Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: babu10 on February 17, 2021, 05:55:37 AM

Title: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: babu10 on February 17, 2021, 05:55:37 AM
যেহেতু বিটকয়েন মার্কেটের প্রায় ৭৫% দখল করে রেখেছে তাই এটার দাম বাড়া এবং কমার উপর মার্কেটের অন্যান্য অল্টা কয়েনের দামও নির্ভর করে থাকে যেটা আমরা এতদিন দেখে এসেছি। কিন্ত গতকাল থেকে একটা বীপরিত চিত্র পরিলক্ষিত হচ্ছে যেটা অনেকেরমত আমাকেও ভাবাচ্ছে।

(https://i.imgur.com/6R6Lb1r.png)

কেউ কি বলতে পারবেন হঠাৎ করে মার্কেটের এমন বীপরীত চেহারার করন?
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Malam90 on February 17, 2021, 06:26:52 AM
ভাই একটু কারেকশান আছে। আসলে বিটকয়েনের মার্কেট ৭৫% নয়।

(https://i.imgur.com/5sggzBJ.png)

কয়েনমার্কেটক্যাপে গেলে উপরে দেখবেন বিটকয়েন ডমিনেন্স কত। আজকের BTC Dominance:  62.2%
তারমানে বিটকয়েনের মার্কেটক্যাপ সমগ্র ক্রিপ্টোরমার্কেটক্যাপের 62.2% যেখানে অন্য সব কয়েনের মিলে ডমিনেন্স হচ্ছে 37.8%

এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের ডমিনেন্স জানতে  কয়েনের উপরে ক্লিক করে বামপাশে গেলে দেখতে পারবেন মার্কেটের কত শতাংশ ক্যাপ তার আছে। যেমন আজকে ইথারিয়ামের Market Dominance 13.54%
তার মানে ইথারিয়ামের মার্কেটক্যাপ হচ্ছে সমগ্র মার্কেটক্যাপের 13.54%

(https://i.imgur.com/7YYHlBa.png)
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: kulkhan on February 17, 2021, 06:27:58 AM
হা ভাই আপনি ঠিকই বলেছেন বিটকয়েনের দামের সাথে সামঞ্জস্যতা রেখে অন্য কয়েন গুলোর দাম থাকে। কিন্তু আমরা মাঝে মাঝে এর উল্টো চিত্র দেখতে পাই। এমন একটা চিত্র আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আমি মনেকরি এ অবস্থা বেশিসময় থাকবে না। পূর্বে ও যতবার এমনটা দেখেছি অল্প কিছু দিনের মধ্যে আবার স্বাভাবিক হতে দেখেছি।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Churphans on February 17, 2021, 07:14:15 AM
কয়েন মার্কেটে এই ডমিনেন্ট সি মাঝে মাঝে চেঞ্জ হয়। তবে 66% Bitcoin dominance এবং 11% ইথেরিয়াম dominance বাকি অংশ অন্যান্যে কয়েনের দখলে থাকে। যাহোক আমারও ভুল হতে পারে তাই আমি যা জানি সেটা শেয়ার করলাম।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: JISAN on February 17, 2021, 08:03:20 AM
বিটকয়েন পাম্প হওয়ার এনালাইসিস পাওয়ার পর থেকে অধিক লাভের আসায় সবাই অন্যান্য টোকেন ও কয়েন বিক্রি করে বিটকয়েন কিনেছে তাই মূলত এরকম হচ্ছে। শুধু ইথার না মার্কেটের অন্যান্য টোকেন ও কয়েন গুলোও ডাম্প হয়েছে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: ExtraPoint on February 17, 2021, 08:58:50 AM
বিটকয়েনের দাম এখন 49000 ডলার হয়েছে। যেহেতু বিটকয়েন বাজারের 75 পার্সেন্ট জায়গা দখল করে আছে তাই এর দাম বৃদ্ধি পেতে পারে। কিন্তু অন্যদিকে ইথেরিয়াম এর দাম কমে যাচ্ছে। দুইদিন আগেও ইথেরিয়াম এর দাম হয়েছিল 1800 ডলার কিন্তু এখন সেখান থেকে নেমে এসেছে সতেরোশো কিছুটা উপরে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Dark Knight on February 18, 2021, 07:13:08 AM
বিটকয়েন পাম্প হওয়ার এনালাইসিস পাওয়ার পর থেকে অধিক লাভের আশায় অনেকে অনেক টোকেন ও কয়েন বিক্রি করে বিটকয়েন কিনেছে তাই হয়তো এরকম হচ্ছে। আপনি আজকে লক্ষ্য করলে দেখবেন যে বিটকয়েন 52 হাজার এবং ইথেরিয়াম ১৯০০ ডলার হয়েছে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: babu10 on February 18, 2021, 08:38:40 AM
ভাই একটু কারেকশান আছে। আসলে বিটকয়েনের মার্কেট ৭৫% নয়।

(https://i.imgur.com/5sggzBJ.png)

