Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 11, 2021, 06:52:40 AM

Title: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Malam90 on February 11, 2021, 06:52:40 AM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Mj joy on February 11, 2021, 08:07:59 AM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
  আসলেই তাই ভাই আপনি সুন্দর মন্তব্য পেশ করেছেন  ট্রানজেকশন ফি এত বেশি কাটলে তো আসলে ট্রানজেকশন করা অসম্ভব হয়ে যাবে   তবে ট্রানজেকশন  ফি  কুমার  কি কোনো সম্ভাবনা আছে ।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Herry on February 11, 2021, 08:09:46 AM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
বর্তমানে সকল ক্রিপ্টোকারেন্সি এর দাম বৃদ্ধি পেলেও অনেক বড় একটি সমস্যার সৃষ্টি করেছে। বিটকয়েন এবং ইথেরিয়াম এর ট্রানজেকশন ফি অতিরিক্ত হয়ে যাওয়ায় মিডল ক্লাস হান্টারদের ছোট এমন গুলো ট্রানজেকশন করতে পারছেনা। ভাই আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন যে এই সমস্যার সমাধান হবে কিনা যদিও হয় তাহলে এটা কতদিনের মধ্যে হতে পারে?
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: babu10 on February 11, 2021, 08:20:52 AM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।

ভাই দুঃখের কথা কি আর বলব আমি ২ দিন আগে কিছু বিটিসি ব্লকচেইন ওয়ালেট থেকে একচেঞ্জার এ ট্রান্সফার করেছি আমার থেকে ফি কাটছে ৩০ ডলার যেন মনে হয়েছে কেউ আমার গলায় ছুরি বসায়ে দিয়েছে। কিন্তু কোন উপায় নাই আমাকে ঐটা দিয়েই কাজ করতে হয়েছে যেটা সবার জন্যই দুঃখজনক। কেনযে এমন হচ্ছে কিছুই বুঝতেছিনা। এমন হলে হয়তো আমরা যারা বাউন্টি করি তারা আর টোকেন/কয়েন সেল করা লাগবেনা ওয়ালেটেই পড়ে থাকবে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: iRan Chy on February 11, 2021, 09:29:03 AM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
  আসলেই তাই ভাই আপনি সুন্দর মন্তব্য পেশ করেছেন  ট্রানজেকশন ফি এত বেশি কাটলে তো আসলে ট্রানজেকশন করা অসম্ভব হয়ে যাবে   তবে ট্রানজেকশন  ফি  কুমার  কি কোনো সম্ভাবনা আছে ।
আসলে বিটকয়েন এর মূল্য বৃদ্ধির কারণে বিটকয়েনের ফি ও বেড়ে গেছে। এক্ষেত্রে কমানোর কোন উপায় নেই যতদিন না বিটকয়েনের দাম আবার কমে। তবে আপনি বিটকয়েন সেন্ড এর ক্ষেত্রে একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে যখন আপনি কাউকে বিটকয়েন সেন্ড করবেন তখন FTX exchange ব্যবহার করতে পারেন। FTX এ লিস্টেড সকল প্রকার টোকেন উইথড্র ফি ফ্রি। তাই বিটকয়েন সেন্ড করার ক্ষেত্রে কোন ফি দেওয়া লাগবেনা।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Riddi on February 11, 2021, 11:21:04 AM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।

হ্যাঁ ভাই অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। বর্তমানে ক্রিপ্টো কারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে সাথে বিটকয়েনের ট্রানজেকশন ফ্রী অনেক বৃদ্ধি পেয়েছে।যা আমাদের নাগালের বাইরে চলে গেছে। দেখা যাক অনেক সময় আমরা ছোটখাটো একটি  ট্রানজেকশন করতে গেলে সেখানে ট্রানজেকশন ফ্রী দিয়ে আমাদের কিছুই থাকেনা।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Malam90 on February 11, 2021, 11:25:39 AM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
