Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 27, 2020, 08:42:10 PM

Title: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Nostoman on October 27, 2020, 08:42:10 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Em00n01 on October 27, 2020, 10:02:39 PM
আমি বর্তমানে CUR এবং KICK কয়েন হোল্ড করছি। আশা করছি এই দুটি কয়েন থেকে লং টার্মে ভালো কিছু পাবো। CUR এর বেশ কিছু আপকামিং
বড় নিউজ আছে। যা আমাকে আরো বেশি কিনতে উৎসাহ দিচ্ছে।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Sumaiya2 on October 28, 2020, 02:17:58 AM
আমি বর্তমানে যে যে কয়েন গুলো হল্ড করেছি তা হল CUR টোকেন এবংDIA টোকেন হল্ড করেছি। তবে জানিনা কি হবে লস হবে না লাভ হবে আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে জানাবেন।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Triedboy on October 28, 2020, 02:20:04 AM
আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রেখে দিয়েছি। যেমন: TRX,kick,HOMT যদিও এগুলোর বর্তমানে প্রাইস অনেকটাই কম কিন্তু ভবিষ্যতে এর দাম বাড়ার অনেক সম্ভাবনা আছে। যে কারণে আমি কিনে হোল করে রেখেছি দেখা যাক ভবিষ্যতে কিছু পাই কিনা এর থেকে।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Nostoman on October 28, 2020, 02:37:55 AM
আমি বর্তমানে যে যে কয়েন গুলো হল্ড করেছি তা হল CUR টোকেন এবংDIA টোকেন হল্ড করেছি। তবে জানিনা কি হবে লস হবে না লাভ হবে আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে জানাবেন।
আপনি যে দুটি কয়েন হোল্ড করেছেন। এই দুটি কয়েন এর দুর্দান্ত ভবিষ্যৎ রয়েছে। 2019 সালে cur এর বাউন্টি প্রোগ্রাম ছিল। প্রজেক্টে বাউল প্রোগ্রাম এ বাজেট কম থাকায় বাউন্টি হান্টাররা খুব একটা বেশি লাভবান হতে পারে নাই। তবে কিছু কিছু প্রজেক্ট এর পেমেন্ট দেয় না। সেগুলোর থেকে অনেক ভালো। এর দাম প্রথমে এক ডলারের কাছাকাছি ছিল। পরবর্তীতে ৪ ডলারের উপরে অবস্থান করছে। এর ভবিষ্যৎ আরো ভালো। তবে DIA এর ভবিষ্যৎ ভালো রয়েছে। এ দুটি কয়েন হোল্ড করলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। শুভকামনা আপনার জন্য।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Nostoman on October 28, 2020, 02:40:59 AM
আমি কিছু কয়েন কিনে হোল্ড করে রেখে দিয়েছি। যেমন: TRX,kick,HOMT যদিও এগুলোর বর্তমানে প্রাইস অনেকটাই কম কিন্তু ভবিষ্যতে এর দাম বাড়ার অনেক সম্ভাবনা আছে। যে কারণে আমি কিনে হোল করে রেখেছি দেখা যাক ভবিষ্যতে কিছু পাই কিনা এর থেকে।
Homt এর ডেভলপমেন্ট টিম খুব একটা একটিভ না। আমি প্রজেক্টিতে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করেছিলাম। যা পেয়েছি তা যে এমবি খরচ ওঠে নাই। ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা নাই। কোন প্রজেক্ট এর ডেভলপমেন্ট টিম যদি সক্রিয় না থাকে। সেই টোকেন কখনো মাথা চাড়া দিয়ে উপরে উঠতে পারে না। তবে ডেভলপমেন্ট টিম কি করবে সেটা জানিনা। তবে আমার মনে হয় টোকেন টির ভবিষ্যৎ ভালো না।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Nostoman on October 28, 2020, 02:51:28 AM
আমি বর্তমানে CUR এবং KICK কয়েন হোল্ড করছি। আশা করছি এই দুটি কয়েন থেকে লং টার্মে ভালো কিছু পাবো। CUR এর বেশ কিছু আপকামিং
বড় নিউজ আছে। যা আমাকে আরো বেশি কিনতে উৎসাহ দিচ্ছে।
kick নিয়ে এত জল্পনা-কল্পনা কেন হচ্ছে। তা আমি জানিনা। প্রথম অবস্থায় ভালো ছিল। বর্তমান অবস্থা তেমন ভালো না। তাই এ বিষয়ে আমার আগ্রহ বা ভাল কিছু জানিনা। Cur এই টোকেন টি আমার কয়েকজন বন্ধু পেয়েছিল।তাদের টোকেন গুলো আমি প্রজেক্ট এর কমিটি অ্যাম্বাসেডর এর কাছে সেল দিয়ে দিছিলাম। মূল্য ছিল ১ ডলার। কিন্তু তারও কিছুদিন পর এর মূল্য তিনগুণ বৃদ্ধি পেয়েছে।আমি যখন সেল দিয়ে দিয়েছিলাম তখন কোন এক্সচেঞ্জ লিস্ট ছিল না। তবে আমি এটা বলতে পারি এর ভবিষ্যৎ ভালো।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: ranaprime on October 29, 2020, 03:57:24 AM
আমি হোল্ড করেছি DEXA, TON , HMOT এই কয়েন গুলো যদিও পরিমানে খুব কম। আমার ইচ্ছা আছে এই গুলো আর কিছু বাই করা।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Psycho on October 29, 2020, 04:32:13 AM
আমি বর্তমানে কিক টোকেন হোল্ড করে রেখেছি। আমার কাছে প্রায় 90 লাখের মতো কিক টোকেন আছে। দীর্ঘমেয়াদী হোল্ড করে রেখেছি। আমি আশা করছি যে ভবিষ্যতে এখান থেকে ভালো একটা প্রফিট পাব।

সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন আমার। আর কি কি কয়েন গুলো হোল্ড করলে ভালো হবে। একটু সাজেস্ট করেন। কয়েন গুলোর নাম গুলো বলেন।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Crypto_Somrat on October 29, 2020, 04:38:13 AM
ভাইয়া আমি বর্তমানে দুটো টোকেন হোল্ড করেছি সে দুটো হল DIA টোকেন আর TRX টোকেন। জানিনা ভবিষ্যতে কি হবে লাভ হবে না কি লস হবে?
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Malam90 on October 29, 2020, 04:47:37 AM
আমি বর্তমানে  Kick, CUR, DIA, LCX কয়েন হোল্ড করতেছি কিছু তবে  Kick হোল্ড করতেছি বড় এমাউন্টের। এটা নিয়ে আমি খুবই আশাবাদি। এই প্রজেক্টের খুটিনাটি গত ৩ বছর ধরে রাখছি। বর্তমানে দাম কম আছে, কেনার চেষ্টা করতেছি আরো। এখান থেকে ৩০০-৪০০% প্রফিটের আশা করতেছি আগামী অন্তত এক বছরে। এটা আমার ব্যক্তিগত গবেষনা, কারো এটার প্রতি অনুপ্রেরণা দেওয়া বা বিনিয়োগে আগ্রহী করার জন্য নয়। বিনিয়োগের আগে অবশ্যই সেটার খুঁটিনাটি জেনে বুঝে সঠিক সময়ে বিনিয়োগ করতে হবে। কারো অন্ধ অনুকরণ নয় অন্তত বিনিয়োগের ক্ষেত্রে।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Nostoman on October 29, 2020, 06:32:27 AM
আমি হোল্ড করেছি DEXA, TON , HMOT এই কয়েন গুলো যদিও পরিমানে খুব কম। আমার ইচ্ছা আছে এই গুলো আর কিছু বাই করা।
DEXA এর দাম অনেক বৃদ্ধি পেয়েছিল। যারা পেয়েছে তখন তাদের সেল দেওয়া উচিত ছিল। তবে Homt বাই করা বোকামি।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Nostoman on October 29, 2020, 06:35:21 AM
আমি বর্তমানে  Kick, CUR, DIA, LCX কয়েন হোল্ড করতেছি কিছু তবে  Kick হোল্ড করতেছি বড় এমাউন্টের। এটা নিয়ে আমি খুবই আশাবাদি। এই প্রজেক্টের খুটিনাটি গত ৩ বছর ধরে রাখছি। বর্তমানে দাম কম আছে, কেনার চেষ্টা করতেছি আরো। এখান থেকে ৩০০-৪০০% প্রফিটের আশা করতেছি আগামী অন্তত এক বছরে। এটা আমার ব্যক্তিগত গবেষনা, কারো এটার প্রতি অনুপ্রেরণা দেওয়া বা বিনিয়োগে আগ্রহী করার জন্য নয়। বিনিয়োগের আগে অবশ্যই সেটার খুঁটিনাটি জেনে বুঝে সঠিক সময়ে বিনিয়োগ করতে হবে। কারো অন্ধ অনুকরণ নয় অন্তত বিনিয়োগের ক্ষেত্রে।
আপনি যে টোকেন গুলোর কথা বলছেন, এগুলো হোল্ড করলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। কারো যদি কিনে রাখার সামর্থ্য থাকে তাহলে কিনে রাখেন।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Nostoman on October 29, 2020, 06:38:43 AM
আমি বর্তমানে কিক টোকেন হোল্ড করে রেখেছি। আমার কাছে প্রায় 90 লাখের মতো কিক টোকেন আছে। দীর্ঘমেয়াদী হোল্ড করে রেখেছি। আমি আশা করছি যে ভবিষ্যতে এখান থেকে ভালো একটা প্রফিট পাব।

সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন আমার। আর কি কি কয়েন গুলো হোল্ড করলে ভালো হবে। একটু সাজেস্ট করেন। কয়েন গুলোর নাম গুলো বলেন।
দোয়া রইল আপনার জন্য এখান থেকে অবশ্যই ভাল কিছু পাবেন। তবে মার্কেট মনিটরিং করবেন। আশানুরূপ দাম হলে সেল দিয়ে দিবেন।

ভাইয়া আমি বর্তমানে দুটো টোকেন হোল্ড করেছি সে দুটো হল DIA টোকেন আর TRX টোকেন। জানিনা ভবিষ্যতে কি হবে লাভ হবে না কি লস হবে?
DIA এর ভবিষ্যৎ ভালো। দীর্ঘমেয়াদি ধরে রাখার পরিকল্পনা করুন। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ভালো সম্ভাবনা রয়েছে। তাই টোকেন গুলো ধরে রাখতে শিখুন।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Btceth01 on October 29, 2020, 07:17:02 AM
আমি বর্তমানে কিছু কয়েন হোল্ড করে রেখেছি। সেই কয়েন গুলো হল:
DIA ZYX AMZ ARCS HOMT এছাড়াও আরও অনেক কয়ন হোল্ড করেছি।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Blue_sea on November 01, 2020, 07:24:16 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
আমি এখানে নতুন তাই এখনো কোন কিছু হোল্ড করি নাই। তবে আগামি কিছু দিন পরে কিছু কিছু করে হোল্ড করব।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Crypto_Somrat on November 01, 2020, 07:27:33 AM
আমি বর্তমানে কিক টোকেন হোল্ড করে রেখেছি। আমার কাছে প্রায় 90 লাখের মতো কিক টোকেন আছে। দীর্ঘমেয়াদী হোল্ড করে রেখেছি। আমি আশা করছি যে ভবিষ্যতে এখান থেকে ভালো একটা প্রফিট পাব।

সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন আমার। আর কি কি কয়েন গুলো হোল্ড করলে ভালো হবে। একটু সাজেস্ট করেন। কয়েন গুলোর নাম গুলো বলেন।
জ্বী ভাইয়া আমি বলব আপনি অনেক ভালো একটা কয়েন হোল্ড করে রেখেছেন। আশা করি ভবিষ্যতে অনেক ভাল প্রফিট পাবেন। তবে মার্কেটের প্রতি একটু নজর রাখবেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Jaya60 on November 01, 2020, 08:10:45 AM
আমি কিছু কয়েন কিনে ভুল করে রাখতে চাই। তাই সিনিয়র ভাইরা একটু বলবেন কোন কোন গুলি কিনে হোল্ড করলে সব থেকে বেশি প্রফিট পাওয়া যায় অল্প দিনেই। দয়া করে একটু বলবেন
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: mahid on November 01, 2020, 07:47:20 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
আমি বিটকয়েন,টন,ইথিরিয়াম এবং ডায়া কয়েন হোল্ড করেছি। এই কয়েন গুলোর অবশ্যই দাম বাড়বে। 
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: sky20 on November 02, 2020, 03:45:49 AM
আমি বর্তমানে কিছু কয়েন হোল্ড করে রেখেছি। সেই কয়েন গুলো হল:
DIA ZYX AMZ ARCS HOMT এছাড়াও আরও অনেক কয়ন হোল্ড করেছি।
আপনার হোল্ড করা কয়েনগুলো প্রত্যেকটি বাজারে ভাল দাম এখনো আছে তবে। একটি কয়েন এখন তেমন কোন সারা ফেলতে পারে নি। সেই কয়েন টি হল হোমট। এটির ট্রেডিং প্রাইস নেই। তবে ভবিষ্যতে এটি ভাল অবস্থানের যাওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Hasan986 on November 04, 2020, 09:34:45 PM
Eth, Btc, Ltc, MKR আমি অল্প অল্প করে লংটার্মের জন্য হোল্ড করছি। এর মধ্যে আরো একটি আছে লং টার্মের জন্য। তা হলো Kick. আমি আশাবাদী সামনের ৩-৪ বছরের মধ্যে এটি আমাকে ৮-১০x প্রফিট দিবে। শর্ট টার্মের জন্য বর্তমানে Curio, Bnb হোল্ড করেছি।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Hasan986 on November 04, 2020, 09:38:00 PM
আমি কিছু কয়েন কিনে ভুল করে রাখতে চাই। তাই সিনিয়র ভাইরা একটু বলবেন কোন কোন গুলি কিনে হোল্ড করলে সব থেকে বেশি প্রফিট পাওয়া যায় অল্প দিনেই। দয়া করে একটু বলবেন
MKR হলো জেম। আপনি চাইলে লং টার্মের জন্য এটি হোল্ড করতে পারেন। এছাড়াও BNB, LTC, Trx, হোল্ড করতে পারেন।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Malam90 on November 05, 2020, 02:11:07 AM
Eth, Btc, Ltc, MKR আমি অল্প অল্প করে লংটার্মের জন্য হোল্ড করছি। এর মধ্যে আরো একটি আছে লং টার্মের জন্য। তা হলো Kick. আমি আশাবাদী সামনের ৩-৪ বছরের মধ্যে এটি আমাকে ৮-১০x প্রফিট দিবে। শর্ট টার্মের জন্য বর্তমানে Curio, Bnb হোল্ড করেছি।

