Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
০১। আপনি যদি ওয়ালেট প্রাইভেট কি অন্যকাউকে ভূল করে বা জানামতে কাউকে দিয়া দেন।০২। আপনি যদি আপনার একচেঞ্জার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন।০৩। যদি আপনার মোবাইল গেজট হারিয়ে ফেলেন যাতে আপনার গুগল অটনটিকেটর করা ছিলো।০৪। যদি আপনার পিসি অথবা ল্যাপটপ হারিয়ে ফেলেন যেখানে আপনার সমস্ত চাবিগুলো সংরক্ষিত ছিলো।০৫। আপনার পিসিতে যদি ম্যালওয়ার এটার্ক করে এবং হ্যাক করে।০৬। যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়।০৭। আপনার সমস্ত চাবি পেনড্রাইভে রাখলেন যেটা হারিয়ে গেলো।০৮। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট আইডি ভূল করা এবং০৯। সিট একচেঞ্জারে টোকেন লিস্টেড করা।...ইত্যাদিসমাধান: ০১। আপনি জানামতেতো কাউকে কখনোই প্রাইভেট কি দিবেনইনা বরং অজানামতেও যেন প্রাইভেটকি কেউ না পায় সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন।০২। যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনি আপনার একচেঞ্জার পার্সওয়ার্ড হারানো মানে আপনার মূল্যবান সম্পদ হারানোর ব্যবস্থা নিজেই করে দেয়া তাই এটা বেশীরভাগ হয় যথন দুই পিসিতে কাজ করা হয় তখন কপি পেস্ট করতে গিয়ে হয়ে যায়।০৩। আপনার মোবাইল যেই কোন সময় হারাতেই পারে সেক্ষেত্রে গুগল অটনটিকেটর দিবার সময় বেকাপ কি দিয়ে থাকে যেটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন যাতে মোবাইল হারালেও আবার নতুন মোবাইলে গুগল অটনটিকেটর দিতে পারেন।০৪। পিসি বা ল্যাপটপও হারাতে পারে সেজন্য আপনারে বেকআপ হিসাবে অন্য কোন স্টোরেজ এ আপনার কিগুলো সংরক্ষন করে রাখতে হবে প্রয়োজনবোধে প্রিন্ট করেও রাখতে পারেন। আপনি নিরাপদে থাকবেন।০৫। ম্যালওয়ার এটার্ক গুরুত্বপূর্ন বিষয়। বেশীরভাগ ক্ষেত্রে এটা হয় আপনার পিসিতে যদি কোন এন্টিভাইরাস না থাকলে অথবা ই-মেইল থেকে আপনি যদি কোন সাইটে ঢুকেন। সেক্ষত্রে আপনি ই-মেইল থেকে যেকোন সাইটে ঢুকার থেকে বিরত থাকতে পারেন।০৬। পিসি নষ্ট হওয়াও সাধারন একটা বিষয় তাই আপনারে ব্যাকআপ হিসাবে অন্য কোথাও সংরক্ষণ করে রাখতে হবে আপনার কিগুলো।০৭। যেই পেনড্রাইভে কি রাখবেন সেটা মনে করবেন আপনার কাছে মহামূল্যবান তাই সবসময় সিকিউর জায়গায় রাখবেন।০৮। ওয়ালেট ভূল যেটা এখন নিত্যনৈমিত্যিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ইআরসি-২০, টিআরসি-২০ তে বেশী ভূল করে থাকে অথবা এক ওয়ালেট আইডি দিতে গিয়ে অন্য ওয়ালেট আইডি দিয়ে ফেলি সেক্ষেত্রে আইডি কপি করার ক্ষেত্রে বার বার চেক করে নিতে হবে।০৯। বর্তমানে সিট এক্চঞ্জার আচে যেখানে আমারও অনেক টোকেন হারিয়েছে তাই একচেঞ্জার বাছাইয়ের ক্ষেত্রে ওদের হিস্টোরি দেখে নিয়াটা জরুরী বলে মনে করি।এই ধরনের ছোট বড় ভূলের কারনে আমার মূল্যবান ক্রিপ্টোসম্পদ হারাতে পারে কিন্তু একটা সতর্ক হলেই আমরা বেঁচে যাই। তাই সবাই সাবধান থাকবেন আর মূল্যবান মতামত প্রদান করবেন।
প্রাইভেট কি সাবধানে রাখতে হবে। কারো সাথে শেয়ার করা যাবেনা। অনলাইনে যেমন ইমেইলে সেভ করা যাবেনা। ওয়ালেটের জন্য ২এফএ করা সম্ভব হলে সেটা করে নেওয়া তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায়। ইমেইলে যে কোন মেইল আসলেই তার লিংকে ক্লিক করে পাসওয়ার্ড বা কোর্ড দেওয়া যাবেনা যাচাই না করে। সবচেয়ে উত্তম হচ্ছে হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করা যদিও সেটা কিনতে প্রায় ১৫০ ডলার খরচ হবে।
@KM Uzzal Hossain আপনি পোষ্টের কোয়ালিটি উন্নত করুন। এ ধরনের পোস্ট করবেন না। আপনার সাথে একমত, হ্যাঁ ভাই অনেক উপকৃত হলাম, ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। এ ধরনের পোস্ট থেকে বিরত থাকুন।
আপনি যা বলেছেন তা বিস্তারিত। এখানে এড করার আর তেমন কিছুই নেই। তবে আমি একটি কথা বলতে চাই তাহল ফিসিং সাইট। এই সাইটগুলো মারাত্নক। এখানে বুঝতেই পারবেন না আপনার ওয়ালেট থেকে কি ভাবে চরি করছে। আমি সেদিন দেখলাম মাই ইথারে ওয়ালেট এর মত আর একটি সাইট যা সস্পূর্ণ মিল কোন ভাবেই কেউ সহজেই ধরতে পারবেনা। কাজেই যখন লগ ইন করবেন তখেন অবশ্রই দেখে শুনে লগ ইন করুন। তা নাহলে আপনার সম্পদ লুট হয়ে যেতে পারে।