03:37:30 AM
ভাই আপনি অনেক সুন্দর টপিক তৈরি করেছেন আপনার টপিকটা পড়ে অনেক ভালো লাগলো আমরা অবশ্যই যদি বলা হয় আমাদেরকে কোনটি সবচেয়ে ভালো তাহলে অবশ্যই আমরা বিটকয়েনের কথাই বলবো কেননা বিটকয়েনের দাম প্রতিনিয়তই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আমরা মার্কেটে লক্ষ্য করলে দেখতে পারবো বিটকয়েনের দাম 32 হাজার ডলার খরচ করে দিয়েছে কিন্তু আমরা অনেক আগে দেখেছিলাম Yfi এর দাম হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল আবার এখন অনেকটাই কমে গিয়েছে তাই আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে জনপ্রিয় মুদ্রাটি হল বিটকয়েন এটি সবচেয়ে ভালো একটি মুদ্রা।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Angel jara on January 03, 2021, 03:33:45 PM
ভাই আপনি অনেক সুন্দর টপিক তৈরি করেছেন আপনার টপিকটা পড়ে অনেক ভালো লাগলো আমরা অবশ্যই যদি বলা হয় আমাদেরকে কোনটি সবচেয়ে ভালো তাহলে অবশ্যই আমরা বিটকয়েনের কথাই বলবো কেননা বিটকয়েনের দাম প্রতিনিয়তই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আমরা মার্কেটে লক্ষ্য করলে দেখতে পারবো বিটকয়েনের দাম 32 হাজার ডলার খরচ করে দিয়েছে কিন্তু আমরা অনেক আগে দেখেছিলাম Yfi এর দাম হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল আবার এখন অনেকটাই কমে গিয়েছে তাই আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে জনপ্রিয় মুদ্রাটি হল বিটকয়েন এটি সবচেয়ে ভালো একটি মুদ্রা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি মূল্যবান মন্তব্য করার জন্য। এবার বিটকয়েন সম্পর্কে জ্ঞান থাকলে ওয়াইফাই সম্পর্কে কোন জ্ঞান নেই। যার কারণে এই বিষয়ে আমি পার্থক্য তুলে ধরতে পারছি না। আপনার পোস্টটি পড়ার পর আমি সম্পর্কে অনেক তথ্যজানতে পেরেছি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Rony on January 03, 2021, 04:25:10 PM
বিটকয়েন বনাম YFI এরমধ্যে বিটকয়েন সবচাইতে ভালো। বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের শীর্ষস্থান ধরে রয়েছে বিটকয়েন। এর জন্যই কয়েনের রাজা বলা হয় বিটকয়েন কি। বর্তমান সময়ে বিটকয়েনের দাম 34 হাজার ডলার ।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Tamsialu$$ on January 03, 2021, 11:25:02 PM
YFI এর চাইতে বিটকয়েনের দাম 3 গুন। এর জন্যই কয়েনের রাজা বলা হয় বিটকয়েন কি। বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে তেমনি YFI এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
আপনি কি coinmarketcap.com এটি দেখেছেন।চলে এখান থেকে আপনি দেখে তারপরে পোস্ট দেবেন সকল কয়েনের প্রাইস সম্পর্কে। কিছুদিন আগেও YFI এর প্রায় ছিল 40 হাজার ডলারের মত। বর্তমানের কিন্তু 20 হাজার ডলারের ওপরে রয়েছে। তার পরেও আপনি বলেছেন বিটকয়েনের তিন ভাগের এক ভাগ এর প্রাইস। আর আপনি এখন থেকে কয়েন মার্কেট ক্যাপে থেকে দেখে তারপরে পোস্ট দিবেন।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Tamsialu$$ on January 03, 2021, 11:29:10 PM
ভাই আপনি অনেক সুন্দর টপিক তৈরি করেছেন আপনার টপিকটা পড়ে অনেক ভালো লাগলো আমরা অবশ্যই যদি বলা হয় আমাদেরকে কোনটি সবচেয়ে ভালো তাহলে অবশ্যই আমরা বিটকয়েনের কথাই বলবো কেননা বিটকয়েনের দাম প্রতিনিয়তই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আমরা মার্কেটে লক্ষ্য করলে দেখতে পারবো বিটকয়েনের দাম 32 হাজার ডলার খরচ করে দিয়েছে কিন্তু আমরা অনেক আগে দেখেছিলাম Yfi এর দাম হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল আবার এখন অনেকটাই কমে গিয়েছে তাই আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে জনপ্রিয় মুদ্রাটি হল বিটকয়েন এটি সবচেয়ে ভালো একটি মুদ্রা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি মূল্যবান মন্তব্য করার জন্য। এবার বিটকয়েন সম্পর্কে জ্ঞান থাকলে ওয়াইফাই সম্পর্কে কোন জ্ঞান নেই। যার কারণে এই বিষয়ে আমি পার্থক্য তুলে ধরতে পারছি না। আপনার পোস্টটি পড়ার পর আমি সম্পর্কে অনেক তথ্যজানতে পেরেছি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছিলাম যে YFI এর প্রাইস 40 হাজার ডলারের উপরে দেখতে পেয়েছিলাম। বর্তমানে আবার 20 হাজার ডলারের উপরে রয়েছে। আমরা জানি যে কোন কয়েন হোক না কেন বিটকয়েন এর উপরে গিয়ে বেশিদিন টিকে থাকতে পারে না। বিটকয়েনের বর্তমান প্রাইস হচ্ছে 34 হাজার ডলারের মত। ফুল মেম্বার এর কাছে বিদেশে গিয়েও এ ধরনের পোস্ট করছেন। আপনি আগে ফোরামে সকল সিনিয়র ভাইদের পোস্ট লক্ষ করুন তারপরে পোস্ট দেওয়ার চেষ্টা করুন।