Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on November 05, 2020, 07:51:02 PM
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
-
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
-
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
আপনার কথাটা ঠিক আছে তার কারণ হচ্ছে মার্কেটের বর্তমান পজিশন অনেক ভালো দিকে যাচ্ছে। যাতে করে বলা যায় ইথারিয়াম বেশ কিছুদিনের মধ্যেই এর প্রাইস 1000 ডলার হওয়ার কথা।
-
বর্তমান মার্কেটে পজিশন খুব ভালো তাই বলা যায় যে আপনার কথার সাথে মিল রয়েছে এবং ইথার ১০০০$ স্পর্শ করবে ইনশাল্লাহ
-
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
আপনার কথা যেন সত্যি হয় সেই দোয়া করি। আমি কিছু ইথার হোল্ড করেছি এই ধারণা থেকেই। আসলেই এখন মার্কেটের অবস্হা অনেক ভালো এখন ইথারের দাম প্রায় ৫০০$ ছুঁই ছুঁই। আশাকরি খুব শিগগিরই তিন সংখ্যা পৌঁছে যাবে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ভাইয়া ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় পরিবর্তনশীল। কখন কি হয় বলা মুশকিল আপনার ধারণা ঠিক বর্তমান মার্কেট এর পজিশন দিনদিন ভালোর দিকে যাচ্ছে। তাই এটা আশা করলে ভুল হবে না যে ইতি নামের মূল্য আবার 1000 ডলার কে স্পর্শ করবে।
-
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
আপনার কথা যেন সত্যি হয় সেই দোয়া করি। আমি কিছু ইথার হোল্ড করেছি এই ধারণা থেকেই। আসলেই এখন মার্কেটের অবস্হা অনেক ভালো এখন ইথারের দাম প্রায় ৫০০$ ছুঁই ছুঁই। আশাকরি খুব শিগগিরই তিন সংখ্যা পৌঁছে যাবে।
ভাইয়া আমি বলব আপনি ইথিরিয়াম কে হোল্ড করে ভালোই করেছেন। মার্কেটের প্রজেকশন এখন দিন দিন ভালোর দিকে যাচ্ছে। আশা করা যাচ্ছে ইতি নামের দাম খুব দ্রুতই 1000 ডলার কে স্পর্শ করবে। আপনি একটু কষ্ট করে হোল্ড করে রাখুন আশা করি ভাল প্রফিট পাবেন ইনশাআল্লাহ।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
এটা হতেও পারে আবার নাও হতে পারে কারন ব্যবধান এখনো অনেক বেশী তবে মার্কেট এখন বুল রান এ আছে এবং খারাপ কোন খবর নাই তাই আমরা অপেক্ষা করতে পারি কি হয়ে সামনে। অনেক সময় দেখা যায় বিগ হোয়েলরা মার্কেট আপ করে লাভ করে আবার দাম কমায় এবারও তেমন হচ্ছে কিনা বুঝা যাচ্ছে না।
ধন্যবাদ।
-
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
আপনার কথা যেন সত্যি হয় সেই দোয়া করি। আমি কিছু ইথার হোল্ড করেছি এই ধারণা থেকেই। আসলেই এখন মার্কেটের অবস্হা অনেক ভালো এখন ইথারের দাম প্রায় ৫০০$ ছুঁই ছুঁই। আশাকরি খুব শিগগিরই তিন সংখ্যা পৌঁছে যাবে।
ভাইয়া আমি বলব আপনি ইথিরিয়াম কে হোল্ড করে ভালোই করেছেন। মার্কেটের প্রজেকশন এখন দিন দিন ভালোর দিকে যাচ্ছে। আশা করা যাচ্ছে ইতি নামের দাম খুব দ্রুতই 1000 ডলার কে স্পর্শ করবে। আপনি একটু কষ্ট করে হোল্ড করে রাখুন আশা করি ভাল প্রফিট পাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাই আপনাকে, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমি ইতোমধ্যে বেশ প্রফিট এ আছি। আমার কেনা ছিল ১৩২$ এ এখন ৪৪০$, আশাকরি ডিসেম্বর এর শেষে এটা ১০০০$ এর কাছাকাছি যাবে এবং তখন আমি এটা সেল করতে পারব।
-
বর্তমানে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন এবং ইথিরিয়ামের দাম বড় ধরনের পাম্প করেছে।বিটকয়েনের দাম প্রায় 16 হাজারের কাছাকাছি এবং ইথার এর দাম বর্তমানে 450 এর কাছে। মনে হয় কিছুদিনের মধ্যেই ইথার এর দাম 1 হাজার ডলারে পৌঁছাবে।
-
ইথেরিয়াম এর দাম বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মাসের মধ্যে আমার মনে হয় ইথেরিয়াম 500 থেকে 700 ডলার মধ্যে অবস্থান করবে। তবে 2020 সালে ইথেরিয়াম এর দাম 1000 ডলারের মধ্যে অবস্থান করতে পারে।
-
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত আছি। যেভাবে ক্রিপ্টো মার্কেট বাড়ছে তাতে মনে হয় ইথার $1000 হারিয়ে যাবে। এখন মার্কেটের অবস্থা খুবই ভালো।
-
বিটকয়েন এর প্রাইস হুট করে এতটা পাম্প করবে সেটা কখনোই ভাবতে পারিনি।সারা বিশ্বের মধ্যে বিটকয়েন কে আমরা সকল কয়েনের রাজা হিসেবে চিহ্নিত করি। এবং বিটকয়েনের পরের যে স্থানটি দখল করে রয়েছে সেটি হচ্ছে ইথারিয়াম যে কারণে আমি বলতে পারি বিটকয়েন যে ভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই ইথেরিয়াম এর প্রাইস খুব তাড়াতাড়ি 1000 ডলার হওয়ার সম্ভাবনা আছে।
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন কিছু বলাটা ঠিক হবে না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেউ যদি ভবিষ্যদ্বাণী করে সেটা ভুল হবে। কিন্তু বর্তমানের ইথেরিয়াম এর অবস্থা দেখে বলা যাচ্ছে 2021 সালের মাঝামাঝি টাইমে 1000 ডলার ছাড়িয়ে যেতে পারে।
-
বর্তমান ইথার এর দাম 450 ডলারের কাছাকাছি। কিছুদিন ধরে ইথার এর দাম বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে ইথার এর দাম বর্তমান দামের চেয়ে তিনগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। তখন আনুমানিক ইথেরিয়াম এর দাম এক হাজার থেকে 1500 ডলার হবে বলে আশা করা যায়
-
