Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Rakin343 on December 24, 2020, 08:47:07 AM
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
ভালো পোস্টে কারমা দিলে পোস্ট দাতা উৎসাহ পরবর্তিতে। কিন্তু কারমা ফার্মিং আসলে খারাপ দিক। ভালো হলে আমাদের প্রয়োজন তাদের উৎসাহ দেওয়া। না বুঝলে বুঝিয়ে বলা। আরযদি না জানি তা অন্যের কাছ থেকে জেনে নেওয়া। আর হিংসাত্তক মনোভাব নিয়ে কেও কখনো উপরে উঠতে পারে না।
-
karma abuser আসলে সে সম্পর্কে আমার বেশি ধারণা নেই যদি কেউ জানেন প্লিজ জানাবেন।
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
ভালো পোস্টে কারমা দিলে পোস্ট দাতা উৎসাহ পরবর্তিতে। কিন্তু কারমা ফার্মিং আসলে খারাপ দিক। ভালো হলে আমাদের প্রয়োজন তাদের উৎসাহ দেওয়া। না বুঝলে বুঝিয়ে বলা। আরযদি না জানি তা অন্যের কাছ থেকে জেনে নেওয়া। আর হিংসাত্তক মনোভাব নিয়ে কেও কখনো উপরে উঠতে পারে না।
একদম সত্য কথা বলেছেন। খারাপ মনোভাব নিয়ে নেগেটিভ কারমা দিলে কি লাভ হবে সে তো আমার শত্রু না । কেউ যদি ভালোভাবে ফোরামে থেকে 2 চার টাকা আয় করে তাহলে তো আমার ক্ষতি নেই বরং লাভ আছে। আমার তো নিজের পকেট থেকে টাকা দিতে হয়না তাহলে আমার গায়ে লাগে কেন? যতদিন পর্যন্ত আমরা নিজেরা সংশোধিত না হয়ে প্রত্যেকে আপন ভাবতে না পারবো ততদিন পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ক্ষতি ছাড়া কিছুই পাবো না।
(https://i.imgur.com/t9DKYoH.jpg)
-
karma abuser আসলে সে সম্পর্কে আমার বেশি ধারণা নেই যদি কেউ জানেন প্লিজ জানাবেন।
অহেতুক ভাবে কাউকে নেগেটিভ কারমা দিলে এডমিন যদি ওই আইডি ফলো করেন তাহলে সে প্রোফাইলে কারমা অ্যাবিউজ ডিজেগনেশন পাবে। সে কাউকে আর কারমা দিতে পারবে না। পয়েন্ট মাইনাস করে হলেও আপাতত পাঁচ থেকে ছয় মাস লাগবে উক্ত কীর্তি মুছে ফেলতে। যাই হোক আমরা আপাতত কারমা বিশেষ করে নেগেটিভ কারমা দেওয়া থেকে বিরত থাকব।
-
অবশ্যই আপনি এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আলোচনা করেছেন। হয়তো আমরা অনেকেই জানতাম না যে কারমা অ্যাবিউজ আর কেন ধরা হয়। ফোরামে যদি কেউ উন্নত মানের শিক্ষনীয় পোস্ট করে তাহলে অবশ্যই তাকে পজেটিভ কারমা দেওয়া উচিত অনেক বেড়ে যায়। আর যদি কারো পোস্ট এর কোয়ালিটি ভালো না হয় এবং সে যদি কোথাও ভুল করে থাকে তাকে যদি তাঁর ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করে দেওয়ার সুযোগ তৈরি করে দেয়া হয় তাহলে অবশ্যই সে আগের তুলনায় ভালো কিছু করবে।
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
ভাই অন্যের পিছনে লাগা বাঙালীদের একটা বদভ্যাস। বাঙালীরা কখনো কারো ভালো দেখতে পারে না,অন্যের সুখ দেখলে নিজে জ্বলে (বিষয়টি সবার ক্ষেত্রে নয়)।