  আসলেই তাই ভাই আপনি সুন্দর মন্তব্য পেশ করেছেন  ট্রানজেকশন ফি এত বেশি কাটলে তো আসলে ট্রানজেকশন করা অসম্ভব হয়ে যাবে   তবে ট্রানজেকশন  ফি  কুমার  কি কোনো সম্ভাবনা আছে ।
আসলে বিটকয়েন এর মূল্য বৃদ্ধির কারণে বিটকয়েনের ফি ও বেড়ে গেছে। এক্ষেত্রে কমানোর কোন উপায় নেই যতদিন না বিটকয়েনের দাম আবার কমে। তবে আপনি বিটকয়েন সেন্ড এর ক্ষেত্রে একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে যখন আপনি কাউকে বিটকয়েন সেন্ড করবেন তখন FTX exchange ব্যবহার করতে পারেন। FTX এ লিস্টেড সকল প্রকার টোকেন উইথড্র ফি ফ্রি। তাই বিটকয়েন সেন্ড করার ক্ষেত্রে কোন ফি দেওয়া লাগবেনা।

হা সেটাও করা যেতে পারে। তবে আমি বিনান্স ব্যবহার করি। USDT লেনদেন করি। তাই যখন যা লাগে সেটাকে USDT তে কনভার্ট করে তারপর সেন্ড করি। আপাতত বিটিসি এবং ইথারিয়াম প্রয়োজন না হলে সেন্ড করবোনা। যদিও আমার মিউতে গ্যাস লাগবে কিন্তু গ্যাস ভরতে একচেঞ্জ থেকে উইথড্র দিতে হবে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Goldlife on February 11, 2021, 11:40:14 AM
বিটকয়েন প্রাইস বাড়ার কারণে এমনটা হয়েছে বলে আমি মনে করছি দাম বাড়ার সাথে সাথে বিটকয়েন ট্রানজেকশন কিন্তু বেড়ে গেছে এজন্য আমাদেরকে এই প্রবলেমটা ফেস করেছি। সিদ্রাপং নতুন পদ্ধতি গ্রহণ করতে পারে বিটকয়েন কিংবা ইথেরিয়াম কে কনভার্ট করে ইউএসডিটি করে আমরা ট্রানস্ফার করতে পারি সেক্ষেত্রে একটু কম লাগবে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Lukamaxin on February 11, 2021, 12:07:51 PM
ছোট ট্রানজেকশনের ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা। কারন এখন ছোট ছোট ট্রানজেকশন করতে গেলে যদি ফি এত বেশি হয় তাহলে ছোট ইনেভেস্টরা কিভাবে ট্রানজেকশন করবে। এর একটি সমাধান হওয়া উচিত। তাহলে কি বলব যে বিটকয়েনের দাম বাড়া আমাদের জন্য ক্ষতিকর?
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: ExtraPoint on February 11, 2021, 12:20:13 PM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
হ্যাঁ ভাইয়া ঠিক কথা বলেছেন বর্তমানে ট্রানজেকশন ফি অনেক বেশি পরিমাণে নেওয়া হচ্ছে। এটা আমাদের মত নতুন ইউজারদের বিপাকে পড়তে হচ্ছে। এ সমস্যা যে কবে সমাধান হবে তা কেউ জানলে একটু বলবেন।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Batch18-19 on February 12, 2021, 05:25:48 AM
কয়েকদিন যাবত ইথারিয়াম এর ট্রানজাকশন ফি নিয়ে সকলের অনেক অভিযোগ ছিল। কিন্তু বর্তমানে আবার বিটকয়েন সেই একই পথে হাঁটছে। ইথেরিয়াম এর তুলনায় বিটকয়েনের ট্রানস্যাকশনস মোটামুটি সাধ্যের মধ্যে ছিল। কিন্তু আবার বিটকয়েনের ট্রানস্যাকশন ফি বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের ট্রানস্যাকশন ফি বৃদ্ধির কি কারণ হতে পারে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Magepai on February 12, 2021, 06:59:06 AM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ব্যাপক উন্নত হয়েছে। পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হয়েছে কিন্তু দাম বাড়লে কি হবে ট্রানজেকশন ফ্রি অনেক।এ কারণে অনেক টোকেন পেয়েও সেল দিতে পারছিনা। বর্তমানে এই সমস্যা হওয়ার কারণে সবারই অনেক প্রবলেম হচ্ছে। এখন সামনে দিনগুলিতে ট্রানজেকশন ফি কিরকম হবে সেটা এখন আমার অজানা রয়েছে। আপনাদের কি মনে হয় ট্রানজেকশন ফ্রি কি ভবিষ্যতে কমে যাওয়ার কোন সম্ভাবনা রয়েছে??