কয়েনমার্কেটক্যাপে গেলে উপরে দেখবেন বিটকয়েন ডমিনেন্স কত। আজকের BTC Dominance:  62.2%
তারমানে বিটকয়েনের মার্কেটক্যাপ সমগ্র ক্রিপ্টোরমার্কেটক্যাপের 62.2% যেখানে অন্য সব কয়েনের মিলে ডমিনেন্স হচ্ছে 37.8%

এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের ডমিনেন্স জানতে  কয়েনের উপরে ক্লিক করে বামপাশে গেলে দেখতে পারবেন মার্কেটের কত শতাংশ ক্যাপ তার আছে। যেমন আজকে ইথারিয়ামের Market Dominance 13.54%
তার মানে ইথারিয়ামের মার্কেটক্যাপ হচ্ছে সমগ্র মার্কেটক্যাপের 13.54%

(https://i.imgur.com/7YYHlBa.png)

ধন্যবাদ ভাই আপনার সংশোধনী দেয়ার জন্য আপনি অনেক সুন্দর করে জিনিসটা বুঝিয়ে বলেছেন আশাকরি নতুন পুরাতন অনেকের এটা এখনি বুঝতে সুবিধা হবে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Malam90 on February 18, 2021, 08:51:15 AM
বিটকয়েন পাম্প হওয়ার এনালাইসিস পাওয়ার পর থেকে অধিক লাভের আশায় অনেকে অনেক টোকেন ও কয়েন বিক্রি করে বিটকয়েন কিনেছে তাই হয়তো এরকম হচ্ছে। আপনি আজকে লক্ষ্য করলে দেখবেন যে বিটকয়েন 52 হাজার এবং ইথেরিয়াম ১৯০০ ডলার হয়েছে।

আপনি জিসান ভাইয়ের পোস্ট কপি করে সেটা কমেন্টস করেছেন এবং বাকিটুকু ঘুরিয়ে ফিরিয়ে লিখেছেন। প্রথমবারের মত সতর্ক করে দেওয়া হলো। ফোরামে কেউ যদি কারো কপি পেস্টে করেন তাহলে ফোরামের রুলস অনুযায়ী শাস্তি পাবেন। সতর্ক হয়ে নিজে নিজে যা পারেন তাই লিখবেন। তবুও কারো লেখা কপি করবেন না।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Maxtel on February 18, 2021, 06:50:48 PM
ভাই একটু কারেকশান আছে। আসলে বিটকয়েনের মার্কেট ৭৫% নয়।

(https://i.imgur.com/5sggzBJ.png)

কয়েনমার্কেটক্যাপে গেলে উপরে দেখবেন বিটকয়েন ডমিনেন্স কত। আজকের BTC Dominance:  62.2%
তারমানে বিটকয়েনের মার্কেটক্যাপ সমগ্র ক্রিপ্টোরমার্কেটক্যাপের 62.2% যেখানে অন্য সব কয়েনের মিলে ডমিনেন্স হচ্ছে 37.8%

এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের ডমিনেন্স জানতে  কয়েনের উপরে ক্লিক করে বামপাশে গেলে দেখতে পারবেন মার্কেটের কত শতাংশ ক্যাপ তার আছে। যেমন আজকে ইথারিয়ামের Market Dominance 13.54%
তার মানে ইথারিয়ামের মার্কেটক্যাপ হচ্ছে সমগ্র মার্কেটক্যাপের 13.54%

(https://i.imgur.com/7YYHlBa.png)



ভাই আপনি ঠিক বলেছেন। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি  মার্কেটের 75 % বর্তমানে বিটকয়েনের দাম নয় প্রায় 63 শতাংশ দখল করে আছে। বাকি অনন্যা কয়েন গুলো পারসেন্ট মার্কেট দখল করে আছে। বর্তমানে বিটকয়েনের দাম 50 হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে ইথার এর দাম প্রায় 800 ডলার হয়েছে। যা যেকোনো সময় আরও বৃদ্ধি পেতে পারে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Alt20 on March 01, 2021, 07:31:30 AM
এত দিন একরকম হলেও এখন ভিন্ন হওয়ার যথেষ্ট কারণও আছে। বিটকয়েনের দাম বাড়বে কিন্তু ইথারের দাম বাড়ার কোন অবকাশ নেই। ইথারের গ্যাফ ফি বাড়ার কারনে ইনভেস্টরা এখন ইথার বিমুখ হয়েছে যার ফলে ইথারের বড় ধরনের পতন হবে বলে সবাই মনে করছে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: LazY on March 06, 2021, 06:07:43 PM
ভাই একটু কারেকশান আছে। আসলে বিটকয়েনের মার্কেট ৭৫% নয়।

(https://i.imgur.com/5sggzBJ.png)

কয়েনমার্কেটক্যাপে গেলে উপরে দেখবেন বিটকয়েন ডমিনেন্স কত। আজকের BTC Dominance:  62.2%
তারমানে বিটকয়েনের মার্কেটক্যাপ সমগ্র ক্রিপ্টোরমার্কেটক্যাপের 62.2% যেখানে অন্য সব কয়েনের মিলে ডমিনেন্স হচ্ছে 37.8%

এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের ডমিনেন্স জানতে  কয়েনের উপরে ক্লিক করে বামপাশে গেলে দেখতে পারবেন মার্কেটের কত শতাংশ ক্যাপ তার আছে। যেমন আজকে ইথারিয়ামের Market Dominance 13.54%
তার মানে ইথারিয়ামের মার্কেটক্যাপ হচ্ছে সমগ্র মার্কেটক্যাপের 13.54%

(https://i.imgur.com/7YYHlBa.png)
ধন্যবাদ সুন্দর ভাবে তুলে ধরার জন্য।ক্রিপ্টোকারেন্সি সাথে অনেকেই সংযুক্ত আছে যারা হয়তো জানেনা ক্রিপ্টোকারেন্সি বেশির ভাগ জায়গা বিটকয়েন ধরে রেখেছে। অনেকেই ভাবছে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে সকল কয়েনের দাম বৃদ্ধি পাবে। এটা আসলে ভুল। কারণ প্রত্যেকটা কয়েন তার নিজ গতিতে চলে। কোন কয়েন কোন কয়েন এর উপর নির্ভর করে চলে না।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: bmr on March 08, 2021, 12:36:43 PM
সাধারনত ক্রিপ্টেকারেন্সিতে এই রকম বিপরীত চিত্র দেখা যায় না। তবে এই রকম ভিন্ন চিত্র দেখে আমি মোটেও বিচলিত নয় কারন ইথারের দাম যে এখন কমবে তা সবাই জানে। ইথার গ্যাস ফি এখন গলার কাটা হয়েছে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Goldlife on March 10, 2021, 07:13:53 AM
যেহেতু বিটকয়েন মার্কেটের প্রায় ৭৫% দখল করে রেখেছে তাই এটার দাম বাড়া এবং কমার উপর মার্কেটের অন্যান্য অল্টা কয়েনের দামও নির্ভর করে থাকে যেটা আমরা এতদিন দেখে এসেছি। কিন্ত গতকাল থেকে একটা বীপরিত চিত্র পরিলক্ষিত হচ্ছে যেটা অনেকেরমত আমাকেও ভাবাচ্ছে।

(https://i.imgur.com/6R6Lb1r.png)

কেউ কি বলতে পারবেন হঠাৎ করে মার্কেটের এমন বীপরীত চেহারার করন?

সকল ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সবগুলোর 75 পার্সেন্ট দখল করে আছে বিটকয়েন সত্য ঘটনা সত্য ঘটনা তাই আর 25% দখল করে আছে কিন্তু সমস্ত কৃতকার্যের পয়েন্টগুলো জন্মই হয়েছে দাম বৃদ্ধির জন্য থেকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আজ পর্যন্ত বৃদ্ধি প্রভৃতি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন কিছুটা নির্দিষ্ট কারণ আছে বলে আমার মনে হয় না তার নিজের গতিতে চলে তাই এটির দাম সময় করে একসময় পারবে এটাই স্বাভাবিক তাই আমরা যারা আছি তারা কোনো চিন্তাভাবনা না করে নিয়ে কাজ করে যান দেখবেন আল্লাহ আপনাদের মঙ্গল হবে
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Rothi roy on March 10, 2021, 04:53:57 PM
বর্তমানে ক্রিপ্টো মার্কেটের বেশিরভাগ জায়গা জুড়ে আছে বিটকয়েন। বিটকয়েন এর দাম বাড়ার সাথে সাথে অন্যান্য কয়েনের দামও বেড়ে গেছে ‌। কিন্তু আমরা এর বিপরীত চিত্র লক্ষ্য করছি। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি কারেকশন হয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি স্থিতিশীল নয় মুহুর্তের মধ্যে এটি পরিবর্তন হয়ে যায়। তাই ক্রিপ্টো মার্কেটের বিপরীত চিত্র আমার মনে হয় আমার মনে হয় এটা বেশি সময় স্থায়ী হবে না।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Goldlife on March 11, 2021, 03:40:09 AM
বিটকয়েন পাম্প হওয়ার এনালাইসিস পাওয়ার পর থেকে অধিক লাভের আশায় অনেকে অনেক টোকেন ও কয়েন বিক্রি করে বিটকয়েন কিনেছে তাই হয়তো এরকম হচ্ছে। আপনি আজকে লক্ষ্য করলে দেখবেন যে বিটকয়েন 52 হাজার এবং ইথেরিয়াম ১৯০০ ডলার হয়েছে।

