Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 25, 2020, 03:18:13 PM

Title: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Nostoman on October 25, 2020, 03:18:13 PM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Malam90 on October 25, 2020, 03:24:10 PM
গত প্রায় ৪ বছর ধরে আমি বিকাশে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি তবে প্রায় ১ বছর আয় কমে যাওয়ায় শুধু বিকাশে লেনদেন করি। বর্তমানে বিটকয়েন, ইউএসডিটি চলে মনে হয় ৮৮-৮৯ করে আর ইথারিয়াম চলে ৮৬-৮৭ করে। এটা নির্ভর করে আপনি যদি সরাসারি কারো লাগলে তাকে দিলে রেট একটু বেশি হয় এছাড়া যদি রিসেলারকে দেন তখন দাম উপরোক্ত রেট হয়। এটা ভেরি করে পরিস্থিতির উপর।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: ranaprime on October 28, 2020, 05:11:23 AM
বাংলাদেশে যেহেতু এর পারমিশন নেই সেহেতু আমরা ভিন্ন মাধ্যমে ডলার বাই সেল করে থাকি। সেখানে আমাদের বড় একটা অংশ লস করতে হয়। যদি বাংলাদেশে এই রকম কো্ন অথেটিক প্রতিষ্ঠান পাওয়া যায় তাহলে অবশ্যই ভালকিছু আশা করা যায়।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: ranaprime on October 29, 2020, 03:39:25 AM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?
বাংলাদেশে ডলার বিক্রির জন্য আমি কোন অথেনটিক বায়ার বা সেলার পাই নি। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে ডলার সেল বা বাই করার কোন অপশন আছে কি?
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Blue_sea on November 01, 2020, 07:28:59 AM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?
বর্তমানে কিউ কয়েন থেকে  কেউ কি টাকা উটিয়েছেন জানার খুব ইচ্ছা ছিল।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Psycho on November 01, 2020, 08:21:58 AM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?
বর্তমানে আমি বাই সেল করে কোন সুবিধা পাচ্ছিনা। কারণ buy-sell করতে গিয়ে অনেক টাকা ধরা খাইছি আমি। বর্তমানে আমি বাই সেল করি টেলিগ্রাম গ্রুপে কিছু ভাই সেল গ্রুপ আছে। তাদের কাছে আমি buy-sell করি। অনেক কম দামে তাদের কাছে আমার সেল করতে হয়। সঠিক মূল্য পাচ্ছি না।সঠিক মূল্য পাওয়ার কোন রাস্তা থাকলে আমাকে জানাবেন। অনেক সময় সেল করার পরেও অনেক টাকা মাইর খাইতে হয়। টেলিগ্রাম গ্রুপ এ ট্রাস্তেদ কোন ব্যক্তি পাওয়া অনেক টাফ ব্যাপার।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: mahid on November 01, 2020, 07:41:33 PM
গত প্রায় ৪ বছর ধরে আমি বিকাশে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি তবে প্রায় ১ বছর আয় কমে যাওয়ায় শুধু বিকাশে লেনদেন করি। বর্তমানে বিটকয়েন, ইউএসডিটি চলে মনে হয় ৮৮-৮৯ করে আর ইথারিয়াম চলে ৮৬-৮৭ করে। এটা নির্ভর করে আপনি যদি সরাসারি কারো লাগলে তাকে দিলে রেট একটু বেশি হয় এছাড়া যদি রিসেলারকে দেন তখন দাম উপরোক্ত রেট হয়। এটা ভেরি করে পরিস্থিতির উপর।
আপনি ঠিক বলেছেন। সরাসরি কারও দরকার থাকলে তারা একটু বেশি দাম দিয়ে কিনে নেয়। আমাদের দেশে যেহেতু  ক্রিপ্টোকারেসির কোন অনুমোদন নেই সেক্ষেত্রে রিসেলারর কাছ থেকে নিতে হয়।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: sky20 on November 02, 2020, 03:52:13 AM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?
বাংলাদেশে ডলার বিক্রির জন্য যেহেতু কোন অথেনটিক প্রতিষ্ঠান নেই। সেহেতু আমি থার্ড পার্টির মাধ্যমে ডলার সেল করে থাকি। যদিও সেক্ষেত্রে কিছুটা লসের সম্মুখিন হতে হয়। তবুও কিছুই করার নেই। তবে যখন কোন অনুমোদিত প্রতিষ্ঠান পাব। তখন সব নির্ধারিত প্রাইসে সের করতে বা কিনতে পারব।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Hasan986 on November 03, 2020, 03:03:23 PM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?
