তিন বছর পরিপূর্ণ হয়েছে আমাদের এই ফোরামের বয়স। ধীরে ধীরে আমাদের এই ফোরাম প্রানবন্ত হয়ে উঠছে। এখান থেকে ৭/৮ মাস পূর্বেও এই ফোরাম এত প্রান চঞ্চল ছিল না। আস্তে আস্তে আমাদের ফোরাম যৌবনে পদার্পণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের ফোরামের বয়স এবং সদস্য সংখ্যা জানতে পেরে খুশি হলাম। আমি আপনার সাথে একমত আমাদের ফোরামে সদস্য সংখ্যা বাড়াতে হবে। যত সদস্য বাড়বে ততই এর জনপ্রিয়তা বাড়বে। আর যেহেতু এখনো আমাদের ফোরামের সদস্য সংখ্যা ১ লক্ষ এর কম তাই এটা বৃদ্ধির জন্য রেফার ট্যকনিক এপ্লাই করা যায়। আমরা প্রত্যেকে যদি ৪/৫ জন করে রেফার করও তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের ফোরামের জনপ্রিয়তা আরো অনেক বৃদ্ধি পাবে। আপনাকে আবারও ধন্যবাদ এই প্রয়োজনীয় তথ্য শেয়ার করার জন্য।