Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on November 04, 2020, 04:36:05 AM

Title: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: JISAN on November 04, 2020, 04:36:05 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Altcoin1998$ on November 04, 2020, 04:46:04 AM
ভাই আপনাকে অনেক ধন্যবাদ কেননা ফোরাম এত ভ্যালিয়েবল ইনফরমেশন খুবই কোন পোস্ট করা হয়। অনেকে আছে একটি একটিভ একাউন্ট রেখে কিছু ব্যাকআপ আইডি খুলে রাখে। ওইসব বেবি স্টেপ ওই বড় বড় আইডির ব্যাকআপ।

+১ কারমা আপনার জন্য
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: JISAN on November 04, 2020, 04:49:41 AM
ভাই আপনাকে অনেক ধন্যবাদ কেননা ফোরাম এত ভ্যালিয়েবল ইনফরমেশন খুবই কোন পোস্ট করা হয়। অনেকে আছে একটি একটিভ একাউন্ট রেখে কিছু ব্যাকআপ আইডি খুলে রাখে। ওইসব বেবি স্টেপ ওই বড় বড় আইডির ব্যাকআপ।

+১ কারমা আপনার জন্য
ধন্যবার আপনার মত প্রশন করার জন্য। তবে আমার মনে হয় না যে এইগুলা কারো ব্যকাপ একাউন্ট। আমার মনে হচ্ছে জারা এগুলো একাউন্ট খুলেছিলো তারা নতুন ফোরামকে তুচ্ছ ভেবে চলে গেছিলো। তারা ভাবেনি যে একদিন ফোরাম এতো বড় হবে। যদি এটি ভাবতো তাহলে তারা এতোদিনে অনেক বেটার পজিশনে থাকতো।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Altcoin1998$ on November 04, 2020, 04:55:30 AM
ভাই আপনার প্রোফাইল ঘেটে দেখলাম আপনি আপনার অ্যাকাউন্ট অনেক আগেই খোলা ছিল কিন্তু মনে হয় আপনি নিয়মিত একটিভ ছিলেন না তাই বড় রেংকে পৌঁছাতে পারেন নাই। তবে আপনাকে ধন্যবাদ পুনরায় ফোরামে ফিরে আসার জন্য।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Psycho on November 04, 2020, 05:34:22 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক খোলার জন্য। খুবই তথ্যবহুল পোস্ট করেছেন। আপনার জন্য +১ কারমা রইল। পোস্টটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোস্টটি অনেক তথ্যবহুল হয়েছে। পোস্টটি থেকে জুনিয়র মিম্বর থেকে শুরু করে লেজেন্ডারি মেম্বার পর্যন্ত কিছু ধারনা ভাবে। সবার জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। অনেক সুন্দর ভাবে আপনি পোস্ট সাজিয়ে গুছিয়ে বলেছেন। আপনার জন্য শুভকামনা রইল। এরকম পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ। পোস্টটি থেকে সবাই জানতে পারবে কতগুলা অ্যাকাউন্ট রয়েছে এবং সর্বপ্রথম কারা একাউন্ট করেছিল।কত তারিখে একাউন্ট করা হয়েছে কত সালে করা হয়েছে আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে বলেছেন এতে করে সবার বুঝতে সুবিধা হবে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Nusrat on November 04, 2020, 05:42:47 AM