বর্তমানে আমি বাই সেল করে কোন সুবিধা পাচ্ছিনা। কারণ buy-sell করতে গিয়ে অনেক টাকা ধরা খাইছি আমি। বর্তমানে আমি বাই সেল করি টেলিগ্রাম গ্রুপে কিছু ভাই সেল গ্রুপ আছে। তাদের কাছে আমি buy-sell করি। অনেক কম দামে তাদের কাছে আমার সেল করতে হয়। সঠিক মূল্য পাচ্ছি না।সঠিক মূল্য পাওয়ার কোন রাস্তা থাকলে আমাকে জানাবেন। অনেক সময় সেল করার পরেও অনেক টাকা মাইর খাইতে হয়। টেলিগ্রাম গ্রুপ এ ট্রাস্তেদ কোন ব্যক্তি পাওয়া অনেক টাফ ব্যাপার।
ট্রাস্টেড কোন রিসেলার এর সরণাপন্ন হন। পুরাতন রিসেলার রা কারো টাকা মেরে খায় না। কষ্টার্জিত টাকা কেও মেরে দিলে তখন খুব খারাপ লাগে। ১০০% শিউর হওয়া ছাড়া কখনো বিক্রি করবেন না। প্রয়োজনে Face to Face ডিল করুণ। Face To Face ডিল অনেক সময় সাপেক্ষ ও ব্যায় বহুল হতে পারে। তবে আমি আমার টাকা নিয়ে প্রতারককে কাছে প্রতারণার স্বীকার হতে চাই না।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: JISAN on November 03, 2020, 03:21:33 PM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?
আমি ১০$-১০০$ পর্যন্ত  গ্রুপে বিক্রি করি সেখানে রেট ভালো পাওয়া যায়  ৮৮-৯০। কিন্তু বেশি ডলার হলে রিস্ক নেইনা। ১০০-২০০০ আমার কিছু পরিচিত বিশ্বস্ত বড় রিসেলার আছে তাদের কাছে বিক্রি করি ৮৬-৮৭ করে ব্যাংক প্যমেন্ট। তবে এখন জেহেতু kucoin একটা সুবিধা দিচ্ছে। kucoin থেকেও করার চেষ্টা করবো।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: babu10 on November 03, 2020, 03:41:54 PM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?

আর কি ভাই আমাদের রিসেলার ছাড়াতো আর কোন উপায় নাই তবে সমস্যা হলো অনেকে আবার টাকা মেরে দেয় যাহা খুবই দুঃখজনক। অনেকে বাউন্টি করে অনেক কষ্ট করে হয়তো কিছু বিটিসি, ইথার ইনকাম করে সেটা যদি কেউ মেরে দেয় তা আর ভালো লাগেনা শুনে। সবার মত আমিও বিকাশ অথবা ব্যাংকে পেমেন্ট নিই কিন্তু বেশিরভাগ সময়ই 85, 86 করে সেল করতে পারি তার বেশী পারিনা।

ধন্যবাদ।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: JISAN on November 03, 2020, 03:46:09 PM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?

আর কি ভাই আমাদের রিসেলার ছাড়াতো আর কোন উপায় নাই তবে সমস্যা হলো অনেকে আবার টাকা মেরে দেয় যাহা খুবই দুঃখজনক। অনেকে বাউন্টি করে অনেক কষ্ট করে হয়তো কিছু বিটিসি, ইথার ইনকাম করে সেটা যদি কেউ মেরে দেয় তা আর ভালো লাগেনা শুনে। সবার মত আমিও বিকাশ অথবা ব্যাংকে পেমেন্ট নিই কিন্তু বেশিরভাগ সময়ই 85, 86 করে সেল করতে পারি তার বেশী পারিনা।

ধন্যবাদ।
আমি রিসেলারদের কাছে বিক্রি করতে জাইয়া ৫০০$ এর মতো ধরা খাইছি। এর পরে থিকা শুধু বিশ্বস্ত বড় বড় রিসেলার ছাড়া কারো কাছে ১০০$ এর বেশি একাউন্ট বিক্রি করি না। দাম ২/১ টাকা কমে বিক্রি করি তবে নিরাপত্তার সাথে
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Sumaiya2 on November 03, 2020, 05:15:44 PM
বর্তমানে নতুন একটা সুবিধা এসেছে কুকয়েনে ডলার বিক্রি করা যায় আপনি টকেন যেভাবে এক্সচেঞ্জ করেন সেভাবে ডলারে বিক্রি করতে পারবেন। সুবিধাটা নতুন এসেছে খুবই ভালো একটা সুবিধা।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Nusrat on November 03, 2020, 08:22:32 PM
আমি বর্তমানে কাজ শুরু করেছি এখনো কোনো পেমেন্ট পাইনি। মাত্র কাজ করা শুরু করেছি এবং আমার আইডির রেঙ্ক বাড়াইতেছে। তাই বাংলাদেশ ডলার বিক্রয়ের জন্য কি করবো কেমনে করব তা জানার জন্য সিনিয়র ভাইদের অনুরোধ করছি আমাদের একটু এবিষয়ে জানাবেন।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Nostoman on November 03, 2020, 08:37:10 PM
বর্তমানে নতুন একটা সুবিধা এসেছে কুকয়েনে ডলার বিক্রি করা যায় আপনি টকেন যেভাবে এক্সচেঞ্জ করেন সেভাবে ডলারে বিক্রি করতে পারবেন। সুবিধাটা নতুন এসেছে খুবই ভালো একটা সুবিধা।
এখনো চালু হয়নি। মেইনটেনেন্স এর কাজ চলছে। তুমি অতি শীঘ্রই চালু হবে বলে আশা করা যাচ্ছে। এ বিষয়ে শুধুমাত্র একটি announcement দেখেছি। তারপর লেনদেনের জন্য সেরকম কোনো সাড়া দেখা যায়নি। তবে অতি শীঘ্রই সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Nostoman on November 03, 2020, 08:39:08 PM
