Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: babu10 on January 09, 2021, 05:54:03 AM
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
-
খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। আমাদের ওয়ালেট কে নিরাপদ রাখা খুবই জরুরি কারণ বর্তমানে হ্যাকারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত শোনা যাচ্ছে কারো না কারো অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। তাই আমাদের ওয়ালেট নিরাপদ রাখা অবশ্যই জরুরি। নিজের ওয়ালেট নিজেরই নিরাপত্তা দিতে হবে। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা অন্য কেউ দেবেনা। এটা একান্তই পার্সোনাল ভুল করেও কারো সাথে শেয়ার করা যাবে না। ধন্যবাদ ভাই আপনাকে আপনি নিজের ওয়ালেট নিরাপদ রাখার স্বার্থে অনেক ভাল সাজেশন দিয়েছেন।
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি এ বিষয়গুলো সকলেরই জানা থাকা দরকার তা না হলে আপনার কষ্ট অর্জিত সম্পদ এক নিমিষেই হারিয়ে যেতে পারে। আমাদের সকলের এই বিষয়গুলো মাথায় রেখে সচেতন ভাবে কাজ করা উচিত।
-
প্রাইভেট কি সাবধানে রাখতে হবে। কারো সাথে শেয়ার করা যাবেনা। অনলাইনে যেমন ইমেইলে সেভ করা যাবেনা। ওয়ালেটের জন্য ২এফএ করা সম্ভব হলে সেটা করে নেওয়া তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায়। ইমেইলে যে কোন মেইল আসলেই তার লিংকে ক্লিক করে পাসওয়ার্ড বা কোর্ড দেওয়া যাবেনা যাচাই না করে। সবচেয়ে উত্তম হচ্ছে হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করা যদিও সেটা কিনতে প্রায় ১৫০ ডলার খরচ হবে।
-
আমরা যারা ক্রিপ্টো নিয়ে কাজ করি তারা ম্যালওয়ার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বেশি। কারণ অনেক কিছু ইমেইলে কনফার্ম করতে হয়। এক্ষেত্রে অপরিচিত কোনো জায়গা থেকে আসা লিঙ্কে ক্লিক করার আগে সব চেক করে নিতে হবে। কারণ অযথা কোনো সাইট থেকে আপনাকে কনফার্ম করার জন্য কোনো লিংক পাঠাবেনা। আমার পরিচিত অনেকেই এভাবে আক্রান্ত হয়েছে। তাই এই একটা বিষয়কে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি।
-
ক্রিপ্টোকারেন্সি সাথে যারা সংযুক্ত তারা সবাই সবচেয়ে বেশি ম্যালওয়্যার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এই মেলওয়ার ভাইরাস একটি হ্যাক করার প্রধান কারণ। হ্যাকিং সাধারণত দুই ভাবে হয়ে থাকে। একটি হলো কোডিং আরেকটি হলো ফিশিং। কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংক থেকে ম্যালওয়্যার ভাইরাসের মাধ্যমে কোটি কোটি টাকা হ্যাক করে হ্যাকাররা। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ওয়ালেট এর প্রাইভেট কি সংরক্ষিত রাখতে হবে। এটি এমন জায়গায় রাখতে হবে যেন কেউ দেখতে না পায়। ইদানিং দেখা যাচ্ছে প্রাইভেট কী হ্যাক হচ্ছে। বর্তমানে যদি ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসলক দিয়ে ওয়ালেট খোলা হয় তাহলে সবচেয়ে বেশি নিরাপদ হয়। কারণ এগুলো কখনো হ্যাক করা যায় না। হ্যাকিং হওয়ার কোন সম্ভাবনা নেই।
-
আপনি যা বলেছেন তা বিস্তারিত। এখানে এড করার আর তেমন কিছুই নেই। তবে আমি একটি কথা বলতে চাই তাহল ফিসিং সাইট। এই সাইটগুলো মারাত্নক। এখানে বুঝতেই পারবেন না আপনার ওয়ালেট থেকে কি ভাবে চরি করছে। আমি সেদিন দেখলাম মাই ইথারে ওয়ালেট এর মত আর একটি সাইট যা সস্পূর্ণ মিল কোন ভাবেই কেউ সহজেই ধরতে পারবেনা। কাজেই যখন লগ ইন করবেন তখেন অবশ্রই দেখে শুনে লগ ইন করুন। তা নাহলে আপনার সম্পদ লুট হয়ে যেতে পারে।
-
প্রাইভেট কি সাবধানে রাখতে হবে। কারো সাথে শেয়ার করা যাবেনা। অনলাইনে যেমন ইমেইলে সেভ করা যাবেনা। ওয়ালেটের জন্য ২এফএ করা সম্ভব হলে সেটা করে নেওয়া তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায়। ইমেইলে যে কোন মেইল আসলেই তার লিংকে ক্লিক করে পাসওয়ার্ড বা কোর্ড দেওয়া যাবেনা যাচাই না করে। সবচেয়ে উত্তম হচ্ছে হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করা যদিও সেটা কিনতে প্রায় ১৫০ ডলার খরচ হবে।