বর্তমানে ফোরাম এ  অনেকগুলো নাম্বার আছে। 50 60 হাজারেরও বেশি মেম্বার আছে। আমি ফোরামে নতুন jr মেম্বার। আমি সঠিকভাবে বলতে পারতেছি না যে সর্বপ্রথম কোন দশজন একাউন্ট খুলেছি লো। এটা জানার জন্য বড় ভাইদের অনুরোধ করছি। আমরা যারা জুনিয়র মেম্বার আছে তাদেরকে জানিয়ে দিবেন। তাহলে আমাদের অনেক কাজে লাগবে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Markuri33 on November 06, 2020, 01:49:32 PM
এই ফোরামে আমি দেখেছি আপনি অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন। যে পোস্টগুলো করেন সেগুলি সবগুলোই অনেক জ্ঞানমূলক কিছু থাকে তার ভিতরে। যা পড়ে অনেক কিছু শিখতে পারি।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এগিয়ে যান অনেক দূর।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: saidul2105 on November 06, 2020, 02:28:48 PM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
আপনার পোস্ট টি পড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার চোখের সামনে আসলো।
আমরা সবাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু এই বিষয়টা কখনোই কেউ সামনে আনি না।  তাই আমার মনে হয় আপনার পোস্টটির মাধ্যমে  খুবই ভালো একটা তথ্য সবার সামনে   তুলে ধরেছেন।    আর এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি আরও একটি বিষয় খেয়াল করে দেখলাম যে, আপনার একাউন্টও অনেক আগে খুলেছেন।  আপনি ২০১৮ সালে আপনার এই একাউন্ট টা খুলেছেন, কিন্তু সে অনুযায়ী আপনার এক্টিভিটি নেই।  আপনি তো এখন রেগুলার এক্টিভ থাকেন এবং অনেক মুল্যবান মুল্যবান তথ্য তুলে ধরতেছেন যা আমাদের জন্য খুবই প্রয়োজন।
আমি আশাবাদী যে, আপনি এভাবেই ফোরামে রেগুলার সময় দিয়ে আমাদের নানা রকম বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন এবং ফোরামের স্বার্থে কাজ করে যাবেন।
ধন্যবাদ।                                                                                           
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Mrkadir85 on November 06, 2020, 02:56:21 PM
 ভাই আপনার পোস্টটি অনেক সুন্দর ও তথ্যবহুল। এখান থেকে আমরা অনেক পুরনো বা ফোরামের প্রথম দশজন ইউজারদের একাউন্ট সম্পর্কে জানতে পারলাম। এবং তাদের আইডির রেঙ্ক কি এবং কে কোন দায়িত্ব আছে সে সম্পর্কে জানতে পারলাম। পোষ্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Irfan12@ on November 06, 2020, 03:04:34 PM
এত সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একজন এই ফোরামের নতুন ইউজার অবশ্যই আপনারা আমাকে এই প্রমের সকল নিয়ম কানুন বুঝিয়ে দিবেন আমাকে সিনিয়র ভাইয়ের অবশ্যই সাহায্য করবেন আমি আপনাদের পোস্টগুলো খুব ভালোভাবে পড়ে এবং বুঝার চেষ্টা করি এই সিনিয়র ভাইয়ের পোস্ট করে অনেক ইনফরমেটিভ তথ্য পেলাম আশাকরি সিনিয়র ভাইদের কাছ থেকে সবসময় সাহায্য পেয়ে যাব
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: babu10 on November 06, 2020, 03:49:29 PM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