ফোরামে অন্য কে নেগেটিভ কারমা দিয়ে লাভ টা কি? এখানে তো আমরা সবাই ভাই ভাই। যদি কারো পোস্ট ভালো না লাগে তবে সেক্ষেত্রে সেই পোস্টটি এড়িয়ে গেলেই হলো, কিন্তু সেখানে যদি একটা নেগেটিভ কারমা দিয়ে দেয় তাহলে তো যে পোস্ট করে সে পরবর্তীতে পোস্ট করার উৎসাহ টা হারিয়ে ফেলে। তাই সবাই কে অনুরোধ করবো যে পারলে পজিটিভ কারমা দিন, নেগেটিভ কারমা দিয়ে কারো মনোবল নষ্ট করে দেবেন না।
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
ভাই অন্যের পিছনে লাগা বাঙালীদের একটা বদভ্যাস। বাঙালীরা কখনো কারো ভালো দেখতে পারে না,অন্যের সুখ দেখলে নিজে জ্বলে (বিষয়টি সবার ক্ষেত্রে নয়)।
ফোরামে অন্য কে নেগেটিভ কারমা দিয়ে লাভ টা কি? এখানে তো আমরা সবাই ভাই ভাই। যদি কারো পোস্ট ভালো না লাগে তবে সেক্ষেত্রে সেই পোস্টটি এড়িয়ে গেলেই হলো, কিন্তু সেখানে যদি একটা নেগেটিভ কারমা দিয়ে দেয় তাহলে তো যে পোস্ট করে সে পরবর্তীতে পোস্ট করার উৎসাহ টা হারিয়ে ফেলে। তাই সবাই কে অনুরোধ করবো যে পারলে পজিটিভ কারমা দিন, নেগেটিভ কারমা দিয়ে কারো মনোবল নষ্ট করে দেবেন না।
ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন বাঙালিরা কেউ কারো ভালো চায়না সর্বদায় তারা একজন অন্যজনের পিছে লেগে থাকে। Karma Abuser লেখা আছে আমার আইডিতে সেখানে নেগেটিভ দুই দেখতে পেলাম। এই Karma abuser আসলে কি এই সম্পর্কে আমার কোন ধারণা নেই। এই বিষয়ে জানার জন্য সর্বোদয় আমার সিনিয়র ভাইরা আমাকে সাহায্য করবে আশা করি।
-
ইদানিং যারা কারমা অ্যাবিউজার পেয়েছে তারা কি এ থেকে রেহাই পাবে। এটা রিমুভ করার মত কোন পদ্ধতি নেই যদি থাকে তাহলে পোস্ট দিয়ে জানিয়ে দিন সবাইকে।
-
karma abuser আসলে সে সম্পর্কে আমার বেশি ধারণা নেই যদি কেউ জানেন প্লিজ জানাবেন।
karma abuser হচ্ছে কার মার অপব্যবহার। যেমন আপনি যদি কাউকে বিনা কারণে নেগেটিভ কারমা দিয়ে দেন। কিংবা আপনার একাধিক আইডিতে আপনি পজেটিভ কারমা দিতে থাকেন, এটা না হলে আপনি একই ব্যক্তিকে শুধু পজিটিভ কারণে দিয়ে যাচ্ছেন। এই সমস্ত বিষয় গুলোকে বলা হয় karma abuser আশা করি বুঝতে পেরেছেন।
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের অনেক ভাই আছেন যারা অন্যের কারমা দেখে হিংসা করে এবং হিংসার বশবর্তী হয়ে নেগেটিভ কারমা দিয়ে থাকেন তো আমি মনে করি কাউকে নেগেটিভ কারমা না দিয়ে কারো পোস্ট একটু ভালো হলেই বা সেখান থেকে একটু উপকৃত হলেই তাকে পজেটিভ কারমা দিয়ে তাকে আরও উৎসাহ দেওয়া তাহলে সে আরো ভালো মানের পোস্ট করতে উৎসাহী হবে তো আমাদের সবার উচিত হবে কারো পোস্টে একটু ভালো হলেই তাকে পজিটিভ কারমা দেওয়া
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
ফোরামে কিছু অসাধু লোক প্রবেশ করেছে আর এ কারণেই ফোরামের আজ এ অবস্থানে কারণে অনেকে - কারমা দিয়ে তাদের আইডিকে নাজেহাল অবস্থা করে দিয়েছে সে ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে তারা যেন এই প্রতিহিংসার আগুন থেকে বেরিয়ে আসে এবং সবাইকে সুন্দরভাবে কাজ করার জন্য সুন্দর সুন্দর সহযোগিতায় এগিয়ে আসতে।