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত ছিলাম যে হারে পাম্পার দাম পাম্প করছে আজকে ইথেরিয়াম এর দাম 456$ ডলার অনেকেই মনে করেন যে ইউএসএর নির্বাচনের কারণে ইথেরিয়াম ও বিটকয়েনের দাম এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে আমি মনে করি আপনার কথাটা অনেক যুক্তি আছে এবং স্মার্ট চুক্তির কারণে এই বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম এত বৃদ্ধি পাচ্ছে আশা করা যাচ্ছে 2021 সালে 1000 $ডলারে পৌঁছাবে
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ইতিমধ্যে ইথিরিয়াম 2.0 লঞ্চ করার ঘোষণা দিয়েছে। তাতেই ইথেরিয়াম এর দাম আরো বাড়তে শুরু করেছে। এভাবে যদি বাড়তে থাকে তাহলে আশা করা যাচ্ছে খুব দ্রুতই ইথিরিয়াম এর মূল্য আবার 1000 ডলার কে স্পর্শ করবে। এটা আমাদের ধারণা। কিন্তু ক্রিপ্টো মার্কেট সব সময় পরিবর্তনশীল। এই মার্কেট সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করা একেবারেই অসম্ভব।
-
তারা প্রতিনিয়ত তাদের নেটওয়ার্ক সিস্টেম কে আপডেট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আগামী মাসে নেটওয়ার্ক 2.0 সিস্টেম চালু হবে সে জন্য দাম বাড়ছে । আশা করা যায় এই নিউজের কারনে দাম 1000 ডলারের কাছাকাছি পৌছাবে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ভাই
আমার মনে হয় 2020 সালে ইথারিয়াম 1000 ডলার স্পর্শ করতে পারবে না।
2021 সালে ইথারিয়াম এর দাম 1000 ডলার ছাড়িয়ে যাবে।
ইনশাআল্লাহ।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ইথেরিয়াম হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়েন হিসেবে পরিচিত। জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন এর পরেই ইথেরিয়াম এর স্থান। ইথেরিয়াম বর্তমান টু পয়েন্ট জিরো লঞ্চ করার ঘোষণা দেওয়ার পর থেকে ইতি নামের মূল্য ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ইতি নামের মূল্য যদি এভাবে বাড়তে শুরু করে তাহলে এটা আশা করলেও ভুল হবেনা যে খুব দ্রুতই ইথিরিয়াম 1000 ডলারের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। এটা আমাদের ধারণা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট হচ্ছে সব সময় পরিবর্তনশীল। এখানে কখন কি হয় বলা মুশকিল। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করা একেবারেই অসম্ভব।
-
বিটকয়েন এর প্রাইস হুট করে এতটা পাম্প করবে সেটা কখনোই ভাবতে পারিনি।সারা বিশ্বের মধ্যে বিটকয়েন কে আমরা সকল কয়েনের রাজা হিসেবে চিহ্নিত করি। এবং বিটকয়েনের পরের যে স্থানটি দখল করে রয়েছে সেটি হচ্ছে ইথারিয়াম যে কারণে আমি বলতে পারি বিটকয়েন যে ভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই ইথেরিয়াম এর প্রাইস খুব তাড়াতাড়ি 1000 ডলার হওয়ার সম্ভাবনা আছে।
ভাই আপনার সাথে আমি একমত। বিটকয়েনের দাম বাড়লে সকল কয়েনের দাম বাড়ে তাই আমি মনে করি বিটকয়েনের দাম যদি 30 হাজার ডলার হয় তাহলে ইথেরিয়াম এর দাম 1000 ডলার এর থেকে বেশি হবে।
-
ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম এর দাম এক হাজার থেকে 15 ডলার হবে বলে আশা করা যাচ্ছে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
১০০০$ এ যাবে ETH 2.0 লন্স এর খবর পেয়েই ইথার চাঁদে যাওয়া শুরু করতে ৫০০$ ২ দিন এর ভেতর হওয়ার সম্ভাবনা অনেকটাই। আর এটি শিগগিরই ১০০০$ এ উঠে যাবে
-
ইথারের দাম আজকে ৪৬০ ডলার যা অনেক দিন পরে বেড়েছে দেখলাম। সামনে আরো বাড়বে বলে মনে করি তবে ১০০০ ডলার যাবে কিনা সেটা এখন বলা যাচ্ছেনা। এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
বর্তমানে ইথারের দাম 450 ডলারের কাছাকাছি অবস্থান করছে। যে কোন সময় এটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কেননা এবছরের শেষ সময় চলে এসেছে এবং আমেরিকার নির্বাচন শুরু হয়েছে ফলে যে কোন কিছু ঘটতে পাবে। তাই যে যতটুকু পাড়ুন ইথার কেনার ব্যবস্থা করুন।
-
বর্তমান ইথেরিয়াম এর দাম বাড়ছে বর্তমানে ইথোরিয়ামের বাজার মূল্য 468 ডলার। ভবিষ্যতে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে অবশ্যই এক হাজার থেকে 1500 ডলার স্পর্শ করবে বলা যেতে পারে।
-
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত ছিলাম যে হারে পাম্পার দাম পাম্প করছে আজকে ইথেরিয়াম এর দাম 456$ ডলার অনেকেই মনে করেন যে ইউএসএর নির্বাচনের কারণে ইথেরিয়াম ও বিটকয়েনের দাম এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে আমি মনে করি আপনার কথাটা অনেক যুক্তি আছে এবং স্মার্ট চুক্তির কারণে এই বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম এত বৃদ্ধি পাচ্ছে আশা করা যাচ্ছে 2021 সালে 1000 $ডলারে পৌঁছাবে
আমি আপনার সাথে একমত কারণ ইথিরিয়াম এর দাম বর্তমান বৃদ্ধি পাচ্ছে যদিও ইথেরিয়াম এর দাম বর্তমানে 460 ডলারের কাছাকাছি তাই বলা যেতে পারে যে ইথিরিয়াম এর দাম অবশ্যই অবশ্যই 2021 সালে 1000 ডলার থেকে 15 ডলার স্পর্শ করবে বলে আশা করা যায়।
-
বর্তমানে ইথেরিয়াম এর দাম এমন একটি পর্যায়ে রয়েছে যেটি 440-465 ডলার এর মাঝামাঝি। 500 ডলার হলে হয়তো মার্কেটার একটু উপরের দিকে যেতে চাইবে। কিন্তু সেই 500 ডলার হচ্ছে না। হয়তো 1000 ডলার হবে কিন্তু একটু সময় লাগতে পারে। তবে মার্কেট এর পরিস্থিতি কিন্তু অনেক ভালো।
-
বর্তমানে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন এবং ইথিরিয়ামের দাম বড় ধরনের পাম্প করেছে।বিটকয়েনের দাম প্রায় 16 হাজারের কাছাকাছি এবং ইথার এর দাম বর্তমানে 450 এর কাছে। মনে হয় কিছুদিনের মধ্যেই ইথার এর দাম 1 হাজার ডলারে পৌঁছাবে।