আসলে আমাদের সবারই ওয়ালেট খবর সতর্কতার মাঝে রাখতে হবে কোনভাবেই যেন প্রাইভেট কি কারো হাতে না পড়ে। কয়েকদিন আগে আমার পরিচিত একজনের কাছ থেকে শুনলাম তার ওয়ালেট হ্যাক হয়েছে তার ওয়ালেটে যত ক্রিপ্টোকারেন্সি ছিল সব নিয়ে গেছে । তাই আমাদের অনেক সিকিওর ভাবে রাখা উচিত।
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
আপনার পোষ্টটি কত সুন্দর হয়েছে বিশেষ করে নতুনদের জন্য যারা এ বিষয়ে কোনো কিছু জানে না তারা এ পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারবে এবং নিজেদের সেফটি সম্পর্কে সচেতন থাকতে পারবে ধন্যবাদ সবাইকে
-
@KM Uzzal Hossain আপনি পোষ্টের কোয়ালিটি উন্নত করুন। এ ধরনের পোস্ট করবেন না। আপনার সাথে একমত, হ্যাঁ ভাই অনেক উপকৃত হলাম, ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। এ ধরনের পোস্ট থেকে বিরত থাকুন।
-
@KM Uzzal Hossain আপনি পোষ্টের কোয়ালিটি উন্নত করুন। এ ধরনের পোস্ট করবেন না। আপনার সাথে একমত, হ্যাঁ ভাই অনেক উপকৃত হলাম, ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। এ ধরনের পোস্ট থেকে বিরত থাকুন।
উনি নতুন এজন্য আমি ইতিমধ্যে তাকে পিএম দিয়ে সতর্ক করে দিছি। আশা করছি তিনি পরবর্তীতে সতর্ক হয়ে পোস্ট করবেন ।
-
আপনি যা বলেছেন তা বিস্তারিত। এখানে এড করার আর তেমন কিছুই নেই। তবে আমি একটি কথা বলতে চাই তাহল ফিসিং সাইট। এই সাইটগুলো মারাত্নক। এখানে বুঝতেই পারবেন না আপনার ওয়ালেট থেকে কি ভাবে চরি করছে। আমি সেদিন দেখলাম মাই ইথারে ওয়ালেট এর মত আর একটি সাইট যা সস্পূর্ণ মিল কোন ভাবেই কেউ সহজেই ধরতে পারবেনা। কাজেই যখন লগ ইন করবেন তখেন অবশ্রই দেখে শুনে লগ ইন করুন। তা নাহলে আপনার সম্পদ লুট হয়ে যেতে পারে।
ফিসিং সাইট সম্পর্কে জানতে হলে আপনি ব্রাউজারের বামপাশে উপরে তালাযুক্ত একটা চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সাইটটি ভেরিফাইড অথবা আনভেরিফাইড দেখাবে। যদি আনভেরিফাইড দেখায় বুঝবেন ফিসিং সাইট। অনেকসময় ঔ তালাটা গ্রিন দেখায়, তাহলেও বুঝবেন সাইটটি ঠিক আছে এক্ষেত্রে গুগল ক্রমো ব্রাউজার ব্যবহার করতে পারেন।
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করেছেন । আপনার পোস্টটি পড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারলাম । সত্যিই আমাদের ওয়ালেট সম্পর্কে অনেক সচেতন হওয়া দরকার। বর্তমানে হ্যাকার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে । তাই আমাদের নিজেদের ওয়ালেট নিজেদেরকেই সতর্ক থাকতে হবে।
-
প্রাইভেট কি সাবধানে রাখতে হবে। কারো সাথে শেয়ার করা যাবেনা। অনলাইনে যেমন ইমেইলে সেভ করা যাবেনা। ওয়ালেটের জন্য ২এফএ করা সম্ভব হলে সেটা করে নেওয়া তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায়। ইমেইলে যে কোন মেইল আসলেই তার লিংকে ক্লিক করে পাসওয়ার্ড বা কোর্ড দেওয়া যাবেনা যাচাই না করে। সবচেয়ে উত্তম হচ্ছে হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করা যদিও সেটা কিনতে প্রায় ১৫০ ডলার খরচ হবে।
হ্যাঁ অবশ্যই ওয়ালেট কে নিরাপদ রাখতে হলে প্রাইভেট কি কারো সাথে শেয়ার করা যাবে । প্রাইভেট কি কোন ভাবে কেউ যেন না জানতে পারে। ওয়ালেট খোলার সময় বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে।
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর এবং সতর্কতামূলক একটি পোষ্ট করার জন্য। আমি আপনার এই পোস্টটি স্ক্রিনশট দিয়ে রাখলাম বলা তো যায় না কখন কি হয়।আমি মনে করি আপনি যতগুলো তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন তার সবগুলোই আমাদের সবসময় মনে রাখা দরকার কারণ আমাদের মোবাইল ফোন বা ল্যাপটপ যেকোনো সময় চুরি বা হারিয়ে যেতে পারে। আশা করি আপনার পোস্ট পড়ে সকলেই অনেক উপকৃত হবে।
-
