Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on May 14, 2024, 07:10:02 PM

Title: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on May 14, 2024, 07:10:02 PM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যারা ফোরামে আগে থেকেই আছেন এবং যারা নতুন আসছেন সবাইকেই এই ফোরামে স্বাগতম

আমাদের বাংলা বোর্ডে এখন অনেকেই এক্টিভ আছে তবে এক্টিভ থাকলেও তারা গ্লোবালে পোস্ট করে যাচ্ছেন কারন তারা বাংলাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। এখানে কোনো নতুন টপিক ক্রিয়েট করা হচ্ছে না যার কারনে অনেকে বাংলাতে পোস্ট করতে চাইলেও তারা নতুন টপিক না পেয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই আজ থেকে যে নতুন টপিক খুলবে তাকে +কারমা দেওয়া হবে এবং টপিকের প্রথন ৩ পোস্ট দাতাকেও দেওয়া হবে +কারমা। তাই সবাই নতুন নতুন টপিক ক্রিয়েট করুন এবং +কারমা নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ

শুভেচ্ছান্তে
JISAN
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: kulkhan on May 17, 2024, 10:41:55 PM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যারা ফোরামে আগে থেকেই আছেন এবং যারা নতুন আসছেন সবাইকেই এই ফোরামে স্বাগতম

আমাদের বাংলা বোর্ডে এখন অনেকেই এক্টিভ আছে তবে এক্টিভ থাকলেও তারা গ্লোবালে পোস্ট করে যাচ্ছেন কারন তারা বাংলাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। এখানে কোনো নতুন টপিক ক্রিয়েট করা হচ্ছে না যার কারনে অনেকে বাংলাতে পোস্ট করতে চাইলেও তারা নতুন টপিক না পেয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই আজ থেকে যে নতুন টপিক খুলবে তাকে +কারমা দেওয়া হবে এবং টপিকের প্রথন ৩ পোস্ট দাতাকেও দেওয়া হবে +কারমা। তাই সবাই নতুন নতুন টপিক ক্রিয়েট করুন এবং +কারমা নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ

শুভেচ্ছান্তে
JISAN
চমৎকার উদ্যোগ আমি মনেকরি এটার কারনে বাংলা বোর্ডে পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং এই প্রোরোদনার জন্য এখানে প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। আর আপনি যথার্থই বলেছেন, আমরা গ্লোবাল বোর্ডকে বেশিই গুরুত্ব দিচ্ছি এবং বাংলা বোর্ডকে একেবারে এড়িয়ে চলছি ফলে আমাদের বাংলা বোর্ডে নতুন নতুন টপিক বা পোস্ট বৃদ্ধি পাচ্ছে না।

আমি মনেকরি আপনি চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করেছেন। এতে আমাদের বাংলা বোর্ডে অনেক এনগেজমেন্ট হবে বলে আমি আশাবাদী।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on May 18, 2024, 09:57:48 PM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যারা ফোরামে আগে থেকেই আছেন এবং যারা নতুন আসছেন সবাইকেই এই ফোরামে স্বাগতম

আমাদের বাংলা বোর্ডে এখন অনেকেই এক্টিভ আছে তবে এক্টিভ থাকলেও তারা গ্লোবালে পোস্ট করে যাচ্ছেন কারন তারা বাংলাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। এখানে কোনো নতুন টপিক ক্রিয়েট করা হচ্ছে না যার কারনে অনেকে বাংলাতে পোস্ট করতে চাইলেও তারা নতুন টপিক না পেয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই আজ থেকে যে নতুন টপিক খুলবে তাকে +কারমা দেওয়া হবে এবং টপিকের প্রথন ৩ পোস্ট দাতাকেও দেওয়া হবে +কারমা। তাই সবাই নতুন নতুন টপিক ক্রিয়েট করুন এবং +কারমা নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ

শুভেচ্ছান্তে
JISAN
চমৎকার উদ্যোগ আমি মনেকরি এটার কারনে বাংলা বোর্ডে পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং এই প্রোরোদনার জন্য এখানে প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। আর আপনি যথার্থই বলেছেন, আমরা গ্লোবাল বোর্ডকে বেশিই গুরুত্ব দিচ্ছি এবং বাংলা বোর্ডকে একেবারে এড়িয়ে চলছি ফলে আমাদের বাংলা বোর্ডে নতুন নতুন টপিক বা পোস্ট বৃদ্ধি পাচ্ছে না।

আমি মনেকরি আপনি চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করেছেন। এতে আমাদের বাংলা বোর্ডে অনেক এনগেজমেন্ট হবে বলে আমি আশাবাদী।
বাংলা বোর্ডে কোনো নতুন টপিক ক্রিয়েট হচ্ছে না। এর জন্য এখানে এখন টোটালি পোস্ট বন্ধ হচ্ছে। তাই এটা করা যেনো কারমা এর জন্য নতুট টপিক ক্রিয়েট করার জন্য উৎসাহিত হয় সবাই। তবে তেমন ফলাফল পাচ্ছি না। এখনো কেউ টপিক ক্রিয়েট করলো না কোনো ইউজার। সমস্যা নাই আশা করি ক্রিয়েট করবে। আমার ব্যাস্ততা প্রায় শেষ আমি টপিক ক্রিয়েট করা শুরু করে দিবো। আপনিও চেষ্টা করবেন আপনি তো এই ফোরামের অনেক পুরাতন মেম্বার আপনি অনেক কিছু জানেন
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: God Of Thunder on May 21, 2024, 04:17:43 PM
বাংলা বোর্ডে কোনো নতুন টপিক ক্রিয়েট হচ্ছে না। এর জন্য এখানে এখন টোটালি পোস্ট বন্ধ হচ্ছে। তাই এটা করা যেনো কারমা এর জন্য নতুট টপিক ক্রিয়েট করার জন্য উৎসাহিত হয় সবাই। তবে তেমন ফলাফল পাচ্ছি না। এখনো কেউ টপিক ক্রিয়েট করলো না কোনো ইউজার। সমস্যা নাই আশা করি ক্রিয়েট করবে। আমার ব্যাস্ততা প্রায় শেষ আমি টপিক ক্রিয়েট করা শুরু করে দিবো। আপনিও চেষ্টা করবেন আপনি তো এই ফোরামের অনেক পুরাতন মেম্বার আপনি অনেক কিছু জানেন

ভাই আসলে লোকাল বোর্ড এ কোনো পোষ্ট না হলে বোর্ড চেক ও করা হয় না। নিয়মিত যদি কেউ ইন্টারেষ্টিং কিছু শেয়ার না করে তাহলে বোর্ড ভিজিট করতেও ভালো লাগে না। আশা করি আপনার উদ্দ্যোগ কিছুটা হলেও কাজে দেবে। যেমন আপনার পোষ্ট দেখার পর আমি একটা থ্রেড ক্রিয়েট করেছি যেটা আসলে ক্রিয়েট করার দরকার ছিলো। এডমিনের কাছ থেকে অলরেডি আপডেট ও পেয়ে গেছি এই ব্যাপারে।

সামনে টি-২০ বিশ্বকাপ আসছে। ভাবছি নতুন করে থ্রেড ক্রিয়েট করবো? নাকি এই রিলেটেড অন্য কোনো থ্রেড আছে? এমনিতে টি-২০ এর জন্য তো থ্রেড আছে, তবে বিশ্বকাপের জন্য কি আলাদা থ্রেড ক্রিয়েট করলে ভালো হবে? আপনারা কি বলেন?
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on May 21, 2024, 05:36:37 PM
বাংলা বোর্ডে কোনো নতুন টপিক ক্রিয়েট হচ্ছে না। এর জন্য এখানে এখন টোটালি পোস্ট বন্ধ হচ্ছে। তাই এটা করা যেনো কারমা এর জন্য নতুট টপিক ক্রিয়েট করার জন্য উৎসাহিত হয় সবাই। তবে তেমন ফলাফল পাচ্ছি না। এখনো কেউ টপিক ক্রিয়েট করলো না কোনো ইউজার। সমস্যা নাই আশা করি ক্রিয়েট করবে। আমার ব্যাস্ততা প্রায় শেষ আমি টপিক ক্রিয়েট করা শুরু করে দিবো। আপনিও চেষ্টা করবেন আপনি তো এই ফোরামের অনেক পুরাতন মেম্বার আপনি অনেক কিছু জানেন

ভাই আসলে লোকাল বোর্ড এ কোনো পোষ্ট না হলে বোর্ড চেক ও করা হয় না। নিয়মিত যদি কেউ ইন্টারেষ্টিং কিছু শেয়ার না করে তাহলে বোর্ড ভিজিট করতেও ভালো লাগে না। আশা করি আপনার উদ্দ্যোগ কিছুটা হলেও কাজে দেবে। যেমন আপনার পোষ্ট দেখার পর আমি একটা থ্রেড ক্রিয়েট করেছি যেটা আসলে ক্রিয়েট করার দরকার ছিলো। এডমিনের কাছ থেকে অলরেডি আপডেট ও পেয়ে গেছি এই ব্যাপারে।
হ্যা যখনই বাংলা বোর্ড ভিজিটি করে এখানে কোনো নতুন টপিক দেখি না আবার নতুন পোস্টও দেখি না। পোস্ট হবে কেমনে যেখানে সকল টপিক অনেক পুরাতন আর সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই অনেকবার ডিস্কাসন হয়েছে। এর জন্য এমন একটা উদ্যোগ নিয়ে চেষ্টা করলাম নতুনত্ব দেখা যায় কি না। আশা করি কিছুটা হলেও নতুনত্ব দেখা যাবে। আমি একটা বিষয় লখ্য করেছি যে কোনো একটা টপিক ক্রিয়েট করলে সেই টপিক অনেকে ভিজিটি করে। কিন্তু সেখানে তারা পোস্ট কেনো করেননা!

