ইথারিয়াম ১০০০+ হবে কিন্তু অনবনেক্টা সময় নিয়ে প্রথমে মার্কেত কিছুটা স্থির হবে এবং তারপরে যখন আবার দাম বৃদ্ধি পাবে তখন ইথারিয়াম ১০০০+ হবে, শুদু মাত্র ১০০০ নই এটা আরো অনবেক বৃদ্ধি পাবে কারন ইথারিয়াম অনেক সময় তার আগের সর্বচ্চ মুল্য থেকে অনেকটাই পিছিয়ে আছে ইথারিয়াম ইনভেস্টররাও চাচ্ছে ইথারিয়াম অনেক পাম্প করতে।