Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on November 04, 2020, 04:02:19 AM

Title: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: JISAN on November 04, 2020, 04:02:19 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Malam90 on November 04, 2020, 04:27:19 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ

আমিও এডমিনের প্রফাইল ঘেটে দেখলাম ফোরামের জন্মই হয়েছে  ১৫ অক্টোবর ২০১৭ সালে। ৩ বছরে যতটুকু অগ্রসর হওয়ার দরকার ততটুকু হয়নি। তবে ক্রিপ্টোটক ফোরাম (বাংলাদেশীদের এলাউ না) এর মেম্বার সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছাকাছি চলে গেছে কিন্তু জনপ্রিয়তায় তারা অলটকয়েনটকের পরেই। অর্থাৎে বিটকয়েনটক এর পরেই অলটকয়েনটক এর জনপ্রিয়তা বা র‌্যাংক। এক্ষেত্রে আমাদের বাংলাদেশীদের অবদানও কম নয়। ফোরামে নতুন নতুন বাউন্টি আসতেছে, মেম্বার সংখ্যাও বাড়তেছে এবং বাড়বে। রেফার করার দরকার হবেনা মনে আর এখন থেকে। এই ফোরামের উন্নতি আমরাও চাই পাশাপাশি আমাদের বাংলা সাব ফোরামটা যেন টপে থাকে এই ফোরামে সেটার জন্য চিটিংমুক্ত রাখতে হবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: JISAN on November 04, 2020, 04:40:41 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ

আমিও এডমিনের প্রফাইল ঘেটে দেখলাম ফোরামের জন্মই হয়েছে  ১৫ অক্টোবর ২০১৭ সালে। ৩ বছরে যতটুকু অগ্রসর হওয়ার দরকার ততটুকু হয়নি। তবে ক্রিপ্টোটক ফোরাম (বাংলাদেশীদের এলাউ না) এর মেম্বার সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছাকাছি চলে গেছে কিন্তু জনপ্রিয়তায় তারা অলটকয়েনটকের পরেই। অর্থাৎে বিটকয়েনটক এর পরেই অলটকয়েনটক এর জনপ্রিয়তা বা র‌্যাংক। এক্ষেত্রে আমাদের বাংলাদেশীদের অবদানও কম নয়। ফোরামে নতুন নতুন বাউন্টি আসতেছে, মেম্বার সংখ্যাও বাড়তেছে এবং বাড়বে। রেফার করার দরকার হবেনা মনে আর এখন থেকে। এই ফোরামের উন্নতি আমরাও চাই পাশাপাশি আমাদের বাংলা সাব ফোরামটা যেন টপে থাকে এই ফোরামে সেটার জন্য চিটিংমুক্ত রাখতে হবে।
আমার মনে হচ্ছে সবার ৫ টি করে এক্টিভ রেফার করানো দরকার। তাহলে মেম্বার বৃদ্ধি  পাবে৷ আমি আবার ১ মাস পর জরিপ করে দেখবো আগের চেয়ে এখন বৃদ্ধির পরিমান বেশি নাকি কম।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Nostoman on November 04, 2020, 09:08:36 AM
এমনিতেই দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অনেক ম্যানেজার আসতে শুরু করেছে। অনেক ইউজারগন এখানে রয়েছে। আরও কিছু নতুন যোগ হচ্ছে। অনেক বিনিয়োগকারী এখানে রয়েছে। পুরাতন অনেক ইউজার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। তাই ফোরাম দিনদিন জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে ‌যাচ্ছে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Altcoin1998$ on November 04, 2020, 12:14:22 PM
এমনিতেই দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অনেক ম্যানেজার আসতে শুরু করেছে। অনেক ইউজারগন এখানে রয়েছে। আরও কিছু নতুন যোগ হচ্ছে। অনেক বিনিয়োগকারী এখানে রয়েছে। পুরাতন অনেক ইউজার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। তাই ফোরাম দিনদিন জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে ‌যাচ্ছে।
ফোরামের জনপ্রিয়তা নির্ভর করে এই ফোরামে কিরকম বাউন্টি আসছে তার উপর। বাউন্টি ভাল হলে ফোরামটি অবশ্যই জনপ্রিয় হবে।একসময় ফোরামটি জনপ্রিয়তা হারিয়েছিল কিন্তু বর্তমানে ফোরামটি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Mrkadir85 on November 04, 2020, 01:48:25 PM
