Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এভাবে অস্বাভাবিকভাবে বেড়ে যাবে সেটা কেউ কল্পনা করতে পারিনি। তো কেন এতটা বৃদ্ধি পেয়েছে এটা সবার মনেই প্রশ্ন জেগেছে।কিন্তু এ পর্যন্ত এ প্রশ্নটা কেউ খুঁজে পাইনি আসলে কেন বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এতটা বৃদ্ধি পেল। এ সম্পর্কে আমারও সঠিক ধারণা নেই।
চার্ট অনুযায়ী বিটকয়েনের দাম কমার কথা ছিলো। কিন্তু বিটকয়েন চার্টের কোনো কিছু না মেনে হঠাৎ কিরে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? এখানে কি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো কারন রয়েছে নাকি অন্য কিছু। আপনাদের মতামত আশা করছি
অন্যান্য ক্রিপ্টোসের তুলনায় বিটিসির দাম কেন বেশি এবং এর দাম এত বেশি কেন এমন কিছু কারণ রয়েছে। 1. এটি প্রথম ক্রিপ্টোকারেন্সি, এটির খুব কম দাম রয়েছে এবং তারপরে খুব বেশি দামের হয়ে বেড়ে উঠছে। ২. অনেক লোক এটিকে এর সীমিত সরবরাহ সহ ব্যবহার করে এবং ধরে রাখে ৩. সরবরাহ সীমিত তবে বিটিসির চাহিদা অনেক বেশি ৪. এটির ট্রেডিং পরিমাণ খুব বেশি ৫. এটি বিশ্বস্ত, যোগ্য, অর্থ প্রদানের লেনদেন হিসাবে ব্যবহারের জন্য উপলব্ধ এবং আরও অনেকগুলি।
অনেকেই ধারণা করছেন যে আমেরিকার নির্বাচন হওয়ার পর জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই বিটকয়েনের দাম বাড়ছে। অনেক জ্ঞানীরা মনে করেন যে যদি আমেরিকায় বিটকয়েনের বৈধতা দেয় তাহলে এর দাম আরো বাড়বে। 2020 সালের মধ্যেই বিটকয়েনের দাম 20 হাজারে পৌঁছাবে।
আমি মনে করি জো বাইডেন নির্বাচনে জিতার কারনে । একটা ভালো ইফেক্ট পড়েছে। এই মার্কেটে যার কারনে দাম বাড়ছে। অতীতের সব রেকড ভেঙে যাচ্ছে। আশা করা যায় এটা আরও ভালো কিছু দেখাবে যেমন 25000 ডলার যাবে অনেকে আশা করছেন।