Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on November 05, 2020, 09:00:10 AM

Title: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: JISAN on November 05, 2020, 09:00:10 AM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Msweet on November 05, 2020, 11:44:08 AM
অন্যান্য ক্রিপ্টোসের তুলনায় বিটিসির দাম কেন বেশি এবং এর দাম এত বেশি কেন এমন কিছু কারণ রয়েছে।
 1. এটি প্রথম ক্রিপ্টোকারেন্সি, এটির খুব কম দাম রয়েছে এবং তারপরে খুব বেশি দামের হয়ে বেড়ে উঠছে।
 ২. অনেক লোক এটিকে এর সীমিত সরবরাহ সহ ব্যবহার করে এবং ধরে রাখে
 ৩. সরবরাহ সীমিত তবে বিটিসির চাহিদা অনেক বেশি
 ৪. এটির ট্রেডিং পরিমাণ খুব বেশি
 ৫. এটি বিশ্বস্ত, যোগ্য, অর্থ প্রদানের লেনদেন হিসাবে ব্যবহারের জন্য উপলব্ধ এবং আরও অনেকগুলি।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Zero0 on November 05, 2020, 12:57:45 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
ভাই বিটকয়েন বিশ্বের নাম্বার ওয়ান একটি কয়েন হিসেবে পরিচিত। ক্রিপ্টোকারেন্সি এর দাম সব সময় ওঠানামা করবে এটাই স্বাভাবিক। তবে এখানে যুক্তরাষ্ট্রের নির্বাচনের কোন হাত রয়েছে কিনা সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন। এখানে নির্বাচনের কোন হাত থাকলেও থাকতে পারে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Nostoman on November 05, 2020, 01:16:29 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
যুক্তরাষ্ট্রের নির্বাচন একমাত্র কারণ নয়। বিটকয়েনের দাম কয়েকদিন থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছে।এটা ভালো একটা বিষয় বিশেষ করে হোল্ডারদের জন্য।এর আগে কোন এক কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিটকয়েন এর বিরোধিতা অর্থাৎ বিটকয়েন সম্পর্কে কিছু নেগেটিভ বক্তব্য দিয়েছিল। তারপরেও কিন্তু বিটকয়েন ধ্বংস হয়নি।তাই আমি মনে করি কোন নির্দিষ্ট দেশ বিটকয়েন কে দমিয়ে রাখতে পারবে না। নির্বাচন নিয়ে এরকম প্রশ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কিছু লোক মনে করছে যে প্রভাব ফেলতে পারে। তবে আমি ভবিষ্যৎ সম্পর্কে জানিনা। কিন্তু আমি মনে করি প্রভাব পড়বে না।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Magepai on November 05, 2020, 01:46:19 PM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন হঠাৎ করে বিটকয়েনের দাম বেড়ে গেছে এটার কোন কিছুই বুঝতে পারিনি। তো আমার মনে হয় এরমধ্যে লোকজন আবার ইনভেস্ট করা শুরু দিয়েছে যে কারণে হঠাৎ করেই বিটকয়েনের দাম বেড়ে গিয়েছে। কিন্তু এটাও সঠিক সেটা সঠিক করে আসলে বলাটা মুশকিল।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Triedboy on November 05, 2020, 02:01:59 PM
আমার মনে হয় আমেরিকার নির্বাচন বিটকয়েনের ওপর কোনো প্রভাব ফেলবে না। করণা ভাইরাসের কারণে সারা বিশ্বের সকল মার্কেট এবং সকল মিল ফেক্টরী সবকিছুই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই মহামারী করোনাভাইরাস যেহেতুবিটকয়েনের ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি আমার বিশ্বাস আমেরিকার নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: JISAN on November 05, 2020, 02:09:17 PM
আমার মনে হয় আমেরিকার নির্বাচন বিটকয়েনের ওপর কোনো প্রভাব ফেলবে না। করণা ভাইরাসের কারণে সারা বিশ্বের সকল মার্কেট এবং সকল মিল ফেক্টরী সবকিছুই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই মহামারী করোনাভাইরাস যেহেতুবিটকয়েনের ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি আমার বিশ্বাস আমেরিকার নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
হ্যা ঠিক কিন্তু ট্রাম্প কোনো নেগেটিভ বক্তব্য দিলে বিটকয়েনে উপর সামান্য হলেও প্রভাব পরে। তাই আমার মনে হলো যে নির্বাচনে জন্যও বিটকয়েনের পাম্প হতে পারে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Ak600 on November 05, 2020, 04:12:15 PM
ভাই বিটকয়েন হচ্ছে বিশ্বের সর্বোচ্চ নাম্বার ওয়ান কয়েন। তাই যুক্তরাষ্ট্র নির্বাচন উপলক্ষ্যে বাঁড়ার কোন কারণ নয় আমার মনে হয় আবার মানুষ বিটকয়েনের প্রতি ঝুঁকছে এবং বিনিয়োগ করছে একমাত্র কারণ হলো এটি আপনি একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ বড় ভাই
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Greatwall on November 05, 2020, 04:33:14 PM
আমি এই ফোরামে কাজ করছি বেশ কিছুদিন হয়েছে। এইটুকু সময়ের মধ্যে আমি দেখেছি অনেক পচা টোকেন আছে যেগুলো হঠাৎ করে এতটা পাম্প করে যেটা ধারনার বাহিরে। কিন্তু বিটকয়েন তো সকল কয়েনের রাজা এটি যেকোন সময় বাড়বে সেটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে এতটা বৃদ্ধি পাবে কেউ সেটা জানতো না। যেহেতু বেড়েছে অবশ্যই এটা খুশির সংবাদ যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: saidul2105 on November 05, 2020, 04:35:02 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
ভাই বিটকয়েন কোন একটি দেশকে কেন্দ্র করে চলে না।  বিটকয়েন সারা বিশ্ব কে কেন্দ্র করে চলে।  এখানে বিনিয়োগ যতই বেশি হবে, এর মূল্যও ততই বাড়বে।  তাছাড়া মহামারী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসে পড়েছে তাই হয়তো অনেক বিনিয়োগকারি আবার বিটকয়েনের দিকে আসতে শুরু করেছে, এ জন্যও বিটকয়েনের দাম পাম্প হতে পারে।
তবে আপনি যে প্রসঙ্গ টা তুলে ধরেছেন সেটাকেউ একেবারে ফেলে দেবার মতো কোন কারণ নেই।  আপনার কথায়ও লজিক আছে।  আমেরিকার নির্বাচন এর জন্যও বিটকয়েনের দাম পাম্প হতে পারে, তবে এ সম্পর্কে আমার কোন  সুস্পষ্ট ধারণা নেই।                                                               
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Greatwall on November 05, 2020, 04:53:00 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
ভাই বিটকয়েন কোন একটি দেশকে কেন্দ্র করে চলে না।  বিটকয়েন সারা বিশ্ব কে কেন্দ্র করে চলে।  এখানে বিনিয়োগ যতই বেশি হবে, এর মূল্যও ততই বাড়বে।  তাছাড়া মহামারী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসে পড়েছে তাই হয়তো অনেক বিনিয়োগকারি আবার বিটকয়েনের দিকে আসতে শুরু করেছে, এ জন্যও বিটকয়েনের দাম পাম্প হতে পারে।
তবে আপনি যে প্রসঙ্গ টা তুলে ধরেছেন সেটাকেউ একেবারে ফেলে দেবার মতো কোন কারণ নেই।  আপনার কথায়ও লজিক আছে।  আমেরিকার নির্বাচন এর জন্যও বিটকয়েনের দাম পাম্প হতে পারে, তবে এ সম্পর্কে আমার কোন  সুস্পষ্ট ধারণা নেই।                                                               

আমেরিকান নির্বাচনে বিটকয়েন এর উপর কোনো প্রভাব পড়বে না এটা আমার বিশ্বাস। কিন্তু কিছুটা হয়তো প্রভাব পড়তে পারে। কিন্তু কিছু দিনের মধ্যে যে বিটকয়েনের প্রাইস এতটা বৃদ্ধি পাবে সেটা কেউ আন্দাজ করতে পারেনি। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি সবাই চাই বিটকয়েনের প্রাইস আরো বেশি হোক তাহলে ভালো।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Jackson on November 05, 2020, 05:01:29 PM
আমি এই ফোরামে এসেছি নতুনে |তাই সঠিক ভাবে বলতে পারব না কেন আসলে বিটকয়েনের দাম হঠাৎ করে এতটা বৃদ্ধি পেয়েছে|
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: kulkhan on November 05, 2020, 07:38:55 PM
আমার মনে হয় বিটকয়েনের দাম বৃদ্ধিতে আমেরিকার নির্বাচনের প্রভাব থাকতে পারে। এছাড়াও বিশ্ব অর্থনীতি আস্তে আস্তে করনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে তার কারণে স্বভাবিক ভাবে এর দাম বাড়তে পারে এটা অস্বাভাবিক কিছু নয়। আমি চাই বিটকয়েনের দাম আরো বেড়ে তারপর স্টাবল পর্যায়ে আসুক।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Zero0 on November 06, 2020, 02:59:27 AM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় পরিবর্তনশীল এই মার্কেটে কয়েন গুলোর দাম উঠানামা করবে এটাই স্বাভাবিক। বিটকয়েন বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি কয়েন এটা আমাদের সবার জানা। 2017 সালের পর বিটকয়েনের দাম ধীরে ধীরে কমতে থাকলেও এখন আবার পাম্প করতে শুরু করেছে। ধারণা করা যাচ্ছে বিটকয়েন আবার তার রেকর্ড পর্যায়ে পৌঁছাবে। তবে বিটকয়েনের দাম বাড়ার সাথে যুক্তরাষ্ট্রের নির্বাচনের কোন হাত আছে কিনা সে বিষয়ে আমার কোন ধারণা নেই। আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন এক্ষেত্রে নির্বাচনের হাত থাকলেও থাকতে পারে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Markuri33 on November 06, 2020, 03:03:46 AM