আপনি জিসান ভাইয়ের পোস্ট কপি করে সেটা কমেন্টস করেছেন এবং বাকিটুকু ঘুরিয়ে ফিরিয়ে লিখেছেন। প্রথমবারের মত সতর্ক করে দেওয়া হলো। ফোরামে কেউ যদি কারো কপি পেস্টে করেন তাহলে ফোরামের রুলস অনুযায়ী শাস্তি পাবেন। সতর্ক হয়ে নিজে নিজে যা পারেন তাই লিখবেন। তবুও কারো লেখা কপি করবেন না।
মালাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন আপনি যেভাবে এই ফোরামে কাজ করতে চান তা আর অল্প কিছুদিনের মধ্যেই ফোরাম হয়ে উঠবে ওয়াল্ড সম্পূর্ণ ফোরাম এভাবে আপনি কাজ করেছে কাজ করে যান আমরা আপনার পাশে আছি থাকবো চিরকাল ধন্যবাদ
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Mj joy on March 11, 2021, 07:26:54 AM
ভাই একটু কারেকশান আছে। আসলে বিটকয়েনের মার্কেট ৭৫% নয়।

(https://i.imgur.com/5sggzBJ.png)

কয়েনমার্কেটক্যাপে গেলে উপরে দেখবেন বিটকয়েন ডমিনেন্স কত। আজকের BTC Dominance:  62.2%
তারমানে বিটকয়েনের মার্কেটক্যাপ সমগ্র ক্রিপ্টোরমার্কেটক্যাপের 62.2% যেখানে অন্য সব কয়েনের মিলে ডমিনেন্স হচ্ছে 37.8%

এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের ডমিনেন্স জানতে  কয়েনের উপরে ক্লিক করে বামপাশে গেলে দেখতে পারবেন মার্কেটের কত শতাংশ ক্যাপ তার আছে। যেমন আজকে ইথারিয়ামের Market Dominance 13.54%
তার মানে ইথারিয়ামের মার্কেটক্যাপ হচ্ছে সমগ্র মার্কেটক্যাপের 13.54%

(https://i.imgur.com/7YYHlBa.png)
  মালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য । তবে হ্যাঁ ভাই যে পোস্টটি করেছে সেটাও যৌক্তিক  আমারও মনে হয় যে বিটকয়েনের দাম বৃদ্ধি করার সাথে অন্য  কয়েন গুলোর অবদান কিছুটা হলেও আছে ।  আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য ।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Sonjoy on March 11, 2021, 10:54:40 AM
বর্তমানে ক্রিপ্টো মার্কেটের বেশিরভাগ জায়গা জুড়ে আছে বিটকয়েন। বিটকয়েন এর দাম বাড়ার সাথে সাথে অন্যান্য কয়েনের দামও বেড়ে গেছে ‌। কিন্তু আমরা এর বিপরীত চিত্র লক্ষ্য করছি। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি কারেকশন হয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি স্থিতিশীল নয় মুহুর্তের মধ্যে এটি পরিবর্তন হয়ে যায়। তাই ক্রিপ্টো মার্কেটের বিপরীত চিত্র আমার মনে হয় আমার মনে হয় এটা বেশি সময় স্থায়ী হবে না।

চিত্র জগতের 100% এর মধ্যে প্রচার 75% কিন্তু দখল করে নিয়েছে বিটকয়েন আর বাকি 25% কিন্তু অন্য সকল গোয়েন্দা ফিলআপ হয়েছে তাই আমরা বলবো যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা ।
ভাই আমরা সবাই ক্রিপ্টোকারেন্সি তে কাজ করব এবং সবাইকে কাজ করার উৎসাহ প্রদান করব আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি সারাবিশ্বকে প্রমোট করে এবং অন্যতম একটি মাধ্যম আর কিছুদিনের মধ্যে
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: captan75 on March 14, 2021, 06:17:40 AM
যেহেতু বিটকয়েন মার্কেটের প্রায় ৭৫% দখল করে রেখেছে তাই এটার দাম বাড়া এবং কমার উপর মার্কেটের অন্যান্য অল্টা কয়েনের দামও নির্ভর করে থাকে যেটা আমরা এতদিন দেখে এসেছি। কিন্ত গতকাল থেকে একটা বীপরিত চিত্র পরিলক্ষিত হচ্ছে যেটা অনেকেরমত আমাকেও ভাবাচ্ছে।

(https://i.imgur.com/6R6Lb1r.png)