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Blue_sea on February 12, 2021, 06:59:56 AM
কয়েকটি কয়েন বাদে আমার মনে হয় প্রায় সবগুলো কয়েনের ট্রানজেকশন ফি বেড়ে গেছে। বিশেষ করে যে সব বড় বড় কয়েনগুলো আছে সেগুলোর অধিকহারে ফি হয়েছে। আর এর মাত্রা এতটাই যে আমার যে এসেট আছে তার থেকে অনেক বেশি।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Azharul on February 12, 2021, 09:25:43 AM
বর্তমান সময়ে প্রাইস বাড়ার কারণে এমনটা হয়েছে বলে আমি মনে করি দাম বাড়ার সাথে সাথে বিটকয়েন ট্রানজেকশন ফি বেড়ে গেছে।এ কারণে অনেক টোকেন পেয়েও সেল দিতে পারাটা অনেক কঠিন হয়ে দাড়িয়েছে।যা বিনিয়োগকাীদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে।তাই বলা যায় বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোয়া কথাটা সত্যি।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Bony11 on February 12, 2021, 09:48:46 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দিন দিন বিট কয়েনের মূল্য রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে।আর একই সাথে বিটকয়েনের মূল্য বৃদ্ধির সাথে সাথে বিটকয়েনের ট্রানজেকশন ফ্রী একদম আকাশ ছোঁয়া বেড়ে গেছে। আমরা অনেক সময় ছোটখাটো কোন পেমেন্ট ট্রানজেকশন করতে গেলে  সর্বনিম্ন 30 ডলার কেটে নেয়।দেখা যায় যে আমরা যা পাবো তার চেয়ে বেশি ফ্রী দিতে হয়। যার কারণে বর্তমানে আমাদের ট্রানজেকশন করতে সমস্যা হয়ে যাচ্ছে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Review Master on February 12, 2021, 10:24:12 AM
শুধুমাত্র বিটকয়েনের ট্রান্সজেকশন ফি নয়, ইথিরিয়াম ব্লকচেইনেরও ট্রান্সজেকশন ফি অনেক চলতেছে। আর অনেকে হয়তো জানে নাহ যে, ব্লকচেইনের ট্রান্সজেকশন ফি কিভাবে বৃদ্ধি পায়। সহজভাবে বললে, যখন যেকোনো ব্লকচেইনে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায় এবং দ্রুত ট্রান্সজেকশন করার জন্য কিছু ব্যবহারকারীরা বেশি সাতোশি কিংবা জিউই নির্ধারণ করে তখন ট্রান্সজেকশন ফি বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে, বিটকয়েনের ট্রান্সজেকশন ফি যদি বর্তমানে ২০ সাতোশি/বাইট হয়, তাহলে কেউ হয়তো দ্রুত ট্রান্সজেকশন করতে ২৫ সাতোশি/বাইট নির্ধারণ করে দেয় এবং সেইটার মতো অন্য কেউ ৩০ সাতোশি/বাইট নির্ধারণ করে দেয়। তাহলে ব্লকচেইনে ট্রান্সজেকশন ফি বৃদ্ধি পায় । একই বিষয়টি ঘটে ইথিরিয়াম ব্লকচেইনের ক্ষেত্রে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Angel jara on February 13, 2021, 10:14:21 AM
শুধুমাত্র বিটকয়েনের ট্রান্সজেকশন ফি নয়, ইথিরিয়াম ব্লকচেইনেরও ট্রান্সজেকশন ফি অনেক চলতেছে। আর অনেকে হয়তো জানে নাহ যে, ব্লকচেইনের ট্রান্সজেকশন ফি কিভাবে বৃদ্ধি পায়। সহজভাবে বললে, যখন যেকোনো ব্লকচেইনে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায় এবং দ্রুত ট্রান্সজেকশন করার জন্য কিছু ব্যবহারকারীরা বেশি সাতোশি কিংবা জিউই নির্ধারণ করে তখন ট্রান্সজেকশন ফি বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে, বিটকয়েনের ট্রান্সজেকশন ফি যদি বর্তমানে ২০ সাতোশি/বাইট হয়, তাহলে কেউ হয়তো দ্রুত ট্রান্সজেকশন করতে ২৫ সাতোশি/বাইট নির্ধারণ করে দেয় এবং সেইটার মতো অন্য কেউ ৩০ সাতোশি/বাইট নির্ধারণ করে দেয়। তাহলে ব্লকচেইনে ট্রান্সজেকশন ফি বৃদ্ধি পায় । একই বিষয়টি ঘটে ইথিরিয়াম ব্লকচেইনের ক্ষেত্রে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই বিষয়ে আমি আগে থেকে কোন কিছুই জানতাম না বিটকয়েনের ট্রানজেকশন কি ‌। আপনার এমন একটি সুন্দর পোস্ট পরে আমি বুঝতে পারলাম বিটকয়েন ট্রানজেকশন কি। বর্তমান সময়ে বিটকয়েন ট্রানজেকশন ফি আকাশ ছোঁয়া। যেমন বর্তমান সময়ে বিটকয়েন ট্রানজেকশন এর ফি 20 সাতোশি থেকে 30 সাতোশি। আরো বাড়বে বলে আশাবাদী। ইথেরিয়াম ব্লকচেইন এর ক্ষেত্রেও এই কি।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Herry on February 13, 2021, 05:29:04 PM
