Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: saidul2105 on December 14, 2020, 05:17:03 AM

Title: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: saidul2105 on December 14, 2020, 05:17:03 AM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Nusrat on December 14, 2020, 05:25:19 AM
2020 সাল প্রায় শেষের দিকে 2020 সালে আমরা লক্ষ্য করেছি যে বিটকয়েনের দাম অনেকটা উঠানামা করেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট বিটকয়েনের বিনিয়োগ অনেক কমে গিয়েছিল। তবে এখন বিনিয়োগ আবার বাড়তে চলেছে। এভাবে যদি বাড়তে থাকে তাহলে আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম 20,000 ডলার পার হবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েনের দাম সবসময়ই ওঠানামা করছে এবং কি এটা হয়তো এরকমই অব্যাহত থাকবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Mrkadir85 on December 14, 2020, 06:13:38 AM
2020 সালের শেষের দিকে এসে বিটকয়েন অবিশ্বাস্য ভাবে পাম্প করেছে। কয়েকদিন আগে বিটকয়েনের দাম 20 হাজার ডলার স্পর্শ করেছিল। দাম কিছুটা কমলেও 19000 এর মধ্যেই ওঠানামা করছে। পরিস্থিতি বিবেচনা করলে বোঝা যায় 21 সালে এ ধারা অব্যাহত থাকতে পারে। 2021 সালে বিটকয়েনের দাম 25 হাজার ডলার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: saidul2105 on December 14, 2020, 06:39:47 AM
2020 সালের শেষের দিকে এসে বিটকয়েন অবিশ্বাস্য ভাবে পাম্প করেছে। কয়েকদিন আগে বিটকয়েনের দাম 20 হাজার ডলার স্পর্শ করেছিল। দাম কিছুটা কমলেও 19000 এর মধ্যেই ওঠানামা করছে। পরিস্থিতি বিবেচনা করলে বোঝা যায় 21 সালে এ ধারা অব্যাহত থাকতে পারে। 2021 সালে বিটকয়েনের দাম 25 হাজার ডলার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আমি আপনার এনালাইসিসের সঙ্গে  একমত।  আসলেও ২০২০ সালের শেষ দিকে বিটকয়েন খুব ভালো রকমের পাম্প করেছে যা আমরা ভেবে ছিলাম না।  ক্রিপ্টো  মার্কেট সদা পরিবর্তনশীল, তাই কখনো দাম পাম্প হয়, আবার কখনো কখনো ডাম্প হয়।  তবে আপনার ধারণা মোতাবেক যদি ২০২১ সালে বিটকয়েনের দাম ২৫০০০ ডলার হয় তবে সেইটা হবে সকল ফ্রিল্যান্সারদের জন্য খুবই ভালো একটা খবর।  আমিও আশা করি বিটকয়েনের দাম অবশ্যই ২০২১ সালের প্রথম দিকেই হয়তো ২৫০০০ ডলার হিট করবে।                                                 
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: sky20 on December 14, 2020, 07:10:18 AM
আমার ব্যেক্তিগত মতামত হল যে এখনো যেহেতু এর দাম তেমন বৃদ্ধি পাচ্ছে না। অথ্যাৎ এর মূল্য এখন 19000 হাজার ডলারের কাছাকাছি। আমি মনে করি এবছর আর এর বৃদ্ধি হবে না। তবে আগামি বছর এর দাম অনেক বেড়ে যাবে অথবা আবার কিছুটা কমেও যেতে পারে তবে বাড়ার সম্ভাবনাটা খুবেই বেশি।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Milon626 on December 14, 2020, 08:24:51 AM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
বিটকয়েন ২০২০ সালের শুরু থেকেই একটু একটু করে বাড়তে ছিলো যা ২০২০ এর শেষ নাগাদ অনেকটা ভালো অবস্থানে এসে পৌছেছে।  এই ধারা যদি ২০২১ সালেও অব্যাহত থাকে তবে সেক্ষেত্রে বিটকয়েন ২৫০০০-৩০০০০ ডলার ক্রস করতেও পারে।  যেহেতু ক্রিপ্টোতে মার্কেট প্রাইস খুব বেশি দিন এক অবস্থানে থাকে না, সেক্ষেত্রে দাম কিছুটা হ্রাসও পেতে পারে।  এসব বিষয় নিয়ে আগাম বানী খুব একটা কাজে আসবে বলে আমার মনে হয় না।  তবুও আশা করি ২০২১ সাল আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে।                                                     
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Markuri33 on December 14, 2020, 08:37:53 AM
বর্তমান সময়ে দেখা যাচ্ছে দাম অনেক ওঠানামা করছে বিটকয়েনের। এখন বিটকয়েন এর প্রাইজ আছে 19 হাজার ডলারের হালকা কিছু পড়ে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট বিশ্লেষণ করলে দেখা যায় যে 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 25000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Markuri33 on December 14, 2020, 08:42:37 AM
আমার ব্যেক্তিগত মতামত হল যে এখনো যেহেতু এর দাম তেমন বৃদ্ধি পাচ্ছে না। অথ্যাৎ এর মূল্য এখন 19000 হাজার ডলারের কাছাকাছি। আমি মনে করি এবছর আর এর বৃদ্ধি হবে না। তবে আগামি বছর এর দাম অনেক বেড়ে যাবে অথবা আবার কিছুটা কমেও যেতে পারে তবে বাড়ার সম্ভাবনাটা খুবেই বেশি।

এই বছরের শেষের দিকে বাই আমি মনে করেছি যে বিটকয়েনের প্রাইস 20,000 ডলার হবে। কিন্তু আসলে হবে কিনা সেটাও জানি না যেহেতু ক্রিপ্টোকারেন্সি এর সঠিক সংবাদ কেউ বলতে পারবেনা। কিন্তু মার্কেটের অবস্থা দেখে কিছুটা অনুমান করা যায়। এখন দেখি সময় আসুক বিটকয়েনের প্রাইজ কোন দিকে যায়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Clearman on December 14, 2020, 11:41:12 AM
বিটকয়েনের দাম বর্তমান অনেক বৃদ্ধি পেয়েছে বিটকয়েনের বর্তমান বাজার মূল্য 18620 ডলার।বিটকয়েনের দাম ভবিষ্যৎ আরো বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি 2021 সালে বিটকয়েনের দাম30 হাজার ডলার থেকে 40 হাজার ডলার পর্যন্ত হতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Churphans on December 14, 2020, 11:53:04 AM
বিটকয়েন সম্পর্কে হাজার জনের হাজার মন্তব্য হতে পারে। কেউ 2021 সালে বিটকয়েন কে 20 হাজারের উপরে স্থান দিয়েছে আবার কেউ বিটকয়েন কে 19 হাজার এর নিচে স্থান দেয়। আমি মনে করি বিটকয়েনের বাজার 2021 সালে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে 25 হাজারের ওপর অবস্থান করবে।
(https://i.imgur.com/DC2un9R.jpg)
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: EKRA13 on December 14, 2020, 11:54:56 AM
বিটকয়েন 2020 সালের শেষের দিকে এসে এতটা পাম্প করবে তা অনেকের ধারণার বাইরে ছিল। আমার ধারণা 2021সালে 22হাজার থেকে 25 হাজার ডলার হতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Token@ on December 14, 2020, 01:48:14 PM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনো ভবিষ্যদ্বাণী করা যায় না। কেউ ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারবে না। 2021 সালে বিটকয়েনের দাম কেমন হতে পারে সেটা বলা খুবই মুশকিল। তবে আশা করা যায় 2021 সালে বিটকয়েন তাদের পুরনো রেকর্ড ভেঙে ফেলবে। 2021 সালে বিটকয়েন 22 হাজার ডলার ছাড়িয়ে যাবে। কারণ এই বছর বিটকয়েন অনেকটাই তাদের দাম বাড়িয়ে নিয়েছে। সে অনুযায়ী যদি বাড়তে থাকে তাহলে বিটকয়েন 22 হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Maxtel on December 14, 2020, 03:34:04 PM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