Quote
সামনে টি-২০ বিশ্বকাপ আসছে। ভাবছি নতুন করে থ্রেড ক্রিয়েট করবো? নাকি এই রিলেটেড অন্য কোনো থ্রেড আছে? এমনিতে টি-২০ এর জন্য তো থ্রেড আছে, তবে বিশ্বকাপের জন্য কি আলাদা থ্রেড ক্রিয়েট করলে ভালো হবে? আপনারা কি বলেন?
T20 নিয়ে ইতিমধ্যেই টপিক আছে আমরা সেই টপিকেই আলোচনা করতে পারি। এর জন্য নতুন টপিক ক্রিয়েট না করলেও হয়।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Crypto Library on May 22, 2024, 08:20:38 PM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যারা ফোরামে আগে থেকেই আছেন এবং যারা নতুন আসছেন সবাইকেই এই ফোরামে স্বাগতম

আমাদের বাংলা বোর্ডে এখন অনেকেই এক্টিভ আছে তবে এক্টিভ থাকলেও তারা গ্লোবালে পোস্ট করে যাচ্ছেন কারন তারা বাংলাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। এখানে কোনো নতুন টপিক ক্রিয়েট করা হচ্ছে না যার কারনে অনেকে বাংলাতে পোস্ট করতে চাইলেও তারা নতুন টপিক না পেয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই আজ থেকে যে নতুন টপিক খুলবে তাকে +কারমা দেওয়া হবে এবং টপিকের প্রথন ৩ পোস্ট দাতাকেও দেওয়া হবে +কারমা। তাই সবাই নতুন নতুন টপিক ক্রিয়েট করুন এবং +কারমা নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ

শুভেচ্ছান্তে
JISAN
খুব সুন্দর একটি উদ্বেগ। আশা করি এটি করেও হয়তো আমাদের বাংলা কমিউনিটি এর এক্টিভিটি আবারও বাড়ানো যাবে। আমিও আপনার সাথে থাকবো, চাইলে আপনি এই থ্রেড টাকে এডিট করে আরো সুন্দর একটা ফরমেট দিতে পারেন সেখানে কিছু নিয়ম-কানুন অ্যাড করে।
আমাদের বাংলা থ্রেডের ইউজারদের ভালো ভালো নতুন টপিক এর লিংক একটি নির্দিষ্ট ফরমেটে এখানে শেয়ার করবে। আর আমরা সবাই যারা যারা সাপোর্ট করার ইচ্ছা পোষণ করব তারা নিয়মিত এই থ্রেডটি ভিজিট করে তাদেরকে কারমা দিব।
ধরেন ফরমেটি এই ধরনের রইলঃ
Code: [Select]
টপিকের নামঃ
টপিক লিঙ্কঃ
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on May 23, 2024, 06:37:29 PM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যারা ফোরামে আগে থেকেই আছেন এবং যারা নতুন আসছেন সবাইকেই এই ফোরামে স্বাগতম

আমাদের বাংলা বোর্ডে এখন অনেকেই এক্টিভ আছে তবে এক্টিভ থাকলেও তারা গ্লোবালে পোস্ট করে যাচ্ছেন কারন তারা বাংলাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। এখানে কোনো নতুন টপিক ক্রিয়েট করা হচ্ছে না যার কারনে অনেকে বাংলাতে পোস্ট করতে চাইলেও তারা নতুন টপিক না পেয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই আজ থেকে যে নতুন টপিক খুলবে তাকে +কারমা দেওয়া হবে এবং টপিকের প্রথন ৩ পোস্ট দাতাকেও দেওয়া হবে +কারমা। তাই সবাই নতুন নতুন টপিক ক্রিয়েট করুন এবং +কারমা নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ

শুভেচ্ছান্তে
JISAN
খুব সুন্দর একটি উদ্বেগ। আশা করি এটি করেও হয়তো আমাদের বাংলা কমিউনিটি এর এক্টিভিটি আবারও বাড়ানো যাবে। আমিও আপনার সাথে থাকবো, চাইলে আপনি এই থ্রেড টাকে এডিট করে আরো সুন্দর একটা ফরমেট দিতে পারেন সেখানে কিছু নিয়ম-কানুন অ্যাড করে।
আমাদের বাংলা থ্রেডের ইউজারদের ভালো ভালো নতুন টপিক এর লিংক একটি নির্দিষ্ট ফরমেটে এখানে শেয়ার করবে। আর আমরা সবাই যারা যারা সাপোর্ট করার ইচ্ছা পোষণ করব তারা নিয়মিত এই থ্রেডটি ভিজিট করে তাদেরকে কারমা দিব।
ধরেন ফরমেটি এই ধরনের রইলঃ
Code: [Select]
টপিকের নামঃ
টপিক লিঙ্কঃ
বাংলা বোর্ডে টপিক ক্রিয়েট করলে আমরা দেখতে পাবো কারন এখানে নতুন টপিক নেই বললেই চলে। তবে আমরা এমন কিছু করতে পারি যে আমাদের বাংলাদেশের কমিউনিটির সবাই তাদের ভালো পোস্টগুলোর লিংক দিতে পারে সেটা হোক বাংলা পোস্ট বা গ্লোবাল পোস্ট, তাদের পোস্ট যদি সত্যিই ভালো কোয়ালিটির হয় তাহলে সেখানে +কারমা দেওয়া হবে। তবে এর জন্য এখানে ফরম্যাট দিতে হবে না। নতুন একটা টপিক খোলা হবে। সেখানে একটা ফরম্যাট রাখা হবে কিভানে তারা তাদের পোস্ট লিংকগুলি সাজিয়ে দিবে। এটাও একটা ভালো উদ্যোগ হতে পারে। আমি খুব দ্রুত এটা করবো। ধন্যবাদ আপনাকে...
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Crypto Library on May 23, 2024, 10:07:07 PM
বাংলা বোর্ডে টপিক ক্রিয়েট করলে আমরা দেখতে পাবো কারন এখানে নতুন টপিক নেই বললেই চলে। তবে আমরা এমন কিছু করতে পারি যে আমাদের বাংলাদেশের কমিউনিটির সবাই তাদের ভালো পোস্টগুলোর লিংক দিতে পারে সেটা হোক বাংলা পোস্ট বা গ্লোবাল পোস্ট, তাদের পোস্ট যদি সত্যিই ভালো কোয়ালিটির হয় তাহলে সেখানে +কারমা দেওয়া হবে। তবে এর জন্য এখানে ফরম্যাট দিতে হবে না। নতুন একটা টপিক খোলা হবে। সেখানে একটা ফরম্যাট রাখা হবে কিভানে তারা তাদের পোস্ট লিংকগুলি সাজিয়ে দিবে। এটাও একটা ভালো উদ্যোগ হতে পারে। আমি খুব দ্রুত এটা করবো। ধন্যবাদ আপনাকে...
ভাই আপনি যে আইডিয়াটা বের করলেন- এটা আমার মাথায় যখন আগের পোস্টটি করতে ছিলাম তখনই এসেছিল, কিন্তু আমি আপনাকে সাজেশন দিচ্ছিলাম আমাদের এই বাংলা বোর্ডে টপিক খোলা নিয়ে কারণ আপনি যেহেতু এখানে টপিক খোলা নিয়ে পজিটিভ কারমা দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তবে সেটা করলে কিন্তু শুধুমাত্র পোষ্টের সংখ্যাই বাড়বে, আপনি মূলত টপিক এর ওপর ফোকাস দিয়েছিলেন এটা কিন্তু পিছনে পড়ে যাবে, কারণ টপিক খুলতে আমাদের নানান চিন্তা ভাবনা করে খুলতে হয় যেটাতে একটু এফোরড এবং টাইম দুটোই লাগে, আর যেটা বেশিরভাগ ইউজারই কম খরচ করে।
যাইহোক দুটোই ভালো উদ্যোগ- আপনি করেন বা আমি করি এগুলো বিষয় না তবে এইসব বিষয়ে আমার সাপোর্ট সব সময় থাকবে।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on May 24, 2024, 08:40:35 AM
বাংলা বোর্ডে টপিক ক্রিয়েট করলে আমরা দেখতে পাবো কারন এখানে নতুন টপিক নেই বললেই চলে। তবে আমরা এমন কিছু করতে পারি যে আমাদের বাংলাদেশের কমিউনিটির সবাই তাদের ভালো পোস্টগুলোর লিংক দিতে পারে সেটা হোক বাংলা পোস্ট বা গ্লোবাল পোস্ট, তাদের পোস্ট যদি সত্যিই ভালো কোয়ালিটির হয় তাহলে সেখানে +কারমা দেওয়া হবে। তবে এর জন্য এখানে ফরম্যাট দিতে হবে না। নতুন একটা টপিক খোলা হবে। সেখানে একটা ফরম্যাট রাখা হবে কিভানে তারা তাদের পোস্ট লিংকগুলি সাজিয়ে দিবে। এটাও একটা ভালো উদ্যোগ হতে পারে। আমি খুব দ্রুত এটা করবো। ধন্যবাদ আপনাকে...
ভাই আপনি যে আইডিয়াটা বের করলেন- এটা আমার মাথায় যখন আগের পোস্টটি করতে ছিলাম তখনই এসেছিল, কিন্তু আমি আপনাকে সাজেশন দিচ্ছিলাম আমাদের এই বাংলা বোর্ডে টপিক খোলা নিয়ে কারণ আপনি যেহেতু এখানে টপিক খোলা নিয়ে পজিটিভ কারমা দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তবে সেটা করলে কিন্তু শুধুমাত্র পোষ্টের সংখ্যাই বাড়বে, আপনি মূলত টপিক এর ওপর ফোকাস দিয়েছিলেন এটা কিন্তু পিছনে পড়ে যাবে, কারণ টপিক খুলতে আমাদের নানান চিন্তা ভাবনা করে খুলতে হয় যেটাতে একটু এফোরড এবং টাইম দুটোই লাগে, আর যেটা বেশিরভাগ ইউজারই কম খরচ করে।
যাইহোক দুটোই ভালো উদ্যোগ- আপনি করেন বা আমি করি এগুলো বিষয় না তবে এইসব বিষয়ে আমার সাপোর্ট সব সময় থাকবে।
আমি আজকেই এমন টপিক খুলবো আর যেহেতু এটা শুধুমাত্র এখনকার জন্য না সবসময়ের জন্য থাকবে তাই এটা pin করা রাখার বিষয়ে আপনাদের মতামত  কী? pin করে রাখলে সবাই নজরে আসবে আর ভালো পোস্টের লিংকগুলো সেখানে সাবমিট করতে পারবে। আমাদের কয়েকজন এক্টিভ সদস্য দরকার যারা ভালো পোস্টগুলোর লিংক পোস্ট করলে সেই পোস্টগুলোতে কারমা দিবে এবং নতুন টপিক ক্রিয়েট হলে সেখানে +কারমা দেবে। কারন যখন তারা দেখবে যে টপিক খুললে এবং ভালো পোস্ট করলে বেশি বেশি +কারমা পাওয়া যায় তখন এটির প্রতি আগ্রহ অনক বেশি দেখা যাবে। এখন হয়তবা অনেক ভাবতেছেন যে JISAN ভাই কারমা দিতে চেয়েছে তাইলে তো ১ টা কারমা পাওয়া যাবে আর এই ১ টা কারমার জন্য এতো কষ্ট করে কি হবে। এই ধারনাটি আগে ভাংতে হবে।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Crypto Library on May 24, 2024, 09:22:18 AM
আমি আজকেই এমন টপিক খুলবো আর যেহেতু এটা শুধুমাত্র এখনকার জন্য না সবসময়ের জন্য থাকবে তাই এটা pin করা রাখার বিষয়ে আপনাদের মতামত  কী? pin করে রাখলে সবাই নজরে আসবে আর ভালো পোস্টের লিংকগুলো সেখানে সাবমিট করতে পারবে। আমাদের কয়েকজন এক্টিভ সদস্য দরকার যারা ভালো পোস্টগুলোর লিংক পোস্ট করলে সেই পোস্টগুলোতে কারমা দিবে এবং নতুন টপিক ক্রিয়েট হলে সেখানে +কারমা দেবে। কারন যখন তারা দেখবে যে টপিক খুললে এবং ভালো পোস্ট করলে বেশি বেশি +কারমা পাওয়া যায় তখন এটির প্রতি আগ্রহ অনক বেশি দেখা যাবে। এখন হয়তবা অনেক ভাবতেছেন যে JISAN ভাই কারমা দিতে চেয়েছে তাইলে তো ১ টা কারমা পাওয়া যাবে আর এই ১ টা কারমার জন্য এতো কষ্ট করে কি হবে। এই ধারনাটি আগে ভাংতে হবে।
এক টপিকটি পিন করে রাখতে পারেন। হ্যাঁ এটা করা ছাড়া তার উপায় নাই কারণ আমার মনে হয় আমাদের বাংলাদেশ বোর্ডের কোন সদস্য একটি  কারমা এর উপরে বেশি দিতে পারে না। আর এর জন্য হয়তো বা যারা তাদের ভালো পোস্ট বা টপিকগুলোকে লিংক আকারে দিবে তারা   অনাগ্রহ প্রকাশ করতে পারে।
যদিও আমি জানিনা বর্তমানে আমাদের বাংলাদেশ বোর্ডে কতজন মেম্বার একটিভ রয়েছে। তাই আমি বলব যে প্রাথমিকভাবে দেখতে হবে কতজন মেম্বার আমাদের বোর্ডে একটিভ রয়েছে এবং একটিভ ইউজারদের নিয়ে তারপর একটি সদস্য কমিটি গঠন করতে হবে যারা ভালো ভালো পোস্টগুলোতে  কারমা দিবে। হতে পারে এটা পাঁচ সদস্যের বা তারও বেশি।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on May 26, 2024, 06:57:42 PM
আমি আজকেই এমন টপিক খুলবো আর যেহেতু এটা শুধুমাত্র এখনকার জন্য না সবসময়ের জন্য থাকবে তাই এটা pin করা রাখার বিষয়ে আপনাদের মতামত  কী? pin করে রাখলে সবাই নজরে আসবে আর ভালো পোস্টের লিংকগুলো সেখানে সাবমিট করতে পারবে। আমাদের কয়েকজন এক্টিভ সদস্য দরকার যারা ভালো পোস্টগুলোর লিংক পোস্ট করলে সেই পোস্টগুলোতে কারমা দিবে এবং নতুন টপিক ক্রিয়েট হলে সেখানে +কারমা দেবে। কারন যখন তারা দেখবে যে টপিক খুললে এবং ভালো পোস্ট করলে বেশি বেশি +কারমা পাওয়া যায় তখন এটির প্রতি আগ্রহ অনক বেশি দেখা যাবে। এখন হয়তবা অনেক ভাবতেছেন যে JISAN ভাই কারমা দিতে চেয়েছে তাইলে তো ১ টা কারমা পাওয়া যাবে আর এই ১ টা কারমার জন্য এতো কষ্ট করে কি হবে। এই ধারনাটি আগে ভাংতে হবে।
এক টপিকটি পিন করে রাখতে পারেন। হ্যাঁ এটা করা ছাড়া তার উপায় নাই কারণ আমার মনে হয় আমাদের বাংলাদেশ বোর্ডের কোন সদস্য একটি  কারমা এর উপরে বেশি দিতে পারে না। আর এর জন্য হয়তো বা যারা তাদের ভালো পোস্ট বা টপিকগুলোকে লিংক আকারে দিবে তারা   অনাগ্রহ প্রকাশ করতে পারে।
যদিও আমি জানিনা বর্তমানে আমাদের বাংলাদেশ বোর্ডে কতজন মেম্বার একটিভ রয়েছে। তাই আমি বলব যে প্রাথমিকভাবে দেখতে হবে কতজন মেম্বার আমাদের বোর্ডে একটিভ রয়েছে এবং একটিভ ইউজারদের নিয়ে তারপর একটি সদস্য কমিটি গঠন করতে হবে যারা ভালো ভালো পোস্টগুলোতে  কারমা দিবে। হতে পারে এটা পাঁচ সদস্যের বা তারও বেশি।
হ্যা ৫ জন এমন সদস্য হলেই হবে যারা কারমা দিবে। এর মধ্যে আপনি মনে হচ্ছে আগ্রহী। Learn Bitcoin ফোরামে যথেষ্ট সময় দেন দেখা যাচ্ছে সে সম্ভবত আগ্রহী হতে পারে। আমি তো করবই আর ২ জন হলেই হবে। তবে এখানে ক্যাম্পেন কম আসাতে এবং কিছু ক্যাম্পেন বন্ধ হওয়াতে ইউজার আবারো ইনএক্টিভ হয়ে পড়েছে। btt এর মতো এই ফোরামনে সিরিয়াসলি নিচ্ছে না। দেখা যাক কারমা দেওয়ার বিষয়টা বাংলাদেশের ইউজারদের কতটা এক্টিভ করতে পারে।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: God Of Thunder on May 27, 2024, 03:58:52 AM
হ্যা ৫ জন এমন সদস্য হলেই হবে যারা কারমা দিবে। এর মধ্যে আপনি মনে হচ্ছে আগ্রহী। Learn Bitcoin ফোরামে যথেষ্ট সময় দেন দেখা যাচ্ছে সে সম্ভবত আগ্রহী হতে পারে। আমি তো করবই আর ২ জন হলেই হবে। তবে এখানে ক্যাম্পেন কম আসাতে এবং কিছু ক্যাম্পেন বন্ধ হওয়াতে ইউজার আবারো ইনএক্টিভ হয়ে পড়েছে। btt এর মতো এই ফোরামনে সিরিয়াসলি নিচ্ছে না। দেখা যাক কারমা দেওয়ার বিষয়টা বাংলাদেশের ইউজারদের কতটা এক্টিভ করতে পারে।