আমরা যারা ক্রিপ্টো নিয়ে কাজ করি তারা ম্যালওয়ার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বেশি। কারণ অনেক কিছু ইমেইলে কনফার্ম করতে হয়। এক্ষেত্রে অপরিচিত কোনো জায়গা থেকে আসা লিঙ্কে ক্লিক করার আগে সব চেক করে নিতে হবে। কারণ অযথা কোনো সাইট থেকে আপনাকে কনফার্ম করার জন্য কোনো লিংক পাঠাবেনা। আমার পরিচিত অনেকেই এভাবে আক্রান্ত হয়েছে। তাই এই একটা বিষয়কে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি।
আপনি সঠিক বলেছেন ভাই ব্যাসিক বিষয় গুলো হয়ত অনেকেই জানেন কিন্তু এই ভাইরাসের বিষয় টা অনেকরই জানা নাই।আমি নিজে ক্যাসপার এন্টি ভাইরাস ব্যাবহার করি যদিও এন্টি ভাইরাস ব্যবহার করা অনেক টাই কস্টিং এর বিষয় এসে যাই । তাদের ক্ষেত্রে আমি বলব উইনডোস 10 ব্যবহার করতে যেখানে অটোমেটিক এন্টি ভাইরাস দেওয়া থাকে।
-
আমি মনে করি কোন ওয়ালেটের প্রাইভেট কি অথবা দরকারি কোন তথ্য কোন একাউন্ট অথবা পেন ড্রাইভে সেভ করে না রেখে বাসায় বসে একটি খাতায় বা নোটপ্যাডে লিখে রাখলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। কারণ একটি একাউন্ট অথবা পেন ড্রাইভ অনিবার্য কারণে নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে সেখানে অনেক কিছু হারাতে হবে আপনাকে। আমরা সাধারণত জানি ইলেকট্রনিক জিনিস নষ্ট হতে পারে। তাই আমাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আমরা সবাই আমাদের দরকারি তথ্য গুলো এবং প্রাইভেট কি গুলো খাতায় লিখে রাখি। আমার নিজস্ব খাতায় যদি লিখে রাখি তাহলে কোন হ্যাক হওয়ার সম্ভাবনা নেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এটি আমি সব দিক বিবেচনা করে বললাম।
-
খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি পোস্ট পরে অনেকটা ভালো লাগলো আমরা এখন থেকে আমাদের ওয়ালেটের প্রাইভেট কি অবশ্যই নিজের দায়িত্বে রেখে দেব অন্য কে কখনো দিয়ে দেবো না তাহলে অবশ্যই আমাদের যেকোন ধরনের সমস্যা হতে পারে। এবং আমাদের প্রাইভেট কি গুলো অবশ্যই আমরা খাতায় লিখে রাখবো তা না হলে ভবিষ্যতে যদি মোবাইল বা ল্যাপটপ হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে ওইটা আমরা পরবর্তীতে ফেরত পেতে পারি কিন্তু যদি আমরা এ কাজটি না করি তাহলে আমাদের পক্ষে ওয়ালেট ফেরত আনা সম্ভব হবে না এই সতর্কতা মূলক পোস্ট টি পড়ে নিজের সম্পদের প্রতি একটু হলেও সতর্ক হলাম অনেক ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান পোষ্টটি আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য।
-
আপনি যে পোস্টটি দিয়েছেন অবশ্যই নতুন ইউজারদের এ সমস্ত বিষয় গুলা ফলো করতে হবে।এ সমস্ত কারণে অনেক সময় দেখা যায় নতুন ইউজার যারা রয়েছে তারা না বুঝেই বেকাপ কে দিয়ে বাউন্টি সেকশন এ অ্যাড হয়ে যাচ্ছে। ফলে তারা বুঝতে পারে না কিভাবে আইডি হ্যাক হচ্ছে মূলত নতুনদের জন্য এটাই মেইন কারণ আইডি হ্যাক হওয়ার জন্য। তাই কখনো কেউ ওয়ালেটের বেকাপ কে দিয়ে কখনই বাউন্টি সেকশনে অ্যাড হবেন না বা যে কোন ক্ষেত্রেই বেকাপ কে কাউকে দেবেন না।
-
আপনি যে পোস্টটি দিয়েছেন অবশ্যই নতুন ইউজারদের এ সমস্ত বিষয় গুলা ফলো করতে হবে।এ সমস্ত কারণে অনেক সময় দেখা যায় নতুন ইউজার যারা রয়েছে তারা না বুঝেই বেকাপ কে দিয়ে বাউন্টি সেকশন এ অ্যাড হয়ে যাচ্ছে। ফলে তারা বুঝতে পারে না কিভাবে আইডি হ্যাক হচ্ছে মূলত নতুনদের জন্য এটাই মেইন কারণ আইডি হ্যাক হওয়ার জন্য। তাই কখনো কেউ ওয়ালেটের বেকাপ কে দিয়ে কখনই বাউন্টি সেকশনে অ্যাড হবেন না বা যে কোন ক্ষেত্রেই বেকাপ কে কাউকে দেবেন না।
ঠিকই বলেছেন, আমি মূলত নতুন ইউজারদের কথা মাথায় রেখেই এই পয়েন্টগুলো উল্লেখ করেছি তাছাড়া পুরাতনও অনেকে এখনো এই ধরনের সমস্যা মোকাবিলা করে তাই এসব লিখেছি আমি এই ধরনের সমস্যায় পড়েছিলাম বলেই। তাছাড়া আশে পাশের অনেকের সমস্যগুলোও শুনে সবার উপকার হয় এমন একটা পোষ্ট লিখার ইচ্ছা হলো যাতে আমি যেই সমস্যায় পড়েছিলাম আমার পাশের বন্ধুরা সেই সমস্যায় না পড়ে। তাই অন্তত একজনও যদি আমার এই পোষ্ট দেখে তার সম্পদ রক্ষা করতে পারে তাইলেই আমি সার্থক।
-
