Bounty management করতে আগ্রহী কিন্তু এই সেক্টরে কিভাবে কাজ করে শিখতে চাই.....
যদি কেউ যেনে থাকেন তাহলে এ সম্পর্কে আপনার মতামত দিন খুব উপকারে আসবে । ধন্যবাদ সবাইকে
বাউন্টি ম্যানেজমেন্ট এর জন্য কিছু স্কিল প্রয়োজন সেগুলোর মধ্যে রয়েছে
১। গুগল ফর্ম এবং গুগল শিট সম্পর্কে ভালো ধারনা, এগুলো ক্রিয়েট করা এবং আপডেট করার দক্ষতা।
২। বাউন্টি থ্রেড ডিজাইন করার জন্য BBcode সম্পর্কে ধারনা থাকা
৩। সোসিয়াল মিডিয়া সম্পর্কে ভালো ধারনা।
৪। সবচেয়ে বড় দক্ষতা যেটা প্রয়োজন সেটা হোলো ক্লায়েন্ট হ্যান্ডেল করা। কম্পানিকে কৌশলে ক্যাম্পেইন চালানোর জন্য রাজি করা। ইত্যাদি
কি ব্যাপার বুঝলাম না এই পোস্টটা করেছে অনেকদিন হলো কিন্তু এই ব্যাপারে কারো কোন মন্তব্য পাচ্ছিনা কেন আসলে কেউ কি জেনেও বলছে না নাকি কেউ বলতে চাচ্ছেনা।
পোস্টদাতা পোস্ট করেছে অনেক দিন আগে কারো কোন সাড়া পাচ্ছে না নাকি আইডিতে ক্লোন থাকার কারণে কেউ এই পোস্টে মতামত জানাচ্ছে না।
ভাই এগুলো যদি সবাই জানতো তাহলে সবাই ক্যাম্পেন ম্যানেজ করতো। যারা এই টপিক ভিজিট করে তারা হয়তবা এগুলো সম্পর্কে ভালো জানে না এর কারনেই এখানে কেউ পোস্ট করে না আমি মনে করি। আমিও এই বিষয়ে ভালো জানি না। তবে অনুমান করে বললাম এগুলো কাজে লাগবে বাউন্টি ম্যানেজমেন্ট করার জন্য। তবে এরো কিছু সিক্রেট থাকতে পারে