বিটকয়েনটক ফোরামের পরেই অ্যালটকয়েনটক ফোরামের জনপ্রিয়তা। Altcointalk forum জন্মের পর থেকেই ধীরে ধীরে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আমি মনে করি ফোরামের যদি বেশি বেশি বাউন্টি আসে তাহলে আরো বেশি ইউজার ফোরামে কাজ করবে। এর ফলে ফোরামের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: saidul2105 on November 04, 2020, 03:37:21 PM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
যদিও Bitcointalk- এর  জনপ্রিয়তা অনেক, তবে আমাদের Altcointalk-এর জনপ্রিয়তাও আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ধিরে ধিরে আরও বৃদ্ধি পাবে।
  মুলত আমাদের ফোরামে খুব বেশি বাউন্টি আসে না, আর এর জন্যই আমাদের ফোরামে সদস্য তেমন হারে বৃদ্ধি পাচ্ছে না।  আমাদের ফোরামে যদি আরও বেশি বেশি বাউন্টি আসে তাহলে অবশ্যই আমাদের ফোরামে নতুন নতুন সদস্য আসবে।  তাই আমার মনে হয়, বাউন্টির সংখ্যা বৃদ্ধি পেলে অবশ্যই আমরা নতুন নতুন ইউজার পাবো। আর যদি ইউজার বাড়ে তাহলে আমাদের ফোরামের জনপ্রিয়তাও অনেক বেশি বৃদ্ধি পাবে।                                                                   
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: babu10 on November 04, 2020, 03:53:17 PM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ

শুধু আজে বাজে একাউন্ট করায়েতো কোন লাভ হবেনা আমার মনে হয়। য়ারা ফোরামের জন্য অবদান রাখতে পারবে তাদের এখানে আনা উচিত তা হলে কোয়ালিটি পোষ্টর সংখ্যা কমে যাবে এবং ফোরামেরও বারোটা বাজবে সেই সাথে বাংলা বোর্ড এরও।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Rafiq on November 04, 2020, 06:46:52 PM
এমনিতেই দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অনেক ম্যানেজার আসতে শুরু করেছে। অনেক ইউজারগন এখানে রয়েছে। আরও কিছু নতুন যোগ হচ্ছে। অনেক বিনিয়োগকারী এখানে রয়েছে। পুরাতন অনেক ইউজার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। তাই ফোরাম দিনদিন জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে ‌যাচ্ছে।
ফোরামের জনপ্রিয়তা নির্ভর করে এই ফোরামে কিরকম বাউন্টি আসছে তার উপর। বাউন্টি ভাল হলে ফোরামটি অবশ্যই জনপ্রিয় হবে।একসময় ফোরামটি জনপ্রিয়তা হারিয়েছিল কিন্তু বর্তমানে ফোরামটি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে।
আমিও মনেকরি বেশী বেশী ভালো ভালো বাউন্টি আসলে ফোরামের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। কারণ ভালো ভালো প্রকল্প আসলে সেখানে বড় বড় বিনিয়োগকারী আসবে, প্রকল্পের সফলতা আসবে; পাশাপাশি ইউজার কারীর সংখ্যাও বাড়বে এবং তারা একটিভ থেকে ফোরামকে আরো প্রাণবন্ত রাখবেন। ইতোমধ্যে এই ফোরামের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমি আশাকরি ভবিষ্যতে জনপ্রিয়তার হার আরো দ্রুত বৃদ্ধি পাবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: JISAN on November 05, 2020, 10:27:42 AM
এমনিতেই দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অনেক ম্যানেজার আসতে শুরু করেছে। অনেক ইউজারগন এখানে রয়েছে। আরও কিছু নতুন যোগ হচ্ছে। অনেক বিনিয়োগকারী এখানে রয়েছে। পুরাতন অনেক ইউজার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। তাই ফোরাম দিনদিন জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে ‌যাচ্ছে।
ফোরামের জনপ্রিয়তা নির্ভর করে এই ফোরামে কিরকম বাউন্টি আসছে তার উপর। বাউন্টি ভাল হলে ফোরামটি অবশ্যই জনপ্রিয় হবে।একসময় ফোরামটি জনপ্রিয়তা হারিয়েছিল কিন্তু বর্তমানে ফোরামটি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে।