অন্যান্য ক্রিপ্টোসের তুলনায় বিটিসির দাম কেন বেশি এবং এর দাম এত বেশি কেন এমন কিছু কারণ রয়েছে।
 1. এটি প্রথম ক্রিপ্টোকারেন্সি, এটির খুব কম দাম রয়েছে এবং তারপরে খুব বেশি দামের হয়ে বেড়ে উঠছে।
 ২. অনেক লোক এটিকে এর সীমিত সরবরাহ সহ ব্যবহার করে এবং ধরে রাখে
 ৩. সরবরাহ সীমিত তবে বিটিসির চাহিদা অনেক বেশি
 ৪. এটির ট্রেডিং পরিমাণ খুব বেশি
 ৫. এটি বিশ্বস্ত, যোগ্য, অর্থ প্রদানের লেনদেন হিসাবে ব্যবহারের জন্য উপলব্ধ এবং আরও অনেকগুলি।

আপনার এই পোস্টটি থেকে মোটামুটি বুঝতে পেরেছি আসলে বিটকয়েনের দাম হঠাৎ করে অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ গুলি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: salukhe on November 06, 2020, 06:46:43 AM
বিটকয়েন বিশ্বের মধ্যে  একটি জনপ্রিয় কয়েন। তবে বিটকয়েনের দাম এত তাড়াতাড়ি বেড়ে যাবে আমরা সেটা কখনো ভাবতে পারিনি। 2021 সালের মধ্যে বিটকয়েনের দাম 18 হাজার ডলার  ছাড়িয়ে যাবে। বিটকয়েন বিশ্বের মধ্যে প্রথম ছিল প্রথমে থাকবে। অন্য কোন কয়েন  বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারবেনা।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Rakin343 on November 06, 2020, 06:57:34 AM
আমরা দেখতে পাচ্ছি কালকে থেকে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে।এত দ্রুত গতিতে বেড়ে চলেছে যে আমরা কল্পনাও করতে পারিনাই যে এত দ্রুত বৃদ্ধি ভালো। আমার মনে হয় নির্বাচনের কিছুটা হলেও প্রভাব এখানে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এর সে জো বাইডেন প্রেসিডেন্ট হলেন আরো বেশি বৃদ্ধি হবে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Nusrat on November 06, 2020, 01:03:46 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
হ্যাঁ ভাই বিটকয়েনের দাম যেভাবে বাড়তেছে। আমার তো একেবারে ডাউন হয়ে যাবে না। বিটকয়েনের দাম বাড়লে আমাদের পক্ষে ভালো।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Goblin on November 06, 2020, 01:06:58 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে বিটকয়েনের সাথে সাথে প্রায় সবগুলো কয়েন এর প্রাইজ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিভাবে সম্ভব। সবগুলো কয়েনের প্রাইস একসাথে বৃদ্ধি পাচ্ছে কেন? বিটকয়েন 16 হাজার ছাড়িয়েছে আর একদিকে ইথেরিয়াম 450 ডলার ছাড়িয়েছে। বাকি সব কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে হাত আছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Power420 on November 06, 2020, 01:55:17 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি

হঠাৎ করে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার কারণ হলো ইলেকশন। যদিও চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিল কিন্তু ইলেকশনের ডোনালট্রাম হেরে যাওয়ার কারণে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে কারণ সরকার পরিবর্তন হলে দেশের উন্নতি আশা করা যায়। একে অপরের চেয়ে ভালো করতে চায় যার কারণে ডোনালট্রাম হেরে যাওয়ার কারণে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: babu10 on November 06, 2020, 03:59:58 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
যুক্তরাষ্ট্রের নির্বাচন একমাত্র কারণ নয়। বিটকয়েনের দাম কয়েকদিন থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছে।এটা ভালো একটা বিষয় বিশেষ করে হোল্ডারদের জন্য।এর আগে কোন এক কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিটকয়েন এর বিরোধিতা অর্থাৎ বিটকয়েন সম্পর্কে কিছু নেগেটিভ বক্তব্য দিয়েছিল। তারপরেও কিন্তু বিটকয়েন ধ্বংস হয়নি।তাই আমি মনে করি কোন নির্দিষ্ট দেশ বিটকয়েন কে দমিয়ে রাখতে পারবে না। নির্বাচন নিয়ে এরকম প্রশ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কিছু লোক মনে করছে যে প্রভাব ফেলতে পারে। তবে আমি ভবিষ্যৎ সম্পর্কে জানিনা। কিন্তু আমি মনে করি প্রভাব পড়বে না।

জি ভাই আমারও তাই মনে হয়। নির্বাচনের সাথে বিটিসি দাম বাড়া বা কমার কোন কারন নাই বরং নির্বাচনের আগে বাড়ার প্রয়োজন ছিল কারন সবাই বলে বিটিসি বিভিন্ন খারাপ কাজে ব্যবহার হয় তাহলে নির্বাচনের আগে তার লেনদেন বাড়ার কথা এবং মার্কেট ও আপ হবার কথা তাই নির্বাচন শেষ হবার পরে দাম বাড়ার কোন কারন দেখিনা। আমি মনে করি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।

ধন্যবাদ
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Btceth01 on November 06, 2020, 05:27:19 PM
আমার মনে হয় আমেরিকা নির্বাচনের জন্য বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে।তবে এখনো সঠিকভাবে কিছু বলতে পারতেছি না যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই এখানে বলবেন আপনাদের উত্তর আশা করছি।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Papusha20 on November 09, 2020, 11:53:39 AM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি

আমি আপনার সাথে একমত কারণ চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনের কারণে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।এবং অন্যান্য দেশও বিটকয়েন সাপোর্ট করেছে যার কারণে অনেকগুলো কারণ মিলে বিটকয়েনের দাম অতিরিক্ত মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: labonikhatun on November 09, 2020, 12:08:21 PM
বিটকয়েন বিশ্বের মধ্যে একটি জনপ্রিয় কয়েন। তবে বিটকয়েনের দাম এত তাড়াতাড়ি বেড়ে যাবে আমরা সেটা কখনো ভাবিনি। বিটকয়েন এর দাম বাড়ার কারণ হচ্ছে এই মুদ্রার চাহিদা যত বাড়বে বিনিয়োগ বেশি হবে যেটা বিটকয়েন কে উচ্চ মূল্যে পৌঁছাবে দিবে। মার্কিন নির্বাচন ছাড়াও করোনা পরিস্থিতি বিটকয়েন দামকে বাড়িয়ে দিয়েছে। করোনার প্রভাব বিটকয়েন এর ওপরে না পড়াতে সবাই বিটকয়েন এর দিকে ঝুঁকছে যার কারণে এর দাম বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: kulkhan on November 09, 2020, 01:48:01 PM
আমার মনে হয় আমেরিকার নির্বাচন বিটকয়েনের ওপর কোনো প্রভাব ফেলবে না। করণা ভাইরাসের কারণে সারা বিশ্বের সকল মার্কেট এবং সকল মিল ফেক্টরী সবকিছুই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই মহামারী করোনাভাইরাস যেহেতুবিটকয়েনের ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি আমার বিশ্বাস আমেরিকার নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
হ্যা ঠিক কিন্তু ট্রাম্প কোনো নেগেটিভ বক্তব্য দিলে বিটকয়েনে উপর সামান্য হলেও প্রভাব পরে। তাই আমার মনে হলো যে নির্বাচনে জন্যও বিটকয়েনের পাম্প হতে পারে।
আমি আপনার সাথে পুরো পুরি একমত, আমেরিকার নির্বাচন এর প্রভাব আছে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে। আমরা অনেক সময় লক্ষ্য করেছি ট্রাম্প ভাষন দিলে বিভিন্ন মার্কেট যেমন ফরেক্স মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউন হয়, কারন সে এই ক্রিপ্টোকারেন্সির ঘোর বিরোধী, যেহেতু সে পরাজিত হয়েছে তাই বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: sky20 on November 12, 2020, 09:17:57 PM
হঠাৎ করে বিটকয়েন বাড়ার একমাত্র কারন হল ইউ এস এর নির্বাচন উপলক্ষে। নির্বাচনে ট্রাম্প হেরে গেছে ফলে বিজয়ী বাইডেন এর ভলদিক বিবেচনা করে এর অনুমোদনও দিতে পারে। আর তা যদি হয় তাহলে বিটিসি 100000 ডলারে যেতও পারে কোন সন্দেহ নেই।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Magepai on November 13, 2020, 02:16:21 AM
আমরা দেখতে পাচ্ছি কালকে থেকে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে।এত দ্রুত গতিতে বেড়ে চলেছে যে আমরা কল্পনাও করতে পারিনাই যে এত দ্রুত বৃদ্ধি ভালো। আমার মনে হয় নির্বাচনের কিছুটা হলেও প্রভাব এখানে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এর সে জো বাইডেন প্রেসিডেন্ট হলেন আরো বেশি বৃদ্ধি হবে।

