Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: saidul2105 on March 31, 2021, 09:29:30 AM
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
হ্যাঁ ভাই আমিতো এখানে নতুন এসেছি এসে যা দেখলাম এবং দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোকের কিছু কিছু সিনিয়র ভাইদের পোষ্ট কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন হচ্ছে আর দেখলাম যে কিছু কিছু পোষ্ট গুলো পড়লাম এবং সেখান থেকে কোন কিছু শিখতে পারলাম না এবং কোন কিছু বোঝা যাচ্ছে না এরকম পোষ্টের অবস্থা কিন্তু দেখা যাচ্ছে দিনদিন এ থেকে আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে তা না হলে কিন্তু আমরা হয়তো ফোরামকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো না তাই সকলকে অনুরোধ করবো যেসব সুষ্ঠ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট করুন এবং আপনার পোস্টের মাধ্যমে অন্য কেউ যেন উপকৃত হয় ধন্যবাদ
-
লোকোয়ালিটি পোস্ট দেখলে মডারেটরদের কাছে রিপোর্ট করুন। রিপোর্ট টু মডারেটর বাটনে ক্লিক করুন। তাহলে এসব জেড বিমানের গতিতে পোস্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কিছুদিন আগে একজন জেড বিমানের গতিতে হিরো মেম্বার হয়েছেন। যেইনা হিরো হয়েছেন সেই বাংলা বোর্ড অফ। এখন দেখলাম গ্লোবাল সেকশনেও স্পাম ও লোকোয়ালিটি পোস্ট করে যাচ্ছে সে। :D
-
বর্তমানে এই বাংলা ফোরামে দেখা যাচ্ছে লো কলেটির পোস্ট বেশি এবং রেঙ্ক আপ করার জন্য শুধু পোস্ট করতেই থাকে কিন্তু এতে কোন তথ্যবহুল বা কনস্ট্রাক্টিভ পোস্ট তৈরি হচ্ছে না তাই আমরা যারা ফোরামে মেম্বার রয়েছি তারা তথ্যবহুল এবং কনস্ট্রাক্টিভ পোস্ট তৈরী করার চেষ্টা করব। নিম্নমানের পোস্ট করব না এবং এটা থেকে বিরত থাকতে হবে সবার।
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
আপনি যে কথাটি বলেছেন এটা এখনো প্রতিনিয়ত সবার সামনে দৃশ্যমান হচ্ছে। সবাই এখন শুধু অ্যাক্টিভিটি বাড়াতে কাজে লেগেছে কিন্তু ভালো মানের মানসম্মত ও গুনসম্মত পোস্ট করার কেউ চেষ্টা করছে না বা করছেন না। সবারই কিন্তু উচিত মানসম্মত পোস্ট করা যাতে কেউ কিছু শিখতে পারে এতে আমাদের অ্যাক্টিভিটি ও বাড়বে অন্যদিকে অন্য কেউ কিছু শিখতে ও পারবে। সবারই উচিত কোয়ালিটি সম্পন্ন পোস্ট করা। আর কেউ যদি কোন কিছু না বুঝে থাকে তাহলে গুগল বা ইউটিউব এ রিসার্চ করে বা ঘাটাঘাটি করে তারপর মানসম্মত পোস্ট করার চেষ্টা করুন।
-
আপনারা যারা সিনিয়র মেম্বার আছেন তারা যদি লো-কোয়ালিটির পোস্ট করেন তাহলে আমরা যারা নতুন আছি তারাও তো ঐ লো-কোয়ালিটির পোস্ট করাই শিখবো। তাই সকল ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্লিজ লো-কোয়ালিটির পোস্ট থেকে বিরত থাকবেন।
আর এখানে প্রথম দিকে বেশির ভাগ পোস্টই অনেক পুরোনো। পুরোনো পোস্টে কমেন্ট করে করে এগুলোকে সামনে এনে ফেলেছেন, আর নতুন পোস্ট গুলো তলানিতে হারিয়ে গেছে।
-