যদিওবা এসব তথ্য তেমন কোন কাজে আসবেনা তারপরও আপনি যে ফোরামে ঘাইটা এসব বাহির করে সবাইকে জানার ব্যবস্থা করলেন তার জন্য আপনাকে ধন্যবাদ। সামনে আরো তথ্যবহুল কিছু নিয়ে আপনার সাথে আবার দেখা হবে। ;D ;D

ধন্যবাদ
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Btceth01 on November 06, 2020, 05:37:10 PM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
আপনাকে ভাই অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর করে ইনফরমেশন দিয়েছে। এই ইনফর্মেশন আমাদের জানা ছিল না। কিন্তু আপনার এই ইনফরমেশন থেকে আমি জানতে পারলাম।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Triedboy on November 06, 2020, 06:28:08 PM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

আমি দেখেছি এই ফোরামে আপনি অনেক পুরাতন তাহলে কেমন করে ভাই আপনি এত পিছিয়ে রয়েছেন। এবং আপনি যে পোস্ট গুলি দিয়ে থাকেন সেগুলো অনেক সুন্দর এবং সেই পোস্ট গুলি থেকে বেশকিছু শিক্ষণীয় বিষয় থাকে। যাতে করে আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।

+১ কারমা রইল আপনার জন্য।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Power420 on November 06, 2020, 06:30:53 PM
আপনি দশটি একাউন্টের নাম উল্লেখ করেছেন যেগুলো সর্বপ্রথম জন্ম হয়েছে এ ধরনের পোস্ট উল্লেখ করার জন্য আপনাকে ধন্যবাদ। নতুন এবং পুরান সবাই মিলে এ লোট কয়েন ফোরামটা কে এগিয়ে নিয়ে যাব কেউ কারো দেখে হিংসা করবো না সবাই মিলে কাজ করব।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Goblin on November 06, 2020, 06:31:54 PM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
খুবই তথ্যবহুল পোষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের মত নতুন ইউজারদের ফোরাম সম্পর্কে কোন ধারণা নেই। জুনিয়র মেম্বার থেকে শুরু করে লিজেন্ডারি মেম্বার পর্যন্ত এ পোস্ট থেকে উপকৃত হবে। আমি যদি কারমা দিতে পারতাম তাহলে আপনাকে একটি কারমা দিয়ে দিতাম।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: mahid on November 07, 2020, 07:57:06 PM
আপনার পোস্টে নতুন্যত্ত পেলাম। এটি একটি অসাধারন চর্চা। আপনাকে অনেক ধন্যবাদ। এত কস্ট করে ইনফরমেশন শেয়ার করার জন্য।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Papusha20 on November 08, 2020, 01:22:57 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

@ALEX FARID ভাই আপনি তো অনেক আগেই আপনার অ্যাকাউন্ট খুলেছিলেন কিন্তু আপনার আইডির সিরিয়ালটা রাখেননি কেন আপনি মনে হয় ঠিক মত একটিভ না থাকার কারণে আপনি উন্নত পজিশনে পৌঁছাতে পারেননি।আশা করি আপনি ভালো পজিশনে পৌছাতে পারবেন যদি নিয়মিত একটিভ থাকেন আপনি ফোরামে অনেক পরিশ্রম করেন যার কারণে এতো ভালো ভালো পোস্ট আপনার দেখতে পেরেছি।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: JISAN on November 08, 2020, 04:20:55 AM
আপনার পোস্টে নতুন্যত্ত পেলাম। এটি একটি অসাধারন চর্চা। আপনাকে অনেক ধন্যবাদ। এত কস্ট করে ইনফরমেশন শেয়ার করার জন্য।
যদি আপনারা উপক্রিত হন তাহলে আমার রিসার্চ / কষ্ট কাজে লাগবে। আমি আরো পোস্ট করার উৎসাহ পাবো। ফোরামের জেহেতু সিনিয়র মেম্বার হয়েছি। এগুলা আমার কর্তব্য
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Malam90 on November 08, 2020, 04:31:48 AM
ভাই আপনার প্রোফাইল ঘেটে দেখলাম আপনি আপনার অ্যাকাউন্ট অনেক আগেই খোলা ছিল কিন্তু মনে হয় আপনি নিয়মিত একটিভ ছিলেন না তাই বড় রেংকে পৌঁছাতে পারেন নাই। তবে আপনাকে ধন্যবাদ পুনরায় ফোরামে ফিরে আসার জন্য।

হা, উনার প্রফাইল আমারও আগের। আমি যখন এখানে আসি তখন থেকেই তার সাথে পরিচয়। অনেকদিন ফোরামে ইনএকটিভ ছিলেন। বর্তমানে তিনি আমার কথা রেখেছেন এবং একটিভ হয়েছেন। উনার মেধা অনুযায়ী উনি যদি একটিভ থাকেন তাহলে আমরা কিছু ভালো তথ্যবহুল পোস্ট পাবো। এই যে পোস্টটি উনি করেছেন আমার ভালোই লেগেছে। এখানে কিছু তথ্য তিনি দিয়েছেন আসলে এটা জানার দরকার ছিলো যে প্রথমে কোন কোন একাউন্ট করা হয়েছিলো এবং এখন তারা কোন কোন র‌্যাংকে আছেন।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: JISAN on November 08, 2020, 04:41:43 AM
ভাই আপনার প্রোফাইল ঘেটে দেখলাম আপনি আপনার অ্যাকাউন্ট অনেক আগেই খোলা ছিল কিন্তু মনে হয় আপনি নিয়মিত একটিভ ছিলেন না তাই বড় রেংকে পৌঁছাতে পারেন নাই। তবে আপনাকে ধন্যবাদ পুনরায় ফোরামে ফিরে আসার জন্য।