জি ভাই আপনি ঠিক বলেছেন। তার কারণ হলো জো বাইডেন একজন ক্রিপ্টো ইনভেস্টারক।যার ফলে আমি মনে করি যে যেহেতু জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছে অতএব বিটকয়েনের প্রাইস আরও বাড়ার সম্ভাবনা আছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Blue_sea on November 13, 2020, 05:00:53 AM
আমার মনে হয় আমেরিকার নির্বাচন বিটকয়েনের ওপর কোনো প্রভাব ফেলবে না। করণা ভাইরাসের কারণে সারা বিশ্বের সকল মার্কেট এবং সকল মিল ফেক্টরী সবকিছুই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই মহামারী করোনাভাইরাস যেহেতুবিটকয়েনের ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি আমার বিশ্বাস আমেরিকার নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
আপনার কথায় যুক্তি আছে। তবে আর একটি বিষয় মাথায় রাখতে হবে। সেটা হল যে ভাইরাস কিন্তু এখনো যায় নি। সবাই কে সর্তক থাকতে হবে। তবে আমি মনে করি নির্বাচনটাও একটি গুরুত্বপুর্ণ বিষয়  বিটকয়েনের দাম বাড়ার ক্ষেত্রে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Markuri33 on November 17, 2020, 06:10:59 PM
বিটকয়েন প্রাইস বাড়বে এটা সবাই আন্দাজ করতে পেরেছিল। বিটকয়েন প্রাইস এতটা বৃদ্ধি পাবে সেটা কেউ জানতো না। তো আমি মনে করি যে ভেটকানো প্রায় যেহেতু বেড়েছে তো যারা কি প্রকারের সাথে কাজ করে সবার জন্যই অনেক খুশির সংবাদ।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Apower$ on November 17, 2020, 06:19:45 PM
হঠাৎ করে বিটকয়েন প্রাইস এতটা বৃদ্ধি পাবে এটা আমি কখনোই ভাবিনি'। আসলে বলতে গেলে আমার মনে হয় এটা কেউ জানে না।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Triedboy on November 25, 2020, 04:00:17 AM
বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এভাবে অস্বাভাবিকভাবে বেড়ে যাবে সেটা কেউ কল্পনা করতে পারিনি। তো কেন এতটা বৃদ্ধি পেয়েছে এটা সবার মনেই প্রশ্ন জেগেছে।কিন্তু এ পর্যন্ত এ প্রশ্নটা কেউ খুঁজে পাইনি আসলে কেন বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এতটা বৃদ্ধি পেল। এ সম্পর্কে আমারও সঠিক ধারণা নেই।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Crypto_Somrat on November 25, 2020, 04:27:46 AM
বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এভাবে অস্বাভাবিকভাবে বেড়ে যাবে সেটা কেউ কল্পনা করতে পারিনি। তো কেন এতটা বৃদ্ধি পেয়েছে এটা সবার মনেই প্রশ্ন জেগেছে।কিন্তু এ পর্যন্ত এ প্রশ্নটা কেউ খুঁজে পাইনি আসলে কেন বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এতটা বৃদ্ধি পেল। এ সম্পর্কে আমারও সঠিক ধারণা নেই।
আপনি ঠিক বলেছেন আমাদের সবার মনেই একই প্রশ্ন। হঠাৎ করে বিটকয়েনের দাম এতটা বেড়ে গেল কেন এবং বিটকয়েনের দাম এখনও ঊর্ধ্বমুখী এখনো বেড়েই চলেছে। বিটকয়েনের দাম এখন প্রায় 19 হাজার ডলারের কাছাকাছি। এটা দেখে খুব ভালো লাগছে যে বিটকয়েন আবার তার নিজের করা রেকর্ড নিজেই ভাঙতে চলেছে। অনেকের ধারণা ছিল বিটকয়েনের দাম বৃদ্ধির পেছনে ইউএসএ এর নির্বাচন এর হাত রয়েছে। নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছে। অনেকের ধারণা জো বাইডেন ভালো বিনিয়োগকারী হয়তো একারণে বিটকয়েনের দাম হঠাৎ করে এভাবে পাম্প করছে। এটা শুধুই আমাদের ধারণা। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় ওঠানামা করবে এটাই স্বাভাবিক।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: mahid on November 25, 2020, 06:46:16 AM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
চার্ট দেখে কোন কয়েনের দাম বাড়ে বা কমেনা। চার্ট টা মুলত বিটকয়েনের মুভমেন্টে ডিটেকশনের কাজ করে। আর এখান থেকে ইনভেস্টররা তাদের স্রাটাটিজি কাজে লাগিযে ট্রেড করে থাকে। তবে আমেরিকার নির্বাচন ‍কিছু টা হলেও যে প্রভাব রাখছে তাতে কোন সন্দেহ নেই।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Hasan986 on November 25, 2020, 08:40:17 AM
আমেরিকার নির্বাচন প্রভাব ফেলছে ক্রিপ্টো তে মনে হয়। তবে আমি ভেবেছিলাম বাইডেন জিতলে ক্রিপ্টো তে দস নামবে। তবে তার উল্টা টা হলো। নাকি এই পাম্প টার্ম্পের কোন কারসাজি!
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Cristiano on November 25, 2020, 09:51:05 AM
অন্যান্য ক্রিপ্টোসের তুলনায় বিটিসির দাম কেন বেশি এবং এর দাম এত বেশি কেন এমন কিছু কারণ রয়েছে।
 1. এটি প্রথম ক্রিপ্টোকারেন্সি, এটির খুব কম দাম রয়েছে এবং তারপরে খুব বেশি দামের হয়ে বেড়ে উঠছে।
 ২. অনেক লোক এটিকে এর সীমিত সরবরাহ সহ ব্যবহার করে এবং ধরে রাখে
 ৩. সরবরাহ সীমিত তবে বিটিসির চাহিদা অনেক বেশি
 ৪. এটির ট্রেডিং পরিমাণ খুব বেশি
 ৫. এটি বিশ্বস্ত, যোগ্য, অর্থ প্রদানের লেনদেন হিসাবে ব্যবহারের জন্য উপলব্ধ এবং আরও অনেকগুলি।
অনেক ধন্যবাদ কারন গুলো উপস্থাপন করার জন্য আপনি খুবই সুন্দর ভাবে কারণগুলো উপস্থাপন করেছেন।জুনিয়র মেম্বারদের বুঝতে কোন অসুবিধা হবে না। এভাবে উপস্থাপন করলে ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Primo1760 on November 25, 2020, 03:08:27 PM
আসলে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে ভাড়া কারণ হচ্ছে এর আমদানিকারক।আমি শুনেছি যে যে পরিমাণের বিটকয়েন আছে তার চেয়ে বেশি আর উৎপন্ন করতে পারবেনা এর উপন্যাস স্থান নির্দিষ্ট থাকবে এইজন্য বিটকয়েন এর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Linda78 on November 25, 2020, 03:40:20 PM
অনেকেই ধারণা করছেন যে আমেরিকার নির্বাচন হওয়ার পর জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই বিটকয়েনের দাম বাড়ছে। অনেক জ্ঞানীরা মনে করেন যে যদি আমেরিকায় বিটকয়েনের বৈধতা দেয় তাহলে এর দাম আরো বাড়বে। আমার আর ও করতে পারি 2020 সালের মধ্যেই বিটকয়েনের দাম 20 হাজারে পৌঁছাবে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Linda78 on November 25, 2020, 03:41:34 PM
অনেকেই ধারণা করছেন যে আমেরিকার নির্বাচন হওয়ার পর জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই বিটকয়েনের দাম বাড়ছে। অনেক জ্ঞানীরা মনে করেন যে যদি আমেরিকায় বিটকয়েনের বৈধতা দেয় তাহলে এর দাম আরো বাড়বে। 2020 সালের মধ্যেই বিটকয়েনের দাম 20 হাজারে পৌঁছাবে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: kulkhan on November 25, 2020, 04:01:27 PM
বিটকয়েনের মূল্য হটাৎ করে বৃদ্ধি পাচ্ছে বিষয় এমন না। এর মূল্য বৃদ্ধি পাবে আবার কমবে এটাই স্বাভাবিক। দিন দিন বিটকয়েনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এর চাহিদা যত বৃদ্ধি পাবে এর ব্যবহার যত বৃদ্ধি পাবে ততই এর মূল্য বৃদ্ধি পাবে। কারন বিটকয়েনের টোটাল সাপ্লাই সিমিত কিন্তু এর চাহিদা সীমাহীন হয়ে উঠছে এটা বৃদ্ধির মূল কারণ বলে আমি মনেকরি। আর আমেরিকার নির্বাচনের প্রভাব কিছুটা থাকতে ও পারে বলে আমি মনেকরি।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: ttcsalam on November 25, 2020, 04:53:00 PM
আমি মনে করি জো বাইডেন নির্বাচনে জিতার কারনে । একটা ভালো ইফেক্ট পড়েছে। এই মার্কেটে যার কারনে দাম বাড়ছে। অতীতের সব রেকড ভেঙে যাচ্ছে। আশা করা যায় এটা আরও ভালো কিছু দেখাবে যেমন 25000 ডলার যাবে অনেকে আশা করছেন।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: JISAN on November 25, 2020, 04:57:46 PM
আমি মনে করি জো বাইডেন নির্বাচনে জিতার কারনে । একটা ভালো ইফেক্ট পড়েছে। এই মার্কেটে যার কারনে দাম বাড়ছে। অতীতের সব রেকড ভেঙে যাচ্ছে। আশা করা যায় এটা আরও ভালো কিছু দেখাবে যেমন 25000 ডলার যাবে অনেকে আশা করছেন।
জো বাইডেন এর কারনে এটি হওয়ার কোনো দিক তো আমি দেখি না। কারন সে এখন পর্যন্ত বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি অথনা ব্লকচেইন উল্লেখ করে কোনো বক্তব্য বা সোসিয়াল মিডিয়াতে পোস্ট করেনি। তাহলে কেনো আপনার মনে হচ্ছে জো বাইডেন এর জন্য বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে?