। 



ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোন কিছুই অসম্ভব নয় বিটকয়েন হল সকল গানের রাজা সব সময় বেশি থাকে জনপ্রিয়তার দিক থেকেও বিটকয়েন সবার উপরে এখন বিটকয়েনের দাম 19 হাজার ডলারের উপরে। মাঝে মাঝে দাম আরো বেশি ওঠানামা করছে। 21 সালে বিটকয়েনের দাম 24k ছাড়িয়ে যেতে পারে ।তবে দাম কতটুকু বাড়বে না কমবে তা সময় বলে দেবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Headshot on December 14, 2020, 04:22:39 PM
বিটকয়েন 2020 সালে সকল মানুষকে চমকে দিয়েছে অভাবনীয় একটি অবস্থান লাভ করেছিল বিটকয়েন। কিন্তু 2020 সাল প্রায় শেষের দিকে 2020 সালে বিটকয়েন মোটামুটি ভালই ছিল এবং 2021 সালে আরো ভালো হবে এটাই আশা করি। করনা ভাইরাসের কারণে বিটকয়েনের দাম অনেকটা ওঠানামা করেছে। 2021 সালে মহামারী করোনাভাইরাস থাকবে কিনা জানিনা যদি থাকে তাহলে এটি আমাদের জন্যে বড় ধরনের একটি ক্ষতিকর। 2021 সালে বিটকয়েনের দাম অনেকটাই ভালো যাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Btceth01 on December 14, 2020, 04:40:47 PM
আমরা 2020 সালের বিটকয়েন মার্কেট রিসার্চ করলে দেখতে পারি 2021 সালে এর দাম অনেক ভাল যাবে। আমরা দেখতে পাচ্ছি 2020 সালে বিটকয়েনের দাম হাজার 19000 থেকে 20,000 ডলার মধ্যে অবস্থান করছে । সেই অনুপাতে বিটকয়েনের দাম 2021 সালে 20 থেকে 30 হাজার ডলার এবং 2021 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 50 হাজার ডলার মধ্যে অবস্থান করতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Review Master on December 14, 2020, 04:40:54 PM
অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
                                                           
আমার মনে হয়, করোনার জন্য তেমন কোনো ইনভেস্টররা/বিনিয়োগকারীরা চলে যায়নি। কারণ করোনার কারণেই সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা স্টাবলকয়েন কিংবা ফিয়েটকারেন্সির খারাপ দিকটা বুঝতে পেরেছে। তাইতো অনেক ইউএসএ এর বিনিয়োগকারীরা বিটকয়েনে ইনভেস্ট করেছে। পারলে নিচের লিংকে গিয়ে দেখেন যে, ইন্টারভিউতে MicroStrategy কোম্পানির সিইও বিটকয়েন ও ফিয়েটকারেন্সি সম্পর্কে কি বলেছেন।

ভিডিও:


নোট: যদিও জানি যে, কারো একজনের কাছে আমার এই রিপ্লাইটা পছন্দ হবে না এবং নেগেটিভ কারমা দিবে। অসুবিধা নাই ভাই, নেগেটিভ কারমা দিয়ে যান এবং ভবিষ্যতে আপনিও আপনার কাজের পরিণাম ভোগ করবেন।  ;)
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Primo1760 on December 14, 2020, 04:41:36 PM
আমার কাছে মনে হয় 2021 সালের শুরুর দিকেই বিটকয়েন 20 হাজার ডলারে পৌঁছে যাবে।এই বিটকয়েন বহুপরিচিত আর বহুব্যবহৃত একটি কয়েন সকলের সাথে পরিচিত আমি একটা নিউজে শুনতে পেয়েছি যেয়ে বিটকয়েন নাকি একটা সময় অনেক দামি টোকেন হতে চলেছে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Cz Rock on December 14, 2020, 06:20:32 PM
2020 সাল প্রায় শেষ দিকে । 2020 সালে বিটকয়েনের দাম উঠা-নামা করেছে এটা আমাদের সবার জানা, এই বিটকয়েন দাম উঠানামার জন্য দায়ী কোভিন-১৯ করোনাভাইরাস মনে হয়। কিন্তু 2021 সালে কোভিন-১৯ করোনা ভাইরাসের আবির্ভাব থাকবে না বলে বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছে । তাই 2021 সালে মার্কেট থেকে সরে গিয়েছিলেন তারাও ফিরে আসবে ।এ থেকে বোঝা যাচ্ছে বর্তমানে দামের চেয়ে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে এছাড়াও বিটকয়েনের প্রচার দিন দিন যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এতে বিটকয়েন ব্যবহার কারীর সংখ্যাও বৃদ্ধি পাবে তা থেকে বোঝা যাচ্ছে যে 2021 সালে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: bmw1 on December 14, 2020, 06:27:47 PM
২০১৮ এবং ২০১৯ এর চেয়ে অনেক দামিি হয়েছিলো ২০২০ সালের বিটকয়েন, আমরা আশা করি ২০২১ সালে ২০২০ সালের অনেক বেশি দামি হয়।         
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: ranaprime on December 14, 2020, 07:19:53 PM
2020 সাল প্রায় শেষ এখন আর বিটকয়েনের কোন বড় ধরনের মুভমেন্ট হবে না। এখন একটু বাড়লে আবার তা কমে যাবে। আবার কমলে আবার তা বেড়ে যাবে। এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে আমি আশাবাদি যে 2021 সাল হবে বড় ধরনের পরিবর্তনের বছর। আমার মতে এটি মানুষের চিন্তার বাইরে চলে যাবে। বিশেষ করে এর দাম এতটাই হাই হবে যে অনেকেই তা কল্পনাই করতে পারবে না।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:39:38 PM
আমার বিশ্বাস 2021 সালে বিটকয়েনের প্রাইস 25 হাজার ডলারের মত হবে।এবং সেই সাথে সাথে আমরা দেখতে পাব ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর যে সমস্ত কয়েন আছে সে সমস্ত কয়েন এর দাম ও কিন্তু বৃদ্ধি পাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:40:54 PM
বিটকয়েন সম্পর্কে হাজার জনের হাজার মন্তব্য হতে পারে। কেউ 2021 সালে বিটকয়েন কে 20 হাজারের উপরে স্থান দিয়েছে আবার কেউ বিটকয়েন কে 19 হাজার এর নিচে স্থান দেয়। আমি মনে করি বিটকয়েনের বাজার 2021 সালে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে 25 হাজারের ওপর অবস্থান করবে।
(https://i.imgur.com/DC2un9R.jpg)

ভাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট দেওয়ার কারনে। ভাই আপনাকে আমি কিছু কথা বলতাম সেগুলো হচ্ছে এই পোস্টগুলো কিভাবে করেন এই নিয়ে আপনি একটু বুঝিয়ে বলবেন।এইভাবে পোস্ট কর আর আমার অনেক ইচ্ছা আপনি যদি এই নিয়ে বিস্তারিত আলোচনা করে দিতেন তাহলে ভালো হতো।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Jaya60 on December 15, 2020, 01:35:41 AM
ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ কেমন হবে এই নিয়ে কেউ কোনো কিছু বললে দেখেছি কারো গুলা ঠিক হয়েছে আবার কারো গোল হয়নি। বিট কয়েনের মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে সেদিকে আমি বিশ্লেষণ করে দেখেছি বিটকয়েনের প্রাইস 2021 সালের মধ্যে 25 হাজার ডলার ক্রস করবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Jaya60 on December 15, 2020, 01:38:07 AM
২০১৮ এবং ২০১৯ এর চেয়ে অনেক দামিি হয়েছিলো ২০২০ সালের বিটকয়েন, আমরা আশা করি ২০২১ সালে ২০২০ সালের অনেক বেশি দামি হয়।       

