Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Goldlife on March 16, 2021, 06:38:56 AM
-
ফোরামকে যদি আরো কোয়ালিটি সম্পূর্ণ করতে চাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই যে পোস্ট মানসম্পন্ন হবে সেই পোস্টে কারমা প্রদান করা।
এতে করে হবে কি এতে করে যারা পোস্ট করেছিলো তাদের উৎসাহ কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু আরও কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করবে কার মারা যায় এজন্য আমরা যারা এখানে কাজ করতেছি যারা মেম্বার আছি তারা যেন সবাই সবাইকে ভালো পোস্টে কারমা প্রদান করে এ জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।
আর এইভাবে যদি ফোরাম চালানো যায় তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আমরা এই বাংলা বোর্ডকে অবশ্য অবশ্যই একদিন দ্বিতীয় স্থানে দেখতে পাবো এজন্য আমরা সবাই মন প্রাণ দিয়ে এখানে ভালোভাবে কাজ করে যাব এবং বাংলা ভোটকে অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করব।
সর্বশেষে আমি একটা কথাই বলবো আমরা যারা বাঙালি আছি তারা যেন সবাই সবার সাথে বন্ধুসুলভ আচরণ এর মাধ্যমে এখানে কাজ করি কারো বিরুদ্ধে হিংসা-প্রতিহিংসার যেন আমরা না করি সবাই এখানে সুন্দর ভাবে কাজ করব প্রত্যাশা নিয়ে যে আমরা যেন এই ভোডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে পারি
-
প্রথম কথা হচ্ছে-কারমা পাওয়ার মত পোস্ট বাংলা বোর্ডে খুব কমই হয়। কারমা পেতে হলে তথ্যবহুল,কোয়ালিটি সম্পন্ন পোস্ট হতে হবে যেটা অন্যের উপকারে আসে। তখন তিনি খুশি হয়ে কারমা দিতে পারেন।
আরেকটা কথা হচ্ছে-বাংলা বোর্ডে যা কিছু ভালো পোস্ট হয় অধিকাংশই শুধ বলে ভাই সুন্দর পোস্ট করেছেন, উপকৃত হলাম, জানতে পারলাম কিন্তু তারা কারমা দিতে চায়না। কারমা দিলে তাদের পকেটের টাকা খরচা হবে মনে হয়। সত্যি কথা বলতে কি-কারমা দিতে বাংলা বোর্ড অনেকটা কৃপনতা করে।
শেষ কথা হচ্ছে- ভালো পোস্ট পেলে আমি সব সময় কারমা দেই তাই সেটা বাংলা বোর্ডে হোক আর ইংরেজি বোর্ডেই হোক।
বাংলা বোর্ডের সব পোস্ট আমার নজরে পড়ে। ভালো হলে কারমা দেই। তবে সত্যি কথা কারমা দেওয়ার মত পোস্ট খুব কমই পাই। সবাই ভালো পোস্ট হলে কারমা দিবেন, ভালো পোস্ট না হলে কেউ কারমা দিবেন না। কারমা ফার্মিং করবেন না।
-
প্রথম কথা হচ্ছে-কারমা পাওয়ার মত পোস্ট বাংলা বোর্ডে খুব কমই হয়। কারমা পেতে হলে তথ্যবহুল,কোয়ালিটি সম্পন্ন পোস্ট হতে হবে যেটা অন্যের উপকারে আসে। তখন তিনি খুশি হয়ে কারমা দিতে পারেন।
আরেকটা কথা হচ্ছে-বাংলা বোর্ডে যা কিছু ভালো পোস্ট হয় অধিকাংশই শুধ বলে ভাই সুন্দর পোস্ট করেছেন, উপকৃত হলাম, জানতে পারলাম কিন্তু তারা কারমা দিতে চায়না। কারমা দিলে তাদের পকেটের টাকা খরচা হবে মনে হয়। সত্যি কথা বলতে কি-কারমা দিতে বাংলা বোর্ড অনেকটা কৃপনতা করে।
শেষ কথা হচ্ছে- ভালো পোস্ট পেলে আমি সব সময় কারমা দেই তাই সেটা বাংলা বোর্ডে হোক আর ইংরেজি বোর্ডেই হোক।
