Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Btclover on July 29, 2024, 06:54:41 PM

Title: Bounty management কি…...?
Post by: Btclover on July 29, 2024, 06:54:41 PM
Bounty management করতে আগ্রহী কিন্তু এই সেক্টরে কিভাবে কাজ করে শিখতে চাই.....
যদি কেউ যেনে থাকেন তাহলে এ সম্পর্কে আপনার মতামত দিন খুব উপকারে আসবে । ধন্যবাদ সবাইকে
Title: Re: Bounty management কি…...?
Post by: Vision pro on August 15, 2024, 12:11:52 PM
কি ব্যাপার বুঝলাম না এই পোস্টটা করেছে অনেকদিন হলো কিন্তু এই ব্যাপারে কারো কোন মন্তব্য পাচ্ছিনা কেন আসলে কেউ কি জেনেও বলছে না নাকি কেউ বলতে চাচ্ছেনা।

পোস্টদাতা পোস্ট করেছে অনেক দিন আগে কারো কোন সাড়া পাচ্ছে না নাকি আইডিতে ক্লোন থাকার কারণে কেউ এই পোস্টে মতামত জানাচ্ছে না।

Title: Re: Bounty management কি…...?
Post by: JISAN on August 15, 2024, 04:06:41 PM
Bounty management করতে আগ্রহী কিন্তু এই সেক্টরে কিভাবে কাজ করে শিখতে চাই.....
যদি কেউ যেনে থাকেন তাহলে এ সম্পর্কে আপনার মতামত দিন খুব উপকারে আসবে । ধন্যবাদ সবাইকে
বাউন্টি ম্যানেজমেন্ট এর জন্য কিছু স্কিল প্রয়োজন সেগুলোর মধ্যে রয়েছে
১। গুগল ফর্ম এবং গুগল শিট সম্পর্কে ভালো ধারনা, এগুলো ক্রিয়েট করা এবং আপডেট করার দক্ষতা।
২। বাউন্টি থ্রেড ডিজাইন করার জন্য BBcode সম্পর্কে ধারনা থাকা
৩। সোসিয়াল মিডিয়া সম্পর্কে ভালো ধারনা।
৪। সবচেয়ে বড় দক্ষতা যেটা প্রয়োজন সেটা হোলো ক্লায়েন্ট হ্যান্ডেল করা। কম্পানিকে কৌশলে ক্যাম্পেইন চালানোর জন্য রাজি করা। ইত্যাদি

কি ব্যাপার বুঝলাম না এই পোস্টটা করেছে অনেকদিন হলো কিন্তু এই ব্যাপারে কারো কোন মন্তব্য পাচ্ছিনা কেন আসলে কেউ কি জেনেও বলছে না নাকি কেউ বলতে চাচ্ছেনা।

পোস্টদাতা পোস্ট করেছে অনেক দিন আগে কারো কোন সাড়া পাচ্ছে না নাকি আইডিতে ক্লোন থাকার কারণে কেউ এই পোস্টে মতামত জানাচ্ছে না।
ভাই এগুলো যদি সবাই জানতো তাহলে সবাই ক্যাম্পেন ম্যানেজ করতো। যারা এই টপিক ভিজিট করে তারা হয়তবা এগুলো সম্পর্কে ভালো জানে না এর কারনেই এখানে কেউ পোস্ট করে না আমি মনে করি। আমিও এই বিষয়ে ভালো জানি না।  তবে অনুমান করে বললাম এগুলো কাজে লাগবে বাউন্টি ম্যানেজমেন্ট করার জন্য। তবে এরো কিছু সিক্রেট থাকতে পারে
Title: Re: Bounty management কি…...?
Post by: kulkhan on August 20, 2024, 08:30:03 PM
Bounty management করতে আগ্রহী কিন্তু এই সেক্টরে কিভাবে কাজ করে শিখতে চাই.....
যদি কেউ যেনে থাকেন তাহলে এ সম্পর্কে আপনার মতামত দিন খুব উপকারে আসবে । ধন্যবাদ সবাইকে
অনেক ধন্যবাদ আপনাকে বাউন্টি ম্যানেজমেন্ট করতে আগ্রহী হওয়ার জন্য। কিন্তু আমি লক্ষ্য করলাম আপনার প্রোফাইলে প্লাগারিজন স্ট্রাইক দেওয়া আছে। তারমানে আপনি এখানে মেম্বার হিসেবে ও খুব বেশি যোগ্য না। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আপনি আগে সেটা রিমুভ করার ব্যবস্থা করেন, তা না হলে আপনার এই পোস্টটি সবাই গুরুত্বহীন বলে মনে করছে বলে আমি মনে করি। প্লাগারিজম স্টাইক তোলার নিয়ম সম্পর্কে বোর্ডে দেওয়া আছে। সেটা থেকে আপনি আপনার এটা উঠিয়ে নেন। আশা করি পরবর্তীতে যদি সব নিয়মকানুন মেনে চলেন তাহলে এই ফোরামে ভালো কিছু করতে পারবেন।