আপনি যে পোস্ট গুলি করছেন সে প্রশ্নের কিন্তু আমি কোন অর্থবহুল কোন কিছু পাচ্ছিনা। এবং কোন কিছু বুঝতে পারছিনা আপনি কি বলতে চাইছেন। মোডারেটর ভাই কিন্তু বলেছেন সকলকে j.r মেম্বার পর্যন্ত ছাড় দেয়া হবে তাই আপনি এখন থেকে সতর্ক হয়ে যান। এবং ভালোভাবে পোস্ট করুন ধন্যবাদ।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: saidul2105 on December 15, 2020, 05:19:08 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনো ভবিষ্যদ্বাণী করা যায় না। কেউ ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারবে না। 2021 সালে বিটকয়েনের দাম কেমন হতে পারে সেটা বলা খুবই মুশকিল। তবে আশা করা যায় 2021 সালে বিটকয়েন তাদের পুরনো রেকর্ড ভেঙে ফেলবে। 2021 সালে বিটকয়েন 22 হাজার ডলার ছাড়িয়ে যাবে। কারণ এই বছর বিটকয়েন অনেকটাই তাদের দাম বাড়িয়ে নিয়েছে। সে অনুযায়ী যদি বাড়তে থাকে তাহলে বিটকয়েন 22 হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাই আপনার কথা ঠিক আছে, আসলেও কেউ ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারবে না।  কারণ ক্রিপ্টোকারেন্সি তে যে কোন সময় যে কোন কিছু হতে পারে।  যে কোন সময় হুট করে দাম পাম্প করতে পারে, আবার যে কোন সময় হুট করে দাম কমতেও পারে। 
আমরা সবাই এসব জানার পরেও মনে আশা নিয়ে একটু ধারণা করতে ভালোবাসি।  আমরা আমাদের মনের ভাবনা টা শুধু প্রকাশ করি মাত্র, এর তেমন কোন শিউরিটি নেই।  আমাদের সকলের এনালাইসিস কাজে আসতেও পারে, আবার নাও আসতে পারে।                                         
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: bmw1 on December 15, 2020, 05:24:29 AM
2021 সালে বিটকয়েনের দাম অনেক বেশি হবে কারণ 2018 ও 2019 এবং 2020 সালে অনেক বেশি হয়েছে এই কারণে বলা যেতে পারে যে 2021 সালে বিটকয়েনের দাম বাড়তে বনে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Kangaro45 on December 15, 2020, 07:10:16 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কখন কি হয় তা আগাম বোঝা যায় না। বিটকয়েনের দাম বেশ কিছুদিন অনেক কম ছিল 2020 সালের শেষের দিকে এসে আবার দাম অনেক বৃদ্ধি পাচ্ছে এবং দাম খুব ওঠানামা করছে আমার ধারণা 2021 সালে বিটকয়েনের দাম 25 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Damrai5$ on December 15, 2020, 07:19:56 AM
আমি এই ফোরামে নতুন। যদি কোন কিছু ভুল হয় তাহলে এই ফোরামের সিনিয়র যারা রয়েছে অবশ্যই আমাকে বলবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস সিনিয়র সকল ভাই আমাকে সাহায্য করবে।

2020 সালে বিটকয়েন এর প্রাইস 19000 ডলারের উপরে রয়েছে। সকলের মতামত শুনে এইটুকু বুঝতে পেরেছি 2020 সালের অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েন প্রাইস 20,000 ডলার হতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Mahindra on December 15, 2020, 09:10:16 AM
আমি একজন নতুন ইউজার তাই এ সম্পর্কে আমি যা বলব সেটা সঠিক না ও হতে পারে। আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম প্রায় 25000  ডলার থেকে 30 হাজার ডলারে পৌঁছে যাবে এতে কোন রকম সন্দেহ থাকবে না 2021 সাল আমরা এটি আশা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Ricky on December 15, 2020, 09:13:23 AM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
আজকের মার্কেট অনুযায়ী বিটকয়েন 19190 ডলার এ অবস্থান করছে। খুব ভালো পজিশনে রয়েছে এখন বিটকয়েন এতে কোন সন্দেহ নেই। এভাবে চলতে থাকলে আশা করা যায় 2020 সাল থাকতেই বিটকয়েন 20,000 ডলার এর মাইলফলক স্পর্শ করতে পারে। বর্তমানে বিটকয়েন মার্কেট খুব ভালই যাচ্ছে। আশা করা যায় 2021 সালে বিট কয়েনের মূল্য 20 হাজার থেকে 25 হাজার ডলার পর্যন্ত হতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Trumpet on December 15, 2020, 09:29:09 AM
2021 সালে বিটকয়েন কেমন হতে পারে এটা হয়তো বলা যায় বিট কয়েনের মূল্য বৃদ্ধির উপর লক্ষ্য করে। বর্তমানে বিটকয়েনের মার্কেট পরিস্থিতি অনেকটাই ভালো।অনেকেই বলছে 2020 সালের শেষের দিকে অথবা 2021 সালের শুরুর দিকে বিটকয়েনের দাম 20,000 ডলার টাচ করতে পারে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Token@ on December 15, 2020, 09:32:49 AM
2021 সালে বিটকয়েন কেমন হতে পারে সেটা বলা খুবই মুশকিল। কারণ কিপ টু কারেন্সি নিয়ে কেউ ভবিষ্যৎবাণী করতে পারে না। ক্রিপ্টোকারেন্সি তার নিজ গতিতে চলা ফেরা করে। এটি কোন দেশে সরকারিভাবে চালানো হয় না। বিনিয়োগকারীরা ক্রিপ্টোকারেন্সি কে যেভাবে নাচাবে সেভাবেই নাচব এ। তবে আশা করা যায় ধারণা করা যায় 2021 সালে বিটকয়েন 22 হাজার ডলার ছাড়িয়ে যাবে। তাদের পুরনো রেকর্ড ভেঙে ফেলবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Jaya60 on December 20, 2020, 12:04:58 AM
2021 সাল আসার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস 24 হাজার ডলার। 2025 সালে যদি বিটকয়েনের প্রাইস এভাবে পাম্প হতে থাকে তাহলে কিন্তু 30 হাজার ডলার খুব সহজে অতিক্রম করবে।2021 সালে বিটকয়েন প্রাইস যখন 30 হাজার ডলার অতিক্রম করবে তখন অন্য সমস্ত কয়েন গুলির দাম বৃদ্ধি পেতে থাকবে। তাইআমি মনে করি বিটকয়েনের প্রাইস যত বাড়বে অন্য সকল কয়েনের ওপর এর প্রভাব ততটা বৃদ্ধি পাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Irfan12@ on December 21, 2020, 06:36:53 AM
ভাই আমি মনে করি যে যতই দিন যাবে বিটকয়েনের দাম তত দ্রুত বৃদ্ধি পাবে এবং এর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বিটকয়েন একটি জনপ্রিয় মুদ্রা হওয়ার কারণে এর দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যদি লক্ষ করি তাহলে দেখতে পারবে কিছুদিনের মধ্যেই বিটকয়েনের দাম বেড়ে 24 হাজার ডলারে পৌঁছে গেছে তবে আশা করা যায় 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম আরো বাড়বে এবং বিটকয়েনের দাম হবে 25 থেকে 30 হাজার ডলার
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Bony11 on December 21, 2020, 07:29:30 AM
মার্কেটে বিটকয়েনের দাম সবসময়ই উঠানামা করে ।2020 এর শুরুর দিকে মার্কেটে বিটকয়েনের দাম কম থাকলেও 2020 এর শেষের দিকে বর্তমানে বিটকয়েনের বাজার অনেকটাই ভালো ।আশাকরি 2021 সালের শুরুর দিকে বিটকয়েনের দাম 25 থেকে 30 হাজার ডলার   পর্যন্ত যাবে বলে আমার মনে হয়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Bad leyar on December 21, 2020, 09:38:29 AM
একদম ঠিক কথা বলেছেন ভাই আসলে বিটকয়েনের দাম 2020 সালের শেষের দিকে যে হারে বৃদ্ধি পাচ্ছে এই ভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে একসময় দেখা যাবে 2021 সালে বিটকয়েনের দাম 30 হাজার ডলার ক্রস করেছে আমরা দেখতে পাচ্ছি যে  বিটকয়েনের দাম 2020 সালের শেষের দিকে 24 হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে তাই আমরা আশা করতে পারি 2021 সালে বিটকয়েনের দাম 30000 ডলার ক্রস করে যাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Tunir Baap on December 22, 2020, 04:37:32 PM