জি ভাই আপনি ঠিকই বলেছেন এখন বিটকয়েনের এবং ইথারের উদ্ধ গতি লক্ষ্য করা যাচ্ছে, যেটাকে আমরা সবাই আপট্রেইন বলে থাকি এটা এখন কোথায় গিয়ে ঠিকবে সঠিক বলা মুশকিল। তবে এটা যে আরো বাড়বে এতে কোন সন্দেহ নাই।
-
বিটকয়েন এর প্রাইস হুট করে এতটা পাম্প করবে সেটা কখনোই ভাবতে পারিনি।সারা বিশ্বের মধ্যে বিটকয়েন কে আমরা সকল কয়েনের রাজা হিসেবে চিহ্নিত করি। এবং বিটকয়েনের পরের যে স্থানটি দখল করে রয়েছে সেটি হচ্ছে ইথারিয়াম যে কারণে আমি বলতে পারি বিটকয়েন যে ভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই ইথেরিয়াম এর প্রাইস খুব তাড়াতাড়ি 1000 ডলার হওয়ার সম্ভাবনা আছে।
জী ভাই আমার লক্ষ্য করে থাকি যে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেলে ইথারের মূল্য ও বৃদ্ধি পায়। এবং যে ভাবে বিটকয়েন এবং ইথারের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে করে এটা নূন্যতম ১০০০$ এ গিয়ে ঠেকতে পারে ইথারের দাম, এটা আমি মনে করি ।
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন কিছু বলাটা ঠিক হবে না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেউ যদি ভবিষ্যদ্বাণী করে সেটা ভুল হবে। কিন্তু বর্তমানের ইথেরিয়াম এর অবস্থা দেখে বলা যাচ্ছে 2021 সালের মাঝামাঝি টাইমে 1000 ডলার ছাড়িয়ে যেতে পারে।
আসলে আপনি ঠিকই বলেছেন ক্রিপ্টো জগতে প্রিডিকশন করা খুব কঠিন। কখন কি হয়ে যায় বলা মুশকিল। তব টেকনিক্যাল এনালাইসিস এ বলে এটার মূল্য এখন বৃদ্ধি পেতে পারে। এবং ২০২১ সালের শুরুর দিকে এটাতে বড়ো ধরনের পরিবর্তন আসতে পারে ।
-
তারা প্রতিনিয়ত তাদের নেটওয়ার্ক সিস্টেম কে আপডেট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আগামী মাসে নেটওয়ার্ক 2.0 সিস্টেম চালু হবে সে জন্য দাম বাড়ছে । আশা করা যায় এই নিউজের কারনে দাম 1000 ডলারের কাছাকাছি পৌছাবে।
হা ভাই আপনি ঠিকই বলেছেন ইথার প্রতিনিয়ত তাদের নেটওয়ার্ক সিস্টেম কে আপগ্রেড করছে। সম্প্রতি তারা তাদের সিস্টেম কে ২.০ সিস্টেমে নিয়ে যাচ্ছে যেটা তাদের মূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে আমি মনেকরি।
-
বর্তমানে ইথেরিয়াম এর দাম এমন একটি পর্যায়ে রয়েছে যেটি 440-465 ডলার এর মাঝামাঝি। 500 ডলার হলে হয়তো মার্কেটার একটু উপরের দিকে যেতে চাইবে। কিন্তু সেই 500 ডলার হচ্ছে না। হয়তো 1000 ডলার হবে কিন্তু একটু সময় লাগতে পারে। তবে মার্কেট এর পরিস্থিতি কিন্তু অনেক ভালো।
মার্কেট সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন, কখন কোন দিকে মুভ করে বলা যায় না। কিন্তু যেহেতু এখন ধীরে ধীরে বাড়ছে এর দাম সেহেতু সহজে এর মূল্য ফলট করবে বলে মনে হয় না। যদি হটাৎ করে ১ দিনেই বেড়ে যেত তাহলে তখন স্টাবল হত না, কিন্তু ধীরে ধীরে বাড়াতে এর মূল্য স্টাবল হবে বলে আমি মনেকরি।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ভাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম কিছু বলা অসম্ভব। তবে মার্কেটে এখন উন্নতির দিকে। ইথেরিয়াম এর দাম এখন অনেকটা কম হলেও। ভবিষ্যতে এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম এর দাম বর্তমান সাড়ে চারশ ডলার এ অবস্থান করছে। এর দাম বাড়তে একটু সময় লাগতে পারে। তবে আশা করা যাচ্ছে 2021 সালের মধ্যে এর দাম 1000 ডলার স্পর্শ করতে পারে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ভাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম কিছু বলা অসম্ভব। তবে মার্কেটে এখন উন্নতির দিকে। ইথেরিয়াম এর দাম এখন অনেকটা কম হলেও। ভবিষ্যতে এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম এর দাম বর্তমান সাড়ে চারশ ডলার এ অবস্থান করছে। এর দাম বাড়তে একটু সময় লাগতে পারে। তবে আশা করা যাচ্ছে 2021 সালের মধ্যে এর দাম 1000 ডলার স্পর্শ করতে পারে।
ভাই আমি আপনার সাথে পুরো পুরি একমত। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগাম কিছু বলাটা মুশকিল। কারন এটা কখন কোন দিকে মুভ করবে বলা যায় না। তবে ২০১৭-১৮ তে আমরা দেখেছি ইথারের মূল্য ১০০০$ এ যেতে। এবং আমি আপনার সাথে একমত যে এটা ২০২১ সাল নাগাদ আবার ১০০০$ এ যেতে পারে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
বর্তমানে ক্রিপ্টোকারেন্সির অবস্থা অনেকটা ভালোর দিকে। সব ধরনের কয়েনেরই দাম পাম্প করতেছে। সেক্ষেত্রে ইথারের দামও কিছুটা পাম্প করতেছে। ইথারের বর্তমান প্রাইস ৪৫০ এর কাছাকাছি অবস্থান করতেছে। কিন্তু এখন যে ভাবে ইথারের প্রাইস পাম্প করতেছে এই পাম্প যদি অব্যাহত থাকে তবে আমার মনে হয় যে ২০১৭ সালের মতোই ইথারের দাম আবারও ১০০০ ডলার পার করবে কিছু দিনের মধ্যেই।
-
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
আমি আপনার সাথে একমত ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে মুভ করবে বলা মুশকিল। কিন্তু এখন সব কারেন্সির দাম বাড়তেছে এ জন্য বলতে পারি ইথারের দাম ও বাড়বে। এবং ইথারের মূল্য ১০০০$ এ যেতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়।
-
আমার ধারনা তো আপনার থেকেও বেশি, আমি আশা করি ইথারিয়াম এই বছরে ১৪০০+ হবে। ইনশাআল্লাহ এখন দেখা যাক কি হয়, যে অবস্থা দেখতেছি তাতে আমি আশাবাদী। যদি ২০১৭ সালের মতো আমরা আরেকটি সোনালী দিন দেখতে পেতাম তাহলে ভাল হতো আমাদের জন্য। ??? ???