আমি বর্তমানে কাজ শুরু করেছি এখনো কোনো পেমেন্ট পাইনি। মাত্র কাজ করা শুরু করেছি এবং আমার আইডির রেঙ্ক বাড়াইতেছে। তাই বাংলাদেশ ডলার বিক্রয়ের জন্য কি করবো কেমনে করব তা জানার জন্য সিনিয়র ভাইদের অনুরোধ করছি আমাদের একটু এবিষয়ে জানাবেন।
আপনি কাজ করুন, তারপর পেমেন্ট পান। প্রেমেন্ট পেলে আমাকে জানাবেন। আমি আপনাকে সবকিছু বিস্তারিত বলে দেবো। অন্যথায় আমি আপনাকে হেল্প করব । আপনি প্রেমের পাওয়ার পর আমাকে পার্সোনাল মেসেজ দিবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Nostoman on November 03, 2020, 08:41:40 PM
গত প্রায় ৪ বছর ধরে আমি বিকাশে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি তবে প্রায় ১ বছর আয় কমে যাওয়ায় শুধু বিকাশে লেনদেন করি। বর্তমানে বিটকয়েন, ইউএসডিটি চলে মনে হয় ৮৮-৮৯ করে আর ইথারিয়াম চলে ৮৬-৮৭ করে। এটা নির্ভর করে আপনি যদি সরাসারি কারো লাগলে তাকে দিলে রেট একটু বেশি হয় এছাড়া যদি রিসেলারকে দেন তখন দাম উপরোক্ত রেট হয়। এটা ভেরি করে পরিস্থিতির উপর।
বিকাশে লেনদেন করা খুবই ব্যয়বহুল। তাই আপনি ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারেন। সেখানে খরচ খুবই কম। তবে ছোট লেনদেনের জন্য আপনি রকেট অথবা নগদ ব্যবহার করতে পারেন। তবে আমি সব সময় ব্যাংক একাউন্ট ব্যবহার করি। ছোট কোন লেনদেন হলে সেগুলো রকেটের মাধ্যমে করে থাকি।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Chita76 on November 04, 2020, 02:04:00 AM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?

আমি বাংলাদেশের ডলার আর বিক্রির জন্য অনেক টেনশন করেছি কে নেবে কোথায় পাব বায়ার এ নিয়ে খুব টেনশন হয়েছে তাই আপনাদের পোস্ট পড়ে আমার টেনসনে এখন দূর হয়েছে এখন এক্সচেঞ্জে ডলার বিক্রি করতে পারব এর চেয়ে সুবিধা আর হয়না কেউ জানতেও পারবেনা কেউ বুঝতেও পারবে না টোকেন এর মত এক্সচেঞ্জ করে নেব। ধরনের পোস্ট দেয়া আমাদের জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: sky20 on November 04, 2020, 05:11:04 AM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?

আমি বাংলাদেশের ডলার আর বিক্রির জন্য অনেক টেনশন করেছি কে নেবে কোথায় পাব বায়ার এ নিয়ে খুব টেনশন হয়েছে তাই আপনাদের পোস্ট পড়ে আমার টেনসনে এখন দূর হয়েছে এখন এক্সচেঞ্জে ডলার বিক্রি করতে পারব এর চেয়ে সুবিধা আর হয়না কেউ জানতেও পারবেনা কেউ বুঝতেও পারবে না টোকেন এর মত এক্সচেঞ্জ করে নেব। ধরনের পোস্ট দেয়া আমাদের জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এটি একটি টেনশনের বিষয়। আপনার কষ্টার্জিত ডলার যদি আপনি টাকা বানিয়ে না আনতে পারেন তাহলে এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ব্যাপার হয়ে দাড়ায়। তারপরও ঝুকি নিয়ে আমাদের কে বিক্রি করতে হয় কম দামে কিছুই করার থাকে না। আমিও তাই করি দামও কম পাই।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Nostoman on November 04, 2020, 07:05:06 AM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?

আমি বাংলাদেশের ডলার আর বিক্রির জন্য অনেক টেনশন করেছি কে নেবে কোথায় পাব বায়ার এ নিয়ে খুব টেনশন হয়েছে তাই আপনাদের পোস্ট পড়ে আমার টেনসনে এখন দূর হয়েছে এখন এক্সচেঞ্জে ডলার বিক্রি করতে পারব এর চেয়ে সুবিধা আর হয়না কেউ জানতেও পারবেনা কেউ বুঝতেও পারবে না টোকেন এর মত এক্সচেঞ্জ করে নেব। ধরনের পোস্ট দেয়া আমাদের জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
সব টোকেন তো Kucoin এক্সচেঞ্জ করতে পারবেন না। কারণ সব টোকেন Kucoin এ‌ লিস্ট হবে না। তাই আপনাকে বাই সেল করতে হবে। Kucoin এ যে টোকেন গুলো লিস্ট হবে সেগুলো আপনি বাংলা টাকা কনভার্ট করতে পারবেন। তবে এখনো চালু হয়নি। অতি শীঘ্রই চালু হয়ে যাবে। আর আপনি যেগুলো kucoin এ লিস্ট হবে না, সেগুলো অন্য এক্সচেঞ্জ গুলোতে সেল দিতে হবে। তবে সেগুলো বিটকয়েন বা ইথেরিয়াম হিসেবে Kucoin এ ঢুকাতে পারবেন। সে পদ্ধতি রয়েছে।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Nostoman on November 04, 2020, 07:08:17 AM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?

