Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => রাজনৈতি ও সমাজ => Topic started by: Ricardo11 on July 17, 2024, 07:09:22 PM
-
(https://www.talkimg.com/images/2024/07/17/4nfBz.jpeg)(https://www.talkimg.com/images/2024/07/17/4nJd2.jpeg)(https://www.talkimg.com/images/2024/07/17/4nVzc.png)(https://www.talkimg.com/images/2024/07/17/4njhP.png) image scorch
(https://www.aljazeera.com/gallery/2024/7/16/dozens-injured-in-bangladesh-clashes-as-students-protest-against-job-quotas)
অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে, বর্তমানের কোটা আন্দোলনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারাত্মক নির্যাতন এর শিকার হচ্ছে পুলিশ এবং ছাত্রলীগের হামলায়. অনেক অনেক শিক্ষার্থী পুলিশের গুলিতে আহত এবং নিহত হয়েছে. সরকারের নির্দেশে পুলিশ এবং ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপরে হামলা চালাচ্ছে. এ আন্দোলনে পুরুষদের ওপরে তো নির্যাতন চালাচ্ছেই, সেই পাশে মহিলাদের ওপরেও নির্যাতন চলছে, অর্থাৎ ছেলে বা মেয়ে যাই হোক না কেন পুলিশ শুধুমাত্র তাদের উপর হামলা চালাচ্ছে.এ আন্দোলনে আহতের সংখ্যা অগুন্ততিক এবং কতজন যে নিহত হয়েছে তা আল্লাহই জানে.
এই আন্দোলনের কারণে ইতিমধ্যেই সরকার সমস্ত জনগণের ঘাড়ে রাজাকারের Tag বসিয়ে দিয়েছে, তিনি বলেছেন সবাই নাকি রাজাকার, অর্থাৎ এই কথাটি যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে, ১৯৭১ সালের পরে যারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই তারা সবাই রাজাকার. আমি, আপনি, আপনার বাবা, আমার বাবা, আমার দাদা নামও যেহেতু মুক্তিযুদ্ধের কোঠায় নাই তাদের সহ আমরা সবাই রাজাকার.
অর্থাৎ বর্তমানে বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে 2.35 লাখ মানুষ মুক্তিযোদ্ধা এদের পরিবার বাদে 16.97 কোটি সাধারণ মানুষ এরা সবাই রাজাকার. যে দেশের সরকার ক্ষমতায় ওঠার জন্য আপনার প্রয়োজন নেই অর্থাৎ আপনার আমার ভোট ছাড়াই সে ক্ষমতায় উঠতে পারে, সে কারণেই আমাদের রাজাকার বলায় তার একটুকুও দ্বিধাবোধ হয়নি.
তার কথা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে তিন ধরনের মানুষ বসবাস করে :-
মুক্তিযোদ্ধা ( 2.35 লাখ )
রাজাকার ( 16.97 কোটি )
রোহিঙ্গা ( 12 লাখ )
এই অনুযায়ী আপনি কোন ক্যাটাগরিতে পড়লেন?
ভাই একজন বাংলাদেশের নাগরিক হয়ে যখন এই ধরনের কথা শুনতে হয়, তখন আমার মনে হয় এই কথার উপরে তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানানো উচিত.