-
বিটকয়েনের প্রাইজে হারে বেড়েছে তাতে আমার মনে হয় ইথারিয়াম এর দাম 1000 ডলার হবে খুব তাড়াতাড়ি।
-
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নির্দিষ্ট করে কোন কিছুই বলা সম্ভব নয়। কারণ ক্যাপ্টেন্সিতে সকল কয়েনের দাম সব সময় ওঠানামা করে। তবে বর্তমানে মার্কেটের অবস্থা অনেকটা ভালো । ইথার এর দাম এখন অনেকটাই পাম্প করেছে। ইথার এর দাম 447 ডলার প্রায়। মার্কেট যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে এছাড়া দাম 1000 ডলার হওয়া সময়ের ব্যাপার মাত্র।
-
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ক্রিপ্ট মার্কেট সম্পূর্কে ভবিষ্যদ্বানী করা আসলেই কঠিন। তারপরও যেহেতু ক্রিপ্টোমার্কেটের সার্বিক অবস্থা এখন ভালো এবং ইথারিয়াম ২.০ এর উন্নয়নের অপেক্ষায় আছে, তাই আমার বিশ্বাস ইথেরিয়াম ২.০ এর সম্পূর্ণ বাস্তবায়ন হলে খুব শীঘ্রই ইথারিয়মের দাম ১০০০$ ছাড়িয়ে যাবে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
আমি আপনার সাথে একমত এ ব্যাপারে। কারন শিগরই ইথার 2.0 প্লাটফরম চালু হচ্ছে। আর এটি চালু হলে বলা যায় না গত 2017 সালের যে প্রাইস ছিল তার চেয়ে অনেক এগিয়ে যেতে পারে।
-
বর্তমান প্রাইস দেখে ত তাই মনে হচ্ছে যে প্রায় 1000 ডলার ছুই ছুই অবস্থা। বর্তেমানে কয়েকটি কয়েন খুব বাড়ছে এর মধ্যে ইথার একটি যদিও বিটকয়েন সবার উপরে আছে। তারপরই ইথারের স্থান। এবছরের শেষে ইথার 10000 ডলার ছবে। বিভিন্ন এনাল্টিরা তাই বলে।
-
বর্তমানে বিটকয়েনের প্রায় যে হারে বৃদ্ধি পাচ্ছে তো আমি মনে করি যে ইথেরিয়াম এর দাম 1000 ডলার হবে। আমি মনে করি 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 1000 ডলার হবে।
-
বিটকয়েন এর প্রাইস হুট করে এতটা পাম্প করবে সেটা কখনোই ভাবতে পারিনি।সারা বিশ্বের মধ্যে বিটকয়েন কে আমরা সকল কয়েনের রাজা হিসেবে চিহ্নিত করি। এবং বিটকয়েনের পরের যে স্থানটি দখল করে রয়েছে সেটি হচ্ছে ইথারিয়াম যে কারণে আমি বলতে পারি বিটকয়েন যে ভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই ইথেরিয়াম এর প্রাইস খুব তাড়াতাড়ি 1000 ডলার হওয়ার সম্ভাবনা আছে।
আপনার সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি ব্রো। সারা বিশ্বের মধ্যে বিটকয়েন হচ্ছে সকল কয়েনের রাজা এবং তারপরে স্থানটি দখল করে আছে ইথিরিয়াম। কয়েনের দাম যেহেতু এতটা পাম্প করেছে এবং আরো করবে মার্কেটের পজিশন দেখে বলা যায়। অতএব ইথিরিয়াম এর প্রাইস খুব তাড়াতাড়ি 1000 ডলার হবে বলে আমি আশা করি।
-
ক্রিপ্টো মার্কেটে কয়েন গুলোরবর্তমান অবস্থা অনেকটা ভালোর দিকে ইথার এর দাম অনেকটাই বেড়েছে বর্তমানে ইথার এর দাম প্রায় 500 ডলারের কাছাকাছি এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে 1000 ডলারের মাইলফলক ছুঁতে বেশি দিন লাগবে না।
-
বর্তমান ইথার এর দাম 466 ডলার । কিছুদিন ধরে ইথার এর দাম বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে ইথার এর দাম বর্তমান দামের চেয়ে তিন চার গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
এটা বলা খুব মুসকিল, কারন ইথার এর দাম এই বারে এই কমে। কিন্তু আমার মতে এটা ২০২১ সালে ১০০০$ যাওয়ার সম্বোবনা আছে। তাই আমার মনে হয় ইথেরিয়াম ২০২১ সালে ১০০০$+ হবে।।।
-
বর্তমান প্রাইস দেখে ত তাই মনে হচ্ছে যে প্রায় 1000 ডলার ছুই ছুই অবস্থা। বর্তেমানে কয়েকটি কয়েন খুব বাড়ছে এর মধ্যে ইথার একটি যদিও বিটকয়েন সবার উপরে আছে। তারপরই ইথারের স্থান। এবছরের শেষে ইথার 10000 ডলার ছবে। বিভিন্ন এনাল্টিরা তাই বলে।
[/quote
ইভিএম এর প্রাইস 2021 সালের মধ্যে আমার মনে হয় 1000 ডলার হবে। আমরা তো সবাই জানি বিটকয়েনেরকয়টি স্থান দখল করে আছে সেটি হচ্ছে ইথেরিয়াম।অতএব বিটকয়েনের প্রাইস যদি 20,000 ডলার হয় তাহলে ইথেরিয়াম এর প্রাইস 1000 ডলার হবে ইনশাআল্লাহ।
-
সত্যি কথা বলতে ক্রিপ্ট মার্কেটে কখন কি হয় বলে যায়না । তবে ইদানিং যা বুজা যাচ্ছে মার্কেট ভালোই পাম্প হচ্ছে । ওই হিসেবে বলা যায় ইথার $১০০০ ছুবে এবং খুব বেশি দেরিতে নয়।
আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে একমত। বর্তমানে মার্কেটের অবস্থা অনেক ভালো যাচ্ছে এতে আমাদের মনে হয় ইথেরিয়াম এর দাম 1000 ডলার হবে ইনশাল্লাহ।
-
আমার ধারনা তো আপনার থেকেও বেশি, আমি আশা করি ইথারিয়াম এই বছরে ১৪০০+ হবে। ইনশাআল্লাহ এখন দেখা যাক কি হয়, যে অবস্থা দেখতেছি তাতে আমি আশাবাদী। যদি ২০১৭ সালের মতো আমরা আরেকটি সোনালী দিন দেখতে পেতাম তাহলে ভাল হতো আমাদের জন্য। ??? ???
