বর্তমানে বিটকয়েন ট্রানজেকশন এর ৮৮ শতাংশই অতিরিক্ত ফি কাটছে । বর্তমানে ছোট একটা ট্রানজেকশন করতও নূন্যতম ৩০ ডলার ফি কাটছে যা সাধারনের নাগালের বাইরে। প্রায় সাড়ে তিনবছর আগে সেগউইট একটিভেট করার পরেও এখন ৮৮ শতাংশ ট্রানজেকশন প্রয়োজনের অতিরিক্ত ফি কাটছে যা খুবই হতাশার নাম। এভাবে ফি বাড়তে থাকলে বিটকয়েনের ট্রানজেকশন করা অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে ছোট ছোট ট্রানজেকশগুলো। গত ৬ মাস আগেও ০.০০০১ বিটিসির মত কাটতো যার বর্তমান ভেল্যু হবে ৪.৫ ডলারের মত কিন্তু সেটাও বেড়ে গিয়ে ০.০০১ এর মত কাটছে যা গলার কাঁটা হয়ে বিধছে ছোটদের জন্য।