মহামুল্যবান এক পোস্ট পেলাম যা থেকে সিকিউরিটি ব্যাপারে আরো বিস্ত জ্ঞান হলো। আমি মনে করে কাজ করার আগে নিজের ওয়ালেটের নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। যাতে করে কোন স্ক্যামার আপনার মুল্যবান সম্পদ আত্মসাৎ করতে না পারে। এ ক্ষেত্রে এই পোষ্টটি ভালো করে লক্ষ করলে অনেক সমাধান আশা করা যায় হয়ে যাবে।
-
কিছুদিন আগে আমার একটি ওয়ালেট থেকে অনেকগুলো টোকেন হারিয়ে গেছে। আমার মাই ইথার ওয়ালেট কে যেন হ্যাক করেছে। এ ধরনের ইনফরমেশন যদি আগে জানতাম তাহলে আমার মাই ইথেরিয়াম ওয়ালেট হ্যাকার সম্ভাবনা থাকত না।
-
আমরা যারা ক্রিপ্টো নিয়ে কাজ করি তারা ম্যালওয়ার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বেশি। কারণ অনেক কিছু ইমেইলে কনফার্ম করতে হয়। এক্ষেত্রে অপরিচিত কোনো জায়গা থেকে আসা লিঙ্কে ক্লিক করার আগে সব চেক করে নিতে হবে। কারণ অযথা কোনো সাইট থেকে আপনাকে কনীফার্ম করার জন্য কোনো লিংক পাঠাবেনা। আমার পরিচিত অনেকেই এভাবে আক্রান্ত হয়েছে। তাই এই একটা বিষয়কে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি।
ভাই আপনি অনেক সুন্দর সচেতনতা মূলক পরামর্শ দিয়েছেন। আমি মনে করি এ পরামর্শগুলো আমাদের সকল নতুন ইউজারদের অনেক কাজে লাগবে। ভবিষ্যতে আপনার কাছ থেকে এরকম সুন্দর আরো পরামর্শমূলক পোস্ট আশা করছি।
-
ধন্যবাদ ভাইয়া ওয়ালেট সম্পর্কে যা বললেন আসলে আমাদের জন্য অনেক কার্যকরী একটি কথা। সিনিয়র ভাইরা যেভাবে বললেন আমি সেভাবে করার চেষ্টা করব।
-
অনেক সুন্দর তথ্যবহুল পোস্ট দিয়েছেন। অনেক সময় আসলে অনেক ইউজারদের দেখা যায় তাদের ওয়ালেট হারিয়ে ফেলেছে যার ফলে প্রচুর সম্পদ চলে যেতে পারে। এই পোস্টটি পড়ার পর আমার বিশ্বাস সবাই সচেতন হয়ে যাবে এবং এই কাজ গুলো ফলো করলে হয়তো আর কোন সম্পদ হারাতে হবে না।
-
আপনি যা বলেছেন তা বিস্তারিত। এখানে এড করার আর তেমন কিছুই নেই। তবে আমি একটি কথা বলতে চাই তাহল ফিসিং সাইট। এই সাইটগুলো মারাত্নক। এখানে বুঝতেই পারবেন না আপনার ওয়ালেট থেকে কি ভাবে চরি করছে। আমি সেদিন দেখলাম মাই ইথারে ওয়ালেট এর মত আর একটি সাইট যা সস্পূর্ণ মিল কোন ভাবেই কেউ সহজেই ধরতে পারবেনা। কাজেই যখন লগ ইন করবেন তখেন অবশ্রই দেখে শুনে লগ ইন করুন। তা নাহলে আপনার সম্পদ লুট হয়ে যেতে পারে।
হ্যাঁ আমি যখন একটি ওয়ালেট করতে গিয়েছিলাম তখন হঠাৎ করে একটু ভুলের জন্য দেখি পিসিং সাইডে চলে গেছে। নতুন ইউজার রয়েছে যারা বুঝতে পারত না সেই অলেট ব্যবহার করত এমন এক সময় আসতে দেখা গেছে তাদের ওয়ালেটে প্রচুর পরিমাণে ডলার রয়েছে ঠিক তখনই তাদের অনেকগুলি হ্যাক করে নিয়ে যেত। তাই ওয়ালেট করার সময় সতর্ক ভাবে করবেন এবং আপনারা যদি বুঝতে না পারেন তাহলে সিনিয়র ভাইদের পরামর্শ নেবেন। আশা করি ভালো হবে
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ টপিক তৈরি করেছেন। আপনার পোস্টটি পড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম। সত্যিই ওয়ালেট নিরাপদ রাখা আমাদের সবারই জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে হ্যাকার সংখ্যা অনেক বেশি। প্রায় সময় শোনা যায় যে ওয়ালেট হ্যাক হয়েছে। তাই হ্যাকারদের হাত থেকে ওয়ালেট রক্ষা করার জন্য আমাদের সর্তকতা অবলম্বন করতে হবে।
-
কিছুদিন আগে আমার একটি ওয়ালেট থেকে অনেকগুলো টোকেন হারিয়ে গেছে। আমার মাই ইথার ওয়ালেট কে যেন হ্যাক করেছে। এ ধরনের ইনফরমেশন যদি আগে জানতাম তাহলে আমার মাই ইথেরিয়াম ওয়ালেট হ্যাকার সম্ভাবনা থাকত না।
হ্যাঁ ভাই আপনার যেহেতু মাই ইথার ওয়ালেট হ্যাক হয়ে গেছে তাহলে এটা অনেক স্যাড নিউজ। মূলত ভাই আমরা যারা এই ওয়েবসাইটের মাধ্যমে মাই ধরনের ব্যবহার করি তাদের অনেক রিস্কি থাকে কারণ এই অল্ড যখন-তখন হ্যাক হয়ে যেতে পারে। ভাই আমরা যদি তার থেকে Trust wallet, mew wallet এই ওয়ালেট ব্যবহার করি তাহলে অবশ্যই অনেক ভালো হবে কারণ এর সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো যা কখনোই হ্যাক হয়ে যেতে পারে না।
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