আসলে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কেউ কোন কিছু কনফার্ম হয়ে বলতে পারো না।ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন সময় কোন দিকে যায় সেটা কেউ বলতে পারবেনা।তবে কিছু সময়কয়েন গুলোর মুভমেন্ট দেখে মনে হয় এই কয়েন গুলো প্রাইস ভবিষ্যতে কেমন হতে পারে বর্তমানে বিটকয়েনের প্রাইস অনেকটাই ভালো অবস্থানে অবস্থান করছিল কিন্তু আবার এর প্রাইস হঠাৎ করেই কমে গেছে আশা করি 2021 সালের শুরুর দিকে বিটকয়েন প্রাইস অনেক ভালো পর্যায় থাকবে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Angel jara on December 25, 2020, 02:49:13 AM
বর্তমান সময়ে বিটকয়েনের দাম 23 হাজার ডলার। যা মার্কেট হিসাবে বিটকয়েনের দাম খুবই ভালো। ধারণা করা হচ্ছে 2021 সালের শুরুর দিকে বিটকয়েনের দাম 25 হাজার ডলার ছাড়িয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম শীর্ষস্থানে রয়েছে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Msweet on December 25, 2020, 03:07:04 AM
আমি মনে করি 2021 সালে বিটকয়েন এর বাজার মূল্য অনেক বৃদ্ধি পাবে। 2021 সালের শুরুতে এটি 23000 ইউএসডি নিয়ে শুরু করেছে। এবং এটা 2021 সালের ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে এটা 25000 ইউএসডি টাচ করার সম্ভাবনা আছে। আমি ধারণা করছি 2021 সালের শেষের দিকে এটি 30000 ইউএসডি ছুয়ে যাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: XM8 on December 25, 2020, 03:45:54 PM
আসলে 2021 সালে বিটকয়েন কেমন হতে পারে এটা জোর দিয়ে বলা যায় না তেমনি বর্তমান সময়ের মার্কেট কিছুটা পর্যবেক্ষণ করলে এ সম্পর্কে কিছুটা আন্দাজ করা যায় যে 2021 সালের দাম কেমন হতে পারে। বর্তমানে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাই আশা করা যায় বিটকয়েন যদি তার এই বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পারে তাহলে আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম অনেকটাই ভালো পর্যায় থাকবে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Papusha20 on December 25, 2020, 04:11:12 PM
আজকে ক্রিসমাস ডে ছিল খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বিটকয়েনের দাম সর্বোচ্চ দামে উঠেছে। বিটকয়েনের বর্তমান দাম 25 হাজার ডলারের কাছাকাছি ছিল এভাবে যদি বিটকয়েনের দাম বাড়তে থাকে তাহলে 2021 সালের শুরুতেই বিটকয়েনের দাম 30 হাজার থেকে 40 হাজার ডলারে পৌঁছাতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Mahindra on December 26, 2020, 10:17:10 AM
আমি অত্যন্ত বিশ্বাসের সাথে বলতে পারি যে 2020 সালের শেষের দিক এখন আর মাত্র কয়েকদিন আছে তাই 2021 সালে আসবে আমি মার্কেটে গিয়ে দেখলাম বিটকয়েনের দাম 25 হাজার ডলারের কাছাকাছি পৌঁছে গেছে আর অল্প একটু বাকি আছে আমার মনে হয় 2020 সালেই বিটকয়েনের দাম 25 হাজার ডলার ক্রস করে যাবে সেটা আমরা অত্যন্ত খুশি সাথে বলতে পারি এটার প্রতি আমরা আশা রাখতে পারি।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Lovepro Max on December 27, 2020, 05:45:39 AM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
আমরা আশাবাদী যে বিটকয়েনের নতুন রূপ দেখতে পারবো 2021 সালের শুরুতে কেননা যতদিন যাচ্ছে এই মুদ্রার দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে 2020 সালের শেষের দিকে এসে বিটকয়েনের দাম এতটা বৃদ্ধি পাবে আজকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবে আজকে বিটকয়েনের দাম প্রায় 27 হাজার ডলারের কাছাকাছি তো এখনো 2020 সাল শেষ হওয়ার চার দিন বাকি  বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে  এই ধারা অব্যাহত থাকে তাহলে  2020 সালে শেষ হওয়ার আগেই  বিটকয়েনের দাম 30 হাজার ডলারে পৌঁছাবে এবং 2021 সালে বিটকয়েনের দাম 30 থেকে 35 হাজার ডলার হয়ে যাবে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Kangaro45 on December 27, 2020, 05:54:33 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অসম্ভব বলে কিছু নেই। এই কিছুদিন আগেও কেউ ধারণা করনি বিটকয়েনের দাম এতটা পাম্প করবে। সবাই বলাবলি করছিল হয়তো বিটকয়েনের দাম 15 থেকে 16 হাজার ডলার হতে পারে। কিন্তু 2020 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েনের দাম প্রায় 27 হাজার ডলার হয়েছে। বিটকয়েনের বর্তমানে যে মুভমেন্ট তা যদি বজায় থাকে তাহলে  2021 সালে বিটকয়েনের দাম 35 হাজার ডলার 40 হাজার ডলার হতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: XM8 on December 27, 2020, 12:31:44 PM
2020 সাল প্রায় শেষের দিকে 2020 সালে আমরা লক্ষ্য করেছি যে বিটকয়েনের দাম অনেকটা উঠানামা করেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট বিটকয়েনের বিনিয়োগ অনেক কমে গিয়েছিল। তবে এখন বিনিয়োগ আবার বাড়তে চলেছে। এভাবে যদি বাড়তে থাকে তাহলে আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম 20,000 ডলার পার হবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েনের দাম সবসময়ই ওঠানামা করছে এবং কি এটা হয়তো এরকমই অব্যাহত থাকবে।
আসলে ভাই বিটকয়েনের দাম সব সময় ওঠানামা করবে এটাই স্বাভাবিক।কারন একটা বিষয় আপনি অবশ্যই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময় স্থির থাকে না এটা সবসময় কমতে বাড়তে থাকে।তবে হয়তো আপনি যদি বর্তমান সময়ের মার্কেট লক্ষ করেন তাহলে আপনি একটা বিষয় বুঝতে পারবেন যে বর্তমানে বিটকয়েন হিউজ পরিমান বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে 2020 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েন 30 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Riktakhanom on December 27, 2020, 02:57:32 PM
২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে এটা সঠিক ভাবে বলা মুশকিল কারণ ক্রিপ্টো মার্কেট স্থিতিশীল না এটা সব সময় উঠা নাম করে. চাহিদা এবং সরবারহের ভিত্তিতে দাম অনেকটা বৃদ্ধি পেলেও মার্কেট কখন কোন দিকে যাবে নিদ্রিষ্ট করা বলে সম্ভব না. দাম কতটা ওপরের দিকে উঠবে এটা নির্ধারণ করার জন্য ধর্য্য ধরে অপেক্ষা করতে হবে. তবে বিটকয়েন এর জন্য ২০২১ সালে অনেক ভালো হতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Herry on December 27, 2020, 02:59:30 PM