বিটকয়েন প্রাইস বাড়ার কারণে এমনটা হয়েছে বলে আমি মনে করছি দাম বাড়ার সাথে সাথে বিটকয়েন ট্রানজেকশন কিন্তু বেড়ে গেছে এজন্য আমাদেরকে এই প্রবলেমটা ফেস করেছি। সিদ্রাপং নতুন পদ্ধতি গ্রহণ করতে পারে বিটকয়েন কিংবা ইথেরিয়াম কে কনভার্ট করে ইউএসডিটি করে আমরা ট্রানস্ফার করতে পারি সেক্ষেত্রে একটু কম লাগবে।
ভাই আমিও এই চিন্তাভাবনা করেছি যে বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর ট্রানজাকশন অধিক পরিমাণে হয়ে গেছে। সেজন্য আমাদের বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে। যেহেতু বিটকয়েন এবং ইথিরিয়াম এর ট্রানজেকশন ফ্রী অনেক সেজন্য আমিও বলি যে বিটকয়েন এবং ইথিরিয়াম ইউএসডিটি কনভার্ট করে নিতে হবে
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Damrai5$ on February 13, 2021, 05:37:04 PM
বর্তমানে শুধু বিট কয়েনের প্রাইজ বৃদ্ধি পেয়েছে কিন্তু ট্রানজেকশন ফিটা অতিরিক্ত বেশি কাটছে। এরকম ট্রানজেকশন ফ্রি বেশি হওয়ার জন্য কেও টোকন সেল দিতে যাচ্ছে না কারণ দেখা যাবে যা বিক্রি করা যাবে তার থেকে বেশি ট্রানজেকশন ফেলড খরচ হয়ে পড়ছে। আসলে ভাই এটা কি বিটকয়েন প্রাইস বৃদ্ধি পাওয়ার কারণে এতটা ট্রানজেকশন ফ্রি বেশি কাটছে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Sumaiya2 on February 13, 2021, 05:37:25 PM
বর্তমানে ট্রানজেকশন এত বৃদ্ধি পেয়েছে যে ধারণা করা ঊর্ধ্বে। কারণ যে কোন টোকেন আপনি বিক্রি করবেন তার চেয়ে দ্বিগুণবেশি গ্যাস ফী খরচ হয়।এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে অনেকেই পথে বসে যাবে কারণ এমনিতেই বর্তমানে বাউন্টি করে কোন কিছু আয় করা অসম্ভব হয়ে যাচ্ছে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: salukhe on February 14, 2021, 08:40:55 AM
বর্তমানে ট্রানজেকশন অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত ট্রানজেকশন এর কারণে আমরা ভালো কিছু প্রফিট পাইতেছিনা। বাউন্টি করে আমরা যত টোকেন পাই তার চেয়ে বেশি লাগে আমাদের ট্রানজেকশন ফ্রি দিতে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: bmw1 on February 14, 2021, 03:51:25 PM
হ্যাঁ এটা সঠিক যে বিটকয়েন ট্রান্জাক্শন-এ কি এখন আকাশ ছোঁয়া। ট্রানজেকশন এত ফি কাটলে মাথা নষ্ট হয়ে যায়। শুধু বিট কয়েনে এত ফি কাটে না পাশাপাশি ইথেরিয়াম ও ট্রানজেকশন অনেককে কাটে একটা একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: mahid on February 14, 2021, 05:15:52 PM
ক্রিপ্টোমার্কেট যতটা বৃদ্ধি পা্চ্ছে তার বিপরীতে আমরা দেখছি যে আমাদের ফিও কিন্তু তেমনি বৃদ্ধি পাচ্ছে। আগে একটা ট্রানজেকশনে 2 ডলার কাটত এখন সেখানে 15-20 ডলারও কাটে। তাহলে যদি আগামিতে বিটকয়েন 100000 ডলারে পৌছে তাহলে ট্রানজেকশন ফি কত হতে পারে? এমন একটি প্রশ্ন আমার মনেও থেকে যায়। তবে যদি এমনই হতে থাকে তাহলে অদুর ভবিষ্যতে নুতন কোন প্লাটফরম আসবে যা মানুষের নজরে চলে আসে তার প্রধান বৈশিষ্ঠ থাকবে যে ট্রানজেকশন ফি কম।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: iRan Chy on February 15, 2021, 06:09:22 AM