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Cz Rock on December 18, 2020, 12:46:41 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট দাম আপডাউন করবে এটাই স্বাভাবিক। ক্রিপ্টোকারেন্সি জগৎটা একদম ভিন্ন জগৎ কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। বিটকয়েনের দাম হঠাৎ করে বেড়ে যায় আবার কম থেকে দেখা যায়। বিটকয়েনের দাম নির্ধারিত হয় বিটকয়েন ক্রয় বিক্রয়ের উপর ভিত্তি করে। বিটকয়েন কারও হস্তক্ষেপ বস্তু নয়।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Crypto_Somrat on December 18, 2020, 12:52:40 PM
বিগত বছরগুলোর আলোকে হিসাব করলে দেখা গিয়েছে প্রত্যেক বছরের শেষের দিকে বিটকয়েনের দাম নিচের দিকে যাচ্ছিল কিন্তু এইবার 2020 সালে তার উল্টোটা হয়েছে। সারা বছরের তুলনায় 2020 সালের শেষের দিকে বিটকয়েন অনেকটাই পাম্প করেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আজ বিটকয়েন এর অবস্থান 22 হাজার 800 ডলারের উপরে। এভাবে চলতে থাকলে আশা করা যায় 2021 সালের শুরুতেই বিটকয়েন হয়তো 25 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে। এবং আশা করব 2021 সাল বিটকয়েনের জন্য ভালই হতে চলেছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Princeraju on December 18, 2020, 12:54:14 PM
বছরের মাঝামাঝি সময়ে বিটকয়েনের দাম অনেক বেশি। তবে বছরের শেষের দিকে অর্থাৎ বর্তমান সময়ে বিটকয়েন নতুন চমক দেখাতে সক্ষম হয়েছে। বিটকয়েন সারা পৃথিবীব্যাপী অনেক বেশি জনপ্রিয় মুদ্রা। তাই জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Perfect540 on December 18, 2020, 01:00:54 PM
বিটকয়েনের দাম $২২,৮৫২ হয়েছে। বছরের শেষ দিকে, ডিসেম্বর মাসে অনেক বৃদ্ধি পেয়েছে। ইউজার দের জন্য সুখবর। ভবিষ্যতে আরো বেশি বৃদ্ধি পেয়েছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 03:05:57 PM
এখন যদি আমরা লক্ষ্য করি দেখি বিটকয়েনের প্রাইস 23 হাজার ডলারের ওপরে রয়েছে।বিটকয়েনের প্রাইস এই মাসের মধ্যে সবথেকে বেশি পাম্প করেছে তাই 2020 সালের ডিসেম্বর মাস স্মরণীয় হয়ে থাকবে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসের পাতায়। সামনে আরো বৃদ্ধি পাবে বিটকয়েনের প্রাইস।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 03:08:04 PM
বিগত বছরগুলোর আলোকে হিসাব করলে দেখা গিয়েছে প্রত্যেক বছরের শেষের দিকে বিটকয়েনের দাম নিচের দিকে যাচ্ছিল কিন্তু এইবার 2020 সালে তার উল্টোটা হয়েছে। সারা বছরের তুলনায় 2020 সালের শেষের দিকে বিটকয়েন অনেকটাই পাম্প করেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আজ বিটকয়েন এর অবস্থান 22 হাজার 800 ডলারের উপরে। এভাবে চলতে থাকলে আশা করা যায় 2021 সালের শুরুতেই বিটকয়েন হয়তো 25 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে। এবং আশা করব 2021 সাল বিটকয়েনের জন্য ভালই হতে চলেছে।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন তার কারণ হলো 2021 সালে বিটকয়েনের প্রাইস 25000 ডলার যেতে পারে। বিটকয়েনের প্রাইস অবশ্যই 2021 সালের মধ্যে আরো বড় ধরনের একটা পাম্পিং হবে। এবং 2021 সালের মধ্যেই বিটকয়েনের প্রাইস কিন্তু 35 হাজার ডলার যেতে পারে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Jaya60 on December 19, 2020, 10:55:53 PM
এখন যদি আমরা লক্ষ্য করি দেখি বিটকয়েনের প্রাইস 23 হাজার ডলারের ওপরে রয়েছে।বিটকয়েনের প্রাইস এই মাসের মধ্যে সবথেকে বেশি পাম্প করেছে তাই 2020 সালের ডিসেম্বর মাস স্মরণীয় হয়ে থাকবে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসের পাতায়। সামনে আরো বৃদ্ধি পাবে বিটকয়েনের প্রাইস।
বিটকয়েনের প্রাইস এখন কিন্তু প্রায় 24 হাজার ডলার হয়েছে। বিটকয়েনের প্রাইস বৃদ্ধির উপর রয়েছে বিটকয়েনের প্রাইস হয়তো আর কমবে না এখন থেকে বলা যায় বিটকয়েনের প্রাইস বাড়তে থাকবে। আসলে বলতে গেলে 2020 সালের ডিসেম্বর মাসে ক্রিপ্টোকারেন্সি তে ইতিহাস হয়ে থাকবে। এই মাসেই বিটকয়েনের প্রাইস সব রেকর্ড ভেঙে উপরে উঠেছে তারপরও কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে।এই মাসের শেষের দিকে বিটকয়েন প্রাইস কত হয় সেটা আসলে বলা যাচ্ছে না সময় গেলে সে বলা সম্ভব।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Irfan12@ on December 21, 2020, 11:13:51 AM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
ভাই আপনি অনেক মূল্যবান একটি টপিক আমাদের মাঝে তুলে ধরেছেন হ্যাঁ বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে তবে বিটকয়েনের দাম বাড়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে যেমন বিটকয়েনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বিটকয়েনের সরবরাহ কমে যাচ্ছে আরো অনেকগুলো কারণ রয়েছে বিটকয়েনের দামের বৃদ্ধির পেছনে তবে আমার মনে হয় না আমেরিকার নির্বাচনের প্রভাব এর কারণে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: bmw1 on December 21, 2020, 03:55:20 PM
 বিটকয়েন এর দাম হঠাৎ করে এত বেড়ে যাওয়ার কারণ আমার মনে হয় আমেরিকান প্রেসিডেন্ট জয়লাভ করে crypto market এর দিকে বেশি নজর দিয়েছে এবং এটার দাম বৃদ্ধি করার পরিকল্পনায় আশা করি ভবিষ্যতে যেন বিটকয়েনের দাম বৃদ্ধি পায়। 
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Bad leyar on December 23, 2020, 03:52:35 PM
বিকানের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ এটা স্বাভাবিক একটি ব্যাপার আমরা আমরা সবাই দেখেছি করোনাভাইরাস এর সময় বিটকয়েনের দাম এবং কি সকল কয়েনের দাম একদম নিম্নে চলে গিয়েছিল কিন্তু এখন বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে আমি মনে করি বিটকয়েন ভবিষ্যতে আরো ভালো কিছু পরিকল্পনা করবে যেটা সারা বিশ্বকে চমকে দিবে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: XM8 on December 23, 2020, 04:21:37 PM
কিছু কিছু সময় হয়তো যেকোনো কিছু হোক সেটা বিটকয়েন বা হোক সেটা অন্য কিছু অনেক সময় নিয়ম বা আমাদের আন্দাজ এর বাহিরেও অনেক কাজ করে থাকে যেমনটা করেছে বিটকয়েন।কারণ চার্ট অনুযায়ী আমরা যেটা আশা করেছিলাম যে বিটকয়েনের দাম কমবে কিন্তু আমাদের সবার ধারণা কে ভুল প্রমাণিত করে বিট কয়েনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আসলে ক্রিপ্টোকারেন্সি দাম কমা বা বৃদ্ধি পাওয়ার উপর কারও হাত নেই কেউ শিওর দিয়ে বলতে পারবে না কখন দাম বাড়বে এবং কখন দাম কমবে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Mayajal on December 23, 2020, 05:11:40 PM
বর্তমান বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হলো সামনে ক্রিসমাস ডে। এ সময় বিটকয়েনের দাম বেড়েই থাকি তাই এটা হয়তো একটি কারণ হিসাবে গণ্য হবে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Rony on December 24, 2020, 02:55:45 AM
বর্তমান সময়ে বিটকয়েনের দাম 22 হাজার ডলার। বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার পিছনে কোন না কোন কারণ থেকেই থাকে। কিছুদিন আগে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে দাঁড়িয়ে ছিল আমেরিকার নির্বাচন। এই আমেরিকার নির্বাচন বিটকয়েন বাজারের উপরে কিছুটা প্রভাব ফেলেছিল তাই বিটকয়েনের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Niloy on December 24, 2020, 03:12:23 AM
