


image scorch
অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে, বর্তমানের কোটা আন্দোলনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারাত্মক নির্যাতন এর শিকার হচ্ছে পুলিশ এবং ছাত্রলীগের হামলায়. অনেক অনেক শিক্ষার্থী পুলিশের গুলিতে আহত এবং নিহত হয়েছে. সরকারের নির্দেশে পুলিশ এবং ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপরে হামলা চালাচ্ছে. এ আন্দোলনে পুরুষদের ওপরে তো নির্যাতন চালাচ্ছেই, সেই পাশে মহিলাদের ওপরেও নির্যাতন চলছে, অর্থাৎ ছেলে বা মেয়ে যাই হোক না কেন পুলিশ শুধুমাত্র তাদের উপর হামলা চালাচ্ছে.এ আন্দোলনে আহতের সংখ্যা অগুন্ততিক এবং কতজন যে নিহত হয়েছে তা আল্লাহই জানে.
এই আন্দোলনের কারণে ইতিমধ্যেই সরকার সমস্ত জনগণের ঘাড়ে রাজাকারের Tag বসিয়ে দিয়েছে, তিনি বলেছেন সবাই নাকি রাজাকার, অর্থাৎ এই কথাটি যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে, ১৯৭১ সালের পরে যারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই তারা সবাই রাজাকার. আমি, আপনি, আপনার বাবা, আমার বাবা, আমার দাদা নামও যেহেতু মুক্তিযুদ্ধের কোঠায় নাই তাদের সহ আমরা সবাই রাজাকার.
অর্থাৎ বর্তমানে বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে 2.35 লাখ মানুষ মুক্তিযোদ্ধা এদের পরিবার বাদে 16.97 কোটি সাধারণ মানুষ এরা সবাই রাজাকার. যে দেশের সরকার ক্ষমতায় ওঠার জন্য আপনার প্রয়োজন নেই অর্থাৎ আপনার আমার ভোট ছাড়াই সে ক্ষমতায় উঠতে পারে, সে কারণেই আমাদের রাজাকার বলায় তার একটুকুও দ্বিধাবোধ হয়নি.
তার কথা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে তিন ধরনের মানুষ বসবাস করে :-
মুক্তিযোদ্ধা ( 2.35 লাখ )
রাজাকার ( 16.97 কোটি )
রোহিঙ্গা ( 12 লাখ )
এই অনুযায়ী আপনি কোন ক্যাটাগরিতে পড়লেন?
ভাই একজন বাংলাদেশের নাগরিক হয়ে যখন এই ধরনের কথা শুনতে হয়, তখন আমার মনে হয় এই কথার উপরে তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানানো উচিত.
news link:
*https://www.aljazeera.com/news/2024/7/15/dozens-wounded-as-students-protest-government-job-quotas-in-bangladesh
*https://www.bbc.com/news/articles/cpv3kn5v565o
*https://www.nytimes.com/2024/07/11/world/asia/bandladesh-student-protests-job-quotas.html
*https://www.somoynews.tv/news/2024-07-17/PGxF5CDM