news link:
*https://www.aljazeera.com/news/2024/7/15/dozens-wounded-as-students-protest-government-job-quotas-in-bangladesh
*https://www.bbc.com/news/articles/cpv3kn5v565o
*https://www.nytimes.com/2024/07/11/world/asia/bandladesh-student-protests-job-quotas.html
*https://www.somoynews.tv/news/2024-07-17/PGxF5CDM
-
বর্তমানে এই সরকার এর অনেকটা কুকুরের যখন রেভিস রোগ হয় ঠিক তেমনটি হয়েছে। এরা বুঝতেছেনা এবং অনেকদিন যাবত ক্ষমতায় থাকার কারণে মনের ভেতর সবসময় এই ভয় থাকে যে ছোটখাটো আন্দোলন হলেও যদি গদি ফুটো হয়ে যায়।
আরে জন্য সামান্য কোঠা আন্দোলন তারা সহ্য করতে পারছে না লেলিয়ে দিতেছে কুত্তালীগ কুত্তা বাহিনী। পুলিশ দিয়ে ধাওয়া দিয়ে বিষয়টাকে ধামা চাপা দিতে পারত কিন্তু না তারা তাদের কুত্তা গুলোকে লাগিয়ে দিয়েছে। আল্লাহর লানত পরুক ওইসব কুত্তাদের উপর।
নিহত এবং আহত এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আল্লাহ সকল ছাত্র দের হেফাজত করুক।
-
গতকাল রাতেও ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর নগর সহ প্রায় সব কয়টা বিশ্ববিদ্যালয় এবং এর হল গুলো পুলিশ, বিজিবি, এবং ছাত্রলীগ ঘেরাও করে গনহত্যা চালিয়েছে। নেটওয়ার্ক জ্যামার ব্যাবহার ব্যাবহার করে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। হলগুলোর বিদ্যুৎ, পানির সংযোগ, ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। হয়তো ভেতরে পচে মরবে, নইলে বাইরে যেতে গিয়ে মরবে, এরকম একটা পরিস্থিতি তৈরী করে রেখেছে। সময় টেলিভিশন একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছে শুনতে চায় সময় নাম দিয়ে, সেখানে প্রবেশ করলে গনহত্যার কিছু নমুনা দেখতে পারবেন। গ্রুপ লিংক https://t.me/shuntechaysomoy
আমার পুরো পরিবার আওয়ামীলীগ করতো। তবে এরা যে হেলমেট বাহিনীর জন্ম দিয়েছে, এই খবর নিশ্চই আমার বাবা মৃত্যুর আগ অব্দি জানতো না। ছাত্রলীগ নামের সংগঠন আজীবনের জন্য বয়কট করলাম।
-
গতকাল রাতেও ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর নগর সহ প্রায় সব কয়টা বিশ্ববিদ্যালয় এবং এর হল গুলো পুলিশ, বিজিবি, এবং ছাত্রলীগ ঘেরাও করে গনহত্যা চালিয়েছে। নেটওয়ার্ক জ্যামার ব্যাবহার ব্যাবহার করে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। হলগুলোর বিদ্যুৎ, পানির সংযোগ, ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। হয়তো ভেতরে পচে মরবে, নইলে বাইরে যেতে গিয়ে মরবে, এরকম একটা পরিস্থিতি তৈরী করে রেখেছে। সময় টেলিভিশন একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছে শুনতে চায় সময় নাম দিয়ে, সেখানে প্রবেশ করলে গনহত্যার কিছু নমুনা দেখতে পারবেন। গ্রুপ লিংক https://t.me/shuntechaysomoy
আমার পুরো পরিবার আওয়ামীলীগ করতো। তবে এরা যে হেলমেট বাহিনীর জন্ম দিয়েছে, এই খবর নিশ্চই আমার বাবা মৃত্যুর আগ অব্দি জানতো না। ছাত্রলীগ নামের সংগঠন আজীবনের জন্য বয়কট করলাম।