আমি বাংলাদেশের ডলার আর বিক্রির জন্য অনেক টেনশন করেছি কে নেবে কোথায় পাব বায়ার এ নিয়ে খুব টেনশন হয়েছে তাই আপনাদের পোস্ট পড়ে আমার টেনসনে এখন দূর হয়েছে এখন এক্সচেঞ্জে ডলার বিক্রি করতে পারব এর চেয়ে সুবিধা আর হয়না কেউ জানতেও পারবেনা কেউ বুঝতেও পারবে না টোকেন এর মত এক্সচেঞ্জ করে নেব। ধরনের পোস্ট দেয়া আমাদের জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এটি একটি টেনশনের বিষয়। আপনার কষ্টার্জিত ডলার যদি আপনি টাকা বানিয়ে না আনতে পারেন তাহলে এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ব্যাপার হয়ে দাড়ায়। তারপরও ঝুকি নিয়ে আমাদের কে বিক্রি করতে হয় কম দামে কিছুই করার থাকে না। আমিও তাই করি দামও কম পাই।
ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ অনুমোদন পাওয়ার পরে, সব এক্সচেঞ্জ গুলোতে বাংলা টাকা এর জন্য আলাদা pair থাকবে বলে আশা করি। তবে ভবিষ্যতে সম্ভব হবে। আমাদের বাংলাদেশের টাকার যেকোনো ডলার কনবাট করা যাবে। শুধুমাত্র সময়ের প্রয়োজন। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই অতি শীঘ্রই এটি দেখতে পাবো।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Crypto_Somrat on November 04, 2020, 08:45:03 AM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?
যেহেতু বাংলাদেশের কোন ব্যাংক ক্রিপ্টোকারেন্সি এর সাথে সম্পর্ক নেই। তাই আমরা কোন ব্যাংকের সাথে লেনদেন করতে পারি না। আমি ডলার বিক্রির জন্য বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড রয়েছে। সেখানে আমি buy-sell পদ্ধতি অবলম্বন করে ডলার বিক্রি করি। এতে আমাদের অনেক লস হয় কারণ আমরা ডলারগুলো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারিনা। আবার অনেক প্রতারণার ফাঁদে পড়তে হয়।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: ttcsalam on November 04, 2020, 02:27:28 PM
আমি সাধারনত রিসেলার দের কাছে সেল করি যা সামান্য পেমেন্ট পাই। আসলে বিগ বিগ ট্রেডার আছে যারা পরবর্তীতে একটা ইউনিট করে সেল করে।তবে আমি মনে করি কিউকয়েন এক্সচেন্জ এই সুবিধা টা চালু করলে  এটা বাংলাদেশী দের জন্য অনেক বড় সুবিধা হবে বলে আমি মনে করি।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Malam90 on November 04, 2020, 04:05:21 PM
গত প্রায় ৪ বছর ধরে আমি বিকাশে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি তবে প্রায় ১ বছর আয় কমে যাওয়ায় শুধু বিকাশে লেনদেন করি। বর্তমানে বিটকয়েন, ইউএসডিটি চলে মনে হয় ৮৮-৮৯ করে আর ইথারিয়াম চলে ৮৬-৮৭ করে। এটা নির্ভর করে আপনি যদি সরাসারি কারো লাগলে তাকে দিলে রেট একটু বেশি হয় এছাড়া যদি রিসেলারকে দেন তখন দাম উপরোক্ত রেট হয়। এটা ভেরি করে পরিস্থিতির উপর।
বিকাশে লেনদেন করা খুবই ব্যয়বহুল। তাই আপনি ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারেন। সেখানে খরচ খুবই কম। তবে ছোট লেনদেনের জন্য আপনি রকেট অথবা নগদ ব্যবহার করতে পারেন। তবে আমি সব সময় ব্যাংক একাউন্ট ব্যবহার করি। ছোট কোন লেনদেন হলে সেগুলো রকেটের মাধ্যমে করে থাকি।

গত একবছর সব লেনদেন হয়েছে বিকাশেই কারণ সব ছিলো ছোট ছোট পেমেন্ট। আর আমার বাড়িতেও বিকাশ একাউন্ট থাকায় বিকাশেই করি তাহলে সহজে তারা প্রতিমাসের টাকা পেতে সুবিধা হয়। হা, বড় লেনদেন ব্যাংকে করা ভালো। তাতে করে ফি টা কাটে না। আর বিকাশে ফিও বেশি নগদ ও রকেটের চেয়ে। অনেক সময় বাধ্য হয়ে বিকাশ করতে হয় গ্রাহকের বিকাশ ছাড়া অন্য মেথড না থাকায়।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Rafiq on November 04, 2020, 06:26:48 PM
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির বৈধতা না থাকায় বাউন্টি করে বা ট্রেডকরে যা আয় হয় তা আমি বিটকয়েন বা ইথারে কনভার্ট করে আমার পরিচিত রিসেলারদের কাছে বিক্রি করে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে টাকা নেই। তবে বিকাশে পে আউট করা ঝামেলা যুক্ত ও ব্যয়বহুল; তুলনামূলকভাবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা সহজ ও খরচ কম।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Btceth01 on November 05, 2020, 03:09:24 AM