ক্রিপ্টোমার্কেট যতটা বৃদ্ধি পা্চ্ছে তার বিপরীতে আমরা দেখছি যে আমাদের ফিও কিন্তু তেমনি বৃদ্ধি পাচ্ছে। আগে একটা ট্রানজেকশনে 2 ডলার কাটত এখন সেখানে 15-20 ডলারও কাটে। তাহলে যদি আগামিতে বিটকয়েন 100000 ডলারে পৌছে তাহলে ট্রানজেকশন ফি কত হতে পারে? এমন একটি প্রশ্ন আমার মনেও থেকে যায়। তবে যদি এমনই হতে থাকে তাহলে অদুর ভবিষ্যতে নুতন কোন প্লাটফরম আসবে যা মানুষের নজরে চলে আসে তার প্রধান বৈশিষ্ঠ থাকবে যে ট্রানজেকশন ফি কম।
ট্রাঞ্জেকশন ফি কে যদি প্রাধান্য দেওয়া হয়। তাহলে বর্তমান সময়ে NEO কয়েন বা ব্লকচেইন থাকবে সবার উপরে। কারণ, NEO তে কোন ফি দিতে হয়না।
এখানে কৃপ্টোতে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, প্রজেক্ট কেমন স্ট্রং এবং বিশ্বস্ততা নিয়ে। আমার মনে হয়না বিটকয়েনের ফি বেশি হলেও বিটকয়ের উপরে কাউকে প্রাধান্য দিবে। 
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: JISAN on February 15, 2021, 10:06:52 AM
শুধু বিটকয়েন না ইথারিয়ামের গ্যাস ফি ও কয়েক গুন বেরে গেছে। এখন প্রতিটা প্রজেক্টের টোকেন এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে কিন্তু ট্রান্সলেশন ফি এমন হয়েছে যে টোকেন ট্রান্সফার করে বিক্রি করা কষ্টকর হয়ে পরেছে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Raayan on February 15, 2021, 02:43:53 PM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বিটকয়েন এর ট্রানসলেশন ফি দিন দিন বেড়ে আমাদের মত জুনিয়রদের অনেক সমস্যা হয়েছে। আমাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে পড়ে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Lovepro Max on February 16, 2021, 04:35:41 AM
আমি গত তিন-চার মাসের মধ্যে বিটকয়েন লেনদেন করে নিন সেজন্য আমি জানিনা যে বিটকয়েনের ট্রানজেকশন ফ্রী কতটা বৃদ্ধি পেয়েছে । আমি ধারণা করতে পারছি যে বিটকয়েনের দাম দ্বিগুণ হয়ে গেছে।সেজন্য এর ট্রানজাকশন ফ্রী ও অনেকটা বৃদ্ধি পেতে পারে। তবে আমি আপনার এই টপিক থেকে জানতে পারলাম যে বিটকয়েনের ট্রানজেকশন ফি অনেক বেশি বেড়ে গেছে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Angel jara on February 16, 2021, 11:08:17 AM
বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া। এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না কারণ বিটকয়েন ট্রানজেকশন ফি সম্পর্কে আমার কোন ধারণা নেই। তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছিনা।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Mist Joya on February 16, 2021, 06:46:46 PM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
  এটা আসলে ভাই আমাদের জন্য অনেক খারাপ সংবাদ  তবে আমার মনে হয় এই বাজেটটা এরকম থাকবে না সামনে 2021 সালের মাঝের দিকে অবশ্যই এটা রেটটা কমে যেতে পারে ।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Malam90 on February 17, 2021, 06:12:29 AM
শুধুমাত্র বিটকয়েনের ট্রান্সজেকশন ফি নয়, ইথিরিয়াম ব্লকচেইনেরও ট্রান্সজেকশন ফি অনেক চলতেছে। আর অনেকে হয়তো জানে নাহ যে, ব্লকচেইনের ট্রান্সজেকশন ফি কিভাবে বৃদ্ধি পায়। সহজভাবে বললে, যখন যেকোনো ব্লকচেইনে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায় এবং দ্রুত ট্রান্সজেকশন করার জন্য কিছু ব্যবহারকারীরা বেশি সাতোশি কিংবা জিউই নির্ধারণ করে তখন ট্রান্সজেকশন ফি বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে, বিটকয়েনের ট্রান্সজেকশন ফি যদি বর্তমানে ২০ সাতোশি/বাইট হয়, তাহলে কেউ হয়তো দ্রুত ট্রান্সজেকশন করতে ২৫ সাতোশি/বাইট নির্ধারণ করে দেয় এবং সেইটার মতো অন্য কেউ ৩০ সাতোশি/বাইট নির্ধারণ করে দেয়। তাহলে ব্লকচেইনে ট্রান্সজেকশন ফি বৃদ্ধি পায় । একই বিষয়টি ঘটে ইথিরিয়াম ব্লকচেইনের ক্ষেত্রে।