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। আমি আপনার সাথে একমত। এধরনের অপ্রত্যাশিত কাজ থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব । অযথা একজন কে হিংসার বসে নেগেটিভ কারমা দিবোনা ।ভালো তথ্যবহুল পোস্টে গুলোতে আমরা পজিটিভ কারমা দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করব।
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
আমাদের বাংলা বোর্ডে কারমা অ্যাবিউজ হয় বেশি কেও ভালো পোস্ট করলেও কারমা পায় না কেও উলটা পালটা পোস্ট করেও তার কারমার অভাব নাই। গ্রুপিং করে কারমা দেওয়া নেওয়া হচ্ছে। এটি নিয়ে ফোরামের এডমিনও একটি পোস্ট ওয়ার্নিং দিয়ে। তাই যারা তার পরেও সোধরায়নি তাদের কারমা ডিজাবল করা হয়েছে। তারা কাওকে কোনো কারমা দিতে পারবে না।
-
একদম সত্য কথা বলেছেন আপনি আসলে অনেক মানুষ আছে যারা কারমা ফার্মিং করে তারা শুধু অন্যের ক্ষতি করার জন্য চেষ্টা করে ভালোমানের পোস্ট না করে তারা কারমা ফার্মিং করা শুরু করে এবং আরো সব বিষয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে আমরা যদি ভাল মানের পোস্ট করি তাহলে অবশ্যই আমরা পজিটিভ কারমা ভোগ করতে পারব আর আমরা দয়া করে যারা নেগেটিভ কারমাদেয় তারা অবশ্যই অন্যের ক্ষতি করবেন না অন্যের ক্ষতি করে আপনি আরো উল্টা নিজের সমস্যায় পড়বেন তাই আমাদের ফর্মকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
উপদেশমূলক কথাগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকেই কারমা অধিক পরিমাণে দেওয়ায় এ ধরনের করা হয়েছে। তাই আমার অনুরোধ কাউকে কখনোই নেগেটিভ কারমা দেওয়া উচিত নয়। আমরা এই ফোরামে একে অপরের সকলেই ভাই-ভাই তাই কখনও আমরা হিংসা-বিদ্বেষ মনে করে কাউকে নেগেটিভ কারমা দেবো না। ফোরামে কারো পোস্ট যদি ভাললাগে তাহলে অবশ্যই তাকে পজেটিভ কারমা দেব।
-
আমি সজ্ঞানে কাউকে নেগেটিভ কারমা দেইনি, ভুলবশত কারো এক পোস্টে নেগেটিভ কারমা পড়েছিল, সেই পোষ্টের জন্য তার কারমা ফার্মিং ধরা হয়েছে। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে। ভবিষ্যতে নেগেটিভ, পজেটিভ কারমা কে কাকে দিলো সেগুলো হয়তো দেখা যাবে। তাই আমি আশা করি বাঙালি কোন ইউজার কোন বাঙালি কে নেগেটিভ কারমা দিবেন না। আমিও নেগেটিভ কর্ম দিতে চাইনা।
-
যেগুলো একাউন্ট মালিকরা অন্য একাউন্ট কে নেগেটিভ কারমা দেন সেই সমস্ত অ্যাকাউন্ট একমাত্র কারমা অ্যাভেঞ্জার পেয়ে থাকে। এটা সম্ভবত কিছুদিন পর একাই উঠে যাবে। কারমা এম ইউজার এক ধরনের শাস্তি মূলক ব্যবস্থা।
-
Kamra abuser এ সম্বন্ধে আমার বেশি ধারণা নেই।
Karma abuser মূলত ধরা হয় কারমার অপব্যবহার। হয়তো অধিক পরিমাণে কারমা দিয়েছিল এ কারণেই এই কাজটি করা হয়েছে। তাই আমরা কখনই কারমা এর অপব্যবহার করব না। যদি কারো পোস্ট পড়ে ভালো লাগে তাহলে তাকে কারমা দেব তাছাড়া আমরা অযথা কাউকে পজেটিভ বা নেগেটিভ কারমা দেবো না।