হ্যাঁ ভাই 2020 সালের আমরা বিটকয়েনের দাম অনেক ওঠানামা করতে দেখেছি তো আমরা কখনো ভাবতে পারিনি যে বিটকয়েনের দাম 2020 সালের শেষের দিকে এসে এতটাই বৃদ্ধি পাবে বিশেষ করে পূর্ববর্তী বছরগুলোতে ক্রিসমাস ডে থেকে বিটকয়েনের দাম শুধু কমতে শুরু করেছে কিন্তু 2020 সালের ক্রিসমাস ডে এর পর থেকে বিটকয়েনের দাম হুহু করে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আজকে বিটকয়েন এর দাম 27000 ডলার হিট করেছে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Sasa on December 28, 2020, 08:32:19 AM
2021 সালের শুরুতে আমরা বিটকয়েনের এক নতুন রূপ দেখতে পারবো মনে হয় কেননা 2020 সাল শেষ হওয়ার আগেই আমরা বিটকয়েন এর এক ঝলক চমক দেখতে পেরেছি আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে এক সপ্তাহে বিটকয়েনের দাম এত বৃদ্ধি পাবে বর্তমানে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে বলাই যায় যে 2021 সালে এর দাম 30 হাজার ডলারে হিট করবে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: ttcsalam on December 28, 2020, 12:04:20 PM
2020 এর শেষ তো অতীতের সমস্ত রেকড ভংগ করে ভালোই দাম বৃদ্ধি পেয়েছে। সে হিসাবে আমি মনে করি যদি কোন খারাপ নিউজ না আসে 2021 সাল এ এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিটকয়েন অনেক ভালো পজিশনে যেতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Rain075 on December 28, 2020, 12:27:00 PM
আমরা 2020 সালকে স্মরণ করলে দেখতে পাবো যে 2021 সালে মার্কেট মোটামুটি ভালোই থাকবে।তবে যে কোন বছরে প্রথম অবস্থায় মার্কেট একটু খারাপ হলেও পরবর্তীতে মার্কেট অনেকটাই বৃদ্ধি পাবে। আমরা আশা করছি 2021 সালে বিটকয়েন মার্কেট 30 হাজার ডলারের নিচে চলে আসবে না। বর্তমান মার্কেট আমরা দেখতে পাচ্ছি 28395 ডলারের মধ্যে অবস্থান করেছিল। আমার মনে হচ্ছে 2021 সালে বিটকয়েন মার্কেট সবসময়ই 30000 এর উপরে থাকবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: XM8 on December 28, 2020, 03:29:43 PM
আসলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকেই কোন কিছু বলা যায় না কারণ এই ক্রিপ্টো মার্কেটে সাধারণত কারো হাত থাকে না।অর্থাৎ কখন এর দাম বৃদ্ধি পাবে এবং কখন এর দাম কমে যাবে এটা কেউ সিওর হয়ে বলতে পারবে না। কিন্তু কিছু কিছু সময় মার্কেট সম্পর্কে খানিকটা ধারণা পাওয়া যায়।বর্তমানে বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মনে হয় 2020 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েন 30 হাজার ডলার স্পর্শ করতে পারে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Apower$ on December 28, 2020, 03:34:23 PM
আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় উঠানামা করে। 2020 সালের শুরুর দিকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের প্রাইস কম থাকলেও,2020 সালের শেষের দিকে বিটকয়েনের প্রাইস অনেকটাই ভালো। বর্তমানে বিটকয়েনের প্রাইস 27,200 ডলারের উপরে। 2021 সালে যদি বিটকয়েনের প্রাইস এভাবে পাম্প হতে থাকে তাহলে খুব দ্রুত 30 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Kangaro45 on December 28, 2020, 04:32:03 PM
বিটকয়েনের মার্কেটের বর্তমানে যে মুভমেন্ট তাতে মনে হয় বিটকয়েন 2020 সাল শেষ হওয়ার আগেই 30 হাজার ডলার পার করবে। বর্তমানে বিটকয়েনের দাম 27 হাজার ডলারের উপরে।। বিটকয়েন প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে। বিটকয়েনের দাম বৃদ্ধির এদারা যদি অব্যাহত থাকে তাহলে 2021 সালে 40 হাজার ডলার অতিক্রম করতে পারে। তবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ আগাম ভবিষ্যৎবাণী করতে পারে না কারণ ক্রিপ্টোকারেন্সি তে সবকিছুই সম্ভব যে কোন সময় যে কোন কয়নের দাম যেমন ঊর্ধ্বগতি হতে পারে তেমনি একেবারে তলানীতে গিয়েও পৌঁছাতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Ricky on December 29, 2020, 02:40:43 AM
বছরের শেষ দিকে এসে বিটকয়েন এমন একটা পজিশনে দাঁড়াবে সেটা সারা বছর সবার কল্পনার বাইরে ছিল, বলে আমি মনে করি। কারণ প্রত্যেক বছরের শেষে দেখা যায় বিটকয়েনের দাম কমতে থাকে কিন্তু এবার তার উল্টো হয়েছে। 2020 সালের শেষ দিকে এসে বিটকয়েন তার অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে আজ বিটকয়েন এর অবস্থান 26 হাজার 650 ডলারের ওপরে। নিঃসন্দেহে অনেক ভালো পজিশনে রয়েছে এই বিটকয়েন। এভাবে চলতে থাকলে আশা করা যায় 2021 সালে বিটকয়েন 30 হাজার ডলার অতিক্রম করতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Sasa on December 29, 2020, 02:44:30 AM
2021 সালের শুরুতে এই ভার্চুয়াল মুদ্রা আর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা এখনই বলা যায় না কেননা ক্রিপ্টোকারেন্সি কখন কোন দিকে যায় তা বলা মুশকিল আমরা হয়তো ভাবছিলাম যে এই মুদ্রার দাম এখন শুধু বৃদ্ধি পেতে থাকবে আর কমবে না বা কমার সম্ভাবনা নাই বললেই চলে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনের দাম কিছুটা নিম্নমুখী আজকে বিটকয়েনের দাম 26 হাজার 700 ডলার তো আশা করি আবারো বিটকয়েন তার অবস্থানে ফিরে আসবে এবং 2021 সালে 30 থেকে 35 হাজার ডলার ক্রস করবে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: XM8 on December 29, 2020, 04:57:14 PM
বিটকয়েন 2020 সালের শেষের দিকে এসে এতটা পাম্প করবে তা অনেকের ধারণার বাইরে ছিল। আমার ধারণা 2021সালে 22হাজার থেকে 25 হাজার ডলার হতে পারে।
আপনার ধারণা কে ভুল প্রমাণিত করে বিটকয়েন তার অতীতের সব রেকর্ড ভেঙে বর্তমানে নতুন রেকর্ড করে দাঁড়িয়ে আছে। বিটকয়েনের দাম যে এত পরিমান বৃদ্ধি পাবে তা সকলের ধারনার বাইরে ছিল।কালকে যখন আমি বিটকয়েন এর মার্কেট প্রাইস পর্যবেক্ষণ করি তখন আমি দেখতে পাই বিটকয়েন 28 হাজার ডলারে স্পর্শ করেছে যা বিটকয়েন এর জন্য সর্বোচ্চ পাওনা।তবে 2020 সাল শেষ হতে আর মাত্র দুই দিন বাকি মনে করি এই দুই দিনের মধ্যে বিটকয়েন 30 হাজার ডলার স্পর্শ করবে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Rony on December 31, 2020, 02:52:19 AM
2020 সালের আজ শেষ দিন এই কয়েকদিনের মধ্যেই বিটকয়েনের দাম 19 হাজার ডলার থেকে 26 হাজার ডলারের পৌঁছে গেছে। এর আগে বিটকয়েনের দাম এমনভাবে বাড়তে দেখা যায়নি। সবাই মনে করে বিটকয়েন তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। 2021 সালে বিটকয়েনের দাম 35 হাজার ডলারের আশেপাশে বিরাজ করবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Lovepro Max on December 31, 2020, 03:49:30 AM
আজকে আমরা দেখলাম যে বিটকয়েনের দাম 28 হাজার ডলার ছাড়িয়ে গেছে আজকের বিটকয়েন এর দাম 28748$ ডলার তো একটা বিষয় আমরা খেয়াল করে দেখলাম যে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বৃদ্ধি পেলেও সকল মুদ্রার দাম কিন্তু আজকে অনেকটা কমে গেছে এর কারণ কি?