চমৎকার উত্তর দিয়েছেন ভাই। আসলে বিটকয়েন ও ইথারিয়ামের ব্যবহারকারীর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে গ্যাস ফি বাড়ছে আমাদের নিজেদের কারণে। দেখা যাচ্ছে আমি সেন্ড করার সময় ১ ডলার চাইছে সময় লাগবে ৫ ঘন্টা, তখন আমি বাড়িয়ে ২ ডলার সেট করলাম সময় লাগবে ২ ঘন্টা, কিংবা ৫ ডলার সেট করলাম সময় লাগবে ১ ঘন্টা। তখন আরেকজন আরো দ্রুত ট্রানজেকশন করার জন্য সেট করে দিলো ৬ ডলার। আরেকজন সেট করলো ৭ ডলার। আর এভাবেই জিউয়ি বেড়ে যায় ফলে গ্যাস ফি বেড়ে যাচ্ছে ক্রমাগত। বড় ট্রানজেকশনকারীদের সমস্যা নেই। যেমন ১০কে ডলার সেন্ড করতে সে ৩০ ডলার ফি মাইন্ড করবে না কিন্তু যে ৩০, ৫০ বা ১০০ ডলার সেন্ড করতে চায় সে তো মাথা ঘুরে পড়ে যাবে ফি দেখলে। +1
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Lukamaxin on February 17, 2021, 11:40:07 AM
আমি মনে করি যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা কিন্তু কখনও এর ট্রানজেকশ ফি নিয়ে কোন ক্লেইম করে না। করি শুধু আমরা যারা হান্টার। কারন আমদের এসেট খুবই সামান্য। আর মধ্যেই যখন দেখি যে ট্রানজেকশ ফি অনেক বেশি তখন আর এর প্রতি আ্গ্রহ থাকে না।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: bmw1 on February 17, 2021, 05:03:45 PM
হ্যাঁ আপনি সঠিক কথা বলছেন, বিটকয়েনের ট্রানজেকশন ফি এখন অনেক বেশী এর কারণ হলো বিটকয়েনের দাম অনেক দাম বৃত্তি বৃদ্ধি পাওয়ায়। বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে এর কারণ হলো সারা বিশ্বে বিটকয়েন বিনিয়োগ করার পরিমাণ অনেক বেশি এবং বড় বড় ধনী ব্যক্তি রা বিনিয়োগ করে যাচ্ছে, আমার অনুমান এত ব্যাপক পরিমাণ দাম বাড়ার কারণে বিটকয়েনের ট্রানজেকশন ফি অনেক বেশি।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: AlviNess on February 21, 2021, 04:54:30 PM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
একটা বিষয় কোনোভাবেআমার মাথায় ঢুকছেনা কেন বিভিন্ন মুদ্রাগুলোর দাম বৃদ্ধির সাথে সাথে এদের লেনদেন ফি বৃদ্ধি পায়। ইথারিয়াম এর লেনদেনটি অনেকটাই মানুষের সাধ্যের মধ্যে ছিল কিন্তু যখন এর দাম হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করেছে তখন থেকেই এর লেনদেন ফ্রি আকাশছোঁয়া ভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই পথেই হাঁটছে বিটকয়েন। কয়েকদিন যাবত বিটকয়েনের লেনদেন ফ্রী অনেকটাই বৃদ্ধির মুখে। যদি এভাবে লেনদেন ফি বৃদ্ধি পেতে থাকে তাহলে মানুষ এখানে স্বাচ্ছন্দ্যের সাথে লেনদেন করতে পারবে না।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Malam90 on February 22, 2021, 06:58:16 AM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
একটা বিষয় কোনোভাবেআমার মাথায় ঢুকছেনা কেন বিভিন্ন মুদ্রাগুলোর দাম বৃদ্ধির সাথে সাথে এদের লেনদেন ফি বৃদ্ধি পায়। ইথারিয়াম এর লেনদেনটি অনেকটাই মানুষের সাধ্যের মধ্যে ছিল কিন্তু যখন এর দাম হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করেছে তখন থেকেই এর লেনদেন ফ্রি আকাশছোঁয়া ভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই পথেই হাঁটছে বিটকয়েন। কয়েকদিন যাবত বিটকয়েনের লেনদেন ফ্রী অনেকটাই বৃদ্ধির মুখে। যদি এভাবে লেনদেন ফি বৃদ্ধি পেতে থাকে তাহলে মানুষ এখানে স্বাচ্ছন্দ্যের সাথে লেনদেন করতে পারবে না।