হ্যা বাউন্টি আসলে জনপ্রিয়তা বেড়ে যাবে। আর এখন বাউন্টি আসতে শুরু করে দিয়েছে। এভাবে চলতে থাকলে জনপ্রিয়তা পেতে সময় লাগবে না।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Crypto_Somrat on November 05, 2020, 11:33:31 AM
বিটকয়েনটক ফোরামের পরেই অ্যালটকয়েনটক ফোরামের জনপ্রিয়তা। Altcointalk forum জন্মের পর থেকেই ধীরে ধীরে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আমি মনে করি ফোরামের যদি বেশি বেশি বাউন্টি আসে তাহলে আরো বেশি ইউজার ফোরামে কাজ করবে। এর ফলে ফোরামের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে।
জি ভাই আপনি একদম ঠিক বলেছেন জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন টক এর পরেই অ্যালার্ট কয়েন টক এর স্থান। আমি মনে করি এই ফোরামে যখন বেশি বেশি বাউন্টি আসতে শুরু করবে তখন এই ফোরামের জনপ্রিয়তা এমনিতেই বৃদ্ধি পাবে। এবং আরো নতুন নতুন ইউজার এন্ড হবে, ফোরাম আরো এগিয়ে যাবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Markuri33 on November 06, 2020, 01:46:31 PM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ

ভাই আপনার এই তথ্যমূলক পোস্ট টি পড়ে সুন্দরভাবে বুঝতে পেরেছি এ ফোরামের জন্ম কত তারিখে এবং কত সালে। জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। অবশ্যই আমাদের উচিত এই ফোরামের জনপ্রিয়তা বাড়ানোর।হলে দেখা যাবে এক সময় বিটকয়েন থেকেও অনেক জনপ্রিয়তা অর্জন করবে এই ফোরাম কি।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Nusrat on November 06, 2020, 06:03:39 PM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
আপনার পোষ্টটি পড়ে আমি খুবই উপকৃত। আমি নতুন ইউজার আসলে এ সম্পর্কে আমি জানতাম না। এই ফর্মটা সবার উদ্যোগে অনেক দূর এগিয়ে যেতে পারবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Goblin on November 06, 2020, 06:17:49 PM
আপনি ফোরামের একজন অনেক পুরাতন মেম্বার। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি তথ্যবহুল পোষ্ট করার জন্য। এটা আসলে আমাদের সবারই জানা উচিত আমাদের এই ফোরাম টা কবে তৈরি হয়েছে। বর্তমানে কতগুলো ইউজার আছেসেটা নিয়ে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের জুনিয়র মেম্বারদের অনেক প্রয়োজনীয় একটি পোস্ট। আপনি ঠিক বলছেন সবাই যদি পাঁচটি করে রেফার করি তাহলে আমাদের ফোরাম অনেক বড় এবং পপুলার হবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Triedboy on November 06, 2020, 06:20:42 PM
আমরা যদি লক্ষ করি বর্তমান সময় তাহলে দেখতে পাব যে কিছুদিন আগে কিন্তু এই ফোরাম টা অনেক পিছিয়ে ছিল। বর্তমানে দেখা যায় অনেক লোক একটিভ থাকছে নিয়মিত এই এলার্ট কয়েন ফোরামে। এবং দেখা যাচ্ছে বেশ কিছু পুরাতন সিনিয়র ভাইরা আবারও আমাদের এই বাংলা ফোরামে এসেছে। আমার দীর্ঘ বিশ্বাস আমাদের এই পুরানটা এক সময় বিটকয়েন এর থেকেও জনপ্রিয়তা অর্জন করবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Power420 on November 06, 2020, 06:22:39 PM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ

ফোরামের জন্ম ইতিহাস আপনি খুবই ভাল করে বুঝেছেন। কত সালে জন্ম আমরা জানতাম না এবং কত তারিখে তাও জানতাম না কিন্তু আপনি সুন্দর করে কত সালের কত তারিখে জন্ম সেটা উল্লেখ করে দিয়েছে এ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Zero0 on November 07, 2020, 09:53:54 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ

ফোরামের জন্ম ইতিহাস আপনি খুবই ভাল করে বুঝেছেন। কত সালে জন্ম আমরা জানতাম না এবং কত তারিখে তাও জানতাম না কিন্তু আপনি সুন্দর করে কত সালের কত তারিখে জন্ম সেটা উল্লেখ করে দিয়েছে এ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনি ফোরামের ইতিহাস সম্পর্কে অনেক তথ্যবহুল বিষয় শেয়ার করেছেন। এখন আমাদের ফোরাম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিছুদিন আগেও পিছিয়ে ছিল। ফোরামের জন্মই হয়েছে মাত্র তিন বছর ধরে এই তিন বছরে অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে এই ফোরাম। জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করলে বিটকয়েন এর পরেই এই ফোরাম এর অবস্থান। আপনার কথার সাথে আমি একমত পোষণ করছি এই ফোরাম কে এগিয়ে নিতে ফোরামের মেম্বার সংখ্যা বাড়ানো উচিত।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Papusha20 on November 09, 2020, 03:37:36 AM
ফোরামে যদি বেশি বেশি বাউন্টি আসে তাহলে মনে হবে যে ফোরাম পরিচিত হয়েছে। বাউন্টি বিষয়গুলো নিয়েই ফোরামের উন্নতি এবং অবনতি চিন্তা করা হয়।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Crypto_Somrat on November 09, 2020, 04:29:56 AM
আমরা যদি লক্ষ করি বর্তমান সময় তাহলে দেখতে পাব যে কিছুদিন আগে কিন্তু এই ফোরাম টা অনেক পিছিয়ে ছিল। বর্তমানে দেখা যায় অনেক লোক একটিভ থাকছে নিয়মিত এই এলার্ট কয়েন ফোরামে। এবং দেখা যাচ্ছে বেশ কিছু পুরাতন সিনিয়র ভাইরা আবারও আমাদের এই বাংলা ফোরামে এসেছে। আমার দীর্ঘ বিশ্বাস আমাদের এই পুরানটা এক সময় বিটকয়েন এর থেকেও জনপ্রিয়তা অর্জন করবে।
জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন, এই ফোরামের জনপ্রিয়তা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে এই ফোরামে একদিন অনেক এগিয়ে যাবে। আমরা আশাবাদী এই ফোরাম বিটকয়েন এর থেকেও এগিয়ে যাবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: kulkhan on November 09, 2020, 06:52:01 AM
তিন বছর পরিপূর্ণ হয়েছে আমাদের এই ফোরামের বয়স। ধীরে ধীরে আমাদের এই ফোরাম প্রানবন্ত হয়ে উঠছে। এখান থেকে ৭/৮ মাস পূর্বেও এই ফোরাম এত প্রান চঞ্চল ছিল না। আস্তে আস্তে আমাদের ফোরাম যৌবনে পদার্পণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের ফোরামের বয়স এবং সদস্য সংখ্যা জানতে পেরে খুশি হলাম। আমি আপনার সাথে একমত আমাদের ফোরামে সদস্য সংখ্যা বাড়াতে হবে। যত সদস্য বাড়বে ততই এর জনপ্রিয়তা বাড়বে। আর যেহেতু এখনো আমাদের ফোরামের সদস্য সংখ্যা ১ লক্ষ এর কম তাই এটা বৃদ্ধির জন্য রেফার ট্যকনিক এপ্লাই করা যায়। আমরা প্রত্যেকে যদি ৪/৫ জন করে রেফার করও তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের ফোরামের জনপ্রিয়তা আরো অনেক বৃদ্ধি পাবে। আপনাকে আবারও ধন্যবাদ এই প্রয়োজনীয় তথ্য শেয়ার করার জন্য।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Zero0 on November 09, 2020, 07:41:19 AM
বিটকয়েনটক ফোরামের পরেই অ্যালটকয়েনটক ফোরামের জনপ্রিয়তা। Altcointalk forum জন্মের পর থেকেই ধীরে ধীরে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আমি মনে করি ফোরামের যদি বেশি বেশি বাউন্টি আসে তাহলে আরো বেশি ইউজার ফোরামে কাজ করবে। এর ফলে ফোরামের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি ফোরামে যখন ধীরে ধীরে আরো অনেক বাউন্টি আসতে শুরু করবে তখন এই ফোরাম এর জনপ্রিয়তা এমনিতেই বেড়ে যাবে। ফোরামের জনপ্রিয়তা বাড়াতে মেম্বারের সংখ্যাও বৃদ্ধি করা জরুরি। এলেক্স ফরিদ ভাই বলেছেন মেম্বারের সংখ্যা বৃদ্ধি করতে আমি মনে করি উনি ঠিক বলেছেন। ফোরামকে আরো বেশি এগিয়ে নিতে মেম্বারের সংখ্যা অবশ্যই বৃদ্ধি করতে হবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Btceth01 on November 09, 2020, 05:10:51 PM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে প্রশ্নগুলো করেছেন এবং উত্তর দিয়েছেন। আশাকরি সকলেই এই পোস্ট বুঝতে পেরেছেন। আর যারা এখনও বুঝেন নি তারা খুবই ভালো করে জেনে নেন।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Ak600 on November 09, 2020, 06:47:01 PM