আমি আমার ডলার বিক্রি করার জন্য আমার একটি বায়ার আছে। আমি তার সাথে 2017 সালের শুরু থেকে লেনদেন শুরু করছি। আমি সততার সাথে তাকে আমার ডলারগুলো দিয়ে দেই। তিনি আমাকে ডলার প্রতি 84 থেকে 85 টাকা করে দাম দেয়। আমি তার কাছে অনেক বড় প্রেমেন্ট করেছি তিনি কোনদিনও আমার একটি টাকাও এ দিক সে দিক করেনি। আমাকে অনেক রিসেলার ডলার নেওয়ার জন্য বলেছে আমি তাকে দেইনি। কারণ আমি রিক্স নিতে চাই না।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: JISAN on November 05, 2020, 06:55:59 AM
আমি আমার ডলার বিক্রি করার জন্য আমার একটি বায়ার আছে। আমি তার সাথে 2017 সালের শুরু থেকে লেনদেন শুরু করছি। আমি সততার সাথে তাকে আমার ডলারগুলো দিয়ে দেই। তিনি আমাকে ডলার প্রতি 84 থেকে 85 টাকা করে দাম দেয়। আমি তার কাছে অনেক বড় প্রেমেন্ট করেছি তিনি কোনদিনও আমার একটি টাকাও এ দিক সে দিক করেনি। আমাকে অনেক রিসেলার ডলার নেওয়ার জন্য বলেছে আমি তাকে দেইনি। কারণ আমি রিক্স নিতে চাই না।
আপনিই ঠিক কাজ করেন কারন ২-১ টাকা কম হোক নিরাপদই আগে। ২ টাকা বেশিতে বিক্রি করতে জেয়ে যদি প্রতারণার শিকার হন তাহলে তাহলে আমের আমও যাবে ছালার ছালাও যাবে
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Triedboy on November 18, 2020, 07:39:14 PM
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির বৈধতা না থাকায় বাউন্টি করে বা ট্রেডকরে যা আয় হয় তা আমি বিটকয়েন বা ইথারে কনভার্ট করে আমার পরিচিত রিসেলারদের কাছে বিক্রি করে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে টাকা নেই। তবে বিকাশে পে আউট করা ঝামেলা যুক্ত ও ব্যয়বহুল; তুলনামূলকভাবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা সহজ ও খরচ কম।

আপনি একদম ঠিক বলেছেন আপনার সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি ব্রো। তুলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করাটা বেশি সুবিধাজনক।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Magepai on November 20, 2020, 01:03:22 AM
আমি সাধারণত ডলার টেলিগ্রাম গ্রুপ এর মাধ্যমে বিক্রি করে থাকি। তা ছাড়া অন্য কোন ভাবেই পর্যন্ত শিখিনি। তাড়াতাড়ি সিনিয়র ভাইদের সাথে আলাপ করে শিখে নেব।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Apower$ on November 21, 2020, 04:37:42 AM
গত প্রায় ৪ বছর ধরে আমি বিকাশে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি তবে প্রায় ১ বছর আয় কমে যাওয়ায় শুধু বিকাশে লেনদেন করি। বর্তমানে বিটকয়েন, ইউএসডিটি চলে মনে হয় ৮৮-৮৯ করে আর ইথারিয়াম চলে ৮৬-৮৭ করে। এটা নির্ভর করে আপনি যদি সরাসারি কারো লাগলে তাকে দিলে রেট একটু বেশি হয় এছাড়া যদি রিসেলারকে দেন তখন দাম উপরোক্ত রেট হয়। এটা ভেরি করে পরিস্থিতির উপর।

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আমি আপনার সাথে সহমত পোষণ করছি। বিটকয়েন ইউএসডিটি চলে ৮৮-৮৯ করে আর ইথেরিয়াম এ চলে ৮৬-৮৭ করে। এটা ভেরি করে পরিস্থিতির উপর।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Kangaro45 on November 21, 2020, 05:54:11 AM
আমি ফোরামে সবেমাত্র অ্যাড হয়েছি এখনো কোনো ক্যাম্পেইনে জয়েন করিনি তাই কোন পেমেন্ট পায়নি তাই এ সম্পর্কে আমার তেমন ধারনা নেই।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Rain075 on November 21, 2020, 06:27:19 AM
বাংলাদেশ আমরা ডলার বিক্রি করার জন্য বিভিন্ন রিসেলার এর মাধ্যমে বিক্রি করে থাকি। এতে আমরা সঠিক দাম পাইনা। যদি বিভিন্ন এক্সচেঞ্জ বাংলা টাকার সাথে ট্রেড সিস্টেম করে দেয় তাহলে আমাদের জন্য অনেক সুখবর।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Hasan986 on November 23, 2020, 05:36:09 PM
সাধারণত বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তাই আমরা বিটকয়েন থেকে সরাসরি টাকা উত্তোলন করতে পারিনা। তবে kucoin বর্তমান সুবিধা চলছে। সব এক্সচেঞ্জ গুলোতে এরকম হলে আমরা সর্বোচ্চ মূল্যে ডলার সেল দিতে পারব। তবে বাংলাদেশের buy sell পদ্ধতি রয়েছে । এখানে অনেকে বাই সেল করে কম মূল্যে ডলার বিক্রি করে। আপনি কি রেটে $ বিক্রি করেন? আপনি buy sell করেছি ধরনের সুবিধা পাচ্ছেন?
