YFI এর দাম বিটকয়েনের থেকে বেশি হলেও মার্কেটক্যাপ এবং জনপ্রিয়তায় বীটকয়েনের সমকক্ষ দ্বিতীয়টি নেই ক্রিপ্টোজগতে। জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে আছে Ethereum, তৃতীয়তে আছে Ripple, চতুর্থ স্থানে USDT এবং পঞ্চম স্থানে আছে BNB যদিও মার্কেটক্যাপ অনুযায়ী BCH, Link তার আগে আছে।
YFI জনপ্রিয়তায় তৃতীয় আছে এখানে আমার দ্বিমত। এটার দাম বেশি হলেও এটা কিন্তু জনপ্রিয়তায় শীর্ষ ১৫ টা কয়েনের মধ্যেও আসবেনা। আর হা, এদের নিজস্ব ওয়ালেট নেই, তার মানে এটা কোন কয়েন না এটা টোকেন। সুতারং ফিউচার নিয়ে আমি শঙ্কিত।