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Markuri33 on January 13, 2021, 02:02:16 AM
2021 সাল পড়ার পরেই কিন্তু বিটকয়েনের প্রাইস ব্যাপক বৃদ্ধি পেয়েছিল।সবার ধারণা ছিল হয়তো কয়েকদিনের মধ্যেই বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলার অতিক্রম করবে। কিন্তু আমরা বিটকয়েন এর বর্তমান প্রাইস দেখলাম যে 33 হাজার ডলারে নেমে এসেছে। হয়তো 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলার পার হয়ে যাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Mahindra on January 13, 2021, 03:41:23 AM
2020 সালের শেষের দিকে এসে বিটকয়েন অবিশ্বাস্য ভাবে পাম্প করেছে। কয়েকদিন আগে বিটকয়েনের দাম 20 হাজার ডলার স্পর্শ করেছিল। দাম কিছুটা কমলেও 19000 এর মধ্যেই ওঠানামা করছে। পরিস্থিতি বিবেচনা করলে বোঝা যায় 21 সালে এ ধারা অব্যাহত থাকতে পারে। 2021 সালে বিটকয়েনের দাম 25 হাজার ডলার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম পাম্প করতে শুরু করেছিল বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে 2021 সালে এখন বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে আগের তুলনায় দ্বিগুণ হয়েছে কিছুদিন আগে বিটকয়েনের দাম ছিল 41 হাজার ডলার কিন্তু এখন মার্কেট ডাম্প করেছে। এখন বিটকয়েনের দাম 34 হাজার ডলার অবস্থান করেছে আমরা আশা করি 2021 সালে বিটকয়েনের দাম 50 হাজার ডলার পেরিয়ে যাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Mahindra on January 13, 2021, 03:59:03 AM
আগের তুলনায় বর্তমানে মার্কেটে বিটকয়েনের দাম কিছুটা ডাম্প করেছে বর্তমানে বিটকয়েনের দাম 34 হাজার ডলার হয়েছে কিছুদিন আগে ছিল 41 হাজার ডলার সবাই আশা করেছিল যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে কিন্তু এখন মার্কেট আবার ডাম্প করা শুরু করেছে। কিন্তু আমি বিশ্বাস করি 2021 সালে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ক্রস করবেই।‌
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Triple333 on January 13, 2021, 05:41:37 AM
2021 সালে প্রথমে কয়েকদিনে বিটকয়েন অনেক বৃদ্ধি পেয়েছিল যদি বর্তমানে দাম কিছুটা ডাম্প করেছে। আমি মনে করি 2021 সালে বিটকয়েন 50 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: babu10 on January 13, 2021, 06:17:06 AM
আগের তুলনায় বর্তমানে মার্কেটে বিটকয়েনের দাম কিছুটা ডাম্প করেছে বর্তমানে বিটকয়েনের দাম 34 হাজার ডলার হয়েছে কিছুদিন আগে ছিল 41 হাজার ডলার সবাই আশা করেছিল যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে কিন্তু এখন মার্কেট আবার ডাম্প করা শুরু করেছে। কিন্তু আমি বিশ্বাস করি 2021 সালে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ক্রস করবেই।‌

শুধু একতরফা বাড়লে বা একতরফা কমলেতো মার্কেট বলা যাবেনা, মার্কেটে আপ ডাউন থাকবেই। যেহেতু কিছুদিন ঘোড়ার গতিতে বেড়েছে তাই মার্কেট কারেকশান হবে এটাতো আমরা আাগে থেকেই অনুমান করতে পারি। তবে মার্কেট আর আগেরমত এত নিচে নামবেনা এটা আশা করতে পারেন কারন মার্কেট ভেল্যু এখন ১ ট্রিলিয়ন ডলার। তাই এখানে দিনকে দিন আরো বিনিয়োগ বাড়বে এবং মার্কেট ভালো অবস্থানে যাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Mental on January 13, 2021, 07:05:02 PM
আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের মূল্য যেভাবে বাড়তে চলছে রকেটের গতিতে সামনে আরো অনেক বাড়বে মনে হচ্ছে। এখানে আরো অনেক সিনিয়র ভাইয়েরা আছেন তারা আমাদেরকে ভাল পরামর্শ দেবেন।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: NANCY on January 23, 2021, 08:47:19 PM
2020 সালের শেষের দিকে থাকে এই বিটকয়েনের দাম অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে।বছরের শেষের দিকে বিটকয়েন এমন একটা পজিশনে গিয়ে দাঁড়াবে যেটা আমরা কল্পনাও করতে পারবোনা। 2020 সালের 2021 সালে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: babu10 on January 24, 2021, 10:04:11 AM
আগের তুলনায় বর্তমানে মার্কেটে বিটকয়েনের দাম কিছুটা ডাম্প করেছে বর্তমানে বিটকয়েনের দাম 34 হাজার ডলার হয়েছে কিছুদিন আগে ছিল 41 হাজার ডলার সবাই আশা করেছিল যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে কিন্তু এখন মার্কেট আবার ডাম্প করা শুরু করেছে। কিন্তু আমি বিশ্বাস করি 2021 সালে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ক্রস করবেই।‌

আমি মনে করি বিশ্বাস দিয়ে এখানে কিছুই হবেনা হতে হবে বাস্তববাদী যেমন মার্কেটে সব পয়েন্ট যদি ঠিকঠাক মত কাজ করে এবং কোন খারাপ খবর যদি না আসে তবে যেই হারে বর্তমানে ইনভেস্ট হচ্ছে তাতে মার্কেট ভালো হবার সম্ভাবনাই বেশী এবং হয়তো 50 হাজার ডলারও অতিক্রম করতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Azharul on January 28, 2021, 03:45:45 PM
2020 সালে আমরা লক্ষ্য করেছি যে বিটকয়েনের দাম অনেকটা উঠানামা করেছে।এই বিটকয়েনের দাম অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে।2021 সালে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।কেননা বিটকয়েনের দাম অনেক আগে থেকে তার শীর্ষ স্থান দখল করে আছে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: SobujAkash#8 on January 29, 2021, 05:58:04 AM

2021 সালে প্রথমে কয়েকদিনে বিটকয়েন অনেক বৃদ্ধি পেয়েছিল যদি বর্তমানে দাম কিছুটা ডাম্প করেছে। আমি মনে করি 2021 সালে বিটকয়েন 50 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: babu10 on January 29, 2021, 06:41:47 AM

2021 সালে প্রথমে কয়েকদিনে বিটকয়েন অনেক বৃদ্ধি পেয়েছিল যদি বর্তমানে দাম কিছুটা ডাম্প করেছে। আমি মনে করি 2021 সালে বিটকয়েন 50 হাজার ডলার অতিক্রম করবে।

2021 সাল তো মাত্র শুরু হলো এখনো অনেককিছু দেখার বাকী আছে বলে মনে করি মার্কেটে। তবে এখনো পর্যন্ত মার্কেট যেই পরিমানে আপ ডাউন করতেছে তা আশাব্যাঞ্জক। আশাকরছি মার্কেটে খারাপ কিছু হবেনা এবং ইনভেস্ট দিনকে দিন বাড়বে তাতে হয়তো বছর শেষে ভালো একটা রেইট দেখতে পাব আশা করি।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Acifix on February 01, 2021, 08:38:36 AM
2020 সালে টোকন করে যে লাভ করা গেছে । 2021 সালে টকেন করে আর উন্নতি লাভ করা যাবে। 2020 সালের তুলনায় 2021 সালে মার্কেটে বিটকয়েনের দাম আরো উন্নতি লাভ করা যাবে। আমার তাই মনে হয়। আপনাদের কি মনে হয় দয়া করে একটু বলবেন। ধন্যবাদ
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Herry on February 01, 2021, 09:52:20 AM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
হ্যাঁ 2020 সালের শেষের দিকে এসে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তবে বিটকয়েনের দাম 2021 সালের জানুয়ারি মাসের মাঝখানে ও ঠিকঠাক মত ছিল। কিন্তু হঠাৎ করেই বিটকয়েনের দাম আবারও ডাম্প করে। আমি জানিনা বিটকয়েনের দাম এবছর আবারও কতটা বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Emon khan on February 01, 2021, 04:58:24 PM