বাংলা বোর্ডের সব পোস্ট আমার নজরে পড়ে। ভালো হলে কারমা দেই। তবে সত্যি কথা কারমা দেওয়ার মত পোস্ট খুব কমই পাই। সবাই ভালো পোস্ট হলে কারমা দিবেন, ভালো পোস্ট না হলে কেউ কারমা দিবেন না। কারমা ফার্মিং করবেন না।
হ্যাঁ ভাই আপনার দ্বিতীয় কথাটি আমার খুব ভালো লেগেছে কারণ আপনি বলেছেন যে কারমা দিতে টাকা লাগে না । বাংলা বোর্ডের সব থেকে বেশি কৃপণতা করে।ভালো পোস্টে কারমা দিতে চায়না কেহই শুধু বলে সুন্দর হয়েছে পোস্টটি।আপনার পোস্টটি থেকে অনেক কিছু শিখতে পারলাম। এরকম পোস্ট করে থাকেন। সবথেকে বেশি কৃপণতা করে বাংলা বোর্ডে। অন্যান্য বোর্ডে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা পোস্ট কিন্তু কারমা প্রদান করা হয় সে ক্ষেত্রে আমি বলব যে কুয়ালিটি সম্পুর্ন পোস্ট করলে সবাই তাকে কারমা প্রদান করব ধন্যবাদ
-
সত্যি বলতে কি ভালো পোষ্ট আমিও সবসময় খুঁজি যাতে করমা দিতে পারি এবং আমার ভাইদের উপকার হয় কিন্তু দুখের বিষয় তেমন কোন ভালো পোষ্ট পাইনা। তেমন কেউ তথ্যের ভিতরে গেয়ে পোষ্ট করেনা দু’একজন ছাড়া। কিন্তু আমরা যদি খারাপ পোষ্ট এ কারমা দিই তাহলে এটা স্পামিং পর্যায়ে চলে যায় তাই সব ভাইদের অনুরোধ করব তথ্যবহুল পোষ্ট করুন দয়া করে তাহলে সবাই আপনাদেরকে করমা দিবে।
-
অবশ্যই ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। কোন ইউজারের পোস্ট মানসম্মত হলেই তাকে কারমা দিয়ে আরও উৎসাহিত করা উচিত। যদি তারা কারা পায় তাহলে তাদের পোস্টার কোয়ালিটি আরও উন্নত করার চেষ্টা করবে। তাই আমরা চেষ্টা করব ভালো মানের পোস্ট দেখলেই পজেটিভ কারমা দেওয়ার। এতে করে আমাদের ফোরামের উন্নতি হবে বলে মনে করি।
-
হুম, আপনি ঠিকই বলেছেন। আমাদের লোকাল বোর্ডের উন্নতির লক্ষ্যে আমাদের সকলেরই উচিৎ ভালো মানের পোস্ট এ কারমা দেওয়া। কারমা দিলে তো কারও ক্ষতি হবে না। তবে আরেকটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বাংলা লোকাল বোর্ডে ভালো মানের পোস্ট খুব কমই দেখা যায়। তাই আমাদের কারমা এর পরিমানও কম। আমরা সবাই যদি সব সময় কন্সট্রাক্টিভ পোস্ট করি তাহলে অবশ্যই আমরা কারমা পেতে পারি।
-
কারমা দিলে এটা ঠিক যে একজন ইউজার ব্যাপক ভাবে উৎসাহিত হয়। সে চেস্টা করে আরও ভাল কিছু কিভাবে করা যায়। তবে আমার কথা হল যে কারমার রুলসটাও একটু কঠিন করা দরকার। বিটকয়েন টকে যেমন কারমা পেতে খুব কষ্ট হয় ঠিক তার চেয়ে কিছুটা সিথিল করলে আমার মনে হয় ভাল হত।
-
আপনি একটি গুরুত্বপূর্ণ টপিক তৈরি করেছেন আসলে আমরা বাংলা বোর্ড এর যতগুলো মেমবার আছে তারা কিন্তু কৃপণ টাইপের লোক তারা সহজে কোন পোস্টে কারমা দিতে চায় না এবং তথ্যবহুল পোস্ট হলেও তা দেখার মানে না আপনাদের সাজেস্ট করবো তথ্যবহুল এবং কোয়ালিটি সম্পন্ন পোস্টকে কারমা দিতে তাহলে সবাই উৎসাহিত হবে ধন্যবাদ
-
সত্যি আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করেছেন। ফোরামের কোন মেম্বার তার পোস্টে কারমা পেলে আরো কোয়ালিটি সম্পন্ন বা তথ্যবহুল পোস্ট করার উৎসাহ পাবে। কিন্তু আমাদের ফোরামের কেউ বেশি কারমা দিতে চায় না। আমি জানিনা সবাই এই বিষয়ে কেন কিপটামি করে।
-