বিটিসি, ইথারিয়াম, লাইটকয়েন, এমকেআর, কুরিও কার, বিএনবি এবং কিক আমার পছন্দের শীর্ষে আছে ২০২০-২০২১ এর জন্য। এগুলোতে প্রফিট হবে আশা করা যায়। তবে CUR, MKR, Kick প্রজেক্টের সাথে লেগে থাকতে পারলে প্রফিট পাবেন কয়েকগুন। তবে সবকিছু নির্ভর করছে মার্কেট পরিস্থির দিকে।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Altcoin1998$ on November 05, 2020, 02:43:47 AM
আমি বর্তমানে যে যে কয়েন গুলো হল্ড করেছি তা হল CUR টোকেন এবংDIA টোকেন হল্ড করেছি। তবে জানিনা কি হবে লস হবে না লাভ হবে আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে জানাবেন।
CUR এই টোকেন কিছুদিন আগে অনেক বেশি পাম্প করেছিল তখন আপনি সেল না দিয়ে হোল্ড করা য় বহুৎ বড় ভুল করেছেন। এই কয়েনটি ভবিষ্যতে আর পাম্প করবে কিনা বলা মুশকিল।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: JISAN on November 05, 2020, 09:57:19 AM
আমি ETH এবং DIA হোল্ড করতেছি। DIA কিছুটা ডাম্প এ আছে দেখি কি হয়। কিন্তু ETH আজকে ৬% পাম্প করেছে আশা করি ভালো মানের প্রফিট পাবো
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Crypto_Somrat on November 05, 2020, 12:11:57 PM
আমি বর্তমানে যে যে কয়েন গুলো হল্ড করেছি তা হল CUR টোকেন এবংDIA টোকেন হল্ড করেছি। তবে জানিনা কি হবে লস হবে না লাভ হবে আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে জানাবেন।
ভাইয়া আমি মনে করি আপনি অনেক ভালো মানের একটা টোকেন হোল্ড করেছেন। DIA টোকেন। এটা ধীরে ধীরে পাম্প করা শুরু করেছে। এর ব্যবহার দিন দিন বাড়ছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে দামটা বাড়বে। আপনি দীর্ঘমেয়াদি হোল্ড করে রাখুন আশা করি ভাল প্রফিট পাবেন ইনশাআল্লাহ।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Zero0 on November 05, 2020, 12:53:00 PM
আমি বর্তমানে কিছু কয়েন হোল্ড করে রেখেছি। সেই কয়েন গুলো হল:
DIA ZYX AMZ ARCS HOMT এছাড়াও আরও অনেক কয়ন হোল্ড করেছি।
ভাই আপনি অনেক ভালো ভালো টোকেন হোল্ড করেছেন একটু কষ্ট করে দীর্ঘমেয়াদী হোল্ড করুন আশা করি ভাল প্রফিট পাবেন কারণ ক্রিপ্টো মার্কেট এখন অনেক উন্নতির দিকে।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: JISAN on November 05, 2020, 02:39:40 PM
আমি বর্তমানে যে যে কয়েন গুলো হল্ড করেছি তা হল CUR টোকেন এবংDIA টোকেন হল্ড করেছি। তবে জানিনা কি হবে লস হবে না লাভ হবে আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে জানাবেন।
ভাইয়া আমি মনে করি আপনি অনেক ভালো মানের একটা টোকেন হোল্ড করেছেন। DIA টোকেন। এটা ধীরে ধীরে পাম্প করা শুরু করেছে। এর ব্যবহার দিন দিন বাড়ছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে দামটা বাড়বে। আপনি দীর্ঘমেয়াদি হোল্ড করে রাখুন আশা করি ভাল প্রফিট পাবেন ইনশাআল্লাহ।
DIA সর্বপ্রথম Defi প্রজেক্ট আর এটা সাকসেস হইছে + বিনান্সে লিস্ট হইছে তাই আমি মনে করি এটি ভালো দাম হবে। আর এর কারনে আমিও DIA হোল্ড করতেছি  আমি ৬০০ DIA কিনেছি
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Najir2017 on November 10, 2020, 02:54:44 AM
ভাই আমি প্রায় ৩০ রকমের কয়েন হোল্ড করেছি, কিন্তু একটাই তেমন ভান মানের না,  তাও আমি করেছি, আর সে গুলো হলো- DRg. PKT, ChP, Hqt, Cnb, mtc, opct, fxt, pundix,  rf, amon, dws, সহ আরো অনেক গুলো কয়েন। তবে যদি আপনাকে সাজেশন এর কথা দিতে বলেন তাহলে বলবো, হয়তো BNB, না হয় Kucoin share কিনেন। ধন্যবাদ ভাই
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: babu10 on November 10, 2020, 04:31:36 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।


আসলে এই বাজারের কথা বলা খুবই মুশকিল। অতীতে অনেক ভালো ভালো কয়েন দেখেছি যাদের টিম কম্পিনেশানও অনেক ভালো ছিলো কিন্তু শেষে কিছুই হয়নি উল্টো বাজার থেকে উধাও হয়ে গেছিলো। হ্যাঁ বর্তমানে কুর, কিক, বিএনবি, ডায়া টোকেনগুলো ভালো তবে সবার চেয়ে ভালো বিটকয়েন ;D ;D তাই আমি হোল্ড করলে এটার উপরই বেশী জোর দিব।

ধন্যবাদ
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Pitter on November 12, 2020, 05:16:00 AM
আমি ট্রেডিং এখনও শুরু করি নাই। তবে আগামিতে স্ট্রাট করব। আমি বেশ কিছু কয়েন সিলেক্ট করে রেখেছি। এই কয়েনগুলো অবশ্যই হল্ড করে রাখব। এই কয়েন গুলোর মধ্যে বিটিসিি, ইথার, ডায়া কয়েন এগুলো সবচেয়ে ভাল আমি মনে করি।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Malam90 on November 12, 2020, 06:02:16 AM
আমি ট্রেডিং এখনও শুরু করি নাই। তবে আগামিতে স্ট্রাট করব। আমি বেশ কিছু কয়েন সিলেক্ট করে রেখেছি। এই কয়েনগুলো অবশ্যই হল্ড করে রাখব। এই কয়েন গুলোর মধ্যে বিটিসিি, ইথার, ডায়া কয়েন এগুলো সবচেয়ে ভাল আমি মনে করি।

বিটিসি ইথার সব সময়ের জন্য ভালো এবং বেস্ট দুটি ইনভেস্টমেন্ট অপশন। শুধু যদি আপনি এই দুটিতে টাইম বুঝে একটা থেকে আরেকটাতে বিনিয়োগ কনভার্ট করতে পারেন তাহলে আর অন্যান্য কয়েনে বিনিয়োগ করা লাগেনা। বছরে কয়েকবার এটা করতে পারবেন।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Rafiq on November 12, 2020, 05:07:03 PM
আমি ট্রেডিং এখনও শুরু করি নাই। তবে আগামিতে স্ট্রাট করব। আমি বেশ কিছু কয়েন সিলেক্ট করে রেখেছি। এই কয়েনগুলো অবশ্যই হল্ড করে রাখব। এই কয়েন গুলোর মধ্যে বিটিসিি, ইথার, ডায়া কয়েন এগুলো সবচেয়ে ভাল আমি মনে করি।
ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে ঝুকি বেশী লাভও বেশী। এর মধ্যে ঝুকি বিবেচনায় নতুনদের জন্য বিটকয়েন ও ইথারিয়ামে বিনিয়োগ করা উত্তম। এছাড়াও আপনি BNB, LTC, TRX, CUR, MKR, Kick, Hy হোল্ড করতে পারেন।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: sky20 on November 12, 2020, 06:33:59 PM
আমি বেশ কিছু কয়েন হোল্ড করে রেখে দিয়েছি যা দীর্ঘদিন রাখার পরিকল্পনায় মধ্যে আছে। এদর মধ্যে আছে বিটকয়েন, ইথিরিয়াম এবং টি আর এক্স এই তিন টি কয়েন আমি হোল্ড করে রেখেছি।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Blue_sea on November 12, 2020, 07:45:08 PM
আমি কয়েক টি কয়েন হোল্ড করেছি। তাদের মধ্যে বিটকয়েন , ডায়া , টোন এবং ইথিরিয়াম এই চারটি কযেন রেখেছি। আশা করছি যে আমার এক্সপেকটশন অনুযায়ী হলে সেল করব।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Papusha20 on November 13, 2020, 11:19:20 AM
আমি বর্তমানে CUR এবং KICK কয়েন হোল্ড করছি। আশা করছি এই দুটি কয়েন থেকে লং টার্মে ভালো কিছু পাবো। CUR এর বেশ কিছু আপকামিং
বড় নিউজ আছে। যা আমাকে আরো বেশি কিনতে উৎসাহ দিচ্ছে।

হ্যাঁ ভাই আপনার পোষ্টের সাথে আমি একমত Cur টোকন আমার ছিল কিন্তু আমি বিক্রি করিনি কিছুদিন আগে 4 ডলার করে হয়েছিল কিন্তু আমি সুযোগটা হাতছাড়া করেছি। ভবিষ্যতে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Malam90 on November 13, 2020, 12:05:21 PM
আমি বর্তমানে CUR এবং KICK কয়েন হোল্ড করছি। আশা করছি এই দুটি কয়েন থেকে লং টার্মে ভালো কিছু পাবো। CUR এর বেশ কিছু আপকামিং
বড় নিউজ আছে। যা আমাকে আরো বেশি কিনতে উৎসাহ দিচ্ছে।