2020 সালের শেষের দিকে আমরা সবাই বিটকয়েনের দামের অনেকটা উঠানামা করতে খেয়াল করেছে। তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমনের জন্য বিটকয়েনের উপর অনেক প্রভাব পড়েছিল।অনেক বিনিয়োগকারী কর্নার জন্য মার্কেট থেকে সরে গিয়েছেন কিন্তু আবার কখন যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারীরা আবার মার্কেটে ফিরে আসে শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবার পাম্প করেছে। আমি মনে করি 2021 সালে বিটকয়েনের দাম অনেক বাড়বে এবং অনেক অব্যাহত থাকবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: SobujAkash#8 on February 02, 2021, 06:54:22 AM
আমরা জানি যে বিটকয়েনের দাম 2020 সালে ভালোই বেরিয়েছিল। আমার মনে হয় 2021 সালেও বিটকয়েনের দাম বাড়বে বলে আশা করি। কোন বড় ভাই যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: LazY on February 02, 2021, 09:00:22 AM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
2021 সালের মধ্যে শুরু হয়েছে। বিটকয়েন মার্কেটে দেখতে পারলাম ভালো পর্যায়ে রয়েছে। আশাকরি বিটকয়েন পরবর্তী সময়ে আরো ভালো পর্যায়ে চলে যাবে। বিটকয়েন এর জন্য শুভকামনা রইল।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Acifix on February 06, 2021, 08:18:10 AM
 2020 সালের শেষের দিকে বিটকয়েন অনেক ভাল ছিল।। মার্কেটে বিটকয়েন এবং ইথারিয়াম এর দাম উঠানামা করছে।। 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম দ্বিগুণ হবে বলে আশা করা যায়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Dark Knight on February 06, 2021, 02:07:51 PM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
ক্রিপ্টো মার্কেট এর বাজারদর আপডাউন করতে থাকে। বিটকয়েনের দাম 2020 সালের শেষের দিকে প্রায় 36 হাজার ডলারের মতো হয়েছিল। কিন্তু 2021 সালের প্রথমদিকে এর দাম বৃদ্ধি পেয়ে প্রায় 43 হাজার ডলারের মত হয়েছিল। সেখান থেকে বাজার আবারো কিছুটা কমে গিয়েছিল। কিন্তু বর্তমানে আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Lutera94 on February 06, 2021, 02:12:12 PM
এখনো পর্যন্ত সবকিছুই ভালো চলছে, আশা করি বছরের শেষের আগ পর্যন্ত ভালোই থাকবে তবে শেষ দুই/তিন মাস মার্কেট ডাম্প করতে পারে। লক্ষ করে দেখবেন এখন সব আল্টকয়েনের সে-সময় যাচ্ছে। অনেক নতুন প্রজেক্ট ও ১০ গুনের বেশী লাভ দিচ্ছে। তাই বলতে পারি ২০২১ ক্রিপ্টোর সু-সময়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Acifix on February 06, 2021, 02:49:22 PM
 2020 সালে বিটকয়েনের দাম ছিল যদি34 হাজার ডলার।। এখন বর্তমানে বিটকয়েনের দাম অনেক উঠানামা করছে।। 2021 সালে বিটকয়েনের আমার দ্বিগুন হবে বলে আশা করা যায়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: AlviNess on February 08, 2021, 05:08:08 PM
আমি মনে করি অন্যান্য সালগুলো তুলনায় 2021 সাল হবে বিটকয়েন এর জন্য স্বর্ণযুগ।কারণ 2021 সালের শুরুর দিকে বিট কয়েনের মূল্য আচমকা অনেক বৃদ্ধি পেয়েছিল।এখন পর্যন্ত বিটকয়েন সেই বিরুদ্ধে দাড়ায় হাঁটছে। আজকে বিটকয়েন এর মূল্য অলরেডি 44 হাজার ডলার অতিক্রম করেছে। আশা করছি খুব শীঘ্রই মূল্য 50 হাজার ডলারে স্পর্শ করবে।2021 সাল শেষ হওয়ার আগেই বিট কয়েনের মূল্য 1 লাখ ডলারের কাছাকাছি চলে যাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Dagsu93 on February 09, 2021, 01:15:13 AM
আসলে 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এতটা ভালো হবে কেউ কিন্তু ধারণা করেছিল না।আমি অনেক আগের পোস্ট গুলো সিনিয়র ভাইদের লক্ষ করেছি তারা সবাই ধারণা করে ছিল 30 হাজার ডলারের মত হবে 2021 সালে বিটকয়েনের প্রাইস।কিন্তু 2021 সালের প্রথম দিকে দেখা যাচ্ছে 45 হাজার ডলার অতিক্রম করল এখনতো বিটকয়েনের প্রাইস আরো বৃদ্ধি পাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: SMACK on February 11, 2021, 07:03:13 AM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট তৈরী করেছেন কারণ 2020 সালে বিটকয়েনের দাম যেরকম ছিল তারচেয়ে 2020 সালের শেষের দিকে এই বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যাচ্ছে যে 2021 সালে বিটকয়েনের দাম ব্যাপকহারে বৃদ্ধি পাবে
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: ExtraPoint on February 11, 2021, 12:43:00 PM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম হয়েছিল 36000 ডলার। কিন্তু 2021 সালে এটি বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পাওয়ার কিছুদিন পরে এর দাম আবার কমতে থাকে।কিন্তু সেখান থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে এর দাম 48 হাজার ডলার হয়েছিল।তাই আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম ব্যাপকহারে বৃদ্ধি পাবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Batch18-19 on February 12, 2021, 05:19:23 AM
2021 সাল টা শুরু হয়েছে বিট কয়েনের মূল্য বৃদ্ধি থেকে। অর্থাৎ 2021 সাল শুরুর দিকে বিট কয়েনের মূল্য ঊর্ধ্বমুখী ছিল। এবং সে সময়ে বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেয়ে প্রায় 46 হাজার ডলার এর কাছাকাছি চলে গিয়েছিল। তাই আমি মনে করি 2021 সাল বিটকয়েন এর জন্য একটি মিরাক্কেল হতে পারে। হয়তো 2021 সালে বিটকয়েন যেকোনো নতুন রেকর্ড গড়তে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Rifan Khan on February 22, 2021, 05:40:12 AM
2020 সালের অনুযায়ী 2021 সালে বিকানের আমার অনেক ভালো হবে। কারণ 2020 সালের প্রজেক্ট গুলো ভালোই উন্নতি হয়েছে। কিন্তু 2021 সালে প্রজেক্টগুলো আরো অনেক উন্নতি হবে। এটা আশা করতে পারেন।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Acifix on February 24, 2021, 04:21:56 PM
2020 সালে বিটকয়েনের দাম 36000 ডলার ছিল। 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে । 2021 সালে বিটকয়েনের দাম 50 হাজার ডলার স্পর্শ করবে। আমার মনে হয় বলে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Newron on February 25, 2021, 06:05:44 AM
2021 সালে কিভাবে কারেন্সি মার্কেটে বিটকয়েন একটি অন্যরকম জগৎ সৃষ্টি করেছে। যেখানে প্রতিটা মুহূর্তই বিটকয়েন যেমন রেকর্ড গড়ছে তেমনি আবার ভাঙছে। আগামী  বর্তমানে বিটকয়েনের দাম আকাশ-পাতাল তফাৎ।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Fighter on February 25, 2021, 06:14:48 AM