ফোরামকে যদি আরো কোয়ালিটি সম্পূর্ণ করতে চাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই যে পোস্ট মানসম্পন্ন হবে সেই পোস্টে কারমা প্রদান করা।
এতে করে হবে কি এতে করে যারা পোস্ট করেছিলো তাদের উৎসাহ কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু আরও কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করবে কার মারা যায় এজন্য আমরা যারা এখানে কাজ করতেছি যারা মেম্বার আছি তারা যেন সবাই সবাইকে ভালো পোস্টে কারমা প্রদান করে এ জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।
আর এইভাবে যদি ফোরাম চালানো যায় তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আমরা এই বাংলা বোর্ডকে অবশ্য অবশ্যই একদিন দ্বিতীয় স্থানে দেখতে পাবো এজন্য আমরা সবাই মন প্রাণ দিয়ে এখানে ভালোভাবে কাজ করে যাব এবং বাংলা ভোটকে অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করব।
সর্বশেষে আমি একটা কথাই বলবো আমরা যারা বাঙালি আছি তারা যেন সবাই সবার সাথে বন্ধুসুলভ আচরণ এর মাধ্যমে এখানে কাজ করি কারো বিরুদ্ধে হিংসা-প্রতিহিংসার যেন আমরা না করি সবাই এখানে সুন্দর ভাবে কাজ করব প্রত্যাশা নিয়ে যে আমরা যেন এই ভোডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে পারি
আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত পোষণ করছি। আসলে ফোরামকে কোয়ালিটি সম্পন্ন করতে কারমা দেওয়া বিশেষ প্রয়োজন কারণ যদি কেউ একটু ভালো মানসম্মত পোস্ট করে থাকেন আমরা যদি তাকে পজিটিভ কারমা দেই তাহলে তার ভাল পোস্ট করার উৎসাহটা সত্যিই দ্বিগুণ বেড়ে যাবে। সে আরও ভাল মানসম্মত পোস্ট করার চেষ্টা করবে যার ফলে ফোরামের পোস্টগুলো দিনদিন কোয়ালিটি সম্পন্ন হতে থাকবে। আমি আপনার সাথে এই বিষয়ে একমত রয়েছি।
-
ফোরামকে যদি আরো কোয়ালিটি সম্পূর্ণ করতে চাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই যে পোস্ট মানসম্পন্ন হবে সেই পোস্টে কারমা প্রদান করা।
এতে করে হবে কি এতে করে যারা পোস্ট করেছিলো তাদের উৎসাহ কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু আরও কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করবে কার মারা যায় এজন্য আমরা যারা এখানে কাজ করতেছি যারা মেম্বার আছি তারা যেন সবাই সবাইকে ভালো পোস্টে কারমা প্রদান করে এ জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।
আর এইভাবে যদি ফোরাম চালানো যায় তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আমরা এই বাংলা বোর্ডকে অবশ্য অবশ্যই একদিন দ্বিতীয় স্থানে দেখতে পাবো এজন্য আমরা সবাই মন প্রাণ দিয়ে এখানে ভালোভাবে কাজ করে যাব এবং বাংলা ভোটকে অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করব।
সর্বশেষে আমি একটা কথাই বলবো আমরা যারা বাঙালি আছি তারা যেন সবাই সবার সাথে বন্ধুসুলভ আচরণ এর মাধ্যমে এখানে কাজ করি কারো বিরুদ্ধে হিংসা-প্রতিহিংসার যেন আমরা না করি সবাই এখানে সুন্দর ভাবে কাজ করব প্রত্যাশা নিয়ে যে আমরা যেন এই ভোডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে পারি