হ্যাঁ ভাই আপনার পোষ্টের সাথে আমি একমত Cur টোকন আমার ছিল কিন্তু আমি বিক্রি করিনি কিছুদিন আগে 4 ডলার করে হয়েছিল কিন্তু আমি সুযোগটা হাতছাড়া করেছি। ভবিষ্যতে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

আমি অবশ্য সেল করে দিয়েছিলাম পাম্প হওয়ার আগেই। কারণ আমার সে সময় একটা ডিভাইস কেনার দরকার ছিলো। আরেকটা কথা ট্রেড করতে হলে সঠিক সময় সিদ্ধান্ত নিতে না পারলে পরে আফসোস করতে হয়। যারা বুদ্ধিমান ট্রেডার তারা পাম্পেই ঠিক সেল করে আবার কমে কিনেছে। তবে সামনে ডিসেম্বর বা জানুয়ারীতে বড় পাম্প দেওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Power420 on November 13, 2020, 12:22:34 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।

আমি কিছু ডলার কিনে হল্ড করেছি এবং অল্প কিছু পরিমাণ ডলার বৃদ্ধি পেয়েছে এখন আমি কি ডলার বিক্রি করতে পারব না আরো দাম বাড়বে প্লিজ আমাকে জানাবেন।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: SALMA000 on November 13, 2020, 01:40:26 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
এখুন বিনিয়োগ এর মাধ্যমে সবাই খুব লাভবান হতে পারে।  আর আপনার পোস্ট দেখে বুঝলাম জে কোন কোন কয়েন ভাল এ কয়েন গুলোর মান সম্পর্কে বুঝালাম ধন্যবাদ আপনাকে     
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Kangaro45 on November 13, 2020, 01:51:21 PM
আমি bitcointalk ফোরামে বাউন্টি করে DIA এবং youcash ক্যাম্পেইন থেকে বেশকিছু টোকেন পেয়েছিলাম সেগুলো হোল্ড করেছি। দেখি কোন প্রফিট পাইকিনা।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: babu10 on November 13, 2020, 02:27:40 PM
আমি ট্রেডিং এখনও শুরু করি নাই। তবে আগামিতে স্ট্রাট করব। আমি বেশ কিছু কয়েন সিলেক্ট করে রেখেছি। এই কয়েনগুলো অবশ্যই হল্ড করে রাখব। এই কয়েন গুলোর মধ্যে বিটিসিি, ইথার, ডায়া কয়েন এগুলো সবচেয়ে ভাল আমি মনে করি।

আসলে ট্রেড আর হোল্ডতো এক না । হ্যাঁ আপনি ভালো কয়েন হোল্ড করতেছেন সেই সাথে আপনি কিক, কুর, বিনবি টোকেনও হোল্ড করতে পারেন কারন তারা অনেক ভালো কয়েন এবং সামনে তাদের অনেক ভালো মার্কেট আশা করা যায়।

ধন্যবাদ।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Malam90 on November 13, 2020, 02:31:01 PM
আমি bitcointalk ফোরামে বাউন্টি করে DIA এবং youcash ক্যাম্পেইন থেকে বেশকিছু টোকেন পেয়েছিলাম সেগুলো হোল্ড করেছি। দেখি কোন প্রফিট পাইকিনা।

DIA, YOUC দুটিই হোল্ড করতে পারেন চাইলে DIA সেল করতে পারেন তবে YOUC এখন সেল করা মোটেও ভালো কাজ হবেনা। যেদিন পেমেন্ট দিয়েছে এর মধ্যে প্রায় ৩০০% এর বেশি পাম্প হয়েছে। আর তাদের টোকেন ফেস ভেল্যুই হচ্ছে ০.১০ ডলার। অন্তত ০.০৩ না হলে সেল না দেওয়া ভালো। হোল্ড করলে দাম বাড়বে তখন সেল দিবেন।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Lutera94 on November 13, 2020, 02:58:31 PM
আমি এখন DEGO হোল্ড করেছি, আশা করি এখান থেকে 2x to 10x যাবে। নতুন এসেই ক্রিপ্টো মার্কেট বাজিমাত করে দিয়েছে ডেগু।ইহা একই সাথে NFT+DEFI+MINING+Firming etc. বলা চলে একের ভিতর সব।তাই এটার পটেনশিয়াল অনেক। Cz binance কিছু দিন আগে ডেগুর টুইট রিটুইট করেছে তাই বুঝাই যায় ডেগু তাদের নজরে আছে। তাই এটা নিয়ে আমি অনেক আশাবাদী। ধন্যবাদ
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Nostoman on November 13, 2020, 03:02:11 PM
আমি bitcointalk ফোরামে বাউন্টি করে DIA এবং youcash ক্যাম্পেইন থেকে বেশকিছু টোকেন পেয়েছিলাম সেগুলো হোল্ড করেছি। দেখি কোন প্রফিট পাইকিনা।

DIA, YOUC দুটিই হোল্ড করতে পারেন চাইলে DIA সেল করতে পারেন তবে YOUC এখন সেল করা মোটেও ভালো কাজ হবেনা। যেদিন পেমেন্ট দিয়েছে এর মধ্যে প্রায় ৩০০% এর বেশি পাম্প হয়েছে। আর তাদের টোকেন ফেস ভেল্যুই হচ্ছে ০.১০ ডলার। অন্তত ০.০৩ না হলে সেল না দেওয়া ভালো। হোল্ড করলে দাম বাড়বে তখন সেল দিবেন।
DIA ও YOuC দুটোই সেল করা ভালো হবে বলে আমি মনে করি। YOUc টোকেনটির টোটাল সাপ্লাই অনেক বেশি। তাই আমি মনে করি, এ কয়েন আরো নিচের দিকে নামতে পারে। ভবিষ্যতে যদি swap করা হয় তাহলে অবস্থা আরো খারাপ হবে। তাই যারা বাউন্টি করে অনেক বেশি টোকেন পেয়েছেন তারা বিক্রি করে দেন।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Apower$ on November 13, 2020, 04:18:29 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।

