গত প্রায় ৪ বছর ধরে আমি বিকাশে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি তবে প্রায় ১ বছর আয় কমে যাওয়ায় শুধু বিকাশে লেনদেন করি। বর্তমানে বিটকয়েন, ইউএসডিটি চলে মনে হয় ৮৮-৮৯ করে আর ইথারিয়াম চলে ৮৬-৮৭ করে। এটা নির্ভর করে আপনি যদি সরাসারি কারো লাগলে তাকে দিলে রেট একটু বেশি হয় এছাড়া যদি রিসেলারকে দেন তখন দাম উপরোক্ত রেট হয়। এটা ভেরি করে পরিস্থিতির উপর।