কেউ কি বলতে পারবেন হঠাৎ করে মার্কেটের এমন বীপরীত চেহারার করন?
এখনকার বিটকয়েনের বাজার 62.2% কত পারছেন বিটকয়েন বাজার আছে আর অন্য অন্য সব 38 .8% আছে। তাই এখন মনে হয় বিটকয়েনের দাম প্রায় 75 পার্সেন্ট হয়ে গেছে ।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Tubelight on March 16, 2021, 06:03:44 AM
হ্যাঁ ভাই আমারও এমনটাই মনে হয় যে বিট কয়েনের মূল্য বৃদ্ধিতে অনেক কয়েন এর মূল্য বৃদ্ধির নির্ভর করে কারণ কি প্রকারের অনেকটাই স্থান দখল করে নিয়েছে বিটকয়েন।তাই যদি বিট কয়েনের মূল্য বৃদ্ধি পায় তাহলে ক্রিপ্টোকারেন্সি অন্যদের সকল কয়েন আছে সেগুলোর মূল্য বৃদ্ধি পায়। এজন্যই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নির্ভরযোগ্য একটি কয়েন।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Rockalo on March 20, 2021, 07:08:09 AM
হ্যাঁ তবে বর্তমানে বিটকয়েন ও ইথেরিয়াম এর অবস্থার পরিবর্তন হয়েছে। বিটকয়েনের দাম যখন বৃদ্ধি পায় তখন অন্যান্য মুদ্রাগুলোর দাম বৃদ্ধি পায় না। আবার অন্যান্য কয়েন গুলোর দাম যখন বৃদ্ধি পায় বিটকয়েনের দাম কখন বৃদ্ধি পায় না। বাজারে এরকম চিত্র রয়েছে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Sonjoy on March 20, 2021, 12:30:37 PM
হা ভাই আপনি ঠিকই বলেছেন বিটকয়েনের দামের সাথে সামঞ্জস্যতা রেখে অন্য কয়েন গুলোর দাম থাকে। কিন্তু আমরা মাঝে মাঝে এর উল্টো চিত্র দেখতে পাই। এমন একটা চিত্র আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আমি মনেকরি এ অবস্থা বেশিসময় থাকবে না। পূর্বে ও যতবার এমনটা দেখেছি অল্প কিছু দিনের মধ্যে আবার স্বাভাবিক হতে দেখেছি।
আপনি অনেক সুন্দর করতে পেরেছেন আমি আপনার সাথে একমত বিশেষ করে বিটকয়েনের কথা বলতে হবে বিটকয়েনের মাধ্যমে অন্যান্য সফল কিন্তু দাম মেইনটেইন করে কারণ বিটকয়েন টু কারেন্সি জগতের উপর পারছেন কিন্তু দখল করে বসে আছে তাই ক্রিপ্টোকারেন্সি জগতের বিটকয়েনের দাম যদি কমে যায় তাহলে কিন্তু সব আস্তে আস্তে কমে যায় ওপর নির্ভর করেন কিন্তু বাজারে বহাল থাকে এজন্য বিটকয়েন রাজা
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Milon626 on March 25, 2021, 03:50:11 AM
সব সময়ই যে সকল কয়েনের দাম বিটকয়েনের উপর নির্ভর করে তা কিন্তু নয়।  প্রত্যেকটা কয়েনই তাদের নিজস্ব গতিতে ছুটে চলে।  কখনো কখনো ডাম্প হয় আবার কখনো কখনো পাম্প হয়।  সব সময় দাম কমা বাড়ার পেছনে বিটকয়েনকে দায়ী করা ঠিক নয়।                           
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Centus on March 25, 2021, 05:01:07 AM
হ্যাঁ বিটকয়েনের দাম ক্রিপ্টোকারেন্সি বাজারে অনেক বেশি পরিবর্তনশীল। ইথেরিয়াম এর দামও। তাই বিটকয়েন ও ইথেরিয়াম এর বিপরীত চিত্র রয়েছে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Mist Joya on March 30, 2021, 10:25:24 AM
যেহেতু বিটকয়েন মার্কেটের প্রায় ৭৫% দখল করে রেখেছে তাই এটার দাম বাড়া এবং কমার উপর মার্কেটের অন্যান্য অল্টা কয়েনের দামও নির্ভর করে থাকে যেটা আমরা এতদিন দেখে এসেছি। কিন্ত গতকাল থেকে একটা বীপরিত চিত্র পরিলক্ষিত হচ্ছে যেটা অনেকেরমত আমাকেও ভাবাচ্ছে।

(https://i.imgur.com/6R6Lb1r.png)

কেউ কি বলতে পারবেন হঠাৎ করে মার্কেটের এমন বীপরীত চেহারার করন?
এটা আমাদের ক্রিপ্টোকারেন্সি জগতের সবাই জানে যে বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রাজা আর রাজা যেদিকে যাবে তার পেছন পেছন প্রজারা সেই দিকেই যাবে এটাই নিয়ম।  বিটকয়েনের মার্কেট প্রাইস উঠানামা করলে অবশ্যই অন্যান্য কয়েন  গুলো রয়েছে সেগুলো ওঠানামা করবে এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় বিটকয়েনের ক্রিপ্তমারকেট জায়গা 75 নয় একটু কম আছে।  ধন্যবাদ আপনাকে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Tepona on April 05, 2021, 07:05:12 AM
বিটকয়েনের দাম যখন বৃদ্ধি পায় তখন ইথেরিয়াম এর দাম স্বাভাবিক অথবা কমে যেতে থাকে। এরকম চিত্র আমরা বেশিরভাগ সময় দেখতে পাই। কারেন্সি বাজারে বেশিরভাগ সময়ে বিটকয়েনের দাম পশুর বৃদ্ধি পেতে থাকে। তবে তুলনামূলকভাবে ইথেরিয়াম এর দাম খুব একটা বেড়ে যায়নি।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: babu10 on April 05, 2021, 09:28:50 AM
বিটকয়েনের দাম যখন বৃদ্ধি পায় তখন ইথেরিয়াম এর দাম স্বাভাবিক অথবা কমে যেতে থাকে। এরকম চিত্র আমরা বেশিরভাগ সময় দেখতে পাই। কারেন্সি বাজারে বেশিরভাগ সময়ে বিটকয়েনের দাম পশুর বৃদ্ধি পেতে থাকে। তবে তুলনামূলকভাবে ইথেরিয়াম এর দাম খুব একটা বেড়ে যায়নি।