ধন্যবাদ ভাইয়া আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন যা দেখে আমরা অনেক সতর্ক হতে পারব এবং অনেক কিছু শিখতে পেরেছি। আপনার পোস্টটি দেখে আমরা এটাও বুঝেছি যে আমাদের ওই লাইটগুলো অনেক কঠিন সিকিউরিটিতে রাখতে হবে।
-
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর এবং সতর্কতামূলক একটি পোষ্ট করার জন্য।কারণ আমরা অনেকেই আছি যে কষ্ট করে অর্থ উপার্জন করে তা অন্যকে দিয়ে দেই। অর্থাৎ চুরি করে নিয়ে যায়। তাই আমাদের অর্থ যাতে কেউ চুরি করে না নিতে পারে তাই এ বিষয়ে আমাদেরকে কঠোর হতে হবে। অবশ্যই আমি আপনার কথাগুলো মাথায় রাখার চেষ্টা করব।
-
খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরেছেন ধন্যবাদ জানাই আপনাকে সম্পর্কে এত ভালোভাবে জানতাম না তাই আপনার থেকে ভালো কিছু জানতে পারলাম। আপনি সুন্দর একটি টপিক তৈরি করেছে আমি আশা করি আপনার এই টপিক থেকে যারা নতুন ইউজার আছে তাদের অনেক উপকারে আসবে।
-
টপিকটা স্টিকি করে দিলাম। এটি নতুনদের জন্য অনেক সহায়ক হবে বিশেষ করে কিভাবে ওয়ালেটকে হ্যাক থেকে সুরক্ষিত রাখতে হবে সেটার টিপস দেওয়া আছে। নতুনরা এমনকি সিনিয়ররাও এটা মাথায় রাখবেন-ওয়ালেট নিরাপদ না করলে হ্যাকের কবলে পড়তে সময় লাগবেনা। তাই সুরক্ষিত রাখুন এবং নিরাপদ থাকুন।
-
ধন্যবাদ। সম্পূর্ণ টপিকটি অনেক সময় নিয়ে পড়েছি। যা উপকৃত বলে মনে হয়। নতুনদের জন্য এরকম আরো কিছু টপিক তৈরি করবেন। যা আমাদের নতুনদের সাহায্য করবে।
-
আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন আপনার এই মুল্যবান পোস্ট এর মাধ্যমে। আমাদের এতো কষ্টে উপার্জিত অর্থ যদি আমাদের একটু ভুলের জন্য হারিয়ে ফেলি তাহলে সেইটা খুবই কষ্টজনক। তাই আমাদের সম্পদ কে নিরাপদে ও সুরক্ষিত রাখার জন্য আমাদের ওয়ালেটের প্রাইভেট কী অবশ্যই খুবই সাবধানে রাখতে হবে।
-
ধন্যবাদ ভাই আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য।আমাদের সকলেরই এই বিষয়ে ধারণা থাকা খুবই জরুরী। কারণ আমরা কেউ চাইব না যে আমাদের অর্থ-সম্পদ অন্য কেউ চুরি করে নিয়ে যাক। আশা করছি অবশ্যই সকলেই বিষয়গুলো মাথায় রাখবে।
-
আমার সাথে পরিচিত ওরকম কেউ নেই। আমি অনেক বউন্টি পেমেন্ট পেয়েছি, সেগুলো নিজেই বিক্রি করেছি এবং ডলারগুলো বিক্রির জন্য একটি টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করি। একটি টেলিগ্রাম গ্রুপের এডমিন এর কাছে বিক্রি করি। অনেক ট্রাস্টেড বললেই চলে। পার্সোনাল ইনফরমেশন বা প্রাইভেট কে গুলো কারো সাথে শেয়ার করি না।
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পোস্টটি করার জন্য। এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। আপনার পোষ্টটি পড়ে নতুন অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। আপনার পোষ্টটি পড়ে অনেক সাবধান হয়েছে। আমি অবশ্যই খেয়াল রাখব যাতে আমার প্রাইভেসি কি কেউ না জানে। আপনার পোস্টটি নতুনদের জন্য অনেক উপকার করবে। আশা করব ভবিষ্যতে এ ধরনের পোস্ট করে নতুনদের সাহায্য করবেন। এ ধরনের পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
আপনার তথ্য গুলো অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় অনেক ভূল এর কারণে আমাদের অনেক ক্ষতি হয় না বুঝে অনেক সময় অনেক ভূল করে ফেলি। আর আপনার পোস্ট গুলো দেখে সবাই অনেক কিছুই শিখতে পারবে
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য কেননা এ থেকে আমি শিখতে পারলাম কিভাবে আমার ওয়লেট নিরাপদ রাখা যায়। কারণ অনেক সময় আমরা ভুল করে ফেলি সে ভুল বুঝতে পারিনা। কেননা বাংলাদেশে এখন অনেক হ্যাকার বেড়েই চলছে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনার তথ্য পরে অনেক কিছু জানতে পারলাম।
-
ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর এবং শিক্ষনীয় একটি টপিক তৈরি করেছেন। যেটা আমাদের জন্যে অনেক প্রয়োজনিয়। আমাদের এখান থেকে অনেক কিছু শেখার বিষয় রয়েছে। যেই বিষয়গুলো শিখলে আমাদের সম্পদ হারানো থেকে রক্ষা পাবো জানতে পারবো।