হা, উনার প্রফাইল আমারও আগের। আমি যখন এখানে আসি তখন থেকেই তার সাথে পরিচয়। অনেকদিন ফোরামে ইনএকটিভ ছিলেন। বর্তমানে তিনি আমার কথা রেখেছেন এবং একটিভ হয়েছেন। উনার মেধা অনুযায়ী উনি যদি একটিভ থাকেন তাহলে আমরা কিছু ভালো তথ্যবহুল পোস্ট পাবো। এই যে পোস্টটি উনি করেছেন আমার ভালোই লেগেছে। এখানে কিছু তথ্য তিনি দিয়েছেন আসলে এটা জানার দরকার ছিলো যে প্রথমে কোন কোন একাউন্ট করা হয়েছিলো এবং এখন তারা কোন কোন র‌্যাংকে আছেন।
আমি ফোরাম থেকে চলে গেছিলাম কারন এখানে স্পামিং  হতো প্রচুর। আর ভালো পোস্ট করার মত কেও ছিলো না। তাই রাগ করে চলে গেছিলাম। তবে আপনি বলার পর ফোরামে আবার ফিরে আসার পর দেখলাম এখানে অনেক মেম্বার হয়েছে। আর ভালো ভালো পোস্ট হচ্ছে তাই উৎসাহ পেয়ে আবার পোস্ট করা শুরু করলাম
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Rain075 on November 08, 2020, 06:20:45 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
আমরা দেখতে পেয়েছি এই ফোরামে অনেকটা অ্যাকাউন্ট আছে।কেউ হয়তো ইন্যাক্টিভ তারা হয়তো অনেক আগেই একাউন্ট করে চলে গেছে আর ফিরে আসে আবার কিছু কিছু করে রেখেছে সেগুলো অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এত সুন্দর করে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এগুলা কিন্তু আমরা ভাবতেও পারিনি কত সুন্দর করে বুঝিয়ে দিলে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: ttcsalam on November 08, 2020, 11:18:00 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
আপনি প্রথম থেকেই একজন মেধাবী মানুষ । আপনার মেধা আপনাকে অনেক দুরে নিয়ে যাবে এটা আমি আশাবদী।আমি মনে করছি এই অজানা তথ্য গুলো নতুনদের জন্য পথ চলার পাথেয় হিসাবে কাজ করবে।এবং আগামীতে এ রকম ধরনের তথ্য বহুল পোষ্ট যেন আরও পেতে পারি এ প্রত্যাশা থাকলো আপনার কাছে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Crypto_Somrat on November 08, 2020, 11:52:49 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
ধন্যবাদ ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন। হয়তো একাউন্টগুলো যারা খুলে ছিল, তখন তারা ফোরাম টাকে নতুন ভেবে এবং তুচ্ছ মনে করে এই ফোরামে আর সময় দেননি। আমি মনে করি তারা ভুল করেছেন। তারা হয়তো কল্পনাও করেনি যে একদিন এই ফোরাম এতটা এগিয়ে যাবে। কারণ বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন এর পরেই অ্যালার্ট কয়েন এর অবস্থান। আশাকরি সিনিয়রভাইদের সহায়তায় এই ফোরাম একদিন আরো এগিয়ে যাবে এবং আমরাও তার অবদান রাখতে পারব।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Zero0 on November 09, 2020, 09:49:25 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