আর বাউন্টি ম্যানেজমেন্ট করতে কি কি দক্ষতার প্রয়োজন হয়, বা নিয়মকানুন কি সেটা আমাদের বাংলা বোর্ডের মডারেটর JISAN ভাই অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। ওইগুলো ফলো করলে আশা করি আপনি বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সবকিছু জানতে পারবেন।
Title: Re: Bounty management কি…...?
Post by: Wonder Work on October 19, 2024, 09:16:21 AM
কিন্তু আমি লক্ষ্য করলাম আপনার প্রোফাইলে প্লাগারিজন স্ট্রাইক দেওয়া আছে। তারমানে আপনি এখানে মেম্বার হিসেবে ও খুব বেশি যোগ্য না। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আপনি আগে সেটা রিমুভ করার ব্যবস্থা করেন, তা না হলে আপনার এই পোস্টটি সবাই গুরুত্বহীন বলে মনে করছে বলে আমি মনে করি। প্লাগারিজম স্টাইক তোলার নিয়ম সম্পর্কে বোর্ডে দেওয়া আছে। সেটা থেকে আপনি আপনার এটা উঠিয়ে নেন। আশা করি পরবর্তীতে যদি সব নিয়মকানুন মেনে চলেন তাহলে এই ফোরামে ভালো কিছু করতে পারবেন।

আর বাউন্টি ম্যানেজমেন্ট করতে কি কি দক্ষতার প্রয়োজন হয়, বা নিয়মকানুন কি সেটা আমাদের বাংলা বোর্ডের মডারেটর JISAN ভাই অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। ওইগুলো ফলো করলে আশা করি আপনি বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সবকিছু জানতে পারবেন।
বাহ কি অবাক করা কাহিনী দেখছেন তো। আপনার এত সুন্দর করে তাকে রিপ্লাই করলেন সাজেশন আকারে যদি এটা তার ভালোর জন্য কিন্তু সে সেটা এভয়েড করে চলতেছে। আসলে এরা কারা এখানে এসেই এগুলো সম্পর্কে জানতে চায়। জানতে চাই এটা ঠিক আছে কিন্তু আমার মনে হয় তাদের ন্যূনতম জ্ঞানটুকু নেই। সে বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাইছে তার প্রোফাইল ঘুরে দেখলাম আমার মনে হয় সে বাউনটি সম্পর্কে ভালো করে জানেন। আসলে বাউন্টি কি এ বিষয়টি হয়তো সে ভালো করে জানে না।

সে নিজেই নেগেটিভ কার্মা নিয়ে বসে আছে আর সে আসছে ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে। তাকে অবশ্যই ভালোভাবে অগ্রসর হতে হবে এরকমভাবে থাকলে সে কখনো বাউন্টি ম্যানেজমেন্ট করতে পারবে না আমার মনে হয়। বাউনটি ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই রিপোর্টেবল মেম্বার হতে হবে।

JISAN ভাই তাকে সম্পূর্ণ গাইড করে দিয়েছে এগুলা হচ্ছে ভালো করে জানে কিনা জানিনা। তবে ভাই যে ডিরেকশনগুলো দিয়েছে এগুলোই মেন দিরেকশন মনে হয়।

বাউন্ডে আসলে অ্যাকচুয়ালি এক ধরনের মার্কেটিং সিস্টেম। সেখানে মার্কেটিং করা হয় বিভিন্ন ধরনের ইউজারদের দ্বারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো প্রমোট করা হয়। আর এখন এই বাউনটি সিস্টেমটা ধীরে ধীরে উঠে যাচ্ছে এটার প্রতি এখন কারো এতটা ইন্টারেস্ট নাই।
Title: Re: Bounty management কি…...?
Post by: Danieler on April 03, 2025, 02:04:05 PM
ভাইয়া আপনি বাউন্টি  সম্পর্কে আগে ভালোভাবে জানেন তারপরে আপনি  Bounty  Management কি জানবেন। আপনি যদি এখন না বুঝেই হঠাৎ করেই এটা সম্পর্কে জানতে চান তাহলে তো আপনি কোনভাবেই কোন কিছু বুঝতে পারবেন না। তাহলে আপনাকে আগে বাউন্টি কি এবং এ কাজ কি সেটা সম্পর্কে আগে জানতে হবে।