আপনি একদম ঠিক বলেছেন ব্রো বর্তমানে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। এখন ক্রিপ্টো কারেন্সি তে Link, TRX এই দুটি কয়েন ছাড়াও CUR, KICK এই দুটো কয়েন বাজারে অনেক ভালো চলছে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Pitter on November 16, 2020, 04:41:58 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
আমি কয়েকটি কয়েন হোল্ড করেছি এগুলো হল বিটকয়েন, ইথেরিয়াম, টি আর এক্স, লাইট কয়েন এবং ডায়া কয়েন।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: sky20 on November 16, 2020, 04:54:51 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
আমি বিটকয়েন ছাড়াও বেশ কিছু অল্টকয়েন হোল্ড করেছি। আমি আশা করি এগুলো ভবিষ্যতে প্রফিট দিতেও পারে। সেই কয়েন গুলো হল কিংসোয়প, ডেক্সা , ইউক্যাশ সহ আরও বেশ কিছু। জানি না কত টুকু এদের মাধ্যমে পেতে পারি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Pitter on November 17, 2020, 04:37:20 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
আমি সামান্য বিটকযেন এবং কয়েকটি ইথার ক্রয় করেছি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Primo1760 on November 17, 2020, 04:42:50 AM
আমি বিটকয়েন আর TRX টোকেন হোল্ড করেছি। বিটকয়েন যদি এখনও বিক্রি করে তাহলে ভালো লাভ হবে কিন্তু আমি আরো দেখবো এর দাম বাড়ে কিনা।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Crypto_Somrat on November 17, 2020, 08:29:32 AM
আমি বর্তমানে যে যে কয়েন গুলো হল্ড করেছি তা হল CUR টোকেন এবংDIA টোকেন হল্ড করেছি। তবে জানিনা কি হবে লস হবে না লাভ হবে আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে জানাবেন।
আপনি অনেক ভাল টোকেন হোল্ড করেছেন। এই-টোকেন দুটির ভবিষ্যৎ অনেক ভাল হবে বলে ধারণা করা যাচ্ছে। আপনি একটু কষ্ট করে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদি হোল্ড করে রাখুন আশা করি ভাল প্রফিট পাবেন ইনশাআল্লাহ।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Markuri33 on November 17, 2020, 09:05:01 AM
আমি এই ফোরামে এসেছি অল্প কিছুদিন হয়েছে। কোন কয়েনের সম্পর্কে আমার বেশি ধারণা নেই তাই যদি সিনার ভাইয়েরা একটু আমাকে বুঝিয়ে বলতেন যে কোন কয়েন গুলি কি না করলে অল্প দিনে সেটা থেকে ভাল প্রফিট পাওয়া যাবে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Triedboy on November 25, 2020, 03:37:43 AM
আমি এ পর্যন্ত এরকম কোন ভালো প্রেমেন্ট পায়নি যে সেখান থেকে কোন কোন কয়েন হোল্ড করব। আমার এরকম কোন সামর্থ্য নেই যে কিনে হোল্ড করব।আমার ভবিষ্যতের ইচ্ছা আছে যে আমি বিটকয়েন অথবা ইথিরিয়াম এই দুইটার মধ্যে যেকোন একটা কিনে হোল্ড করব।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Magepai on December 10, 2020, 08:23:29 AM
আমি আমার জীবনের প্রথম একটা কয়েন হোল্ড করেছি। সেটা হচ্ছে ‌ Kick আমার কাছে এই কয়েনগুলি অনেক আছে। তাই আমি হোল্ড করে রেখে দিয়েছি। এই ফোরামে যারা সিনিয়র ভাই রয়েছে তাদের মতামত জানতে চাই এই কয়েনটি হোল্ড করায় কি আমি লাভবান হতে পারব??
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Mrkadir85 on December 10, 2020, 10:17:14 AM
আমি ইথেরিয়াম এবং লাইট কয়েন হল্ড করেছি। মার্কেটের অবস্থা অনেকটাই ভালো মনে হচ্ছে। তবে কয়েন গুলোর দাম কিছুটা কমেছে ।আশা করছি ইথেরিয়াম এবং লাইটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে ।এবং এর থেকে ভাল প্রফিট পাওয়ার আশায় আছি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Salauddin on December 10, 2020, 10:23:47 AM
আমার কাছে মনে হয় এ্যাক্টিভ থাকলে বিটকুয়েন আর ইথারিয়াম হোল্ড করলেই অনেক প্রফিট পাওয়া যাবে জেটা আমরা অনেক সময় কঠিন মনে করে থাকি তাছারা ইথারিয়াম এর সাথে বিট কয়েন এক্সচেঞ্জ আর ইএসডিটী এর সাথে কনভার্ট করতে পারেলে দিন শেষে  ভালো একটা প্রোফিট করা সমভাব।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Token@ on December 10, 2020, 10:27:17 AM
বর্তমানে আমি ইথেরিয়াম বিটকয়েন এবং লাইট কয়েন হোল্ড করে রেখেছি। আমি মনে করছি আগামী কিছুদিন হোল্ড করে রাখলে ভালো রকমের একটি প্রফিট পাওয়া যাবে। বর্তমানে ইথেরিয়াম এবং বিটকয়েন ভালো রকমের একটি অবস্থায় অবস্থান করেছে। সামনে এগুলোর দাম বাড়বে বলে আশা করা যায়।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Salauddin on December 10, 2020, 10:32:07 AM
বর্তমানে আমি ইথেরিয়াম বিটকয়েন এবং লাইট কয়েন হোল্ড করে রেখেছি। আমি মনে করছি আগামী কিছুদিন হোল্ড করে রাখলে ভালো রকমের একটি প্রফিট পাওয়া যাবে। বর্তমানে ইথেরিয়াম এবং বিটকয়েন ভালো রকমের একটি অবস্থায় অবস্থান করেছে। সামনে এগুলোর দাম বাড়বে বলে আশা করা যায়।

সামনে দাম কোথায় জেয়ে ঠেকবে এতা বোঝা কঠিন কারন অনেক গুলো ট্রেন্ড সামনে আসতে চলেছে আর প্রতিটা ট্রেন্ড ব্বোঝাও অনেক কঠিন এই জন্যেই যে ট্রেন্ড গুলো আলাদা আলাদা হয়ে থাকে। তাই এটা পরিমাপ করাও অনেক কঠিন যে আসলেও দাম কতোটা বারবে আর কতোটা কম্বে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: ranaprime on December 10, 2020, 01:25:43 PM
আমি কিছু পুরানো এবং নতুন কয়েন কিনে হোল্ড করেছি। আমি মনে করি শুধু পুরাতন কয়েনই যে ভাল হবে তা নয় এর সাথে কিছু নতুন কয়েনও ভাল জায়গা করে নিয়েছে ক্রিপ্টোদুনিয়াতে। আমি যে সব কয়েন হোল্ড করেছি তাদের মধ্যে হল কিছু লাইটকয়েন, এক্স আর পি, ইথিরিয়াম এবং ইউক্যাস এবং ডায়া কয়েন।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Salauddin on December 10, 2020, 02:18:09 PM
আমি কিছু পুরানো এবং নতুন কয়েন কিনে হোল্ড করেছি। আমি মনে করি শুধু পুরাতন কয়েনই যে ভাল হবে তা নয় এর সাথে কিছু নতুন কয়েনও ভাল জায়গা করে নিয়েছে ক্রিপ্টোদুনিয়াতে। আমি যে সব কয়েন হোল্ড করেছি তাদের মধ্যে হল কিছু লাইটকয়েন, এক্স আর পি, ইথিরিয়াম এবং ইউক্যাস এবং ডায়া কয়েন।
\