ধন্যবাদ ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন। হয়তো একাউন্টগুলো যারা খুলে ছিল, তখন তারা ফোরাম টাকে নতুন ভেবে এবং তুচ্ছ মনে করে এই ফোরামে আর সময় দেননি। আমি মনে করি তারা ভুল করেছেন। তারা হয়তো কল্পনাও করেনি যে একদিন এই ফোরাম এতটা এগিয়ে যাবে। কারণ বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন এর পরেই অ্যালার্ট কয়েন এর অবস্থান। আশাকরি সিনিয়রভাইদের সহায়তায় এই ফোরাম একদিন আরো এগিয়ে যাবে এবং আমরাও তার অবদান রাখতে পারব।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন আমারও মনে হয়, এরা একাউন্ট করে ফোরাম টাকে নতুন মনে করে এই ফোরামে আর সময় নষ্ট করেনি। কিন্তু আমারও ধারণা তারা ভুল করেছে। তারা হয়তো ভাবেনি এই ফোরাম একদিন এতটা এগিয়ে যাবে। কারণ জনপ্রিয়তার দিক থেকে বিবেচনা করতে গেলে বিটকয়েন এর পরেই এ্যালাট কয়েন এর অবস্থান।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: kulkhan on November 09, 2020, 01:55:04 PM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্য দিয়ে আমাদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানতাম না যে আমাদের পূর্বসুরী কারা। জানতে পেরে খুব ভাল লাগল। আমি আশাকরি ভবিষ্যতে ফোরামের আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে জানতে পারব।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Ak600 on November 09, 2020, 07:12:37 PM
ভাই আপনাকে ধন্যবাদ এতগুলো ইনফরমেশন দেওয়ার এবং প্রত্যেকটি একাউন্ট কবে খোলা হয়েছিল এবং কতটি করে পোস্ট দিয়েছে সব কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে দোয়া রইল আপনার জন্য সামনে আরো ভালো কিছু না পোস্ট করতে পারেন ধন্যবাদ
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Rafiq on November 10, 2020, 04:03:44 PM
আপনার পোস্টে নতুন্যত্ত পেলাম। এটি একটি অসাধারন চর্চা। আপনাকে অনেক ধন্যবাদ। এত কস্ট করে ইনফরমেশন শেয়ার করার জন্য।
আমিও আপনার সথে একমত। যদিও এ তথ্যসমূহ বাস্তবে আমেদের তেমন কাজে আসবেনা, তদুপরি আমদের সবারই ফোরামের অতীত ইতিহাস জানা থাকা দরকার; যাতে আমরা অতীত থেকে শিক্ষানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Pitter on November 12, 2020, 05:02:18 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
আমার এ বিষয়ে জানা ছিল না। আপনা কে ধন্যবাদ।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Blue_sea on November 12, 2020, 08:47:24 PM
চমৎকার আপনা কে ধন্যবাদ।এটি পোস্ট না করলে হইত আর জানাই হতো না। এই নলেজ গুলো দরকার এগুলো জানা থাকলে জ্ঞান বাড়বে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Jaya60 on November 13, 2020, 03:38:28 PM
আপনাকে অনেক ধন্যবাদ। এই ফোরামে তারা অনেক এগিয়ে যাক এবং ফোরামের জন্য কিছু করুক এটা আমাদের প্রত্যাশা।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Jaya60 on November 13, 2020, 03:43:34 PM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

