Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমি ট্রেডিং এখনও শুরু করি নাই। তবে আগামিতে স্ট্রাট করব। আমি বেশ কিছু কয়েন সিলেক্ট করে রেখেছি। এই কয়েনগুলো অবশ্যই হল্ড করে রাখব। এই কয়েন গুলোর মধ্যে বিটিসিি, ইথার, ডায়া কয়েন এগুলো সবচেয়ে ভাল আমি মনে করি।
আমি বর্তমানে CUR এবং KICK কয়েন হোল্ড করছি। আশা করছি এই দুটি কয়েন থেকে লং টার্মে ভালো কিছু পাবো। CUR এর বেশ কিছু আপকামিং বড় নিউজ আছে। যা আমাকে আরো বেশি কিনতে উৎসাহ দিচ্ছে।
Quote from: Em00n01 on October 27, 2020, 10:02:39 PMআমি বর্তমানে CUR এবং KICK কয়েন হোল্ড করছি। আশা করছি এই দুটি কয়েন থেকে লং টার্মে ভালো কিছু পাবো। CUR এর বেশ কিছু আপকামিং বড় নিউজ আছে। যা আমাকে আরো বেশি কিনতে উৎসাহ দিচ্ছে।হ্যাঁ ভাই আপনার পোষ্টের সাথে আমি একমত Cur টোকন আমার ছিল কিন্তু আমি বিক্রি করিনি কিছুদিন আগে 4 ডলার করে হয়েছিল কিন্তু আমি সুযোগটা হাতছাড়া করেছি। ভবিষ্যতে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ ভবিষ্যতে ভালো সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। তবে কিছু টোকেন বর্তমানে দাম কম সেগুলো কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব। ইতোমধ্যেই আমি কিছু কয়েন কিনেছি। আরো সেগুলো আমি ফোন করতে চাই। Link, TRX এই দুটি কয়েন আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলা দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা আছে। তবে আমার কাছে বিটকয়েন আছে। তাই কারো জানা মতে যদি ভাল ম্যানেজমেন্ট থাকে, তাহলে বলুন আমি টোকেন কিনতে চাই।
আমি bitcointalk ফোরামে বাউন্টি করে DIA এবং youcash ক্যাম্পেইন থেকে বেশকিছু টোকেন পেয়েছিলাম সেগুলো হোল্ড করেছি। দেখি কোন প্রফিট পাইকিনা।
Quote from: Kangaro45 on November 13, 2020, 01:51:21 PMআমি bitcointalk ফোরামে বাউন্টি করে DIA এবং youcash ক্যাম্পেইন থেকে বেশকিছু টোকেন পেয়েছিলাম সেগুলো হোল্ড করেছি। দেখি কোন প্রফিট পাইকিনা।DIA, YOUC দুটিই হোল্ড করতে পারেন চাইলে DIA সেল করতে পারেন তবে YOUC এখন সেল করা মোটেও ভালো কাজ হবেনা। যেদিন পেমেন্ট দিয়েছে এর মধ্যে প্রায় ৩০০% এর বেশি পাম্প হয়েছে। আর তাদের টোকেন ফেস ভেল্যুই হচ্ছে ০.১০ ডলার। অন্তত ০.০৩ না হলে সেল না দেওয়া ভালো। হোল্ড করলে দাম বাড়বে তখন সেল দিবেন।