জি ভাই আমি আপনার কথার সাথে একমত কারণ আমরা সবাই ইচ্ছা করলে এখান থেকে অনেক দূর এগিয়ে নিতে পারব একার পক্ষে সম্ভব না আমরা সবাই মিলে নতুন ইউজার বাড়াতে পারি এই ফোরামের পপুলার বাড়াতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি এটাই আমি মনে করি পার্ফেক্ট ধন্যবাদ
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: sky20 on November 12, 2020, 08:57:38 PM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
বর্তমানে ফোরামের লোকসংখ্যা অনেক বেশি হয়েছে। যার ফলে এডমিন লেভেল থেকে নানা ধরনের রুলস পরিবর্তন করা হচ্ছে। তাই আমি মনে কির আর রেফার করার মত পজিশন নেই।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Magepai on November 13, 2020, 02:33:23 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ

এই ফোরাম এর জন্ম কত সালে সেটা আমি ভালো করে জানতাম না আপনার এই পোস্ট পড়ে জানতে পেরেছি এই ফোরামের জন্ম কত তারিখে কত সালে। এ ধরনের পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Jaya60 on November 13, 2020, 03:09:00 AM
এমনিতেই দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অনেক ম্যানেজার আসতে শুরু করেছে। অনেক ইউজারগন এখানে রয়েছে। আরও কিছু নতুন যোগ হচ্ছে। অনেক বিনিয়োগকারী এখানে রয়েছে। পুরাতন অনেক ইউজার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। তাই ফোরাম দিনদিন জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে ‌যাচ্ছে।
ফোরামের জনপ্রিয়তা নির্ভর করে এই ফোরামে কিরকম বাউন্টি আসছে তার উপর। বাউন্টি ভাল হলে ফোরামটি অবশ্যই জনপ্রিয় হবে।একসময় ফোরামটি জনপ্রিয়তা হারিয়েছিল কিন্তু বর্তমানে ফোরামটি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে।

আপনি একদম ঠিক বলেছেন ব্রো।বর্তমানে দেখা যাচ্ছে এই ফোরামে অনেক ভালোবাসি আসতেছে যার ফলে বলতে পারি ফোরামটি অবশ্যই অনেক ভালো হবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Jaya60 on November 13, 2020, 03:12:42 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি দেওয়ায় জন্য। আপনার পোষ্টটি পড়ে জানতে পারলাম এই ফোরামের ইতিহাস সম্পর্কে এবং কি এটি কত সালে প্রথমে চালু হয়েছে সেটা জানতে পেরেছি। এই বিষয়টি আগে জানতাম না।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Halkpro on November 13, 2020, 03:26:34 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
এখানেতো একটা প্রব্লেম আছে ভাই। অনেক সময় দেখা যায় যদি আমার বন্ধুর জন্য একাউন্ট খুলি তখন আমার ফোন দিয়ে খুলে দিতে হয়।  অনেক সময় ডুপ্লিকেট দরে। আর একজন ব্যক্তির ১টির উপরে আইডি থাকা যাবে না। আর যদি ভিন্ন আইপি হয় তা হলে হয়তো ডুপ্লিকেট  আইডি দরবে না।।     
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Blue_sea on November 13, 2020, 04:50:29 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
প্রতিদিন ফোরামে প্রচুর পরিমান ইউজার নতুন এড হচ্ছে সেই সাথে যারা এখানে কাজ করছে তারাও উপরের র‌্যাংক এচিব করছে। আমি মনে করি এখন ই সময় এখন ই আমাদের ফোরাম কে সুন্দর করে সাজাতে হবে। ইতিমধ্যে শুনেছি যে ফোরামের রুর চেঞ্চ হচ্ছে খুব শিগরই দেখা যাক কি হয়।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Malam90 on November 13, 2020, 04:54:58 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