আমি এই ফোরামে অনেক জায়গায় গিয়ে দেখেছি যে আপনার পোস্ট গুলি অনেক সুন্দর। আপনি যে পোস্ট করেন সেই পোস্ট থেকে নতুন নতুন কিছু তথ্য পাওয়া যায়। এ ধরনের পোস্ট আপনার কাছ থেকে আরো আশা করি।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Malam90 on November 13, 2020, 03:47:33 PM
আপনার পোস্টে নতুন্যত্ত পেলাম। এটি একটি অসাধারন চর্চা। আপনাকে অনেক ধন্যবাদ। এত কস্ট করে ইনফরমেশন শেয়ার করার জন্য।
যদি আপনারা উপক্রিত হন তাহলে আমার রিসার্চ / কষ্ট কাজে লাগবে। আমি আরো পোস্ট করার উৎসাহ পাবো। ফোরামের জেহেতু সিনিয়র মেম্বার হয়েছি। এগুলা আমার কর্তব্য
আপনি এরকম তথ্যবহুল পোস্ট দিতে থাকুন। এতে নতুন পুরাতন সবাই উপকৃত হচ্ছে এবং হবে। আপনার পোস্টগুলো এখন গবেষণালব্ধ হয়। নতুনরাও উৎসাহিত হবে এরকম তথ্যবহুল এবং কোয়ালিটি পোস্ট করতে। একটিভ থাকবেন শত ব্যস্ততার মাঝেও। শুভ কামনা রইলো হিরো মেম্বার হওয়ার জন্য।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: salukhe on November 18, 2020, 11:42:34 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটা পোস্ট করার জন্য। আপনার পোষ্ট থেকে নতুন একটা তথ্য পেলাম। আশা করি আগামীতেও আমাদের ভালো ভালো তথ্য দিয়ে আমাদেরকে জানার সুযোগ করে দিবেন।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Chita76 on November 18, 2020, 01:31:25 PM
এরা সব ইউজার শুধু একাউন্টে খুলেছিল কিন্তু একাউন্ট এর রেংক বৃদ্ধি করে নাই যার কারণে তারা বেবি স্টেফি রয়ে গেছে। কিন্তু তারপরের অ্যাকাউন্টগুলো অবশ্যই উচ্চ মর্যাদা পৌঁছে গেছে। এবং পুরাতন ইউজার যারা তারা একটিভ থাকছে না এসব একাউন্ট তারা শুধু খুলে রেখেছে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Magepai on November 20, 2020, 12:44:29 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার কাছ থেকে অনেক নতুন নতুন তথ্য পাওয়া যায় সেজন্য আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Apower$ on November 21, 2020, 08:59:42 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট করার জন্য। আমি এই ফোরামে একদম নতুন তাই আমারে সম্পর্কে কোন ধারণা ছিল না। আপনার এই মূল্যবান পোষ্ট থেকে অনেক কিছু জানতে পারলম। ভবিষ্যতে আমাদের আরো অনেক কিছু জানাবেন ইনশাআল্লাহ।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Linda78 on November 21, 2020, 10:03:05 AM
ভাই আপনাকে অনেক ধন্যবাদ কেননা ফোরাম এত ভ্যালিয়েবল ইনফরমেশন খুবই কোন পোস্ট করা হয়। অনেকে আছে একটি একটিভ একাউন্ট রেখে কিছু ব্যাকআপ আইডি খুলে রাখে। ওইসব বেবি স্টেপ ওই বড় বড় আইডির ব্যাকআপ।