পরিচিত দের কাছে বিক্রি করি। বর্তমানে কুকয়েন ও বাইন্যান্স চালু করেছে যা আমাদের জন্য অনেক বড় সুখবর। সাথে সাথে বাই সেল করার সুবিধা পাবো।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Hasan986 on November 23, 2020, 05:38:20 PM
বাংলাদেশ আমরা ডলার বিক্রি করার জন্য বিভিন্ন রিসেলার এর মাধ্যমে বিক্রি করে থাকি। এতে আমরা সঠিক দাম পাইনা। যদি বিভিন্ন এক্সচেঞ্জ বাংলা টাকার সাথে ট্রেড সিস্টেম করে দেয় তাহলে আমাদের জন্য অনেক সুখবর।
রিসেলার রা তাদের প্রফিট হাতে রেখে সেল করে। তাই $ প্রতি ১ টাক অথবা ৫০ পয়সা কম পাওয়া যায়। অনেকে আছে ৪-৫ টাকা ডিপারেন্স করে, এ জন্য রিসেলার দের উপর থেকে অনেকের বিশ্বাস উঠে গেছে।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Hasan986 on November 23, 2020, 05:40:41 PM
আমি ফোরামে সবেমাত্র অ্যাড হয়েছি এখনো কোনো ক্যাম্পেইনে জয়েন করিনি তাই কোন পেমেন্ট পায়নি তাই এ সম্পর্কে আমার তেমন ধারনা নেই।
শিখেন তার পর কাজ শুরু করেন। অনেক বাউন্টি এখন এলটসকয়েনটকে আসে। এখন পর্যন্ত যত গুলো এসেছে সব গুলোর রেটিং ই ভালো। আস্তে আস্তে বাউন্টি করা শুরু করেন। তবে পেমেন্টের জন্য অনেক ধৈর্য্য রাখতে হবে। সফলতা আসেবই।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Hasan986 on November 23, 2020, 05:43:17 PM
আমি সাধারণত ডলার টেলিগ্রাম গ্রুপ এর মাধ্যমে বিক্রি করে থাকি। তা ছাড়া অন্য কোন ভাবেই পর্যন্ত শিখিনি। তাড়াতাড়ি সিনিয়র ভাইদের সাথে আলাপ করে শিখে নেব।
ট্রাস্টেড ছাড়া কখনো $ সেল করবেন না। দরকার হলে ফেইস টু ফেস ডিল করুন। এটা একটু ঝামেলার। তবে সিকউরিটি ফাস্ট। ভিবিন্ন লোকাল সাইট আছে $ সেল করার, বাই করার। এগুলো এভয়েড করাই ভালো মনে করি।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Hasan986 on November 23, 2020, 05:45:12 PM
আমি আমার ডলার বিক্রি করার জন্য আমার একটি বায়ার আছে। আমি তার সাথে 2017 সালের শুরু থেকে লেনদেন শুরু করছি। আমি সততার সাথে তাকে আমার ডলারগুলো দিয়ে দেই। তিনি আমাকে ডলার প্রতি 84 থেকে 85 টাকা করে দাম দেয়। আমি তার কাছে অনেক বড় প্রেমেন্ট করেছি তিনি কোনদিনও আমার একটি টাকাও এ দিক সে দিক করেনি। আমাকে অনেক রিসেলার ডলার নেওয়ার জন্য বলেছে আমি তাকে দেইনি। কারণ আমি রিক্স নিতে চাই না।
জি ভাই ঠিক বলছেন। ট্রাস্টেড দের কাছে ২-১ টাকা কম হলেও রিস্ক ফ্রি থাকা যায়।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Linda78 on November 23, 2020, 05:49:45 PM
থার্ড পারসন ব্যক্তির মাধ্যমে আমাদের ডলার বিক্রি করতে হয়। এতে আমাদের পর্যাপ্ত মূল্য আমরা পাইনা আমরা সঠিক দামে বিক্রি করতে পারিনা প্রতি ডলারের 2 বা1 টাকা করে আমরা কম পায়। থার্ড পারসন লোকদের কাছে ডলার বিক্রি করে আমাদের টেনসনে থাকতে হয় ।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: AGM on November 23, 2020, 06:18:58 PM
ডলার বাই সেল যদি থার্ড পাটির মাধ্যমে দেওয়া হয় তাহলে কখনই নায্য দাম পাওয়া যাবে না। তাই যদি কোন একচেঞ্জ এই কাজটি করে তাহলে আমরা সবাই আামাদের নায্য পাওনা পাব।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: AGM on November 24, 2020, 07:17:16 AM