ভাই আমি মনে করি যে হোল্ড করার জন্যে আমাদেরকে বিবেচনা করা উচিত আমরা কেনো হোল্ড করবো এভাবে যদি প্রতিটা টোকেন বা কয়েন আমরা চেসটা করি তাহলে সেই টোকেন বা কয়েন এর প্রতি আমাদের একটা ধারনা থাকবে এবং তা আমরা অনেক সহজ ভাবে ম্যানেজ করতে পারবো যে আসলে আমাদের কোথায় ইনভেস্টমেন্ট করা উচ্চিত।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Casual on December 10, 2020, 02:46:20 PM
আমি পর্যন্ত কোন কয়েন হোল্ড করতে পারিনি। তবে আমার আশা আছে আমি কিছু কিছু টোকেন হোল্ড করে রাখবো। এখান থেকে যে টোকেন পাব কাজের বিনিময় সেই টোকন গুলি অল্প অল্প করে রেখে দেব।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: sky20 on December 10, 2020, 05:43:27 PM
আমি বেশ কিছু ইথিরিয়াম এবং কয়েকটি লাইট কয়েন হোল্ড করেছি। আমার ধারনা আমি এখান থেকে ভাল একিট প্রফিট তৈরী করে নিতে পারব। তবে আমি সেগুলো বেশ কিছুদিন হোল্ড করে রাখব ভেবেছি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Blue_sea on December 10, 2020, 06:55:25 PM
বিনিয়োগের ক্ষেত্রে হোল্ডিং একটি গুরুত্বপুর্ণ অবদান রাখতে পারে। কেন না হোল্ড করতে তেমন কোন চিন্তাভাবনার প্রেয়োজন পড়ে না। মন চাইলে আপনি হোল্ড করতে পারেন। এখানে ‍দীর্ঘদিন রেখে দিলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি ডেস এবং ইথিরিয়াম এই দুটি কয়েন হোল্ড করেছি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Princeraju on December 10, 2020, 08:24:33 PM
আমি বর্তমানে কোন কয়েন হোল্ড করিনি। বর্তমানে বেশিরভাগ কয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। 2021 সালে বাজারের অবস্থা আরো ভালো হবে। তবে বিনিয়োগের জন্য আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। তাই আমি কোন কয়েন হোল্ড করিনি। তবে ভবিষ্যতে হোল্ড করব।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Jaya60 on December 16, 2020, 01:37:49 AM
আমি বেশ কিছু কয়েন কিনে হোল্ড করে রেখেছিলাম সেগুলো এখন প্রাইস কিছুটা বৃদ্ধি পেয়েছে কিন্তু আমি তাসেল দিচ্ছি না কারণ হয়তো ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে। যেহেতু মার্কেট এর পজিশন অনেক ভালো আমি কয়েনগুলি যে হোল্ড করেছি বেশি দিনও কিন্তু হয়নি তার পরেও দেখেছি অনেকটাই লাভ হয়েছে। অবশ্যই আমি রেখে দেবো সেগুলো ভবিষ্যতে যেন কাজে লাগে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Clearman on December 16, 2020, 01:56:23 AM
KUR টোকন আমি হোল্ড করেছিলাম। কিছুদিন আগে KUR টোকেন 4 ডলার করে হয়েছিল কিন্তু আমি বিক্রি করিনি। তখন বিক্রি না করায় আমি অনেক ভুল করেছি এখন বর্তমান 1 ডলার করে দাম রয়েছে। সবচেয়ে বড় ভুল করেছি টোকেন হোল্ড করে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Sasa on December 16, 2020, 03:23:28 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
আচ্ছা ভাই আমি নতুন একজন ক্রিপ্টো কারেন্সি ইউজার হওয়ায় এ সম্পর্কে ভালো জানি না যে কোন টোকেনটি আপনি হোল্ড করলে বেশি লাভবান হতে পারবেন সেজন্য আমি আপনাকে কোনরকম এ বিষয়ে সাহায্য করতে পারলাম না যদি আপনি এ বিষয়ে আরো বেশি জানেন তাহলে অবশ্যই বিস্তারিত আলোচনা করবেন যেটা থেকে আমার মত যারা নতুন ইউজার রয়েছে তারা অনেক উপকৃত হবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পর্কে তাদের ধারণা হবে এবং তারা বিনিয়োগ করতে আগ্রহী হবে
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Cristiano on December 16, 2020, 05:32:32 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করার জন্য অনেকগুলো কয়েন রয়েছে।বিনিয়োগ করলে অনেক লাভবান হওয়া যায় তবে সেটা ভালো করে দেখে কয়েনের উজ্জ্বল ভবিষ্যৎ কয়েন এর গতি দেখে বিনিয়োগ করতে হবে।যেমন আমি কিছু টকিং বিনিয়োগ করে রেখেছি সেটা হল বিট কয়েন ইথারিয়াম বিটকয়েন লাইট কয়েন বিএনবি টিয়ারেক্স ইত্যাদি। এইসব টকিং গুলো আমি ইতোমধ্যে হোল্ড করে রেখেছি। এগুলো আমি দীর্ঘমেয়াদি হোল্ড করে রেখেছি। যখন এগুলোর দাম অনেক হাই পর্যায়ে চলে যাবে তখন আমি এগুলো বিক্রি করে দিব বিক্রি করে দিয়ে ভালো রকমের প্রফিট নিব।
Title: Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
Post by: Bad leyar on December 16, 2020, 05:51:32 AM
আমি বর্তমানে  Kick, CUR, DIA, LCX কয়েন হোল্ড করতেছি কিছু তবে  Kick হোল্ড করতেছি বড় এমাউন্টের। এটা নিয়ে আমি খুবই আশাবাদি। এই প্রজেক্টের খুটিনাটি গত ৩ বছর ধরে রাখছি। বর্তমানে দাম কম আছে, কেনার চেষ্টা করতেছি আরো। এখান থেকে ৩০০-৪০০% প্রফিটের আশা করতেছি আগামী অন্তত এক বছরে। এটা আমার ব্যক্তিগত গবেষনা, কারো এটার প্রতি অনুপ্রেরণা দেওয়া বা বিনিয়োগে আগ্রহী করার জন্য নয়। বিনিয়োগের আগে অবশ্যই সেটার খুঁটিনাটি জেনে বুঝে সঠিক সময়ে বিনিয়োগ করতে হবে। কারো অন্ধ অনুকরণ নয় অন্তত বিনিয়োগের ক্ষেত্রে।
হা ভাই আপনি ঠিক কথা বলেছেন আপনার কথার সাথে আমি একমত আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Rony on December 16, 2020, 06:09:56 AM
অল্প কিছুদিন ধরে আমি এখানে যুক্ত হয়েছি তাই কয়েনের মার্কেট সম্পর্কে আমার তেমন বেশি জ্ঞান নেই ।সেজন্য কয়েন হোল্ড এ সম্পর্কে কোন ধারণা নেই। কখন কয়েনের দাম কেমন হবে এই অভিজ্ঞতা না থাকার কারণে আমি কোন কয়েন হোল্ড করিনি। কয়েলের মার্কেট সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করলেই তখন কয়েন হোল্ড করব।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Tamsialu$$ on December 17, 2020, 01:00:33 AM
আমি এ পর্যন্ত কোন কয়েন হোল্ড করিনি। অল্প বাজেটের মধ্যে এমন কোন টোকেন আছে যেগুলোর মধ্যে কিনে হোল্ড করে রাখতে পারব যা ভবিষ্যতে অনেক উপকারে আসবে। এরকম যদি কারো জানা থাকে তাহলে দয়া করে বলবেন তাহলে অনেক খুশি হব।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Expert on December 17, 2020, 01:10:22 AM
আমি এই মুহূর্তে কোন কয়েন হোল্ড করিনি। তবে ভবিষ্যতে কয়েন কিনে হোল্ড করার পরিকল্পনা আছে। আমি বিটকয়েন, ইথেরিয়াম হোল্ড করতে চাই
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Cz Rock on December 17, 2020, 03:24:10 AM
আমি এই ফোরামের নতুন সদস্য হওয়ার কারণে সঠিকভাবে সঠিক মন্তব্য দিতে সমস্যা হয়। এর জন্য কোন ভুল মন্তব্য দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি কোন কয়েন হোল্ড করিনি। মার্কেট সম্পর্কে আমার সঠিক জ্ঞান অর্জন করতে পারিনি বলে। আপনি যদি কোন হোল্ড করতে চান আমি বলব বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি হোল্ড করতে পারেন।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Bad leyar on December 17, 2020, 03:26:43 AM
আপনি সুন্দর একটি পোস্ট করেছেন ভাই আসলে TRX টোকেন টির ভবিষ্যৎ অনেকটা ভাল আশা করা যায় আমি মনে করি টিয়ারেক্স টোকেন যদি হোল্ড করে রাখা যায় তাহলে ভবিষ্যতে আমরা ভালো কিছু আশা করতে পারি এবং আমরা লাভজনক কিছু করতে পারবো যদি হোল্ড করে রাখতে পারি। এত সুন্দর পোস্ট করার জন্য মডারেটর ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Damrai5$ on December 17, 2020, 07:34:26 AM
আমি ক্রিপ্টোকারেন্সি তে যখন ঢুকি তখন এয়ার্ড্রপ করে অনেকগুলি টোকেন পাই সে সময়টাতেও প্রাইস মোটামুটি ভালই ছিল কিন্তু তারপরেও বেশি আশা সেগুলো বিক্রি করিনি।এখন দেখি সেই টোকেন গুলির দাম অনেক কমে গেছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হচ্ছে দেখে আমার অনেক খুশি হচ্ছে। যদি সে টোকেন গুলোর দাম বৃদ্ধি পায় তাহলে সেখান থেকে আমি ভাল প্রফিট পেতাম।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Tubelight on March 25, 2021, 10:39:15 AM
বর্তমানে আমি কিছু পরিমাণ বিএন বি কিনে হোল্ড করে রেখেছি। আশা করছি ভবিষ্যতে ভালো রকমের প্রফিট পাবো।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: kulkhan on March 25, 2021, 04:44:19 PM
আমি কয়েকি কয়েন হোল্ড করেছি। যেমন , Doge, Amepay,  trx এবং PolkaDot. আমি মনেকরি এই কারন্সি গুলো ভালো। এগুলো যদি আমি লং টাইম হোল্ড করতে পারি তাহলে বড় ধরনের প্রফিট করতে পারব ইনশাআল্লাহ। মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে এই সময় আরো কিছু Doge কিনব বলে আশাকরছি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: HeartBit143 on March 31, 2021, 06:32:46 AM
আমি ক্রিপ্টোকারেন্সিতে নতুন।  এখনো কোন প্রকার কয়েন হোল্ড করিনি।  কিন্তু যখন ক্রিপ্টো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসবে তখন হোল্ড করার চিন্তা ভাবনা আছে।                   
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Tepona on March 31, 2021, 06:44:44 AM
কোন কয়েন হোল্ড করে নি। যেকোনো টোকেন বা সাথে সাথেই বিক্রি করে দেই। কারণ আমি সবসময় নগদে বিশ্বাস করি। তবে আমার আশেপাশে যত ইউজার আছে তারা BNB হোল্ড করে লাভবান হয়েছে। তাই ভবিষ্যতে বিএনবি হোল্ড করার পরিকল্পনা আছে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Angel jara on March 31, 2021, 07:00:15 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নতুন হওয়ার কারণে এখন পর্যন্ত কোনো কমেন্টস করিনি।কিন্তু সময় যাওয়ার সাথে সাথে কয়েন সম্পর্কে অনেকটাই জ্ঞান অর্জন করতে পেরেছি তাই খুব তাড়াতাড়ি কয়েন হোল্ড করব। এবং কোন সমস্যা হলে আমি সর্বদা সিনিয়র ভাইয়াদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Dark Knight on March 31, 2021, 12:50:44 PM
আমি এখনো পর্যন্ত কোন কয়েন হোল্ড করতে পারিনি। তবে আশাবাদী আছি ভবিষ্যতে হোল্ড করতে পারব। বর্তমানে জারা হোল্ড করে রেখেছে তাদের ভালো মানের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। কারণ ক্রিপ্ত মার্কেটে সকল কয়েনের দাম ঊর্ধ্বমুখী।যেসব ভাইয়েরা কয়েন কিনে হোল্ড করে রেখেছেন তাদের জন্য দোয়া করি যেন তারা ভাল প্রফিট পান এবং ভবিষ্যতে হোল্ড করার জন্য উৎসাহিত হন।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: yihac52478 on March 31, 2021, 01:08:06 PM
আমি বিট কয়েন ইথারিয়াম এবং ltc হোল্ড করেছিলাম কিন্তু কি আর বলব রে ভাই দুঃখের কথা টাকার ইমারজেন্সি প্রয়োজনের কারণে সবকিছু বেচে দিয়েছি কিন্তু আমার বিক্রির সময় হালকা কিছু পরিমাণে লাভ পেয়েছি নতুন করে আর কিনছে না বর্তমান হোল্ডে আর কিছুই নাই
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: ExtraPoint on April 01, 2021, 04:09:13 AM
আমি TRX হোল্ড করেছি। আশাবাদী আছি যে এটি হোল্ড করে ভালো মানের প্রফিট পাব। এখনতো ক্রিপ্টোকারেন্সি তে সব কয়েনের দাম বৃদ্ধি পেয়ে চলেছে। আমার মনে হল যে এই কয়েনটির দাম ও বৃদ্ধি পাবে তার জন্যই হোল্ড করে রেখেছি। এর থেকে যদি ভাল প্রফিট পাই তাহলে ভবিষ্যতে আরো অনেকগুলো কয়েন কিনে হোল্ড করে রাখবো।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Sumi on April 01, 2021, 04:27:05 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
ক্রিপ্টোকারেন্সি জগতে আছি আর টোকেন হল্ড করবো না তা কি হয় টোকেন হোল্ড করে আমি অনেক প্রফিট পেয়েছি এজন্য আমি প্রতিনিয়ত টোকেন হল্ড করেই যাচ্ছি আর টোকেন হোল্ড করার কারণে আমি ট্রেডিং সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়ে পেয়েছি এবং পাচ্ছি তাই আজকে আছে আমি ট্রেডিংয়ের প্রতিবেশী ঝুঁকছি এবং ট্রেডিং করেই আমার জীবনের সাফল্য আমি জানতে চাই আপনারা চাইলে ট্রেনিং সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন ধন্যবাদ সকলকে
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Azharul on April 01, 2021, 06:59:05 AM
আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ অনেক বেশি লাভজনক।আমরা আরো দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে বিগত সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে।তাই এ সময় কয়েন হোল্ড করে রাখা অনেক ভালো।কেননা বিটকয়েনের দাম দিনের পর দিন বেড়েই চলেছে।তাই আমিও কয়েন হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছি।যাতে করে ক্রিপ্টো জগতে আমিও লাভবান হতে পারি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Angel julian on April 01, 2021, 07:24:41 AM
আসসালামু আলাইকুম আমি কোন কয়েন হোল্ড করি নাই আমি কোন নতুন কাজ করতেছি আমি কিছু পয়েন্ট ইসলাম সেল দিয়ে দিছি আপনাদের কাছে জানার ইচ্ছা যদি করি তাতে কি আমার ভালো হবে বা কিংবা দাম বাড়বে আমি নতুন তো ভালো করে বুঝি না তাই বড় ভাইয়েরা আমাকে জানিয়ে যাবেন।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Sumi on April 01, 2021, 05:29:21 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।

