ভাই একটু কারেকশান আছে। আসলে বিটকয়েনের মার্কেট ৭৫% নয়।

কয়েনমার্কেটক্যাপে গেলে উপরে দেখবেন বিটকয়েন ডমিনেন্স কত। আজকের BTC Dominance: 62.2%
তারমানে বিটকয়েনের মার্কেটক্যাপ সমগ্র ক্রিপ্টোরমার্কেটক্যাপের 62.2% যেখানে অন্য সব কয়েনের মিলে ডমিনেন্স হচ্ছে 37.8%
এছাড়া কোন নির্দিষ্ট কয়েনের ডমিনেন্স জানতে কয়েনের উপরে ক্লিক করে বামপাশে গেলে দেখতে পারবেন মার্কেটের কত শতাংশ ক্যাপ তার আছে। যেমন আজকে ইথারিয়ামের Market Dominance 13.54%
তার মানে ইথারিয়ামের মার্কেটক্যাপ হচ্ছে সমগ্র মার্কেটক্যাপের 13.54%