এটা না হওয়ারও কিছু নেই কারন ক্রিপ্টো মার্কেট এ যে কোন কিছু হতে পারে। ইথার নিয়ে অনেকেই ধারনা করছে যে 700 ডলার হবে আবার কেউ কেউ বলছে 1400 হবে এটা হতেই পারে। কেউ জানে না কখন কি হতে পারে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
আপনার কথাটা একদম ঠিক। কারণ বর্তমানে ইথেরিয়ামের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এতে আমার মনে হয় ইথেরিয়াম এর দাম 1000 ডলারের বেশি হবে ইনশাআল্লাহ।
-
বর্তমানে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন এবং ইথিরিয়ামের দাম বড় ধরনের পাম্প করেছে।বিটকয়েনের দাম প্রায় 16 হাজারের কাছাকাছি এবং ইথার এর দাম বর্তমানে 450 এর কাছে। মনে হয় কিছুদিনের মধ্যেই ইথার এর দাম 1 হাজার ডলারে পৌঁছাবে।
যে কোন সময় ইথারের দাম 1000 ডলারে পৌছাতে পারে এটি এখন সময়ের ব্যাপার। যেহেতু আমরা জানি বিটকয়েনের দাম অনেক বেড়ে গেছে কিন্তু ইথারের দাম তুলনামুলকভাবে বাড়েনি। কিন্তু কেন বাড়েনি তার উত্তর হচ্ছে যে সামনে ইথার 2.0 চালু হওয়ার কথা আছে তা যদি হয় তাহেলে ইথার 1000 ডলারে যেতে সময় নিবে না।
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন কিছু বলাটা ঠিক হবে না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেউ যদি ভবিষ্যদ্বাণী করে সেটা ভুল হবে। কিন্তু বর্তমানের ইথেরিয়াম এর অবস্থা দেখে বলা যাচ্ছে 2021 সালের মাঝামাঝি টাইমে 1000 ডলার ছাড়িয়ে যেতে পারে।
ভবিষ্যদ্বাণী করা যদি ভুল হয়। তাহলে সেই ভুলের জন্য আপনিও অপরাধী। কারণ আপনিও কি করছেন। আপনি বলছেন 2021 সালের মাঝামাঝি সময়ে ইথেরিয়াম এর দাম ১০০০$ হবে। এটা ভবিষ্যৎ বাণী নয় কি? ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাবে এরকম যে আমরা আশা করতে পারি। কারণ বাজারে প্রচুর বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এজন্য দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রতিটি মুহূর্তে রয়েছে।
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন কিছু বলাটা ঠিক হবে না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেউ যদি ভবিষ্যদ্বাণী করে সেটা ভুল হবে। কিন্তু বর্তমানের ইথেরিয়াম এর অবস্থা দেখে বলা যাচ্ছে 2021 সালের মাঝামাঝি টাইমে 1000 ডলার ছাড়িয়ে যেতে পারে।
ভবিষ্যদ্বাণী করা যদি ভুল হয়। তাহলে সেই ভুলের জন্য আপনিও অপরাধী। কারণ আপনিও কি করছেন। আপনি বলছেন 2021 সালের মাঝামাঝি সময়ে ইথেরিয়াম এর দাম ১০০০$ হবে। এটা ভবিষ্যৎ বাণী নয় কি? ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাবে এরকম যে আমরা আশা করতে পারি। কারণ বাজারে প্রচুর বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এজন্য দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রতিটি মুহূর্তে রয়েছে।
বিটকয়েনের মত ইথারিয়ামের সাপ্লাইও অনেক কম মাত্র ১১৩,৪ মিলিয়ন।যা আসলেই চাহিদার তুলনায় অনেক কম বলা যায়। সুতারং ইথারিয়ামের জনপ্রিয়তা যত বাড়বে তত এর দাম বাড়তে থাকবে। আর হা আপনি ঠিক বলেছেন যে আমরা ভবিষ্যৎ বাণী করিনা শুধু আশা করি বা অনুমান করে বলি এমনটা হতে পারে। হবে বলিনা। আবহাওয়াবিদরা যেমন কিছু লক্ষণ দেখে বলেন এমন হতে পারে ক্রিপ্টো বিশেযজ্ঞরাও তেমন কিছু লক্ষণ দেখেও বলেন এমনটা হতে পারে।
-
বর্তমান ইথারের দাম $৪৫৭.৪৭ তাই আমার ব্যক্তিগত মতামত হল ২০২০ সালে ইথারের দাম ১০০০ ডলার হওয়ার সম্ভাবনা কম
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ছুতেই পারে। কারন ইথার 2.0 চালু হলেও এটি বুল রান শুরু করবে।
-
বিটকয়েন এর পরেই ইথারিয়াম এর স্থান।বিটকয়েন আর ইথারিয়াম এই দুটি কয়েন মানুষের কাছে জনপ্রিয় কয়েন। ক্রিপ্টো কারেন্সির মার্কেট কোন সময় স্থির নয়। সব সময় কয়েনের দাম ওঠানামা করে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা অসম্ভব। ইথারিয়াম এর দাম 1000 ডলার ছাড়িয়ে যেতে পারে আবার নাও যেতে পারে। আমরা কেউ তা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। সময় হলেই সব কিছু দেখা যাবে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ইথেরিয়াম এর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তা খুব ধীরগতির। আমার মনে হয় 2020 সাল থাকতে ইথেরিয়াম আর 1000 ডলার কে স্পর্শ করতে পারছে না। সর্বোচ্চ 600 থেকে 700 ডলার এ অবস্থান করতে পারে। কিন্তু 2021 সালে হয়ত ইথিরিয়াম এর দাম 1000 মাইলফলক পেয়েও যেতে পারে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
আসলে বিটকয়েনের প্রাইস অল্পদিনের মধ্যেই এতটা বৃদ্ধি পাবে সেটা কেউ ধারণা করতে পারিনি। এভাবে বৃদ্ধি পেতে থাকলে বিটকয়েনের প্রাইস খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে গিয়ে পৌঁছবে।অতএব বিজ্ঞানের প্রাইস যদি 25 হাজার ডলার হয় তাহলে ইথেরিয়াম এর প্রাইস আমি মনে করি এক হাজার ডলারে পৌঁছাবে।
-
বর্তমান ইথারের দাম $৪৫৭.৪৭ তাই আমার ব্যক্তিগত মতামত হল ২০২০ সালে ইথারের দাম ১০০০ ডলার হওয়ার সম্ভাবনা কম
কিন্তু আমিতো ভাই শুনেছিলাম যে বিটকয়েনের প্রাইস ভারতের নিলে কি অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পায়। তাহলে কেন ইথারিয়াম এর প্রাইস বাড়বে না।
-
বর্তমানে ইথার এর দাম 500 ডলারের কাছাকাছি দাম একটু একটু করে বাড়ছে তবে এক হাজার ডলারে মাইলফলক স্পর্শ করবে কিনা তা সময় বলে দেবে।
-
সম্ভাবনা অনেক বেশি Eth2.0 লঞ্চড হবে ডিসেম্বারে। ১০০০ ক্রস করতে পারে এই বছরের মধ্যেই। বিটিচি যদি ক্রাশ না করে তাহলে অনেক বেশি সম্ভাবনা রয়েছে।
-