-
Mosarof
হ্যাকার শুধু বাংলাদেশেই না সারা বিশ্বে আছে। হ্যাক থেকে বাঁচতে হলে যে কোন সাইটে ওয়ালেট কানেক্ট করবেন না। কোন যায়গায় প্রাইভেট কি শেয়ার করবেন না। সাবধানে ব্যবহার করবেন।
-
খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট ভাই।পোষ্টে উল্লিখত সকল বিষয়ে সকল বিষয়ে আমরা সচেতন থাকলে আমরা আমাদের উপার্জিত সম্পদ নিরাপদে রাখতে পারব।অবিরাম ভালোবাসা রইল ভাই।
-
খুবই ধন্যবাদ আপনার মূল্যবান কিছু কথা বিস্তারিতভাবে বলার জন্য আপনার বিস্তারিত কথা আমি পড়ে খুবই ভালো লাগল এবং কিছু শিখতে পারলাম আরো যেন ভালো কিছু করতে পারি
-
ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আপনার পোষ্ট পড়ে বুঝতে পারলাম কি ভাবে নিজের ওয়ালেট নিরাপদে রাখা যায়।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই বিষয়টি আলোচনা করার জন্য।
-
ভাইয়া আমি ক্রিপ্টোকারেন্সি তে নতুন, আপনার পোষ্টটি খুব খুব ভালো হয়েছে, আপনার পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি তুলে ধরেছেন যেটা আমাদের মত জুনিয়রদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। আপনার পোস্ট টি না পড়লে হয়তো এত গুরুত্বপূর্ণ তথ্য কখনো জানতেই পারতাম না , এত সুন্দর তথ্যবহুল পোস্ট করে আমাদের জুনিয়রদের সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
-
খুবই সময়োপযোগী পোস্ট, গচ্ছিত সম্পদ হারানো খুবই কস্টদায়ক একটা ব্যাপার।সম্পদের যথাযথ সংরক্ষণ খুব সহজে বুজতে পারলাম।আমি এই ফোরামে নতুন, সিনিয়র পার্সনদের সর্বাত্বক সহযোগিতা পাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
-
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।
০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।
০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।
০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।
০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।
০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।
০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।
০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং
০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদি
সমাধান:
০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।
০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।
০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।
০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।
০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।
০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।
০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।
০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।
০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।
এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
অনেক ধন্যবাদ ভাই। খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। আমাদের ওয়ালেট কে নিরাপদ রাখা খুবই জরুরি কারণ বর্তমানে হ্যাকারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত শোনা যাচ্ছে কারো না কারো অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। তাই আমাদের ওয়ালেট নিরাপদ রাখা অবশ্যই জরুরি। নিজের ওয়ালেট নিজেরই নিরাপত্তা দিতে হবে। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা অন্য কেউ দেবেনা। তাই সবাই সতর্ক হই নিজের প্রাইভেট বিষয় গুলো নিয়ে।
-
হ্যাঁ, আপনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। বিশ্বে হ্যাকারের সংখ্যা অনেক বেড়ে গেছে আমাদের বাংলাদেশ ও হ্যাকার এর সংখ্যা বেড়ে গেছে। তাই আমাদের ওয়ালেট ব্যবহার করতে হবে। আমাদের সাবধান হতে হবে আমাদের একাউন্টের পার্সোনাল তথ্যগুলো অন্য করো সাথে শেয়ার করা যাবে না।
-
এটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট.