বর্তমানে নতুন একটা সুবিধা এসেছে কুকয়েনে ডলার বিক্রি করা যায় আপনি টকেন যেভাবে এক্সচেঞ্জ করেন সেভাবে ডলারে বিক্রি করতে পারবেন। সুবিধাটা নতুন এসেছে খুবই ভালো একটা সুবিধা।
তা বুঝলাম যে কু কয়েন এই ফিচার এড করেছে। কিন্তু আমি লোকাল কারেন্সি কিভাবে পাব। অর্থাৎ বাংলা টাকা কিভাবে পেতে পারি। সেই বিষয়ে যদি জানেন তাহলে উপকৃত হতাম।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Halkpro on November 24, 2020, 08:23:14 AM
আমার যত ডলার হয় আমি সব আমার এক বড় ভাইকে দেই। কিন্তু ভার্চুয়াল মুদ্রা যদি বাংলাদেশে বৈধতা করে তা হলে আমাদের মতো যারা আছে তারা সহজেই ব্যাংক থেকে টাকা নিতে পারবো।  কিন্তু এখন আমাদের অনেক সময় অনেক রিস্ক থাকে ডলার সেল দেয়ার সময়। তাই আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের  বৈধতা দেয়া উচিত।         
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: JISAN on November 24, 2020, 10:45:41 AM
আমার যত ডলার হয় আমি সব আমার এক বড় ভাইকে দেই। কিন্তু ভার্চুয়াল মুদ্রা যদি বাংলাদেশে বৈধতা করে তা হলে আমাদের মতো যারা আছে তারা সহজেই ব্যাংক থেকে টাকা নিতে পারবো।  কিন্তু এখন আমাদের অনেক সময় অনেক রিস্ক থাকে ডলার সেল দেয়ার সময়। তাই আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের  বৈধতা দেয়া উচিত।       
বাংলাদেশে বৈধতা না থাকলেও BDT কে p2p Trade এ Binance & Kucoin লিস্ট করেছে। আপনি চাইলে কোনো রিস্ক ছাড়াই ন্যায্য মূল্যে ডলার বিক্রি করে বিকাশ অথবা ব্যাংকে উইথড্র করতে পারেন।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Jaya60 on November 24, 2020, 11:12:16 AM
আমাদের বাংলাদেশে যেহেতু সরাসরি টাকা উঠানোর কোন নিয়ম নেই সেহেতু আমরা দেখা যায় আমাদের ডলার বিক্রি করে অনেক লস হয়। সরাসরি আমরা ডলার ব্যাংকে থেকে ভাঙ্গাতে পারতাম তাহলে অনেক ভালো হতো। অতএব আমরা ডলার বিক্রি করতে বাইসের করে থাকি।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Cz Rock on December 20, 2020, 09:35:57 AM
বাংলাদেশের সরাসরি ডলার উঠানোর কোন নিয়ম নেই। এই ভার্চুয়াল মুদ্রা বাংলাদেশ যদি বৈধতা করা হতো তাহলে আমরা সহজেই ব্যাংক থেকে টাকা উঠাতে পারতাম। আমাদের ক্রিপ্টোকারেন্সি অবৈধতা থাকার কারণে আমরা রিক্স নিয়ে ডলার সেল করি। এতে আমাদের অনেক সতর্ক সহকারে কাজ করতে হয়। যদি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা করা হতো তাহলে আমাদের এত ঝামেলা পোহাতে হত না।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: bmw1 on December 20, 2020, 09:50:45 AM
বাংলাদেশ ডলার বিক্রি করার জন্য অনেক কিছু করতে হয় যেমন বাউন্টিতে কাজ করে যে টোকেন পাওয়া যায় তা প্রথমে exchange listing থেকে এক্সচেঞ্জ করে তারপর যেমন ইথেরিয়াম বিটিসি ইউএসডি ইত্যাদি'তে এক্সচেঞ্জ করে যেকোনো একটা buy-sell গ্রুপে গিয়ে ডলার বিক্রি করা যায়।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Markuri33 on December 20, 2020, 11:36:38 PM
বাংলাদেশ ডলার বিক্রি করার জন্য আমরা বিভিন্ন ধরনের বায়ারের কাছে দিয়ে থাকি। আমরা যখন ডলার গুলি বিক্রয় করি আসলে তখন কিন্তু আমরা তাদেরকে চিনি না তারপরেও আমরা বিশ্বাস দার সাথে ডলার গুলি পাঠিয়ে দিই। এবং তার সাথে সাথে পেমেন্ট দিয়ে থাকে। এগুলো আসলে সব বিশ্বাসের সাথে হয়ে থাকে।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Cz Rock on December 21, 2020, 02:13:56 AM