প্রতিদিন ফোরামে প্রচুর পরিমান ইউজার নতুন এড হচ্ছে সেই সাথে যারা এখানে কাজ করছে তারাও উপরের র‌্যাংক এচিব করছে। আমি মনে করি এখন ই সময় এখন ই আমাদের ফোরাম কে সুন্দর করে সাজাতে হবে। ইতিমধ্যে শুনেছি যে ফোরামের রুর চেঞ্চ হচ্ছে খুব শিগরই দেখা যাক কি হয়।

ফোরামের র‌্যাংক চেঞ্জ হতে পারে খুব শীঘ্রই। আর চেঞ্জ হলে তো নতুনদের জন্য র‌্যাংক বাড়ানো সমস্যা হয়ে যাবে। এজন্য সবাই বেশি বেশি বাংলাবোর্ডে টপিক তৈরি করুন এবং ভালো ভালো কমেন্ট করে র‌্যাংক বাড়ানোর চেষ্টা করুন। নতুবা পরে বিটকয়েনটকের মত হতে পারে, তাহলে র‌্যাংক আর বাড়ানো কঠিন হয়ে যাবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Chita76 on November 23, 2020, 02:54:37 AM
ফোরামের জন্ম এবং সদস্যদের নিয়ে আপনি অনেক ভাল একটা পোস্ট দিয়েছেন আপনার পোস্ট কে সমর্থন করছি এবং আর বাহিরের কিছু বলার নেই।এ ধরনের পোস্ট দিয়ে আমাদের অনেক উপকার করেছেন এবং ফোরাম সম্পর্কে আমরা জানতে পেরেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Laxmi Sharma on November 23, 2020, 02:56:45 AM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি এই ফোরামের জন্ম ও সদস্য সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই ফর্ম কে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এটা আমাদের মত নতুনদের জানা খুবই প্রয়োজন। আপনার পোষ্ট থেকে ফোরামের গোড়া থেকে খুঁটিনাটি জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: AGM on November 23, 2020, 05:54:47 AM
ফোরামের অবস্থা সম্পর্কে অবগত হলাম। আপনা কে ধন্যবাদ।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Sasa on November 23, 2020, 08:49:54 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের উচিত এই ফোরামটা কে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কাজ হল অন্যদের কাছে এই ফোরাম কে নিয়ে ভালো বিষয়গুলো তুলে ধরা এবং তাদের কে রেফার করা আমরা যদি 5 থেকে 6 টার উপরে করি তাহলেও অনেকগুলো নতুন ইউজার পেয়ে যাব এবং এভাবে তারা যদি 5 থেকে 6 টায় রেফার করে তাহলে দেখা যায় আমাদের এই ফোরাম অনেক বড় হয়ে যাবে খুবই তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠবে
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Triedboy on November 25, 2020, 03:10:35 AM
ফোরামের জন্ম এবং সদস্যদের নিয়ে আপনি অনেক ভাল একটা পোস্ট দিয়েছেন আপনার পোস্ট কে সমর্থন করছি এবং আর বাহিরের কিছু বলার নেই।এ ধরনের পোস্ট দিয়ে আমাদের অনেক উপকার করেছেন এবং ফোরাম সম্পর্কে আমরা জানতে পেরেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন তিনি ফোরামে আসলে অনেক ভালো ভালো পোস্ট দিয়ে থাকেন যেগুলো সম্পর্কে অনেক অজানা জিনিসগুলো জানা হয়ে যায় এই ভাইয়ের পোস্ট থেকে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Bony11 on November 25, 2020, 03:31:06 AM
এমনিতেই দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অনেক ম্যানেজার আসতে শুরু করেছে। অনেক ইউজারগন এখানে রয়েছে। আরও কিছু নতুন যোগ হচ্ছে। অনেক বিনিয়োগকারী এখানে রয়েছে। পুরাতন অনেক ইউজার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। তাই ফোরাম দিনদিন জনপ্রিয়তার শীর্ষস্থানীয় অবস্থানে ‌যাচ্ছে।
ফোরামের জনপ্রিয়তা নির্ভর করে এই ফোরামে কিরকম বাউন্টি আসছে তার উপর। বাউন্টি ভাল হলে ফোরামটি অবশ্যই জনপ্রিয় হবে।একসময় ফোরামটি জনপ্রিয়তা হারিয়েছিল কিন্তু বর্তমানে ফোরামটি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে।