ইন্টারনেট এর সাথে যারা যুক্ত তারা যে আপেক্ষিক এটা আবার হাসিনা নতুন করে দেখায় দিল। পুরো পাঁচ দিন পুরো বাংলাদেশ নেট ছাড়া ছিল আর এটি বাস্তবায়ন করার মাধ্যমে তারা প্রমাণ করলো যে ভবিষ্যতে এরকম কোন পরিস্থিতি আসলে আবারও দেশের অবস্থা তারা এমনই করবে আসলে হাসিনার বিষয়টি হয়েছে জান বাঁচানো ফরজ এতে হাজার হাজার কোটি টাকা লজ্জায় যাক তা যাবে দেশের মানুষের টাকা তো আর নিজের লজ্জ যাচ্ছে না।
এই পাঁচটা দিন প্রতিটা সময় গিয়েছে দম বন্ধকর অবস্থায়। যাই হোক আমার নেট এসেছে আমার কিছু কিছু বন্ধুর এখনো আসেনি। আমার জেলায় একজন মেয়ের সহ আরো চার-পাঁচজন মারা গিয়েছে তবে মজার বিষয় হচ্ছে কুত্তা বাহিনীর কিছু ভাড়াটে কুত্তাগুলোকে পোলাপানের পিটিয়েছে ওদের আনা হা*তুড়ি চা*পাটি দিয়ে ওদেরকেই কোপা*নো হয়েছে।
তবে পেটুয়া বাহিনীরাও কম ক্ষতি করেনি অনেক অনেক মায়ের বুক খালি করেছে-
আমি এই চ্যানেলটিকে ফলো করি আপডেট জানার জন্য দেখতে পারেন ভয়াবহতা- https://t.me/JawadNirjhor
-
ইন্টারনেট এর সাথে যারা যুক্ত তারা যে আপেক্ষিক এটা আবার হাসিনা নতুন করে দেখায় দিল। পুরো পাঁচ দিন পুরো বাংলাদেশ নেট ছাড়া ছিল আর এটি বাস্তবায়ন করার মাধ্যমে তারা প্রমাণ করলো যে ভবিষ্যতে এরকম কোন পরিস্থিতি আসলে আবারও দেশের অবস্থা তারা এমনই করবে আসলে হাসিনার বিষয়টি হয়েছে জান বাঁচানো ফরজ এতে হাজার হাজার কোটি টাকা লজ্জায় যাক তা যাবে দেশের মানুষের টাকা তো আর নিজের লজ্জ যাচ্ছে না।
এই পাঁচটা দিন প্রতিটা সময় গিয়েছে দম বন্ধকর অবস্থায়। যাই হোক আমার নেট এসেছে আমার কিছু কিছু বন্ধুর এখনো আসেনি। আমার জেলায় একজন মেয়ের সহ আরো চার-পাঁচজন মারা গিয়েছে তবে মজার বিষয় হচ্ছে কুত্তা বাহিনীর কিছু ভাড়াটে কুত্তাগুলোকে পোলাপানের পিটিয়েছে ওদের আনা হা*তুড়ি চা*পাটি দিয়ে ওদেরকেই কোপা*নো হয়েছে।
তবে পেটুয়া বাহিনীরাও কম ক্ষতি করেনি অনেক অনেক মায়ের বুক খালি করেছে-
আমি এই চ্যানেলটিকে ফলো করি আপডেট জানার জন্য দেখতে পারেন ভয়াবহতা- https://t.me/JawadNirjhor
বাংলাদেশ ছেড়ে যাওয়ার জন্য এরকম কেটা ঘঠনাই যথেষ্ঠ। কোনো মেধাবী বাংলাদেশে থেকে কি করবে বলেন তো ভাই! আমি যদি বিদেশী প্রজেক্ট এ কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করতে পারি, তাহলে সেখানে গিয়ে বসবাস ও করতে পারি। কি দরকার এরকম স্বৈরাচারী শাসকের দেশে থাকার? সাধারন একটা কোটা আন্দোলনকে এরকম পর্যায়ে নিয়ে যেয়ে সরকার প্রমাণ করলো তারা কি পরিমানে মূর্খ!
আন্দোলন যখন প্রথম শুরু হয়, তখনই তারা ছাত্রদের সাথে আলোচনা করে এটা সমাধান করতে পারতো। কিন্তু সরকার দলের ছাত্রলীগ নামের যে সন্ত্রাসী সংগঠন আছে, তারা প্রায় প্রতিটা প্রটেষ্ট এ গিয়ে গিয়ে হামলা চালায়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। ছাত্রলীগ কে কে দ্বায়ীত্ব দিয়েছে মানুষ মারার? আবার কাউয়া কাদের বলে ছাত্রলীগ আক্রমন করেনি, তারা আক্রান্ত হয়েছে।
-
বাংলাদেশ ছেড়ে যাওয়ার জন্য এরকম কেটা ঘঠনাই যথেষ্ঠ। কোনো মেধাবী বাংলাদেশে থেকে কি করবে বলেন তো ভাই! আমি যদি বিদেশী প্রজেক্ট এ কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করতে পারি, তাহলে সেখানে গিয়ে বসবাস ও করতে পারি। কি দরকার এরকম স্বৈরাচারী শাসকের দেশে থাকার? সাধারন একটা কোটা আন্দোলনকে এরকম পর্যায়ে নিয়ে যেয়ে সরকার প্রমাণ করলো তারা কি পরিমানে মূর্খ!