2021 সাল বিটকয়েনের দাম ঊর্ধ্বগতি হবে।  2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম হয়েছিল 36 হাজার ডলারের মত কিন্তু সেখান থেকে 2021 সালে পা রাখতেই বিটকয়েনের দাম হয়েছিল প্রায় 43 হাজার ডলার।কিন্তু এখন বিটকয়েন 50 হাজার ডলার অতিক্রম করেছে। তাই বলা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পেতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Laxmi Sharma on February 25, 2021, 11:43:56 AM
2021 সালে বিটকয়েন পারফর্মেন্স এর চরম একটি মুহূর্তে রয়েছে। বর্তমানে বিটকয়েন এর পারফরমেন্স অনেক ভাল। বিটকয়েন প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড তৈরি করছেন। অনেকে মনে করছেন বিটকয়েন এর পরবর্তী টার্গেট 70 হাজার ডলার। বিটকয়েনের দাম বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Acifix on February 26, 2021, 05:29:11 PM
2021 সালে বিটকয়েন আরো ভালো হবে। 2020 সালের শেষের দিকে বিটকয়েন 36 হাজার ডলার ছিল। 2021 সালে বিটকয়েনের দাম 50 হাজার ডলার পৌঁছাবে। আমার বলে মনে হয়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: raisajahan on February 26, 2021, 06:14:43 PM
২০২১ সালে বিটকয়েন এর দাম ১,০০,০০০ ডলার এ যেতে পারে এটা আমার  মনে হয়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Mj joy on February 28, 2021, 06:35:35 PM
২০২০ সাল প্রায় শেষের দিকে।  আমরা সবাই ২০২০ সালে বিটকয়েনের দামের অনেকটা উঠা-নামা খেয়াল করেছি।  তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের জন্যও বিটকয়েনের উপর অনেকটা প্রভাব পরেছিলো।  অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
এখন কথা হলো, ২০২০ সালে বিটকয়েনের দাম যে বাড়লো সেই দাম বাড়া টা কি ২০২১ এ অব্যাহত থাকবে?  আর যদি অব্যাহত থাকে তবে ২০২১ এ বিটকয়েনের দাম কতো হতে পারে বলে আপনি মনে করেন?  এই বিষয়ে সকল অভিজ্ঞদের মতামত আশা করছি।                                                           
  হ্যাঁ ভাই আমি সেটাই বলবো 2020 এর শেষের দিকে বিট  কয়েনের  মূল্য  তেমনটা ছিল না কিন্তু 2021 সালের শুরুর দিক থেকে দেখেন বিটকয়েনের দাম রাতারাতি অনেক আপ হয়েছে আমরা যতটুকু জানি তাতে বলা যায় 2021 সাল  ক্রিপ্টো কারেন্সি জন্য খুবই মূল্যবান একটি বছর ।  আমি মনে করতেছি এই বছরের ক্রিপ্টোকারেন্সি খুব ভালো একটা প্রফিট দেবে আমাদেরকে ।  ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য ।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Chita76 on February 28, 2021, 07:00:28 PM
2021 সালে ক্রিপ্টোকারেন্সি বাজার ব্যাপক ভালো। কারণ ক্রিপ্টোকারেন্সি জীবনে 2021 সালের মতো মার্কেটের অবস্থা আগে কখনো হয়নি যতটা বর্তমানে মার্কেট এগিয়ে গিয়েছে।তাই বিটকয়েন এর জীবনী সর্বোচ্চ দাম বৃদ্ধি পেয়েছে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Lutera94 on March 01, 2021, 02:43:02 PM
বিটকয়েন কোথায় গিয়ে থামে বলা মুশকিল। বর্তমানে বিটকয়েন এর কারেকশন চলতেছে। তবে আমার মনে ২০২১ সালের ভিতর বিটকয়েন 100k$ যাবে। যেভাবে বিটকয়েনের চাহিদা বাড়ছে তাই এই আশা করতেই পারি।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Mayajal on March 01, 2021, 05:07:39 PM
2021 সালে বিটকয়েন এর জন্য সবচেয়ে ভালো সময়। কারণ বিটকয়েনের জীবনে কখনো এমন দাম হয়নি যতটা দাম হয়েছে 2021 সালে। তাই বর্তমান প্রত্যেকটা সময় বিটকয়েনের জন্য ইতিহাস। বিটকয়েনের ভবিষ্যৎ অনেকটাই ভালো বলে আমার মনে হয়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Sumaiya2 on March 01, 2021, 08:05:37 PM
বিটকয়েনের অবস্থা 2021 সালে অনেকটাই ভালো অতীতে কোনো দিন বিটকয়েনের দাম বৃদ্ধি পায়নি। কিন্তু 2021 সালে এসে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে আরো বিটকয়েনের দাম বৃদ্ধি পাবার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Lovepro Max on March 02, 2021, 02:12:46 AM
এবছর বিটকয়েনের দাম একটু বেশি ওঠানামা করছে। কিছুদিন আগেও বিটকয়েনের দাম প্রায় 60 হাজার ডলারের কাছাকাছি গিয়েছিল। তারপর আবারো বিটকয়েনের দাম অনেক বেশি ডাম্পিং করে। বর্তমানে বিটকয়েনের দাম 50 হাজার ডলার। আমি মনে করি খুব দ্রুতই বিটকয়েনের দাম 60 হাজার ডলারে হিট করবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: AGM on March 03, 2021, 06:37:20 AM
বিটকয়েন অনেক বড় একটি বিরতি দিয়ে 2020 সালের শেষের দিকে বড় একটি বুল রান করেছে যার ফলে বিটকয়েনের এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছিল আমার দেখা 57000 ডলার। এখন আবার এটি একটি জায়গায় স্থির হওয়ার চিন্তা করছে তবে আবার এক টা বুল রান হলে 100000 ডলার হবে। এবছর আনুমানিক ভাবে আমার মনে হয় 70000 ডলার হবে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: EKRA13 on March 03, 2021, 11:15:01 AM
2021 সালে বিটকয়েন যেন নতুন ভাবে শুরু করেছে। খুব দ্রুত গতিতে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে নতুন নতুন রেকর্ড তৈরি করছে। এই কয়েকদিন আগে বিটকয়েন 57 হাজার ডলার অতিক্রম করেছিল। আশাকরি অতি শীঘ্রই 80 হাজার ডলার অতিক্রম করবে। আমার ধারণা 2021 সালেই বিটকয়েন এক লক্ষ ডলারে পৌঁছাতে পারে।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Tubelight on March 21, 2021, 10:59:53 AM
বর্তমান সময় হচ্ছে 2021 সাল এই সময়টাতে বিট কয়েনের মূল্য অনেকটাই ভালো একটি অবস্থানে আছে। বর্তমানে বিট কয়েনের মূল্য প্রায় 60 হাজার ডলারের কাছাকাছি।বিট কয়েনের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে খুব শিগ্রই হয়তো আর নতুন একটি রেকর্ড স্পর্শ করতে পারে বিটকয়েন।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: HeartBit143 on March 21, 2021, 01:34:50 PM
২০২০ সালের শেষের দিক থেকে বিটকয়েন অনেক পাম্প হচ্ছে যা ২০২১ সালের এই সময়ের মধ্যেই ৬০০০০ ডলার হিট করে ফেলেছে। আশা করা যায় ২০২১ সালে বিটকয়েনের দাম ৮০০০০ ডলার পার করে যাবে।                 
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Password on March 21, 2021, 02:25:26 PM
২০২১ সালে বিটকয়েনের দাম এমন পর্যায়ে পৌঁছেছে এটি বিটকয়েন না বলে মানুষের কলিজা বলা উচিত। কারণ বিটকয়েন এখন মানুষের কলিজার চে অনেক দামি হয়ে গেছে। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় ৬০০০০ ডলারে হিট করেছে। ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো পাম্প হবে বলে আশা করা যায়।
Title: Re: ২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে?
Post by: Heron on March 21, 2021, 02:41:17 PM
বলা যায় 2021 সাল বিটকয়েন এর জন্য দারুণ এক অগ্রগতির বছর।  2021 সালের আগ মুহূর্ত পর্যন্ত বিটকয়েন এর প্রাইস 20000 ডলার এর আশেপাশে ছিল কিন্তু 2021 সালের শুরু থেকেই বিটকয়েন এর দাম ব্যাপকহারে পাম্প করতে শুরু করে। এবং 2021 সালে এসে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলে এই বিটকয়েন। আশা করা যাচ্ছে বিটকয়েন এর পরবর্তী টার্গেট হবে 70 হাজার ডলার।