গ্যাস ফি বাড়ার কারণ হচ্ছে আমরা নিজেরাই দায়ী। যেমন আপনি যখন ট্রানজেকশন করতে গেছেন তখন দেখছেন ফি চাচ্ছে ১ ডলার আর সময় লাগবে ১ ঘন্টা। আপনি বাড়িয়ে ২ ডলার দিলেন যাতে ৩০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়। আরেকজন এসে দেখলো তার কাছেও ফি চাচ্ছে ২ডলার, আর সময় লাগবে ৩০ মিনিট, সে কি করলো বাড়িয়ে ৩ ডলার করে দিলো ২০ মিনিটের মধ্যে সম্পন্ন করতে। আরেকজন এসে দ্রুত ট্রানজেকশন করার জন্য বাড়িয়ে দিলো এভাবে বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে আবার নেটওয়ার্ক প্রতি সেকেন্ডে ৮-১০ টার বেশি ট্রানজেকশন করতে পারেনা। সেজন্য যত বেশি ট্রানজেকশন অর্ডার হবে তত দেরি হবে আর তত দ্রুত করতে চাইলে ফিও বাড়াতে হবে। এভাবে ফি বেড়ে আকাশচুম্বি পর্যায়ে চলে গেছে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Milon626 on March 10, 2021, 05:57:25 PM
ক্রিপ্টোকারেন্সিতে সকল কয়েনের দাম যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি বৃদ্ধি পেয়েছে তার ট্রানজেকশন ফিও।  বর্তমানে বিটকয়েন ও ইথেরিয়ামের ট্রানজেকশন ফি অনেক বেশি যা লোয়ার ক্লাস এবং মিডল ক্লাস হান্টারদের জন্য খুবই হতাশা জনক।  তাদের ইনকামের অধিক পরিমানই চলে যাচ্ছে ট্রানজেকশন ফি তে।                                       
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Mj joy on March 10, 2021, 08:23:40 PM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
  হ্যাঁ ভাই যারা ছোটখাটো ট্রেডিং করে তাদের জন্য এত খরচ দিয়ে বিটকয়েন ট্রানজেকশন করা আসলে খুবই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এটা আসলে সকলের জন্যই খুব বিপদজনক ।  অল্প কিছু ট্রান্সলেশন করতে গেলে খরচের জন্য করা অসম্ভব হয়ে দাঁড়ায় আর সেজন্য অনেক সময় দেখা যায় যে ওই টোকেন বা কয়েনের মূল্য কমে গেলে সেটা আর আমরা সেখান থেকে ট্রানজেকশন করতে পারিনা এবং মূল্য কম নিয়েই ওটা ট্রানজেকশন করতে হয়।  ট্রানজেকশন ফ্রি কমলে সকলের জন্য অনেক ভাল হয় বিশেষ করে যারা ছোটখাটো ট্রেডিং করে ।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Markuri33 on March 11, 2021, 01:27:17 AM
ভাই আসলে যারা অনেক বড় বড় ইনভেস্টর রয়েছে তাদের আমি মনে করি এরকম অতিরুক্ত ট্রানজেকশন ফি তাদের কোনো সমস্যা হয় না। অনেক ছোট ছোট বিনিয়োগকারী রয়েছে যারা কিছু কিছু বিটকয়েন ট্রানজেকশন করে তাদের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরকম অতিরক্ত ট্রানজেকশন ফিকমে আসবে এরকম থাকলে তো যারা অল্প বিটকয়েন টারজান ট্রানজেকশন করবে তারা ক্ষতি তে পড়ে যাবে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Rothi roy on March 11, 2021, 02:35:36 AM
ক্রিপ্টো মার্কেটে যেসব কয়েনের দাম বেড়ে গেছে সেইসব কয়েনের ট্রানজেকশন ফি বেড়ে গেছে। বিটকয়েনের দাম আকাশছোঁয়া হওয়ার কারণে এর ট্রানজেকশন ফি ও আকাশছোঁয়া হয়ে গেছে। শুধু বিটকয়েন না ইথেরিয়াম ও অনন্য কয়েনের ও ট্রানজেকশন ফি অনেক বেশি। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি লাভের বেশিরভাগ অংশই ট্রানজেকশন ফি এ হারিয়ে যায়। সবার মত আমারও একই প্রশ্ন এই সমস্যার সমাধান হবে কবে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Malam90 on March 12, 2021, 09:24:13 AM
ভাই আসলে যারা অনেক বড় বড় ইনভেস্টর রয়েছে তাদের আমি মনে করি এরকম অতিরুক্ত ট্রানজেকশন ফি তাদের কোনো সমস্যা হয় না। অনেক ছোট ছোট বিনিয়োগকারী রয়েছে যারা কিছু কিছু বিটকয়েন ট্রানজেকশন করে তাদের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরকম অতিরক্ত ট্রানজেকশন ফিকমে আসবে এরকম থাকলে তো যারা অল্প বিটকয়েন টারজান ট্রানজেকশন করবে তারা ক্ষতি তে পড়ে যাবে।