নিজের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাবধানে রাখতে হবে
যাতে মোবাইল হারিয়ে গেলেও তথ্য গুলো থেকে যায়
-
আমরা যদি আমাদের পাসওয়ার্ড ভুলে যাইবার মোদির পিসি বা ল্যাপটপ হারিয়ে যায় তাহলে আমি আমার সম্পদ হারাতে পারি আপনি আপনি আপনি অনেক গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন আমাদের সবার অনেক সাবধান হওয়া উচিত আমাদের বাংলাদেশের হ্যাকার এর সংখ্যা অনেক বেশি যারা প্রতিনিয়ত ও আইডি হ্যাক করার চেষ্টা করে থাকে তাই আমাদের সবার উচিত সাবধান হওয়া
-
আমি মূলত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। পাইভেট কে কারো সাথে শেয়ার করি না। তবে বিভিন্ন এক্সচেঞ্জ অনেকগুলো ব্যবহার করে, সেগুলো লেনদেন এবং p2p ট্রান্সফারের জন্য। কারণ আমি যেকোনো ভুলবশত এ কারণে আমার একটি অনেক হ্যাক হতে দেখেছিলাম। এবং সেটি ছিল মাই ইথার ওয়ালেট। সেই ওয়ালেটে বাউন্টি টোকেন জমা ছিল, হ্যাকার সমস্ত টোকেন স্থানান্তর করেছিল।
-
কথা গুলো অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় এ রকম ভাবে প্রতারণা করা হয়। অনেক এর সাথে এ রকম হয়ে থাকে। সব সময় খিয়াল রাখতে হবে জে আপনার ওলেট এর প্রাইভেট-কী যেনো কেউ না জানতে পারে। তবে নতুন দের সাথে এ রকম বেশি হয়ে থাকে কারণ তারা না বুঝে অন্য কে নিজের প্রাইভেট-কী দিয়ে দেয়। আসলে আপনার পোস্ট টা নতুন দের জন্য খুবই প্রয়োজনীয়। এই পোস্ট এর মাধ্যমে নতুন রা অনেক উপকৃত হইবে
-
দারুণ তথ্যবহুল পোস্ট। বিস্তারিত আকারে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেকেই হয়তো জানে কিন্তু তার সমাধান কি জানে না। এখানে সমস্যা ও সমাধান দুটিই দেওয়া আছে। বিশেষ করা যারা নতুন তারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন, আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই পোষ্টে আছে।
-
ক্রিপ্টোকারেন্সি তে নতুন হয় জানতাম না যে সম্পদ হারানোর ভয় আছে শুরুতেই আপনার দেয়া পোস্ট পড়ে সাবধানতা সম্পর্কে অনেক কিছু ধারণা লাভ করতে পারছি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সতর্কতাঃ অবলম্বনে উপায় দেখিয়ে দিলেন
-
অনেক সুন্দর পোস্ট তথ্য বহুল পোস্ট করেছেন। বিস্তারিত ভাবে এতো সুন্দর করে পোস্ট করার জন্য ধন্যবাদ। অনেকে এ বিষয়ে কিছুই জানে না এ পোস্ট থেকে তারা অনেক কিছু জানতে পেরেছে।
-
ধন্যবাদ আপনাকে। সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
-
এটা যদিও অনেক আগের পোস্ট কিন্তু একটা বিষয় পোস্ট না করে আমি পারলাম না। আমি অনেককেই দেখেছি যারা মেসে বা হোস্টেলে থেকে কাজ করে থাকেন বা ফ্রিল্যান্সিং করে থাকেন।
ধরেন আপনি, শহরে আপনার বন্ধুদের সাথে হোস্টেলে থাকেন। আপনি কোথাও থেকে জানতে পেরেছেন যে অনলাইন থেকে ইনকাম করা যায়। আপনি ল্যাপটপ কিনলেন এবং ইনকাম করা শুরু করে দিলেন।আপনার বাকি রুমমেটরা, এরা হুদাই ফ্রেন্ডদের সাথে, মেয়েদের সাথে গল্প গুজব করে সময় কাটায়। এদিকে আপনি চুপচাপ অনলাইন থেকে ইনকাম করতেছেন এবং আস্তে আস্তে আপনি ভালো জীবন যাপন করছেন। আপনার এই বিষয়টা আপনার রুমমেটদের আস্তে আস্তে ইগোর কারন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আপনি আপনার রুমমেটদের খুব বিশ্বাস করেন। কিন্তু আপনার রুমমেটরা আপনাকে মন থেকে বিশ্বাস করে না বা ভালোবাসে না। তারা আপনার এই ভালো দেখতে পারছে ন। তারা আপনার, ইনকামের বিষয়টা জানতে পারলো। বা আপনার ওয়ালেটের এবং আপনার অনুপস্থিতিতে আপনার কম্পিউটার বা ল্যাপটপে থেকে আপনার ব্রাউজার কুকিজ এর মাধ্যমে আপনার ওয়ালেটের পাসওয়ার্ড চুরি করে নিল এবং অন্য কোন জায়গা থেকে সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার সঞ্চিত সম্পদ চুরি করে নিল।