আপনার দেখায় ভুল আছে আমার মনে হয় কারণ আমি দীর্ঘদিন এই জগতে বিচরণ করছি এবং শুধুমাত্র ২বার দেখেছি বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে ইথারিয়াম এর দাম কমেছে অন্যথায় আমরা সবসময় দেখেথাকি বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে ইথারিয়ামসহ অন্যান্য সব অল্টাকয়েনের দাম বাড়তে থাকে তুলনামূলকভাবে তাই বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে ইথারিয়াম এর দাম কমার ব্যাপারটা একটু অন্যরকম বটে.
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Irfan12@ on April 06, 2021, 08:57:26 AM
যেহেতু বিটকয়েন মার্কেটের প্রায় ৭৫% দখল করে রেখেছে তাই এটার দাম বাড়া এবং কমার উপর মার্কেটের অন্যান্য অল্টা কয়েনের দামও নির্ভর করে থাকে যেটা আমরা এতদিন দেখে এসেছি। কিন্ত গতকাল থেকে একটা বীপরিত চিত্র পরিলক্ষিত হচ্ছে যেটা অনেকেরমত আমাকেও ভাবাচ্ছে।

(https://i.imgur.com/6R6Lb1r.png)

কেউ কি বলতে পারবেন হঠাৎ করে মার্কেটের এমন বীপরীত চেহারার করন?