অন্যান্য ক্রিপ্টোসের তুলনায় বিটিসির দাম কেন বেশি এবং এর দাম এত বেশি কেন এমন কিছু কারণ রয়েছে।
 1. এটি প্রথম ক্রিপ্টোকারেন্সি, এটির খুব কম দাম রয়েছে এবং তারপরে খুব বেশি দামের হয়ে বেড়ে উঠছে।
 ২. অনেক লোক এটিকে এর সীমিত সরবরাহ সহ ব্যবহার করে এবং ধরে রাখে
 ৩. সরবরাহ সীমিত তবে বিটিসির চাহিদা অনেক বেশি
 ৪. এটির ট্রেডিং পরিমাণ খুব বেশি
 ৫. এটি বিশ্বস্ত, যোগ্য, অর্থ প্রদানের লেনদেন হিসাবে ব্যবহারের জন্য উপলব্ধ এবং আরও অনেকগুলি।
ভাই আপনার পোস্টটি পড়ে   অনেক ভালো লাগলো । আপনার পোষ্টটি পড়ে হঠাৎ করে বিটিসি এর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণ সমূহ  জানতে পারলাম।  ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Mrkadir85 on December 24, 2020, 03:45:50 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এমন একটি মার্কেট যার সম্পর্কে কেউ নির্দিষ্ট করে কোন ধারণা দিতে পারবে না। এখানে দেখা যায় অনেক অপরিচিত একটা কয়েন অনেক সময় আকাশচুম্বী দাম উঠে থাকে আবার কিছু কয়েন আছে অনেক জনপ্রিয় এবং প্রথম সারির  কয়েনের দাম কমতে কমতে একেবারে তলানিতে ঠেকেছে।তাই কি কারনে বিটকয়েনের দাম এত বৃদ্ধি পেল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ।তবে আমেরিকার নির্বাচন হয়তো সামান্য প্রভাব ফেলতে পারে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Salauddin on December 24, 2020, 04:05:32 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট  এখন এ্যামেরিকার কারনে কিছুটা ডাম্প হতে চলেছে এখানে যেহেতু সঠিক ভাবে কিছু বলা যায়না সেহেতু এখানে অনেক কিছু গুরুত্তপুর্ন জিনিস গুলা আমরা জানতে পারিনা, আমরা শুধু মাত্র দাম উঠানামা দেখি কিন্তু এছারা আর কিছু দেখিনা আর এই কারনেই অন্যদের থেকে আমরা প্রোফিট অনেক কম করে থাকি।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Irfan12@ on December 24, 2020, 05:46:56 AM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
হ্যাঁ ভাই কিছুদিন আগে বিটকয়েনের দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছিল কিন্তু আজকে দেখলাম বিটকয়েনের দাম অনেকটা কমে গেছে চার্ট অনুযায়ী কথা ছিল সেখানে বিটকয়েনের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছিল তার অন্যতম কারণ আমার মনে হয় যে বিটকয়েনের সরবরাহ কম হওয়া
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: labonikhatun on December 24, 2020, 06:04:01 AM
হঠাৎ করে বিটকয়েন দাম অসাভাবিক বৃদ্ধি পেয়েছে কিন্তু এর চার্টস বিশ্লেষণ করলেও এর সঠিক দাম কেউ নির্ধারণ করতে পারে না বিটকয়েন কতটা ওপরে উঠবে এটা শুধু অনুমান মাত্র। বিটকয়েন এর দাম নিচের দিকে নেমে যাওয়ার কারণ হচ্ছে বিটকয়েন চাহিদা কমে যাচ্ছে। অনেক ব্যাবসায়ী আছে যারা দাম কমে যাওয়ার জন্য তাদের বিটকয়েন বিক্রি করে দিচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Angel jara on December 24, 2020, 10:57:22 AM
কিন্তু কারেন্সি মার্কেট এর দাম উঠানামা করে এটা স্বাভাবিক। ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর দাম স্থির থাকে না। বিটকয়েনের দাম স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী করা যায় আমেরিকার নির্বাচন। আমেরিকার নির্বাচন বিটকয়েন মার্কেটে কিছুটা ইফেক্ট ফেলেছে যার কারণে হঠাৎ করে বিটকয়েনের দাম বেড়েছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Malam90 on December 24, 2020, 01:11:03 PM
বিটকয়েনের দাম বাড়াটাকে আমি অস্বাভাবিক বলবোনা। তবে কয়েকটি কারণ দাম বাড়ার পেছনে সহায়তা করেছে।
১। কোভিড-১৯ এর সময় মানুষের আয়ের সীমাবদ্ধতা থাকার কারণে নতুন আয়ের পদ্ধতি হিসেবে বাসায় বসেই যখন ক্রিপ্টোতে আয় করা যায় শুনেছে তাই হুমড়ি খেয়ে বিনিয়োগে এসেছে অনেকেই।
২। পেপাল বিটকয়েনসহ মোট ৪ টি কয়েনকে লেনদেন এর ব্যপারে অনুমোদন দিয়েছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন বছরের শুরুতে তারা পুরোপুরি সাপোর্ট চালু করবে। এটা অনেক বড় নিয়ামক হিসেকে কাজ করেছে।
৩। অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ঢুকেছে বিটকয়েনে বিনিয়োগ যা অনেক গ্লোবাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এত বড় বড় বিনিয়োগকারী আসার খবরে মার্কেটে পজিটিভ প্রভাব পড়েছে।
৪। সম্প্রতি আমেরিকায়র একটা টুরিস্ট সাইট তাদের ভিসা প্রসেসিং ফি সহ আফ্রিকার একটি দেশেও বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট দেওয়ার খবরও আছে।
৫। এ বছরে ক্রিপ্টো একচেঞ্জ হ্যাক হওয়ার গুজব মার্কেটে আসেনি তেমন একটা। প্রায় সারা বছর ছিলো পজিটিভ নিউজে ভরা। এগুলো নিয়ামক হিসেবে কাজ করেছে।
৬। সবচেয়ে বড় কথা হচ্ছে- বিটকয়েনের সাপ্লাই হচ্ছে লিমিটেড। যখন সাপ্লাই লিমিটেড থাকে, আর চাহিদা থাকে তুঙ্গে তখন স্বাভাবিক ভাবেই সেই জিনিসের দাম বাড়ে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Goldlife on December 24, 2020, 04:48:02 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
বিটকয়েনের দাম বৃদ্ধি ও স্বাভাবিক কোনো কিছু না কারণ একটু একটু করে বিটকয়েন আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে ।কারণ বিটকয়েনের শুরুর দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এ বিষয়ে আপনি পরিষ্কার ধারণা পাবেন আমি মনে করি।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: mahid on December 24, 2020, 06:39:14 PM
ক্রিপ্টোকারেন্সিতে 2020 সাল একটি গুরুত্বপুর্ণ অধ্যায়।  ঠিক এই বছর আমরা দেখেছি যে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখানে ভিড় জমিয়েছে। এদের মধ্যে পেপাল তাদের অর্ন্তভূক্তির বিষয়টি খুব ভালভাবে জানান দিয়েছে। এছাড়া এই বছর আমাদের দেশের বিডিটি টাকা বিভিন্ন একচেঞ্জ যেমন কিউ কয়েন এবং বিন্যাান্স এরা তাদের একচেঞ্জে এড করেছে। এ ছাড়া বাংলাদেশের বিকাশ ও শুনেছি এর মধ্যে ভবিষ্যতে এড হবে। আমি মনে করি এই সব কারনে সবাই বিটিসির প্রতি বিশেষ নজর দিয়েছে যার ফলে এর দাম খুব তাড়াতাড়ি বেরে গেছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Mahindra on December 27, 2020, 04:56:46 AM
সত্যিই আমরা সবাই অবাক হচ্ছি যে হঠাৎ করে বিটকয়েনের দাম এত বৃদ্ধি পাচ্ছে কেন বর্তমানে বিটকয়েনের দাম 26 হাজার ডলার ক্রস করে 27000 ডলার ক্রস করতে যাচ্ছে।কেউ এটা বুঝতে পারছে না যে 2020 সালের শেষের দিকে এসে বিটকয়েনের দাম এত বাড়ছে কেন আমারও এটি ধারণ আসছে না যে বিটকয়েনের দাম এত বৃদ্ধি পাচ্ছে কেন হঠাৎ করে তাই এখানকার সিঙ্গারা যদি জানেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Herry on December 27, 2020, 04:05:56 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
আজকে বিটকয়েনের দাম হল 27327 ডলার আমি মনে করি বিটকয়েনের দাম এত বৃদ্ধির পেছনে ক্রিসমাস ডে এর প্রভাব পড়েছে আমরা অন্যান্য বছর দেখতে পেরেছি যে ক্রিসমাস ডে এর পরে বিটকয়েনের দাম অনেক কমে যায় কিন্তু এই বছর ক্রিসমাস ডে এর পর থেকে বিটকয়েন এর দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Sasa on December 28, 2020, 08:20:38 AM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