ইথেরিয়াম এর দাম বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মাসের মধ্যে আমার মনে হয় ইথেরিয়াম 500 থেকে 700 ডলার মধ্যে অবস্থান করবে। তবে 2020 সালে ইথেরিয়াম এর দাম 1000 ডলারের মধ্যে অবস্থান করতে পারে।
ভাই আপনি ঠিকই বলেছেন, আমি ও আপনার সাথে একমত ইথারের মূল্য ইতোমধ্যে ৫৪০$ এ পৌঁছে গেছে। এটি আরো বৃদ্ধি পেয়ে ২০২০ সালের শেষ নাগাদ অথবা ২০২১ সালের শুরুর দিকে ১০০০৳ এ এর মূল্য পৌঁছে যেতে পারে।
-
বর্তমানে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন এবং ইথিরিয়ামের দাম বড় ধরনের পাম্প করেছে।বিটকয়েনের দাম প্রায় 16 হাজারের কাছাকাছি এবং ইথার এর দাম বর্তমানে 450 এর কাছে। মনে হয় কিছুদিনের মধ্যেই ইথার এর দাম 1 হাজার ডলারে পৌঁছাবে।
যে কোন সময় ইথারের দাম 1000 ডলারে পৌছাতে পারে এটি এখন সময়ের ব্যাপার। যেহেতু আমরা জানি বিটকয়েনের দাম অনেক বেড়ে গেছে কিন্তু ইথারের দাম তুলনামুলকভাবে বাড়েনি। কিন্তু কেন বাড়েনি তার উত্তর হচ্ছে যে সামনে ইথার 2.0 চালু হওয়ার কথা আছে তা যদি হয় তাহেলে ইথার 1000 ডলারে যেতে সময় নিবে না।
ভাই আপনি জেনে খুশি হবেন যে ইথারিয়াম এর দাম ইতোমধ্যে ৫৫০$ এ পৌঁছে গেছে। সে দিন আর বেশি দেরি নেই যে ইথারিয়াম এর দাম ১০০০$ এ পৌঁছে যাবে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ভাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম কিছু বলা অসম্ভব। তবে মার্কেটে এখন উন্নতির দিকে। ইথেরিয়াম এর দাম এখন অনেকটা কম হলেও। ভবিষ্যতে এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম এর দাম বর্তমান সাড়ে চারশ ডলার এ অবস্থান করছে। এর দাম বাড়তে একটু সময় লাগতে পারে। তবে আশা করা যাচ্ছে 2021 সালের মধ্যে এর দাম 1000 ডলার স্পর্শ করতে পারে।
ইথারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এখন ইথারের মূল্য গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। এখন এর মূল্য ৫৫০$, এটি বৃদ্ধি পেয়ে ২০২০ সালের মধ্যেই ১০০০$ এ পৌঁছাতে পারে বলে আমি মনেকরি।
-
ক্রিপ্ট মার্কেট যেভাবে উঠে ঠিক সেভাবেই নামে কিন্তু এবার কেন জানি আমার মনে হচ্ছে ২০২১ সালের প্রথম দিক এ ইথার এর দাম অনেক বেশি থাকবে যা ১১০০$ ছুঁয়ে ও যেতে পারে কিন্তু মার্কেট অনেক অনেক বুল রান হয় তাই কেউ এ সময় এ কোনো ইথার হোল্ড করবেন না
*এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত
-
ক্রিপ্ট মার্কেট যেভাবে উঠে ঠিক সেভাবেই নামে কিন্তু এবার কেন জানি আমার মনে হচ্ছে ২০২১ সালের প্রথম দিক এ ইথার এর দাম অনেক বেশি থাকবে যা ১১০০$ ছুঁয়ে ও যেতে পারে কিন্তু মার্কেট অনেক অনেক বুল রান হয় তাই কেউ এ সময় এ কোনো ইথার হোল্ড করবেন না
*এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত
আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আমিও মনে করি ইথারের মূল্য ১০০০$ এর উপর যেতে পারে। তবে ১০০০$ এর উপর গেলে আর হোল্ড করা ঠিক হবেনা।
-
বর্তমানে ইথারের মূল্য ৪৫৩$আছে আমার ধারনা করতেই পারি 2020 সালের মধ্যেই ইথার এর মূল্য বৃদ্ধি পাবে। আর ও আশা করতে পারি 2021 সালের মধ্যে ১০০০$পার করবে। ইথার বর্তমানে দ্বিতীয় অবস্থানে। তাই সামনে আরো ভালো অবস্থান দেখতে পারবো।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ক্রিপ্টোকারেন্সি তে সত্যি কথা কি কোন কোন গুলি কোন সময় বারে বা কমবে এটার সঠিক সংবাদ কেউ জানে না। যেহেতু বিটকয়েনের প্রাইস অনেকটাই বাড়তেছে সে হিসেবে আমি মনে করি ইথেরিয়াম এর প্রাইস অবশ্যই বাড়বে।
-
বর্তমান ইথার এর দাম 450 ডলারের কাছাকাছি। কিছুদিন ধরে ইথার এর দাম বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে ইথার এর দাম বর্তমান দামের চেয়ে তিনগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। তখন আনুমানিক ইথেরিয়াম এর দাম এক হাজার থেকে 1500 ডলার হবে বলে আশা করা যায়
হ্যাঁ ভাই আমি আপনার সাথে পুরোপুরি একমত। মনে করি যে খুব তাড়াতাড়ি ইথেরিয়াম এর প্রাইস 1000 ডলার ছাড়িয়ে যাবে।
-
ইতিরে আমের দাম একটা সময় 1000 ডলার ছবি কিন্তু সেটা অনেক দেরি আছে কেননা বর্তমানে 600 ডলারের কাছাকাছি।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ইথারের দাম আবার বাড়তেই পারে। আমরা জানি বর্তামানে এর দাম 550 এর কাছাকাছি এবং পূর্বে এর দাম ছিল প্রায় 1500 ডলার। এই দিক থেকে চিন্তা করলে এটি স্বাভাবিকভাবেই বোঝা যায় যে 1000 ডলার যখন তখন হতে পারে। তবে এবছর না হওয়ার সম্ভাবনা বেশি। তবে আগামিতে আশা করা যায় যে এটি 1000 ডলার ক্রস করবে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
অবশ্যই ছুবে। বিটকয়েন যদি 20000 ডলারে ক্রস করতে পারে তাহলে ইথারও 1000 ডলার ছুতে পারবে কারন দুটি কয়েন ই সেরা।
-
ক্রিপ্ট মার্কেট যেভাবে উঠে ঠিক সেভাবেই নামে কিন্তু এবার কেন জানি আমার মনে হচ্ছে ২০২১ সালের প্রথম দিক এ ইথার এর দাম অনেক বেশি থাকবে যা ১১০০$ ছুঁয়ে ও যেতে পারে কিন্তু মার্কেট অনেক অনেক বুল রান হয় তাই কেউ এ সময় এ কোনো ইথার হোল্ড করবেন না
*এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত
আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আমিও মনে করি ইথারের মূল্য ১০০০$ এর উপর যেতে পারে। তবে ১০০০$ এর উপর গেলে আর হোল্ড করা ঠিক হবেনা।
ঠিক হবে ভাই হোল্ড করা। মার্কেট অনুযায়ী Eth এর দাম থাকার কথা এখন ১০০০+. তবে ইথার এখন ৫০০+ ইথারের বুল রান নভেম্বর ২৫- ৫ ডিসেম্বার পর্যন্ত দেখা যেতে পারে Eth2.0 লঞ্চ এর জন্য।
-
বর্তমানে ইথারের মূল্য ৪৫৩$আছে আমার ধারনা করতেই পারি 2020 সালের মধ্যেই ইথার এর মূল্য বৃদ্ধি পাবে। আর ও আশা করতে পারি 2021 সালের মধ্যে ১০০০$পার করবে। ইথার বর্তমানে দ্বিতীয় অবস্থানে। তাই সামনে আরো ভালো অবস্থান দেখতে পারবো।