আন্দোলন যখন প্রথম শুরু হয়, তখনই তারা ছাত্রদের সাথে আলোচনা করে এটা সমাধান করতে পারতো। কিন্তু সরকার দলের ছাত্রলীগ নামের যে সন্ত্রাসী সংগঠন আছে, তারা প্রায় প্রতিটা প্রটেষ্ট এ গিয়ে গিয়ে হামলা চালায়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। ছাত্রলীগ কে কে দ্বায়ীত্ব দিয়েছে মানুষ মারার? আবার কাউয়া কাদের বলে ছাত্রলীগ আক্রমন করেনি, তারা আক্রান্ত হয়েছে।
আপনার কথা শুনে মনে পড়লো যে গত ১২ তারিখে আমার এক বন্ধু অস্ট্রেলিয়া গেল পড়াশোনা করার জন্য এর আগে আমি তাকে বারবার বলেছি যে দেশে থেকেই তো সবকিছু করা যায় দেশী আমার নিকট ভালো লাগে অযথাই একটু বাইরে গিয়ে লাভ কি?
আরো বলেছে বাইরে তো সেই কষ্ট করে টাকা কামাই করতে হবে।
আর ভাই আজকে তার রিপ্লাই পেলাম বর্তমান এ যা আছে এইগুলোই হলো তার দেশ ছাড়ার মূল কারণ।
আর বর্তমান পরিস্থিতি দেখে আমারও মনে হচ্ছে দেশ ছেড়ে যাওয়াটাই বেটার হবে। আজকে আমার এক ঘনিষ্ঠ বন্ধু যিনি আমাকে ক্রিপ্টো ওয়ার্ল্ড এর সাথে পরিচয় করিয়ে দিয়েছে সে বলতেছে IELTs দিয়ে বাহিরে চলে যাবে।
আসলে যাবে না কেন দেশে বসে যদি একটু মোটা টাকা কামাই করতে পারি সেটাও শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আর আমাদের স্বৈরাশাসক বর্তমানে এটার মধ্যেও হাত দেওয়া শুরু করেছে তাহলে আমাদের দেশে থাকার কারণটা কি হবে?
-
আপনার কথা শুনে মনে পড়লো যে গত ১২ তারিখে আমার এক বন্ধু অস্ট্রেলিয়া গেল পড়াশোনা করার জন্য এর আগে আমি তাকে বারবার বলেছি যে দেশে থেকেই তো সবকিছু করা যায় দেশী আমার নিকট ভালো লাগে অযথাই একটু বাইরে গিয়ে লাভ কি?
আরো বলেছে বাইরে তো সেই কষ্ট করে টাকা কামাই করতে হবে।
আর ভাই আজকে তার রিপ্লাই পেলাম বর্তমান এ যা আছে এইগুলোই হলো তার দেশ ছাড়ার মূল কারণ।
আর বর্তমান পরিস্থিতি দেখে আমারও মনে হচ্ছে দেশ ছেড়ে যাওয়াটাই বেটার হবে। আজকে আমার এক ঘনিষ্ঠ বন্ধু যিনি আমাকে ক্রিপ্টো ওয়ার্ল্ড এর সাথে পরিচয় করিয়ে দিয়েছে সে বলতেছে IELTs দিয়ে বাহিরে চলে যাবে।
আসলে যাবে না কেন দেশে বসে যদি একটু মোটা টাকা কামাই করতে পারি সেটাও শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আর আমাদের স্বৈরাশাসক বর্তমানে এটার মধ্যেও হাত দেওয়া শুরু করেছে তাহলে আমাদের দেশে থাকার কারণটা কি হবে?