-
গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি মনে করি এটা একেবারেই ঠিক নয়। অযথা কেউ কাউকে হিংসার বশীভূত হয়ে নেগেটিভ কারমা দেয়া অর্থাৎ পার্সোনাল অ্যাটাক করা আমি মনে করি একেবারেই ঠিক নয়। যাই হোক এর জন্য এই ফোরাম কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছেন এটা অনেক ভালো হয়েছে। যাদের অযথা কাউকে নেগেটিভ কারমা দেয়ার অভ্যাসটা রয়েছে আশা করি তারা অবশ্যই শুধরে যাবেন। পারলে পজেটিভ কারমা দিয়ে উৎসাহিত করুন কিন্তু নেগেটিভ কারমা নয়।
-
Karma Abusar সম্পর্কে আমার তেমন ধারণা নেই তবে আপনাদের পোষ্ট থেকে কিছু ধারনা পেয়েছে।যদি সিনিয়র ভাইরা আরো ভালোভাবে এ বিষয়টি বুঝিয়ে বলেন তাহলে মোটামুটি ভালই বুঝতে পারব এই বিষয়টি নিয়ে।
-
karma abuser আসলে সে সম্পর্কে আমার বেশি ধারণা নেই যদি কেউ জানেন প্লিজ জানাবেন।
অহেতুক ভাবে কাউকে নেগেটিভ কারমা দিলে এডমিন যদি ওই আইডি ফলো করেন তাহলে সে প্রোফাইলে কারমা অ্যাবিউজ ডিজেগনেশন পাবে। সে কাউকে আর কারমা দিতে পারবে না। পয়েন্ট মাইনাস করে হলেও আপাতত পাঁচ থেকে ছয় মাস লাগবে উক্ত কীর্তি মুছে ফেলতে। যাই হোক আমরা আপাতত কারমা বিশেষ করে নেগেটিভ কারমা দেওয়া থেকে বিরত থাকব।
আমি আগেই karma abuser কেন হয় বা কিসের জন্য হয় এটা জানতাম না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে অনেক কিছু বুঝতে পারলাম তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগে জানতাম না নেগেটিভ কারমা দিলে কি হয় আর পজেটিভ কারমা দিলে কি হয় এখন ধারণা পেয়েছি।
-
বর্তমানে যারা Karma Abuser পেয়েছে তাদেরকে আমি একটি পরামর্শ দিচ্ছি হয়তো আরো অন্য কোন পদ্ধতি থাকতে পারে। আমার জানামতে Karma Abuser পাঁচ মাস পর একাই অটো ভেনিস হয়ে যাবে। তাই কোন টেনশনের কারণ নাই এটা এক ধরনের শাস্তি হয়তো আপনি কোন অপরাধ করেছেন যার কারণে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে।
-
karma abuser আসলে সে সম্পর্কে আমার বেশি ধারণা নেই যদি কেউ জানেন প্লিজ জানাবেন।
ভাই কারমা অ্যাভিউজার হচ্ছে, আপনি যদি কাউকে বিনা কারণে হিংসার বশীভূত হয়ে নেগেটিভ কারমা দিয়ে দেন। কিংবা আপনার একাধিক আইডিতে আপনি পজেটিভ কারমা দিতে থাকেন, এটা যখন এডমিন এর চোখে পড়বে অথবা এডমিন যখন চেক করবেন তখন ঐ আইডিতে কারমা অ্যাবিউজ ডিজেগনেশন দিয়ে দিবে। যেটা অনেক ভোগান্তির কারণ হতে পারে।
-
আমরা কখনোই কারমা এর অপব্যবহার করবো না। এই ফোরামে আমরা একে অপরের সবাই ভাই-ভাই ভাবার চেষ্টা করব। মূলত যারা কার মাড়াবো ব্যবহার করেছিল তাদের আইডিতে কারমা এভিউজার ধরেছে। আমি আরো শুনেছি সিনিয়র ভাইদের কাছে যে এটা কয়েক সপ্তাহ তার প্রোফাইলে লেখা থাকবে কিন্তু হঠাৎ করে এটি উঠিয়ে নেওয়া হবে। তাহলে আসুন আমরা কখনই একে অপরের পেছনে লাগবোনা হিংসা-বিদ্বেষে।
-
একটা সুন্দর পোস্ট