আপনারা যারা সিনিয়র মেম্বার আছেন তারা যদি লো-কোয়ালিটির পোস্ট করেন তাহলে আমরা যারা নতুন আছি তারাও তো ঐ লো-কোয়ালিটির পোস্ট করাই শিখবো। তাই সকল ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্লিজ লো-কোয়ালিটির পোস্ট থেকে বিরত থাকবেন।
আর এখানে প্রথম দিকে বেশির ভাগ পোস্টই অনেক পুরোনো। পুরোনো পোস্টে কমেন্ট করে করে এগুলোকে সামনে এনে ফেলেছেন, আর নতুন পোস্ট গুলো তলানিতে হারিয়ে গেছে।
ঠিক কথা বলেছেন আপনি বেশি বেশি সিনিয়রদের পোস্টগুলো লক্ষ করুন তাতে আপনার লাভ হবে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু না কিছু শিখতে পারবেন। শুধু সিনিয়রদের উপর ভরসা করলে চলবে না নিজেরাও কিছু জানতে হবে।
-
ফোরামে যারা নতুন তারা অনেক সময় লো- কোয়ালিটি পোস্ট করে থাকতে পারে, কিন্তু ফোরামে যারা দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে তাদের অবশ্যই জানা উচিত লো- কোয়ালিটির পোস্ট সম্পর্কে।অনেক সময় পুরাতন পোস্ট গুলো বেশি করে ফলো করার জন্য সে গুলো প্রথম দিকে থেকে লো- কোয়ালিটি মনে হয়।তাই আমাদের অবশ্যই পোস্ট গুলো সম্পর্কে যত্নশীল হতে হবে।
-
আপনি একজন সিনিয়র মেম্বার। আপনার দ্বারা এগুলো আশা করা যায় না। এরকম পোস্ট যদি বাংলা মেইনবোর্ডে তৈরি করা হয় তাহলে সবচেয়ে বেশি স্পামিং পোস্ট তৈরী হবে।বর্তমানে বেশিরভাগ স্পামার রা সুযোগ খোঁজে কিভাবে স্পামিং করা যায়। আর এই রকম টপিক দধি তৈরি করা হয় মেইনবোর্ডে তাহলে তারা সবচেয়ে বড় সুযোগ পেয়ে যাবে। এরকম টপিক আপনি বাংলা মেইনবোর্ডে তৈরি না করে নতুনদের সেকশন এগিয়ে তৈরি করুন। তাহলে ভালো হবে। অথবা আপনি রিপোর্ট সেকশনে গিয়ে রিপোর্ট করতে পারেন। সমস্যাগুলো বলতে পারেন।নিচে লিংক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে রিপোর্ট করবেন।
রিপোর্ট সেকশন (https://www.altcoinstalks.com/index.php?topic=193323.0)
আমি মনে করি এরকম টপিক আমাদের বাংলা মেইনবোর্ডে প্রয়োজন নেই।
ধন্যবাদ।
]
-
বর্তমানে বেশ কিছু ইউজার রয়েছে যারা দেখছি ঠিক রকেটের গতিতে পোস্ট করে যাচ্ছে। এর আগেও আমি মডারেটর ভাইয়ের কাছে শুনেছিলাম একটি পোস্টে যে এরকমভাবে রকেটের গতিতে পোস্ট করলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে। এজন্য বর্তমানে কিন্তু অনেকটা থেমে গেছে রকেটের গতিতে পোস্ট দেওয়া। পোস্ট যে বড় হলেই প্রশ্নের মান ভালো হবে বা হাই কোয়ালিটি পোস্ট হবে তা কিন্তু নয়। পোস্ট ছোট করে দেন কিন্তু কোয়ালিটি সম্পন্ন পস্তাতে হবে। এবং নিয়মিত 4 থেকে 6 টা করে পোস্ট করলে আমার মনে হয় পোষ্টের কলেটি সবারই ভাল হবে।
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
স্পামিং হবে নাকি জন্য আপনি বলুন তো যদি কেউ এক সপ্তাহের ভিতরে হিরো মেম্বার পর্যন্ত পৌঁছে যায় তাহলে স্পামিং ছাড়া এ পরান কি হতে পারে এবং এক সপ্তার ভিতর 700 পোস্ট করল কিভাবে কিভাবে সম্ভব এটি এটি মডারেটরদের চোখে পড়ে না
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
