অনেক বিনিয়োগকারি করোনার জন্যে মার্কেট থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার যখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তখন বিনিয়োগকারিরা আবার মার্কেটে ফিরে আসা শুরু করেছে যার ফলে বিটকয়েনের দাম আবারও পাম্প করেছে।
আমার মনে হয়, করোনার জন্য তেমন কোনো ইনভেস্টররা/বিনিয়োগকারীরা চলে যায়নি। কারণ করোনার কারণেই সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা স্টাবলকয়েন কিংবা ফিয়েটকারেন্সির খারাপ দিকটা বুঝতে পেরেছে। তাইতো অনেক ইউএসএ এর বিনিয়োগকারীরা বিটকয়েনে ইনভেস্ট করেছে। পারলে নিচের লিংকে গিয়ে দেখেন যে, ইন্টারভিউতে MicroStrategy কোম্পানির সিইও বিটকয়েন ও ফিয়েটকারেন্সি সম্পর্কে কি বলেছেন।
ভিডিও:
নোট: যদিও জানি যে, কারো একজনের কাছে আমার এই রিপ্লাইটা পছন্দ হবে না এবং নেগেটিভ কারমা দিবে। অসুবিধা নাই ভাই, নেগেটিভ কারমা দিয়ে যান এবং ভবিষ্যতে আপনিও আপনার কাজের পরিণাম ভোগ করবেন।