ইথার হচ্ছে ফুল একটা প্যাকেজ। যা বিটকয়েনের পরেই তার স্থান। মার্কেটে ১০০ টা প্রজেক্ট আসলে তার ৮০ টাই Eth টেকনোলজি বেসড। ইথার ভবিষ্যতে ক্রিপ্ট দুনিয়া কাপাবে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ইথারের দাম আবার বাড়তেই পারে। আমরা জানি বর্তামানে এর দাম 550 এর কাছাকাছি এবং পূর্বে এর দাম ছিল প্রায় 1500 ডলার। এই দিক থেকে চিন্তা করলে এটি স্বাভাবিকভাবেই বোঝা যায় যে 1000 ডলার যখন তখন হতে পারে। তবে এবছর না হওয়ার সম্ভাবনা বেশি। তবে আগামিতে আশা করা যায় যে এটি 1000 ডলার ক্রস করবে।
এ বছর ই ১০০০ ডলার হয়ে যেতে পারে। যদি না বিটিচি ক্রাস করে। বিটিচি স্টাবাল থাকলেও হবে। Eth.2.0 অনেক ভড় প্রভাব ফেলবে Eth. এর উপর।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
অবশ্যই ছুবে। বিটকয়েন যদি 20000 ডলারে ক্রস করতে পারে তাহলে ইথারও 1000 ডলার ছুতে পারবে কারন দুটি কয়েন ই সেরা।
বর্তমানে ইথার ১০০০+ হলে বিটকয়েনের সাথে তাল মিলতে পারতো। ইথার আজকের মধ্যে যদি ১০০০ $ হয়ে যায় অবাক হওয়ার কিছু নেই। ইথারের এখনো ৪০০$ গ্যাফ রয়েছে মার্কেট অনুযায়ী।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
ইথার $১০০০ স্পর্শ করবে তাতে কোনো সন্দেহ নেই। যেভাবে বাড়তেছে তাতে ডিসেম্বরের মধ্যে স্পর্শ করলেও করতে পারে।
-
ইথারিয়াম ১০০০+ হবে কিন্তু অনবনেক্টা সময় নিয়ে প্রথমে মার্কেত কিছুটা স্থির হবে এবং তারপরে যখন আবার দাম বৃদ্ধি পাবে তখন ইথারিয়াম ১০০০+ হবে, শুদু মাত্র ১০০০ নই এটা আরো অনবেক বৃদ্ধি পাবে কারন ইথারিয়াম অনেক সময় তার আগের সর্বচ্চ মুল্য থেকে অনেকটাই পিছিয়ে আছে ইথারিয়াম ইনভেস্টররাও চাচ্ছে ইথারিয়াম অনেক পাম্প করতে।
-
ইথারিয়াম ১০০০+ হবে কিন্তু অনবনেক্টা সময় নিয়ে প্রথমে মার্কেত কিছুটা স্থির হবে এবং তারপরে যখন আবার দাম বৃদ্ধি পাবে তখন ইথারিয়াম ১০০০+ হবে, শুদু মাত্র ১০০০ নই এটা আরো অনবেক বৃদ্ধি পাবে কারন ইথারিয়াম অনেক সময় তার আগের সর্বচ্চ মুল্য থেকে অনেকটাই পিছিয়ে আছে ইথারিয়াম ইনভেস্টররাও চাচ্ছে ইথারিয়াম অনেক পাম্প করতে।
আপনি ঠিকই বলেছেন ভাই, আমি আপনার সাথে একমত কারণ ইথার তার আগের মূল্য থেকে এখনো অনেক দূরে। এটা শুধু ১০০০$ নয় আরো বেশি দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
২০১৭ তে ETH এর দাম BTC এর দামের সাথে সমানুপাতিক হরে বৃদ্ধি পেয়েছিলো কিন্তু এবার কিন্তু সেরকম কিসু হয়নাই। আর এবার ALTs এর চাইতে BTC এর প্রতিই ইনভেস্টর দের বেশি আগ্রহ। তাই আগেই বলা যাচ্ছেনা ETH এর দাম ১০০০$ এ যেতে পারবে কিনা। তবে ২য় ALTs season শুরু হইলে ETH এর দাম তার চাইতেও বেশি হতে পারে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
২০১৭ তে ETH এর দাম BTC এর দামের সাথে সমানুপাতিক হরে বৃদ্ধি পেয়েছিলো কিন্তু এবার কিন্তু সেরকম কিসু হয়নাই। আর এবার ALTs এর চাইতে BTC এর প্রতিই ইনভেস্টর দের বেশি আগ্রহ। তাই আগেই বলা যাচ্ছেনা ETH এর দাম ১০০০$ এ যেতে পারবে কিনা। তবে ২য় ALTs season শুরু হইলে ETH এর দাম তার চাইতেও বেশি হতে পারে।
ধন্যবাদ ভাই আপনাকে, আপনার তথ্য ভিত্তিক এবং বিশ্লেষণ মূলক মতামত প্রদানের জন্য। আমি আপনার সাথে একমত। আপনার জন্য শুভকামনা রইল। আশাকরি আপনার ধারণা সত্যি হবে।
-
হ্যাঁ ভাই আমিও মনে করি ইথেরিয়াম ১০০০$ ছুবে। কেনো না ইথেরিয়ামের দাম দিন দিন যে হাীে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে অবশ্য ইথেরিয়ামের দাম ১০০০$ হবে
-
হ্যাঁ, শুধু আমি বিশ্বাস করি না এটা সবাই বিশ্বাস করে ইথার এর দাম 1000 ডলার হবে। ইথারের দাম বৃদ্ধি পাচ্ছে। সময় এর সাথে সাথে আরও বৃদ্ধি পাবে। ইথারের দাম 1000 ডলার হলে মার্কেট কিছুটা স্থির থাকবে। কিন্তু ইথার এর দাম 1000 ডলার হবে।
-
ইথারের দাম 1000 ডলার হবে কিনা এটা কেউ বলতে পারবে না তার কারণ ক্যাপ্টেন মার্কেট ক্যাপ এ সবসময় এস আর এর দাম ওঠানামা করে এবং ইথার এর আগে 1000 ডলার হলেও এখন বাজার ডাউন এর কারনে ইথার এর দাম কমে গেছে যদি আবার দাম বাড়ে তাহলে ইথার 1000 ডলার হতে পারে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
হ্যাঁ ভাই আমরাও এটাই ধারণা করেছিলাম কিন্তু আমাদের ধারণা বোধ হয় সত্যি হল না কেননা বর্তমানে বিটকয়েনের দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার তুলনায় অন্য সকল মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে না বিশেষ করে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পায়নি সেজন্য আমি এতটা শিওর দিয়ে বলতে পারছিনা যে ইথেরিয়াম এর দাম কত হতে পারে 2021 সালের শুরুতে বা ইথেরিয়াম এর দাম 1000 ডলার এ পৌঁছাতে পারবে কিনা
-
ইথারের দাম 1000 ডলার ছুড়ে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় আপডাউন করতে দেখা যায় এটা একটা স্বাভাবিক বিষয় বলা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। গিটারের মূল্য আমার 1000 ডলার মাইন ফাইল স্পর্শ করবে আমি মনে করি।
-
এটা আমার মনে হয় কেউই শিওর দিয়ে বলতে পারবে না কেননা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর কারও হাত নেই এর দাম কখন বৃদ্ধি পাবে কখন কমবে সেটা কেউ বলতে পারে না তবে বর্তমানে একটা জিনিস নোটিশ করলে আপনি দেখতে পারবেন ক্রিপ্টো বাজার অনেকটাই ভালো এবং বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তাই আশা করা যায় বিটকয়েন এর সাথে সাথে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পাবে এবং 1000 ডলারের মাইলফলক স্পর্শ করবে
-