হ্যাঁ আমরা জানি যে বিটকয়েন এর দাম বৃদ্ধি পেলে মার্কেটের সকল ওয়েল মুদ্রাগুলোর দামও বৃদ্ধি পায়়। কিন্তু আমরা মার্কেটে তার বিপরীত চিত্র দেখতে পেরেছিলাম ‌ বিটকয়েন এর দাম রকেটের গতিতে বৃদ্ধি পেলেও ক্রিপ্টো মার্কেট এর অন্য মুদ্রাগুলোর দাম ডাম্পিং করছিল। এর কারণ কি হতে পারে সেটা আমার মনে হয় কারও পক্ষে জানা সম্ভব না।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Diknel on October 14, 2021, 02:06:41 PM
হ্যাঁ। কিছুদিন বিটকয়েন এর দাম বৃদ্ধি পেতে শুরু করেছিল। আবার ইথেরিয়াম ও বিটকয়েনের দাম একে অপরের বিপরীত চিত্র অনেক সময় দেখা যায়। কারণ দুটির মধ্যে একটির দাম বৃদ্ধি পেতে থাকে আবার আরেকটা এর দাম কমে যেতে থাকে। তাই আমি মনে করি বিটকয়েন ও ইথেরিয়াম এর বিপরীত চিত্র দেখে কখনোই গাব্রিয়ে উচিত না। কারণ বাজার বিভিন্ন সময়ে কারেকশন হয়ে থাকে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Rubel007 on October 14, 2021, 06:25:04 PM
কয়েকদিন আগে আমি খেয়াল করলাম যে বিটকয়েন এবং ইথার এক সাথে চলে না। যখন অন্য সব কয়েনের দাম কমছে তখন আবার বিটকয়েনের দাম বাড়ছে। আবার বিটকয়েনের দাম যখন কমে তখন প্রায় সব কযেনের দাম কমতে থাকে। আমার মনে হয় মার্কেট সবসময় এক রকম থাকে না। এক এক সময় এক এক স্ট্রাটেজি নিয়ে মার্কেট চলে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Tunir Baap on October 18, 2021, 04:47:35 AM
আপনি আমার মনের কথা বলেছেন। আগে দেখতাম বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেলে সেই অনুযায়ী বিটকয়েনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পেত। কিন্তু বর্তমানে বিট কয়েনের মূল্য আকাশ ছোয়া ভাবে বৃদ্ধি পেলেও ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পাচ্ছে না। এর কারণ কী হতে পারে সেটাও আমার অজানা। আমার মনে হয় না এখন আর কোনো কয়েন বিটকয়েনের উপর নির্ভর যোগ্য হবে। এখন বিটকয়েন নিজের নিজের মত হয়ে গেছে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Maxtel on October 20, 2021, 04:28:23 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রায় দুই-তৃতীয়াংশ স্থান দখল করে আছে। মাঝখানে কিছুদিন বিটকয়েনের দাম বৃদ্ধি পেলেও ইথেরিয়াম সে তুলনায় বৃদ্ধি পায়নি। মাঝে মাঝে মার্কেটের বিভিন্ন গতিপ্রকৃতি পরিবর্তন হতে পারে এখানে তাই ঘটেছে। বর্তমানে বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। আজকে ইথেরিয়াম এর দাম প্রায় চার হাজার ডলার। অপরদিকে বিটকয়েন সর্বোচ্চ দামে আবির্ভূত হয়েছে। ইথেরিয়াম যে পথে হাঁটছে তাতে মনে হয় খুব শীঘ্রই 5000 ডলার স্পর্শ করবে। তাই বলতে পারি বিটকয়েন এবং ইথিরিয়াম বিপরীত চিত্র নয় বরং সঠিক পথেই এগোচ্ছে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Mayajal on October 21, 2021, 12:11:27 PM
হ্যাঁ অবশ্যই বিটকয়েন ইথেরিয়াম কয়েন এর বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে অবশ্যই অনন্য সকল কয়েনের দাম ও কিছু না কিছু বৃদ্ধি পায়। কারণে বিপরীত চিত্র বিটকয়েন ইথিরিয়াম এর মধ্যে সম্পূর্ণ রূপে ফুটে উঠেছে। কারণ যদি বিটকয়েনের দাম বেশি বৃদ্ধি পায় তাহলে ইথেরিয়াম এর কয়েনের দাম অল্প একটু পরিমাণ বৃদ্ধি পায়।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: XM8 on October 25, 2021, 04:23:04 PM
আগে দেখতাম বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেলে সাথে অন্যান্য কয়েন গুলোর মূল্য বৃদ্ধি পেত। বর্তমানে আমরা তার বিপরীত কিছুই দেখতে পারছি। কারণ বর্তমানে বিটকয়েন  এর মার্কেট অনেক বেশি পরিমাণ পাম্পিং হলেও ইথারিয়াম এর মার্কেট কিন্তু তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না। আমার মনে হয় না যে বর্তমানে বিটকয়েনের মূল্যের উপর অন্যান্য মুদ্রার নির্ভর করে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Bitrab on October 28, 2021, 09:50:32 AM
হ্যাঁ। অনেক সময় শুধু বিট কয়েনের দাম বৃদ্ধি পায়। অন্য সকল কয়েনের দাম কমতে থাকে। এবং বিটকয়েনের দাম কিছুদূর বৃদ্ধি পাওয়ার পরে অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে এবং ইথিরিয়াম এর দাম কমে যাচ্ছে। আমি মনে করি এটি একে অপরের বিপরীত চিত্র। অনেক সময় বাজারে এরকমই হয়ে থাকে। তবে পরবর্তীতে কোন সময় বাজার পূর্ণবহাল হয়।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Cinno3 on October 28, 2021, 12:07:43 PM
একেক সময় একেক কয়েনের দাম বৃদ্ধি পায়। যেমন বিটকয়েনের দাম যখন বৃদ্ধি পায় তখন BNB এবং ইথিরিয়াম এর দাম বিপরীত চিত্র থাকে। বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে বিনান্স কয়েনের দাম বৃদ্ধি পায় না। আমি মনে করি এটা বিপরীত চিত্র। কিন্তু বিটকয়েনের নির্দিষ্ট একটি সাপোর্টে স্টাবল হলে অন্যান্য কয়েন গুলোর দাম বৃদ্ধি পায়।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Casual on November 03, 2021, 06:04:05 AM
কিছুদিন আগে সত্যিই শুধুমাত্র বিটকয়েন প্রাইস বৃদ্ধি পেয়েছে কিন্তু অন্য সমস্ত কয়েনগুলি প্রাইস বৃদ্ধি পায়নি। তখন আমরা বিপরীত চিত্র লক্ষ্য করেছিলাম কিন্তু বর্তমানে কিন্তু বিটকয়েন প্রাইস বৃদ্ধি পাবার সাথে সাথে অন্য সমস্ত কয়েন গুলির প্রাইজ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বিটকয়েন এর তুলনায় বর্তমানে ইথেরিয়াম প্রাইস অনেক পিছিয়ে রয়েছে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Magepai on November 04, 2021, 01:35:12 PM