হ্যা, এই ব্যাপারে আমিও আগ্রহী আছি। আমি সপ্তাহে অন্তত ৫-৬ দিন ফোরামে আসি এবং নিয়মিত পোস্ট করি। সুতরাং, আমাকে পাশে পাবেন। লোকাল বোর্ড এর কাজে আসবে এরকম যেকোনো উদ্দোগে আমাকে পাশে পাবেন। এখন মেইন সমস্যা হচ্ছে মানুষ ক্যাম্পেইন ছাড়া ফোরামে সময় দিতে চায় না। কোনো ইনকাম যদি না থাকে, তাহলে কেউ সময় নষ্ট করতে চায় না। আমি চাচ্ছি আমাদের লোকালে এয়ারড্রপ পোষ্ট করে সেই সাইড টা একটু একটিভ রাখতে। সেখান থেকে আমার পোষ্ট দেখে যদি কারো ২ পয়সা ইনকাম হয়, তাহলে তো ভালো। এতে করে যদি অন্তত কেউ ফোরাম ভিজিট করে।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on May 29, 2024, 03:58:27 PM
হ্যা ৫ জন এমন সদস্য হলেই হবে যারা কারমা দিবে। এর মধ্যে আপনি মনে হচ্ছে আগ্রহী। Learn Bitcoin ফোরামে যথেষ্ট সময় দেন দেখা যাচ্ছে সে সম্ভবত আগ্রহী হতে পারে। আমি তো করবই আর ২ জন হলেই হবে। তবে এখানে ক্যাম্পেন কম আসাতে এবং কিছু ক্যাম্পেন বন্ধ হওয়াতে ইউজার আবারো ইনএক্টিভ হয়ে পড়েছে। btt এর মতো এই ফোরামনে সিরিয়াসলি নিচ্ছে না। দেখা যাক কারমা দেওয়ার বিষয়টা বাংলাদেশের ইউজারদের কতটা এক্টিভ করতে পারে।

হ্যা, এই ব্যাপারে আমিও আগ্রহী আছি। আমি সপ্তাহে অন্তত ৫-৬ দিন ফোরামে আসি এবং নিয়মিত পোস্ট করি। সুতরাং, আমাকে পাশে পাবেন। লোকাল বোর্ড এর কাজে আসবে এরকম যেকোনো উদ্দোগে আমাকে পাশে পাবেন। এখন মেইন সমস্যা হচ্ছে মানুষ ক্যাম্পেইন ছাড়া ফোরামে সময় দিতে চায় না। কোনো ইনকাম যদি না থাকে, তাহলে কেউ সময় নষ্ট করতে চায় না। আমি চাচ্ছি আমাদের লোকালে এয়ারড্রপ পোষ্ট করে সেই সাইড টা একটু একটিভ রাখতে। সেখান থেকে আমার পোষ্ট দেখে যদি কারো ২ পয়সা ইনকাম হয়, তাহলে তো ভালো। এতে করে যদি অন্তত কেউ ফোরাম ভিজিট করে।
আপনি ইতিমধ্যে কয়েকটা এয়ারড্রপ শেয়ার করেছেন এটা দেখেছি। আপনি এটা করতে থাকেন। সমস্যা হলো এয়ারড্রপ শেয়ারের জন্য অনেক গ্রুপ চ্যানেল হয়েছে যেখানে এয়ারড্রপাররা নিয়মিত এয়ারড্রপ পাচ্ছে এবং সেখানে নিয়মিত আপডেটও পাচ্ছে। তাই ফোরামে এমন এয়ারড্রপগুলো শেয়ার করবেন যেগুলো সচারাচর এয়ারড্রপ চ্যানেলগুলোতে পাওয়া যায় না তাহলে ইউজারদের ফোরামে এক্টিভ থাকার আগ্রহ বাড়বে। অন্যথায় রেজাল্ট তেমন একটা দেখা যাবে না।

আমি জানি যে আমাদের বাংলাদেশী অনেকেই এখানে এক্টিভ আছে এবং কিছু কিছু ইউজাররা সিগনেচার ক্যাম্পেইনও করছেন তবে তারা এখানে পোস্ট না করে গ্লোবালে পোস্ট করছেন। কারণ কোনো ক্যাম্পেন ম্যানেজার তার ক্যাম্পেনে একসেপ্ট করার জন্য karma রিকোয়ারমেন্ট রাখেনি। যার কারণে কারমার প্রতি কোনো আগ্রহ নেই। যদি ম্যানেজাররা এটা রিকোয়ারমেন্ট রাখে যে এপ্লাই করার জন্য নূর্নতম ৫০-৬০ টা কারমা লাগবে তখন দেখবেন সব বাংগালী সুর সুর করে এখানে চলে আসছে কারমা কামানোর জন্য। দেখি ম্যানেজারদের সাথে কথা বলে এই রুলসটা বাস্তবায়ন করা যায় কি না।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: God Of Thunder on May 30, 2024, 06:58:31 AM
আপনি ইতিমধ্যে কয়েকটা এয়ারড্রপ শেয়ার করেছেন এটা দেখেছি। আপনি এটা করতে থাকেন। সমস্যা হলো এয়ারড্রপ শেয়ারের জন্য অনেক গ্রুপ চ্যানেল হয়েছে যেখানে এয়ারড্রপাররা নিয়মিত এয়ারড্রপ পাচ্ছে এবং সেখানে নিয়মিত আপডেটও পাচ্ছে। তাই ফোরামে এমন এয়ারড্রপগুলো শেয়ার করবেন যেগুলো সচারাচর এয়ারড্রপ চ্যানেলগুলোতে পাওয়া যায় না তাহলে ইউজারদের ফোরামে এক্টিভ থাকার আগ্রহ বাড়বে। অন্যথায় রেজাল্ট তেমন একটা দেখা যাবে না।

আরেকটা কাজ করা যেতে পারে, আর সেটা হলো এয়ারড্রপ গাইড পোষ্ট করা। এয়ারড্রপ শেয়ার করার টেলিগ্রাম চ্যানেল গুলোতে এয়ারড্রপের লিংক পোষ্ট করা হয় ঠিকই, কিন্তু তারা বিস্তারিত লেখে না। বেশিরভাগ এয়ারড্রপে জয়েন করার পর মানুষ বুঝতে পারে না যে এখানে কিভাবে কাজ করবে। মানুষ যদি জয়েন করে বুঝতেই না পারে কি কাজ, তাহলে তো জয়েন করেও আসলে তেমন কোনো লাভ নেই।

আর লেখালেখির মনমানসিকতা তখনই আশে যখন দেখি আমার লেখা কেউ পড়ছে। বুঝতে না পারলে প্রশ্ন করবে, বা কাজ শেষ করে বলবে যে ভাই কাজ করেছি। কিন্ত আমাদের বোর্ড এ তেমন কোনো একটিভ মেম্বার দেখছি না।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on May 30, 2024, 06:21:05 PM
আপনি ইতিমধ্যে কয়েকটা এয়ারড্রপ শেয়ার করেছেন এটা দেখেছি। আপনি এটা করতে থাকেন। সমস্যা হলো এয়ারড্রপ শেয়ারের জন্য অনেক গ্রুপ চ্যানেল হয়েছে যেখানে এয়ারড্রপাররা নিয়মিত এয়ারড্রপ পাচ্ছে এবং সেখানে নিয়মিত আপডেটও পাচ্ছে। তাই ফোরামে এমন এয়ারড্রপগুলো শেয়ার করবেন যেগুলো সচারাচর এয়ারড্রপ চ্যানেলগুলোতে পাওয়া যায় না তাহলে ইউজারদের ফোরামে এক্টিভ থাকার আগ্রহ বাড়বে। অন্যথায় রেজাল্ট তেমন একটা দেখা যাবে না।