হ্যাঁ ভাই আপনি ঠিক কথাই বলেছেন আমি যদিও নতুন কথাটি বলা আমার ঠিক হবেনা তারপরও বলতে হয় লোক্যালিটি পোস্ট করে শুধু শুধু আমাদের ফোরামের প্রবলেম আমরা ডেকে আনি আমি মনে করি যারা সিনিয়র হয়েছেন তারা অবশ্যই তথ্যবহুল পোস্ট করবেন যাতে করে আমাদের বাংলা ফোরাম টা অনেক ভালো হয় তথ্যবহুল পোস্ট ছাড়া শুধু শুধু লোক্যালিটি পোস্ট করে ফোরাম টিকে স্প্যামিংয়ে রূপান্তরিত করা ঠিক নয় ।
-
লোকোয়ালিটি পোস্ট দেখলে মডারেটরদের কাছে রিপোর্ট করুন। রিপোর্ট টু মডারেটর বাটনে ক্লিক করুন। তাহলে এসব জেড বিমানের গতিতে পোস্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কিছুদিন আগে একজন জেড বিমানের গতিতে হিরো মেম্বার হয়েছেন। যেইনা হিরো হয়েছেন সেই বাংলা বোর্ড অফ। এখন দেখলাম গ্লোবাল সেকশনেও স্পাম ও লোকোয়ালিটি পোস্ট করে যাচ্ছে সে। :D
হ্যাঁ ভাই অবশ্যই এ ধরনের যারা স্পাম বা লো-কলেটির পোস্ট করে জেট বিমানের মত হিরো মেম্বার হয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যারা সাধারণ ইউজার আছি তারা এ ধরনের কোন আইডি দেখতে পেলে। তারি মডারেটর ভাইকে জানিয়ে তাকে সাহায্য করব। যাতে এ ধরনের লোক্যালিটি পোস্ট না করে তারা হিরো মেম্বার হতে না পারে। সেজন্য আমরা যারা এধরনের কোনো রকমের পোস্ট করা আইডি দেখতে পেলে রিপোর্ট টু মডারেটর বাটনে ক্লিক করে মডারেটর ভাইকে বিষয়টি জানাবো।
-
এটা বেশি কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের বাংলা বোর্ডে এই ধরনের আচরন বেশি দেখা যায়। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। কেন না এটা না করলে লাগামহীন হয়ে যাবে ফোরাম। তাই যারা দায়িত্বে আছেন তাদের নজর দেওয়া উচিত।
-
হ্যাঁ ভাই কিছু লোক আছে যারা ফোরামে নিজের অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য লো কলেটির বা নিম্নমানের টপিক তৈরি করে পোস্ট করে যাচ্ছে। শুধুমাত্র তাদের আইডির র্যাংক বৃদ্ধি করার জন্য তারা লো কলেটির পোস্ট করে যাচ্ছে। এ ধরনের পোস্ট থেকে আমাদের সবার বিরত থাকা উচিত। বিশেষ করে আমরা নতুনরা আছি তাদের প্রত্যেকে সিনিয়র ভাইদের পোস্টগুলো আগে ভালোভাবে পড়ে।তারপর সেই পোস্টে সঠিক তথ্য দিয়ে কমেন্ট করা উচিত। অযথা র্যাংক বৃদ্ধি করার জন্য নিম্নমানের লোক্যালিটি পোস্ট করবো না।
-
বর্তমানে ফোরামের সবাই তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য রকেটের গতিতে পোস্ট করে যাচ্ছে, আর একদিনে রকেটের গতিতে পোস্ট করার কারণে তাদের পোস্টে সেরকম কোন তথ্য বা শিক্ষামূলক কোন কিছু থাকে না। অর্থাৎ তারা লো কোয়ালিটির পোস্ট করে থাকে। যেসব ইউজার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য লো কোয়ালিটির পোস্ট করছে, তারা দয়া করে এটা মাথায় রাখবেন এতে আপনাদের আইডির সমস্যা হতে পারে । তাই ঝড়ের গতিতে পোস্ট না করে দিনে তথ্য বহুল ৩-৪ পোস্ট করুন।
-
আপনার কাছে আমার প্রশ্ন লোক্যালিটি পোস্ট কি?