হ্যাঁ ভাই, আমিও আপনার কথার সাথে একমত।ফোরামের জনপ্রিয়তা নির্ভর করে ভালো মানের  বাউন্টির উপর।আর ভালো ভালো বাউন্টি আসলে সেখানে ভালো বিনিয়োগকারী আসবে। আর ভাল বিনিয়োগ হলে ফোরামে উন্নতি হবে এবং ইউজার সংখ্যাও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Halkpro on November 25, 2020, 03:59:30 AM
আপনি একটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন। যেটা ছোটমেম্বার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারন অনেক মেম্বার আছে যারা এখনও জানে না এই আল্টকয়েন এ কত জন মেম্বার আছে।  আরো অনেক কিছু যা আপনি আপনার  পোস্টটা তে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ ভাই               
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Primo1760 on November 26, 2020, 02:18:37 AM
আপনার তথ্যটি আমাদের জানার জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমরা বিষয়গুলো অবগত ছিলাম না যারা জুনিয়র ছিলাম। এরকম তথ্য দিলে আমরা এই ফোরাম সম্পর্কে অনেক কিছু জানতে পারব আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: XM8 on November 29, 2020, 07:00:23 PM
এই ফোরাম তৈরি হইছে ১৫ অক্টোবর ২০১৭ সালে। এখন নভেম্বর ২০২০।  পর পর ৩ বছর কেটে গেলো। আর এই ৩ বছরে ইউজার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৭,০০০। তাহলে দেখা যায় এখানে প্রতিদিন গরে ৭০ টা করে একাউন্ট হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ফোরামটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই  ৭০ একাউন্ট প্রতিদিন অনেক কম।  তাই সবার উচিৎ  একাউন্ট এর হার বাড়ানো। সবাই যদি কমপক্ষে ৫ টি করে রেফার করি তাহলে আমি মনে করি অল্প সময়ের মধ্যেই আমরা এই ফোরামটিকে একটি বড় এবং পপুলার ফোরাম হিসেবে দেখতে পাবো। আসুন সবাই উদ্যোগে গ্রহণ করি। ধন্যবাদ
বর্তমানে বিটকয়েন এর পরের অবস্থানে রয়েছে এলাট কয়েন। এলার্ট কয়েন এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে বাঙ্গালীদের অবদান অনেক।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Tamsialu$$ on November 30, 2020, 12:59:13 AM
আমি আপনার পোস্টটি পড়ে ফোরামের জন্ম সম্পর্কে জানতে পারলাম এবং সদস্য এর সংখ্যা জানতে পারলাম। এরকম পোস্ট টি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: johnson on November 30, 2020, 04:11:53 AM
নুতন কিছু জানলাম এগুলো আমার জানা ছিল না।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: bmr on November 30, 2020, 06:06:36 AM
আপনি ফোরামের একজন অনেক পুরাতন মেম্বার। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি তথ্যবহুল পোষ্ট করার জন্য। এটা আসলে আমাদের সবারই জানা উচিত আমাদের এই ফোরাম টা কবে তৈরি হয়েছে। বর্তমানে কতগুলো ইউজার আছেসেটা নিয়ে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের জুনিয়র মেম্বারদের অনেক প্রয়োজনীয় একটি পোস্ট। আপনি ঠিক বলছেন সবাই যদি পাঁচটি করে রেফার করি তাহলে আমাদের ফোরাম অনেক বড় এবং পপুলার হবে।
আমি আপনার কথার সাথে একমত। আমরা যদি প্রত্যেকেই কয়েকেটি রেফার করি তাহলেই আমাদের ইউজার সংখ্যা বহুগুনে বেড়ে যাবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: warhero on December 01, 2020, 03:42:56 PM
বেশ কিছুদিন হল আমি এই ফোরামের সাথে পরিচিত। এই ফোরাম সম্পর্কে তেমন কোনো আমার নলেজ ছিল না। আপনার পোষ্টটি পড়ে ফোরামের জন্ম এবং এর কিছু হিস্টোরি জানতে পারলাম।আর এই ফোরাম কে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাও জানতে পারলাম। তথ্যগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Cz Rock on December 18, 2020, 03:30:03 PM
