Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
ফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র্যাংক কি? ১। এক নাম্বার একাউন্ট হলো admin তিনি অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর। ২। দুই নাম্বারে হলো tester যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে। ৩। তিন নাম্বারে হলো SpartaICO এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে। ৪. চার নাম্বার হলো Ligareauxএটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে। ৫। easybitcoin2013 এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে। ৬। CryptoGirlএটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন। ৭। Djalal7310 এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে। ৮। jondel এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে। ৯। Diego_Armando এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে। ১০। Emerphesis এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।
আপনার পোস্টে নতুন্যত্ত পেলাম। এটি একটি অসাধারন চর্চা। আপনাকে অনেক ধন্যবাদ। এত কস্ট করে ইনফরমেশন শেয়ার করার জন্য।
ভাই আপনার প্রোফাইল ঘেটে দেখলাম আপনি আপনার অ্যাকাউন্ট অনেক আগেই খোলা ছিল কিন্তু মনে হয় আপনি নিয়মিত একটিভ ছিলেন না তাই বড় রেংকে পৌঁছাতে পারেন নাই। তবে আপনাকে ধন্যবাদ পুনরায় ফোরামে ফিরে আসার জন্য।
Quote from: Altcoin1998$ on November 04, 2020, 04:55:30 AMভাই আপনার প্রোফাইল ঘেটে দেখলাম আপনি আপনার অ্যাকাউন্ট অনেক আগেই খোলা ছিল কিন্তু মনে হয় আপনি নিয়মিত একটিভ ছিলেন না তাই বড় রেংকে পৌঁছাতে পারেন নাই। তবে আপনাকে ধন্যবাদ পুনরায় ফোরামে ফিরে আসার জন্য।হা, উনার প্রফাইল আমারও আগের। আমি যখন এখানে আসি তখন থেকেই তার সাথে পরিচয়। অনেকদিন ফোরামে ইনএকটিভ ছিলেন। বর্তমানে তিনি আমার কথা রেখেছেন এবং একটিভ হয়েছেন। উনার মেধা অনুযায়ী উনি যদি একটিভ থাকেন তাহলে আমরা কিছু ভালো তথ্যবহুল পোস্ট পাবো। এই যে পোস্টটি উনি করেছেন আমার ভালোই লেগেছে। এখানে কিছু তথ্য তিনি দিয়েছেন আসলে এটা জানার দরকার ছিলো যে প্রথমে কোন কোন একাউন্ট করা হয়েছিলো এবং এখন তারা কোন কোন র্যাংকে আছেন।
Quote from: ALEX FARID on November 04, 2020, 04:36:05 AMফোরামে পদায় ৭৭,০০০ মেম্বার আছে। তবে আমরা সবাই কি জানি। এখানে সর্বপ্রথম কারা কারা একাউন্ট করেছিলো এবংং তাদের র্যাংক কি? ১। এক নাম্বার একাউন্ট হলো admin তিনি অক্টোবর ১৫, ২০১৭ সালে একাউন্ট করেছিলো। আর তিনি এই ফোরামের ক্রিয়েটর। ২। দুই নাম্বারে হলো tester যা খোলা হয় অক্টোবর ১৬, ২০১৭ সালে। ফোরাম ঠিক ঠাক কাজ করতেছে কি না তা পরিক্ষা করার জন্য খোলা হয়। আর এটি Baby Steps এই রয়ে গেছে কারন ৩১ টা পোস্ট করার পর আর কোনো পোস্ট করা হয়নি এটি দিয়ে। ৩। তিন নাম্বারে হলো SpartaICO এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে। ৪. চার নাম্বার হলো Ligareauxএটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৫ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Baby Steps এই রয়ে গেছে। ৫। easybitcoin2013 এটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে 4 টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে। ৬। CryptoGirlএটিও ১৬ অক্টোবর ২০১৭ তে খোলা হয় সে এখনও ফোরামে এক্টিভ আছে সে Sr. Member পজিশনে আছেন। ৭। Djalal7310 এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে। ৮। jondel এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৮১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও Jr. Member এই রয়ে গেছে। ৯। Diego_Armando এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ৪ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে। ১০। Emerphesis এটি ১৭ অক্টোবর ২০১৭ তে খোলা হয় তবে ১ টার বেশি ওই একাউন্ট থেকে পোস্ট হয়নি তাই এটিও 1st Step এই রয়ে গেছে।ধন্যবাদ ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন। হয়তো একাউন্টগুলো যারা খুলে ছিল, তখন তারা ফোরাম টাকে নতুন ভেবে এবং তুচ্ছ মনে করে এই ফোরামে আর সময় দেননি। আমি মনে করি তারা ভুল করেছেন। তারা হয়তো কল্পনাও করেনি যে একদিন এই ফোরাম এতটা এগিয়ে যাবে। কারণ বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন এর পরেই অ্যালার্ট কয়েন এর অবস্থান। আশাকরি সিনিয়রভাইদের সহায়তায় এই ফোরাম একদিন আরো এগিয়ে যাবে এবং আমরাও তার অবদান রাখতে পারব।