হঠাৎ করে বিটকয়েনের দাম এত বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আমি দেখছি যে ক্রিসমাস ডে এর অনেকটা প্রভাব পড়েছে এই বিটকয়েন এর দাম বৃদ্ধিতে এবং সারা পৃথিবীতে বিটকয়েনের বিনিয়োগকারী সংখ্যা বৃদ্ধি পাওয়া আমি মনে করি বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে এবং বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Mahindra on January 03, 2021, 09:24:56 AM
এটা বলা আমার পক্ষে সম্ভব নয় কেননা এ সম্পর্কে আমি কিছু বলতে পারব না যে বর্তমানে হঠাৎ করে বিটকয়েনের দাম এত বৃদ্ধি পাচ্ছে কেন সত্যিই একটা অবাক করা একটি দৃশ্যবিটকয়েনের দাম প্রায় 34 হাজার ডলারের কাছাকাছি চলে গেছে এত বৃদ্ধি পাচ্ছে কেন এটা বলা খুবই মুশকিল তাই আমার মনে হয় ফোরামের সিনিয়র ভাইরা যদি জানে তাহলে অবশ্যই আমাদেরকে এ সম্পর্কে বুঝিয়ে বলবেন ধন্যবাদ ভাই সুন্দর একটি টপিক তৈরি করেছেন।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Lovepro Max on January 03, 2021, 09:41:57 AM
ক্রিপ্টোকারেন্সিতে 2020 সাল একটি গুরুত্বপুর্ণ অধ্যায়।  ঠিক এই বছর আমরা দেখেছি যে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখানে ভিড় জমিয়েছে। এদের মধ্যে পেপাল তাদের অর্ন্তভূক্তির বিষয়টি খুব ভালভাবে জানান দিয়েছে। এছাড়া এই বছর আমাদের দেশের বিডিটি টাকা বিভিন্ন একচেঞ্জ যেমন কিউ কয়েন এবং বিন্যাান্স এরা তাদের একচেঞ্জে এড করেছে। এ ছাড়া বাংলাদেশের বিকাশ ও শুনেছি এর মধ্যে ভবিষ্যতে এড হবে। আমি মনে করি এই সব কারনে সবাই বিটিসির প্রতি বিশেষ নজর দিয়েছে যার ফলে এর দাম খুব তাড়াতাড়ি বেরে গেছে।
হ্যাঁ ভাই আমি আপনার সবগুলো কথার সাথে একমত হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিটকয়েন এর উপর বিশেষভাবে নজর দেওয়ার কারণে এবং বিটকয়েনের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে এর দাম এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো আশা করা যায় বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে ভবিষ্যতে
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Coin63@ on January 03, 2021, 09:46:22 AM
বিটকয়েনের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হলো আমেরিকা নির্বাচনের কিছুটা প্রভাব আছে, সবচেয়ে বড় কারণ হল চায়না করোনাভাইরাস এর ভ্যাকসিন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যে অর্থনৈতিক অপেন বাজার খুলে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে তার ফল।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Riktakhanom on January 03, 2021, 03:10:49 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
হঠাৎ করে বিটকয়েনের দাম এত বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আমি দেখছি যে ক্রিসমাস ডে এর অনেকটা প্রভাব পড়েছে এই বিটকয়েন এর দাম বৃদ্ধিতে এবং সারা পৃথিবীতে বিটকয়েনের বিনিয়োগকারী সংখ্যা বৃদ্ধি পাওয়া আমি মনে করি বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে এবং বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে

আমি আপনার সাথে একমত বিটকয়েন এর ওপর ক্রিসমাস ডে এর প্রভাব পড়েছে এছাড়াও বিটকয়েন এর বিনিয়োগ এর পরিমান বেশি হওয়ার কারণে দাম এর মূল্য এতটা বৃদ্ধি পাচ্ছে। এটা প্রতিটা ব্যাবসায়ীকে অবাক করে দিয়েছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Sumaiya2 on January 03, 2021, 03:39:08 PM
আসলে কি বলব আর বিটকয়েনের দাম দেখে অবাক সবাই কারণ অস্বাভাবিক ভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে চলেছে। বিটকয়েনের দাম এতটাই বৃদ্ধি পাচ্ছে যে ধারণা করা যাচ্ছে না কারণ বর্তমান ইনভেস্টর এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আরো অন্য কারণে যেমন সরকার সাপোর্ট করেছে যার কারণে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Ricky on January 03, 2021, 06:28:46 PM
হঠাৎ করে বিটকয়েনের দাম এভাবে পাম্প করবে এটা সত্যিই কারো ধারণাই ছিল না। বিটকয়েন প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড তৈরি করছে। আসলে বিটকয়েন এর হঠাৎ করে এরকম অগ্রগতি এর পেছনে সঠিক কারণ কি সেটা বলাও মুশকিল। আমেরিকান নির্বাচনের সময় অনেকে মনে করেছিলেন যে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার পেছনে আমেরিকার নির্বাচনের হাত থাকতে পারে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Goldlife on January 05, 2021, 06:13:52 PM
 আমি হতবাক হয়ে গেলাম।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন হঠাৎ করে বিটকয়েনের দাম বেড়ে গেছে এটার কোন কিছুই বুঝতে পারিনি। তো আমার মনে হয় এরমধ্যে লোকজন আবার ইনভেস্ট করা শুরু দিয়েছে যে কারণে হঠাৎ করেই বিটকয়েনের দাম বেড়ে গিয়েছে। কিন্তু এটাও সঠিক সেটা সঠিক করে আসলে বলাটা মুশকিল।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Olezka on January 06, 2021, 06:58:36 AM
অনেক সিনিয়র ভাইরা মন্তব্য করেছে যে বিটকয়েনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কারনে এর দাম অনেক বেড়ে গেছে। আমি এই কথার সাথে সম্পূর্ণ একমত পোষন করছি। এখন বিটকয়েনে বড় বড় বিনয়োগকারী আসার কারনে এই বাজার অনেক বেড়ে গেছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: LeziT on January 06, 2021, 07:50:46 AM
মার্কেট কখনো চার্ট অনুযায়ী ক্রয় বিক্রয় করে না। একটি মার্কেট নির্ভর করে বিনিয়োগকারীদের উপর। বিনিয়োগকারীরা যেভাবে বিনিয়োগ করবে সেই পরিমাণের উপর মার্কেট এর দাম বৃদ্ধি পাবে। চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা থাকলেও এটি অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমি মনে করি কোন কয়েনের দাম বৃদ্ধি পেতে থাকলে সেটা কোন চার্ট অনুযায়ী বৃদ্ধি পায় না। যে কয়েনটা সবচেয়ে বেশি ট্রেডিং ভলিউম হবে সেটাই সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Dark Knight on January 06, 2021, 08:07:56 AM
আমার মনে হয় আমেরিকার নির্বাচন বিটকয়েনের ওপর কোনো প্রভাব ফেলবে না। করণা ভাইরাসের কারণে সারা বিশ্বের সকল মার্কেট এবং সকল মিল ফেক্টরী সবকিছুই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই মহামারী করোনাভাইরাস যেহেতুবিটকয়েনের ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি আমার বিশ্বাস আমেরিকার নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
বিটকয়েন এর দাম দিন দিন বেড়েই চলেছে সেটা কোথায় গিয়ে থামবে বলাটা প্রায় মুশকিল মহামারী করোনাভাইরাস এ সারা বিশ্বের অর্থনীতি  ক্ষতির মধ্যে পড়লেও বিটকয়েনের ওপর তে মন কোন প্রভাব পড়েনি
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Crypto Banglu on January 06, 2021, 11:43:37 AM
