প্রথম কথা হচ্ছে-কারমা পাওয়ার মত পোস্ট বাংলা বোর্ডে খুব কমই হয়। কারমা পেতে হলে তথ্যবহুল,কোয়ালিটি সম্পন্ন পোস্ট হতে হবে যেটা অন্যের উপকারে আসে। তখন তিনি খুশি হয়ে কারমা দিতে পারেন।
আরেকটা কথা হচ্ছে-বাংলা বোর্ডে যা কিছু ভালো পোস্ট হয় অধিকাংশই শুধ বলে ভাই সুন্দর পোস্ট করেছেন, উপকৃত হলাম, জানতে পারলাম কিন্তু তারা কারমা দিতে চায়না। কারমা দিলে তাদের পকেটের টাকা খরচা হবে মনে হয়। সত্যি কথা বলতে কি-কারমা দিতে বাংলা বোর্ড অনেকটা কৃপনতা করে।
শেষ কথা হচ্ছে- ভালো পোস্ট পেলে আমি সব সময় কারমা দেই তাই সেটা বাংলা বোর্ডে হোক আর ইংরেজি বোর্ডেই হোক।
বাংলা বোর্ডের সব পোস্ট আমার নজরে পড়ে। ভালো হলে কারমা দেই। তবে সত্যি কথা কারমা দেওয়ার মত পোস্ট খুব কমই পাই। সবাই ভালো পোস্ট হলে কারমা দিবেন, ভালো পোস্ট না হলে কেউ কারমা দিবেন না। কারমা ফার্মিং করবেন না।