আমি বর্তমানে টিয়ারেক্স এবং ডগি কয়েন হোল্ড করে রেখেছি আপনি যে দোকানগুলোতে হোল করেছেন তার মধ্যে একটি আমার সঙ্গে মিলে যাচ্ছে এবং খুব পরিমাণে অ্যামাউন্ট এখান থেকে পাওয়া যেতে পারে বলে আমি মনে করি কারণ বর্তমানে টোকেন হোল্ড করলে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রফিট কিন্তু পাওয়া যাচ্ছে কারণ মার্কেট প্রাইস কিন্তু দিন দিন বাড়ছে তো সবগুলো প্রায়শই কিন্তু এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আমি সাজেস্ট করবো যাদের সামর্থ্য আছে টোকেন কি নোট করে রাখুন ভবিষ্যতে কাজে দেবে
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Rubel007 on April 02, 2021, 12:51:19 AM
আমি অনেক গুলো টোকেন হোল্ড করেছি। আমার ধারনা যে ঐ টোকেন গুলোর ভাল ইনপেক্ট পড়বে ভবিষ্যতে। এর মধ্যে ডায়া এবং 1ইঞ্চি, ইউনিসোয়াপ এগুলো ‍খুবই পরিচিত এবং কয়েন। আমি মনে করি ভবিষ্যতে এগুলোর দাম অনেক বেশি বৃদ্ধি পাবে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Angel julian on April 02, 2021, 07:47:55 AM
আমি নতুন কাজ করছি। কোন কোয়েল হোল্ড করে নি। হোল্ড না করে আমার অনেক ক্ষতি হয়েছে। সবাইকে বলি যে কয়েন ওল্ড করলে আপনি ভালো কিছু প্রফেট পেতে পারেন। ধৈর্যের ফল কখনও নিরাশ হয় না। আমি সামনে আশা করেছি যে কিছু পয়েন্ট আমি হোল্ড করব।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: sky01 on April 03, 2021, 06:38:03 AM