দেশে থাকার কারণ হলো শুধুমাত্র পরিবার আর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আর বাপের ভিটা। আপনি আমি, আমরা সবাই বিদেশ চলে গেলে দেশটা হয়ে যাবে অযোগ্যদের কারখানা। এখানে প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। একবার চিন্তা করে দেখেন তো, আমরা যাদের টিকটক জেনারেশন বলে আসছিলাম, তারা যদি প্রতিবাদ না করতো, তাহলে বাংলাদেশের আইনে কোনো প্রকার পরিবর্তন আসতো? শুধু নিজের আর নিজের ফ্যামিলির কথা ভাবলে দেশে না থাকাই উত্তম। যে দেশের পুলিশ, সেনাবাহিনীতে শুধুমাত্র সরকার দলীয় লোকজন নিয়োগ দেয়া হয়, সেই পুলিশ আর সেনাবাহিনী কি কখনো জনগনের পক্ষে থাকবে? দেশটা অলরেডি কোরিয়া হয়ে গেছে। এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো কথাও বলতে পারবেন না।
-
ভাই আমি আপনার কথার সাথে একমত আপনি যে এই বিষয়ে কথা বলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এই কোটা আন্দোলনকে থামানোর জন্য পুরো দেশ থেকে ইন্টারনেট বিচ্ছেদ করে দেওয়া হয়েছিল। আবার সেই ইন্টারনেট প্রায় ১১ দিন পর দেওয়া হলেও এই ইন্টারনেটে আমাদের সোশ্যাল মিডিয়ার কোন অ্যাপস ব্যবহার করা যাবে না অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে যোগাযোগ মাধ্যমে আমরা অনলাইনে কারো সাথে যোগাযোগ করতে পারব না এমন কিছু। এক্ষেত্রে তারা শিক্ষার্থীদের দুর্বল করে দিতেই এই পদক্ষেপগুলো নিয়েছিল।
কোটা ব্যবস্থা মূলত জাতিগত সংখ্যালঘু, নারী এবং অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ডের লোকদের সহ বিভিন্ন নিম্ন প্রতিনিধিত্ব করা এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।এই কোটা আন্দোলনে অনেক মেধাবী ভাই ও বোনেরা আহত এবং নিহত হয়েছে। পুলিশ তাদের উপর হামলা চালাচ্ছে আবার তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক ভাইকে গুলিও করেছে। যেই দেশে আমাদের নিজ কোন অধিকার নেই সেই দেশে আর যাই হোক কোনো ভালো কিছু হতে পারে না।
-
কোটা আন্দোলন নিয়ে কোন মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি কারণ গত কয়েকদিনে যে অন্যায়গুলো দেখেছি বাংলাদেশে পুলিশদের কাছে থেকে তা বলার ভাষা আমি খুঁজে পাই না। চোখের সামনে অনেককে প্রাণ হারাতে দেখেছি নিজের বন্ধুকে আঘাত পেতে দেখেছি। দেখেছি মা বোনদের অপমান। জীবনের প্রথম এরকম অভিজ্ঞতার সাক্ষী হলাম। পৃথিবীর কোন দেশে এরকম পরিস্থিতি আজও সৃষ্টি হয়নি যা বাংলাদেশ করে দেখিয়েছে।
-
আবারো ৩ ঘন্টা ইন্টারনেট ব্ল্যাক আউটে ছিলো সারা বাংলাদেশ। তবে সোয়া একটার দিকে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড দুটোই চালু করা হয়েছে। কিন্তু ইন্টারনেট স্পিড মারাক্তক ভাবে কম। আন্দোলনকারীরা সকল বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে এবং বিক্ষোভে অংশ নিয়েছে। সারা দেশে আরো বিপুল পরিমানে প্রাণহানির আশংকা আছে। যে কারনে জাতীসংঘের মানবাধীকার প্রধান এটা নিয়ে বক্তব্য দিয়েছেন।
সর্বশেষ খবর অনুযায়ী সেনাবাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে বৈঠক করছেন এবং কিছুক্ষনের মধ্যে জাতীর উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে। সেনাবাহিনীর উচিৎ হবে টেক ওভার করা। বাংলাদেশের জনগন এখন না হাসিনাকে বিশ্বাস করে, না খালেদা কে বিশ্বাস করে। এই মুহূর্তে ড, ইউনুস কে দরকার!