এটা আমার দেখা একটা বাস্তব ঘটনা। যদি সম্ভব হয় একটা রুম নিয়ে একা থাকবেন। তাই স্টুডেন্টদের বলবো যারা হোস্টেলে বা মেসে থেকে অনলাইনে কোন ইনকাম করেন খুব সাবধান এবং সতর্কতার সাথে থাকবেন।
-
ধন্যবাদ সতর্কতা মূলক একটি পোস্ট করার জন্য। বিশ্বে বর্তমান ডিজিটাল কারেন্সি বিপ্লব নিয়ে এসেছে। সারা বিশ্বের মানুষ এখন ডিজিটাল মুদ্রা লেনদেন করতে সক্ষম হচ্ছে। সুতরাং বলার অবকাশ রাখেনা যে মানুষ এখন তাদের একাউন্ট কিভাবে secure থাকবে সে বিষয়ে অনেক বেশি জ্ঞানী।
-
ধন্যবাদ সতর্কতা মূলক একটি পোস্ট করার জন্য। বিশ্বে বর্তমান ডিজিটাল কারেন্সি বিপ্লব নিয়ে এসেছে। সারা বিশ্বের মানুষ এখন ডিজিটাল মুদ্রা লেনদেন করতে সক্ষম হচ্ছে। সুতরাং বলার অবকাশ রাখেনা যে মানুষ এখন তাদের একাউন্ট কিভাবে secure থাকবে সে বিষয়ে অনেক বেশি জ্ঞানী।
যদি ইউজাররা হাঁটতে শুরু করে ডালে ডালে তখন হ্যাকাররা হাঁটতে শুরু করে পাতায় পাতায়। আমরা যতই সিকিউরিটি মুলক পদ্ধতি গ্রহণ করি না কেন তবুও হ্যাকাররা আমাদের চেয়ে আরো অ্যাডভান্স হয়ে আরো উন্নত পদ্ধতি অবলম্বন করে। বর্তমান দিনের মানুষ অনেক এক্সপার্ট এবং সচেতন তবুও কিন্তু ব্যাংক ডাকাতি ক্রেডিট কার্ড জালিয়াতি ও ওয়ালেট হ্যাক করার মতো ঘটনা ঘটছে। অর্থাৎ আমরা যতই সতর্কতামূলক অবলম্বন করি না কেন হ্যাকারদের সাথে আমরা পেরে উঠতেছি না। আরো বেশি অ্যাডভান্স হয়ে হ্যাকাররা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ হ্যাকিং করে যাচ্ছে।
-
ধন্যবাদ সতর্কতা মূলক একটি পোস্ট করার জন্য। বিশ্বে বর্তমান ডিজিটাল কারেন্সি বিপ্লব নিয়ে এসেছে। সারা বিশ্বের মানুষ এখন ডিজিটাল মুদ্রা লেনদেন করতে সক্ষম হচ্ছে। সুতরাং বলার অবকাশ রাখেনা যে মানুষ এখন তাদের একাউন্ট কিভাবে secure থাকবে সে বিষয়ে অনেক বেশি জ্ঞানী।
যদি ইউজাররা হাঁটতে শুরু করে ডালে ডালে তখন হ্যাকাররা হাঁটতে শুরু করে পাতায় পাতায়। আমরা যতই সিকিউরিটি মুলক পদ্ধতি গ্রহণ করি না কেন তবুও হ্যাকাররা আমাদের চেয়ে আরো অ্যাডভান্স হয়ে আরো উন্নত পদ্ধতি অবলম্বন করে। বর্তমান দিনের মানুষ অনেক এক্সপার্ট এবং সচেতন তবুও কিন্তু ব্যাংক ডাকাতি ক্রেডিট কার্ড জালিয়াতি ও ওয়ালেট হ্যাক করার মতো ঘটনা ঘটছে। অর্থাৎ আমরা যতই সতর্কতামূলক অবলম্বন করি না কেন হ্যাকারদের সাথে আমরা পেরে উঠতেছি না। আরো বেশি অ্যাডভান্স হয়ে হ্যাকাররা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ হ্যাকিং করে যাচ্ছে।
আমার কাছে মনে হয় হ্যাকার দের হাত থেকে রক্ষা পাওয়া একদমই কোন উপায় নেই তবে আমরা অনেক সিকিউরিটি অবলম্বন করতে পারি যাতে আমরা বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি কিন্তু আসলে কি আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি আমার মনে হয় পারি না কারণ হ্যাকারদের যেভাবে চিন্তাভাবনা করে সেভাবে আমরা কখনো চিন্তা ভাবনা করতেই পারি না কারণ এডভান্স লেভেলের এদের সাথে পেরে ওঠা খুবই কষ্টকর সাধারণভাবে আমরা এদের সাথে পারবো না কারণ তারা যেসব ক্রাইটেরিয়া ফলো করে বা যেভাবে চলে তাদের আটকে রাখা কোনভাবেই সম্ভব না আমার মনে হয়।
এর জন্য দেখবেন উন্নত প্রজেক্ট গুলা সাইবার সিকিউরিটি বা বিভিন্ন ধরনের এডভান্স লেভেলের লোকদের নিয়োগ দেওয়া হয় যাতে করে তাদের প্রজেক্ট এর কোন সমস্যা না তবুও দেখা যায় সমস্যা হয়ে যায়।