+১ কারমা আপনার জন্য
যারা শুরুতেই এখানে অ্যাকাউন্ট করেছে তাদের অবস্থা অনেকটাই ভালো। তারা বর্তমানে হাই পজিশনে আছে তারা অনেক অভিজ্ঞ কারণ তারা বুঝে শুনে অনেকেই আইডি খুলে রাখছে তার অবস্থা বুঝতে পেরে তাদের অবস্থান টা তৈরি করে নিতে পারছে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Hasan986 on November 22, 2020, 06:04:35 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
গ্রেট ওয়ার্ক ফরিদ ভাই। অনেক কিছু জানলাম। অনেক ভ্যালুএভন পোস্ট। আসলে এটা কখনো মাথায় আসে নি। অনেক গভীর চিন্তা ধারার মানুষ আপনি।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Tamsialu$$ on November 22, 2020, 07:13:24 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

এ ধরনের পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আসলে আপনাদের মত সিনিয়র ভাইরা যদি এ ধরনের পোস্ট না করতে তাহলে আমরা অনেক কিছুই জানতে পারতাম না।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: kulkhan on November 22, 2020, 07:57:50 AM
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র‍্যাংক কি?

১। এক নাম্বার একাউন্ট হলো admin  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=1) তিনি  অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর।

২। দুই নাম্বারে হলো tester (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=2) যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে।

৩। তিন নাম্বারে হলো SpartaICO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=3) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৪. চার নাম্বার হলো Ligareaux (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=4)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে।

৫। easybitcoin2013 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5) এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৬। CryptoGirl (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=6)এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন।

৭। Djalal7310  (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=7) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

৮। jondel (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=8) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে।

৯। Diego_Armando (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=9) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।

১০।   Emerphesis (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=10) এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
আপনার পোস্ট টি পড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার চোখের সামনে আসলো।
আমরা সবাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু এই বিষয়টা কখনোই কেউ সামনে আনি না।  তাই আমার মনে হয় আপনার পোস্টটির মাধ্যমে  খুবই ভালো একটা তথ্য সবার সামনে   তুলে ধরেছেন।    আর এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি আরও একটি বিষয় খেয়াল করে দেখলাম যে, আপনার একাউন্টও অনেক আগে খুলেছেন।  আপনি ২০১৮ সালে আপনার এই একাউন্ট টা খুলেছেন, কিন্তু সে অনুযায়ী আপনার এক্টিভিটি নেই।  আপনি তো এখন রেগুলার এক্টিভ থাকেন এবং অনেক মুল্যবান মুল্যবান তথ্য তুলে ধরতেছেন যা আমাদের জন্য খুবই প্রয়োজন।
আমি আশাবাদী যে, আপনি এভাবেই ফোরামে রেগুলার সময় দিয়ে আমাদের নানা রকম বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন এবং ফোরামের স্বার্থে কাজ করে যাবেন।
ধন্যবাদ।                                                                                         
আপনি ঠিকই বলেছেন যে একটি অতি গুরুত্বপূর্ণ একটি পোস্ট এটি। এর মাধ্যমে আমরা আমাদের পূর্বসুরীদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আর এই তথ্য গুলি পেতে আপনাকে অনেক সময় দিতপ হয়েছে। এ জন্য আপনাকে আবার ও ধন্যবাদ।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Primo1760 on November 22, 2020, 04:02:30 PM
আপনাকে অনেক অনেক ধন্যবাদ পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আপনার পোস্টটি থেকে জানতে পারলাম সর্বপ্রথম কারা আইডি খুলেছে। এবং কাজের পজিশন গুলো দেখে অবাক লাগে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Triedboy on November 25, 2020, 02:50:54 AM
এরা সব ইউজার শুধু একাউন্টে খুলেছিল কিন্তু একাউন্ট এর রেংক বৃদ্ধি করে নাই যার কারণে তারা বেবি স্টেফি রয়ে গেছে। কিন্তু তারপরের অ্যাকাউন্টগুলো অবশ্যই উচ্চ মর্যাদা পৌঁছে গেছে। এবং পুরাতন ইউজার যারা তারা একটিভ থাকছে না এসব একাউন্ট তারা শুধু খুলে রেখেছে।

আমি মনে করি যে এগুলো আইডি হয়তো তাদের কোন ব্যাকআপ আইডি হতে পারে। আমি দেখেছি অনেক পুরাতন ইউজার রা পুনরায় এই ফোরামে ফিরে এসেছে।
Title: Re: ফোরামে সর্বপ্রথম খোলা ১০ টি একাউন্ট এবং তাদের পজিশন
Post by: Web Designer on December 29, 2023, 07:30:43 AM
লিজেন্ডদের সম্পর্কে জেনে ভালো লাগলো ভাই। এই পোস্টটি ২০২০ সালের আর এখন ২০২৩ শেষর মাত্র ২ দিন বাকি। আপনাকে অগ্রিম অভিনন্দন জানাই কেননা আর মাত্র ৬ টি পোস্ট করলেই আপনার পজিশন লিজেন্ডারি হয়ে যাবে।