আবার কনস্ট্রাক্টিভ পোস্ট কি?
এই দুটি প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে পারেন?
আপনার প্রোফাইলে আমি দেখেছি । আপনি কেমন পোস্ট করেন তাও আমি দেখেছি। আমাদের এলাকার অনেক মানুষ এই ফোরামে কাজ করে। সবাই পোস্টের বিষয়ে প্রতিনিয়ত আলোচনা করি। সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ী তারা বলে থাকেন প্রশ্নের মান প্রত্যেকটা লোকাল বোর্ডে এরকমই হয়। আমিও তাদের সাথে একমত। প্রতিনিয়ত বাংলা ফোরামে আলোচনা চলবে এবং বাংলা ফোরাম ভালো অবস্থানে যাবে। নতুনদের আমরা শেখাবো নতুনরা শিখবে। আশা করি প্রত্যেকটা সম্প্রদয় এখান থেকে উপকৃত হবে।
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
আমি আমাদের লোকাল বোর্ড এর সকল ভাইদের বলবো আপনারা প্রতিদিন চার থেকে পাঁচটি পোস্ট করুন এবং পারলে দুই থেকে তিনটা নতুন টপিক তৈরি করুন এতে করে স্প্যামিংয়ের সংখ্যা কমে যাবে নতুন নতুন তথ্য নতুন কিছু জানতে পারবে। আর সবাই যদি প্রতিদিন চার থেকে পাঁচটা করে লোকাল ভরে পোস্ট করে তাহলে আমাদের লোকাল বোর্ড এর উন্নতি হবে পাশাপাশি আইডি এর রাঙ্ক আফ হবে।
-
ইদানিং বাংলা বোর্ডে পোস্টার কোয়ালিটি অনেক ভাল। বিশেষ করে আমি যখন বেশিরভাগ ইউজারের পোস্টগুলো পড়ে রিপ্লাই দেয় তখন মনে হয় সবার পোস্ট এর কোয়ালিটি উন্নত মানের। সুতরাং লো কোয়ালিটি এর পোস্ট খুব কম। তাই প্রত্যেকটা ইউজারদের পোস্ট গুলো লক্ষ্য করুন এবং বুঝতে চেষ্টা করুন। দেখতে পাবেন প্রত্যেকটা ইউজারদের পোস্টের কলেটি একটু হলেও ভালো।
-
সবাই কিন্তু লো-কোয়ালিটি পোস্ট করছি না। বর্তমানে বেশ নতুন ইউজার এসেছে তারা বেশিরভাগই এ ধরনের পোস্ট করছে। ইতিমধ্যে মডারেটর বালাম ভাই তিনি তাদের সবাইকে সতর্ক করে দিয়েছেন আশা করি অবশ্যই তারা শুধরে যাবে না।কিন্তু প্রত্যেকের পোস্ট যে খারাপ হয় তা কিন্তু না আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন।
-
আপনি ঠিকই বলেছেন যে ইদানিং লো কোয়ালিটি এর ফোর্স বেশি করা হচ্ছে । যারা লো কোয়ালিটির পোস্ট করে সাধারণত অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। তাই তাদের কাছে অনুরোধ যারা লো কোয়ালিটির পোস্ট করেন। আর লো কোয়ালিটির পোস্ট করবেন না কেননা এতে বাংলা ফোরাম অবনতির দিকে অগ্রসর হচ্ছে।
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
আপনি ঠিক বলেছেন এত আলোচনার পরও বাংলা বোর্ডে ঢুকলেই লো কোয়ালিটি পোস্ট এবং সিট পোস্টার দের পোস্ট বেশি দেখা যায়। যার ফলে বাংলা বোর্ডে পোস্ট এর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মডারেটর ভাই এখন খুব সতর্ক তিনি বারবার সবাইকে সতর্ক করছেন তারপরও ঠিক হচ্ছে না। আশা করছি সবাই সাবধান হয়ে যাবেন।
-