এই ফোরামের তৈরি করা হয়েছে 2017 সালে 15 ই আগস্ট। ফোরাম সম্পর্কে এছাড়া আমার কোনো জ্ঞান নেই। এই ফোরামের সদস্য সংখ্যা কেমন হতে পারে সেটা জানা নেই। এই ফোরামে সবাই একসাথে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Casual on December 18, 2020, 05:15:03 PM
এই ফোরাম টি চালু হয়েছিল 2017 সালে এবং তখনই আমরা দেখেছিলাম বিটকয়েনের প্রাইস সবথেকে বেশি।কিন্তু তারপর থেকেই দেখা গিয়েছিল বিটকয়েনের প্রাইস কমে গিয়েছিল কিন্তু তখন ছিল ডিসেম্বর মাসআবার বর্তমানে দেশে গেল সেই ডিসেম্বর মাসেই বিটকয়েনের প্রাইস সবথেকে বেশি হয়েছে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Casual on December 18, 2020, 05:17:55 PM
ফোরামের জন্ম এবং সদস্যদের নিয়ে আপনি অনেক ভাল একটা পোস্ট দিয়েছেন আপনার পোস্ট কে সমর্থন করছি এবং আর বাহিরের কিছু বলার নেই।এ ধরনের পোস্ট দিয়ে আমাদের অনেক উপকার করেছেন এবং ফোরাম সম্পর্কে আমরা জানতে পেরেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ঠিক আছে আসলে যাদের এই বিষয়টা অজানা ছিল অবশ্যই তারা বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছে আপনার এই পোস্টটি থেকে। সো এ ধরনের পোস্ট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। এভাবে পোস্ট করতে থাকুন অবশ্যই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Princeraju on December 18, 2020, 06:54:21 PM
প্রতিনিয়ত ফোরামের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। 2017 সালে অবস্থা খুবই ভালো ছিল। কিন্তু 2018 সালে বাউন্টি প্রজেক্টগুলো সাকসেসফুল। 2018 ও ‌ 19 সালে ফোরাম জনপ্রিয়তা পায়নি। কিন্তু 2020 সালে ফোরাম অনেক জনপ্রিয়তা পেয়েছে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Perfect540 on December 18, 2020, 06:59:21 PM
এগুলো সম্পর্কে অনেকের শেখার আগ্রহ করে। অর্থাৎ ফোরাম এ অনেকে জয়েন করতে চায়। তবে নতুন ইউজারদের কাজ শেখানো অনেক ঝামেলা। নতুন ইউজাররা না বুঝে উল্টাপাল্টা অনেক কিছু করে। তাই আমি মনে করি নিজের ইচ্ছা যেখানে আসবে তারা উপার্জন করতে পারবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Tubelight on March 24, 2021, 11:11:26 AM
বর্তমানে ফোরাম এর জনপ্রিয়তা এবং ফোরামের ইউজার সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে।ইতোমধ্যে ফোরামের কিন্তু সংখ্যা প্রায় 2 মিলিয়ন এর কাছাকাছি চলে গেছে।আশা করছি ফোরামের জনপ্রিয়তা ভবিষ্যতে আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: Milon626 on March 24, 2021, 02:32:39 PM
ফোরামের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।  আমার বিশ্বাস  ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যতো গুলো একাউন্ট হয়েছিল   তার থেকে বেশি একাউন্ট হয়েছে এই ২০২০ এবং ২০২১ সালে। যতই ফোরামের জনপ্রিয়তা বাড়ছে, ততই ফোরামের ইউজার সংখ্যাও বাড়ছে।         
Title: Re: ফোরামের জন্ম / সদস্যের সংখ্যা ও আমাদের করনীয়।
Post by: RSRS on May 29, 2021, 04:00:27 PM
ফোরামের জনপ্রিয়তা যত বৃদ্ধি হবে ইউজার সংখ্যা ততই বাড়তে থাকবে। ফোরামে বর্তমানে যেভাবে ইউজার সংখ্যা বাড়তেছে তাতে কোন এক সময় বিট কয়েনের ফোরামের মত অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে। ফোরামে শুরু থেকে যত না ইউজার সংখ্যা হয়েছে 2020 থেকে 2021 সালের মধ্যে সবথেকে বেশি ইউজার সংখ্যা হয়েছে। ফোরামে ইউজার সংখ্যা বাড়াতে গিয়ে কেউ যেন মাল্টিপল একাউন্ট না করে মাথায় রাখতে হবে। কারণ মাল্টিপল ধরা পড়লে আইডি ব্যান্ড হয়ে যাবে।