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ যদি কারমা কেউ পায় তাহলে কিন্তু তারও শহরটা দ্বিগুণ হয়ে যায় এবং আরশে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করার চেষ্টা করে এবং এজন্যই আমি বলব যে সবাই কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে এবং ফোরামের মানসম্মত পোষ্টের সংখ্যা বৃদ্ধি করে করতে হবে এজন্য যা যা করতে হয় আমরা সেগুলো করব এবং সে অনুযায়ী কাজ করব তাহলে কিন্তু আমরা অবশ্যই কারমা পাব এজন্য তথ্যবহুল পোস্ট করতে হবে কোয়ালিটি সম্পন্ন তাহলে কিন্তু আমরা অবশ্যই কারমা পাব এজন্য তথ্যবহুল পোস্ট করতে হবে কোয়ালিটি সম্পন্ন
-
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন ফোরামকে আরও কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য কারমা দেওয়া অতি জরুরী কারণ বর্তমান সময় দেখা যায় যে অনেকের অনেক পোস্ট তথ্যবহুল হয়না সে ক্ষেত্রে দেখা যায় তাকে নেগেটিভ কারমা দেওয়া হয়। কিন্তু আমরা চেষ্টা করব সব সময় মানসম্মত পোষ্ট করার জন্য। যাতে পেলাস কারমা পাওয়া যায়।
-
কারমা পেতে হলে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে। এটা কোন কার্পণ্যোর বিষয় নয়। আপনার পোস্ট পড়ে যদি কেউ উপকৃত হয় তাহলে আপনি কারমা পেতে পারেন। আমাদের সবাইকে এই কোয়ালিটি সম্পন্ন ও গঠনমূলক পোস্ট করতে হবে যাতে করে আমাদের ফোরাম আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। ভালো পোস্ট করলে অবশ্যই পজেটিভ কারমা পাওয়া যাবে।
-
আপনি ঠিক বলেছেন পজেটিভ কারমা ইউজারদের মনের ভিতর উৎসাহ জাগিয়ে তোলে। পজেটিভ কারমা যেকোনো ইউজারকে উৎসাহিত করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। তাই পোস্ট এর কোয়ালিটি ভালো করতে পজিটিভ কারমা দেওয়া ভালো একটা বিষয় বলে আমি মনে করি। একটু ভাল পোষ্টের জন্য যখন কোন ইউজারকে পজিটিভ কার মার দেওয়া হবে তখন সেই ইউজার আরো ভালো পোস্ট করার জন্য অনেক বেশি ঘাটাঘাটি করবে এবং পোস্ট এর কোয়ালিটি আরো ভালো করার চেষ্টা করবে। যাতে করে ফোরামের পোস্ট কোয়ালিটি আরো ভালো হবে। এ বিষয়ে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।
-
হ্যাঁ ঠিক কথা বলেছেন ফোরামকে আরো কোয়ালিটি সম্পন্ন করতে যে পোস্ট মানসম্মত হবে সেই পোস্টে কারমা দেওয়া উচিত। কারমা মানে হল কর্মফল। আসলে আমরা কতটুকু কাজ করলাম বা কত ভালো পোস্ট করলাম তার ফলস্বরূপ কিন্তু আমরা কারমা পাই। তাই কারমা পেলে সবার মনে উৎসাহ জাগে।
-
হ্যাঁ ঠিক কথা বলেছেন ফোরামকে আরো কোয়ালিটি সম্পন্ন করতে যে পোস্ট মানসম্মত হবে সেই পোস্টে কারমা দেওয়া উচিত। কারমা মানে হল কর্মফল। আসলে আমরা কতটুকু কাজ করলাম বা কত ভালো পোস্ট করলাম তার ফলস্বরূপ কিন্তু আমরা কারমা পাই। তাই কারমা পেলে সবার মনে উৎসাহ জাগে।
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন কারণ সবাই মিলে কাজ করলে কিন্তু উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমি মনে করি কারণ দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ বাংলা একটা প্রবাদ আছে তাই সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে উন্নত করতে হবে ।