ইথেরিয়াম এর দাম বর্তমান 650 ডলার সামনে এর দাম অনেক বেশি রয়েছে। কারণ ইনভেস্টর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে কারণে ইথেরিয়াম এর দাম ভবিষ্যতে 1000 ডলার ক্রস করার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে বলা যায়।
-
ইথারিয়াম এর প্রাইস সর্বোচ্চ শাসন আলোর মতো হয়েছিল দেখা গেছে এই মাসের মধ্যে।এ বছরে হয়তো ইথারিয়াম এর প্রাইস 1000 ডলার হওয়া সম্ভব নয় এখন সামনে হবে বলে আশা করা যায়। 2021 সালের মধ্যে মাস্ট 1000 ডলার হবে এবং ছাড়িয়ে যাবে এটা আশা করা যায়।
-
ইথেরিয়াম এর প্রাইস বর্তমানে দেখা যায় 620 ডলারের মত। কয়েকদিন আগে এর প্রাইস অনেক বেশি ছিল বর্তমানে কিছুটা কমেছে। সবাইয়ের ধারণা ছিল 2020 সালের মধ্যেই 1000 ডলার হবে।ইতি নামের প্রাইস 1000 ডলার থেকে ছাড়িয়ে যাবে যদি দেখা যায় এর গ্যাস ফ্রি কমেছে। গ্যাস ফ্রি করলে দেখা যাবে এটি অনেক বেশি ট্রেড হবে আর কোন টোকেন যত বেশি ট্রেড হবে তার প্রাইস তত বাড়তে থাকবে।
-
এই কথাটা একদম ঠিক বলেছেন ভাই আমিও মনে করি সত্যিই ইথারিয়াম অল্প কয়েকদিনের মধ্যে 1000 ডলার ক্রস করবে আমরা লক্ষ করে দেখতে পাচ্ছি যে ইথারিয়াম এর দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে হয়তো 2021 সালে 1000 ডলার ছাড়িয়ে যাবে।
-
আমি মনে করি খুব তাড়াতাড়ি ইথেরিয়াম টোকেন 1000 ডলারের পৌঁছাতে সক্ষম হবে। এক মাস আগেও এর দাম কমে গিয়ে দাঁড়িয়ে ছিল 500 ডোলারে কিছুদিনের ব্যবধানে এটা 600 ডলারের উপরে উঠে গেছে ধারণা করছি খুব তাড়াতাড়ি এটা এক হাজার ডলারে পা রাখতে সক্ষম হবে।
-
হ্যাঁ ভাই বর্তমানে মার্কেটে ইথার এর দাম আগের থেকে মোটামুটি ভালো অবস্থানে আছে । ইথার এর বর্তমান মূল্য 600 ডলার অতিক্রম করেছে।আশা করি 2021 সালে ইথার এর মূল্য আরো বৃদ্ধি পেয়ে সেটা
1000 ডলার অতিক্রম করবে।
-
আমি আশা করছি আপনার কথা সত্যি হোক এবং ইথেরিয়াম এর দাম 1000 ডলার স্পর্শ করুক। কিন্তু আসলে আগে থেকেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কিছু বলা যায় না কারণ এই মার্কেটের উপর কারও হাত নেই এই মার্কেটে সব সময় আপডাউন করে থাকে। তবে আশাকরি বিটকয়েনের সাথে সাথেই তার আমের দামও বৃদ্ধি পাবে।
-
25 শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সব কয়েনের দাম মোটামুটি বৃদ্ধি পেয়েছিল। ইথেরিয়াম এর দাম কিছুটা এভাবে যদি বাড়তে থাকে তাহলে ইথেরিয়াম এর দাম 2021 সালের শুরুতে 1000 ডলার স্পর্শ করার সম্ভাবনা রয়েছে।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
বর্তমানে ইথিরিয়াম এর মুভমেন্ট খুব ভালোই মনে হচ্ছে। আজকের মার্কেট অনুযায়ী ইথেরিয়াম এর অবস্থান 610 ডলারের উপরে নিঃসন্দেহে অনেক ভালো পজিশনে রয়েছে বছরের শেষ দিকে এসে। আশা করা যায় 2021 সালের শুরুতেই ইথেরিয়াম 1000 ডলারের মাইলফলক স্পর্শ করবে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময়ই অদ্ভুত এখানে কখন কি হয় ঠিক করে বলা একেবারে মুশকিল।
-
আমার মতামত অনুযায়ী আমি বর্তমানে মার্কেটে ইথেরিয়াম এর দাম 700 ডলার ছাড়িয়েছে আমার মনে হয় 2021 সাল আসার আগে এ তেরি আমের দাম 1000 ডলার ক্রস করবে 2020 সালের শেষের দিকে ইথারিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে তাই আমরা আশা রাখতে পারি 2021 সালে ইথারিয়াম এর দাম 1500 ডলার থেকে 2000 ডলার স্পর্শ করবে।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় আপডাউন করতে দেখা যায় এটা স্বাভাবিক, গত মার্চ মাসে Bitcoin এর দাম ছিল মাএ 5000$ আর বর্তমানে 27000$ ।
এটা অসম্ভব হওয়ার কিছু নাই । Ether ১০০০$ স্পর্শ করবে ইনশাল্লাহ ।
-
আমি ধারণা করছি স্মার্ট কন্টার্ক এড্রেস যুক্ত হওয়া এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে ইথারিয়ামের মূল্য আবার ১০০০$ এর মাইলফলক স্পর্শ করবে। আপনারা ও৷ কি তাই মনেকরেন?
হ্যাঁ আমি বিশ্বাস করি যে ইথেরিয়াম এর মূল্য আবার খুব দ্রুতই 1000 ডলার কে স্পর্শ করবে। আজ ইথিরিয়াম এর মূল্য 713 ডলার। খুব ভালো অবস্থানে রয়েছে ইথেরিয়াম। আমি আশাবাদী খুব দ্রুতই নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম 1000 ডলার কে স্পর্শ করবে।
-
ইথারের দাম আবার ১০০০$ ছুবে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদম অদ্ভুত এখানে কখন কি হয়ে যায় কেউ সঠিকভাবে বলতে পারেনা। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভার্চুয়াল মুদ্রার দাম সব সময় উঠানামা করতে দেখা যায়। কিছুদিন আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েনের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল তখন ইথার এর দাম 1000 ডলার শুতে সম্ভাবনা ছিল।
-
ইথারের দাম আবার ১০০০$ ছুবে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদম অদ্ভুত এখানে কখন কি হয়ে যায় কেউ সঠিকভাবে বলতে পারেনা। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভার্চুয়াল মুদ্রার দাম সব সময় উঠানামা করতে দেখা যায়। কিছুদিন আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েনের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল তখন ইথার এর দাম 1000 ডলার শুতে সম্ভাবনা ছিল।
আমাদের কোন কয়েনের প্রাইস নিয়ে কমেন্ট করার আগে কয়েনমার্কেটক্যাপ দেখে করা দরকার। গত কয়েকদিন আগেই ইথারিয়াম ১০০০ ডলার অতিক্রম করেছে আর আপনি বলছেন ১০০০ ডলার ছুঁবে। সামনে আরো দায়িত্বশীল হয়ে কমেন্ট করার অনুরোধ রইলো।
যাইহোক, ইথারিয়াম ইতিমধ্যেই ১২৫০ ডলার অতিক্রম করেছে। সুতারং এখন আর এই টপিকে আলোচনার অপেক্ষা রাখেনা।
নতুন টপিক তৈরি করা যেতে পারে আলোচনার জন্য।