ইদানিং কিছু কিছু আইডি তে Karma Abuser লেখা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় এটি কেবল মাত্র কারমা ফার্মিং এর জন্য পেয়ে থাকে।ফোরামের মডারেটরের কাছ থেকে জানতে পারলাম যারা অহেতুক নেগেটিভ কার্মাদেন তারাই কেবল এই স্বীকৃতি পেয়ে থাকেন। এটি অবশ্যই অপ্রত্যাশিত তাই ফোরামের প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপাতত কারমা অ্যাবিউজ না করতে। ভালো মানের পোস্ট হলে অবশ্যই পজেটিভ কারমা দেবো কিন্তু কখনো হিংসার বসে নেগেটিভ কারমা দেবো না।

ভাই অন্যের পিছনে লাগা বাঙালীদের একটা বদভ্যাস। বাঙালীরা কখনো কারো ভালো দেখতে পারে না,অন্যের সুখ দেখলে নিজে জ্বলে (বিষয়টি সবার ক্ষেত্রে নয়)।
ফোরামে অন্য কে নেগেটিভ কারমা দিয়ে লাভ টা কি? এখানে তো আমরা সবাই ভাই ভাই। যদি কারো পোস্ট ভালো না লাগে তবে সেক্ষেত্রে সেই পোস্টটি এড়িয়ে গেলেই হলো, কিন্তু সেখানে যদি একটা নেগেটিভ কারমা দিয়ে দেয় তাহলে তো যে পোস্ট করে সে পরবর্তীতে পোস্ট করার উৎসাহ টা হারিয়ে ফেলে। তাই সবাই কে অনুরোধ করবো যে পারলে পজিটিভ কারমা দিন, নেগেটিভ কারমা দিয়ে কারো মনোবল নষ্ট করে দেবেন না।