আপনি ঠিকই বলেছেন যে ইদানিং লো কোয়ালিটি এর ফোর্স বেশি করা হচ্ছে । যারা লো কোয়ালিটির পোস্ট করে সাধারণত অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। তাই তাদের কাছে অনুরোধ যারা লো কোয়ালিটির পোস্ট করেন। আর লো কোয়ালিটির পোস্ট করবেন না কেননা এতে বাংলা ফোরাম অবনতির দিকে অগ্রসর হচ্ছে।
আমি গত কয়েকদিনে আপনার কিন্তু অনেকগুলো পোস্ট আমি ডিলিট করে দিয়েছি লো কোয়ালিটির কারণে। আপনার পোস্টও লো কোয়ালিটিতে ভরা। সিনিয়র হয়েছেন এখনও জুনিয়রদের মতই কমেন্ট করেছেন অনেকগুলো যা খুবই দৃষ্টিকটু ছিলো বিধায় ডিলিট করেছি। সামনে এমন লো কোয়ালিট পোস্ট না করার জন্য আপনাকেও জানিয়ে দিলাম।
-
ফোরামে অনেকেই পোস্ট করছে শেখার জন্য নয় অ্যাক্টিভিটি বাড়াবার জন্য। আসলে প্রত্যেকদিন যদি 30 থেকে 40 টা পোস্ট করা হয় তাহলে কখনই পোস্টের এর মান ভালো হবে না। নিয়মিত যদি 6 থেকে 8 টা পোস্ট করা হয় তাহলে কিন্তু দেখা যাবে অবশ্যই পোস্ট ভালো হবে। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের ফোরামের মডারেটর তিনি অনেক ইউজারদের বলে দিয়েছে এরকম আজেবাজে পোস্ট করলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতএব সবাইকেই কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে।
-
আমাদের বাংলা লোকাল বোর্ডে কিছু অসাধু ইউজার আছে যারা সব সময় লো-কোয়ালিটির পোস্ট করে থাকে,কপি পেস্ট নিয়ে ব্যাস্ত হয়ে পরে। তারা একটানা ২০-৩০টা করে পোস্ট করে তাদের র্যাংক আপ করার জন্য যা করা মোটেই উচিৎ নয়। আমার মনে হয় একজন ইউজারের প্রতিদিন গড়ে ৩-৫টা মানসম্মত পোস্ট করাটা বেটার।
-
আমাদের বাংলা লোকাল বোর্ডে কিছু অসাধু ইউজার আছে যারা সব সময় লো-কোয়ালিটির পোস্ট করে থাকে,কপি পেস্ট নিয়ে ব্যাস্ত হয়ে পরে। তারা একটানা ২০-৩০টা করে পোস্ট করে তাদের র্যাংক আপ করার জন্য যা করা মোটেই উচিৎ নয়। আমার মনে হয় একজন ইউজারের প্রতিদিন গড়ে ৩-৫টা মানসম্মত পোস্ট করাটা বেটার।
লো কোয়ালিটি পোস্টের জন্য কাউকে অসাধু বলা যাবেনা কারণ সে চিটিং বাটপারি করেনি। কপি পেস্ট, বাউন্টি চিটিং, মাল্টিপল একাউন্ট যে চালায় তাকে অসাধু বলা যেতে পারে। লো কোয়ালিটি পোস্ট চেস্টা করলে উন্নত করা যায়। আর হা যারা এত পোস্ট করে তাদের সবাইকে আমি ফলো করে দেখেছি যে শুধু র্যাংক আপ করার জন্যই করে। র্যাংক আপ হলে তারা বাংলা বোর্ড কি তা ভুলেই যায়। আর গ্লোবাল সেকশনে গিয়ে তখনও লো কোয়ালিটি, স্পাম, অফ টপিক, কপি পেস্ট করে যা আমার নজরে আসে। ভাই ফোরামে এখন যে যাই করুক আমার নজরে আগেও পড়তো এখন তো গ্লোবাল মড হওয়ায় সব নজরে আসবে আরো সহজে। তাই এসব স্পামার, চিটারদের বাংলা ছাড়লেও রক্ষা নেই। ভালো না হলে কোথাও ছাড় পাবেনা।
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