আরেকটা কাজ করা যেতে পারে, আর সেটা হলো এয়ারড্রপ গাইড পোষ্ট করা। এয়ারড্রপ শেয়ার করার টেলিগ্রাম চ্যানেল গুলোতে এয়ারড্রপের লিংক পোষ্ট করা হয় ঠিকই, কিন্তু তারা বিস্তারিত লেখে না। বেশিরভাগ এয়ারড্রপে জয়েন করার পর মানুষ বুঝতে পারে না যে এখানে কিভাবে কাজ করবে। মানুষ যদি জয়েন করে বুঝতেই না পারে কি কাজ, তাহলে তো জয়েন করেও আসলে তেমন কোনো লাভ নেই।
টেলিগ্রাম  চ্যানেলগুলোতে বেশিরভাগই bot দ্বারা পরিচালিত এয়ারড্রপগুলা দিয়ে থাকে যেগুলো থেকে চ্যানেলের মালিকরা শুধুমাত্র রেফারেল বোনাস কালেক্ট করে। অনেক চ্যানেলের মালিকরা হাজার হাজার ডলার পাচ্ছে এয়ারড্রপ থেকে এমন অনেক ঘটনা দেখেছি। তারা এটা চিন্তা করে না যে তার চ্যানেলের মেম্বারগুলো কিছু পাবে কি না বা পাওয়ার শর্টকাট ওয়ে আসলে কি। আপনি বিস্তারিত পোস্ট করতে পারলে অনেক ভালো হয়। এটা অনেক প্রশংসনীয় ব্যাপার। আপনি এটি করতে পারেন।

Quote
আর লেখালেখির মনমানসিকতা তখনই আশে যখন দেখি আমার লেখা কেউ পড়ছে। বুঝতে না পারলে প্রশ্ন করবে, বা কাজ শেষ করে বলবে যে ভাই কাজ করেছি। কিন্ত আমাদের বোর্ড এ তেমন কোনো একটিভ মেম্বার দেখছি না।
ইউজার এক্টিভ থাকার জন্য কিছু বেনিফিট প্রয়োজন। এখানে যদি নিয়মিত বাউন্টি, সিগনেচার ক্যাম্পেন আসতো তাহলে ঠিকই অনেক ইউজার এক্টিভ থাকতো কিন্তু সেটি হচ্ছে না। তাই এক্টিভ কম। তবে আপনি এটি করে যান ধীরে ধীরে ইউজার এক্টিভ হবে আশা করা যায়।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Crypto Library on May 31, 2024, 09:31:59 PM
ইউজার এক্টিভ থাকার জন্য কিছু বেনিফিট প্রয়োজন। এখানে যদি নিয়মিত বাউন্টি, সিগনেচার ক্যাম্পেন আসতো তাহলে ঠিকই অনেক ইউজার এক্টিভ থাকতো কিন্তু সেটি হচ্ছে না। তাই এক্টিভ কম। তবে আপনি এটি করে যান ধীরে ধীরে ইউজার এক্টিভ হবে আশা করা যায়।
আসলে মূল বিষয়টি হচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষই বেকার খাটনি খাটতে চায় না। লাভ ছাড়া কেউই কোথাও সময় দেয় না, যেমন আল্টকয়েনটক এর বর্তমান ট্রাফিক বা অ্যাক্টিভিটি এতটা হতো না যদি না বিটকয়েন টকে মিক্সার সিগনেচার ক্যাম্পেইন ব্যান করতো। মিক্সার প্রজেক্ট গুলোর ক্রিপ্টো কারেন্সি রিলেটেড জন্য প্রমোশন করার জন্য আল্টকয়েনটক ফোরাম ছাড়া বর্তমানে আর কোন বেস্ট চয়েজ নেই।
এখন ভবিষ্যতে যদি বিটকয়েন টকে মিক্সার গুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে দেখা যাবে যে এই ফোরামের অবস্থা আবার আগের মতন হয়ে গিয়েছে।

আমি নিজেও এর আগে অলরেডি  একটা সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করেছিলাম বলতে গেলে ওই প্রজেক্ট এর জন্য এই ফোরাম থেকে একদমই ট্রাফিক হয়েছিল না। আর এর জন্য সিগনেচার ক্যাম্পেইন রানিং রাখা শুধু মিক্সার প্রজেক্ট গুলোর ক্ষেত্রেই আমরা দেখছি। তারপরও দেখলাম কয়েকটা মিক্সার প্রোজেক্ট অলরেডি তাদের ক্যাম্পেইন পজ করে দিয়েছে।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: God Of Thunder on June 01, 2024, 01:45:29 PM
আমি নিজেও এর আগে অলরেডি  একটা সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করেছিলাম বলতে গেলে ওই প্রজেক্ট এর জন্য এই ফোরাম থেকে একদমই ট্রাফিক হয়েছিল না। আর এর জন্য সিগনেচার ক্যাম্পেইন রানিং রাখা শুধু মিক্সার প্রজেক্ট গুলোর ক্ষেত্রেই আমরা দেখছি। তারপরও দেখলাম কয়েকটা মিক্সার প্রোজেক্ট অলরেডি তাদের ক্যাম্পেইন পজ করে দিয়েছে।

আপনি যেহেতু ক্যাম্পেইন ম্যানেজ করেন, আপনার জন্য আমার কিছু উপদেশ আছে।
কখনোই আপনার ক্লাই্টকে বলবেন না যে সিগন্যাচার ক্যাম্পেইন লন্ঞ করলে তারা ফোরাম থেকে হিউজ ট্রাফিক পাবে বা ইনভেষ্টমেন্ট পাবে। কারন ফোরাম কখনোই ট্রাফিক পাওয়ার সোর্স হিসেবে কাজ করে না। বিটকয়েনটকের কথা যদি বলি, অনেক ক্যাম্পেইন আছে কয়েক বছর ধরে চলেছে। আপনার কি মনে হয় তারা ট্রাফিক পাওয়ার জন্য ক্যাম্পেইন চালিয়েছে? উত্তর হচ্ছে না!

তাহলে কেনো ক্যাম্পেইন রান করে?
ক্যাম্পেইন রান করার উদ্দেশ্য হলো সব সময় ইউজারদের সামনে ভিজিবল থাকা। প্রোডাক্ট কোনটা ভালো, পাবলিক কিন্তু সেভাবে যাচাই করে না। আপনার মার্কেটিং যতো বেশি হবে, মার্কেটে আপনার আস্থা ততো বেশি হবে। চেষ্টা করতে হবে লং রানে থাকার জন্য। ফোরামে মূলত সব গুলো ওয়েবসাইট তাদের রেপুটেশন বিল্ড করে চলেছে। এটা হচ্ছে তাদের একটা পোর্টফোলিওর মতো। একাট কোম্পানির বাজেট যদি ১ হাজার ডলার হয়, তারা চাইলে সেটা ১ সপ্তাহেও খরচ করতে পারে, আবার ১ মাসেও করতে পারে। আপনি বেশি মেম্বার নিলে ১ সপ্তাহে বাজেট শেষ। কিন্তু কম মেম্বার নিয়ে ১ মাস রান করেন, এক্সপোজারের জন্য ১ মাসের রান টাইম বেশি ইফেক্টিভ হবে।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Crypto Library on June 01, 2024, 06:32:58 PM
আপনি যেহেতু ক্যাম্পেইন ম্যানেজ করেন, আপনার জন্য আমার কিছু উপদেশ আছে।
কখনোই আপনার ক্লাই্টকে বলবেন না যে সিগন্যাচার ক্যাম্পেইন লন্ঞ করলে তারা ফোরাম থেকে হিউজ ট্রাফিক পাবে বা ইনভেষ্টমেন্ট পাবে। কারন ফোরাম কখনোই ট্রাফিক পাওয়ার সোর্স হিসেবে কাজ করে না। বিটকয়েনটকের কথা যদি বলি, অনেক ক্যাম্পেইন আছে কয়েক বছর ধরে চলেছে। আপনার কি মনে হয় তারা ট্রাফিক পাওয়ার জন্য ক্যাম্পেইন চালিয়েছে? উত্তর হচ্ছে না!