বর্তমানে যারা Karma Abuser পেয়েছে তাদেরকে আমি একটি পরামর্শ দিচ্ছি হয়তো আরো অন্য কোন পদ্ধতি থাকতে পারে। আমার জানামতে Karma Abuser পাঁচ মাস পর একাই অটো ভেনিস হয়ে যাবে। তাই কোন টেনশনের কারণ নাই এটা এক ধরনের শাস্তি হয়তো আপনি কোন অপরাধ করেছেন যার কারণে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে।
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
ভালো পোস্টে কারমা দিলে পোস্ট দাতা উৎসাহ পরবর্তিতে। কিন্তু কারমা ফার্মিং আসলে খারাপ দিক। ভালো হলে আমাদের প্রয়োজন তাদের উৎসাহ দেওয়া। না বুঝলে বুঝিয়ে বলা। আরযদি না জানি তা অন্যের কাছ থেকে জেনে নেওয়া। আর হিংসাত্তক মনোভাব নিয়ে কেও কখনো উপরে উঠতে পারে না।
একদম সত্য কথা বলেছেন। খারাপ মনোভাব নিয়ে নেগেটিভ কারমা দিলে কি লাভ হবে সে তো আমার শত্রু না । কেউ যদি ভালোভাবে ফোরামে থেকে 2 চার টাকা আয় করে তাহলে তো আমার ক্ষতি নেই বরং লাভ আছে। আমার তো নিজের পকেট থেকে টাকা দিতে হয়না তাহলে আমার গায়ে লাগে কেন? যতদিন পর্যন্ত আমরা নিজেরা সংশোধিত না হয়ে প্রত্যেকে আপন ভাবতে না পারবো ততদিন পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ক্ষতি ছাড়া কিছুই পাবো না।
(https://i.imgur.com/t9DKYoH.jpg)
আপনি ঠিকই বলেছেন এবং বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন এ জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমি মনে করি আমরা ফোরামে যারা যারা আছি তারা সবাই এখানে কাজ করতে এসেছি কারো কোন ক্ষতি করতে নয় আমরা ভালো কাজ করলে অবশ্য ভালো ফল পাব কিন্তু কেউ কারো ক্ষতি করার চেষ্টা করা সম্পূর্ণ বোকামি।
-
karma abuser আসলে সে সম্পর্কে আমার বেশি ধারণা নেই যদি কেউ জানেন প্লিজ জানাবেন।
অহেতুক ভাবে কাউকে নেগেটিভ কারমা দিলে এডমিন যদি ওই আইডি ফলো করেন তাহলে সে প্রোফাইলে কারমা অ্যাবিউজ ডিজেগনেশন পাবে। সে কাউকে আর কারমা দিতে পারবে না। পয়েন্ট মাইনাস করে হলেও আপাতত পাঁচ থেকে ছয় মাস লাগবে উক্ত কীর্তি মুছে ফেলতে। যাই হোক আমরা আপাতত কারমা বিশেষ করে নেগেটিভ কারমা দেওয়া থেকে বিরত থাকব।
ভাই এ রুলসসম্পর্কে আমার জানা ছিল না আপনার মাধ্যমে জানতে পেরে অনেক ভালো হলো এবং যারা জানেনা তারা এখন থেকে আপনার পোষ্টের মাধ্যমে বিষয়টি অবগত হবে এবং কারো ক্ষতি করা থেকে সতর্ক থাকবে।
-
Karma Abuser সম্পর্কে আমার কোন ধারণা নেই তাই আমি এই বিষয় আপনাদের সাহায্য করতে পারছিনা আশা করি এই ফোরামের সিনিয়র ভাইরা আপনার পোষ্টের সঠিক উত্তর দিতে পারবে। আমরা সর্বদাই বড় ভাইদের কাছ থেকে সাহায্য নিয়ে থাকি।
-
Karma Abuser সম্পর্কে আমার কোন ধারণা নেই তাই আমি এই বিষয় আপনাদের সাহায্য করতে পারছিনা আশা করি এই ফোরামের সিনিয়র ভাইরা আপনার পোষ্টের সঠিক উত্তর দিতে পারবে। আমরা সর্বদাই বড় ভাইদের কাছ থেকে সাহায্য নিয়ে থাকি।