আপনি ঠিক বলেছেন ফোরামে নতুন কিছু ইউজার রয়েছে তারা শুধু নিজের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য তুমুল গতিতে পোস্ট করে যাচ্ছে। এবং কী লো কোয়ালিটি পোস্ট করে যাচ্ছে। তাদের উচিত সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালোভাবে পরতে হবে তার পর বুঝে পোচ করতে হবে। আশা করি ফোরামে যারা নতুন ইউজার রয়েছে তারা যেন ফোরামে নিয়ম অনুযায়ী কাজ করে এবং সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালোভাবে পড়ে তারপরে পোস্ট করে। তাহলে আমাদের ফোরাম অনেক উন্নতি দিকে এগিয়ে যাবে।
-
সব জায়গাতেই দুই চার জন সুযোগ সন্ধানী লোক থাকে যারা সব সময় সুবিধা নিতে চায়। বাংলাবোর্ডেও এরকম কিছু লোক আছেন যারা শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য দ্রুত গতিতে লো-কোয়ালিটি পোস্ট করে যাচ্ছেন; এতে এই বোর্ড ইমেজ সংকটে পড়ছে। লো-কোয়ালিটি পোস্ট ফোরামের কারো কোন কাজে লাগে না। এ বিষয়ে মডারেটরসহ সিনিয়র ভাইয়েরা বারবার সতর্ক করা সত্ত্বেও তারা সংশোধন হচ্ছেন না। আমি তাদের করজোরে অনুরোধ করছি, এবার থামুন, বাংলাবোর্ড কে বাচান।
-
হ্যাঁ আমরা ইদানিং লক্ষ্য করছি যে ফোরামে কিন্তু অনেক লো কোয়ালিটির পোস্ট হচ্ছে বেশি এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তা না হলে আমরা এই বাংলাপরান কি কোনদিন উপরে নিয়ে যেতে পারবো না বাংলা ফোরাম আমাদের খুব খুব জনপ্রিয় একটি ফোরাম হয়ে উঠেছে বর্তমানে এটা আমাদের অবশ্যই অবশ্যই ধরে রাখতে হবে আর এজন্য আমরা প্রতিনিয়ত কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করার মাধ্যমে আমরা একরামকে আরও উন্নতির শিখরে পৌঁছে দিতে চাই এজন্য আমাদের সকলের কাজ করতে হবে সকলে মিলে কাজ করলে অবশ্য অবশ্যই আমরা একরামকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবো
-
আমাদের এই ফোরামে কিছু কিছু নতুন ইউজার রয়েছে তারা শুধু রেংক বাড়ানোর জন্য বাংলা ফোরামে এসে পোস্ট করে। তাই আমি এসব ইউজার দের কাছ থেকে ভালো মানের পোস্ট আশা করব। তারা জানে এই বাংলা লোকাল বোর্ডের বেশি বেশি সময় দেন।
-
ফোরামে ইদানিং লো কোয়ালিটির পোস্ট বেশি দেখা যায়।
তার কারণ হচ্ছে:
ফোরামে দিনদিন নতুন ইউজার যোগ হচ্ছে। যারা নতুন যোগ হয়েছে তারা ফোরামের রুলস সম্পর্কে ধারণা নেই।তার জন্যে দেখা যাইতেছে যে ফোরামে লো কোয়ালিটির পোস্ট বেশি দেখা যায়। যারা নতুন ইউজার আছে তাদের যদি বড় ইউজাররা সাহায্য করে তাহলে এই ফোরামের আর কোন সমস্যা থাকবে না। আর নতুনদেরও মনোযোগ দিয়ে কাজ করতে হবে অ্যাক্টিভিটি বেশি থাকতে হবে তাহলেই খুব সহজেই ফোরামের সবকিছু মেনে চলতে সহজ হবে।