Re: আপনি কি কি করেন হোল্ড করেছেন?
« Reply #1 on: October 27, 2020, 10:02:39 pm »
Quote
আমি বর্তমানে CUR এবং KICK কয়েন হোল্ড করছি। আশা করছি এই দুটি কয়েন থেকে লং টার্মে ভালো কিছু পাবো। CUR এর বেশ কিছু আপকামিং
বড় নিউজ আছে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Fariwala on April 03, 2021, 12:29:07 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
বর্তমান পরিস্থিতিতে আমি একলা বাটক এন্ট্রি হোল্ড করেছি আপনারাও করতে পারেন কিন্তু খুব ভালো তাই আমি নেই গাবাপেন্টিন করেছি খুব বেশি পরিমাণে আপনারা যারা ভোট করার জন্য যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারেন
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: bmw1 on April 03, 2021, 12:42:30 PM
আমার চিন্তা ভাবনা আছে যে বর্তমানে থেকে বোঝা যায় ক্রিপ্টোকারেন্সি এর ভবিষ্যৎ অনেক ভালো হবে। তাই এখন মানে বর্তমানে টোকেন গুলোর দাম অনেক কম সেগুলো বিনিয়োগ এর জন্য কিনলে ভবিষ্যতে লাভজনক হওয়া যাবে তাই আমি চিন্তাভাবনা করছি এখন অনেকটা টোকেন দাম বেশি তাই বিশেষ করে যেসব টোকেন এর দাম খুবই কম সেগুলো আমি বিনিয়োগ এর জন্য কিনে রাখবো।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Angel julian on April 04, 2021, 08:28:54 AM
আমি বর্তমানে অনেকগুলো কয়েন সেল দিয়ে দিয়েছি এবং কিছু কিছু কয়েন রেখে দিয়েছি। আমি কিছু কিছু কয়েন অনেক হল্ড করব যাতে এটি দিয়ে আমি অনেক উন্নত হতে পারি। আমি cleverএর কিছু কয়েন হোল্ড করেছি এবং সামনে আর কিছু কয়েন পেতে পারে সেগুলো হচ্ছে স্টুডেন্ট কয়েন ওগুলো আমিহল্ড করব কারণ হোল্ড করলে বা ধৈর্য ধরলে ভালো কিছু পাওয়া যায় ধৈর্যের ফল কখনো নিরাশ হয় না তাই আমি ধৈর্য ধরব যাতে আমি ভালো লাভবান।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Asad72 on April 04, 2021, 08:33:34 AM
বিটকয়েন ইথেরিয়াম ও লাইট কয়েন তিনটি করেন আমি হোল্ড করেছি
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Btceth01 on April 04, 2021, 11:49:46 PM
আমি বর্তমানে একটি কয়েন কিনে হোল্ড করেছি। আমার হোল্ড করা কয়েকটি হলো বিএনবি কয়েন। আমি 30 তার বেশি বিএনবি কিনে হোল্ড করেছি। আমার এই হোল্ড করা বিএনবি থেকে আজকে আমার অনেক প্রফিট এসেছে। তবে আমি এখনো বিক্রি করিনি। আমি আশা করছি ভবিষ্যতে এর দাম অনেক বৃদ্ধি পাবে এবং আমি তখন বিক্রি করে দেবো।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Irfan12@ on April 06, 2021, 08:28:42 AM
আমি দীর্ঘ সময়ের জন্য কোন টোকেন হোল্ড করতে পছন্দ করি না। আমি স্বল্প সময়ের জন্য টোকন কিনে হোল্ড করে রাখি আমার কিছুটা প্রফিট আসলেই তা আবার বিক্রি করে দেই। কিছুদিন আগে আমি XRP টোকন কিনে রেখেছিলাম। গতকালকেই আবার সে টোকেন গুলোকে সেল করে দিয়েছি সেখান থেকে মোটামুটি আমার ভালোই প্রফিট ছিল। বর্তমানে আমি আরো কিছু টোকেন কিনে রেখেছি আশা করি সেগুলো থেকে প্রফেট পাবো। আমার হোল্ড করা টোকেন গুলো হচ্ছে Ame , XVS , Cake ,
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Centus on April 06, 2021, 09:31:03 AM
ক্রিপ্টোকারেন্সি বাজারে বলতে গেলে আমি করোনাকালীন সময়ে কিছু ইথিরিয়াম হোল্ড করেছিলাম। তবে কিছু দিন পর্যন্ত হোল্ড করে রেখেছিলাম। তবে 580 ডলারের সময় বিক্রি করে দিয়েছি। খুব একটা লাভবান হতে পারিনি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Angel julian on April 06, 2021, 11:33:00 AM
আসসালামু আলাইকুম আমি দুইটি কয়েন হোল্ড করেছি। জানিনা সামনে কি হতে পারে। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস এটি দুটি কয়েনের দাম অনেক বাড়বে। আমি এক নাম্বারে বলছি বিসিএমসি টোকন ডি ফোল্ড করেছি। দ্বিতীয় নাম্বারে আমি ক্লেবা টোকেন কি হোল্ড করেছি।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: bmr on April 06, 2021, 07:04:39 PM
আমি বেশি কিছু টোকেন হোল্ড করেছি যেমন সেফপাল, ইউনি, ওয়ান ইঞ্চি আর কিছু টোকেন। আমার কাছে এগুলো উপযুক্ত মনে হযেছে এই সময়ে। আশা করি কিছুদিন পরে ভাল প্রফিট করতে পারব।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Rifan Khan on May 05, 2021, 06:56:16 AM
আমি এখনো কোনো টোকেন হোল্ড করে রাখিনি। তবে আমি আর কিছুদিন পর থেকে টোকেন কিনে হোল্ড করে রাখবো। আমার মনে হয় এই টোকেন অনেক ভালো হবে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: bmw1 on May 05, 2021, 07:08:43 AM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো একটা পজিশনে রয়েছে। যেমন ইথেরিয়াম এর দাম 25 হাজার ডলারের বেশি হয়েছে এবং অন্যান্য টোকেন লক্ষ করলে দেখা যায় সে তুলনায় ইথেরিয়াম এর অনেক দাম বেড়েছে তাই আমাদের ইথেরিয়াম বিনিয়োগ করো ভালো। কেননা ভবিষ্যত ইথেরিয়াম এর দাম আরো বৃদ্ধি পাবে। আমি আজ থেকে চার মাস আগে DIXT টোকেন টি হোল্ড করছিলাম। কিন্তু তখন বুঝি নাই যে DIXT টোকেনটির দাম অনেক কমে যাবে। এখন পর্যন্ত ইটের দাম অনেক কমে আসে। তাই আমি এখন নতুন করে কোন কয়েন হোল্ড করি নাই ।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Diknel on May 06, 2021, 07:58:00 AM
কোন কয়েন হোল্ড করে নি। আমার ওয়ালেটে কিছু usdt আছে। তাছাড়া কিছু trx আছে। আর আমি টুকটাক বাউন্টি করে যে টোকেন গুলো তাই সেগুলো কিছু কিছু ওয়ালেটে রয়েছে।
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Random203 on May 06, 2021, 09:42:10 AM
আমি ক্রিপ্টো মার্কেট এ খুব বেশি দিন আগে আসিনি। অল্প কিছু দিন ধরে ক্রিপ্টো মার্কেট এ এসে আমি বিনিয়োগ সম্পর্কে অল্প কিছু কিছু ধারণা পেয়েছি।  তাই এই অল্প ধারণার আলোকে আমি এখনই ক্রিপ্টোতে বিনিয়োগ করতে চাচ্ছি না, আরও কিছু দিন পর আমি ক্রিপ্টোতে বিনিয়োগ করবো।                       
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Milon626 on May 06, 2021, 07:57:55 PM
আমি এখনো কোন কয়েন হোল্ড করিনি। তবে সামনে কিছু ডগিকয়েন,ট্রোন এবং পলকাডট কয়েন হোল্ড করার চিন্তা ভাবনা আছে। এখন এই কয়েন গুলো খুবই সম্ভাবনাময় কয়েন। এদের প্রত্যেকেরই দাম আমাদের হাতের নাগালের মধ্যেই আছে।  তবে এই বছরের শেষের দিকে এই সব গুলো কয়েনেরই দাম খুবই পাম্প করার সম্ভাবনা রয়েছে।   তাই আমি যদি এখন এই কয়েন গুলোর উপর বিনিয়োগ করে রাখতে পারি তবে বছর শেষে বেশ ভালো প্রফিট পেতে পারি।  তাই যদি আপনাদেরও সামর্থ্য থাকে তবে আপনারাও বিনিয়োগ করে রাখতে পারেন।                                       
Title: Re: আপনি কি কি কয়েন হোল্ড করেছেন?
Post by: Cadaver20 on May 06, 2021, 08:11:49 PM
আমি BNB কয়েন হোল্ড করেছি। বর্তমানে এগুলো সেল করলে কিছু প্রফিট পাওয়া যাবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে এগুলো এখনই সেল করবো না আরো কিছুদিন অপেক্ষা করবো। এ বিষয়ে অভিজ্ঞদের মতামত আশা করছি।