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Goldlife on January 05, 2021, 05:54:21 PM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট করেছেন।আপনি যেভাবে এই পোস্টটি উপস্থাপনা করেছেন। আসলেই সম্পর্কে আমি জানতাম না তো আপনার পোস্টটি পড়ে আমি আরো নতুন একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Najmul on January 23, 2021, 02:56:49 PM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যে বিষয়ে পোস্টটি করেছেন সে বিষয়ে আমার কোন ধারণা ছিল না। কিন্তু আপনার পোষ্টটি পড়ে আমার যথেষ্ট পরিমাণ ধারণা হয়েছে। বিটকয়েন সম্বন্ধে কিছু বুঝতাম আরো আপনার এই পোস্টটি পড়ে বিটকয়েন সম্পর্কে আরো বেশি ভালো ধারণা হয়েছে। কিন্তু YFI এর সম্পর্কে কিছুই জানতাম না আপনার এই পোস্টটি পড়ে এটা সম্পর্কে মোটামুটি কিছু ধারনা পেয়েছি।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Herry on January 23, 2021, 06:04:25 PM
YFI এর চাইতে বিটকয়েনের দাম 3 গুন। এর জন্যই কয়েনের রাজা বলা হয় বিটকয়েন কি। বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে তেমনি YFI এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
ভাই বর্তমানে YFI টোকেন এর দাম বিটকয়েনের থেকে কিছুটা কম। কিন্তু একসময় বিটকয়েনের দাম এর থেকে ডাবল দাম হয়ে গেছিল এই মুদ্রার দাম। কিন্তু এই মুদ্রা কখনোই বিটকয়েনের জায়গা দখল করতে পারবে না ।বিটকয়েন হলো সকল মুদ্রা রাজা মুদ্রা ।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Criminal on January 23, 2021, 07:11:30 PM
বর্তমান সময় দেখা যাচ্ছে বিটকয়েন এবং YFI কয়েন এর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে।বলতে গেলে প্রাইস এর দিক দিয়ে কেউ কাউকে ছাড় দেওয়া নয়। সকালে যদি দেখা যায় বিটকয়েন এর মূল্য YFI মূল্য থেকে ছাড়িয়ে গেছে তাহলে আবার সন্ধায় দেখা যেতে পারে ওয়াই এফ আই এর মূল্য বিটকয়েন কে ছাড়িয়ে গেছে। আজকে বিট কয়েনের মূল্য 32 হাজার ডলার। কিন্তু প্রক্ষান্তরে YFI এর মূল্য 31 হাজার ডলার।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: AlviNess on February 24, 2021, 11:17:18 AM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
বিটকয়েন এবং ওয়াই এফ আই এর মধ্যে প্রতিনিয়ত এই প্রতিযোগিতা লেগে থাকে। কয়েকদিন আগে দেখলাম yfi এর মূল্য বৃদ্ধি পেয়ে বিটকয়েন কে পিছনে ফেলে গেছে। কিন্তু বিট কয়েনের মূল্য আবার পূর্বের ধারায় ফিরে ওয়াই এফ আই এন কে পিছনে ফেলে। এ দুইটি কয়েন এর মধ্যেই সব সময় বেশি প্রতিযোগিতা লেগে থাকে।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Tubelight on March 21, 2021, 04:43:11 PM
বর্তমানে এই দুইটি কয়েন এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি তে। তবে ওয়াই এফ আই এর তুলনায় বিটকয়েন এর জনপ্রিয়তা এবং চাহিদা অনেক বেশি।
Title: Re: বিটকয়েন বনাম YFI
Post by: Fighter on March 21, 2021, 04:51:38 PM
বিটকয়েন: বিটকয়েন বাজার একটি সর্বাধিক জনপ্রিয় মুদ্রা। ভবিষ্যতের সার্বজনীন কারেন্সি হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে বিটকয়েনের লেনদেন করে থাকে। হে মুদ্রাকে প্রতিস্থাপন করার মত কোন মুদ্রা বাজারে আসবে না বলে আমি মনে করি। নিজস্ব ব্লকচেইন ওয়ালেট রয়েছে । যার ফলে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক ধাপ এগিয়ে।

YFI: টোকেনটির এর দাম বিটকয়েন থেকে একটু বেশি। তবে বিট কয়েনের মতো জনপ্রিয় না। কারণ ইথেরিয়াম প্লাটফর্ম কে ঘিরে টোকেনটি তৈরি হয়েছে। তাই বিটকয়েন থেকে জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ইথেরিয়াম মার্কেটে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে টোকেনটির নিজস্ব ওয়ালেট থাকতো, তাহলে বিশ্বাস করতাম বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কিন্তু ইথিরিয়াম প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা টোকেন কখনো বিটকয়েন ব্লকচেইন কে প্রতিস্থাপন করতে পারবে না।

চলুন সবাই আলোচনা করি। যারা এ বিষয়ে জ্ঞান রাখেন না তারা অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ
অনেক ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ তথ্য গুলো তুলে ধরার জন্য। বিটকয়েনের উপরে যে কোন কয়েন আছে সেটা জানতাম না। তবে আমার কাছে বিটকয়েন ই সেরা কয়েন অত্যন্ত জনপ্রিয় কয়েন।