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন অনেক ইউজাররা রয়েছে যারা সবসময় নিজেদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ঝড়ের গতিতে পোস্ট করে যাচ্ছেন। যেগুলোর অধিকাংশ মানসম্মত নয়। আর সেই পোস্ট গুলোর মধ্যে থেকে নতুন ইউজার রা কিছুই শিখতে পারছে না। এভাবে চলতে থাকলে বাংলা ফোরামের কোনদিন উন্নতি হবে না। আইডির র্যাংক বাড়ানোর জন্য দিনে ২০-৩০ টা পোস্ট করে ফেলে। যেগুলো মানস্মত নয়। যেগুলোর স্প্যামিং হিসেবে ধরে নেওয়া হয়। এরকম করাটা উচিত নয় এভাবে দিনের পর দিন ঝড়ের গতিতে পোস্ট করে গেলে নতুন ইউজাররা তো কিছু শিখতে পারবেই না বরং তার আইডিটা ব্যান হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই স্প্যামারদের কাছে আমার অনুরোধ স্পামিং বন্ধ করুন এবং মানসম্মত পোস্ট করুন যাতে। বাংলা ফোরামের উন্নতি হতে পারে এবং নতুন ইউজার রা এর থেকে কিছু শিখতে পারেন।
-
আমিও কিছু দিন আগে এই বিষয়টা খেয়াল করে দেখেছি যে আমাদের লোকাল বোর্ডে অনেক ইউজার আজেবাজে পোস্ট করে থাকে। তাদের পোস্টের মান অনেক কম, তারা বেশির ভাগ সময় স্পাম করে থাকে। তবে সম্প্রতি এই সমস্যা কিছুটা কমে এসেছে। আমাদের ফোরামের মডারেটর ভাই অনেক নজরদারি করার ফলে এই সমস্যা শেষের দিকে। আশা করি ভবিষ্যতে আর কখনো এই ধরনের সমস্যা আমাদের ফোরামে আর হবে না।
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
হ্যাঁ ভাই আমাদের বাংলা ফোরামে অনেক লো কলেটির পোস্ট হচ্ছে ইদানিং। অনেক সিনিয়র ভাই হয়েও লোক্যালিটি পোস্ট করে যাচ্ছেন তারা এক লাইন দু লাইন দিয়ে পোস্ট করছেন। তারা ফোরামের নিয়ম মানতেই চাচ্ছেনা। ফোরামের সিনিয়র ভাইদের কাজ দেখে জুনিয়র যারা আছে তারা কাজ শিখবে কিন্তু সেটার কোনো উপায় নেই । আমিমনে করি ফুল মেম্বার থেকে শুরু করে আপার লেভেলের যত সিনিয়র ভাইরা আছেন সকলের পোস্ট গুলো খুবই তথ্যবহুল হওয়া উচিত।
-
সম্প্রতি কিছু ইউজার তাদের আইডি-এর র্যাংক আপ করার লক্ষ্যে বাংলা লোকাল বোর্ডে অতিরিক্ত পোস্ট করে যাচ্ছেন রকেটের গতিতে , যার অধিকাংশই লো-কোয়ালিটি সম্পন্ন। যারা এই ধরনের পোস্ট করে চলেছেন তারা একটু পোস্টের গুনগত মান বিচার বিবেচনা করে তারপর পোস্ট করুন। এতে আপনাদেরও এক্টিভিটি বাড়বে, সবাই কিছু শিখতেও পারবে।
ধন্যবাদ...........
এই ক্ষেত্রে আমি মনে করি বিজ্ঞদের কিছু করণীয় আছে। যখন দেখবেন কোনো নতুন মেম্বার একটা থ্রেডে গিয়ে নিম্নমানের পোস্ট করতেছে কিংবা একটা বিষয়ে উল্লেখ করে পোস্ট করেছে যেটা যুগোপযোগী নয়, সাথে সাথে তাকে মেনশন করুন কিংবা ওই পোস্ট এর লিংক সহকারে তালে পার্সোনাল মেসেজ এর মাধ্যমে জানিয়ে দিন। সাথে বলে দিন সে যেন কোনো বিষয়ে বলার আগে বুঝে শুনে তার পরে বলে। যদি সম্ভব হয় তাকে তার ভুল গুলো ধরিয়ে দিন যাতে সে তা সংশোধন করতে পারে পরবর্তীতে। কারণ আমি অনেক সময় দেখেছি নিম্নমানের পোস্ট বললে তারা বুঝে না ঠিক কোন কারনে তাদেরকে এটা বলা হয়েছে, যেহেতু তারা নতুন তারা অনেক কিছুই এখনো জানে না।