তাহলে কেনো ক্যাম্পেইন রান করে?
ক্যাম্পেইন রান করার উদ্দেশ্য হলো সব সময় ইউজারদের সামনে ভিজিবল থাকা। প্রোডাক্ট কোনটা ভালো, পাবলিক কিন্তু সেভাবে যাচাই করে না। আপনার মার্কেটিং যতো বেশি হবে, মার্কেটে আপনার আস্থা ততো বেশি হবে। চেষ্টা করতে হবে লং রানে থাকার জন্য। ফোরামে মূলত সব গুলো ওয়েবসাইট তাদের রেপুটেশন বিল্ড করে চলেছে। এটা হচ্ছে তাদের একটা পোর্টফোলিওর মতো। একাট কোম্পানির বাজেট যদি ১ হাজার ডলার হয়, তারা চাইলে সেটা ১ সপ্তাহেও খরচ করতে পারে, আবার ১ মাসেও করতে পারে। আপনি বেশি মেম্বার নিলে ১ সপ্তাহে বাজেট শেষ। কিন্তু কম মেম্বার নিয়ে ১ মাস রান করেন, এক্সপোজারের জন্য ১ মাসের রান টাইম বেশি ইফেক্টিভ হবে।
আপনি ঠিক বলেছেন, কিন্তু এই আল্টকয়েনটক ফোরাম থেকে একদমই চক্ষুসুল দেখা যায় এরকম ট্রাফিক এসেছিল সেটার নাই বললাম একদমই কম যেটাকে না বলার মতই।
চেষ্টায় আছি মিক্সার টাইপ কোন প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য কেননা এই ফোরামে মিক্সার ছাড়া অন্য কোন প্রজেক্ট এর ক্যাম্পেইন লাঞ্চ করা আমি  বেনিফিশিয়াল দেখছি না। কয়েকদিন আগে ইয়াহু একটি সিগনেচার ক্যাম্পেইন নিয়ে এসেছিল সেটা কেউ বাধ্য হয়ে  বন্ধ করতে হয়েছে।
আর অবশ্যই যারা মনে করে যে সিগনেচার ক্যাম্পেইন থেকে হিউজ ট্রাফিক পাওয়া যাবে কারণ তারা এখানে অনেক বড়সড়ো ইনভেস্টমেন্ট করে কিন্তু তারা আসলে ভুল ধারণা থাকে এই ধরনের ফোরামে কনভারসেশন রেট হাই থাকে অন্যান্য প্রমোশন বা মার্কেটিং এর থেকে এখান থেকে যেসব ইউজার পাওয়া যায় তার বেশিরভাগই অর্গানিক থাকে।
আর তাছাড়া আমি পার্সোনালি যেটা মনে করি সিগনেচার ক্যাম্পেইন হচ্ছে একটি প্রজেক্ট এর ব্র্যান্ডিং করার একটি বড় মাধ্যম ব্র্যান্ডিং মিন্স  ট্রাস্ট এন্ড রেপুটেশন। আর যে কোন ফোরামে সিগনেচার এর মাধ্যমেই সব চেয়ে বেশি ভিজিবিলিটি আনা যায়, আমার প্রায় প্রতিটি অফারেই এই বাক্যগুলো  মাস্ট থাকে।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on June 01, 2024, 08:38:08 PM
আমি নিজেও এর আগে অলরেডি  একটা সিগনেচার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করেছিলাম বলতে গেলে ওই প্রজেক্ট এর জন্য এই ফোরাম থেকে একদমই ট্রাফিক হয়েছিল না। আর এর জন্য সিগনেচার ক্যাম্পেইন রানিং রাখা শুধু মিক্সার প্রজেক্ট গুলোর ক্ষেত্রেই আমরা দেখছি। তারপরও দেখলাম কয়েকটা মিক্সার প্রোজেক্ট অলরেডি তাদের ক্যাম্পেইন পজ করে দিয়েছে।

আপনি যেহেতু ক্যাম্পেইন ম্যানেজ করেন, আপনার জন্য আমার কিছু উপদেশ আছে।
কখনোই আপনার ক্লাই্টকে বলবেন না যে সিগন্যাচার ক্যাম্পেইন লন্ঞ করলে তারা ফোরাম থেকে হিউজ ট্রাফিক পাবে বা ইনভেষ্টমেন্ট পাবে। কারন ফোরাম কখনোই ট্রাফিক পাওয়ার সোর্স হিসেবে কাজ করে না। বিটকয়েনটকের কথা যদি বলি, অনেক ক্যাম্পেইন আছে কয়েক বছর ধরে চলেছে। আপনার কি মনে হয় তারা ট্রাফিক পাওয়ার জন্য ক্যাম্পেইন চালিয়েছে? উত্তর হচ্ছে না!

তাহলে কেনো ক্যাম্পেইন রান করে?
ক্যাম্পেইন রান করার উদ্দেশ্য হলো সব সময় ইউজারদের সামনে ভিজিবল থাকা। প্রোডাক্ট কোনটা ভালো, পাবলিক কিন্তু সেভাবে যাচাই করে না। আপনার মার্কেটিং যতো বেশি হবে, মার্কেটে আপনার আস্থা ততো বেশি হবে। চেষ্টা করতে হবে লং রানে থাকার জন্য। ফোরামে মূলত সব গুলো ওয়েবসাইট তাদের রেপুটেশন বিল্ড করে চলেছে। এটা হচ্ছে তাদের একটা পোর্টফোলিওর মতো। একাট কোম্পানির বাজেট যদি ১ হাজার ডলার হয়, তারা চাইলে সেটা ১ সপ্তাহেও খরচ করতে পারে, আবার ১ মাসেও করতে পারে। আপনি বেশি মেম্বার নিলে ১ সপ্তাহে বাজেট শেষ। কিন্তু কম মেম্বার নিয়ে ১ মাস রান করেন, এক্সপোজারের জন্য ১ মাসের রান টাইম বেশি ইফেক্টিভ হবে।
আপনি ঠিক বলছেন যারা মানুষের সামনে যত বেশি ভিজেবল থাকতে পারে একটা সময় গিয়ে তারা অনেক কাস্টমার পায়। উদাহরণ হিসেবে দেখেন ঘরের বাজার ডট কম এখন কতটা গ্রো করেছে। প্রথম দিকে যখন তাদের অ্যাড আসতো ফেসবুকে তখন মনে হতো কি একটা পাগলামি শুরু করতে আমি অ্যাড গুলা এভোয়েড করে যেতাম সবসময় মাঝে মাঝে রিপোর্ট ও করেছি আমার সামনে আসে এর জন্য আর এখন আমি তাদের একজন কাস্টমার। তাদের উপর চোখ বুজে বিশ্বাস রেখে পন্য অর্ডার করি। সিগনেচার ক্যাম্পেনটাও হচ্ছে সেরকম একটা মার্কেটিং। ফোরামে ক্যাম্পেন চালানোর কারন হচ্ছে ফোরামের প্রত্যেকটা ইউজার ক্রিপ্টো সম্পর্কে জানে তাই ক্রিপ্টো রিলেটেড সকল কিছু ফোরামের ইউজাররা বুঝবে ও ইনজয় করতে বা ব্যবহার করতে চাবে। এই টার্গেট নিয়েই এমন লং টার্ম ক্যাম্পেইনগুলা চালানো হয়।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: kulkhan on June 02, 2024, 10:31:20 PM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যারা ফোরামে আগে থেকেই আছেন এবং যারা নতুন আসছেন সবাইকেই এই ফোরামে স্বাগতম

আমাদের বাংলা বোর্ডে এখন অনেকেই এক্টিভ আছে তবে এক্টিভ থাকলেও তারা গ্লোবালে পোস্ট করে যাচ্ছেন কারন তারা বাংলাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। এখানে কোনো নতুন টপিক ক্রিয়েট করা হচ্ছে না যার কারনে অনেকে বাংলাতে পোস্ট করতে চাইলেও তারা নতুন টপিক না পেয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই আজ থেকে যে নতুন টপিক খুলবে তাকে +কারমা দেওয়া হবে এবং টপিকের প্রথন ৩ পোস্ট দাতাকেও দেওয়া হবে +কারমা। তাই সবাই নতুন নতুন টপিক ক্রিয়েট করুন এবং +কারমা নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ

শুভেচ্ছান্তে
JISAN
আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি এতবার বলার পরেও, এবং নতুন পোস্টের কারমা দিবেন বলার পরেও আমাদের বাংলা বোর্ডে তেমন কোন সাড়া পাওয়া গেল না। আমি তিন চার দিন আগে একটা টপিক ওপেন করলাম কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো যে এখনো পর্যন্ত সেখানে কেউ একটা কমেন্টস পর্যন্ত করলো না। আমি সবাইকে আবারও অনুরোধ করব আপনারা সবাই বাংলা বোর্ডে বেশি বেশি একটিভ হন। আমি আমাদের বাংলা বোর্ডের মডারেটর জিসান ভাইকে ধন্যবাদ জানাই, কারণ আপনার পরিশ্রমের কারণে আমাদের বাংলা বোরড আগের থেকে কিছুটাই একটিভ।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Crypto Library on June 05, 2024, 01:38:45 PM
আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি এতবার বলার পরেও, এবং নতুন পোস্টের কারমা দিবেন বলার পরেও আমাদের বাংলা বোর্ডে তেমন কোন সাড়া পাওয়া গেল না। আমি তিন চার দিন আগে একটা টপিক ওপেন করলাম কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো যে এখনো পর্যন্ত সেখানে কেউ একটা কমেন্টস পর্যন্ত করলো না। আমি সবাইকে আবারও অনুরোধ করব আপনারা সবাই বাংলা বোর্ডে বেশি বেশি একটিভ হন। আমি আমাদের বাংলা বোর্ডের মডারেটর জিসান ভাইকে ধন্যবাদ জানাই, কারণ আপনার পরিশ্রমের কারণে আমাদের বাংলা বোরড আগের থেকে কিছুটাই একটিভ।
একই সমস্যা টপিক ক্রিয়েট করার চেয়ে পোস্ট করা সহজ এবং কম সময় সাপেক্ষ আর এজন্যই আমাদের মধ্যে বেশিরভাগই  ইউজাররাই এটাই করতে চায় টপিক ক্রিয়েট করা বাদ দিয়ে।
যাই হোক এবার আসে আপনার টপিকের প্রসঙ্গে আপনি যদি ফোরাম রিলেটেড বোর্ডে অ্যাক্টিভ থাকেন তাহলে দেখতে পাবেন যে আমরা যারা টেলিগ্রাম বট ব্যবহার করে এরা কয়েকদিন যাবত কোন নোটিফিকেশন পাইনি নতুন টপিক ক্রিয়েট হওয়া থেকে শুরু করে সবকিছুর এটাও একটা কারণ হতে পারে আরো কারণ হতে পারে আপনার টপ একটি আমাদের কমিউনিটির মধ্যে ইন্টারেস্টিং মনে হয়নি। আর তাছাড়া আপনি আরেকটি কাজ করতে পারেন টপিক ক্রিয়েট করার সাথে সাথে এই থ্রেডে ওই টপিকটির লিংক পোস্ট করতে পারেন।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Btclover on July 29, 2024, 08:14:13 PM
আগের মত আর এখানে একটিভ মেম্বারদের পাওয়া যাচ্ছে না আমি খেয়াল করে দেখেছি। তাই মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করব এখানে গুরুত্বপূর্ণ ট্রপিক নিয়ে আলোচনা করুন এবং নতুন মেম্বারদের সহায়তা করুন
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Vision pro on August 08, 2024, 12:29:44 AM
নতুন ট্রাফিক ফুলবো কি আমি অনেকদিন হলো এইট পয়েন্ট টা কে ইনএক্টিভ আছে আমি যখন একটিভ ছিলাম তখন দেখেছি প্রতিনিয়ত এখানে মানুষ পোস্ট করতো মিনিটে মিনিটে পোস্ট হতো কিন্তু বর্তমানে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কোন ট্রাফিক নেই এখানে কোন লোকজন পোস্ট করতেছে না এর কারণ কি আমি সেটাই খুজে পাচ্ছি না।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: JISAN on August 11, 2024, 07:37:41 PM
আগের মত আর এখানে একটিভ মেম্বারদের পাওয়া যাচ্ছে না আমি খেয়াল করে দেখেছি। তাই মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করব এখানে গুরুত্বপূর্ণ ট্রপিক নিয়ে আলোচনা করুন এবং নতুন মেম্বারদের সহায়তা করুন
মাঝখানে কিছুদিন এখানে কেউ এক্টিভ ছিলো না বলা যায়। এখন সিগনেচার ক্যাম্পেন আসতেছে তাই অনেকে এক্টিভ হয়েছে দেখা যাইতেছে ধীরে ধীরে আবারো একটি হবে অনেকে। তাই হতাস হবার কিছু নাই আপনারা নিজেরা পোস্ট করে যান আর পারলে বন্ধুদের ইনফ্লুয়েন্স করেন। তাহলেই দেখবেন বাংলা বোর্ড আবারো পোস্টে ভোরে যাবে।

নতুন ট্রাফিক ফুলবো কি আমি অনেকদিন হলো এইট পয়েন্ট টা কে ইনএক্টিভ আছে আমি যখন একটিভ ছিলাম তখন দেখেছি প্রতিনিয়ত এখানে মানুষ পোস্ট করতো মিনিটে মিনিটে পোস্ট হতো কিন্তু বর্তমানে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কোন ট্রাফিক নেই এখানে কোন লোকজন পোস্ট করতেছে না এর কারণ কি আমি সেটাই খুজে পাচ্ছি না।
শুধু শুধু গাধার খাটুনি কেউ খাটতে চায় না এর জন্য সবাই ইনএক্টিভ ছিলো এখন bitcoin mixer গুলো btt থেকে ব্যান করে দেওয়ায় সেই প্রজেক্টগুলো এখানে প্রমোট করা হচ্ছে তাই বর্তমানে কিছু এক্টিভ সদস্য দেখা যাচ্ছে। ধীরে ধীরে আরো বাড়বে যদি ক্যাম্পেন আসতে থাকে প্রতিনিয়ত।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Crypto Library on August 11, 2024, 08:26:17 PM
মাঝখানে কিছুদিন এখানে কেউ এক্টিভ ছিলো না বলা যায়। এখন সিগনেচার ক্যাম্পেন আসতেছে তাই অনেকে এক্টিভ হয়েছে দেখা যাইতেছে ধীরে ধীরে আবারো একটি হবে অনেকে। তাই হতাস হবার কিছু নাই আপনারা নিজেরা পোস্ট করে যান আর পারলে বন্ধুদের ইনফ্লুয়েন্স করেন। তাহলেই দেখবেন বাংলা বোর্ড আবারো পোস্টে ভোরে যাবে।
খালি  একটিভ থাকার কথা কেন,  এখানে অনেক এরকম মেম্বার আছে যারা এই ফোরাম সম্পর্কে জেনেও এর আগে অ্যাকাউন্ট খুলেনি তারা বিটকয়েন টক ফোরামে অ্যাকাউন্ট মজবুত করতে ছিল তার মধ্যে এই মিক্সার ব্যান করা যেন এই ফোরামের জন্য সাপে বর হয়ে আসলো। যাই হোক ফোরামের দুর্বলতা একটাই যদি সিগনেচার ক্যাম্পেইন পজ বা শেষ হয়ে যায় তাহলে সাথে সাথে ফোরামের এক্টিভিটিও কমে যায়।

Quote
শুধু শুধু গাধার খাটুনি কেউ খাটতে চায় না এর জন্য সবাই ইনএক্টিভ ছিলো এখন bitcoin mixer গুলো btt থেকে ব্যান করে দেওয়ায় সেই প্রজেক্টগুলো এখানে প্রমোট করা হচ্ছে তাই বর্তমানে কিছু এক্টিভ সদস্য দেখা যাচ্ছে। ধীরে ধীরে আরো বাড়বে যদি ক্যাম্পেন আসতে থাকে প্রতিনিয়ত।
এটা আসলে পৃথিবীর অন্যতম বাস্তব তিতা কথা, দুনিয়ার কেউই খালি খালি কাজ করতে চায় না। কথায় আছে না খালি হাড্ডি কুত্তাও চাটে না  মানুষ দূরের কথা । আমার কথা হল প্রজেক্ট গুলো  আসুক এই ফোরাম আরো উপরের দিকে যাক তাতে তো আমাদের লসের কিছু নাই বরং আমাদের সম্ভাবনার  দিক।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Ricardo11 on August 12, 2024, 12:51:25 PM
মাঝখানে কিছুদিন এখানে কেউ এক্টিভ ছিলো না বলা যায়। এখন সিগনেচার ক্যাম্পেন আসতেছে তাই অনেকে এক্টিভ হয়েছে দেখা যাইতেছে ধীরে ধীরে আবারো একটি হবে অনেকে। তাই হতাস হবার কিছু নাই আপনারা নিজেরা পোস্ট করে যান আর পারলে বন্ধুদের ইনফ্লুয়েন্স করেন। তাহলেই দেখবেন বাংলা বোর্ড আবারো পোস্টে ভোরে যাবে।
খালি  একটিভ থাকার কথা কেন,  এখানে অনেক এরকম মেম্বার আছে যারা এই ফোরাম সম্পর্কে জেনেও এর আগে অ্যাকাউন্ট খুলেনি তারা বিটকয়েন টক ফোরামে অ্যাকাউন্ট মজবুত করতে ছিল তার মধ্যে এই মিক্সার ব্যান করা যেন এই ফোরামের জন্য সাপে বর হয়ে আসলো। যাই হোক ফোরামের দুর্বলতা একটাই যদি সিগনেচার ক্যাম্পেইন পজ বা শেষ হয়ে যায় তাহলে সাথে সাথে ফোরামের এক্টিভিটিও কমে যায়।