বড় বড় ইনভেস্টরদের জন্য বড় ট্রানজেকশন ফি সমস্যা না। সমস্যা হচ্ছে ছোট ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবহারকারীদের জন্য। তাদের ৫০ ডলার সেন্ড করতে যদি ৩০ ডলার ফি চায় তখন গলায় ফাঁসের মত মনে হয়। তবে সহসাই এই ফি কমবেনা। বরং আরো বাড়বে কারণ বিটকয়েন ট্রানজেকশন ফি কমার সম্ভাবনা নেই যদিও ইথারিয়ামের ফি কমবে ২.0 সাকসেস হলে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: SobujAkash#8 on March 12, 2021, 09:30:24 AM
ভাই আমি এই ফোরামে নতুন তাই বিটকয়েন ট্রানজেকশন সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই। তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। কিন্তু আপনাদের মূল্যবান পোষ্ট থেকে জানতে পারলাম যে বিটকয়েন ট্রানজেকশন ফি এখন অনেক বেড়ে গেছে। আর বিটকয়েনের দাম আকাশছোঁয়া বেড়ে গেছে তাই বিটকয়েন ট্রানজেকশন ফি ও অনেক বেড়ে গেছে।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Lens on March 12, 2021, 04:54:16 PM
বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।
হ্যা ভাই আপনার কথাগুলো একদম ঠিক। আমরা যারা ছোট ছোট ট্রানজেকশন করি, ফি বেশি থাকার কারণে আমাদের আর কিছুই থাকে না।ট্রানজেকশন ফি টা অনেক বেশি।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Dark Knight on March 13, 2021, 12:22:25 PM
বর্তমানে ট্রানজেকশন ফি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।বিটকয়েন এবং ইথিরিয়াম এর ট্রানজেকশন ফি এখন অনেক বেশি পরিমাণে দিতে হচ্ছে। বাউন্টি করে কত ডলারই বা ইনকাম করা যায়। আমরা যত ডলার ইনকাম করি তার থেকে বেশি ট্রানজেকশন ফি দিতে হয় আমাদের। এতে দেখা যায় আমাদের লাভের থেকে ক্ষতি হয় বেশি। আমাদের নিজস্ব ওয়ালেটে টোকেন থাকা সত্ত্বেও আমরা ট্রানজেকশন ফির জন্য ট্রানস্ফার করতে পারিনা। আমাদের মত ক্ষুদ্র দের জন্য এটা সবচেয়ে বড় সমস্যা।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Afnan on March 13, 2021, 03:52:12 PM
আমি মনে করি যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা কিন্তু কখনও এর ট্রানজেকশ ফি নিয়ে কোন ক্লেইম করে না। করি শুধু আমরা যারা হান্টার। কারন আমদের এসেট খুবই সামান্য। আর মধ্যেই যখন দেখি যে ট্রানজেকশ ফি অনেক বেশি তখন আর এর প্রতি আ্গ্রহ থাকে না।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সকল কয়েনের ট্রানজেকশন ফি বর্তমানে অনেক বেড়ে গেছে। যারা ছোট ছোট ট্রেডিং করছে তাদের জন্য এত বেশি ট্রানজেকশন ফি দেওয়া খুবই কষ্টসাধ্য। বর্তমানে বিটকয়েনের ৮৮ শতাংশ ট্রানজেকশন ফি অতিরিক্ত কাটছে যার ফলে ছোট হান্টাররা কাজ করে লাভবান হতে পারছে না। সেইজন্য বলা যায় মার্কেটের ছোট হান্টারদের কাছে  বিটকয়েনের ট্রানজেকশন ফি আকাশ ছোঁয়া হয়ে গেছে।           
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Newron on March 15, 2021, 06:14:09 PM
বিটকয়েনের ট্রানজেকশন ফ্রী আকাশের ছোয়ার মতোই। সময় যাওয়ার সাথে সাথে ট্রানজেকশন ফি বৃদ্ধি পাচ্ছে। এতে অনেক লস খেতে হচ্ছে আমাদের। যদি ট্রানজেকশন ফ্রি কমানো হয় তাহলে দে আমাদের সবার পক্ষে ভালো।
Title: Re: বিটকয়েন ট্রানজেকশন ফি এখন আকাশ ছোঁয়া।
Post by: Tubelight on March 19, 2021, 05:22:41 PM
ভাই আপনি একদম সঠিক কথা বলেছেন বর্তমানে বিটকয়েনের ট্রানজাকশন ফ্রী অনেকটাই বেশি।বর্তমানে বিট কয়েনের মূল্য বৃদ্ধির সাথে সাথে এর ট্রানস্যাকশন ফ্রী অনেক বৃদ্ধি পেয়েছে।যদি ট্রানজাকশন ফ্রী এভাবেই বৃদ্ধি পেতে থাকে তাহলে হয়তো মানুষ আর বিটকয়েন স্বাচ্ছন্দ এর সাথে লেনদেন করতে পারবে না।