ভাই হঠাৎ করে বিটকয়েনের এরকম অগ্রগতি সম্পর্কে আমার মনে হয় কারো ধারণা ছিল না। হঠাৎ করে এরকম ভাবে বিটকয়েনের দাম পাম্প করার পেছনে সঠিক কারণ কি সেটা ঠিক করে বলা মুশকিল। আমি মনে করি মানুষ বিটকয়েন এর ওপর পূর্ণ আস্থা রাখতে শুরু করেছে। ইনভেস্টর রা বিটকয়েন এর ওপর ঝুঁকে পড়েছে, ফলে এর লেনদেন বৃদ্ধি পেয়েছে তাই বিটকয়েন এর দাম এভাবে পাম্প করতে শুরু করেছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Ricky on January 06, 2021, 12:39:51 PM
হঠাৎ করে বিটকয়েনের দাম এভাবে অস্বাভাবিক বৃদ্ধির সঠিক কারণ ঠিক করে বলা মুশকিল। বিটকয়েন এর দাম দিন দিন বেড়েই চলেছে সেটা কোথায় গিয়ে থামবে বলাটা প্রায় মুশকিল, মহামারী করোনাভাইরাস এ সারা বিশ্বের অর্থনীতি  ক্ষতির মধ্যে পড়লেও বিটকয়েনের ওপর তে মন কোন প্রভাব পড়েনি। বিটকয়েন তার আপন গতিতে চলতে শুরু করেছে। অনেকের ধারণা ছিল বিটকয়েনের দাম বৃদ্ধির পেছনে আমেরিকার নির্বাচনের হাত রয়েছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Emon khan on January 06, 2021, 04:03:54 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
যুক্তরাষ্ট্রের নির্বাচন একমাত্র কারণ নয়। বিটকয়েনের দাম কয়েকদিন থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছে।এটা ভালো একটা বিষয় বিশেষ করে হোল্ডারদের জন্য।এর আগে কোন এক কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিটকয়েন এর বিরোধিতা অর্থাৎ বিটকয়েন সম্পর্কে কিছু নেগেটিভ বক্তব্য দিয়েছিল। তারপরেও কিন্তু বিটকয়েন ধ্বংস হয়নি।তাই আমি মনে করি কোন নির্দিষ্ট দেশ বিটকয়েন কে দমিয়ে রাখতে পারবে না। নির্বাচন নিয়ে এরকম প্রশ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কিছু লোক মনে করছে যে প্রভাব ফেলতে পারে। তবে আমি ভবিষ্যৎ সম্পর্কে জানিনা। কিন্তু আমি মনে করি প্রভাব পড়বে না।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমিও আপনার সাথে একমত পোষন করলাম।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Casual on January 06, 2021, 04:07:48 PM
বিটকয়েনের প্রাইস এবছর পড়ার সাথে সাথে প্রচুর গতিতে বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন প্রাইস।বাড়তে বাড়তে হঠাৎ করেই বিটকয়েন প্রাইস 30 হাজার ডলারের অল্প কিছু নিয়ে গিয়েছিলতারপরে আবারো বিটকয়েন প্রাইস বৃদ্ধি পাচ্ছে। যেভাবে বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন প্রাইস হয়তো 2021 সালের জানুয়ারি মাসেই বিটকয়েন প্রাইস 40 হাজার ডলার হতে পারে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Casual on January 06, 2021, 04:09:26 PM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
যুক্তরাষ্ট্রের নির্বাচন একমাত্র কারণ নয়। বিটকয়েনের দাম কয়েকদিন থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছে।এটা ভালো একটা বিষয় বিশেষ করে হোল্ডারদের জন্য।এর আগে কোন এক কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিটকয়েন এর বিরোধিতা অর্থাৎ বিটকয়েন সম্পর্কে কিছু নেগেটিভ বক্তব্য দিয়েছিল। তারপরেও কিন্তু বিটকয়েন ধ্বংস হয়নি।তাই আমি মনে করি কোন নির্দিষ্ট দেশ বিটকয়েন কে দমিয়ে রাখতে পারবে না। নির্বাচন নিয়ে এরকম প্রশ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কিছু লোক মনে করছে যে প্রভাব ফেলতে পারে। তবে আমি ভবিষ্যৎ সম্পর্কে জানিনা। কিন্তু আমি মনে করি প্রভাব পড়বে না।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমিও আপনার সাথে একমত পোষন করলাম।
দয়া করে এই ধরনের পোস্ট থেকে বিরত থাকুন।এধরনের পোষ্ট নিয়ে কিন্তু অনেক কথা পকথন হচ্ছে। দয়া করে এই কথাগুলোর আর বলবেন না আপনার সাথে একমত আপনি ঠিক বলেছেন। এগুলো যদি বারবার আপনি দিয়ে থাকেন তাহলে আপনার আইডি সমস্যা হতে পারে। তাই দয়া করে সব পোস্ট গুলো পড়ার পর তারপর পোস্ট করবেন আশা করি তখন আপনি অবশ্যই ভালো পারবেন।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: mahid on January 07, 2021, 06:39:23 PM
এটির দাম বেড়েছে কয়েদিনের মধ্যে সবচেয়ে বেশি তবে এর দাম বাড়বে আমরা অনেকেই জানতাম। এটি গত 2017 সালের পর তেমন বাড়েনি। দীর্ঘদিন স্ট্যাবল থাকার কারনে এবার মনে হয়েছে যে বিটকয়েনের দাম বাড়বে ঠিক সেটাই হল। বিটকয়েন এ্যখন অনেক উপরে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Azharul on February 15, 2021, 04:27:53 AM
আমরা জানি বিশ্বের এক নম্বর হলো বিটকয়েন। দিনের পর দিন এর জনপ্রিয়তা আরো অনেক বেড়ে গেছে।সামনে আরো বাড়বে বলে আমরা আশা করছি।তবে আমি মনে করিনা যে শুধু যুক্তরাষ্ট্রের নির্বাচন একমাত্র কারণ।দীর্ঘদিন স্ট্যাবল থাকার কারনে ও এটা হতে পারে।তাই আমার মনে হয় বিটকয়েনের দাম দিনের পর দিন আরো বাড়বে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Sagor Sarkar on February 15, 2021, 04:40:35 AM
বিটকয়েনের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে । আগের চেয়ে বর্তমান বাজারে বিটকয়েনের দাম হঠাৎ করেই বাড়ছে । মহামারী করোনা ভাইরাসে কমেনি বিট কয়েনের মূল্য । এবং সামনে আরো মার্কেটের অবস্থা ভালো হতে পারে ।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Mist Joya on February 15, 2021, 05:23:57 AM
অন্যান্য ক্রিপ্টোসের তুলনায় বিটিসির দাম কেন বেশি এবং এর দাম এত বেশি কেন এমন কিছু কারণ রয়েছে।
 1. এটি প্রথম ক্রিপ্টোকারেন্সি, এটির খুব কম দাম রয়েছে এবং তারপরে খুব বেশি দামের হয়ে বেড়ে উঠছে।
 ২. অনেক লোক এটিকে এর সীমিত সরবরাহ সহ ব্যবহার করে এবং ধরে রাখে
 ৩. সরবরাহ সীমিত তবে বিটিসির চাহিদা অনেক বেশি
 ৪. এটির ট্রেডিং পরিমাণ খুব বেশি
 ৫. এটি বিশ্বস্ত, যোগ্য, অর্থ প্রদানের লেনদেন হিসাবে ব্যবহারের জন্য উপলব্ধ এবং আরও অনেকগুলি।
  আমি একমত ভাই আপনার সাথে  আপনি যে  পয়েন্ট গুলো  ধরেছেন এই পয়েন্টগুলোর কারণেই আমার মনে হয় বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে  তবে ভাই যে কথাটি বলেছে যে যুক্তরাষ্ট্রে নির্বাচনের কোন হাত রয়েছে কিনা কিন্তু আমার মনে হয় এখানে যুক্তরাষ্ট্রর নির্বাচনের কোনো হাত নেই ।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: ExtraPoint on February 15, 2021, 10:22:11 AM
বিটকয়েন হলো ক্রিপ্ত জগতের নাম্বার ওয়ান কয়েন। বর্তমানে বিটকয়েনের দাম তুলনামূলক হারে বৃদ্ধি পেয়ে চলেছে। বিটকয়েনের দাম বৃদ্ধির পেছনে আমার মনে হয় যুক্তরাষ্ট্রের নির্বাচনের কোনো প্রভাব নেই। বিটকয়েনের দাম বৃদ্ধি হোল্ডার দের জন্য সুখবর।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Raayan on February 15, 2021, 02:38:49 PM
আসলে কখন কোন কয়েন এর দাম বৃদ্ধি পাবে এটা কারো পক্ষে বলা সম্ভব না। এটা কারো ব্যক্তিত্বে বা কারো নিয়ন্ত্রনে চলে না যে এটাকে যখন খুশি তখন এর দাম বৃদ্ধি করে দেওয়া হয় বা দাম কমিয়ে দেওয়া হয়। এর দাম সম্পূর্ণ নির্ভর করে এর ব্যবহারের উপর বা এর লেনদেনের এর ওপর ।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Lovepro Max on February 16, 2021, 04:38:23 AM
আসলে কখন কোন কয়েন এর দাম বৃদ্ধি পাবে এটা কারো পক্ষে বলা সম্ভব না। এটা কারো ব্যক্তিত্বে বা কারো নিয়ন্ত্রনে চলে না যে এটাকে যখন খুশি তখন এর দাম বৃদ্ধি করে দেওয়া হয় বা দাম কমিয়ে দেওয়া হয়। এর দাম সম্পূর্ণ নির্ভর করে এর ব্যবহারের উপর বা এর লেনদেনের এর ওপর ।