আমি আমার ডলার বিক্রি করার জন্য আমার একটি বায়ার আছে। আমি তার সাথে 2017 সালের শুরু থেকে লেনদেন শুরু করছি। আমি সততার সাথে তাকে আমার ডলারগুলো দিয়ে দেই। তিনি আমাকে ডলার প্রতি 84 থেকে 85 টাকা করে দাম দেয়। আমি তার কাছে অনেক বড় প্রেমেন্ট করেছি তিনি কোনদিনও আমার একটি টাকাও এ দিক সে দিক করেনি। আমাকে অনেক রিসেলার ডলার নেওয়ার জন্য বলেছে আমি তাকে দেইনি। কারণ আমি রিক্স নিতে চাই না।
জি ভাই ঠিক বলছেন। ট্রাস্টেড দের কাছে ২-১ টাকা কম হলেও রিস্ক ফ্রি থাকা যায়।
হ্যাঁ ভাইয়া আপনার কথায় আমি একমত আপনার একটি সুন্দর পোস্ট থেকে আমি অনেক কিছুই শিখতে পারলাম। আশা করি ভবিষ্যতে যদি কখনো ডলার বিক্রি করতে হয় তাহলে আপনার নিয়মগুলি ফলো করে ডলার বিক্রি করব এখন পর্যন্ত কোন ডলার বিক্রি করিনি।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Irfan12@ on December 21, 2020, 02:42:08 AM
গত প্রায় ৪ বছর ধরে আমি বিকাশে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি তবে প্রায় ১ বছর আয় কমে যাওয়ায় শুধু বিকাশে লেনদেন করি। বর্তমানে বিটকয়েন, ইউএসডিটি চলে মনে হয় ৮৮-৮৯ করে আর ইথারিয়াম চলে ৮৬-৮৭ করে। এটা নির্ভর করে আপনি যদি সরাসারি কারো লাগলে তাকে দিলে রেট একটু বেশি হয় এছাড়া যদি রিসেলারকে দেন তখন দাম উপরোক্ত রেট হয়। এটা ভেরি করে পরিস্থিতির উপর।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এভাবে ডলার বাই সেল করলে অনেকটা ভালো হয় কিন্তু যদি আমরা কোন বিশ্বস্ত মানুষের কাছে ডলার ভাই সেল না করি তাহলে অনেক সময় তার শিকার হতে হয় ভাই আমিও অনেকবার প্রতারণার শিকার হয়েছি তবে বর্তমানে আমার একজন বিশ্বস্ত বাই রয়েছেন তার কাছে ডলার বাই সেল করে থাকি
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Azharul on February 21, 2021, 04:08:12 AM
বাংলাদেশ ডলার কোন ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই।তবে আমার জানা মতে ইথেরিয়াম বিটিসি ইউএসডি ইত্যাদি'তে এক্সচেঞ্জ করে যেকোনো একটা buy-sell গ্রুপে গিয়ে ডলার বিক্রি করা যায়।কেননা আমাদের দেশে ক্রিপ্টো লেনদেন বৈধ নয়।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Sonjoy on February 21, 2021, 06:30:42 AM
বাংলাদেশ থেকে ডলার বাই সেল করে তেমন একটা শান্তি পাচ্ছি না আমরা বাংলাদেশি ফ্রিল্যান্সাররা অনেক কষ্টের মাধ্যমে অনেক রিস্ক নিয়ে আমরা ডলার বাই সেল করে থাকি যদি কেউ মেরে দেয় তাহলে আমাদের করার কিছুই থাকে না খুব কষ্ট লাগে যারা এধরনের কাজ করে অনেক কষ্টের যুক্ত অর্থ যদি কেউ মেরে দেয় তাহলে খুব খারাপ লাগে । বাংলাদেশের যদি এমন একটি ব্যবস্থা থাকত যদি ব্যাংকের মাধ্যমে আমরা ডলার বাই সেল করতে পারতাম তাহলে আমরা অনেক লাভবান হতাম। অনেক রিস্ক নিয়ে আমরা ডলার সেল করে থাকি তাও আসল অর্থটা আমরা পাইনা অনেক অনেক কম দামে আমরা ডলার সেল করে থাকি। আমি এডমিনদের কাছেবাংলা বোর্ড এর সবাই উপকৃত হব।
 ধন্যবাদ সবাইকে।
Title: Re: বাংলাদেশে ডলার বিক্রির জন্য আপনি কি করেন?
Post by: Dark Knight on February 21, 2021, 10:09:41 AM
আমি মাত্র কয়েকদিন যাবত কাজ করা শুরু করেছি। এখনো কোন ডলার বা পেমেন্ট পাইনি। তাই এ বিষয়ে আমার কোন অভিজ্ঞতা নেই যে কিভাবে ডলার বিক্রি করে।