-
কয়রায় ছাত্র-জনতার আনন্দমিছিল থেকে ভাঙচুর, গুলিতে আহত ১০
(https://www.talkimg.com/images/2024/08/05/53Cv5.png)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানা দেশ ছেড়ে যাওয়ার খবরে খুলনার কয়রা উপজেলা সদরে আনন্দে মেতে ওঠেন ছাত্র-জনতা। আজ সোমবার বেলা তিনটার দিকে আনন্দমিছিল থেকে ভাঙচুর চালানো হয় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।
আগুন দেওয়া হয় খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানের কয়রা সদরের বাসভবনে। পরে কয়রা সদরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজার বাসায় আন্দোলনকারীরা হামলা করতে গেলে বাসার ভেতর থেকে অনবরত গুলি ছোড়া হয়। এতে ১০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন।
কয়েকজন আন্দোলনকারী বলেন, বিকেল সাড়ে চারটার দিকে আন্দোলনকারীরা আরও সংগঠিত হয়ে উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজার বাসায় হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাঁরা তাঁকে পিটিয়ে ঘরের মধ্যে ফেলে রেখে এসেছেন। এ ছাড়া বাড়ির মধ্যে আরও তিনজন ছিলেন। তাঁদেরও তাঁরা পিটিয়ে রেখে এসেছেন।
news link (https://www.prothomalo.com/bangladesh/district/aq29jb8ncc)
-
এই আন্দোরনের শুরু থেকেই এর পক্ষে ছিলাম। কিন্তু আজকে বিজয়ের পর মনে হচ্ছে এটা আসলে বিজয় হতে পারে না। সারা দেশে মানুষ যেভাবে লুটতরাজ চালাচ্ছে, বিশেষ করে বি এন পি এর লোকজন গ্রামে যেভাবে হামলা করছে, মনে হচ্ছে এই বিজয় বি এন পির। তারাই এই দেশ থেকে হাসিনাকে তাড়িয়েছে। গ্রামের বেশিরভাগ আওয়ামী লীগ সাপোর্ট করে এরকম মানুষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট চালিয়েছে। অনেক নিরীহ মানুষ আছে যারা কোনো দল সাপোর্ট করে না, তাদের ব্যাবসা প্রতিষ্ঠান অব্দি লুট করা হয়েছে। কি দোষ ছিলো এসব মানুষের? আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালীন কি বি এন পি এর সাপোর্টারদের বাড়ি ঘরে এভাবে হামলা করা হয়েছিলো?
দেশ কে এমন বিজয় উপহার দিলো ছাত্ররা। আর উৎযাপন লুটপাট চালাচ্ছে বি এন পি। এগুলোর কোনো মানে হয়? আমরা স্বৈরাচারের পতন চেয়েছি। কিন্তু তার মানে এই না আমরা আবারো আরেক স্বৈরাচারের জন্ম দিবো এই দেশে। সবার কাছে অনুরোধ, আপনারা সহিংসতা বন্ধ করেন।
-
শত শত ছাত্ররা তাদের তাজা রক্তের বিনিময়ে এই দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে কিন্তু এই দেশটা কতদিন স্বাধীন থাকবে?
ইতিমধ্যে এই তত্ত্বাবধায়ক সরকার এর দায়িত্বে দেশটি চলে গেছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে । নির্বাচনের সময় আবার দুই পক্ষ নির্বাচন করবে আওয়ামী লীগ বিএনপি আমার কাছে এই দুই দলটির কোনটি পছন্দের নয়। কারণ আওয়ামী লীগ যে কথা বিএনপি একই কথা সুযোগ পেলে কেউ ছাড় দেয় না। তাই আমার মতে বাংলাদেশ যেহেতু ইসলামের রাষ্ট্র সেহেতু ইসলামী যে দল আছে সেই দলকে সাপোর্ট করা উচিত আমার মনে হয়। দেশটি যদি ইসলামের রাজত্ব কায়েম হতো তাহলে অবশ্যই দেশের শান্তি হয়তো ফিরে আসতো।