আপনি কিন্তু প্রায় ফুল মেম্বার এর কাছাকাছি আছেন।এই পোষ্টের মান যেন ভালো হয় সে দিকে লক্ষ রাখুন।অনেক সিনিয়র ভাইদের পোস্ট রয়েছে আপনি সেগুলো ভালো করে পড়েন তারপরে আপনি বুঝতে পারবেন কেন Karma Abuser ধরা হয়েছে। তারপরে আপনি পোস্ট করবেন অবশ্যই আপনি এ সম্পর্কে আলোচনা করতে পারবেন।
-
karma abuser আসলে সে সম্পর্কে আমার বেশি ধারণা নেই যদি কেউ জানেন প্লিজ জানাবেন।
কারমা এবিউজার নিয়ে উপরে সুন্দর একটি বক্তব্য উপস্থাপনা করা আছে সেটি ফলো করুন তাহলে এ বিষয়ে সম্পর্কে জানতে পারবেন।আমার মনে হচ্ছে আপনি সিনিয়র ভাইদের পোস্ট ফলো না করে নিজের মত পোস্ট করে যাচ্ছে তার জন্য কোন বিষয় সম্পর্কে জানতে পারছেন না। আমি আপনাকে বলব আপনি পোস্ট করার আগে সিনিয়র ভাইদের পোস্টগুলো ফলো করতে। সিনিয়র ভাইদের পোস্ট গুলো ফলো করলে মোটামুটি সব বিষয় সম্পর্কে ধারনা পাবেন।
-
হ্যাঁ আমি লক্ষ করেছি অনেকগুলো আইডি তে Karma Abuser রয়েছে। এগুলো কি আজীবন থেকে যাবে না একসময় ভ্যানিশ হয়ে যাবে। এগুলো একসময় অথবা পাঁচ মাস পর অটোমেটিক ভাবে একাই ভ্যানিশ হয়ে যাবে।
-
ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।
(https://i.imgur.com/mEUYFU5.jpg)
ফোরামে নতুন এ রুলস সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বার্তা। এটা এক প্রকার শাস্তিযারা হিংসার বশবর্তী হয়ে অন্যকে নেগেটিভ কারমা দেবে তাদের জন্য এ ব্যবস্থা। এর মাধ্যমে অনেক সুন্দর হবে।
-
হ্যাঁ আমি লক্ষ করেছি অনেকগুলো আইডি তে Karma Abuser রয়েছে। এগুলো কি আজীবন থেকে যাবে না একসময় ভ্যানিশ হয়ে যাবে। এগুলো একসময় অথবা পাঁচ মাস পর অটোমেটিক ভাবে একাই ভ্যানিশ হয়ে যাবে।
এটা অনেক বড় শাস্তি যা প্রত্যাশিত। কাউকে হিংসার বশঃবর্তী হয়ে নেগেটিভ কারমা দিয়ে ধরা পড়লে তো এমন হবেই। তবে এটা একসময় আইডি থেকে উঠে যাবে কিন্তু দেরি হবে। কত দিন তা শুধু মাত্র এডমিন বলতে পারবেন। এটা থেকে সবাই সাবধান হবে আশা করি যাতে পরবর্তীতে এমন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে আর।
-
অহেতুক কারো পিছনে বাঁশ নিয়ে দৌড়ে কোন লাভ নেই। কারণ অন্যের জন্য কুয়া তৈরি করলে সেই কু তে এক সময় নিজেরই পড়তে হয়। ফোরামের অনেক সদস্য আছে যারা অহেতুক অন্যের পিছনে লাগে এবং অহেতুক নেগেটিভ কারমা দিয়ে থাকে যার ফলে আমাদের এই ফোরামের ভারসাম্য নষ্ট হয়। তবে সম্প্রতি দেখা যাচ্ছে যারা অন্যের আইডি তে নেগেটিভ কারমা দিচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগ আইডিতেই কারমা এভিউজ আর লেখা থাকছে। তাই আশা করছি অন্যের পিছনে লাগার আগে নিজের দিকটা সবাই ভেবে দেখবেন।
-
সবাই এটা নিয়ে অহেতুক মন্তব্য করতেছেন। আপনার গঠণমূলক মন্তব্য না করে অনেকটা তীর্যক মন্তব্য করতেছেন যা কাম্য নয়। ভাষা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে। নতুবা এতে করে বাংলা বোর্ডে একতা বিঘ্ন হবে। সবাই ভালো করে কাজ করুন, কেউ নেগেটিভ কারমা আর দেবেনা। টপিকটা লক করে দিলাম।