Quote
শুধু শুধু গাধার খাটুনি কেউ খাটতে চায় না এর জন্য সবাই ইনএক্টিভ ছিলো এখন bitcoin mixer গুলো btt থেকে ব্যান করে দেওয়ায় সেই প্রজেক্টগুলো এখানে প্রমোট করা হচ্ছে তাই বর্তমানে কিছু এক্টিভ সদস্য দেখা যাচ্ছে। ধীরে ধীরে আরো বাড়বে যদি ক্যাম্পেন আসতে থাকে প্রতিনিয়ত।
এটা আসলে পৃথিবীর অন্যতম বাস্তব তিতা কথা, দুনিয়ার কেউই খালি খালি কাজ করতে চায় না। কথায় আছে না খালি হাড্ডি কুত্তাও চাটে না  মানুষ দূরের কথা । আমার কথা হল প্রজেক্ট গুলো  আসুক এই ফোরাম আরো উপরের দিকে যাক তাতে তো আমাদের লসের কিছু নাই বরং আমাদের সম্ভাবনার  দিক।
এই দুনিয়ায় কেউই নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, এই ফোরাম প্রতিনিয়ত যদি ক্যাম্পেইন আসতে থাকে তখন দেখবেন কোথায় কোথায় থেকে যে সব মানুষ উঠে আসছে কিছু বুঝতেই পারবেন না, ফোরাম সামান্য কিছু সময়ের মধ্যেই একদম ভর্তি হয়ে যাবে। এখন ক্যাম্পেইনের অভাব তাই খুব বেশি লোকও এইখানে নাই। কিন্তু তারপরও আমাদের চেষ্টা করতে হবে আমাদের পরিচিত যে সকল বন্ধু-বান্ধব আছে তাদেরকে এইখানে আগ্রহী করা। এবং নিজেদেরকেও ফোরামকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত, ভাই ক্যাম্পেইন আজ নয়তো কাল অবশ্যই আসবে, আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে যারা একটিভ রয়েছেন তাদেরকে ভালোভাবে কাজ চালিয়ে যেতে এবং তাদের বন্ধু-বান্ধবদেরকে এখানে নিয়ে আসতে, এবং যারা ইনএক্টিভ হয়েছেন তারা যদি আমার পোস্টটি দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আবার ফিরে আসুন, দেখবেন আস্তে আস্তে ক্যাম্পেইনের অভাব থাকবে না।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Vision pro on August 12, 2024, 01:03:53 PM
মাঝখানে কিছুদিন এখানে কেউ এক্টিভ ছিলো না বলা যায়। এখন সিগনেচার ক্যাম্পেন আসতেছে তাই অনেকে এক্টিভ হয়েছে দেখা যাইতেছে ধীরে ধীরে আবারো একটি হবে অনেকে। তাই হতাস হবার কিছু নাই আপনারা নিজেরা পোস্ট করে যান আর পারলে বন্ধুদের ইনফ্লুয়েন্স করেন। তাহলেই দেখবেন বাংলা বোর্ড আবারো পোস্টে ভোরে যাবে।
খালি  একটিভ থাকার কথা কেন,  এখানে অনেক এরকম মেম্বার আছে যারা এই ফোরাম সম্পর্কে জেনেও এর আগে অ্যাকাউন্ট খুলেনি তারা বিটকয়েন টক ফোরামে অ্যাকাউন্ট মজবুত করতে ছিল তার মধ্যে এই মিক্সার ব্যান করা যেন এই ফোরামের জন্য সাপে বর হয়ে আসলো। যাই হোক ফোরামের দুর্বলতা একটাই যদি সিগনেচার ক্যাম্পেইন পজ বা শেষ হয়ে যায় তাহলে সাথে সাথে ফোরামের এক্টিভিটিও কমে যায়।

Quote
শুধু শুধু গাধার খাটুনি কেউ খাটতে চায় না এর জন্য সবাই ইনএক্টিভ ছিলো এখন bitcoin mixer গুলো btt থেকে ব্যান করে দেওয়ায় সেই প্রজেক্টগুলো এখানে প্রমোট করা হচ্ছে তাই বর্তমানে কিছু এক্টিভ সদস্য দেখা যাচ্ছে। ধীরে ধীরে আরো বাড়বে যদি ক্যাম্পেন আসতে থাকে প্রতিনিয়ত।
এটা আসলে পৃথিবীর অন্যতম বাস্তব তিতা কথা, দুনিয়ার কেউই খালি খালি কাজ করতে চায় না। কথায় আছে না খালি হাড্ডি কুত্তাও চাটে না  মানুষ দূরের কথা । আমার কথা হল প্রজেক্ট গুলো  আসুক এই ফোরাম আরো উপরের দিকে যাক তাতে তো আমাদের লসের কিছু নাই বরং আমাদের সম্ভাবনার  দিক।
আপনার কথাগুলো একটু বাঁকা তারা হলেও সত্য কথা বলেছেন। এডমিন জিসান ভাই এর কথা শুনে বুঝলাম ফোরাম থেকে কিছু কিছু প্রজেক্টগুলোকে ব্যান্ড করে দেওয়ায় এলার্ট কয়েন টক এ মানুষ কিছু কিছু কাজ আনতেছে। যার কারণে মানুষ এখন এ্যারেট পয়েন্ট কে পোস্ট করতে শুরু করেছে আমার মনে হয়। আস্তে আস্তে এটা বাড়বে বলে আমি মনে করি।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Ricardo11 on September 03, 2024, 05:15:21 PM
ভাই বুঝিনা, আমাদের বোর্ড একটিভ হচ্ছে না কেন ? গত ২দিন যাবৎ কারো কোনো পোস্ট নাই, সবাই কেমন যেন বাংলা বোর্ড এ পোস্ট করা ছেড়ে দিচ্ছেন, আমাদের বোর্ড, আমাদের নিজ দায়িত্বে এগিয়ে নিয়ে যেতে হবে, এটি কারো একার কাজ নয়, এবং একা একা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবও নয়, ভাই এত গুলো ভিউ পড়ে প্রতিটি থ্রেডে, অথচ পোস্ট করে না, এর মানে অনেকেই আছেন যারা শুধু মাত্র পোস্ট গুলো দেখে যায় কিন্তু পোস্ট করেনা। কেন ভাই আপনাদের কি সমস্যা? আপনারা কেন এই বাংলা বোর্ড এ পোস্ট করছেন না ?

ভাই যারা বাংলা বোর্ড ছেড়ে দিয়েছেন, অর্থাৎ সবসময় শুধু পোস্ট গুলো দেখেন অথচ পোস্ট করেননা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনারা ফিরে আসুন, আপনাদেরকে অনেক প্রয়োজন, এই বোর্ড এখন ডাউন এ রয়েছে, আপনারা যদি সাহায্য করেন তাহলে এই বোর্ড কে আবার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভাই আমরা তো একই দেশের মানুষ, এবং এটি আমাদের বাঙালীদের বোর্ড, আপনাদের তো এই বোর্ডের প্রতি একটু হলেও মায়া আছে তাই না ? তাহলে ভাই দয়া করে আপনারা এই বোর্ড এ একটিভ হন, তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের বোর্ড অনেক এগিয়ে যাবে।
Title: Re: নতুন টপিক খুলুন এবং পজেটিভ(+)কারমা পান
Post by: Crypto Library on September 03, 2024, 10:10:59 PM
ভাই বুঝিনা, আমাদের বোর্ড একটিভ হচ্ছে না কেন ? গত ২দিন যাবৎ কারো কোনো পোস্ট নাই, সবাই কেমন যেন বাংলা বোর্ড এ পোস্ট করা ছেড়ে দিচ্ছেন, আমাদের বোর্ড, আমাদের নিজ দায়িত্বে এগিয়ে নিয়ে যেতে হবে, এটি কারো একার কাজ নয়, এবং একা একা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবও নয়, ভাই এত গুলো ভিউ পড়ে প্রতিটি থ্রেডে, অথচ পোস্ট করে না, এর মানে অনেকেই আছেন যারা শুধু মাত্র পোস্ট গুলো দেখে যায় কিন্তু পোস্ট করেনা। কেন ভাই আপনাদের কি সমস্যা? আপনারা কেন এই বাংলা বোর্ড এ পোস্ট করছেন না ?

ভাই যারা বাংলা বোর্ড ছেড়ে দিয়েছেন, অর্থাৎ সবসময় শুধু পোস্ট গুলো দেখেন অথচ পোস্ট করেননা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনারা ফিরে আসুন, আপনাদেরকে অনেক প্রয়োজন, এই বোর্ড এখন ডাউন এ রয়েছে, আপনারা যদি সাহায্য করেন তাহলে এই বোর্ড কে আবার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভাই আমরা তো একই দেশের মানুষ, এবং এটি আমাদের বাঙালীদের বোর্ড, আপনাদের তো এই বোর্ডের প্রতি একটু হলেও মায়া আছে তাই না ? তাহলে ভাই দয়া করে আপনারা এই বোর্ড এ একটিভ হন, তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের বোর্ড অনেক এগিয়ে যাবে।
এ বিষয়ে আসলে কি বলবো সেটা হল ইন্টারেস্টিং টপিক না থাকলে ডিসকাশন করে মজা নেই এবং কোন হট টপিক না থাকলে অথবা এমন কোন কিছু বুঝতেছি না এরকম কোন কিছু না ঘটলে ফোরামে অযথা টপিক হলে স্প্যাম করার প্রয়োজন বলে আমি মনে করি না অথবা শুধু শুধু স্প্যাম করাটাও ভালো না তার থেকে কোয়ালিটি ফুল সোর্স  ফুল ভালো পোস্ট অল্প পরিমাণে করাটাও বেটার।

আর এই দিক থেকে এটা বললে ভুল হবে যে গত দুইদিন কেউ পোস্ট করেনি আর এমনও হতে পারে গত দুইদিন অনেকেই তাদের সপ্তাহের ছুটি কাটিয়েছে আমি গতকালকের কোন পোস্ট করেছিলাম না আমাদের লোকাল বলবে তবে আমি গত পরশুদিন একটি পোস্ট করেছিলাম আমাদের লোকাল বোর্ডে।

যাইহোক সবাইকে আমি বলতে চাই আমরা কোয়ালিটি ফুল পোস্ট করব কারণ কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দাম অনেক বেশি। এই ক্ষেত্রে সকল বাংলাদেশী কমিউনিটি এর মেম্বারদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।