আসলে সবারই ধারনা যে শুধুমাত্র বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে কিন্তু ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পাচ্ছে না। সত্যিই ইথেরিয়াম এর জনপ্রিয়তা কিন্তু বিটকয়েনের পরেই তাহলে কেন ইথিরিয়াম এর প্রাইস বিটকয়েন থেকে এত কম। আমি একটা কথা বিশ্বাস করি যে বর্তমানে ইথিরিয়াম এর ট্রানজেকশন ফি অতিরক্ত হওয়ার কারণে কিন্তু ইথেরিয়াম প্রাইস বৃদ্ধি পাচ্ছে না। ট্রানজেকশন ফি কিছুটা কমে আসলে হয়তো বা ইথেরিয়াম প্রাইস আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Meta on November 17, 2021, 03:35:04 AM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এক নম্বরে রয়েছে অন্যদিকে ইথেরিয়াম রয়েছে দ্বিতীয় স্থানে। তবে বর্তমানে এই দুটি কয়েনের দাম খুবই উচ্চ পরিসরে বৃদ্ধি পাচ্ছে তবে এখন মার্কেট কিছুটা ডাম্পিং এর মধ্যে আছে তবে ভবিষ্যতে আবারও এই কয়েন দুটোর দাম পুনরায় বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Paglamon on November 17, 2021, 06:18:41 AM
অনেক সময় বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বিপরীত চিত্র দেখা যায়। অর্থাৎ সমস্ত কয়েন গুলোর দাম কমে যেতে থাকে, কিন্তু কোন ফান্ডামেন্টাল বা ডেভলপমেন্ট এর নিউজ এর কারণে কোন একটা নির্দিষ্ট কয়েনের দাম রাতারাতি ভাবে বৃদ্ধি পেতে থাকে। তবে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে, সমস্ত কয়েনের দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তাই ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েন হল বাহক। অর্থাৎ বিটকয়েনের দাম বৃদ্ধি করলে অন্য সকল কয়েনের দাম এমনিতেই বৃদ্ধি পায়। তবে অনেক সময় দেখা যায় বিটকয়েন, ইথেরিয়াম, বি এন বি এর দাম যেকোনো একটি উচ্চ মুখী বা নিম্নমুখী হতে থাকে। তাই মাঝে মাঝে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম একে অপরের বিপরীত হয়ে থাকে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Linda78 on November 18, 2021, 02:56:22 PM
বিটকয়েন এবং ইথিরিয়াম এর ভিতর বিপরীত চিত্র দেখা যায় অনেক সময়। বর্তমানে দেখা যায় যে সমস্ত কয়েনের দাম যখন কমে যেতে থাকে তখন ফান্ডামেন্টাল নিজের কারণে বিভিন্ন রকমের দাম বারা শুরু করে। একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে বিটকয়েন হলো সকল মুদ্রার বাহক। একটা জিনিস সময় খেয়াল করবেন যে বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে বিভিন্ন কয়েনের দাম ভারা শুরু করে। বিটকয়েন এবং ইথিরিয়াম এই দুইটি মুদ্রা সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। তবে এটা সকলের  মানতে হবে যে বিটকয়েন এর তুলনায় অনেকটা পিছিয়ে আছে ইথিরিয়াম।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Spyroo on November 25, 2021, 04:18:58 AM
বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন দুটোই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবথেকে জনপ্রিয় এবং মূল্যবান কয়েন। আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা জিনিস পরিলক্ষিত করি যে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে পাশাপাশি অন্যান্য কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে দেখা যায়।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Perfect540 on February 22, 2022, 05:48:43 AM
চিত্রে দেখা যাচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম একে অপরের বিপরীত। অনেক সময় এরকম হয়ে থাকে বিটকয়েনের দাম বাড়তে থাকে, ইথেরিয়াম এর দাম কমে যেতে থাকে। আমার ইথেরিয়াম এর দাম বাড়তে থাকে বিটকয়েনের দাম কমে যেতে থাকে। অনেক সময় ইথেরিয়াম, বিটকয়েন এর দাম হাতে থাকে কিন্তু বিএনবি এর দাম কমে যেতে থাকে। আবার অনেক সময় দেখা যায় বি এন বি এর দাম বাড়তে থাকে এবং বিটকয়েন, ইথেরিয়াম ও বেশিরভাগ মুদ্রার দাম কমে যেতে থাকে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Fulshai on March 07, 2022, 06:34:40 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সর্বোচ্চ উপরে আছে বিটকয়েন। ইথারিয়াম কয়েন আছে দ্বিতীয় পর্যায়। বর্তমানে সারাবিশ্বে বিটকয়েন এর জনপ্রিয়তা অনেক। ইথারিয়াম কয়েনের জনপ্রিয়তা একটু কম। বিটকয়েন হচ্ছে সকল মুদ্রার বাহক। কারণ বিটকয়েনের দাম বাড়লে আর অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পায়। এদিক থেকে বোঝা যায় যে বিটকয়েন হচ্ছে ইথারিয়াম এর বিপরীত চিত্র।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Madmax789 on December 13, 2022, 07:48:20 PM
রাতারাতি ভাবে বিটকয়েনের দাম বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের নির্বাচন এর কোনো প্রভাব নেই। বিটকয়েন এর উন্নতি বা অবনতি কোন দেশের প্রেসিডেন্টের ঘোষণার উপর নির্ভর করে না।বর্তমানে বিটকয়েন এমন ভাবে দাম বৃদ্ধি পাচ্ছে যে মনে হয় অতীতের সকল রেকর্ড ভেঙ্গে উপরের দিকে চলে যাবে।
Title: Re: বিটকয়েন এবং ইথারিয়াম এর বিপরীত চিত্র
Post by: Spyroo on October 15, 2023, 01:36:50 PM
হা ভাই আপনি ঠিকই বলেছেন বিটকয়েনের দামের সাথে সামঞ্জস্যতা রেখে অন্য কয়েন গুলোর দাম থাকে। কিন্তু আমরা মাঝে মাঝে এর উল্টো চিত্র দেখতে পাই। এমন একটা চিত্র আমরা বর্তমানে দেখতে পাচ্ছি