ভাই বুঝিনা, আমাদের বোর্ড একটিভ হচ্ছে না কেন ? গত ২দিন যাবৎ কারো কোনো পোস্ট নাই, সবাই কেমন যেন বাংলা বোর্ড এ পোস্ট করা ছেড়ে দিচ্ছেন, আমাদের বোর্ড, আমাদের নিজ দায়িত্বে এগিয়ে নিয়ে যেতে হবে, এটি কারো একার কাজ নয়, এবং একা একা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবও নয়, ভাই এত গুলো ভিউ পড়ে প্রতিটি থ্রেডে, অথচ পোস্ট করে না, এর মানে অনেকেই আছেন যারা শুধু মাত্র পোস্ট গুলো দেখে যায় কিন্তু পোস্ট করেনা। কেন ভাই আপনাদের কি সমস্যা? আপনারা কেন এই বাংলা বোর্ড এ পোস্ট করছেন না ?
ভাই যারা বাংলা বোর্ড ছেড়ে দিয়েছেন, অর্থাৎ সবসময় শুধু পোস্ট গুলো দেখেন অথচ পোস্ট করেননা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনারা ফিরে আসুন, আপনাদেরকে অনেক প্রয়োজন, এই বোর্ড এখন ডাউন এ রয়েছে, আপনারা যদি সাহায্য করেন তাহলে এই বোর্ড কে আবার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভাই আমরা তো একই দেশের মানুষ, এবং এটি আমাদের বাঙালীদের বোর্ড, আপনাদের তো এই বোর্ডের প্রতি একটু হলেও মায়া আছে তাই না ? তাহলে ভাই দয়া করে আপনারা এই বোর্ড এ একটিভ হন, তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের বোর্ড অনেক এগিয়ে যাবে।