আপনি ঠিকই বলেছেন বিটকয়েনের দাম বৃদ্ধির বিষয়ে কারো হাত থাকেনা এটা সম্পূর্ণ নির্ভর করে ক্রেতা বিক্রেতার ওপর । যখন মার্কেটে বিটকয়েনের চাহিদা বেড়ে যায় তখন।বিটকয়েনের দাম আপনাআপনি বৃদ্ধি পেতে শুরু করে। তাই বিটকয়েনের দাম বৃদ্ধির পেছনে শুধু ক্রেতা-বিক্রেতার অবদান থাকে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Goldlife on February 16, 2021, 09:09:56 AM
বিটকয়েনের দাম সব সময় ওঠানামা করে এটা চিরন্তন সত্য এটা অবশ্যই মানতে হবে আর বিটকয়েনের দাম হুট করে এত বেশি বাড়ার কারণ আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি একটা মন্তব্য করলেও কোনোটি কিন্তু সম্পূর্ণ যুক্তি সঙ্গত হচ্ছে না বলে আমি মনে করছি কারণ বিটকয়েন দাম এত পাম্প করার পেছনে কোন কারণ রয়েছে তা এখন পর্যন্ত কেউ জানেনা।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Abdulkana on February 16, 2021, 09:40:56 AM
বিটকয়েনের দাম হঠাৎ করে বাড়ার পেছনে কি দায়ী কি সেটা বলতে পারছি না কারণ আমি এই ফোরামের নতুন সদস্য। এই সম্পর্কে আমার তেমন ধারণা নেই। আশাকরি সময় যাওয়ার সাথে সাথে সবকিছু শিখে নিবো।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Rony on February 16, 2021, 10:20:55 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সর্বোদয় দাম উপরে নিচে নামতে দেখা যায়। বিটকয়েনের দাম নির্ধারিত হয় কল বিক্রয়ের  উপর ভিত্তি করে। সবাই ধারণা করে বিটকয়েনের দাম বৃদ্ধির পেছনে দায়ী হলো ইলন মাস্ক।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Newron on February 16, 2021, 10:33:26 AM
ক্রিপ্টোকারেন্সি যারা কাজ করে তারা সবার বিবেচনা করে যে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ হচ্ছে ইলন মাস্ক। বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে সংযুক্ত হওয়ার কারণেই বিটকয়েনের দাম এমনভাবে বাড়তে দেখা গিয়েছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: bmw1 on February 17, 2021, 05:41:49 PM
আমার মনে হয় হঠাৎ করে বিটকয়েনের অস্বাভাবিক দাম বাড়ার কারণ হচ্ছে দুটিঃঃ
১, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এর পরিবর্তে জো বাইডেন ক্ষমতায় আসার কারণে ক্রিপ্টোকারেন্সি এর দিকে নজর বেশি দিয়েছেন।
২, পৃথিবীর ধনী ব্যক্তিরা ক্রিপ্টোকারেন্সি তে ব্যবসা করার জন্য অথবা এর সাথে যুক্ত হওয়ার কারণে বিটকয়েনের দাম এত অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: AlviNess on February 21, 2021, 04:47:37 PM
বর্তমানে বিট কয়েনের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ হিসেবে আমি মনে করি বর্তমানে বিটকয়েনের মার্কেটে অনেক চাহিদা এবং এর ইনভেস্টমেন্ট বেশি। যখন যেখানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়ে থাকে সেই কয়েন এর মুল্য হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। এটা একটি অন্যতম কারণ হতে পারে বিট কয়েনের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Acifix on February 22, 2021, 04:24:48 AM
হঠাৎ করে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে ইলন মাক্স।  বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি সঙ্গে সংযুক্ত রয়েছেন। তার কারণেই হয়তো বিশ্বের বিটকয়েনের দাম বাড়তে শুরু হচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Milon626 on March 07, 2021, 05:41:18 AM
প্রতিটি বাজারেরই উত্থান পতন রয়েছে।  এখানে ক্রিপ্টো মারকেটে কয়েনের দাম উঠা নামা করবে এটাই স্বাভাবিক।  সেক্ষেত্রে বিটকয়েনের দাম পাম্প করাটা স্বাভাবিক একটা বিষয়।  বিটকয়েনের দাম বাড়ার পেছনে যে কোন দেশের নির্বাচনের প্রভাব রয়েছে তা আমার মনে হয় না।  কারণ ক্রিপ্টো কোন দেশ কেন্দ্রীক নয়।                               
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Rothi roy on March 07, 2021, 05:06:32 PM
হঠাৎ করে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। বর্তমানে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে প্রথম অবস্থানে আছে। প্রতিটি বিটকয়েনের বর্তমান মূল্য 50k$.বিটকয়েন এর দাম বাড়ার কারণ হিসেবে যদিও সবাই বলছে যুক্তরাষ্ট্রে নির্বাচনের কথা কিন্তু আমার মনে হয় না যে বিটকয়েনের দাম বাড়ার সাথে ইলেকশনের কোন সম্পর্ক আছে। কিন্তু আমার মনে হয় কোভিড-19 এর মহামারী  বর্তমানে কিছুটা স্বাভাবিক হওয়ার কারণেই বিটকয়েন এর দাম বৃদ্ধি পেয়েছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Rafiq on March 07, 2021, 07:30:22 PM
হঠাৎ করে বিটকয়েনের দাম এভাবে অস্বাভাবিক বৃদ্ধির সঠিক কারণ ঠিক করে বলা মুশকিল। বিটকয়েন এর দাম দিন দিন বেড়েই চলেছে সেটা কোথায় গিয়ে থামবে বলাটা প্রায় মুশকিল, মহামারী করোনাভাইরাস এ সারা বিশ্বের অর্থনীতি  ক্ষতির মধ্যে পড়লেও বিটকয়েনের ওপর তে মন কোন প্রভাব পড়েনি। বিটকয়েন তার আপন গতিতে চলতে শুরু করেছে। অনেকের ধারণা ছিল বিটকয়েনের দাম বৃদ্ধির পেছনে আমেরিকার নির্বাচনের হাত রয়েছে।
অনেকের মতো আমারও ধারণা ছিলো বিটকয়েনের দাম বৃদ্ধির পেছনে আমেরিকার নির্বাচনের হাত রয়েছে। কিন্তু বর্তমানে বিটকয়েনের উচ্চহারে দাম বৃদ্ধির কারণ আমার মনেহয় ইলন মাস্ক এর বিটকয়েনে বিনিয়োগ। ইলন মাস্ক এর মত বড় মাপের একজন সফল ব্যবসায়ী বিটকয়েনে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দেয়ার সাথে সাথেই ক্রিপ্টোবাজারে তার প্রভাব পড়ে এবং বিটকয়েনের দাম ৫০ হাজার ডলার ছাড়িয়ে যায়। আমার বিশ্বাস ইলন মাস্ক কে অনুসরণ করে আরো অনেক বিনিয়োগকারী ক্রিপ্টোজগতে আসবেন এবং ক্রিপ্টোজগত আরো বিকশিত হবে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: bmr on March 08, 2021, 12:28:18 PM
গত বছর থেকে আমরা বিভিন্ন অভিজ্ঞ ব্যেক্তির কাছে থেকে শুনেছি যে বিটকয়েনের দাম বাড়বে প্রায় 1 লক্ষ ডলার হবে। আর এখন তার প্রতিফলন হিসেবে আমরা দেখছি যে বিটকয়েন এখন 50000 ডলার হবে সেক্ষেত্রে আরও দাম বাড়বে বলে আশা করা যাচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Tubelight on March 20, 2021, 11:27:12 AM
বিট কয়েনের মূল্য হঠাৎ করে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হিসেবে আমি মনে করি বিনিয়োগের পরিমাণ হয়তো বর্তমানে একটু বেশি হচ্ছে এজন্যই হয়তো বিট কয়েনের মূল্য হঠাৎ করে এতটা বৃদ্ধি পেয়েছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Password on March 21, 2021, 08:02:16 AM
ক্রিপ্টো মার্কেট উঠানামা করবে এটাই স্বাভাবিক। কারণ মার্কেট কোন সময় এক থাকে না কখনো পাম্প ও ডাম্প হচ্ছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বেড়ে যাওয়ার পিছনে কোন কারণ নেই। কারণ হল ঐটাই যে আগের চেয়ে এখন বেশিরভাগই মানুষ এই বিটকয়েন চালিয়ে যাচ্ছে।
Title: Re: হঠাৎ করে বিটকয়েন অসাভাবিক বাড়ার কারন কি?
Post by: Fighter on March 21, 2021, 08:10:05 AM
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
ভাই ক্রিপ্টো মার্কেট ওঠানামা করে। এখন বিটকয়েন নিয়ে বিনিয়োগ হচ্ছে বেশি এবং ইলন মাস্ক বিটকয়েন নিয়ে টুইট করেছেন তার টুইটারে তার পর থেকে বিটকয়েনের দাম তুলনামূলক হারে বেড়ে চলেছে।